Tour Pilots-ভ্রমণ কান্ডারী

Tour Pilots-ভ্রমণ কান্ডারী TOUR PACKAGE, HOTEL BOOKING, BUS, SHIP, AIR TICKETS We manage All Elements of your Tour
(14)

কুইন আইল্যান্ড দ্বীপ জেলা ভোলা ক্যাম্পিং ট্যুর ভ্রমণ কান্ডারী গ্রুপের অফিশিয়াল ট্যুর ছেলে,মেয়ে, ফ্যামলি যেকেউ ই যেতে পার...
31/10/2024

কুইন আইল্যান্ড দ্বীপ জেলা ভোলা ক্যাম্পিং ট্যুর
ভ্রমণ কান্ডারী গ্রুপের অফিশিয়াল ট্যুর ছেলে,মেয়ে, ফ্যামলি যেকেউ ই যেতে পারবেন।
ট্যুর সময়কাল - ৪ রাত ৩ দিন (ক্যাম্পিং ২ রাত)
ক্যাম্পিং পয়েন্ট : সোনারচর এবং তাড়ুয়া বিচ
ট্যুর শুরু :-১৪ নভেম্বর বিকেল ৫ টা, ২০২৪
ট্যুর শেষ:-১৮ নভেম্বর সকাল ৬ টা, ২০২৪
✳️ ইভেন্ট খরচ :- ৪৫০০ টাকা ঢাকা টু ঢাকা
✴️ আসন সংখ্যা: ২০

➡️ যা যা দেখবো :
১. চর কুকরি মুকরি
২. ঢাল চর
৩. তাড়ুয়া বিচ
৪. সোনার চর
৫. চর ফ্যাশন
৬. জ্যাকব টাওয়ার

দেশের অন্যান্য পর্যটক কেন্দ্র গুলোর তুলনায় চর কুকরি মুকরি এর চিত্র কিছুটা ভিন্ন ধরনের। সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি।মাইলের পর মাইল কৃক্ষরাজির বিশাল ক্যান ভাস স্বপ্নের দ্বীপ কুকরি মুকরিকে সাজিয়েছে সাজের সমারোহে। যেখানে জীবিত গাছের সংখ্যা ৯ কোটিরও বেশি। চর কুকরিমুকরি এর ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটির নাম ভাড়ানি খাল। মেঘনার বিশাল বুক থেকে বয়ে গিয়ে খালটি পড়েছে বঙ্গোপসাগরে। এখানকার ধু-ধু বালিয়াড়ির ওপর দাঁড়ালে সাগরের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। একটু সামনে এগোলেই ঢাল চর। এর পরই বঙ্গোপসাগর। এখানে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া দেখলেই মনে পড়ে যাবে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্রসৈকতের কথা। স্থানীয় মানুষ এ স্পটটিকে বালুর ধুম নামে ডাকে। তবে কুকরিমুকরি এর প্রধান আকর্ষণ সাগরপাড়। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা সূর্য ডোবার দৃশ্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করবে।

আমরা লঞ্চের ডেকে করে যাওয়া - আসা করবো। ওখানে মোট তিনদিন দুইরাত ক্যাম্পিং করবো। চর কুকরি মুকরির জনমানবহীন প্রাকৃতিক রূপ দেখার পাশাপাশি স্থানীয় জেলে জীবনের মানও চাক্ষুষ করবো।
সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
০০ দিন-
সন্ধ্যায় সকলে সদরঘাটে উপস্থিত হব এবং রাত ৭ টার এমভি ফারহান বা কর্নফুলী লঞ্চের ডেকে করে বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিবো।

১ম দিন-
সকালে বেতুয়া লঞ্চ ঘাটে নেমে নাস্তা শেষ করে অটো নিয়ে চলে যাব কচ্ছপিয়া ঘাটে। তারপর কচ্ছপিয়া ঘাট থেকে লোকাল বা রিজার্ভ ট্রলারে তেতুলিয়া নদী হয়ে পৌঁছে যাব তাড়ুয়া বিচে দুপুরের খাবার খেয়ে নিরাপদ স্থানে ক্যাম্প করতে হবে। রাতে নিজেরাই রান্না করবো। ক্যাম্প ফায়ারের সামনে বসে আড্ডা আর গানে মেতে উঠবো। কপাল ভাল হলে খালে পানি খেতে আসা বানরের দল ও হরিনের দেখা পাওয়া যাবে।
২য় দিন -
সকালে সূ্র্যোদয় দেখে এলাকা ঘুরে নাস্তা করে ট্রলার রিজাভ করে আমারা বেরিয়ে পরবো আশে পাশের চর ভ্রমণে । একে একে ঢাল চর, কুকরী মুকরী, এবং আশেপাশের চর গুলো দেখবো। রাতে জনমানব শুন্য সোনারচরে ক্যাম্প করবো।

৩য় দিন -
সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে দ্রুত রওনা করতে হবে কচ্ছপিয়ার উদ্দেশ্যে। কচ্ছপিয়া থেকে একইভাবে অটোতে করে চলে আসবো চর ফ্যাশন।এখানে দুপুরের খাবার খেয়ে আশপাশটা ঘুরে দেখতে পারবেন। উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার চর ফ্যাশনেই অবস্থিত। বিকাল ৪টার লঞ্চে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।
শেষ দিন-
রবিবার ভোরবেলা সুন্দর কিছু সুখস্মৃতি নিয়ে আমরা ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ। সকালে সদরঘাট নেমে যে যার মতো বাসা/অফিস ধরা।

আমরা লঞ্চের ডেকে করে যাওয়া - আসা করবো। ওখানে মোট তিনদিন দুইরাত ক্যাম্পিং করবো। চর কুকরি মুকরির জনমানবহীন প্রাকৃতিক রূপ দেখার পাশাপাশি স্থানীয় জেলে জীবনের মানও চাক্ষুষ করবো।

➡️ ইভেন্টে যা যা থাকবেঃ

✔️ লঞ্চের ডেকে করে যাওয়া আসা।
✔️ চর কুকরি-মুকরি যাওয়া আসার ইন্টারনাল ট্রান্সপোর্টেশন খরচ।
✔️ রিজার্ভ ট্রলার
✔️ তিনদিনের খাবার খরচ, (যাওয়া আসার রাত বাদে)
✔️ টেন্ট খরচ
✔️ গাইড এবং অন্যান্য সার্ভিস

বিঃদ্রঃ কেউ কেবিনে গেলে অবশ্যই আগে থেকে কেবিন বুকিং দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে ১২০০-১৫০০ টাকা সিঙ্গেল কেবিন খরচ পড়বে। যদি কেউ কেবিন নেয় সেক্ষেত্রে ডেকের ভাড়া বাদ দেওয়া হবে।
বুকিং মানি: ২০০০ জনপ্রতি
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* যেহেতু এখানে বেশ কিছু টিমমেম্বারের এর সাথে মিলে মিশে ট্রিপটি হবে,তাই সবার সাথে এডজাস্ট করা এবং কমপ্রোমাইজ করার মানসিকতা নিয়ে এই ট্রিপে যাবেন।
--------------------------------------
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- যেহেতু ক্যাম্পিং ট্যুর নিজের প্রয়োজনীয় জিনিস নিজেকেই বহন করতে হবে যেমন তাবু, ব্যাগ ও অনান্য টুকিটাকি জিনিসপত্র।
৫-আমরা যেহেতু রিমোট এরিয়ায় ক্যাম্পিং করবো খাবার দাবার ও অনান্য বিষয়ে সেক্রিফাইজ করতে হতে পারে।
৬- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

আমরা গ্রুপ ট্রিপ ছাড়াও কর্পোরেট, ফ্যামিলি ও আপনাদের পছন্দসই কাস্টমাইজড ট্রিপ করে থাকে Tour Pilots(ভ্রমণ কান্ডারী)। তাই ভ্রমণের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা-
Homestead Gulshan Link Tower
Bir Uttam A.K Khandokar Road (Link Road)
D.C.C ta-99 (top flore) Dhaka 1212
☎ 01521-206903
📩 [email protected]

28/09/2024

চলছে মাগুরা মেডিকেল কলেজ নিয়ে কক্সবাজার ট্রীপ~

১৯৭৭ সালে ঢাকার কাওরানবাজার এলাকায় পেট্রোল পাম্প, এর পিছনে খাজা আম্বর মসজিদ  ফটোগ্রাফারঃ Pierre Cantin  এই মসজিদট তৈরি হ...
13/09/2024

১৯৭৭ সালে ঢাকার কাওরানবাজার এলাকায় পেট্রোল পাম্প, এর পিছনে খাজা আম্বর মসজিদ

ফটোগ্রাফারঃ Pierre Cantin

এই মসজিদট তৈরি হয়েছিল ১৬৮০ খিষ্টাব্দে, মসজিদ এর প্রবেশপথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে উল্লেখ রয়েছে সুবাহদার শায়েস্তা খান এর প্রধান খোজা, খাজা আম্বর কর্তৃক মসজিদ এবং একটি সেতু নির্মাণের উল্লেখ রয়েছে।

 #বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে কর...
09/09/2024

#বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন
সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে করে পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ সকলেই অসন্তুষ্ট। এমনকি কেউ কেউ যথেষ্ট ক্ষুব্ধ বলা যায়। কারণ হচ্ছে এ নৌপথে যেমন খরচ ও সময় কম, তেমন আকর্ষণীয় ও জনপ্রিয়।

কিন্তু মিয়ানমার সীমান্তের অস্থিরতা ও নাফ নদীর নাব্যতা সংকটের কারণে বর্তমানে এ নৌপথ ব্লক করে দেয় প্রশাসন। এতে পর্যটন শিল্পের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।

অনেকে কর্ণফুলী এক্সপ্রেসের মতো সকল জাহাজ সরাসরি কক্সবাজার থেকে দেওয়ার কথা বলছে। আমি মনে করি এটা ফাউল চিন্তাভাবনা। কারণ কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথের দূরত্ব ১১০ কিলোমিটারের বেশি।

ছোট ছোট জাহাজগুলো এতো দূরত্বের পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসা যেমন কঠিন হবে। তার চেয়ে কঠিন হবে যাত্রীদের এতো দীর্ঘ সময় ধৈর্য ধরা। ভাড়াও অনেকের নাগালের বাহিরে চলে যাবে।

আবার কেউ কেউ ইনানী নৌবাহিনীর জেটি ব্যবহারের অনুমতির কথা বলছে। এটাও দূরত্বের দিক দিয়ে অনেক বেশি হয়ে যায়। ৭৫-৮০ কিলোমিটার পর্যন্ত।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের জাহাজ মালিকদের সংগঠন সাবরাং জিরো পয়েন্ট বা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন থেকে অস্থায়ী ঘাট করার অনুমতি চাচ্ছে। এটারও একটা সমস্যা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের সক্ষমতা! এখানে ঢাকার লাইনের বড় বড় গাড়ি দুটা ক্রস করা কঠিন হবে। ফলে জ্যাম লেগে পর্যটকদের যথেষ্ট সময় নষ্ট হবে।

আজ বিকল্প নৌ রুট নিয়ে একটা আইডিয়া দেবো। যেটা নাফ নদী ও বার্মা সীমান্ত এড়িয়ে খুব কম সময়ে পর্যটকবাহী জাহাজ ও নৌযান সেন্টমার্টিন যাওয়া আসা যাবে।
এতে দূরত্ব কম হওয়ায় সময় যেমন বাঁচবে, তেমন খরচও অনেক কম হবে।

শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া হতে সেন্টমার্টিন জেটিঘাটের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপের পশ্চিম পাশে পানির গভীরতা সাবরাং এর মতোই। দুটাতেই ঢেউ একটু বেশি। কিন্তু ৬০০-৭০০ মিটার পর্যন্ত সমুদ্রগর্ভে জেটি নেওয়া গেলে ঢেউ বা স্রোতের ঝামেলা থাকবে না।

শাহপরীর দ্বীপে বর্তমানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। প্রশস্ত রাস্তা ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বাড়তি আনন্দ দেবে।

© Tayub Ullah Bhai

Monai - Luxury On Wave এবছর ও টাঙ্গুয়ার হাওড়ে সীজনের শুরু থেকে দাপিয়ে বেড়াচ্ছে আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায়!আমরা ...
18/07/2024

Monai - Luxury On Wave
এবছর ও টাঙ্গুয়ার হাওড়ে সীজনের শুরু থেকে দাপিয়ে বেড়াচ্ছে আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায়!
আমরা সবসময় চেষ্টা করি বাজেট এর মধ্যে সবটুকু সার্ভিস দেয়ার।
অগাস্ট মাস পুরো সময় জুড়ে ভ্রমণ কান্ডারী থাকবে মনাই তে।
আমাদের প্যাকেজ শুরু হচ্ছে ৩৯৯৯ টাকা থেকে!
অগাস্টের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে।
বুকিং এর জন্য যোগাযোগ করুন

Md Mehrab Hossain
☎️+8801521-206903

মাত্র 5999 রুপিতে দার্জিলিং ট্যুর (৪ রাত ৩ দিন) যাত্রার তারিখঃ-৪ জুলাই ২০২২ রাত ৮ টা।ফেরার তারিখঃ-৮  জুলাই সকাল ৬ টা।ট্য...
24/06/2024

মাত্র 5999 রুপিতে দার্জিলিং ট্যুর (৪ রাত ৩ দিন)
যাত্রার তারিখঃ-৪ জুলাই ২০২২ রাত ৮ টা।
ফেরার তারিখঃ-৮ জুলাই সকাল ৬ টা।
ট্যুর প্ল্যানঃ-
০ দিন - ঢাকা টু বুড়িমারী
১ম দিন - চ্যাংড়াবান্ধা - শিলিগুড়ি - দার্জিলিং
২য় দিন- দার্জিলিং - সাইট সিন
৩য় দিন - দার্জিলিং - শিলিগুড়ি - চ্যাংড়াবান্ধা
শেষ দিন - বুড়িমারী টু ঢাকা

💢ইভেন্ট ফিঃ-৫৯৯৯ রুপি জনপ্রতি (৪ রাত ৩ দিন)
💢কাপল প্যাকেজঃ-১৫৯৯৯ রুপি
💢ইভেন্ট ফিঃ-৭৯৯৯রুপি (৫রাত ৪ দিন)
💢বুকিং মানি-৩০০০(অফেরতযোগ্য)

প্যাকেজে যা যা থাকছেঃ
* ঢাকা-বুড়িমারী -ঢাকা নন এসি বাসে যাতায়াত খরচ।
* চ্যাংড়াবান্ধা টু শিলিগুড়ি জীপ/বাস
* শিলিগুড়ি ট্যু দার্জিলিং জীপ / বাস
* দুই রাত হোটেল থাকার খরচ।
* সাইট সিনের জন্য জীপ রিজার্ভ।
* ৬ বেলা মানসম্মত বাঙালিআনা খাবার।

প্যাকেজে যা যা থাকছে নাঃ
* কোন ধরনের ব্যক্তিগত খরচ।
* ট্রাভেল ট্যাক্স, এম্বেসী ফি ।
* হাইওয়েতে খাবার।
* টুরিস্ট স্পটের টিকেট খরচ
* সাইট সিনের দিনের খাবার

আমরা দার্জিলিংয়ে সাইট সিনে যা যা দেখবোঃ-
* রক গার্ডেন
* জাপানিজ টেম্পল
* টি গার্ডেন
* বাতাসিয়া লুপ
* তেনজিন রক
* মিউজিয়াম
* হিমালয় মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট
সময় সাপেক্ষ আরোও কিছু আকর্ষণীয় স্পট। আমরা টোটাল টেন পয়েন্ট সাইট সিন করবো।
যারা একদিন (৫রাত ৪ দিন) প্ল্যানে যাচ্ছে তাদের এক্সটা সাইট মিরিক ও কার্শিয়াং অংশ যোগ হবে।

ভিসা তে : বাই রোড চ্যাংড়াবান্ধা উল্লেখ থাকতে হবে।

বুকিং ও যোগাযোগঃ-
☎ 01521206903
📩 [email protected]

🔥🔥🔥মাত্র-৩৪৯৯৳ সাজেক ভ্যালি ৩ রাত ২ দিনের আকর্ষণীয় বাজেট ট্যুর ভ্রমণ কান্ডারী  সাথে । ইভেন্ট তারিখঃ🌥যাত্রার তারিখঃ প্রতি...
20/04/2024

🔥🔥🔥মাত্র-৩৪৯৯৳ সাজেক ভ্যালি ৩ রাত ২ দিনের আকর্ষণীয় বাজেট ট্যুর ভ্রমণ কান্ডারী সাথে ।

ইভেন্ট তারিখঃ
🌥যাত্রার তারিখঃ প্রতি বৃহস্পতিবার ২০২৪
🌤ফেরার তারিখঃ রবিবার ২০২৪
ট্যুরের সময়কাল : ৩ রাত ২ দিন

👤ইভেন্ট ফিঃ ৩৪৯৯৳(১রুমে ৪ জন)
👥কাপল ফিঃ ৮০০০৳ (১রুমে ২জন)

🚩বুকিংঃ জনপ্রতি ১৫৩০/-টাকা (অফেরতযোগ্য)

এই খরচে যা যা দেখবো
=================
☞সাজেক ভ্যালী
☞রুইলুই পাড়া
☞ হ্যালিপ্যাড
☞ লুসাই পাড়া
☞ কংলাক পাহাড়
☞ আলুটিলা গুহা
☞ হর্টিকালচার পার্ক
☞ ঝুলন্ত সেতু

---------------------------------------------
ইভেন্ট খরচে যা যা থাকছে ( নো হিডেন)
===================
✔ ঢাকা খাগড়াছড়ি ঢাকা আপ-ডাউন নন এসি রিজার্ভ বাস (৪০-৪৫ সিট বাস)
✔ দুইদিনের জন্যে রিজার্ভ সবুজ চাঁদের গাড়ি
✔একরাত সাজেকের রিসোর্টে শেয়ার বেসিসে থাকা
✔ দুইদিনে মোট ৫ বেলা খাবার
✔সব স্পটের এন্ট্রি টিকেট

🚩বুকিং ও বিস্তারিত জানতে---
01521-206903
এছাড়া কাস্টমাইজড ১২ জন হলে যেকোন দিন প্যাকেজ নিতে পারেন। কটেজ ও বাস টিকেট ও পেয়ে যাবেন Tour Pilots-ভ্রমণ কান্ডারী

🍀মাত্র-২,৯৯৯৳ বান্দরবান মারায়ন তং ক্যাম্পিং, আলীর গুহা ও কক্সবাজার ৩ রাত ২ দিনের ট্যুর ভ্রমণ কান্ডারী সাথে।🚌যাত্রা শুরুঃ...
18/04/2024

🍀মাত্র-২,৯৯৯৳ বান্দরবান মারায়ন তং ক্যাম্পিং, আলীর গুহা ও কক্সবাজার ৩ রাত ২ দিনের ট্যুর ভ্রমণ কান্ডারী সাথে।

🚌যাত্রা শুরুঃ ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত
১০ঃ৩০ ঢাকা থেকে।
🏘️ট্যুর শেষঃ ২৮ এপ্রিল রবিবার সকাল ৬ঃ০০

🍀ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৯৯৯ টাকা( এক তাবুতে ৩ জন) কাপল ফিঃ ৬৯৯৯ টাকা ( ১ তাবুতে ২ জন)

বুকিং ফিঃ জনপ্রতি ১৫০০৳/ বিকাশে ১৫৩০৳ (অফেরতযোগ্য)
🍀বুকিং ও বিস্তারিত 👇
Call :015 2120 6903

🍀প্যাকেজ এ যা যা অর্ন্তভূক্তঃ
✔বাস ভাড়া।
✔ ক্যাম্পিংয়ের তাবু খরচ( এক তাবুতে ৩ জন)
✔লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
✔ ৫বেলা খাবার
✔গাইড খরচ।
✔ এন্ট্রি টিকিট

🍀যা যা এই টাকায় থাকছেনা:-
🌸যেকোন ব্যক্তিগত খরচ
🌸যাওয়া-আসার সময় রাতের খাবার খরচ।
🌸ইভেন্ট এ অন্তর্ভুক্ত নয় এমন কিছু।
🌸যেকোন অযাচিত ঘটনার ব্যয়ভার

🍀দর্শনীয় স্থানসমূহঃ
🍀 মারায়ংতং ক্যাম্পিং
🍀 আলিরগুহা ১
🍀আলিরগুহা ২

বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের নাম মারায়ন তং (Marayan Dong)। এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন; মারায়ান তং, মারায়ং তং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি। প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। ।ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশিকিছু আদিবাসীর বসবাস এই মারায়ন তং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্রতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাদ প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের।আমাদের এই ট্যুরে কাপল,ছেলে, মেয়ে ফ্যামিলি সহ যে কেউ আমাদের সাথে যেতে পারবেন

🍀আপনার কনফার্মেশনের সিরিয়ালের উপর বাসের সীট বন্টন করা হবে।

🍀🍀বিঃদ্রঃ প্রাকৃতিক পরিবেশ অথবা কনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

🍀যা যা নিতে পারেন সাথেঃ
🌸ভোটার আইডি কার্ডের দুই কপি ছবি
🌸 এক্সট্রা কাপড়।
🌸গামছা, ক্যাপ, সানগ্লাস, ক্যামেরা, পাওয়ার ব্যাংক ইত্যাদি যা প্রয়োজন।
🌸প্রয়োজনীয় ওষুধ।

💥 যে ব্যাপার গুলো অবশ্যই মাথায় রাখতে হবেঃ

🍀প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
🍀ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
🍀স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
🍀যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মন মানসিকতা থাকতে কবে।
🍀 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
🍀 যেখানে সেখানে ময়লা ফেলবো না।
🍀 সমালোচনা বা মজার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা।
🍀পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
🍀 ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন।
🍀অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলানো হতে পারে।
আমাদের গ্রুপ লিংক-https://www.facebook.com/groups/235734354362353/?ref=share

পেইজ লিংক https://www.facebook.com/tourpilot/
We're here to get you there...Tour Pilots
গ্রুপ ট্রিপ ছাড়াও কর্পোরেট, ফ্যামিলি ও আপনাদের পছন্দসই কাস্টমাইজড ট্রিপ করে থাকে Tour Pilots(ভ্রমণ কান্ডারী) তাই ভ্রমণের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে: 01521206903
আমাদের ঠিকানা-
Homestead Gulshan Link Tower
Bir Uttam A.K Khandokar Road (Link Road)
D.C.C ta-99 (top flore) Dhaka 1212

চলছে ভ্রমণ কান্ডারী এর মনপুরা দ্বীপ ক্যাম্পিং ট্রীপ~মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার~মুন্সিগঞ্জের সিরাজদিখা...
24/11/2023

চলছে ভ্রমণ কান্ডারী এর মনপুরা দ্বীপ ক্যাম্পিং ট্রীপ~

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার~
মুন্সিগঞ্জের সিরাজদিখা ইছামতী নদীর পাড়ে বটতলায় হবে ক্যাম্পিং!

মুলত স্বল্প সময়ে, ঢাকার আশেপাশে কোলাহলবীহিন গ্রামীন পরিবেশে
ইভেন্ট ফি : ৪৯৯ টাকা।
ইভেন্ট যা যা থাকবে :
*১ রাত থাকার জন্য তাবু
* ক্যাম্পিং সামগ্রী
* চা, নাস্তা, খিচুড়ি ও বার্বিকিউ
* হাস ভুনা +পরটা/ রুটি
* খেলাধুলা , ক্যাম্প-ফায়ার খাবার দাবার আয়োজন যাবতীয় ব্যাবস্থা।

যোগাযোগ : 01833-612438 Ismail Parvez
বুকিং ও যোগাযোগ : 01521206903 Md Mehrab Hossain
01762902383 Dhrubo Bepari
বুকিং করার শেষ সময় 26 November 2023.

অনেকেই জানতে চেয়েছেন আমাদের এই ক্যাম্পিং ট্রীপের মেয়েদের সেইফটি ইস্যু নিয়ে!আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ভ্রমণ কান্ডারী সব...
22/11/2023

অনেকেই জানতে চেয়েছেন আমাদের এই ক্যাম্পিং ট্রীপের মেয়েদের সেইফটি ইস্যু নিয়ে!
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ভ্রমণ কান্ডারী সবসময় মেয়েদের সেইফটির ব্যাপার টা সবার আগে নিশ্চিত করে!
আপনারা নিঃসংকোচে আমাদের ক্যাম্পিং ট্রীপে যুক্ত হতে পারবেন!

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার~
ইভেন্ট যা যা থাকবে :
*১ রাত থাকার জন্য তাবু
* ক্যাম্পিং সামগ্রী
* চা, নাস্তা, খিচুড়ি ও বার্বিকিউ
* হাস ভুনা +পরটা/ রুটি
* খেলাধুলা , ক্যাম্প-ফায়ার খাবার দাবার আয়োজন যাবতীয় ব্যাবস্থা।

বিঃদ্রঃ ছবিটি আমাদের এডমিন Md Mehrab Hossain,যিনি মেয়েদের জন্য রাত জেগে পাহাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন!😛

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার~মুন্সিগঞ্জের সিরাজদিখা  ইছামতী নদীর পাড়ে  বটতলায় হবে ক্যাম্পিং!মুলত স্বল্প...
22/11/2023

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার~
মুন্সিগঞ্জের সিরাজদিখা ইছামতী নদীর পাড়ে বটতলায় হবে ক্যাম্পিং!

মুলত স্বল্প সময়ে, ঢাকার আশেপাশে কোলাহলবীহিন গ্রামীন পরিবেশে
ইভেন্ট ফি : ৪৯৯ টাকা।
ইভেন্ট যা যা থাকবে :
*১ রাত থাকার জন্য তাবু
* ক্যাম্পিং সামগ্রী
* চা, নাস্তা, খিচুড়ি ও বার্বিকিউ
* হাস ভুনা +পরটা/ রুটি
* খেলাধুলা , ক্যাম্প-ফায়ার খাবার দাবার আয়োজন যাবতীয় ব্যাবস্থা।

যোগাযোগ : 01833-612438 Ismail Parvez
বুকিং ও যোগাযোগ : 01521206903 Md Mehrab Hossain
01762902383 Dhrubo Bepari
বুকিং করার শেষ সময় 26 November 2023.

২৩ তারিখ  মনপুরা গিয়ে চলুন মন ঠান্ডা করে আসি। স্বচ্ছ নদীর পানি আর পরিপুর্ন গ্রামীন পরিবেশে  নিজেদের মত করে চলুন ক্যাম্পি...
21/11/2023

২৩ তারিখ মনপুরা গিয়ে চলুন মন ঠান্ডা করে আসি।
স্বচ্ছ নদীর পানি আর পরিপুর্ন গ্রামীন পরিবেশে নিজেদের মত করে চলুন ক্যাম্পিং ট্রিপ করে আসি।
মাত্র ৩৯৯৯ টাকায় নিঝুম দ্বীপ + মনপুরা ক্যাম্পিং ট্রিপ।
৪ রাত ৩ দিনের ট্রিপ
সদরঘাট থেকে যাত্রা শুরু সদরঘাটেই শেষ।
তারপর নিজ নিজ গন্তব্যে।
ক্যাম্পিং ট্রিপ গুলাতে মুখ্য ট্রাভেলার এর ফিল পাওয়া যায়।
যোগাযোগ : ০১৮৩৩৬১২৪৩৮
বি:দ্র : ১ তারিখ মুন্সিগঞ্জ,সিরাজদিখান ইছামতি নদীর পাড়ের ক্যাম্পিং ট্যুরের বুকিং চলছে।

ভ্রমণ কান্ডারী সাথে মনপুরা এবং নিঝুম দ্বীপ ক্যাম্পিং ট্যুর মাত্র ৩৯৯৯৳ 🔥দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা ও নোয়াখালীর আরও দক...
21/11/2023

ভ্রমণ কান্ডারী সাথে মনপুরা এবং নিঝুম দ্বীপ ক্যাম্পিং ট্যুর মাত্র ৩৯৯৯৳ 🔥
দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা ও নোয়াখালীর আরও দক্ষিণে মেঘনার মোহনায় ছবির মত ছোট্ট ও সুন্দর বেশ কয়েকটি ভূখণ্ড রয়েছে - মনপুরা, নিঝুম দ্বীপ, হাতিয়া, চর কুকরি মুকরি, ঢাল চরসহ আরও অনেক অনেক। বাস্তবের এসব দ্বীপগুলি ছবির থেকেও কয়েকশো গুন বেশি সুন্দর। ভ্রমণ কান্ডারি এবারের হিম হিম শীতের শুরুতে আমরা মনপুরা দ্বীপ দুইরাত ক্যাম্পিং করতে যাচ্ছি।

গ্রামিন মনপুরা দেখার মত সবুজ মাঠ,জেলে জীবন
ব্যবস্থা,দখীনা হাওয়া সী বীচ, অসাধারণ মনের মানুষ পাবেন। যারা গ্রামে গঞ্জে বেড়াতে পছন্দ করেন, লঞ্চ ভ্রমণ পছন্দ করেন যেতে পারেন চাইলে আমাদের সাথে।
বিস্তারিত ইভেন্টে।

ইভেন্ট শুরু ও শেষ হওয়ার স্থান: সদরঘাট টু সদরঘাট
যাত্রার তারিখ :২৩ নভেম্বর বৃহস্পতিবার
ফেরার তারিখ :২৭ নভেম্বর সোমবার
🔴 ইভেন্ট খরচ: ৩৯৯৯ টাকা। (লঞ্চের ডেকে যাওয়া আসা)
আরোও বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ করুন: 01521-206903

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখা  ইছামতী নদীর পাড়ে  বটতলায় হবে এবার আমাদের শীতকালীন ...
21/11/2023

মাত্র ৪৯৯ টাকায় ০১ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার
মুন্সিগঞ্জের সিরাজদিখা ইছামতী নদীর পাড়ে বটতলায় হবে এবার আমাদের শীতকালীন ক্যাম্পিং প্রোগ্রাম।

কি কি থাকবে প্রোগ্রামে:-
★১ ডিসেম্বর শুক্রবার দুপুর ৩ টা থেকে আমরা উপস্থিত থাকবো ক্যাম্পিং গ্রাউন্ডে।
★তাবু সেট করে বিকালে খেলাধুলা
★সন্ধ্যায় রান্নাবান্না ও ক্যাম্প-ফায়ার ও আড্ডা প্রস্তুতি।
★ সন্ধ্যা ৭ টা হালকা চা নাস্তা আয়োজন।
★ রাত ৮ টা পরিচিত পর্ব ও আড্ডা
★ ৯ টায় নাইট ফটোশেসন
★ রাত ১০ টা -১১ টা ডিনার
★ লেট নাইট আড্ডা চা/ কফি
★ সকাল ৬ টা সাইট সিন ও ফটোসেশান
★ সকাল ৭ টা ব্রেকফাস্ট
★সকাল ৮ টা শেষ পর্ব।
• ঐচ্ছিক সময় +নদীতে গোসল / ঘুরাঘুরি

ইভেন্ট ফি : ৪৯৯ টাকা।
ইভেন্ট যা যা থাকবে :
*১ রাত থাকার জন্য তাবু
* ক্যাম্পিং সামগ্রী
* চা, নাস্তা, খিচুড়ি ও বার্বিকিউ
* হাস ভুনা +পরটা/ রুটি
* খেলাধুলা , ক্যাম্প-ফায়ার খাবার দাবার আয়োজন যাবতীয় ব্যাবস্থা।

যোগাযোগ : 01833-612438 Ismail Parvez
বুকিং ও যোগাযোগ : 01521206903 Md Mehrab Hossain
01762902383 Dhrubo Bepari
বুকিং করার শেষ সময় 26 November 2023.

3 countries in one frame🔥Would u make a visit??
20/11/2023

3 countries in one frame🔥
Would u make a visit??

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ কান্ডারী  কর্পোরেট ট্রিপ
13/11/2023

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ কান্ডারী কর্পোরেট ট্রিপ

ভারতের কাশ্মীরের শ্রীনগরের লেকে থাকা হাউসবোটে অগ্নিকাণ্ডে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল...
11/11/2023

ভারতের কাশ্মীরের শ্রীনগরের লেকে থাকা হাউসবোটে অগ্নিকাণ্ডে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন অন্যান্য হাউসবোটগুলোকে গ্রাস করে। অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যায়। এর কয়েক ঘন্টা পরে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা তিন পর্যটক বাংলাদেশি নাগরিক।

ভ্রমণ কান্ডারী

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার নতুন চালু হওয়া ট্রেন ভাড়া তালিকা চট্রগ্রাম থেকে কক্সবাজার সর্বনিম্ন ভাড়া মাত্র ২২০ টাকা এবং ঢ...
11/11/2023

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার নতুন চালু হওয়া ট্রেন ভাড়া তালিকা চট্রগ্রাম থেকে কক্সবাজার সর্বনিম্ন ভাড়া মাত্র ২২০ টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার ৫৬৫ টাকা মাত্র।

Address

Dhaka
1212

Telephone

+8801521206903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Pilots-ভ্রমণ কান্ডারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Pilots-ভ্রমণ কান্ডারী:

Videos

Share

Category

কেন ট্যুর পাইলটস ?

দিনে দিনে পর্যটন শিল্প বিশ্বে দ্রুততম বৃদ্ধি পাচ্ছে যার উল্লেখযোগ্য কারণ হচ্ছে উন্নত যোগাযোগ, সুরক্ষা এবং পরিবহন ব্যবস্থাপনা । একটি ভ্রমণকে আরো প্রানবন্ত করে তোলে একটি সুন্দর পরিকল্পনা এবং ব্যবস্থাপনা। কিন্তু এই ব্যস্ততম জীবনে একটি সুন্দর পরিকল্পনার অভাবে ভ্রমণ এর পরিপূর্ণতা ধুলায় মিশে যায়। আপনার ভ্রমণকে আরও সহজ, নিরাপদ, পরিপূর্ণ এবং আনন্দদায়ক করে তোলার জন্য ট্যুর পাইলটস প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৯ সালে এ ট্যুর পাইলটস এর যাত্রা শুরু ঢাকা, বাংলাদেশ থেকে। প্রাথমিকভাবে যদিও সোশ্যাল মিডিয়া দ্বারা ট্যুর প্যাকেজ হোস্ট পরিচালনা করত। এখন ট্যুর পাইলটস ভ্রমণকে ভালোবাসার মানুষদের চিন্তাভাবনা নিয়ে প্রতিষ্ঠা করছে একটি নতুন ধরণের ভ্রমণ অনুসন্ধান প্রযুক্তি । ট্যুর পাইলটস ভ্রমণকারিদের জন্য সহজ করে তোলে তার প্রিয় ভ্রমনের জায়গাটি সন্ধান করা ও সাশ্রয়ী মূল্যে তা ভ্রমনের ।

ট্যুর পাইলটস দুইটি গ্রুপে কাজ করে

১- নিজস্ব হোস্ট ধারা ট্যুর প্যাকেজ পরিচালনা করা।

Nearby travel agencies