Escape Route

Escape Route Travel Often. Travel Green. Escape Route is a platform for inspiring people to take easy escapes into the beautiful places all over Bangladesh. Thank You.
(6)

It is also the place to reach out for last mile information about any tourist spot. Mainly,it focuses on carrying out projects to protect the nature from pollution. You are welcome to be a part of the projects as well as the tours of Escape Route.

The tranquility of Bandarban through the eyes of Escape Route.(For better experience, watch the video in 1080p)Video cre...
26/05/2020

The tranquility of Bandarban through the eyes of Escape Route.

(For better experience, watch the video in 1080p)

Video credit: Kamrul Hasan

YouTube Link: https://www.youtube.com/watch?v=MhQu-mZAA_s

Track: Bon Iver - Holocene I do not own the track.

Sylhet
23/07/2018

Sylhet



আমরা মনে করি আমরা সাগরে যা ফেলি তা ভেসে চলে যায়। আসলেই কি তাই? মনে রাখবেন, তা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে এসে আপনার ...
10/06/2016

আমরা মনে করি আমরা সাগরে যা ফেলি তা ভেসে চলে যায়। আসলেই কি তাই? মনে রাখবেন, তা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে এসে আপনার ক্ষতি করবেই। শুধু সাগর নয়, নদী, খাল, বিল, পুকুর, ঝর্ণা বা ঝিরিতে আমরা যা ময়লা ফেলি তাও কোন না কোন ভাবে আমাদের ক্ষতি করে থাকে। এটা বোঝানোর জন্য এ চমৎকার আর্ট ওয়ার্কটিই যথেষ্ট। একটু সচেতন হলেই আমরা আমাদের পরিবেশ, পর্যটন স্থানগুলো সুন্দর রাখতে পারি ।

Artwork by Ferdi Rizkiyanto

ট্র্যাশ ক্যান স্থাপনের জন্য এবার আমরা সিলেটের রাতারগুল গিয়েছিলাম। ধন্যবাদ মুকিত ভাইয়া, পাপড়ি ও শ্রাবনী আপুকে আমাদের সহযো...
06/04/2016

ট্র্যাশ ক্যান স্থাপনের জন্য এবার আমরা সিলেটের রাতারগুল গিয়েছিলাম।
ধন্যবাদ মুকিত ভাইয়া, পাপড়ি ও শ্রাবনী আপুকে আমাদের সহযোগিতা করার জন্য।
ধন্যবাদ সাগর এবং সাদাত ভাইয়া কে ব্যানার এর আইডিয়া দেওয়ার জন্য।

ট্র্যাশ ক্যান বসানোর আসলে দরকার হয় না, যদি সবাই সচেতন হয়ে ময়লাগুলো স্পটগুলোতে না ফেলে সঙ্গে করে নিয়ে আসি।
প্রকৃতি সুন্দর রাখতে আমরা এতটুকু করতেই পারি।

Lawachara National Park, Sreemangal, Sylhet© Escape Route
03/03/2016

Lawachara National Park, Sreemangal, Sylhet

© Escape Route

হামহাম এবং খইয়াছড়া ট্রেইলে ট্র্যাশ ক্যান স্থাপনের পর আমরা আমাদের তৃতীয় প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রজেক্টের জন্য ক...
15/02/2016

হামহাম এবং খইয়াছড়া ট্রেইলে ট্র্যাশ ক্যান স্থাপনের পর আমরা আমাদের তৃতীয় প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রজেক্টের জন্য কোন পর্যটন স্থানে যাওয়া যায়, এই ব্যাপারে আমরা আপনাদের সাহায্য চাচ্ছি। আমরা কয়েকটা স্থান বাছাই করেছি:

নাপিত্তাছড়া ট্রেইল
রাতারগুল
মাধবকুন্ড ঝর্ণা

কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চাইলে নতুন অপশন ও অ্যাড করতে পারেন। যদি প্রজেক্টের জন্য কোনো নতুন আইডিয়া থাকে, তাও আমাদের জানাতে পারেন।
ধন্যবাদ

আমরা এবার ট্র্যাশ ক্যান স্থাপনের জন্য মিরসরাইয়ের খইয়াছড়ায় গিয়েছিলাম। ধন্যবাদ সাগর ভাই, সালিম ভাই, জুভেন, আসিফ,  জিয়ান, ম...
23/01/2016

আমরা এবার ট্র্যাশ ক্যান স্থাপনের জন্য মিরসরাইয়ের খইয়াছড়ায় গিয়েছিলাম। ধন্যবাদ সাগর ভাই, সালিম ভাই, জুভেন, আসিফ, জিয়ান, মিরাজ, পাপড়ি, শ্রাবনী ও মুকিতকে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা ওখানকার স্থানীয় লোকজনকে বলে এসেছি ট্র্যাশ ক্যানগুলো পরিষ্কার করার জন্য। আপনারাও আগ্রহী হলে পরিষ্কার করে আসতে পারেন।
ট্র্যাশ ক্যান বসানোর আসলে দরকার হয় না, যদি সবাই সচেতন হয়ে ময়লাগুলো ওখানে না ফেলে সঙ্গে করে নিয়ে আসি। প্রকৃতি সুন্দর রাখতে আমরা এতটুকু করতেই পারি।

আগামী প্রজেক্টের এর জন্য Escape Route এর সঙ্গে থাকুন।

Madhobpur Lake, Maulvibazar, Sylhet© Escape Route
19/01/2016

Madhobpur Lake, Maulvibazar, Sylhet

© Escape Route

Ateka Waterfall,Moulvibazar© Escape Route
16/01/2016

Ateka Waterfall,Moulvibazar

© Escape Route

Pangtumai,Sylhet, Bangladesh© Escape Route
13/01/2016

Pangtumai,Sylhet, Bangladesh

© Escape Route

Lalakhal,Sylhet, Bangladesh© Escape Route
12/01/2016

Lalakhal,Sylhet, Bangladesh

© Escape Route

Ratargul Swamp Forest,Sylhet, Bangladesh© Escape Route
11/01/2016

Ratargul Swamp Forest,Sylhet, Bangladesh

© Escape Route

Jaflong,Sylhet, Bangladesh© Escape Route
10/01/2016

Jaflong,Sylhet, Bangladesh

© Escape Route

Hum-Hum Waterfall,Moulvibazar© Escape Route
07/01/2016

Hum-Hum Waterfall,Moulvibazar

© Escape Route

Bichanakandi,Sylhet, Bangladesh© Escape Route
06/01/2016

Bichanakandi,Sylhet, Bangladesh

© Escape Route

ভূমিকম্প হলে তাৎক্ষণিক ভাবে করণীয়ঃ১। ভূমিকম্পের সময় অনেকে টেবিল, চেয়ার, বিছানা ইত্যাদির নীচে আশ্রয় নেন- যা অবশ্যই পরিহার...
04/01/2016

ভূমিকম্প হলে তাৎক্ষণিক ভাবে করণীয়ঃ

১। ভূমিকম্পের সময় অনেকে টেবিল, চেয়ার, বিছানা ইত্যাদির নীচে আশ্রয় নেন- যা অবশ্যই পরিহার করা উচিত। কিন্ত কিছুদিন আগেও এটা ভূমিকম্পের সময় বহুল প্রচলিত একটি পদ্ধতি ছিল, যা ‘Duck and Cover’ পদ্ধতি নামে পরিচিত। পৃথিবীর বড় বড় ভূমিকম্পে উদ্ধারকর্মী হিসেবে যারা কাজ করেছেন তারা বলছেন- ভূমিকম্পের সময় ‘Duck and Cover’ পদ্ধতি যারা অনুসরণ করেছে, তাদের বেশিরভাগকেই তারা নিহত অবস্থায় পেয়েছে। ডাগ কপ নামক একজন অভিজ্ঞ উদ্ধারকর্মী ১৯৮৫ সালে মেক্সিকো সিটির ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নেন। প্রথম যে দালানটিতে তিনি ঢোকেন, সেটি ছিল একটি স্কুল। ভূমিকম্পের সময় স্কুলের বাচ্চাদের বলা হয়েছিল Desk-এর নীচে আশ্রয় নেবার জন্য। তারা প্রতিটি শিশুকেই Desk-এর নীচে গুঁড়িয়ে যাওয়া অবস্থায় পান। এক্ষেত্রে ভূমিকম্পের সময় যেটা হয়- দালান ভেঙ্গে পড়ার সময় Ceiling-এর সম্পূর্ণ ভার এসব Object-এর ওপর পড়ে, তাতে এর নীচে আশ্রয়গ্রহণকারীর বেঁচে থাকার কোন উপায় থাকে না। তাই, ভূমিকম্পের সময় Desk, টেবিল ইত্যাদি কোন কিছুর নীচে ঢুকে আশ্রয় নেয়া ঠিক না।
২। উদ্ধার কর্মীরা আরো লক্ষ্য করেছেন- দালান ভেঙ্গে পড়ার সময় Ceiling যখন কোন Object-এর ওপর পড়ে একে গুঁড়িয়ে দেয়, ঠিক তার পাশেই ছোট্ট একটি খালি জায়গা বা Void-এর সৃষ্টি হয়। একে তারা বলছেন ‘Safety Zone’ বা ‘Triangle Of Life’। তাই ভূমিকম্পের সময় বড় কোন আসবাব বা বড় কোন Object যেটা কম Compress করবে- এরকম কিছুর পাশে আশ্রয় নিলে বাঁচার সম্ভাবনা বেশি থাকে। মানুষের বেঁচে থাকার জন্য ছোট্ট একটু Void-ই যথেষ্ট। বিপন্ন অবস্থায় কুকুর, বিড়াল এবং শিশুদের একটা সহজাত প্রবৃত্তি হল কুন্ডলি করে গুটিশুটি হয়ে যাওয়া। ভূমিকম্পের সময় মানুষেরও এটা অনুসরণ করা উচিত। তাহলে বিভিন্ন অবজেক্টের পাশে গুটিশুটি করে আশ্রয় নিলে এগুলো ভূমিকম্পের সময় যে ছোট Void-এর সৃষ্টি করবে তাতে বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে।
৩। রাতের বেলা ঘুমানোর সময় ভুমিকম্প হলে কোন হুড়াহুড়ি করার দরকার নেই। গড়িয়ে মেঝেতে কুন্ডলি পাকিয়ে শুয়ে পড়ুন বিছানাকে ঢাল বানিয়ে। তার মানে আবার বিছানার নীচে যেন ঢুকবেন না, বিছানার পাশে আশ্রয় নিন। তেমনি ভূমিকম্পের সময় জানালা বা বারান্দা দিয়ে লাফ দেয়া এসবও করবেন না। সোজা কোন সোফা বা ২নং Point-এ যেভাবে বলেছি সেভাবে ঘরের মধ্যেই কোন Object-এর পাশে আশ্রয় নিন।
৪। অনেককে বলতে শুনেছি ভূমিকম্পের সময় দরজার নিচে আশ্রয় নিলে নাকি বাঁচার সম্ভাবনা বেশি থাকে! দরজার নিচে বা পাশে থাকলে নির্ঘাত মারা পড়বেন। যদি দরজার নিচে থাকেন তবে Ceiling-এর নিচে চাপা পড়ে মারা পড়বেন আর যদি পাশে থাকেন দরজা আপনাকে দু’ভাগ করে কেটে ভেঙ্গে পড়বে।
৫। ভূমিকম্পের সময় কখনই সিঁড়িতে আশ্রয় নেবেন না। সিঁড়ির ‘Moment Of Frequency’ দালানের চাইতে ভিন্ন হয় এবং অনেক সময় দালান ভেঙ্গে না পড়লেও সিঁড়ি দ্রুত ভেঙ্গে পড়ে।
৬। চেষ্টা করুন বাসার একেবারে ভিতরের দিকের রুমে না থেকে বাইরের দেয়ালের কাছাকাছি আশ্রয় নিতে। দালানের ভেতরের দিকে থাকলে সবকিছু ভেঙ্গে পড়ার পর আপনার ‘Escape Route’ বা ‘উদ্ধার পাবার রাস্তা’ Block হবার সম্ভাবনা বেশি থাকে। বাইরের দেয়ালের কাছাকাছি থাকলে Block কম থাকবে, তাড়াতাড়ি উদ্ধার পাবার সম্ভাবনাও বেশি থাকবে।
৭। ভূমিকম্পের সময় যদি গাড়িতে থাকেন, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়ির পাশে বসে বা শুয়ে পড়ুন। গাড়ির ভেতরে থাকলে রাস্তার ওপরের বিভিন্ন Object গাড়ির ওপর পড়ে গাড়িকে চূর্ণ করার ফলে মারা যাবার সম্ভাবনা বেশি থাকে।
৮। যারা পত্রিকা অফিসে কাজ করেন তাদের জন্য সুসংবাদ। উদ্ধারকর্মী যাদের পত্রিকা অফিসে উদ্ধার কাজের অভিজ্ঞতা আছে, তারা বলেছেন- পত্রিকা অফিস বা যেসব অফিসে বড় বড় কাগজের স্তুপ আছে, সেগুলো কখনো Compact করে না। কাজেই এসব কাগজের স্তুপের পাশে তারা বড় বড় Void খুঁজে পেয়েছেন। যারা এসব অফিসে কাজ করেন, তারা নিশ্চিন্তে কাগজের স্তুপের পাশে আশ্রয় নিন।
৯। সব বড় ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয় যেটাকে ‘After Shock’ বলে। এটার জন্যও সতর্ক থাকুন, না হলে পচা শামুকেই শেষমেষ পা কাটতে হতে পারে।
১০। প্রথম ভূমিকম্পের পর Utility Line-গুলো (গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি) একনজর দেখে নিন। কোথাও কোন Damage দেখলে Main Switch বন্ধ করে দিন।
(collected)

২০১৫ সাল,ট্র্যাভেলারদের জন্য বছরটি ছিল ঘটনাবহুল। এই বছর বান্দরবানে ট্র্যাভেলার অপহরণের মত দুঃখজনক ঘটনা যেমন ঘটেছে,একই সা...
31/12/2015

২০১৫ সাল,ট্র্যাভেলারদের জন্য বছরটি ছিল ঘটনাবহুল। এই বছর বান্দরবানে ট্র্যাভেলার অপহরণের মত দুঃখজনক ঘটনা যেমন ঘটেছে,একই সাথে ওয়াসফিয়া নাজরীন এর ন্যাশনাল জিওগ্রাফিক এর 'অ্যাডভেঞ্চারার অফ দ্য ইয়ার' অ্যাওয়ার্ড পাওয়ার মত সুন্দর খবরও আমরা পেয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি বছরটি সুন্দরভাবে শেষ করতে। এই উদ্দেশ্যে গত ২৭ ডিসেম্বর আমরা আমাদের একটি পদক্ষেপ বাস্তবায়িত করতে সক্ষম হয়েছি।

আমরা প্রায় প্রতিটা ভ্রমণ বিষয়ক গ্রুপে বিভিন্ন সচেতনতামূলক পোস্ট দেখতে পাই যেখানে ভ্রমণের সময় ময়লা ফেলে পরিবেশ নষ্ট না করার জন্য অনুরোধ করা হয়। আবার কখনও আমাদের চোখে পড়ে বিভিন্ন নাম দেখানো প্রতিজ্ঞামূলক পোস্ট। আমাদের চাওয়া ছিল শুধুমাত্র প্রতিজ্ঞামুলক পোস্ট না দিয়ে সেগুলাকে বাস্তবায়িত করার জন্য কিছু একটা করা। এই প্রেক্ষিতে আমাদের প্রথম উদ্যোগটি ছিল সিলেটের হামহাম ঝর্নার ট্রেইলে ময়লা পরিষ্কারের পাশাপাশি ট্র‍্যাশ ক্যান স্থাপন করা। ট্র‍্যাশ ক্যান বসানোর একটি উদ্দেশ্য হল যেন পরবর্তীতে আমাদের ময়লা পরিষ্কার করতে সুবিধা হয়।আমরা স্থানীয় মানুষ এবং গাইডদের কে অনুরোধ করে এসেছি যেন তারা ট্র‍্যাশ ক্যান গুলো পরিষ্কার করে এবং আপনারাও আগ্রহী হলে ট্র‍্যাশ ক্যান গুলো পরিষ্কার করে আসতে পারেন। এই পদক্ষেপটি বাস্তবায়ন আপাত দৃষ্টিতে ব্যয়বহুল,সময়সাপেক্ষ এবং জনবল ছাড়া অসম্ভব বলে মনে হতে পারে।আমাদের এই পোস্টটির প্রধান উদ্দেশ্য হচ্ছে সবাইকে জানানো,এটি মোটেও সময়সাপেক্ষ,ব্যয়বহুল নয় এবং এর জন্য খুব বেশি জনবলও প্রয়োজন নয়। একই সাথে পোস্টটির আরেকটি উদ্দেশ্য হচ্ছে,ট্রাভেলারদের এরকম উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং আমাদের পরবর্তী পদক্ষেপে সহায়তা করার জন্য সবার সহযোগিতা কামনা করা।

আমাদের পদক্ষেপটি আমরা শেয়ার করছি এই কারণে,যদি একজন ট্র্যাভেলারও এ থেকে উৎসাহিত হয়ে এরকম উদ্যোগ গ্রহণ করে,তাহলে হয়তো বাংলাদেশের পর্যটন স্থানগুলোর সৌন্দর্য বিনষ্ট হতে অন্তত একদিন হলেও বেশি সময় লাগবে। আমরা উদ্যোগটি বাস্তবায়িত করেছি কারণ আমাদের কাছে এটা খুবই প্রয়োজনীয় মনে হয়েছিল,উদ্যোগটি পুরোপুরি সফল করতে হলে দরকার আপনাদের সকলের সহযোগিতা। আমরা যেই ট্র‍্যাশ ক্যান গুলো স্থাপন করে এসেছি,আমরা জানি না সেগুলো যথাস্থানে থাকবে কিনা ভবিষ্যতে/আদৌ আছে কিনা এই মুহূর্তে। কিন্তু উদ্যোগ নিতে দোষ কী? :)

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Escape Route posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Escape Route:

Share

Category