31/10/2024
কুইন আইল্যান্ড দ্বীপ জেলা ভোলা ক্যাম্পিং ট্যুর
ভ্রমণ কান্ডারী গ্রুপের অফিশিয়াল ট্যুর ছেলে,মেয়ে, ফ্যামলি যেকেউ ই যেতে পারবেন।
ট্যুর সময়কাল - ৪ রাত ৩ দিন (ক্যাম্পিং ২ রাত)
ক্যাম্পিং পয়েন্ট : সোনারচর এবং তাড়ুয়া বিচ
ট্যুর শুরু :-১৪ নভেম্বর বিকেল ৫ টা, ২০২৪
ট্যুর শেষ:-১৮ নভেম্বর সকাল ৬ টা, ২০২৪
✳️ ইভেন্ট খরচ :- ৪৫০০ টাকা ঢাকা টু ঢাকা
✴️ আসন সংখ্যা: ২০
➡️ যা যা দেখবো :
১. চর কুকরি মুকরি
২. ঢাল চর
৩. তাড়ুয়া বিচ
৪. সোনার চর
৫. চর ফ্যাশন
৬. জ্যাকব টাওয়ার
দেশের অন্যান্য পর্যটক কেন্দ্র গুলোর তুলনায় চর কুকরি মুকরি এর চিত্র কিছুটা ভিন্ন ধরনের। সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি।মাইলের পর মাইল কৃক্ষরাজির বিশাল ক্যান ভাস স্বপ্নের দ্বীপ কুকরি মুকরিকে সাজিয়েছে সাজের সমারোহে। যেখানে জীবিত গাছের সংখ্যা ৯ কোটিরও বেশি। চর কুকরিমুকরি এর ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটির নাম ভাড়ানি খাল। মেঘনার বিশাল বুক থেকে বয়ে গিয়ে খালটি পড়েছে বঙ্গোপসাগরে। এখানকার ধু-ধু বালিয়াড়ির ওপর দাঁড়ালে সাগরের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। একটু সামনে এগোলেই ঢাল চর। এর পরই বঙ্গোপসাগর। এখানে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া দেখলেই মনে পড়ে যাবে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্রসৈকতের কথা। স্থানীয় মানুষ এ স্পটটিকে বালুর ধুম নামে ডাকে। তবে কুকরিমুকরি এর প্রধান আকর্ষণ সাগরপাড়। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা সূর্য ডোবার দৃশ্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করবে।
আমরা লঞ্চের ডেকে করে যাওয়া - আসা করবো। ওখানে মোট তিনদিন দুইরাত ক্যাম্পিং করবো। চর কুকরি মুকরির জনমানবহীন প্রাকৃতিক রূপ দেখার পাশাপাশি স্থানীয় জেলে জীবনের মানও চাক্ষুষ করবো।
সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
০০ দিন-
সন্ধ্যায় সকলে সদরঘাটে উপস্থিত হব এবং রাত ৭ টার এমভি ফারহান বা কর্নফুলী লঞ্চের ডেকে করে বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিবো।
১ম দিন-
সকালে বেতুয়া লঞ্চ ঘাটে নেমে নাস্তা শেষ করে অটো নিয়ে চলে যাব কচ্ছপিয়া ঘাটে। তারপর কচ্ছপিয়া ঘাট থেকে লোকাল বা রিজার্ভ ট্রলারে তেতুলিয়া নদী হয়ে পৌঁছে যাব তাড়ুয়া বিচে দুপুরের খাবার খেয়ে নিরাপদ স্থানে ক্যাম্প করতে হবে। রাতে নিজেরাই রান্না করবো। ক্যাম্প ফায়ারের সামনে বসে আড্ডা আর গানে মেতে উঠবো। কপাল ভাল হলে খালে পানি খেতে আসা বানরের দল ও হরিনের দেখা পাওয়া যাবে।
২য় দিন -
সকালে সূ্র্যোদয় দেখে এলাকা ঘুরে নাস্তা করে ট্রলার রিজাভ করে আমারা বেরিয়ে পরবো আশে পাশের চর ভ্রমণে । একে একে ঢাল চর, কুকরী মুকরী, এবং আশেপাশের চর গুলো দেখবো। রাতে জনমানব শুন্য সোনারচরে ক্যাম্প করবো।
৩য় দিন -
সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে দ্রুত রওনা করতে হবে কচ্ছপিয়ার উদ্দেশ্যে। কচ্ছপিয়া থেকে একইভাবে অটোতে করে চলে আসবো চর ফ্যাশন।এখানে দুপুরের খাবার খেয়ে আশপাশটা ঘুরে দেখতে পারবেন। উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার চর ফ্যাশনেই অবস্থিত। বিকাল ৪টার লঞ্চে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।
শেষ দিন-
রবিবার ভোরবেলা সুন্দর কিছু সুখস্মৃতি নিয়ে আমরা ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ। সকালে সদরঘাট নেমে যে যার মতো বাসা/অফিস ধরা।
আমরা লঞ্চের ডেকে করে যাওয়া - আসা করবো। ওখানে মোট তিনদিন দুইরাত ক্যাম্পিং করবো। চর কুকরি মুকরির জনমানবহীন প্রাকৃতিক রূপ দেখার পাশাপাশি স্থানীয় জেলে জীবনের মানও চাক্ষুষ করবো।
➡️ ইভেন্টে যা যা থাকবেঃ
✔️ লঞ্চের ডেকে করে যাওয়া আসা।
✔️ চর কুকরি-মুকরি যাওয়া আসার ইন্টারনাল ট্রান্সপোর্টেশন খরচ।
✔️ রিজার্ভ ট্রলার
✔️ তিনদিনের খাবার খরচ, (যাওয়া আসার রাত বাদে)
✔️ টেন্ট খরচ
✔️ গাইড এবং অন্যান্য সার্ভিস
বিঃদ্রঃ কেউ কেবিনে গেলে অবশ্যই আগে থেকে কেবিন বুকিং দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে ১২০০-১৫০০ টাকা সিঙ্গেল কেবিন খরচ পড়বে। যদি কেউ কেবিন নেয় সেক্ষেত্রে ডেকের ভাড়া বাদ দেওয়া হবে।
বুকিং মানি: ২০০০ জনপ্রতি
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* যেহেতু এখানে বেশ কিছু টিমমেম্বারের এর সাথে মিলে মিশে ট্রিপটি হবে,তাই সবার সাথে এডজাস্ট করা এবং কমপ্রোমাইজ করার মানসিকতা নিয়ে এই ট্রিপে যাবেন।
--------------------------------------
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- যেহেতু ক্যাম্পিং ট্যুর নিজের প্রয়োজনীয় জিনিস নিজেকেই বহন করতে হবে যেমন তাবু, ব্যাগ ও অনান্য টুকিটাকি জিনিসপত্র।
৫-আমরা যেহেতু রিমোট এরিয়ায় ক্যাম্পিং করবো খাবার দাবার ও অনান্য বিষয়ে সেক্রিফাইজ করতে হতে পারে।
৬- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
আমরা গ্রুপ ট্রিপ ছাড়াও কর্পোরেট, ফ্যামিলি ও আপনাদের পছন্দসই কাস্টমাইজড ট্রিপ করে থাকে Tour Pilots(ভ্রমণ কান্ডারী)। তাই ভ্রমণের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা-
Homestead Gulshan Link Tower
Bir Uttam A.K Khandokar Road (Link Road)
D.C.C ta-99 (top flore) Dhaka 1212
☎ 01521-206903
📩 [email protected]