06/05/2016
"সুমনা প্রপ্রাটিজ লিমিটেড"
আপনারা খুশি, আমরাও খুশি। আপনারা জমি কিনে খুশি আমরা সেই সেবা দিতে পেরে খুশি।
সাধ ও সাধ্যের মধ্যে প্লট ও ফ্লাট সহজ কিস্তিতে আমরা সাজিয়েছি আপনাদের জন্য পরিকল্পিত আবাসন প্রকল্প।
ইচ্ছে হলেও মধ্যবিও ও নিম্ন মধ্যবিওরা পেরে উঠেনা একটি বাড়ি কিংবা ফ্লাট কিনতে। বিভিন্ন চাহিদা মিটাতে গিয়ে জীবন থেকে বাদ পরে যায় সেই স্বপ্নের বাড়িটির কথা আর নয় হতাশা আর নয় ভাড়া থাকা অল্প জমানো টাকায় বুকিং দিয়ে আপনিও হতে পারেন সুন্দর একটি ফ্লাট কিংবা জমির গবিত মালিকানা।
বসবাসের জান্য আবাসন এখন আর বিলাসিতা নয় কারন জনসংখ্যা বৃদ্ধি, আথিক সমস্যা, সময়ের ব্যবধানে জীবনের অতিরিক্ত চাহিদা পূরন এবং নিজ, পারিবারিক ও সামাজিক নৈতিক দাবী বা ইচ্ছা পূরনে মানুষ এখন অস্থির হয়ে উঠেছে।
বাংলাদেশে ক্রমবধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট দিন দিন তীব্র হতে তীব্রতর আকার ধারন করছে। ক্যাবের পরিসংখ্যান, অনুযায়ী বতমানে ঢাকা শহরে প্রায় ৮৩ শতাংশ মানুষ ভাড়া বাড়ীতে বসবাস করে। ক্যাব ধারনা করছেন, ২০২৫ সালের মধ্যে বতমানে ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ (পাঁচ) কোটিতে উন্নীত হবে।
এ অবস্থাতে বাড়ছে বাসস্থানের মত মৌলিক চাহিদার সংকট। যার কারনে বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে। আর এ গৃহহীন জনগোষ্ঠীর আবাসান সমস্যা সমাধানের লক্ষে বাংলাদেশের বতমান সরকার ঢাকার চতু্রপাশে তৈরি করছে পরিকল্পিত সরকারি আবাসন।
ক্রমবধমান আবাসন চাহিদার বিষয়টি সামনে রেখে সরকারের পাশাপাশি যে সকল উদ্যোক্ত প্রতিষ্ঠান গুরুত্বপূন্ ভূমিকা পালন করে যাচ্ছে "সুমনা প্রপ্রাটিজ লিমিটেড" তাদের মধ্যে একজন।
আবাসন শিল্পে "সুমনা প্রপ্রাটিজ লিমিটেড" আপামর জনগনের চাহিদা ও সাধ্যের মধ্যে সংগতি রেখে সুমনা সাভার সিটি, সাভার স্মূতিসৌধ, সাভার ও সুমনা মডেল টাউন, রাজেন্দ্রপুর বাসষ্ট্যান্ড, কেরানীগঞ্জ। সাধারন প্লট ও ফ্লাট স্বল্প ও দীঘ কিস্তি মেয়াদী বিক্রি প্রকল্প চালু করেছে। যার প্রতিটি পদক্ষেপে থাকছে সকল পেশার মানুষের আয়ের সাথে সংগতি রেখে আপনাদের সক্রিয় অংশগ্রহনের সুযোগ। আমাদের প্রয়াসকে বতমান সরকারের আবাসন নিতীমালা অনুযাযী এগিয়ে নেওয়ার লক্ষে সুমনা সাভার সিটি ও সুমনা মডেল টাউন প্লট ও ফ্লাট প্রকল্প বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
আপনারা আসুন স্বচক্ষে দেখুন আমাদের প্রকল্পের বতমান চিএ। আমরা সাইনবোডে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি " ক্রেতা জমিতে দাড়িয়ে দু হাত আকাশের দিকে তুলে চিৎকার করে যখন বলতে পারবে এ জমি আমার" আমরা এ কথাটি বিশ্বাস করি।
আপনাদের অসম্ভব আগ্রহে আমরা ২০১৬ -২০১৭ সালে প্লট হস্তান্তর শুরু করবো ইনশাআল্লাহ।
সুমনা প্রপ্রাটিজ লিমিটেড এর প্রকল্প অবস্থানঃ
সুমনা সাভার সিটি জাতীয় সংসদ ভবন থেকে ১৪ কিঃমিঃ দূরত্ব জাতীয় সাভার স্মৃতিশোধ এর পিছনে অবস্থিত।
সুমনা মডেল টাউন ঢাকা মতিঝিল থেকে ৮ কিঃমিঃ দূরত্ব রাজেন্দ্রপুর, কেরানীজঞ্জ নতুন কেন্দ্রীয় কারাগার এর পিছনে অবস্থিত।
এখানে প্লট ও ফ্লাট বুকিং দিলে আপনী পাচ্ছেন কোম্পানির লোগো সম্বলিত ৫২ পিসের একটি ডিনার সেট উপহার।
সকল যোগাযোগঃ
সুমনা প্রপ্রাটিজ লিমিটেড স্পসর তাসমিন কনসালটেন্ট
সিনিয়র ম্যানেজার +০৮৮ ০১৬২৯২৪৫৪২৫
ঠিকানাঃ বিবিটিওএ ভবন, এনসিসি ব্যাংকের উপর (৪থ তলা), ৯নং দক্ষিন কল্যানপুর, মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা।
ইমেইলঃ [email protected], www.facebook.com/tasmin.international