HR Traveller

HR Traveller Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HR Traveller, Tourist Information Center, banani, Dhaka.

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?**১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ ম...
06/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, সিনোফার্মা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন ।ব্লাকলিস্ট কাটতে অনেক টাকা লাগে । কাটার পর কলিং ভিসায় আসতে পারবেন ।

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে?
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫)সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে 🥰

বাংলাদেশী কর্মীদের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার।অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সরকার এবং মালয়েশিয...
19/12/2021

বাংলাদেশী কর্মীদের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকার সমঝোতা স্বাক্ষর করেন।

15/09/2021

ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, ‘দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রবিবার থেকে আরও পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘স্থলবন্দরগুলো অনেক দিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের কয়েক দিন সময় দরকার।’

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে আগমন-নির্গমন বিষয়াদি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটি স্থলবন্দর সংলগ্ন জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছে।

আন্তমন্ত্রণালয় কমিটির সদস্য মাশফি বিনতে সামস বলেন, ‘আমরা গত পাঁচ মাসে ১০টি বৈঠক করেছি এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে ভারত থেকে কোভিড বাংলাদেশে দ্রুত ছড়াতে না পারে।’

তিনি বলেন, ‘এর সুফলও আমরা পেয়েছি। কারণ, ভারতে যখন প্রকোপ কমেছে, তখন বাংলাদেশে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওই সময়ে আমরা ভারত থেকে প্রয়োজনীয় আমদানি করতে পেরেছি, যা অন্য সময় সহজ হতো না।’

07/09/2021

✈জানুয়ারীতে
খুলে দেওয়া হবে বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণের দেশ
থাইল্যান্ড এবং থাকা লাগবে না কোন কোয়ান্টাইন ✈

28/08/2021

ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

সৌদি আরবে অনুমোদন পেলো সিনোভ্যাক ও সিনোফার্মবিদেশ ডেস্ক২৫ আগস্ট ২০২১, ১৯:০২চীনা টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরবকরোনাভাইরাসে...
25/08/2021

সৌদি আরবে অনুমোদন পেলো সিনোভ্যাক ও সিনোফার্ম
বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৯:০২

চীনা টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরব

করোনাভাইরাসের নতুন দুইটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার অনুমোদন পাওয়া টিকা দুইটি হলো চীনের তৈরি সিনোভ্যাক এবং সিনোফার্ম। এর আগে দেশটিতে অনুমোদিত টিকা ছিলো চারটি। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে সৌদিতে অনুমোদন পাওয়া চারটি টিকার যে কোনও একটির বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজন ছিলো।

দুই ডোজে আলাদা টিকা গ্রহণকারীদের প্রবেশেরও অনুমতি দিয়ে রেখেছিলো সৌদি আরব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সুপারিশে বলা হয়েছে, প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদেরও দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সংক্রমণের অন্তত দশ দিন পর প্রথম ডোজ আর প্রথম ডোজের তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে।
সূত্র: আরব নিউজ

গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়মিত পেতে আমাদের পেইজ ও সকল পোস্ট লাইক করে সাথে থাকুন। ধন্যবাদ।

যারা ওমরায় যেতে আগ্রহী তাদের দ্রুত টিকা নিয়ে নেয়ার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সৌদির সকল সেক্টরের টিকেট সুলভমূল্যে পেতে যোগাযোগ করুন।

সৌদির কোয়ারেন্টাইন হোটেল করতে ও যাদের করোনা পজেটিভ হওয়ায় হোটেল নিয়েও যেতে পারেননি তারা স্বল্পমূল্যে রি-ইস্যু করতে যোগাযোগ করুন।

#01767621542
#01684072289

24/08/2021
24/08/2021
23/08/2021

🇧🇩 ভারত 🇮🇳
বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলা চলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন
পররাস্ট্রমন্ত্রী।

যারা এখনো রেজি: করেন নি। দেশে গণটিকা কর্মসূচি আর হবে না জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।কোভি...
23/08/2021

যারা এখনো রেজি: করেন নি। দেশে গণটিকা কর্মসূচি আর হবে না জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।
কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম :: https://amararea.com/surokkha/

Surokkha "সুরক্ষা" › কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন :: www.surokkha.gov.bd ! জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে সুর....

টিকা, কোয়ারেন্টাইন এবং ভিসা নিয়ে সৌদি আরবের সর্বশেষ তথ্যবিষয় তিনটিএক: এখন থেকে সিনোফার্মের টিকা নিয়েও যেতে পারবেন সৌদি...
22/08/2021

টিকা, কোয়ারেন্টাইন এবং ভিসা নিয়ে সৌদি আরবের সর্বশেষ তথ্য

বিষয় তিনটি
এক: এখন থেকে সিনোফার্মের টিকা নিয়েও যেতে পারবেন সৌদি আরব । তবে সাথে থাকতে হবে এ্যন্টোজেনেকা অথবা মর্ডানা অথবা ফাইজারের এক ডোজ টিকা
দুই: আজ থেকে মানে ২০ আগষ্ট থেকে বন্ধ কোয়ারেন্টাইনের জন্য সরকারের ২৫ হাজার টাকা দেয়া
তিন: যারা ফিরছেন বিশেষ ব্যবস্থাপনায় দেশে তারা হজ বা ওমারা ছাড়া কাজের ভিসায় সৌদি যেতে পারবেন না।

আন্তর্জাতিক ও ডমেস্টিক প্লেনের টিকিট, কোয়ারেন্টাইন হোটেল, টিকিটের ডেট চেঞ্জ সহ ট্রাভেল রিলেটেড যেকোন সার্ভিসের জন্য আমাদ...
22/08/2021

আন্তর্জাতিক ও ডমেস্টিক প্লেনের টিকিট, কোয়ারেন্টাইন হোটেল, টিকিটের ডেট চেঞ্জ সহ ট্রাভেল রিলেটেড যেকোন সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ মোবাইল এবং ওয়াসঅ্যাপ ঃ 01767621542

Address

Banani
Dhaka
2300

Telephone

+8801767621542

Website

Alerts

Be the first to know and let us send you an email when HR Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HR Traveller:

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All

You may also like