27/11/2024
"আবহাওয়া বিদ্যায়, দৃশ্যমানতা (Visibility) হল দূরত্বের পরিমাপ যেখানে একটি বস্তু বা আলো স্পষ্টভাবে সনাক্ত করা যায়। এটি আশেপাশের বাতাসের স্বচ্ছতার উপর নির্ভর করে, পারিপার্শ্বিক আলোর স্তর বা দিনের সময় যাই হোক না কেন এটি অপরিবর্তিত থাকবে।" - উইকিপিডিয়া থেকে নেওয়া সংজ্ঞা।
শীতের দিনে উত্তরবঙ্গের রাজশাহী, সৈয়দপুর এবং দক্ষিণবঙ্গের যশোর বিমানবন্দরের সকাল বেলার Visibility সাধারণত সর্বনিম্ন এবং উড়ানের প্রয়োজনীয়তার চেয়ে অনেক কম থাকে। তাই সকালবেলা ফ্লাইট সিলেক্ট করার সময় যাত্রা বিলম্ব হবার সম্ভাবনা থাকবে। বিষয়টা মাথায় রেখে ভ্রমণের সময় ঠিক করলে নিরাপদে এবং সময়মত গন্তব্যে পৌঁছাতে পারবেন।
কার্টেসি: ক্যাপ্টেন কামরুল