দেশ বিদেশ Desh Bidesh

দেশ বিদেশ Desh Bidesh We should go around and see how beautifully the Almighty God has created this world.

05/09/2024

মহান রাব্বুল আলামীন আমাদের বুজাই তৌফিক দিন।

24/08/2024

এতোদিন যারা হারাম ইনকাম করেছেন দয়া করে বন্যর্তদের সাহায্য করে টাকাগুলো হালাল করেন।

পৃথিবীর যে কোন জায়গা থেকে বন্যার্তদের সাহায্য পাঠাতে পারেন খুব সহজে। যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠ...
24/08/2024

পৃথিবীর যে কোন জায়গা থেকে বন্যার্তদের সাহায্য পাঠাতে পারেন খুব সহজে।

যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন:

https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

A/c Name: As Sunnah Foundation
A/c No.20502920202959613
Islami Bank Bangladesh Limited
Kanchpur Branch
SWIFT Code: IBBLBDDH
Routing: 125670823
Narayanganj

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

আমার সহজ সরল কিছু কথা আছে......এই যে দুইদিন আগেও বাহিনীর নাম শুনলে আপনাদের গা-পিত্তি জ্বলে যেতো, ইদানিং নিউজফিডে শুধু এক...
21/08/2024

আমার সহজ সরল কিছু কথা আছে......
এই যে দুইদিন আগেও বাহিনীর নাম শুনলে আপনাদের গা-পিত্তি জ্বলে যেতো, ইদানিং নিউজফিডে শুধু একটাই কাহিনী " সৈনিকের বউ হবা?" " সৈনিকের বউ হতে চাই"... নেকু নেকু মহিলার দৌড় এই পর্যন্তই!! আবেগের ঠেলায় এমন মনে হলেও রিয়ালিটি টা সম্পূর্ণ আলাদা। সে আপনি সৈনিকের বউ/গার্লফ্রেন্ড হন বা স্বামী/বয়ফ্রেন্ড।!!

আমার মা একজন আর্মি ওয়াইফ, আমি একজন সেনা সন্তান... আমি জানি.......
এতো সহজ না ভাই।

সৈনিকের যাযাবর জীবন, সৈনিকের ছুটিহীন জীবন, মৃত্যু যার সঙ্গী, যার পরিবার হলো জনগণ, দেশ যার একমাত্র ভালোবাসা সেখানে লুতুপুতু প্রেম-ভালোবাসা-সংসার করার স্বপ্ন বাদ দেন। কারণ, সৈনিক আপনার চেয়ে তার ইউনিফর্ম, বুট, ব্যারেট, রাইফেল, হেলমেট কে বেশী ভালোবাসে। আপনি চাইলেও তাকে সবসময় পাবেন না। দায়িত্বের কাছে সব তুচ্ছ তার কাছে। আপনার সন্তান রা তার সৈনিক বাবা/মা কে কাছে পাবে না। কতটা শক্ত মানসিকতা, ত্যাগী এবং সাপোর্টিভ হতে হবে তা নিজেও জানেন না।

শুধুমাত্র ভাব নেওয়ার জন্য বাহিনীর মানুষরে ভালোবাইসেন না। ভালোবাসলে সত্যিকার অর্থে ভালোবাইসেন। কারণ, সৈনিক জীবন আর ১০০০ জনের জীবন থেকে সম্পূর্ণ আলাদা🥰❤️

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না❌বিশ্বাস করুন_সুখে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই, দরক...
29/07/2024

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না❌
বিশ্বাস করুন_
সুখে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই, দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন! এই কি জীবন?
কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।
👉কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন | কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন।
"উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন"
আপনার সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে,
হাত'টা ধরে স্কুলে দিয়ে আসুন এতে সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না | বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে |
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না। এদিকে আপনার স্ত্রীর অলস বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে, দেখে না শুধু প্রিয় মুখখানা।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় | এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।
হলো না আপনাদের "কদম হাতে বৃষ্টিতে ভেজা😞
হলো না পা মিলিয়ে সামনে হাটা,
হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো...💔
'হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়।
যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন, হারিয়ে যাবে সন্তানের শৈশব, হারাবেন মায়ায় পড়ার নিস্পাপ চাহনি, হারাবেন ভালবাসা, হারাবেন 'সময়।
তাই সময় থাকতে সচেতন হোন ❤️
(সংগৃহীত)







My friend Md Jumarul Islam complete 9 years mission back to homeland.
21/04/2024

My friend Md Jumarul Islam complete 9 years mission back to homeland.

02/04/2024
ঢাকায় প্রবাসীদের সরকারিভাবে থাকার সু ব্যবস্থা: বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টার, বরুয়া খিলখেত থানা।বিশেষ সুবিধা: ১ । আবে...
03/02/2024

ঢাকায় প্রবাসীদের সরকারিভাবে থাকার সু ব্যবস্থা: বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টার, বরুয়া খিলখেত থানা।

বিশেষ সুবিধা:
১ । আবেদন ফি বাবদ ১০০ টাকা।
২ । প্রতি রাতের জন্য ২০০ টাকা।
৩ । সর্বোচ্চ ০২ ( দুই) রাত থাকা যাবে।
৪ । বিমান বন্দর থেকে ওয়েজ আর্নাস সেন্টারে আসা এবং বিমানবন্দরে বিমানের সময় সূচি অনুযায়ী যথা সময়ে সরকারি গাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা।
৫ । এক রুমে ০৪ জনের থাকার ব্যবস্থা ( সিঙ্গল বেড)
৬ । গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য বিশেষ লকারের সু ব্যবস্থা।
৭ । সুন্দর মনোরম পরিবেশে খাওয়ার সু ব্যবস্থা ( নিজ বন্দোবস্ত)
৮ । WiFi সুবিধা।
৯ । প্রবাসী কর্মীর সাথে নিকটতম একজন আত্মীয় থাকতে পারবে । যেমন: নিজ সন্তান ছেলে,ভাই,বাবা ইত্যাদি ( এটা পুরুষ কর্মীদের জন্য)
১০ । মেয়ে কর্মীদের ক্ষেত্রে তার মা,বোন,কন্যা ইত্যাদি।
১১। যে সমস্ত কাগজপত্র আপনার উপস্থাপন করতে হবে।
ক ) পাসপোর্ট
খ) বিমান টিকেট
গ) প্রবাসী মেম্বার শীপ কার্ড

উত্তর বঙ্গ থেকে যারা এখানে আসবেন তারা খিলক্ষেত বাস ষ্টান্ড নেমে অটো রিজার্ভ করে বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে আসবেন ইনশাআল্লাহ। অটো ভাড়া ৮০ টাকা।

বিশেষ দ্রষ্টব্য:
আমি অবশ্য এবারই প্রথম ইচ্ছা করে এই সুবিধা নেওয়ার ইচ্ছা পোষণ করেছি। কারন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা সরকারের লস প্রজেক্ট। অনেক প্রবাসী এ বিষয়ে না জানার কারণে তারা এই সুবিধা থেকে বঞ্চিত। যতটুকু মিডিয়ার মাধ্যমে জানলাম গত এক বছরে মাত্র ১৭০ জন প্রবাসী এই সুবিধা ভোগ করেন। তাই স্ব চক্ষে দেখতে আসলাম এবং বিস্তারিত জানার চেষ্টা করলাম।

13/01/2024

সুক জুমা বা ফ্রাইডে মার্কেট। কু-য়েত।।

09/01/2024

কুয়েত ৬০ নং রোড। ৩ তলা রাস্তা।

18/12/2023

আরব সাগর একদিন।

17/08/2023

যদি কারও দেনা থাকেন যতদ্রুত পারেন পরিশোধ করেন। কে কখন দুনিয়া ছেড়ে চলে যায় কেউ জানে না।

31/07/2023

গালফ সগরের তীরে।

27/07/2023

Gulf sea, Kuwait

19/05/2023

আমাদের দেশের লোকাল সার্ভিস আর বিদেশের লোকাল সার্ভিস?

19/05/2023

Kuwait city

19/05/2023

আসসালামু আলাইকুম। আমরা এখন কুয়েত সিটির পথে।

21/04/2023

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

05/01/2023

Address

Dhaka
8100

Telephone

+8801983823234

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বিদেশ Desh Bidesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All