ILAL KAABA

ILAL KAABA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ILAL KAABA, Tour Agency, House-461 (1F-South); Road-07; Avenue-05, DOHS Mirpur, Dhaka.

ইলাল কা'বা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে একটি গভীর অর্থপূর্ণ ও পরিতৃপ্ত সফরের.......    কারণ, ইলাল কা'বার জন্মই হয়েছে একটা গ...
25/09/2024

ইলাল কা'বা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে একটি গভীর অর্থপূর্ণ ও পরিতৃপ্ত সফরের.......
কারণ, ইলাল কা'বার জন্মই হয়েছে একটা গভীর আকাঙ্খা থেকে - আর তা হলো সম্মানিত হাজীদের সহায়তা করার মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহকে খুশি করা.....

হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগহজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হলে প্রার্থীকে ন্...
09/09/2024

হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ

হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হলে প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে। অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে। এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের (www.hajj.gov.bd/hajjguide) মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

তথ্য সূত্র:
প্রথম আলো
০৪ সেপ্টেম্বর ২০২৪
চাকরি সেগমেন্ট
লিংক: কমেন্টে
link: https://www.prothomalo.com/chakri/employment/d2l930voqt

হজ - ২০২৫, প্রাক -নিবন্ধন শুরু....
20/08/2024

হজ - ২০২৫, প্রাক -নিবন্ধন শুরু....

13/08/2024

মাননীয় উপদেষ্টার এই মহৎ উদ্যোগ আল্লাহ সফল করুক

সকল সিন্ডিকেট বন্ধ হোক

হজ এবং উমরাহ হয়ে উঠুক সহজলভ্য

আমরা অধীর আগ্রহে অপেক্ষামান!

মিনার উদ্দেশ্যে হজ যাত্রা শুরু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক!সহোযোগী: ব্রোডওয়ে ট্যুরস এন্ড ট্রেভেলস লিমিটেড
14/06/2024

মিনার উদ্দেশ্যে হজ যাত্রা শুরু

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক!

সহোযোগী: ব্রোডওয়ে ট্যুরস এন্ড ট্রেভেলস লিমিটেড

11/06/2024

Assalamualaikum dear All.
By the grace of Almighty Allah we have started for the spiritual journey to perform the Holy Hajj-2024. This time it's a special one as I am moving with our Troops from our Company "Ilal Kaaba". Please forgive me & keep us in your humble prayers for this 'Sacred Endeavour'. May Allah (SWT) help us all in All Ways.. Ameen.

আজকের টিপস "জমজম"তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছে দু রাকাত নামাজ পরে হাজিরা জমজম পান করে থাকেন এ এক অদ্ভুত পানি!খেলে প...
25/05/2024

আজকের টিপস

"জমজম"

তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছে দু রাকাত নামাজ পরে হাজিরা জমজম পান করে থাকেন
এ এক অদ্ভুত পানি!
খেলে পিপাসা তো মিটেই সাথে পেটও ভরে আবার শিফাও মিলে!
সারা বাইতুল্লাহ জুড়েই জমজম
ছোট ছোট ড্রামে ঠান্ডা এবং নরমাল দুই ভার্সনই রাখা থাকে
জমজম শিফা দেয় তবে সেটা কিন্তু ন্যাচারাল লো এর উর্ধে না
হাজিরা প্রথমেই যেই ভুলটা করেন তা হলো
প্রচণ্ড গরমে তাওয়াফ থেকে এসে ঠান্ডা জমজম ঢোক ঢোক করে গলায় ঢালে
আর তাতেই বিপত্তি
ঠান্ডা আর গলা ব্যথা নিয়ে বিছানায় পরে যায়!
আমলের বিশাল ক্ষতি!
তাই জমজম পানের সময় একটু কেয়ারফুল থাকবেন

জমজমের কিন্তু একটা সুন্দর দুআও আছে
অনেকেই জানি না বলে পড়া হয়ে উঠে না
দোয়াটা হলো:

"হে আল্লাহ!
আমাকে উপকারী জ্ঞান দাও
আমার রিজিকে প্রস্থতা দাও
আর আমাকে সকল রোগের শিফা দাও"

প্রতিবার জমজমের খাবার আগে বিসমিল্লাহ বলে দোয়াটা পড়ে নিয়েন
আর ফিল করবেন যে দু’আ-টায় কাজ হচ্ছে!
আমি অনেক ইনস্ট্যান্ট ফল পেয়েছি এবং অনেককে পেতেও দেখেছি!

তবে এই বিশাল বরকতময় পানি চোখের সামনে থাকা সত্ত্বেও
হাজীগণ একটা বিশাল অপর্চুনিটি মিস করে থাকেন
আর তা’হলো তিনবেলা খাবার সময় জমজম না খাওয়া
সাধারণত রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলে বোতল পানি ফ্রি দেয়া হয়ে থাকে
বোতল কেরি করার ঝামেলা কিংবা
নতুন বোতলের ঢাকনা ভেঙে পানি খাবার আনন্দে
হাজিরা এই বরকতময় পানি খেতে বেমালুম ভুলে যান
এটা দোষের কিছু না
জাস্ট খেয়াল থাকে না
তাই অনুরোধ থাকবে বাইতুল্লাহ গেলে সব সময় একটা পানির বোতল রাখার
বাইতুল্লাহর ভিতরে কিংবা বাইরে প্রচুর জমজমের কল থাকে
খুব সহজেই গিয়ে জমজম ভরে নেয়া যায়
সকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার
চেষ্টা করবেন এই জমজম সাথে রাখার
বাইতুল্লা ছেড়ে আসলে হাজার কাঁদলেও এ অফুরন্ত নেয়ামত সহজে পাবেন না!
এই সুযোগ কেন হাতছাড়া করবেন... ।

আজকের টিপস:"তাওয়াফে কাবা ছোঁওয়া"তাওয়াফ করতে করতে অনেকেই কাবা ছুতে চানআমাদের অ্যাডভাইস এহরাম অবস্থায় তা করতে যাবেন নাকারণ...
23/05/2024

আজকের টিপস:

"তাওয়াফে কাবা ছোঁওয়া"

তাওয়াফ করতে করতে অনেকেই কাবা ছুতে চান
আমাদের অ্যাডভাইস এহরাম অবস্থায় তা করতে যাবেন না
কারণ পুরো কাবা জুড়ে আতর মাখা
কাজেই, ইহরামের কাপড়ে লেগে গেলে তা ক্ষতির কারণ হতে পারে
কাবা যদি ছুঁতেই হয়
উমরাহ শেষে অন্য নামাজের সময় ছোঁয়ার চেষ্টা করবেন
জাস্ট এহরাম অবস্থায় নয়!
দম দিতে হতে পারে!

আরেকটা বিষয় হলো

তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদ চুমু দেয়ার স্বপ্ন অনেকেরই
তবে এই স্বপ্ন পূরণের সময় একটা বিষয় খেয়াল রাখবেন
আপনার চুমুর আগ্রাসনে অন্য কোনো হাজির যেন আবার কষ্ট না হয়
কারণ কাবার সামনে কাউকে কষ্ট দিলেন
এবং সেই অবস্থায় তিনি মনের অজান্তে মুখ ফুটে আহ/উহ্ বলে উঠলো
আপনি কিন্তু বিশাল ক্ষতির মধ্যে পরে গেলেন!

আজকের টিপস "তাওয়াফ কাউন্টার "৫ মিনিটের ৪ রাকাত নামাজেই প্যাঁচ লাগিয়ে ফেলি আর তাওয়াফ তো ৭ চক্কর, তাও আবার ১৫/২০ মিনিটি ধর...
21/05/2024

আজকের টিপস

"তাওয়াফ কাউন্টার "

৫ মিনিটের ৪ রাকাত নামাজেই প্যাঁচ লাগিয়ে ফেলি আর তাওয়াফ তো ৭ চক্কর, তাও আবার ১৫/২০ মিনিটি ধরে!
গুলিয়ে ফেলাটা অতীব স্বাভাবিক!
অনেকে অনেক ভাবে চেষ্টা করে ট্র্যাক রাখার
কেউ আঙুল টিপে
কেউ বা তসবিহ টিপে
কিন্তু কিছুতেই যেন কিছু কাজ হয় না
মনের ভুল এসেই যায়,
কারণ শয়তান তখন বড়ই তৎপর
তাই দরকার একটা স্ট্রং স্ট্রাটেজি
একটা স্ট্র্যাটেজি আমাদের খুব কাজে এসেছিলো
সেটা হলো
প্রত্যেকটা রাউন্ডকে আমার দুয়ার ক্যাটেগরিতে ভাগ করে নিতে পারি
ফর এক্সাম্পল
প্রথম রাউন্ড এর দুয়া: নিজের জন্য
দ্বিতীয় রাউন্ড এর দুয়া: নিজের সন্তানের ও বিবির জন্য
তৃতীয় রাউন্ড এর দুয়া: বাবা মার্ জন্য
চতুর্থ রাউন্ড এর দুয়া: আত্মীয়স্বজনের জন্য
পঞ্চম রাউন্ড এর দুয়া: বন্ধু বান্ধব, সহপাঠীদের ও সহ কর্মীদের জন্য
ষষ্ঠ রাউন্ড এর দুয়া: নিজ দেশের জন্য আর
৭তম রাউন্ড এর দুয়া: বিশ্ব বাসির জন্য
এভাবে আর কাউন্ট ট্র্যাকচুত হবে না
আর যদি হয়েও যায় জাস্ট রিকল করে নিলেই হয় কার কার জন্য দুয়া করা হয়েছে
বাস আবার কাউন্টিং ট্র্যাকে চলে আসবে
প্লাস এর ফলে অনেক কনস্ট্রাকটিভ দুআও করা যায়
ট্রাই করে দেখতে পারেন

আজকের টিপস "প্রথম কা’বা দর্শন"আপনি যদি প্রথম বারের মতন বাইতুল্লাহর মেহমান হয়ে থাকেনতাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগকারণ প্র...
19/05/2024

আজকের টিপস

"প্রথম কা’বা দর্শন"

আপনি যদি প্রথম বারের মতন বাইতুল্লাহর মেহমান হয়ে থাকেন
তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ
কারণ প্রথম বার কা’বা দেখার পর যে দুয়া গুলো মন থেকে বলবেন সেগুলো বিফল হয় না
তাই এই মোমেন্ট টা খুব ইম্পর্ট্যান্ট!
তাই একটু কেয়ারফুল!
বাইতুল্লাহ পৌঁছানোর পর
"কা’বা কই?" "কা’বা কই?" বলে আমরা উঁকি ঝুঁকিমারা শুরু করি
আর এতে আমরা মোমেন্টটা নষ্ট করে ফেলি
তাই আমাদের পরামর্শ,
বাইতুল্লাহর প্রান্তরে পৌঁছে চোখ একদম নামিয়ে রাখবেন
আপনি যতক্ষণ পর্যন্ত না এবসোলিউটলি সিউর হচ্ছেন যে আপনি কা’বার সামনে
ততক্ষণ পর্যন্ত তাকাবেন না
যখন সিউর হবেন তখন আর ঠিক তখনই চোখ তুলে তাকান!!!
মেসমেরাইসড হন আর তখন দুয়া শুরু করুন
মনের ভিতর থেকে দুয়া
পারলে আগে থেকে টুকে রাখবেন দুয়া গুলো
আমাদের একটা প্রিয় দুআ
"হে আল্লাহ! আমার পূর্বের ও পরের সকল নেক দুয়া তুমি কখনো ফিরিয়ে দিও না"
চাইলে আপনার দুআ লিস্টে এড করে নিতে পারেন
আমিন।

হজ ফ্লাইট শুরু ইলাল কাবার প্রথম কাফেলা!তবে আমাদের কাফেলা যাবে একদম শেষের দিকে। হজ বিষয়ক কিছু পয়েন্ট শেষ পর্যন্ত ওয়েট না ...
17/05/2024

হজ ফ্লাইট শুরু
ইলাল কাবার প্রথম কাফেলা!
তবে আমাদের কাফেলা যাবে একদম শেষের দিকে।
হজ বিষয়ক কিছু পয়েন্ট শেষ পর্যন্ত ওয়েট না করে আগেই শেয়ার করা হলো
যেন যারা আগে আগে যাচ্ছেন তাদেরও কিছুটা উপকারে আসে
এমন কিছু পয়েন্ট যা আমাদের মনে হয়েছে
হজ যাত্রার উপকারে আসবে
পয়েন্টগুলো খণ্ডে খণ্ডে রিলিস করা হবে ইন্শাআল্লাহ।

আজকের বিষয় "হজে মকবুল!"

আমাদের বিশ্বাস
"হজে গেলে মানুষ নিষ্পাপ হয়ে ফিরে"
হ্যাঁ ফিরে!
তবে শর্ত হলো
যদি তার হজ কবুল হয় তবেই!
তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে
কিসে হজ কবুল হয়?
আগে জানতে হবে
কিসে তা কবুল হয় না!
কবুল হয় না যদি তাতে ঝগড়া ও অশ্লীলতা থাকে!
তাই হজের শুরুতেই প্রথম যেটা করা দরকার সেটা হলো
একটা মিশন স্টেটমেন্ট!
মিশন স্টেটমেন্ট হলো আপনার সংকল্প বা সংবিধান
যা আপনাকে আগত দিনগুলোতে ডিফাইন করবে
যেমন স্টেটমেন্ট হতে পারে:
"আজ থেকে আমি কারো সাথে ঝগড়া করবো না!"
"আজ থেকে আমি কারো সাথে খারাপ ব্যবহার করবো না!"
"আজ থেকে আমি কাউকে কষ্ট দিবো না!"
"আজ থেকে আমি অশ্লীলতার ধারে কাছেও যাবো না!"
এই মিশন স্টেটমেন্টটা কোথাও লিখে রাখবেন
যেন সময়ে সময়ে নিজেকে মনে করিয়ে দিতে পারেন
সংকল্প থাকাটা খুব ইম্পর্ট্যান্ট
কারণ এটা আপনাকে সোজা রাখবে
কখনো পা পিছলে যেতে থাকলে এটা আপনাকে দৃঢ় রাখবে!

আরেকটা ইম্পর্টেন্ট বিষয়!

এহরাম অবস্থায় নিজেকে প্রায়ই একটা ম্যাগনেট মনে হবে
দেখবেন যে আপনার মনের অবস্থা যেমন টা হবে
আসে পাশের অবস্থাও তেমনটা হতে থাকবে
আপনি যদি অল্পতেই বিরক্ত হন
তাহলে দেখবেন আপনি বেশি বেশি বিরক্তিকর ঘটনা এট্ট্রাক্ট করছেন
আপনি যদি অল্পতেই রেগে যান
দেখবেন আপনি বেশি বেশি রেগে যাওয়ার মতো ঘটনা এট্ট্রাক্ট করছেন
তাই নিজের নেগেটিভ ইমোশন গুলোকে শান্ত রাখুন
ইস্তেগফার করুন এবং প্রচুর পরিমানে গ্রেটিচুড প্র্যাকটিস করুন
মন প্রশান্ত হওয়াটা জরুরি কারণ
পরবর্তী ঘটনা গুলোও তাহলে প্রশান্ত হবে
আপনার এই এট্রাকশন খারাপ অ্যাকশনের জন্যেও কিন্তু প্রযোজ্য
ধরুন যদি মনের অজান্তে কিছু দেখে অশ্লীল কোনো খেয়াল এসে গেলো এবং সেদিকে কিছুটা ঝুঁকে পড়েছেন
দেখবেন অলমোস্ট সাথে সাথেই কোনো না কোনো পেরেশানি বা বেইজ্জতি এট্ট্রাক্ট করে ফেলেছেন
সাথে এস্তেগফার করবেন!
হাত টিপে এস্তেগফার না
মন থেকে এস্তেগফার!
তাই আবারো বলছি
মিশন স্টেটমেন্টটি সব সময় সাথে রাখবেন
এটা আপনাকে প্রটেক্ট করবে ইন্শাআল্লাহ।

আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে আমাদের ৩য় ব্যাচের হজ ও উমরাহ কোর্সটি আগামী ২৭ ফেব্রুয়ারী  ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে...
21/02/2024

আসসালামু আলাইকুম।

মহান আল্লাহর রহমতে আমাদের ৩য় ব্যাচের হজ ও উমরাহ কোর্সটি আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে ।

আমাদের ১ম এবং ২য় ট্রেনিং-এর মত এবারেও লাইভ ৪ টি সেশনেই ৪০ মিনিট সময় ব্যায়ে, ইহরাম বাধা সহ হজ এবং উমরাহর সবকয়টা আহকাম শিখতে পারবেন ইনশাআল্লাহ।

কোর্সে এনরোল হতে হলে নিচের ফর্মটি ফিলাপ করে নিন প্লিস! যারা প্রথম ও ২য় ব্যাচে আমাদের ট্রেনিং-এ অংশগ্রহণ করেছেন তাঁরাও এই ৩য় ব্যাচে আবার যোগ দিতে পারবেন।

https://forms.gle/c4W7r22XYf5k6LcF6

আমরা আপনার নম্বর দিয়ে একটি WhatsApp গ্রুপ (ilal kaaba hajj and umrah training batch 2) বানিয়ে কোর্সের লিংক শেয়ার করে দিবো ইনশাআল্লাহ।

গ্রূপে আপনি প্রতি দিন ক্লাসের পূর্বে রিমাইন্ডার পাবেন।

এই সুযোগ হাতছাড়া করবেন না প্লিস!

28/01/2024

কেমন হতো?

যদি আপনি রাসূলুল্লাহ ﷺ এর সাথে হজ্জ করার সুযোগ পেতেন?

রাসূলুল্লাহ ﷺ আমাদের মাঝে নেই।

তাই সুযোগটি হচ্ছে না।

তবে তিনি বলে গিয়েছেন:

"রামাদান মাসে উমরাহ করা হলো আমার সাথে হজ্জ আদায় করার সমতুল্য"

[সহিহ বুখারি: ১৮৬৩]

রামাদানে উমরাহ করার আকাংখা তাই সবারই থাকে

তাই তো ইলাল কা'বা নিয়ে এলো ১৩ রাত্রির

"২০২৪ রামাদান উমরাহর দুটো প্যাকেজ"!!!

কাফেলার রওনা হবে আগামী ১৪ মার্চ ২০২৪ ইনশাল্লাহ

পেকেজ দুটোর বিস্তারিত নিম্নে উল্লেখ করা হলো.

ইকোনোমি প্যাকেজ

💰ব্যক্তি প্রতি খরচ :

- কোয়াড / কুইন্ট শেয়ারিং: ১,৭০,০০০/- ( একটি রুমে ৪/৫ জন)
- ট্রিপল শেয়ারিং: ১৯০,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
- ডাবল শেয়ারিং: ২২৫,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

🏨 মদীনা হোটেল: Golden Manazil Al Falah অথবা সমমান হোটেল।
- ২০০ মিটার দূরত্ব ( হারাম সীমানা হতে)
- ৬ রাত

🏨 মক্কা হোটেল: Emaar Al Dahaby অথবা সমমানের হোটেল।
- ৬০০- ৮০০ মিটার দূরত্ব ( হারাম সীমানা হতে)
- ৭ রাত।

স্টান্ডার্ড প্যাকেজ

💰ব্যক্তি প্রতি খরচ :

- কোয়াড শেয়ারিং: ১৮০,০০০ /- ( একটি রুমে ৪ / ৫ জন)
- ট্রিপল শেয়ারিং: ১৯৯,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
- ডাবল শেয়ারিং: ২৪০,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

🏨 মদীনা হোটেল:
Golden Manazil Al Falah অথবা অনুরুপ হোটেল।
- ২০০ মিটার দূরত্ব (হারাম সীমানা হতে)
- ৬ রাত।

🏨 মক্কা হোটেল: Nawarat Al Shams - 1 অথবা সমমানের হোটেল।
- ৩০০ - ৪০০ মিটার দূরত্ব (হারাম সীমানা হতে)
- ৭ রাত।

প্যাকেজ বৃত্তান্ত:

- যাত্রা তারিখ: ১৪ মার্চ, ২০২৪ ইন শা আল্লাহ।
- ভিসা: বীমাসহ উমরাহ ভিসা
- ফ্লাইট: ঢাকা - মদীনা - জেদ্দা - ঢাকা, এমিরাটস এয়ারলাইন্স
- যাতায়াত: বাসের মাধ্যমে, মদীনা এয়ারপোর্ট - মদীনা হোটেল - মক্কা হোটেল - জেদ্দা এয়ারপোর্ট
- মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ
- মদীনা ও মক্কায় মিট এন্ড এসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড
- অভিজ্ঞ উমরাহ গাইড

* প‍্যাকেজে খাবার ও ব্যক্তিগত খরচ অন্তুর্ভূক্ত নয়।

** উপরের প্যাকেজ দুটি ছাড়াও এই শিডিউলে কাস্টমাইজড প্যাকেজ ও ৫ স্টার হোটেল দিয়ে চাইলে প্যাকেজ করা যাবে।

📜উমরাহ বুকিং দিতে যা যা প্রয়োজন:

১। ৩১ ,অক্টোবর ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

** বিশেষ দ্রষ্টব্য:

ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজ এর ডিজাইন এবং মূল্যের যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

যোগাযোগের ঠিকানা:

ইলাল কা'বা ট্যুরস এন্ড ট্রাভেলস
প্লট ৪৬১ [ফার্স্ট ফ্লোর সাউথ]
এভিনিউ ০৫, রোড ০৭, মিরপুর ডি ও এইচ এস, ঢাকা ১২১৬
ফোন: +8801779886948
ইমেইল: [email protected]

25/01/2024

হজ্জ ২০২৪

আলহামদুলিল্লাহ!!!!!!!!

*****হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও
বেসরকারি উভয় মাধ্যমের হজ্ব ২০২৪ এর নিবন্ধন এর
সময় ১লা ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। *******

ভিন্ন ভিন্ন হাজীগণদের ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে মোট ছয়টি প্যাকেজ তৈরী করেছি আমরা।
আমাদের সব থেকে জনপ্রিয় তিনটি প্যাকেজের বিস্তারিত এখানে উল্লেখ করা হলো:
১। স্ট্যান্ডার্ড হজ্জ প্যাকেজ (শিফটিং):
মোট অবস্থান: ৩৫ থেকে ৪০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)
আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ৬০০ থেকে ৯০০ মিটারের মধ্যে
মদিনা হোটেল: ৩০০ থেকে ৪৫০ মিটারের মধ্যে
খরচ (প্যাকেজ মূল্য):
৪ থেকে ৫ জনের রুম: ৭,২০,০০০ টাকা
৩ জনের রুম: ৮,০০,০০০ টাকা
২ জনের রুম: ৯,২০,০০০ টাকা
২। প্রিমিয়াম হজ্জ প্যাকেজ (শিফটিং):
মোট অবস্থান: ৩৫ থেকে ৪০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)
আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ০ থেকে ২০০ মিটারের মধ্যে ৫* হোটেল (ক্লোক টাওয়ার বা সাফা টাওয়ারে)
মদিনা হোটেল: ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যেই ৩* / ৪* হোটেল
খরচ (প্যাকেজ মূল্য):
৪ থেকে ৫ জনের রুম: ৯,৭০,০০০ টাকা
৩ জনের রুম: ১১,১০,০০০ টাকা
২ জনের রুম: ১২,৫০,০০০ টাকা
৩। প্রিমিয়াম হজ্জ প্যাকেজ (শিফটিং): শর্ট প্যাকেজ
মোট অবস্থান: ২৬ থেকে ৩০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)
আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ০ থেকে ২০০ মিটারের মধ্যে ৫* হোটেল (ক্লোক টাওয়ার বা সাফা টাওয়ারে)
মদিনা হোটেল: ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যেই ৩* / ৪* হোটেল
খরচ (প্যাকেজ মূল্য):
৪ থেকে ৫ জনের রুম: ১০,২০,০০০ টাকা
৩ জনের রুম: ১১,৫০,০০০ টাকা
২ জনের রুম: ১৩,০০,০০০ টাকা
*** প্যাকেজ সমূহে যা থাকছেঃ
• ফ্লাই নাস/ সৌদি এয়ারলাইন/ বিমান বাংলাদেশ এয়ারলাইন (ইকোনোমি ক্লাস) ফ্লাইট টিকেট
• দেশীয় খাবার
• সৌদি মন্ত্রণালয় কতৃক শেয়ারিং বাস (জেদ্দা-মক্কা-মদিনা)
• সৌদি হজ মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত মিনা ও আরাফাতের তাবু
• উমরাহ করানো কিংবা হজের আহকাম গুলো পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনাসহ গ্রুপ ভিত্তিক গাইড
• মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান সমূহে জিয়ারত
*** জেনে রাখা প্রয়োজন:
হাদি (কুরবানী) ঘোষিত পেকেজে অন্তর্ভুক্ত নয়,
সরকার নির্ধারিত কমপক্ষে ৭৫০ রিয়েল সঙ্গে নিতে হবে।
এর বাহিরেও আপনার যদি কোনো কাস্টোমাইজেশনের প্রয়োজন থেকে থাকে সেটাও করা যাবে ইন শা আল্লাহ।
আমাদের অফিসে চলে আসুন -
অফিসের ঠিকানা:
ফ্ল্যাট ৪৬১ (ফার্স্ট ফ্লোর সাউথ);
এভিনিউ ০৫; রোড ০৭;
মিরপুর ডি ও এইচ এস; ঢাকা ১২১৬।
ফোন: +8801779886948
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.ilalkaaba.com

Tour Agency

আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে আমাদের ২য় ব্যাচের হজ ও উমরাহ কোর্সটি আগামী ২৯ জানুয়ারী ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে । ...
15/01/2024

আসসালামু আলাইকুম।

মহান আল্লাহর রহমতে আমাদের ২য় ব্যাচের হজ ও উমরাহ কোর্সটি আগামী ২৯ জানুয়ারী ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে ।

মাত্র দুই সপ্তাহে একদম লাইভ ৪ টি সেশন দিন শেষে অবসর সময়ে মাত্র ৪০ মিনিট সময় ব্যায়ে, ইহরাম বাধা সহ হজ এবং উমরাহর সবকয়টা আহকাম শিখতে পারবেন ইনশাআল্লাহ।

কোর্সে এনরোল হতে হলে নিচের ফর্মটি ফিলাপ করে নিন প্লিস! যারা প্রথম ব্যাচে আমাদের ট্রেনিং-এ অংশগ্রহণ করেছেন তাঁরাও এই ২য় ব্যাচে আবার যোগ দিতে পারবেন।

https://forms.gle/c4W7r22XYf5k6LcF6

আমরা আপনার নম্বর দিয়ে একটি WhatsApp গ্রুপ (ilal kaaba hajj and umrah training batch 2) বানিয়ে কোর্সের লিংক শেয়ার করে দিবো ইনশাআল্লাহ।

গ্রূপে আপনি প্রতি দিন ক্লাসের পূর্বে রিমাইন্ডার পাবেন।

এই সুযোগ হাতছাড়া করবেন না প্লিস!

23/12/2023

আলহামদুলিল্লাহ হাজীদের তৃষ্ণা মিটাতে ইলাল কা'বা জানুয়ারী মাসে ৪টি গ্রুপ উমরাহ প্যাকেজ নিয়ে আসল!

দুটো ডিরেক্ট ফ্লাইটের প্যাকেজ এবং দুটো ট্রানসিট ফ্লাইটের প্যাকেজ

সব গুলো প্যাকেজের ফরমেট একই

মক্কায় ৭ রাত্রি এবং মদিনায় ৬ রাত্রি

প্যাকেজের বিস্তারিত নিচে দেয়া হলো:

ট্রানসিট প্যাকেজ সমূহ:

সম্ভ্যাব্য তারিখ: ২৪ জানুয়ারী, ২০২৪
ফ্লাইট: গাল্ফ এয়ারলাইন্স

প্যাকেজ ১:

মক্কা হোটেল (৫৫০ - ৮০০ মিটার দূরত্ব)
Emaar Al Dahaby অথবা Dar Al Khalil Al Rushad অথবা সমমান হোটেল

মদীনা হোটেল (২০০ - ৩৫০ মিটার দূরত্ব)
Sama Golden অথবা Karam Al Khair অথবা সমমান হোটেল।

ব্যক্তি প্রতি খরচ :

১,২৮,০০০/- ( একটি রুমে ৪/৫ জন)
১৩৮,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
১৫৮,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

প্যাকেজ ২:

মক্কা হোটেল ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
Nawarat Al Shams -1 অথবা Marsa Al Jariya অথবা অনুরুপ হোটেল।

মদীনা হোটেল (২০০- ৩৫০ মিটার দূরত্ব)
Sama Golden / Karam Al khair অথবা অনুরুপ হোটেল।

ব্যক্তি প্রতি খরচ :

কোয়াড শেয়ারিং : ১৩৮,০০০ /- ( একটি রুমে ৪ জন)
ট্রিপল শেয়ারিং : ১৪৬,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
ডাবল শেয়ারিং : ১৭৩,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

ডিরেক্ট ফ্লাইটের প্যাকেজ সমূহ:

সম্ভ্যাব্য তারিখ: ২২ জানুয়ারী, ২০২৪
ফ্লাইট: সৌদি এয়ারলাইন্স

প্যাকেজ ৩:

মক্কা হোটেল (৫৫০ - ৮০০ মিটার দূরত্ব)
Emaar Al Dahaby অথবা Dar Al Khalil Al Rushad অথবা সমমান হোটেল

মদীনা হোটেল (২০০ - ৩৫০ মিটার দূরত্ব)
Sama Golden অথবা Karam Al Khair অথবা সমমান হোটেল।

ব্যক্তি প্রতি খরচ :

কোয়াড / কুইন্ট শেয়ারিং : ১,৪০,০০০/- ( একটি রুমে ৪/৫ জন)
ট্রিপল শেয়ারিং : ১৫০,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
ডাবল শেয়ারিং : ১৭০,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

প্যাকেজ ৪:

মক্কা হোটেল ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
Nawarat Al Shams - 1 অথবা Marsa Al Jariya অথবা অনুরুপ হোটেল।

মদীনা হোটেল (২০০- ৩৫০ মিটার দূরত্ব)
Sama Golden / Karam Al Khair অথবা অনুরুপ হোটেল।

ব্যক্তি প্রতি খরচ :

কোয়াড শেয়ারিং : ১৫০,০০০ /- ( একটি রুমে ৪ জন)
ট্রিপল শেয়ারিং : ১৬০,০০০ /- ( প্রতি রুমে ৩ জন)
ডাবল শেয়ারিং : ১৮৫,০০০ /- ( প্রতি রুমে ২ জন)

প্যাকেজ সামারি:

• ভিসা: বীমাসহ উমরাহ ভিসা
• ফ্লাইট: ঢাকা - জেদ্দা - মদীনা - ঢাকা, গাল্ফ এয়ারলাইন্স এর ট্রানজিট ফ্লাইট / সৌদি এয়ারলাইন্স ডিরেক্ট ফ্লাইট
• যাতায়াত: বাসের মাধ্যমে, জেদ্দা এয়ারপোর্ট - মক্কা হোটেল, মক্কা হোটেল - মদিনা হোটেল, মদিনা হোটেল - মদিনা এয়ারপোর্ট
• মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ
• মদীনা ও মক্কায় মিট এন্ড এসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড
• মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা

প‍্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়:
• খাবার
• ব্যক্তিগত খরচ

উমরাহ বুকিং দিতে যা যা প্রয়োজন:

১। ৩১ আগস্ট,২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

* বিশেষ দ্রষ্টব্য:

ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজ এর ডিজাইন এবং মূল্যের যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

Tour Agency

আসসালামু আলাইকুম। আমরা যারা উমরাহ কিভাবে করতে হয় কিংবা হজ কি করে করতে হয়   জানতে আগ্রহী কিন্তু ব্যস্ততার দরুন কোনো ভালো ...
13/12/2023

আসসালামু আলাইকুম।

আমরা যারা উমরাহ কিভাবে করতে হয় কিংবা

হজ কি করে করতে হয়

জানতে আগ্রহী কিন্তু ব্যস্ততার দরুন কোনো ভালো আলেমের কাছে শিখা হয়ে উঠেনি,

তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

মাত্র দুই সপ্তাহে ৬টি ক্লাসে দিন শেষে অবসর সময়ে মাত্র আধা ঘন্টা বেয়ে

ইহরাম বাধা সহ হজ এবং উমরাহর সবকয়টা আহকাম শিখতে পারবেন ইনশাআল্লাহ

এটা কোনো রেকর্ডের কোর্স না

একদম লাইভ ৬ টি সেশন।

অর্থাৎ কোর্স চলাকালীন আপনার জিজ্ঞাসাগুলো সঙ্গে সঙ্গে শায়েখের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারবেন, ইনশাআল্লাহ।

আমাদের ইন্সট্রাক্টর আর কেউ নন,

ঢাকা সেনা কেন্দ্রীয় মসজিদের রিটায়ার্ড খতিব।

যিনি বর্তমানে একইহারে উত্তরা ৩ নং সেক্টর বাদশারটেক মসজিদের খতিব এবং মু'ঈনুল কুরআন মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন।

পুরো কোর্সটি তে আমরা কোনো হাদিয়া রাখছি না,

অর্থাৎ সম্পূর্ণ ফ্রি!!!

আমাদের এই এফোর্টকে মহান আল্লাহ বারাকাহ দান করুক!

কোর্সে এনরোল হতে হলে নিচের ফর্মটি ফিলাপ করে নিন প্লিস!

https://forms.gle/c4W7r22XYf5k6LcF6

আমরা আপনার নম্বর দিয়ে একটি WhatsApp গ্রুপ বানিয়ে কোর্সের লিংক শেয়ার করে দিবো ইনশাআল্লাহ।

গ্রূপে আপনি প্রতি দিন ক্লাসের পূর্বে রিমাইন্ডার পাবেন, যেন ভুলে গিয়ে সেশন মিস না হয়ে যায়।

কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে।

এই সুযোগ হাতছাড়া করবেন না প্লিস!

10/12/2023

হজ্জ ২০২৪

আলহামদুলিল্লাহ আমাদের হজ্জ প্যাকেজ প্ৰস্তুত।

ভিন্ন ভিন্ন হাজীগণদের ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে মোট ছয়টি প্যাকেজ তৈরী করেছি আমরা।

আমাদের সব থেকে জনপ্রিয় তিনটি প্যাকেজের বিস্তারিত এখানে উল্লেখ করা হলো:

১। স্ট্যান্ডার্ড হজ্জ প্যাকেজ (শিফটিং):

মোট অবস্থান: ৩৫ থেকে ৪০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)

আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ৬০০ থেকে ৯০০ মিটারের মধ্যে
মদিনা হোটেল: ৩০০ থেকে ৪৫০ মিটারের মধ্যে

খরচ (প্যাকেজ মূল্য):

৪ থেকে ৫ জনের রুম: ৭,২০,০০০ টাকা
৩ জনের রুম: ৮,০০,০০০ টাকা
২ জনের রুম: ৯,২০,০০০ টাকা

২। প্রিমিয়াম হজ্জ প্যাকেজ (শিফটিং):

মোট অবস্থান: ৩৫ থেকে ৪০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)
আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ০ থেকে ২০০ মিটারের মধ্যে ৫* হোটেল (ক্লোক টাওয়ার বা সাফা টাওয়ারে)
মদিনা হোটেল: ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যেই ৩* / ৪* হোটেল

খরচ (প্যাকেজ মূল্য):

৪ থেকে ৫ জনের রুম: ৯,৭০,০০০ টাকা
৩ জনের রুম: ১১,১০,০০০ টাকা
২ জনের রুম: ১২,৫০,০০০ টাকা

৩। প্রিমিয়াম হজ্জ প্যাকেজ (শিফটিং): শর্ট প্যাকেজ

মোট অবস্থান: ২৬ থেকে ৩০ দিন
সম্ভাব্য সফরসূচি: ১০-১২ জুন ২০২৪ (৩-৫ জীলহজ)

আজিজিয়া / শিশা: জামারাহর বাইরের চত্বরের সীমানা থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে এপার্টমেন্ট
মক্কা হোটেল: ০ থেকে ২০০ মিটারের মধ্যে ৫* হোটেল (ক্লোক টাওয়ার বা সাফা টাওয়ারে)
মদিনা হোটেল: ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যেই ৩* / ৪* হোটেল

খরচ (প্যাকেজ মূল্য):

৪ থেকে ৫ জনের রুম: ১০,২০,০০০ টাকা
৩ জনের রুম: ১১,৫০,০০০ টাকা
২ জনের রুম: ১৩,০০,০০০ টাকা

*** প্যাকেজ সমূহে যা থাকছেঃ

• ফ্লাই নাস/ সৌদি এয়ারলাইন/ বিমান বাংলাদেশ এয়ারলাইন (ইকোনোমি ক্লাস) ফ্লাইট টিকেট

• দেশীয় খাবার

• সৌদি মন্ত্রণালয় কতৃক শেয়ারিং বাস (জেদ্দা-মক্কা-মদিনা)

• সৌদি হজ মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত মিনা ও আরাফাতের তাবু

• উমরাহ করানো কিংবা হজের আহকাম গুলো পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনাসহ গ্রুপ ভিত্তিক গাইড

• মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান সমূহে জিয়ারত

*** জেনে রাখা প্রয়োজন:

হাদি (কুরবানী) ঘোষিত পেকেজে অন্তর্ভুক্ত নয়,
সরকার নির্ধারিত কমপক্ষে ৭৫০ রিয়েল সঙ্গে নিতে হবে।

এর বাহিরেও আপনার যদি কোনো কাস্টোমাইজেশনের প্রয়োজন থেকে থাকে সেটাও করা যাবে ইন শা আল্লাহ।

আমাদের অফিসে চলে আসুন -

অফিসের ঠিকানা:

ফ্ল্যাট ৪৬১ (ফার্স্ট ফ্লোর সাউথ);
এভিনিউ ০৫; রোড ০৭;
মিরপুর ডি ও এইচ এস; ঢাকা ১২১৬।
ফোন: +8801779886948
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.ilalkaaba.com

Tour Agency

Address

House-461 (1F-South); Road-07; Avenue-05, DOHS Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801779886948

Alerts

Be the first to know and let us send you an email when ILAL KAABA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ILAL KAABA:

Videos

Share

Nearby travel agencies