Roma Tours & Travels

Roma Tours & Travels পাসপোর্ট ও ভিসা প্রসেসিং, ড্রাইভিং লা?

আর নয় ভিসা নিয়ে আর চিন্তা।
04/09/2024

আর নয় ভিসা নিয়ে আর চিন্তা।

ভিসা নিয়ে বিভ্রান্তি নয়!দরকার সঠিক তথ্য এবং অভিজ্ঞ সহযোগীতা!!আপনি যদি মনে করেন আপনার ভিসার কাজটি দ্রুততম সময়ে অভিজ্ঞ টীম...
13/08/2024

ভিসা নিয়ে বিভ্রান্তি নয়!
দরকার সঠিক তথ্য এবং অভিজ্ঞ সহযোগীতা!!
আপনি যদি মনে করেন আপনার ভিসার কাজটি দ্রুততম সময়ে অভিজ্ঞ টীমের সাহায্যে করবেন, তাহলে নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের অফিসে। পৃথিবীর বিভিন্ন দেশের যেকোন ভিসা সহযোগিতার জন্য আমাদের অভিজ্ঞ টিম সার্বক্ষনিক আপনাদের সেবায় প্রস্তুত।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
০১৪০৫৬১৫৬২০ whatsapp
০১৮৪৩৫৫০৯৯০ phone
==================================
মালয়েশিয়া : ৪,৮০০/- (ই- ভিসা)
সিঙ্গাপুর : ৪,৮০০/- (ইনভাইটেশন সহ)
থাইল্যান্ড : ৫,৩০০/- (ট্যুরিস্ট ভিসা - ৩ মাস)
ইন্দোনেশিয়াঃ ১৮,০০০/- (ইন্টারভিউ সহ)
ভিয়েতনামঃ ৫,০০০/- (ই-ভিসা)
চায়না ভিসা : ৯,৫০০/- (পূর্বে চায়না যাওয়া থাকতে হবে)
হংকং ভিসাঃ ৯৫০০/-
কম্বোডিয়াঃ ৪,৯৯৯ / (ই-ভিসা)
শ্রীলঙ্কাঃ ৮,৫০০/-(ই-ভিসা)
ফিলিপাইনঃ ৮,৫০০/- (৩০ কর্ম দিবস)
তুরস্ক ই- ভিসাঃ ৮,৫০০ /-
উজবেকিস্তানঃ ৩,০০০/- (ই-ভিসা)
জাপানঃ ৩,৫০০/- প্রসেসিং ফি
সাউথ কোরিয়াঃ ৩,৫০০/- প্রসেসিং ফি
দুবাই ভিসা ৩০ দিনঃ ১৬,৫০০/- (শুধু মাত্র ফ্যামিলি)
======================
আমেরিকা : ৫,০০০/- প্রসেসিং ফি
কানাডা : ৬,০০০/- প্রসেসিং ফি
ইংল্যান্ড : ৬,০০০/- প্রসেসিং ফি
অস্ট্রেলিয়া : ৬,০০০/- প্রসেসিং ফি
সেনজেন : ৬,০০০/- প্রসেসিং ফি
(ইতালি, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, বেলজিয়াম সহ ২৭ টি কান্ট্রির ভিসা)
=============================
আমাদের অফিসের ঠিকানাঃ
মোহাম্মদপুর
মকবুল হোসেন কলেজ
রোড ৫
বাসা-২৪
লিফটে ৪
ফোন ০১৮৪৩৫৫০৯৯০

 #যেকোনো দেশের টুরিস্ট ভিসা সহইন্ডিয়ান টুরিস্ট ভিসা ও মেডিকেল ভিসা খুব দ্রুত প্রসেস শেষ করা হয়। ক্যান্সেল হওয়ার সম্ভা...
23/12/2023

#যেকোনো দেশের টুরিস্ট ভিসা সহ
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ও মেডিকেল ভিসা খুব দ্রুত প্রসেস শেষ করা হয়। ক্যান্সেল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট। আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

18/06/2023

ট্রেনে ভারত যেতে জুলাই থেকে গুনতে হবে বাড়তি ভাড়া, কোন ট্রেনে কত বাড়ল?

বিস্তারিত কমেন্টে...

হেল্প লাইন নাম্বারদেশের অভ্যন্তরে- 16445বিদেশ থেকে- 09666716445পাসপোর্ট সংক্রান্ত এরকম তথ্য পেতে পেজটিতে লাইক করে রাখুন।...
01/04/2023

হেল্প লাইন নাম্বার
দেশের অভ্যন্তরে- 16445
বিদেশ থেকে- 09666716445
পাসপোর্ট সংক্রান্ত এরকম তথ্য পেতে পেজটিতে লাইক করে রাখুন।
ধন্যবাদ।

👉ঢাকার ভিতর ই-পাসপোর্ট জমা ১ দিনে। 👉mrp to e-passport  ২ দিনে। 👉Pending for passport ৷  parsonalization থেকে প্রিন্ট  ২দ...
21/02/2023

👉ঢাকার ভিতর ই-পাসপোর্ট জমা ১ দিনে।
👉mrp to e-passport ২ দিনে।
👉Pending for passport ৷ parsonalization থেকে প্রিন্ট ২দিনে।
👉Backed Verification ক্লিয়ার ১ দিনে
👉 Mrp to Mrp ৩০ দিনে।
👉 send for rework সমাধান
👉নাম, পিতা-মাতার নাম, স্পাউস নাম, বয়স সংশোধন করতে চাইলে

◾ইনবক্সে যোগাযোগ করুন◾
👇
WhatsApp 01405615620

ইন্ডিয়ার টুরিস্ট,মেডিকেল,বিজনেস,ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিং করতে আমাদের হেল্প নিতে পারেন। এছাড়া  দুবাই, মালেইশিয়া, থাইল্য...
12/02/2023

ইন্ডিয়ার টুরিস্ট,মেডিকেল,বিজনেস,ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিং করতে আমাদের হেল্প নিতে পারেন। এছাড়া দুবাই, মালেইশিয়া, থাইল্যান্ড, নেপাল, মালদিপ, ভিসা আমরা খুবই দক্ষতার সাথে ভিসা প্রসেসিং করে থাকি। সেই সাথে সকল দেশের বিমানের টিকিট ও ইন্ডিয়ার ট্রেনের টিকিট পাবেন আমাদের কাছে।

এছাড়া প্যাকেজ ট্যুর ইন্ডিয়ার সিক্কিম,গ্যাংটক, শিমলা, মানালি,দাজিলিং,কাশ্মীর,আন্দামান,নেপাল,ভূটান,থাইল্যান্ড ট্যুর প্যাকেজ করা হয় ৷৷ বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোন করুন।

অফিসঃ নারায়ণগঞ্জ
যোগাযোগঃ০১৬১১৩৭৬৫৫৭whatsapp

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেকপাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক - পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ...
05/10/2022

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক - পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম — নিজের দেশের নাগরিকত্বের পরিচয়ের মূল দলিল হিসেবে যেমন রয়েছে জাতীয় পরিচয়পত্র। ঠিক তেমনি ভাবে বহির্বিশ্বে নিজের পরিচয় প্রকাশের মাধ্যম হচ্ছে সেই দেশের পাসপোর্ট। বিভিন্ন দেশে ভ্রমণ অথবা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বে গমন, চিকিৎসা ক্ষেত্রে, ডক্টরেট বা পিএইচডি করার জন্য।
জলছাপের সাহায্যে ছবির নিচে লুকানো থাকে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। মেশিন রিডেবল পাসপোর্ট শুধুমাত্র মেশিন দিয়ে রিড করা সম্ভব এতে ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে। তবে যুগের সাথে সেই মেশিন রিডেবল পাসপোর্টে ও সংস্করণের ছোঁয়া লেগেছে। ডিজিটালাইজেশনের যুগে চালু হয়েছে ই-পাসপোর্ট। আগে পাসপোর্ট আবেদন করা বা রিনিউ করা অনেক ঝামেলার বিষয় ছিল।

বিশেষ করে দালালদের খপ্পরে পড়ে অনেক ঝামেলা পোহাতে হতো ভুলত্রুটি তো দেখা দিতই। সামান্য ভুলত্রুটির জন্য অনেক অসুবিধায় পড়তে হতো সাধারণ জনগণকে। সাধারণত সাত থেকে একুশ দিন সময় লাগে পাসপোর্ট আবেদন করার পর হাতে পেতে। এর মধ্যে একে পেরিয়ে আসতে হয় অনেক ধাপ এর মধ্য দিয়ে।

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন কখন হবে, প্রিন্টিং হয়েছে কিনা, নাম ঠিকানা বা অন্যান্য তথ্য ঠিক হলো না ভুল, কখন পাওয়া যাবে তা নিয়ে অসামঞ্জস্যতায় ভুগতে হয়। কিন্তু ই-পাসপোর্ট পোর্টাল সিস্টেম চেকের মাধ্যমে এখন তা অনেক সহজ ও ঝামেলা মুক্ত। অনলাইনে ই-পাসপোর্ট ট্রাকিং সিস্টেম এর মাধ্যমে অনায়াসেই নিজের পাসপোর্ট সম্বলিত সব কিছুর ব্যাপারে খোঁজ নেয়া সম্ভব হয়।

বর্তমানে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ই-পাসপোর্ট আবেদন করা হয়, তাই ই-পাসপোর্ট আবেদন করার আগে জাতীয় পরিচয়পত্রে কোন ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা অনেক জরুরী বিষয়। কারণ ই-পাসপোর্ট একবার তৈরি করা হয়ে গেলে তা সংশোধনের আর কোনো উপায় থাকছে না তাই আবেদনের আগে বা রিনিউ করার সময় সমস্ত তথ্য যাচাই করে ও নির্ভুল ভাবে দিতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক — পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার নিয়ম
মাত্র তিনটি ধাপ অনুসরণ করলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করতে পারবেন।

প্রথম ধাপ: অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ প্রয়োজন। এই ডিভাইসগুলো যেকোনো একটি ব্যবহার করে আপনি পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। প্রথমে ডিভাইসের ব্রাউজার অপশন চালু করতে হবে। এরপর ব্রাউজারে টাইপ করতে হবে www.passport.gov.bd এই লেখাটি অথবা সরাসরি উক্ত ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন। এটি একটি পাসপোর্টের সরকারি ওয়েবসাইট। যা সম্পূর্ণ বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত যেখানে আপনার সমস্ত তথ্য ব্যক্তিগত থাকবে।

দ্বিতীয় ধাপঃ তারপর এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (APPLICATION STATUS) চেক অপশনটি দেখতে পাবেন। এরপর এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস (APPLICATION STATUS) অপশনটিতে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ: অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশনটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এখানে দুটি বক্স দেয়া আছে। একটি বক্স হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডির এবং অপর বক্সটি দেয়া হয়েছে জন্ম তারিখ দেয়ার জন্য।

পাসপোর্টের জন্য আবেদন করার পরে পাসপোর্ট অফিস থেকে একটি স্লিপ দেওয়া হয়। সেই স্লিপের ঠিক উপরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডির নাম্বার দেয়া থাকে। ওই অ্যাপ্লিকেশন আইডির নাম্বারটি অ্যাপ্লিকেশন আইডির জায়গায় দিতে হবে। জন্মতারিখ বসানোর পর ক্যাপচা কমপ্লিট করতে হবে। সঠিকভাবে সব পূরণ করার পর আপনার পাসপোর্ট সম্পর্কে আপনি অবহিত হবেন। এছাড়া আপনার পাসপোর্ট কতগুলো ধাপ পেরিয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা এসব কিছু জানতে পারবেন।

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। যেখানে প্রতিনিয়তই কেউ না কেউ নিজের পাসপোর্ট সম্পর্কে জানার জন্য যুক্ত থাকে। তাই এটি সার্ভার ডাউন হলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কিছু সময় পর আবার চেষ্টা করলেই আপনার পাসপোর্টর তথ্য আপনি জানতে পারবেন।

প্রশ্ন: ঠিকানা সংক্রান্ত প্রশ্নের উত্তর? বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা কিভাবে দিব?👉উত্তর: Permanent address: স্থায়ী ঠ...
04/10/2022

প্রশ্ন: ঠিকানা সংক্রান্ত প্রশ্নের উত্তর? বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা কিভাবে দিব?

👉উত্তর: Permanent address: স্থায়ী ঠিকানা, Present Address: বর্তমান ঠিকানা

👉Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না। বর্তমান ঠিকানা যদি নিজের মালিকানাধীন না হয়ে থাকে তাহলে সেটা স্হায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবেন না।

👉এনআইডি কার্ডে যে ঠিকানা থাকে সেখানে অনেকেরই বর্তমান ঠিকানা দেয়া আর যারা স্হায়ী ঠিকানার ভোটার তাদের স্হায়ী ঠিকানা দেয়া থাকে। ঠিকানা যেভাবে দেয়া আছে সেভাবেই দিতে হবে লাইন টু লাইন এমন বাধ্যবাধকতা নেই।

👉আপনার বর্তমান/স্থায়ী ঠিকানার কোন কিছু যদি পরিবর্তন হয় আপনি সেভাবেই দিবেন। ঠিকানায় কোন কিছু অপশনাল নেই তাই সবকিছুই পূরণ করতে হবে। আপনার ঠিকানার অনেক কিছুই সরকার আপডেট করে থাকতে পারে তাই ই-পাসপোর্টের ফর্ম পূরণের সময় আপনি যে ডাকঘর/পোস্টাল কোড পাবেন সেটাই দিবেন। অনেকেরই দেখেছি গ্রুপে যাদের বর্তমান/স্হায়ী ঠিকানার সাথে ই-পাসপোর্টের ফর্ম পূরনের সময় সেটা আর খুঁজে পান না।

👉City/Village/House এর জায়গায় আপনার গ্রামের নাম/এলাকার নাম দিবেন, আপনার বাড়ির নাম্বার বা বাড়ির কোন নাম থাকলে সেটাও দিবেন। Road/Block/Sector এর জায়গায় আপনার কোন রোড নাম্বার থাকলে দিবেন/ব্লক নং থাকলে দিবেন/আর কোন কিছুই না থাকলে আপনার ওয়ার্ড নং দিবেন। আর যদি সবই থাকে তাহলে সবই দিবেন।

27/09/2022
27/09/2022
27/09/2022

Address

Agargaon Shere-E-Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 14:00 - 23:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801405615620

Alerts

Be the first to know and let us send you an email when Roma Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roma Tours & Travels:

Share

Category