Taqwa Travels & Tours

Taqwa Travels & Tours Design your life with Travel. Giving good service and best cheap air ticket is our main goal. Besides, here you can book your hotel also.
(2)

Here you can compare all kinds of airline ticket price and select your best air ticket. We also provide Passport related all services for our customer.

কিছু প্রয়োজনীয় তথ্য। যারা কোভিড ভ্যাক্সিন নিয়ে ঝামেলায় আছেন।
29/05/2022

কিছু প্রয়োজনীয় তথ্য। যারা কোভিড ভ্যাক্সিন নিয়ে ঝামেলায় আছেন।

24/05/2022




16/11/2021
22/10/2021

Update News!!!!
Biman Bangladesh Airlines Weekly Four Flights To Kolkata

Flights between Dhaka and Kolkata are available on Monday, Tuesday, Thursday, and Saturday.

Route:
Dhaka || Dep 11:00AM
Kolkata || Dep 12:15PM (local time)

20/10/2021
16/10/2021

UAE-bound Travellers

UAE bound Travellers are requested to follow the latest rules imposed by the Civil Aviation Authority of Bangladesh (CAAB):

Travelers must report at the airport eight (8) hours before their flights' departure.
PAX must have a Negative PCR test within six (6) hours of boarding the flight.
The authority has established a Rapid Test PCR LAB at the Hazrat Shahjalal International Airport in Dhaka.

14/10/2021

UPDATE NEWS !!!!!

Biman Bangladesh Airlines Resumes Flights Between Dhaka and Kathmandu

Biman Bangladesh Airlines resumes flights between Dhaka and Kathmandu, with flights available on Mondays and Thursdays. Round trip airfare starts from BDT 25,490*. Book a flight and enjoy the cheapest airfares from Biman Bangladesh Airlines.

BOOK NOW

14/10/2021

UPDATE NEWS !!!!!!!

India Relaxes Visa & Travel Restrictions for Travellers

All foreign nationals intending to visit India for tourism can enter India on an e-Tourist Visa/Tourist Visa through Chartered Flights from October 15, 2021. All foreign individuals of any nationality intending to visit India for tourism can enter India Tourist Visa from November 15, 2021.

https://jagoronnews.com/215609/
02/07/2021

https://jagoronnews.com/215609/

এই বছর অনুষ্ঠিতব্য হ’জে হাজীদের সেবায় দায়িত্ব পালন করা কর্মীদের হ’জ করায় নিষেধাজ্ঞা দিচ্ছে সৌদি আরব। বুধবার স্থ....

09/06/2021

সৌদি জব ভিসা
(লেবার জবঃ কন্সট্রাকশন সম্পর্কিত সকল কাজ)
থাকা+খাওয়া কোম্পানীর
বেতনঃ ১০০০ রিয়াল
২ বছরের কন্ট্রাক্ট।
রিনিউ করা সম্ভব।
টিকিট + ভিসা সহ ১,৩৮,০০০/-

22/04/2021

TRAVEL NOTICE!!!
Dear Patron,
As per instruction from Civil Aviation Authority of Bangladesh (CAAB),
all of our DOMESTIC and Selected INTERNATIONAL Routes:
(Kolkata, Chennai, Kuala-Lumpur & Guangzhou)
shall remain temporary suspended till 28-April 2021
-------------------------------------
Schedule flight remains OPEN
Now Fly Weekly
******************
Dubai 6 flights
Doha 4 flights
Muscat Daily flights
Singapore 1 flight
-------------------------------------
All passengers need to carry PCR based COVID-19 negative certificates while traveling from/to Bangladesh. The PCR test shall be done within 72 hours of the flight departure time.
Passengers entering to Bangladesh shall strictly have to complete a 14 (fourteen) days institutional quarantine at government nominated facilities or at hotel on passenger’s own expenses.

ResumingDaily DOMESTIC FlightsFly Now!For ticket and flight related queries please dial:Taqwa Travels & ToursMob: +88017...
22/04/2021

Resuming
Daily DOMESTIC Flights
Fly Now!
For ticket and flight related queries please dial:
Taqwa Travels & Tours
Mob: +8801791-085292
+8801611-233344

১৪ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত সকল ব্যাংক বন্ধ রাখা সংক্রান্ত।
13/04/2021

১৪ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত সকল ব্যাংক বন্ধ রাখা সংক্রান্ত।

13/04/2021

আজ ১৩/০৪/২০২১ ইং তারিখে দেশের রেমিটেন্স যোদ্ধা , ছুটিতে আসা প্রবাসী ও নতুন ভিসা প্রাপ্ত কর্মীদের কর্মস্থলে গমনের জন্য ফ্লাইট পরিচালনা সচল রাখার জন্য প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে আটাব ।
স্থান - সাগর -রুনি হল ,
ঢাকা রিপোর্টার্স ইউনিটি
সেগুনবাগিচা , ঢাকা।
সে উপলক্ষ্যে চলছে আটাবের প্রস্তুতি সভা ।

11/04/2021

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় দেশের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল আগামী ২০ এপ্রিল পর্...

Fly InternationalWings are stretching all overWe are now flying weekly:________________________________________________K...
07/04/2021

Fly International
Wings are stretching all over
We are now flying weekly:
________________________________________________
Kolkata 6 Flights | Chennai 7 Flights
Kuala lumpur 2 Flights | Singapore 1 Flight
Doha 4 Flights | Muscat 7 Flights
Dubai 6 Flights | Guangzhou 1 Flight
________________________________________________
For ticket and flight related queries please contact
Taqwa Travels & Tours

01/04/2021

বিদেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন!!!

করোনার সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার।
এছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে এবং প্রয়োজনে বন্ধ রাখতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে।
উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো।
বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

23/03/2021

Dhaka to Dammam only @ 50,512/-
Please contact for more details.
Thanks.






23/03/2021

এক বছর পর যশোর যাবে বাংলাদেশ বিমান!!

করোনা মহামারিতে বন্ধ থাকার এক বছর পর আগামী ২৮ মার্চ থেকে যশোরে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।

সোমবার বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ থেকে যশোরে ফ্লাইট বন্ধ রাখে বিমান।
পরবর্তী সময়ে অন্য রুটে ফ্লাইট চালু করলেও যশোরে ফ্লাইট চালু হয়নি।
এক বছর পর পুনরায় এ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

ঢাকা-যশোর রুটে বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।

https://www.youtube.com/watch?v=FHtlD8vZMdo
22/03/2021

https://www.youtube.com/watch?v=FHtlD8vZMdo

করোনাভাইরাসের কারণে এবছর শুধু ৬০ বছরের কম-বয়সীরাই হজে অংশ নিতে পারবেন। রোববার রাতে, এই প্রটোকল ঘোষণা করে সৌদি আরব....

21/03/2021

কুয়েতে বাড়ছে করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা !!

ছুটিতে দেশে গিয়ে আটকেপড়া প্রবাসীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সিভিল এভিয়েশন।
যা গত ৭ ফেব্রুয়ারি কার্যকর করা হয়েছিল।

বৃহস্পতিবার কুয়েতের সিভিল এভিয়েশন মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় দৈনিক আরব টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সম্প্রতি কুয়েতে কভিড-১৯ ভাইরাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে প্রতি দিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এমন পরিস্থিতিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে করণীয় পদক্ষেপে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠকে করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।

তবে বিদেশি কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও রাষ্ট্রীয় অতিথিরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
তবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মুনা’ প্রোগ্রামের মাধ্যমে প্রত্যক যাত্রীদের পিসিআর সনদ যাচাই-বাছাই করেই কেবল কুয়েত প্রবেশ করতে হবে।

মেডিকেল ইউটিলিটি নেটওয়ার্ক অ্যাক্রিডিটার নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে যা পিসিআর করোনাভাইরাসের পরীক্ষার সত্যতার গ্যারান্টি দেবে।

সম্প্রতি কিছু দেশ জাল পিসিআর পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর এই প্রোগ্রামটির আওতায় প্রায় ৩০টি দেশকে অন্তর্ভুক্ত করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

21/03/2021

শনিবার দেশে আসবে ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ উড়োজাহাজ!!

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যোগ দিতে আরো একটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ২০ মার্চ, শনিবার দেশে পৌঁছাবে।
নতুন যোগ দিতে যাওয়া এটিআরসহ ইউএস-বাংলার এয়ারক্রাফটের সংখ্যা হবে চৌদ্দটি।
যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। ফ্রান্সের এটিআর কোম্পানি থেকে সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে যোগ দিবে

ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, আরব আমিরাত ও ভারত হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগামীকাল শনিবার রাতে অবতরণ করবে।
নতুন যুক্ত হতে যাওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।
নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
যাত্রীরা আরামে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে।

19/03/2021

ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চলবে আগামী বছর’

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলকে এক সময় ধ্বংস করা হয়েছিল। বিধ্বস্ত রেল ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চলবে। এছাড়াও আগামী বছরের মধ্যেই খুলনা-মোংলা রেললাইন চালু হবে। পদ্মা সেতু রেল সংযোগ সেতু উদ্বোধনের সময় মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ চালু করা সম্ভব হবে। এছাড়া চলমান কয়েকটি প্রকল্প হচ্ছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু সেতু নির্মাণ প্রকল্প। জয়দেবপুর থেকে জামালপুর ও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প। যাত্রী সেবা বৃদ্ধির জন্য ইঞ্জিন ও কোচ কেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই কোরিয়া থেকে ১০ টি লোকোমোটিভ এসেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০ টি লোকোমোটিভ আসছে। তার মধ্যে প্রথম চালানে ৮ টি এসে পৌঁছেছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহ আলম, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, প্রণব কুমার ঘোষ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

18/03/2021

18/03/2021

ইন্ডিগোর ফ্লাইটে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান!!

আকাশপথেই জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান। বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু–জয়পুর বিমানে মাঝ আকাশেই এক মহিলা কন্যা সন্তান প্রসব করেন। জানা গিয়েছে, বিমানের ক্রু সদস্য ও ওই একই বিমানে সফররত চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে।

এই ঘটনার সঙ্গে সঙ্গে জয়পুর বিমানবন্দরকে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয় ওই মহিলা ও তাঁর সদ্যোজাতর জন্য।
ডাঃ শুবাহানা নাজির, যিনি ওই বিমানের যাত্রী ছিলেন এবং যাঁর সহায়তায় এই প্রসব সম্ভব হয়, তিনি বলেন, ‘‌মা ও শিশু উভয়ই স্থিতিশীল।’‌
ইন্ডিগোর পক্ষ থেকে ওই চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে ‘‌ধন্যবাদ’‌–এর কার্ড তুলে দেন।
জানা গিয়েছে, ভোর ৫টা ৪৫ নাগাদ বেঙ্গালুরু থেকে বিমান ওড়ে এবং জ্যপুর বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টার সময়।
এরই মধ্যে বিমানের ভেতর এক শিশুর জন্ম হয়ে যায়।

এমন ঘটনা অবশ্য প্রথম নয়।
এর আগেও বহুবার দেখা গিয়েছে, মাঝআকাশে বিমানে সন্তানের জন্ম দিয়েছেন বেশ কয়েকজন মহিলা।
গত বছর এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা ন্তান প্রসব করেছিলেন।
সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমান।

18/03/2021

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের জন্য সুখবর!!!

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের সহজ সেবা প্রদানের লক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলা টাইগার ডিজিটাল’ এর ব্যানারে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে।

মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

হাই কমিশনের উপ-হাইকমিশনার ও মিনিস্টার মো. খোরশেদ এ খাস্তগিরের সঞ্চালনায় ভার্চুয়াল এই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফী বিনতে শামস।

হাই কমিশনার জনাব মো. গোলাম সারওয়ার তার স্বাগত বক্তব্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রবাসীদের সুবিধার্থে এটি ব্যবহারের পরামর্শ দেন।

তিনি আরো বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির সাথে সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা টাইগার ডিজিটাল’ তৈরি করেছে। এই প্রয়াসে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডটলাইনস’ হাই কমিশনের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করছে।

এছাড়াও প্রবাসীরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকরির আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা অনায়াসে গ্রহণ করতে পারবে। সেবা প্রার্থীরা সম্পূর্ণ বিনা পয়সায় এই সেবা নিতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এছাড়াও তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় হাইকমিশনকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফী বিনতে শামস বলেন, এই প্ল্যাটফর্মটি প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উদাহরণ। হাইকমিশনের সময়োচিত উদ্যোগের ফলে বিপুল সংখ্যক প্রবাসী উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রয়াসের মাধ্যমে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন বিদেশে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল মিশন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। হাই কমিশন ভবিষ্যতে মোবাইল টেলিফোনি, স্বাস্থ্যসেবা, রেমিটেন্সের মতো নতুন নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা করছে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলা টাইগার ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্মিত অডিও-ভিজ্যুয়ালও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এর সাংবাদিকদের সাথে হাই কমিশনার এ বিষয়ে মত বিনিময় করেন।

18/03/2021

ফ্লাইটে মাস্ক পরতে বলায় বিমানের সিটে যুবকের প্রস্রাব ও মাতলামি!!

আলাস্কা এয়ারলাইনসের প্লেনে চেপে সিয়াটল থেকে ডেনভার যাচ্ছিল ২৪ বছরের আমেরিকান যুবক ল্যান্ডন গ্রিয়ের। তাকে ওই ফ্লাইটে মাস্ক পরতে বারংবার অনুরোধ করেন বিমান সেবিকা এবং অন্যান্য কর্মীরা। তবে তিনি তাতে পাত্তাই দেননি। উল্টে মাতাল ল্যান্ডন গ্রিয়ের নিজের সিটে প্রস্রাব করে দেন। খবর আজকালের।

অভিযোগ রয়েছে, তিনি শুধু প্রস্রাবই করেননি বিমানকর্মীদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহারও করেছেন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে যায় আলাস্কা এয়ারলাইন্স। বলা হচ্ছে, আদালতে ল্যান্ডন গ্রিয়ের দোষী সাব্যস্ত হলে ২০ বছর শ্রীঘরে কাটাতে হবে তাকে। এরই মধ্যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে ডেনভারের দায়রা আদালতে।

বিষয়টি নিয়ে গ্রেফতার হওয়ার পর ল্যান্ডন গ্রিয়ের জানায়, ফ্লাইটে ওঠার আগে অনেক মদপান করেছিল সে। চারটা বিয়ার এবং সেই সঙ্গে হুইস্কির দুটো ‘শট’।

ল্যান্ডনের দাবি, অপকর্ম করার সময় হুঁশে ছিলেন না তিনি। এমনকী বিমানকর্মীর গায়ে হাত তোলার কথাও মনে নেই তার। যা হয়েছে তা নেশার ঘোরে।

18/03/2021

দুর্ঘটনায় পড়ে যাওয়া বিমান দেখতে আলুক্ষেতেই বসল মেলা!!

রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামে ইঞ্জিন বিকল হয়ে উড্ডয়নরত অবস্থায় একটি আলুক্ষেতে পড়ে যায় একটি প্রশিক্ষণ বিমান। আর এ ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমায় ওই ঘটনাস্থলে। এ সুযোগে সেখানে বসেছে অস্থায়ী মুখরোচক খাবার দোকান। আর এতে সেখানে এক প্রকার মেলার পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের এস২ এজিজি সেনা ১৫২ মডেলের একটি প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তৎপরতা চালিয়ে বুধবার (১৭ মার্চ) রাতে পরে পড়ে থাকা বিমানটির ডানা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানিয়েছে রাজশাহী বিমান কর্তৃপক্ষ। ঢাকা থেকে ইতোমধ্যে দুই সদস্যের একটি টিমও রাজশাহীতে এসেছে।

এদিকে সরেজমিন গিয়ে দেখা যায়, তানোর উপজেলার দেবীপুর গ্রামের আলুক্ষেতে দুর্ঘটনায় কবলিত বিমানের আশপাশ ঘিরে রাখা হয়েছে সুতা দিয়ে। তার অদূরেই বসেছে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। বিমানটি দেখতে ভিড় করছেন শত শত লোকজন।

দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তাদের কাছে অস্থায়ী খাবারের দোকানগুলো বিক্রি করছে বারোভাজা, চিপস ও কমল পানীয়সহ নানা পণ্য। অনেকে বিমানটির সঙ্গে ছবি, সেলফি তুলে পোস্ট করছেন নিজ নিজ ফেসবুক প্রোফাইলে। যা এরইমধ্যে ভাইরাল হয়েছে।

বিমানটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্লাইং একাডেমির রাজশাহীর প্রশিক্ষক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। দুর্ঘটনায় দুইজনই প্রাণে বেঁচে যান।

18/03/2021

যে সুবিধা থাকছে বাংলাদেশ বিমানের আকাশতরী ও শ্বেতবলাকায়!!

রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ মডেলের প্লেন আকাশতরী ও শ্বেতবলাকায় থাকছে নানান সুবিধা।
নতুন এই প্লেনগুলোতে সার্বক্ষণিক থাকবে ওয়াইফাই।

ফলে আকাশে উড়েও যাত্রীরা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক কাজ চালিয়ে যেতে পারবেন।
বিমানের বহরে যুক্ত হওয়া ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ রোববার বেলা ১১টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানের কর্মকর্তারা বলছেন, নতুন এই উড়োজাহাজে পরিবেশবান্ধব ও অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা (HEPA) ফিল্টার প্রযুক্তি।
যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজর অভ্যন্তরের বাতাস সম্পূর্ণ বিশুদ্ধ করে।
ফলে ভ্রমণে পুরোপুরি স্বাস্থ্যসুরক্ষা পাবেন যাত্রীরা।

এছাড়াও এই উড়োজাহাজে বেশি লেগস্পেস, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা রয়েছে।
ফলে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।

৭৪ আসন বিশিষ্ট প্লেন দু’টি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই উড়োজাহাজ দু’টির নাম রাখেন ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’।

কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪ আসন সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
ড্যাশ-৮ প্লেনটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম ও স্বল্প খরচে নিরবচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত।
এই মডেলের প্লেনগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ বিমানের বহরে যুক্ত হয় সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ড্যাশ ৮-৪০০ মডেলের ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’।
এই দু’টি যুক্ত হওয়ার ফলে বিমানের প্লেনের সংখ্যা দাঁড়ালো ২১টি। যা বাংলাদেশের কোনো এয়ারলাইন্সের মধ্যে সর্বোচ্চ।

17/03/2021

‘জনগণের টাকায় ১৬ টি আধুনিক বিমান কেনা হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত জনগণের টাকায় ১৬টি নিজস্ব নতুন আধুনিক বিমান কেনা হয়েছে এবং সর্বমোট এখন আমাদের ২১টি বিমান আছে।
সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রী সেবার যেন মান উন্নত হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান সরকার প্রধান।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেত বলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

দেশের ‘ভাবমূর্তির’ কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি।
এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সবারেই দায়িত্ব, সবারই কর্তব্য।

17/03/2021

SPECIAL GROUP FARE AVAILABLE NOW
Book Your Group Ticket From Taqwa Travels & Tours
✈️ Qatar Airlines ✈️
-----------------------------------
DHAKA TO JEDDAH
Fare: BDT 62,000/-
Date : 27 March 2021.
----------------------------------------
DHAKA TO DAMMAM
Fare: BDT 58,500/-
Date : 26, 27 March 2021.
------------------------------------
For more details:
☎️+8801791085292
E-mail: [email protected]

Address

20/6, Pallabi, Mirpur
Dhaka
1216

Telephone

+8801400638195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa Travels & Tours:

Videos

Share

Category

Nearby travel agencies