Travel Tips With Zia

Travel Tips With Zia Travel Tips Fan Page Provide any tips and the Updated Information about Traveling.

05/05/2024
05/05/2024

⛔ সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক, "প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছ তুমি?"
-হত্যাকারী জবাব দিয়েছিল, "কারণ সে সেক্যুলার ছিল।"
বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, "সেক্যুলার মানে কী?"
-হত্যাকারী জানালো, "আমি জানি না।"

প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা-চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক, "নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন?"
-জবাবে সন্ত্রাসী বলেছিলো, "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে।"
বিচারক আগ্রহ দেখালেন, "উপন্যাসটি পড়েছ তুমি?"
-অপরাধী জবাব দিয়েছিলো, "না।"

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদির হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেছিলেন, "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেন?"
-হত্যাকারী জবাব দিয়েছিল, "কারণ তার ঈমান নাই।"
বিচারক কৌতূহলী হলেন, "তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই?"
-সন্ত্রাসীর জবাব ছিল, "তার বইগুলা পড়লেই সব বোঝা যায়।"
বিচারকের কৌতূহল বেড়ে গেলো,"তাঁর কোন্‌ বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে?"
-হত্যাকারী স্বীকার করলো, "বইয়ের নাম আমি জানি না। আমি পড়িনি ওসব।" বিচারক বিস্মিত হলেন, "কেন পড়োনি?"
-খুনীটি বলেছিলো, "আমি লিখতে-পড়তে জানি না।"

📍 ঘৃণা, কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না। ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে।
সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য বা চিন্তা করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, "তুমি আদৌ বিষয়টি পরিস্কারভাবে, প্রমাণসহকারে জানো কিনা?"...

26/04/2024
১.৫ লিটার পানির দাম ৪৮০/-টাকা।কি আছে এ পানিতে?বিক্রিও হচ্ছে।ব্যাবসায়ীকদের জন্য এদেশটা একটা সম্ভাবনাময় দেশ।সব সম্ভবের দেশ...
23/04/2024

১.৫ লিটার পানির দাম ৪৮০/-টাকা।কি আছে এ পানিতে?বিক্রিও হচ্ছে।ব্যাবসায়ীকদের জন্য এদেশটা একটা সম্ভাবনাময় দেশ।সব সম্ভবের দেশ।

20/04/2024

আমরা কি আসলেই হুজুগে বাঙালি??

24/10/2023

দান সাদকা কি শুধু টাকা দিয়েই হয়?
নাহ! টাকা ছাড়াও হয়...

রাসূলুল্লাহ ﷺ বলেছেন_____

"তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সাদকাস্বরূপ।
তোমার সৎকাজের আদেশ এবং তোমার অসৎকাজ হতে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সাদকাস্বরূপ।

পথহারা লোককে পথের সন্ধান দেয়া তোমার জন্য সাদকাস্বরূপ।
স্বল্প দৃষ্টি সম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেয়া তোমার জন্য সাদকাস্বরূপ (অর্থাৎ দৃষ্টিহীনকে পথ দেখানোও সাদকা)।

পথ হতে পাথর, কাটা ও হাড় সরানো তোমার জন্য সাদকাস্বরূপ।
তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেয়া তোমার জন্য সাদকাস্বরূপ।"
(সূনান আত তিরমিজী:১৯৫৬)

"পানি পান করানোর চাইতে বেশি নেকি আর কোনো সদকাতে নেই।"
(বায়হাকী শু'আবুল ঈমান ৩১০৫)

আরো হলো,

একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।
একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ।
একবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।
একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।

নিজ হাতে লাগানো গাছের পাতা, ফল কোন প্রাণী খেলে সেটিও একটি সাদাকাহ।
কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা একটি সদাকাহ।

কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটি সদাকাহ।
বিবাদমান দু'ব্যক্তির মাঝে সুবিচার করা একটি সাদাকাহ।

একটি উত্তম কথা একটি সাদাকাহ।
সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ একটি সদাকাহ।
(সহীহ মুসলিম: ৭২০, ১০০৬, ১০০৯, ১৫৫৩)

মহান আল্লাহ সুবহানু ওয়া তাআলার কত দয়া! আমাদের নেকীর পাল্লা ভারী, জাহান্নাম থেকে বেঁচে থাকতে, পরিবার ও সমাজ সুন্দর করে গঠন করতে কত কত চমৎকার পন্থা আমাদের জানিয়ে দিয়েছেন।

মহান আল্লাহ আমাদের এসকল কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করার তাওফিক দিন।
আমিন।

18/09/2023

মানুষের ইচ্ছা শক্তিটাই যথেষ্ট!

01/08/2023

Negotiator: বিশ্বজয়ী ক্বারী সাইদুল ইসলাম আসাদRecord Level: Islamic Tips MediaProduce & Management: Md Shamim Hossenকোরআন তেলাওয়াত উপহার দিলেন | বিশ্বজয়ী ক...

17/05/2023

অপরুপ বাংলার পথে প্রান্তরে!

17/05/2023

সাদা পাথরের দেশে একদিন!

23/04/2023

পাহাড় বিলাস!

17/02/2023

শিমুল বাগানে কিছুক্ষণ!

11/12/2022

💕

19/11/2022

Alhamdulillah...

23/10/2022

ধর্মীয় পোস্টঃ

১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...
জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জনান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব
এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।
আমিন।

23/10/2022

❒ যারা ফজরে এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলেঃ

ফজরের নামাজের ১০টি ফজিলত
১.নবী (ﷺ) বলেছেনঃ ”মুনাফিকদের জন্য ফজর ও ‘ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। এ দু’ নামাজের কী ফযীলত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি ইচ্ছে করেছিলাম যে, মুয়াজ্জিনকে ইক্বামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা নামাজে আসেনি, তাদের উপর আগুন ধরিয়ে দেই”।(সহিহ বুখারী, ৬৫৭)

২.রাসূল (ﷺ) বলেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)

৩.রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
(বুখারী-মুসলিম)

৪. রাসূল (ﷺ) বলেছেন,”যে ব্যক্তি ফজর নামাজসালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
(আবু দাউদ ৪৯৪)

৬.যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের নামাজ আদায়কারী,রাসূল (ﷺ) এর বরকতের দোয়া লাভ করবেন।
(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত নামাজ, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
(জামে তিরমিজি – ৪১৬)

১০. ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।

(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

22/10/2022

#দোয়া কবুলের একটা পরীক্ষিত আমল হলো—
রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে এই যিকির করলে যা প্রার্থনা করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ্।

«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ» «رَبِّ اغْفرْ لِي».

(লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌'দাহূ লা- শারীকালাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হা'মদু ওয়াহুয়া আ'লা কুল্লি শাই ইং ক্বদীর। সুবহা'নাল্লাহি ওয়ালহা'মদু লিল্লাহি ওয়া লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওয়ালা হা'ওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম। রব্বীগ্ ফীরলি।

অর্থ- “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সু-উচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।

হযরত উবাদা ইবনু সামিত (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে উপরের যিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দু‘আ করে বা কিছু চায় তবে তার দু‘আ কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে।”
[সহীহ বুখারী, ১/৩৮৭, নং ১১০৩]

#বিঃদ্রঃ আরবি উচ্চারণের সাথে মিলিয়ে পড়বেন, শুধু বাংলা উচ্চারণ দেখে পড়লে উচ্চারণ শুদ্ধ হবে না।

20/09/2022

🍁দেশের বিশেষ এক বিনোদন পার্কে,স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে!আফসোস! কে এদের অভিভাবক? আর এ প্রজন্ম যাচ্ছে কোথায়?

08/09/2022

Alhamdulillah!

29/08/2022

Remember! Silence is the best answer of all stupid question & smile is the best reaction in all critical situation.

🍁এটাই তো হওয়া উচিৎ মুসলমানের বিধান।রাসুলুল্লাহ (সা:) বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকবে। সাহাবাগণ বললেন, ...
18/08/2022

🍁এটাই তো হওয়া উচিৎ মুসলমানের বিধান।

রাসুলুল্লাহ (সা:) বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকবে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল! সেগুলো কী কী? তিনি বললেন-
(তার একটি হল) সুদ খাওয়া।

Address

Dhaka
1212

Telephone

+8801723000044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Tips With Zia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Tips With Zia:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like