Atyab Air

Atyab Air Your trusted agency for Air arrive, Feel free to fly far....

হজ্জে পথ হারিয়ে ফেললে ঘাবড়াবেন না, বরং সাথে নিজের মুয়াল্লিমের নাম্বার, হোটেল কার্ড রাখুন, নিচের ছবিতে দেয়া ধাপগুলো অনুসর...
01/06/2024

হজ্জে পথ হারিয়ে ফেললে ঘাবড়াবেন না, বরং সাথে নিজের মুয়াল্লিমের নাম্বার, হোটেল কার্ড রাখুন, নিচের ছবিতে দেয়া ধাপগুলো অনুসরন করুন।
আল্লাহ হাজিদের এই মোবারক সফর সহজ করুন!

ছবিতে দেয়া বিষয়গুলো মেনে চললে আপনার যাত্রা অনেকটা সহজ হবে। আল্লাহ হাজিদের কবুল করুক।
01/06/2024

ছবিতে দেয়া বিষয়গুলো মেনে চললে আপনার যাত্রা অনেকটা সহজ হবে। আল্লাহ হাজিদের কবুল করুক।

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা! আল্লাহর আশেকগণের ভিড়ে কাবা! হে আল্লাহ্ম আপনি সকল হাজিদের কে কবুল করুন। আমাদেরকেও তার ঘরে ...
01/06/2024

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা! আল্লাহর আশেকগণের ভিড়ে কাবা!
হে আল্লাহ্ম আপনি সকল হাজিদের কে কবুল করুন। আমাদেরকেও তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করুন!

অসুস্থতা যেন আপনার হজ্জের কার্যক্রম কে বাধাগ্রস্থ না করে, তাই আগ থেকেই সতর্ক থাকুন এবং সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া ...
26/05/2024

অসুস্থতা যেন আপনার হজ্জের কার্যক্রম কে বাধাগ্রস্থ না করে, তাই আগ থেকেই সতর্ক থাকুন এবং সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ সকল হাজিদের কে কবুল করুন।

হজ্জ যাত্রিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন। ভোগান্তিকর বিষয় হচ্ছে NUSUK কার্ড। তাই আপনার এজেন্সির সাথে এ বিষয়ে পরিস...
26/05/2024

হজ্জ যাত্রিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন। ভোগান্তিকর বিষয় হচ্ছে NUSUK কার্ড। তাই আপনার এজেন্সির সাথে এ বিষয়ে পরিস্কার হয়ে নিবেন।

আগামি ১লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে US-BNAGLA র ঢাকা-জেদ্দা রুটের ডিরেক্ট ফ্লাইট। এই উপলক্ষে সকল আন্তর্জাতিক ও ডোমেস্টি...
26/05/2024

আগামি ১লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে US-BNAGLA র ঢাকা-জেদ্দা রুটের ডিরেক্ট ফ্লাইট। এই উপলক্ষে সকল আন্তর্জাতিক ও ডোমেস্টিক টিকিটে ফ্ল্যাট ১০% ডিস্কাউন্টের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি। আপনার ডিস্কাউন্ট নিশ্চিত করতে আমাদের সাথে কানেক্টেড থাকুন।

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।✓GCC ভিসা আসলে কী?উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ...
19/05/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --
সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।
✓GCC ভিসা আসলে কী?
উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।প...
19/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!
ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।
পর্ব-৩

২০২৪ সালে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন যেসব দেশে
এই অভিবাসন নীতিতে ভ্রমণকারীকে গন্তব্যের দেশে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ভিসা প্রদান করা হয়। এই ভিসা প্রদানের জায়গাটি হতে পারে সমুদ্র বন্দর, স্থল চেকপয়েন্ট অথবা বিমানবন্দর। এই প্রবেশাধিকার প্রাপ্তির জন্য তাদেরকে যাত্রা শুরুর আগে নিজেদের দেশে থাকা অবস্থায় কোনও আবেদন করতে হয় না।

কোনও কোনও দেশে প্রবেশের সময় এই অন-অ্যারাইভাল ভিসার জন্য ফি দিতে হয়। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা-অন-অ্যারাইভাল নিয়ে ১৮টি দেশে প্রবেশ করতে পারবে। আর এই জন্য ভিসাপ্রাপ্তির সময় তাদেরকে কোনও ভিসা ফি পরিশোধ করতে হবে না। তাছাড়া এই ভাবে ভিসা গ্রহণ প্রক্রিয়াতে কোনও ঝামেলা পোহাতে হয় না।

চলুন, এবার দেখে নেয়া যাক বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসা সরবরাহকারী দেশগুলো।

১. বলিভিয়া

২. বুরুন্ডি

৩. কম্বোডিয়া

৪. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ

৫. কমোরো দ্বীপপুঞ্জ

৬. জিবুতি

৭. গিনি-বিসাউ

৮. মালদ্বীপ

৯. মৌরিতানিয়া

১০. মোজাম্বিক

১১. নেপাল

১২. সামোয়া

১৩. সেশেল্স

১৪. সিয়েরা লিওন

১৫. সোমালিয়া

১৬. তিমুর-লেস্তে

১৭. টোগো

১৮. টুভালু

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় তথা ৯০ দিন ভ্রমণের সুযোগ রয়েছে- গিনি-বিসাউ, নেপাল, এবং বলিভিয়ায়। সামোয়া ও সেশেল্স-এ থাকা যাবে ৬০ দিন। কমোরো আইল্যান্ড্সে অবস্থানের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ ৪৫ দিন। জিবুতি ও মৌরিতানিয়ায় থাকা যাবে ৩১ দিন । মালদ্বীপ, কেপ ভার্দে, সোমালিয়া, মোজাম্বিক, সিয়েরা লিওন, তিমুর-লেস্তে, এবং কম্বোডিয়া বেড়ানোর জন্য পাওয়া যাবে ৩০ দিন, যেখানে বুরুন্ডি এবং টুভালু’র ক্ষেত্রে বলা হয়েছে ১ মাসের কথা।

আফ্রিকার দেশ ‘টোগো’তে অবস্থানের জন্য পাওয়া যাবে মাত্র ১৫ দিন।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।প...
06/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!

ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।

পর্ব-২

২০২৪ সালে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
বিভিন্ন দেশের অভিবাসন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় কার্যনীতি হচ্ছে ভিসা-মুক্ত প্রবেশ। যেখানে বিদেশে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশের নাগরিকের আগে থেকে কোনও রকম ভিসা-প্রাপ্তির প্রয়োজন পড়ে না। এই নিয়মে ভ্রমণরতদের ভিসা ফি দিয়ে কোনও রূপ আনুষ্ঠানিক ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় না।

ঘুরে বেড়ানো বা ব্যবসা; যে কোনও উদ্দেশ্যেই এই সুবিধা নেওয়া যায়। তবে এইভাবে গন্তব্যের দেশটিতে অবস্থান করার একটি নির্দিষ্ট সময় সীমা থাকে, যা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে।

হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ২২টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। এই দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের নিজ দেশের ভেতরে থেকে ভিসা প্রাপ্তির জন্য অগ্রীম আবেদন করতে হবে না। এমনকি বিমানবন্দর পেরিয়ে সেই দেশগুলোতে প্রবেশের সময়েও প্রয়োজন হবে না কোনও ধরনের আনুষ্ঠানিক অনুমতির।

চলুন, ভিসা ছাড়া গন্তব্যের দেশগুলো এক নজরে দেখে নেয়া যাক।

১. বাহামাস

২. বার্বাডোস

৩. ভুটান

৪. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

৫. কুক দ্বীপপুঞ্জ

৬. ডমিনিকা

৭. ফিজি

৮. গ্রেনাডা

৯. হাইতি

১০. জ্যামাইকা

১১. কিরিবাতি

১২. লেসোথো

১৩. মাদাগাস্কার

১৪. মাইক্রোনেশিয়া

১৫. মন্টসেরাট

১৬. নিউয়ে

১৭. রুয়ান্ডা

১৮. সেন্ট কিটস ও নেভিস

১৯. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস

২০. গাম্বিয়া

২১. ত্রিনিদাদ ও টোবাগো

২২. ভানুয়াতু

এখানে মাদাগাস্কার, রুয়ান্ডা, এবং ভানুয়াতু গত বছর পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু রেখেছিল। আর ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ কিরিবাতি এ বছরে এই তালিকায় নতুন সংযোজন।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময়- ৬ মাসের মেয়াদে ফ্রি ভিসায় থাকা যাবে বার্বাডোস, ডোমিনিকা, জ্যামাইকা, এবং মন্টসেরাট-এ। ফিজিতে ভ্রমণ করার জন্য বরাদ্দ রয়েছে সর্বোচ্চ ৪ মাস। ৯০ দিনের মেয়াদে অবস্থান করা যাবে কিরিবাতি, সেন্ট কিটস ও নেভিস এবং লেসোথো’তে, যেখানে বাহামা, গ্রেনাডা, এবং হাইতি’র ক্ষেত্রে বলা আছে ৩ মাসের কথা।

কুক আইল্যান্ড্স-এ ফ্রি ভিসার মেয়াদ ৩১ দিন, গাম্বিয়া, মাইক্রোনেশিয়া, রুয়ান্ডা, ভানুয়াতু, ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড্সে ৩০ দিন, এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স-এ ১ মাস। ত্রিনিদাদ ও টোবাগোতে থাকার সুযোগ আছে ৩০ থেকে ৯০ দিন। আর মাদাগাস্কার-এ অবস্থানের সময়সীমা সবচেয়ে কম; মাত্র ১৫ দিন।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ। ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।...
05/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ। ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।

পর্ব-১

বিশ্ব ভ্রমণ করতে সবারই ভালো লাগে। ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই উড়াল দেন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছুটে যান প্রকৃতির কাছে কিংবা সমুদ্রের মাঝে। বিশ্বের অনেক দেশই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। কিন্তু ভিসা প্রসেসিংয়ের জটিলতার কারণে সেসব দেশে যাওয়া মুশকিল। তবে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে যেতে প্রয়োজন হবে না কোনও ভিসার। শুধু টিকিট কেটেই উড়াল দেওয়া যায় সেসব দেশে।

পাসপোর্ট বা ভিসার ঝক্কি-ঝামেলার কারণে বিদেশ ভ্রমণে যারা এখনও যেতে পারছেন না তারা জেনে নিন কোন কোন দেশে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশ্ব ভ্রমণে যাওয়ার আগে এসব তথ্য আপনাকে বেশ উপকৃত করবে। বাংলাদেশি পর্যটকরা যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন চলুন জেনে নেই।

দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২-এর বিশ্ব ভ্রমণের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার তথ্য মতে, বিশ্বের ভ্রমণ তালিকায় বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১০৪ এবং অ্যাকসেস ৪০। সেই অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশে ঘুরতে পারবেন। যার মধ্যে রয়েছে এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ।

এসব দেশে সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি পাবেন বাংলাদেশি পর্যটকরা।

চলবে......

কিরগিস্তানে কাজের ভিসায় যেতে ইচ্ছুকগন যোগাযোগ করতে পারেন। 01612-942372
01/05/2024

কিরগিস্তানে কাজের ভিসায় যেতে ইচ্ছুকগন যোগাযোগ করতে পারেন।
01612-942372

হাংরিতে চকলেট ফেক্টরির জন্য স্লট থাকা সাপেক্ষে কিছু শ্রমিক নেয়া হবে। যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন; পেইজে মেসেজ দি...
30/04/2024

হাংরিতে চকলেট ফেক্টরির জন্য স্লট থাকা সাপেক্ষে কিছু শ্রমিক নেয়া হবে। যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন; পেইজে মেসেজ দিয়ে বা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন_
01612-942372

প্রয়োজনীয় কাগজপত্রঃ
🟠পাসপোর্ট ( কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা লাগবে )
🟠এন আই ডি ( পাসপোর্টের সাথে হুবুহু মিল থাকতে হবে )
🟠জন্ম নিবন্ধন ( ইংরেজি, পাসপোর্ট ও এনআইডির সাথে মিল থাকতে হবে )
🟠এসএসসি ও এইচএসসি সারটিফিকেট ( পাসপোর্ট ও এনআইডির সাথে মিল থাকতে হবে )
🟠পুলিশ ক্লিয়ারেন্স ( ৩ মাসের বেশি পুরনো হওয়া যাবে না )
🟠ব্যাংক স্টেটমেন্ট ( বিবাহিত হলে ৬ লাখ, অবিবাহিত হলে ৪ লাখ )

দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। এটি প্যানোনীয়া...
30/04/2024

দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। এটি প্যানোনীয়ান সমভূমির দক্ষিণাংশে ও বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড

সার্বিয়ার আয়তন ৮৮ হাজার ৩৬১ বর্গকিলোমিটার। ২০১৮ সালের এক হিসাব অনুযায়ী, দেশটির জনসংখ্যা ৮৭ লাখ ৬২ হাজারের অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০ শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাঙ্গারিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলজেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে।

ইউরোপের দেশ হিসেবে সার্বিয়া একটি বেশ উন্নত একটি দেশ। দেশটিতে শ্রমিকদেরকে দেয়া হয় বেশ আকর্ষণীয় বেতন। একারণে সারা বিশ্ব থেকে হাজারও মানুষ দেশটিকে কাজ করতে যায় নিজের ভাগ্যবদলের জন্য। সম্প্রতি দেশটিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে ।

তবে দেশটিতে যেতে ভিসা প্রক্রিয়া একটু জটিল হলেও সঠিকভাবে প্রোসেসিং করা হলে ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যায়।
যেভাবে ভিসা পাবেন:
১. আবেদন ফরম পূরণ: প্রথমে প্রয়োজনীয় আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফর্ম আপনার নিকটস্থ সার্বিয়ার এম্বাসির থেকে পাবেন অথবা অনলাইনে আবেদন করা যাবে।
২. প্রযোজ্য ডকুমেন্টস: আবেদনের সাথে প্রয়োজ্য ডকুমেন্টস যোগ করতে হবে। যেমন: ভিসা ফরম, পাসপোর্ট, প্রযোজ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সনদ।
৩. ফি: আবেদন ফর্ম ফিলাপ করার সময় অবশ্যই ফি প্রদান করতে হবে। এই ফি ভিসার ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। যেমন টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কাজের ভিসা ইত্যাদি।
৪. মেডিক্যাল টেস্ট: কিছু ক্ষেত্রে মেডিক্যাল টেস্টের প্রয়োজন পরে যেখানে প্রত্যেক কাজের জন্য স্বাস্থ্য অবস্থা যাচাই করা হয়।

নিয়ম মেনে আবেদন করলে সহজেই দেশটিতে যাওয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশিষ্টরা।

 কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC) ওয়েবসাইটে গিয়ে ...
28/04/2024



কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।
প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC) ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন।অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:

1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)

আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন

What is your current country/territory of residence?এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী। ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ।আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম।আবেদন ফরম ডাউনলোড করে।টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।

1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)


Note It's depends on visa catagory
1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.
If student Certificate of enrollment and Student ID card.
Certificate of employee.Satff ID card,NOC
5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না।আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফিঃ 100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD
পেমেন্ট করার পর biomimetic request আসবে।তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।

প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে।দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।

ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।

তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।
একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন।দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

DAC-DXBOne Way Only 10,592/-Return TripOnly 25,000/-For more detail contact us01612-942372
27/04/2024

DAC-DXB
One Way
Only 10,592/-
Return Trip
Only 25,000/-
For more detail contact us
01612-942372

Let's start your journy with us....
27/04/2024

Let's start your journy with us....

27/04/2024

Welcome aboard Atyab Air! 🌟 Fasten your seatbelts and get ready for an unforgettable journey filled with comfort, excitement, and adventure! ✈️ Let's soar together to new heights! 🌍

Address

Abdus Salam Mansion, Mogoltuly
Cumilla
3520

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801612942372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atyab Air posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies