Country Road Travelers

Country Road Travelers Country roads, take me home
To the place I belong....

16/04/2021


এই লকডাউনে ঘরে বসে কি করবেন আজাইরাই তো? তো চলেন ফটো কনটেস্টে খেলে ঈদের পরের জন্য কিছু ট্রিপ গিফট বাকেটে জমা রাখেন....

নিচে ডিটেইলস পড়ে দ্রুত অংশগ্রহন করে নিন কনটেস্টে.....

⚫ সেগমেন্টঃ ফটোগ্রাফি

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলি -

➡️ প্রতিদিন একটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩টি ছবি দেওয়া যাবে।
➡️ ছবিতে আপনার উপস্থিতি বাধত্যমূলক ।
➡️ ডাবল এক্সপোজার অথবা মাল্টিপল এক্সপোজার ছবি গ্রহণযোগ্য নয়। সেলফি অথবা অপ্রাসঙ্গিক ছবি এপ্রুভ হবে না। ছবিটি সাদা-কালো বা রঙিন উভয় ধরণের ছবি হতে পারে।
➡️ ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ঠিকঠাকভাবে না ইউজ করলে ছবি কনটেস্টে গ্রহণযোগ্য হবে না।

ছবি পোস্ট করার উদাহরণ:


ক্যাটাগরি: বন্ধু ছাড়া ট্যুর ইম্পসিবল/পচ্ছন্দের ভ্রমণসঙ্গী/আমি ঘুরি সারা বাংলাদেশ/আমার তোলা ছবি (আপনার অংশগ্রহণকৃত ক্যাটাগরি)
ক্যাপশন : সাজেক

⛔ ক্যাটাগরি - ১ : পচ্ছন্দের ভ্রমণসঙ্গী

এই ক্যাটাগরিতে আপনি আপনার সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গীর সাথে তোলা প্রিয় ছবিটি পোস্ট করতে পারবেন। ভ্রমণসঙ্গী হতে পারে আমার মা,বাবা,ভালবাসার মানুষ কিংবা আপনার বেস্ট ফ্রেন্ড।
➡️ ছবিতে আপনার উপস্থিতি বাধত্যমূলক এবং আপনার সাথে ছবিতে শুধুমাত্র একজনই থাকতে পারবে।

⛔ ক্যাটাগরি - ২ : বন্ধু ছাড়া ট্যুর ইমপসিবল

এই ক্যাটাগরিতে আপনি আপনার একদল বন্ধুর সাথে তোলা প্রিয় ছবিটি পোস্ট করতে পারবেন।
➡️ ছবিতে আপনার উপস্থিতি বাধত্যমূলক এবং আপনার সাথে একের অধিক ব্যক্তি থাকতে হবে অর্থাৎ দলগত ছবি।

⛔ ক্যাটাগরি - ৩ : আমার দেখা পৃথিবী

এই ক্যাটাগরিতে আপনার একক প্রিয় ছবিটি পোস্ট করতে পারবেন।
➡️ ছবিতে আপনার উপস্থিতি বাধত্যমূলক।

⛔ ক্যাটাগরি - ৪ : আমার তোলা ছবি

এই ক্যাটাগরিতে আপনি আপনার তোলা যেকোন ভ্রমণস্থানের ছবি পোস্ট করতে পারবেন।
➡️ ছবিতে মানুষ উপস্থিত থাকতে পারবে তবে এখানে প্রকৃতির সৌন্দর্যই মুখ্য কথা।

⚫ সেগমেন্টঃ ভ্রমণ গল্প
এই সেগমেন্টে আপনি যেকোন ভ্রমণ সংক্রান্ত গল্প লিখে পোস্ট করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলি -

➡️ প্রতিদিন তিনটার বেশি গল্প দেওয়া যাবে না।
➡️ অবশ্যই গল্পটি আপনার নিজের লেখা হতে হবে এবং গল্পের সাথে প্রাসঙ্গিক কোন ছবি দিতে হবে(ছবিটি সংগ্রহিত হলে ফটোগ্রাফারের নাম অথবা সংগ্রহিত উল্লেখ করতে হবে)।
➡️ শব্দসীমা - ৫০০
➡️ এই সেগমেন্টে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, মজার গল্প, কল্পনার চিন্তাধারার বিকাশ চাচ্ছি। কিভাবে যেতে হবে এই ধরণের তথ্য এখানে না রাখাটাই উত্তম।
➡️ ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ঠিকঠাকভাবে না ইউজ করলে গল্প কনটেস্টে গ্রহণযোগ্য হবে না।

গল্প পোস্ট করার উদাহরণ:


ক্যাটাগরি: ভ্রমণ গল্প
গল্পের নামঃ ভ্রমণ
লেখকঃ "নিজের নাম"

⚫ সেগমেন্টঃ কল্পনা থেকে বাস্তব
এই সেগমেন্টে আপনার প্রিয় ভ্রমণ স্থানের ছবি অঙ্কন করে পোস্ট করতে পারবেন। হতে পারে আপনার কল্পনার সেই স্থানটিতেই ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে গেলো।

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলি -

➡️ প্রতিদিন তিনটার বেশি ছবি দেওয়া যাবে না।
➡️ অবশ্যই ছবিটি আপনার নিজের আকাঁ হতে হবে এবং ছবিতে আপনার সিগনেচার থাকা বাধ্যতামূলক।
➡️ ছবিটি অবশ্যই সাধারণ কোন ছবি নয় একটি ভ্রমণ উপযোগী স্থানকে কল্পনা করে আকাঁ হতে হবে। আপনি চাইলে রেফারেন্স হিসাবে উক্ত ভ্রমণ স্থানের একটি ছবি পোস্টে সংযুক্ত করতে পারবেন।
➡️ ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ঠিকঠাকভাবে না ইউজ করলে ছবি কনটেস্টে গ্রহণযোগ্য হবে না।

ছবি পোস্ট করার উদাহরণ:


ক্যাটাগরি: কল্পনা থেকে বাস্তব
ক্যাপশনঃ "X"

➤ ফলাফল নির্ধারণের নিয়মঃ
ছয়টি ক্যাটাগরি থেকে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা হবে।যেখানে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থানের মধ্যে দুইটি পপুলার চয়েস এবং একটি সম্পূর্ণ জাজেস চয়েসে নির্ধারণ করা হবে।
এছাড়াও সব সেগমেন্ট মিলিয়ে আরো ১২ জনকে পুরস্কৃত করা হবে। যেখানে বিজয়ীদের ক্ষেত্রে ৪০% দর্শকের ভোট+ ৬০% জাজেসের মার্কসের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

✅ পলুলার চয়েস উইনারঃ

এই ক্যাটাগরিতে ফলাফল সম্পূর্ণ দর্শকের হাতে অর্থাৎ লাইক,কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন তিনিই হবেন বিজয়ী।

নিয়মাবলিঃ
◾প্রতিটি লাইকের জন্য ১ পয়েন্ট
◾প্রতিটি কমেন্টের জন্য ৩ পয়েন্ট (একজনের একটি কমেন্ট কাউন্ট হবে এবং পোস্টদাতার রিপ্লাই কাউন্ট হবে না।পোস্ট দাতা চাইলে রিপ্লাই করতে পারবেন এতে পোস্টের রিচ বৃদ্ধি পাবে। )
◾প্রতিটি ওপেন শেয়ারের জন্য ৫ পয়েন্ট (ওপেন শেয়ার অর্থ শেয়ারকৃত পোস্টের প্রাইভেসী পাবলিক হতে হবে এবং একজনের একটি ওপেন শেয়ারই কাউন্ট হবে)।
◾কনটেস্টের এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে।
◾গ্রুপে মেম্বার এড করলে প্রতি মেম্বারের জন্য থাকছে ৩ পয়েন্ট।
◾এছাড়াও পোস্টটিতে ১০০+ মেনশন করলে পাবেন এক্সট্রা ১০ পয়েন্ট।
◾গ্রুপে কমপক্ষে ২০০ জন মেম্বার ইনভাইট করা বাধ্যতামূলক। ইনভাইট স্ক্রিনশট পেইজের ইনবক্সে প্রদান করতে হবে।

✅ জাজেস চয়েস উইনারঃ

ইভেন্টের সু্ষ্ঠ বিচারকার্যের জন্য রয়েছে জায়েস এবং তাদের নাম্বারের মাধ্যমে উক্ত ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হবে।মনে রাখবেন, রিয়েক্ট কমেন্ট কিছুটা কম হলেও বিচারকের নাম্বারের ভিত্তিতে হয়ে যেতে পারেন বিজয়ী।

বিজয়ী নির্ধারণঃ
মোট পুরস্কার সংখ্যা ৩০ টি।
পুরস্কারের ডিটেইলস পরবর্তী পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

✔️সাবমিশন গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/CholunNiruddeshHoi/?ref=share

✔️ কনটেস্ট শুরুর তারিখঃ
আজকে থেকে অর্থাৎ ১৪-০৪-২০২১ থেকে

✔️ কনটেস্ট শেষের তারিখঃ
ঈদের দিন বা তার পরের দিন জানানো হবে।

কনটেস্ট শেষ হবার এক সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। কেউ পুরস্কার নিতে অপরাগতা প্রকাশ করলে পরবর্তী স্ট্যান্ড বাই বিজয়ীরা সুযোগ পাবেন।

**কোন জাতি,ধর্ম,বর্ণের লোককে কটাক্ষ করে কোন ছবি বা কথা পোস্ট করা যাবে না।

18/03/2020

লালমনিরহাট পৌরসভার মধ্যে হোম কোয়ারান্টাইনে একজন রয়েছে।তিনি গতকাল বেরোনোর জন্য ৮০০০ টাকা জরিমানা করা হয়েছিলো।
বিষয়টি অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা স্যার নিশ্চিত করেছেন।।🌻

Address

Sayedabad Supar Market
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Country Road Travelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies