Afiya Travels International

Afiya Travels International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afiya Travels International, Travel Agency, New market, Cumilla, Debidwar.

03/04/2024

যারা পাবলিক বাসে বা গাড়িতে চলাচল করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।

সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে 'স্কোপোলামিন'। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে নীচের কিছু বিষয়ের কথা বলছি, এগুলো মাথায় রাখবেন:

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না, সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না, হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন-তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অব অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।
16/03/2024

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।

11/03/2024
মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৬ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ...
22/12/2023

মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৬ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না।

বাংলা এভিয়েশনের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

17/12/2023

নোটিশ : বিমানের সকল ফ্লাইট আবহাওয়া পরিবর্তনের কারণে টাইম সিডিউল চেঞ্জ করা হচ্ছে....
আপনার সকল বিমানের ফ্লাইটগুলো ফ্লাইটের 48 ঘন্টা আগে চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল..

রাবেয়া বারী কমপ্লেক্স, নিউ মার্কেট, দেবিদ্বার, কুমিল্লা
10/12/2023

রাবেয়া বারী কমপ্লেক্স, নিউ মার্কেট, দেবিদ্বার, কুমিল্লা

04/10/2023
04/10/2023
সকল দেশের বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন।01757-313129
06/09/2023

সকল দেশের বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন।01757-313129

রাবেয়াবারী কমপ্লেক্স ২য় তলা, জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।
06/09/2023

রাবেয়াবারী কমপ্লেক্স ২য় তলা, জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।

রাবেয়াবাড়ী কমপ্লেক্স ২য় তলা, জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।
06/09/2023

রাবেয়াবাড়ী কমপ্লেক্স ২য় তলা, জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।

জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার,কুমিল্লা
12/08/2023

জনতা ব্যাংকের সাথে নিউমার্কেট, দেবিদ্বার,কুমিল্লা

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল 01757-313129
24/06/2023

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল
01757-313129

আফিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নিউমার্কেট দেবিদ্বার কুমিল্লা
24/06/2023

আফিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল
নিউমার্কেট দেবিদ্বার কুমিল্লা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার ১৩৬৬৬রাবেয়াবারী ক...
24/06/2023

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল

লাইসেন্স নাম্বার ১৩৬৬৬

রাবেয়াবারী কমপ্লেক্স,জনতা ব্যাংকের সাথে নিউ মার্কেট, দেবিদ্বার, কুমিল্লা

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল লাইসেন্স নং- ০০১৩৬৬৬.রাবেয়াবারী কমপ্লেক্স, , জনতা ব্যাংকের সাথে, ২ তলা, নিউমার্কেট, দেবিদ...
31/05/2023

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল
লাইসেন্স নং- ০০১৩৬৬৬.

রাবেয়াবারী কমপ্লেক্স, , জনতা ব্যাংকের সাথে, ২ তলা, নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।

31/05/2023

Call.01757313129.

21/05/2023

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল
লাইসেন্স নং- ১৩৬৬৬
রাবেয়াবারী কমপ্লেক্স, ,দ্বিতীয় তলা জনতা ব্যাংকের সাথে, নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা

👉🏿 একটি সতর্ক বার্তা:

প্রিয় গ্রাহকবৃন্দ:

অতি পরিচিত লোকের সাথে টিকেটিং লেনদেন করুন। অন্যথায় কম মূল্যে টিকেট পাওয়ার আশায় হতে পারেন নিশ্চিহ্ন।

👉🏿 *ইদানিং একটি চক্র বের হয়েছে যারা এয়ারলাইন্সে জব করে পরিচয় দিয়ে কম প্রাইজে টিকেট বিক্রি করছে।সেই ফাদে পা দিয়েছেন কিছু লোভনীয় এজেন্সি ভাই।যারা সারা বছর শুধু কম প্রাইজের তালাশে ঘুরে বেড়ায়।একপর্যায়ে চক্রটি ফ্লাইটের আগে টিকেটগুলো রিফান্ড করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। পরবর্তীতে এই এজেন্সিগুলো মামলা ও বিপদের সম্মুখিন হচ্ছেন।এজন্য অনুরোধ কারো সাথে লেনদেন করার আগে তার সম্পর্কে ভাল করে জানুন যাচাই করুন। লাইসেন্স আছে কিনা যাচাই করুন। কম প্রাইজে নতুন টিকেট ও ডেট চেঞ্জের কাজ করা থেকে বিরত থাকুন*

01/05/2023

কোন ব্যক্তি বা অফিসকে কাজ দেওয়ার পূ্র্বে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিন৷
⭕ আলহামদুলিল্লাহ, আমাদের রয়েছে নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত সিভিল এভিয়েশন নং 0013666

সিভিল এভিয়েশন ভেরিফাই লিংক - https://regtravelagency.gov.bd/

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল
নিউমার্কেট, জনতা ব্যাংকের সাথে
দেবিদ্বার,কুমিল্লা

যোগাযোগ:-01757313129.

আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...
26/04/2023

আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা
21/04/2023

আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল

নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা

ঈদ মোবারকআফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা
21/04/2023

ঈদ মোবারক
আফিয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল
নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা

Address

New Market, Cumilla
Debidwar
3500

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 10:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801757313129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afiya Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afiya Travels International:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Debidwar travel agencies

Show All