04/09/2023
`নেপাল ভ্রমণে নতুন তথ্য 🇳🇵
নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border
By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।
A traveler can apply using the website :
https://nepaliport.immigration.gov.np/onlinev.../application
এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
Documents_ required
1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket