Al Aqsa Hajj Group

Al Aqsa Hajj Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aqsa Hajj Group, Travel Company, 24/A Drive Nawab Ali Tower (5th floor) , Room No-503-504 , Purana Paltan, Dhaka.

Our travel agency has a strong relationship with Hajj, Umrah & tourism, Air Ticket,Visa Consulting. · Our tour Consult have about 14 years experience in Hajj and tourism industry. · Clients pleasure is Commitment.

UMRAH GROUP TICKETDATE  : 29 JAN 2024AIRLINE         : GULF AIR
22/01/2024

UMRAH GROUP TICKET

DATE : 29 JAN 2024
AIRLINE : GULF AIR

🏢Al Aqsa Hajj Group 24/A Dr. Nawab Ali Tower, 5th floor, Purana Paltan, Dhaka 1000, 📞Phone: 02-55112151, 01712281132
13/09/2023

🏢Al Aqsa Hajj Group 24/A Dr. Nawab Ali Tower, 5th floor, Purana Paltan, Dhaka 1000,
📞Phone: 02-55112151, 01712281132

‘প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকেকর্মফল পুরোপুরিই দেয়া হবে। সফল মানুষ হবে সে—ই,যা...
11/09/2023

‘প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে
কর্মফল পুরোপুরিই দেয়া হবে। সফল মানুষ হবে সে—ই,
যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে।
আর শুধু পার্থিব জীবন তো এক মরীচিকাপূর্ণ ভোগ—বিভ্রম ছাড়া কিছুই নয়।’
[সূরা আলে ইমরান, আয়াত ১৮৫]

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ে...
06/09/2023

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হাজ্জে মাবরূরের প্রতিদান। (মুসলিম ১৫/৭৯, হাঃ ১৩৪৯, আহমাদ ৯৯৫৫)

অর্থাৎ, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ্ব করা তার (পক্ষে) অবশ্য কর্তব্য। আর...
03/09/2023

অর্থাৎ, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ্ব করা তার (পক্ষে) অবশ্য কর্তব্য। আর যে অস্বীকার করবে (সে জেনে রাখুক যে), আল্লাহ জগতের উপর নির্ভরশীল নন। (সূরা আলে ইমরান ৯৭)

নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা'আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা'বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে...
03/09/2023

নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা'আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা'বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ তা'আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন।
(সূরা বাকার-১৫৮)

মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, মহান আল্লাহ তায়ালার মেহমান তিনজনগাজী- যে যোদ্ধা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হাজী- যে ব...
01/09/2023

মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, মহান আল্লাহ তায়ালার মেহমান তিনজন
গাজী- যে যোদ্ধা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হাজী- যে ব্যাক্তি হজ্জ পালন করে, মুতামির- যে ব্যাক্তি ওমরা পালন করে।

ভয় পেয়ো না,আমি তোমাদের সাথেই আছি।আমি সব শুনি এবং দেখি।সূরা ত্বহা : ৪৬।
31/08/2023

ভয় পেয়ো না,আমি তোমাদের সাথেই আছি।
আমি সব শুনি এবং দেখি।
সূরা ত্বহা : ৪৬।

মহানবি (সাঃ) বলেন, - যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ্জে যায়, সেখানে কোন বিশৃঙ্খলা না ঘটায়, কোন অনৈতিক কাজে না জড়ায...
31/08/2023

মহানবি (সাঃ) বলেন, - যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ্জে যায়, সেখানে কোন বিশৃঙ্খলা না ঘটায়, কোন অনৈতিক কাজে না জড়ায়, ফেরার সময় সে যেন ঠিক সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফেরে।

যে আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করে, আল্লাহ তার জন্য যথেষ্ঠ।সূরা ত্বলাক ০৩ (আংশিক)
29/08/2023

যে আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করে, আল্লাহ তার জন্য যথেষ্ঠ।
সূরা ত্বলাক ০৩ (আংশিক)

হে আল্লাহ আমি তোমার নিকট পরিত্রান চাই চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে। (বুখারী,...
29/08/2023

হে আল্লাহ আমি তোমার নিকট পরিত্রান চাই চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে। (বুখারী, মুসলিম, মিসকাত, পৃ: ২১৬, হা/ ২৪৫৮)

শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহন কর।আল কুরআন ৩৫:৬ (সূরা ফাতির)
28/08/2023

শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহন কর।
আল কুরআন ৩৫:৬ (সূরা ফাতির)

28/08/2023

ওমরা হজ্বের সাথে ঘুরে আসুন দুবাই এবং উজবেকিস্তান।
❤দুবাই - ৩ দিন
❤উজবেকিস্তান - ৫ দিন
❤সৌদি-আরব - ৯ দিন

শুভেচ্ছা মূল্য - মাত্র ২৫০০০০ টাকা

✔প্যাকেজের অন্তর্ভুক্ত সেবা সমূহ:
১. ওমরাহ্ ভিসা।
২. দুবাই ভিসা।
৩. উজবেকিস্তান ভিসা।
৪. থ্রি স্টার হোটেলে টুইন শেয়ার রুম।(মক্কা ও মদিনা ব্যাতিত)
৫. সকালের নাস্তা+ ডিনার।
৬. এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ এবং লোকাল ট্রান্সপোর্ট।
৭. দুবাই সিটি ট্যুর, তাসখন্দ ও সমরখন্দ সিটি ট্যুর, মক্কা মদিনা প্রসিদ্ব স্থান সমুহ জিয়ারাহ
৮. রিটার্ন এয়ার টিকেট।

❌প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
১। দুপুরের খাবার।
২। প্যাকেজের উল্লেখিত সার্ভিস ছাড়া অন্য যেকোনো খরচ।

যোগাযোগ:
🏢 24/A Dr. Nawab Ali Tower, 5th floor, Purana Paltan, Dhaka 1000,
📞Phone: 02-55112151, 01712281132

26/08/2023
19/01/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় উমরাহ যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম।
আল - আকসা হজ্জ গ্রুপ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারক বাদ
আল- আকসা হজ্জ গ্রুপ এর উদ্দ্যোগে সুলভ মূল্যে পবিত্র উমরাহ পালনের লক্ষ্যে বাইতুল্লাহ শরিফের উদ্দেশ্যে কাফেলা রওনা হবে ইনশাআল্লাহ।
যারা মার্চ মাসে পবিত্র উমরাহ পালনে আগ্রহী অতি শীঘ্রই যোগাযোগ করুন
আল - আকসা হজ্জ গ্রুপ অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা পরিচালিত।
🔘আমাদের বৈশিষ্ট্য:
১/সততা
২/আমানতদারিতা
৩/বিশ্বস্ততা
৪/জবাবদীহিতা
🔘১৪ দিনের ওমরাহ প্যাকেজে আপনি যা পাবেন:
১/ ভিসা
২/ রিটার্ন টিকেট
৩/ থ্রী-স্টার মানের হোটেল
৪/ ট্রান্সপোর্ট
৫/ মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাহ এবং রিয়াজুল জান্নাহ জিয়ারত সহ।
৬/ ৩ বেলা মানসম্মত বাঙ্গালী খাবার।
৭/ অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধান।
✈️ ফ্লাইট শিডিউল-
* ১৮ মার্চ সাউদিয়া এয়ারলাইন

🔘 প্যাকেজের রেইট সহ বিস্তারিত জানতে কল করুন- ০১৭১২-৮৬৩৩১০
তাই দেরি না করে আজই বুকিং এর জন্য আপনার পাসপোর্ট জমা দিন।

11/10/2021

Address

24/A Drive Nawab Ali Tower (5th Floor) , Room No-503-504 , Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqsa Hajj Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Aqsa Hajj Group:

Videos

Share

Category

Nearby travel agencies