Orchid tours & travel

Orchid tours & travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orchid tours & travel, Travel Agency, motijhee, l dilkhusha 67, Dhaka.

orchid is a full service agency and sells standard travel agency goods and service,including airfare and travel packages.The value added of or orchid offering is its knowledge and expertise, competitive rates, and specialty focus on adventure travel.

08/03/2024

Korea dream

12/08/2022

দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এ মাসে শুরু হবে। এবার বিশেষ পদ্ধতিতে কোরীয় ভাষা পারদর্শী নয় হাজার প্রার্থী সুযোগ পাবেন, তাদের পরীক্ষা সেপ্টেম্বর শুরু হবে। আর লটারি পদ্ধতিতে পনেরো হাজার সুযোগ পাবেন, তাদের পরীক্ষা ২০২৩ শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্নশেষে এ সংক্রান্ত বিজ্ঞাপন এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।

শুভ হোক তোমার যাত্রা
17/06/2022

শুভ হোক তোমার যাত্রা

ডুবাই ভিজিট ভিসা এক সপ্তাহে ফ্লাইট ১০০%
16/06/2022

ডুবাই ভিজিট ভিসা এক সপ্তাহে ফ্লাইট ১০০%

যোগাযোগ ০১৭৩৬-১৪৭৪৪৭
14/06/2022

যোগাযোগ ০১৭৩৬-১৪৭৪৪৭

14/06/2022
14/06/2022
07/06/2022
যোগাযোগ ০১৯১৩-১৬২৬২৬
16/01/2022

যোগাযোগ ০১৯১৩-১৬২৬২৬

যোগাযোগ করুন ০১৭৩৬১৪৭৪৪৭
10/01/2022

যোগাযোগ করুন ০১৭৩৬১৪৭৪৪৭

09/12/2021

যে কোন দেশের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন
০১৯১৩১৬২৬২৬
০১৭৩৬১৪৭৪৪৭

30/10/2021

🇲🇹 মাল্টা ওয়ার্ক পারমিট চেক করার উপায়❓

উত্তরঃ 🇲🇹 মাল্টা ওয়ার্ক পারমিট চেক অত্যন্ত সহজ। আপনারা যারা মাল্টাতে যাচ্ছেন বা ইতোমধ্যে যারা অফার লেটার পেয়েছেন, তারা নিচের ছবিটি লক্ষ্য করুন।
১ম এ আমি যে বার/স্ক্যান কোডটি মার্ক করেছি সেই স্ক্যান কোডটি আপনারা মোবাইলে স্ক্যান করবেন, স্ক্যান করার পর সরাসরি একটা মাল্টার ওয়েবসাইট এ ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর আমার মার্ককৃত ২য় ঘরটি দেখুন, ঘরে যে নম্বরটি দেওয়া আছে৷ সেই নম্বরটি ওয়েবসাইট এ টাইপ করবেন। তারপর সরাসরি আপনার ইনভাইটেশন লেটারটি অনলাইন এ দেখতে পাবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এজেন্সি যদি নিজ থেকে ওয়েবসাইট বানায় এবং প্রতারণা করে, সেক্ষেত্রে কিভাবে বুঝবো❓
তাদের উদ্দেশ্য বলা রইলঃ কোনটা মাল্টার সরকারি ওয়েবসাইট আর কোনটা ফেইক, সেটা বুঝার ক্ষমতা নিজের রাখতে হবে।

ধন্যবাদ। এভাবেই আপনারা 🇲🇹 মাল্টার পারমিট যাচাই করে নিবেন অতি সহজেই।
[ বিদ্রঃ যারা আমার লিখাগুলো কপি করে নিজ নিজ গ্রুপ এ পোষ্ট করেন, তারা আমাকে ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু নিজ ক্রডিট লাগাবেন না ধন্যবাদ ]

27/10/2021

ইউরোপের ওয়ার্ক পারমিট মানেই ভিসা পাওয়া? এটা সম্পুর্ন ভুল ধারনা।
যদি না আপনার ইন্টারভিউ ঠিক ঠাক মতো সম্পন্ন না হয়, সামান্য ভুলে আপনার কাংখিত সুযোগটাও হাত ছাড়া হয়ে যেতে পারে,
ইন্টারভিউ মুলত আপনার জব কন্ট্রাকের উপর বেইজ করে নিয়ে থাকে,
আগে থেকে যদি জানা থাকে তাহলে আপনাকে কনসোলার'রা সন্দেহ করবেনা এবং আপনার ইন্টারভিউটি সফল্ভাবে সম্পন্ন করতে পারবেন।
ইউরোপের ওয়ার্ক পারমিটে দেয়া ইন্টারভিউর হুবহু কিছু প্রশ্ন তুলে ধরলাম।
আপনার কোম্পানির নাম কি ?
কোম্পানিতে আপনার কাজ কি ?
কোম্পানিতে আপনার সেলারী কতো প্রতি ঘন্টা/ মাসে ?
কতো ঘন্টা ডিওটি আপনার ?
ওভার টাইম ওর্য়াক এর সুযোগ আছে না নাই জানেন কিছু ?
কোম্পানির এড্রেস কোথায় জানেন ?
আপনি আপনার কোম্পানি সমন্ধে কতোটুকু জানেন ?
কোম্পানি Owner এর নাম জানা আছে আপনার ?
সে দেশে থাকা কালীন আপনার টেক্স কে পে করবে ?
থাকা খাওয়ার খরচ কে বহন করবে ?
এ কাজের উপর আপনার পুর্বের কোন অভিজ্ঞতা আছে অন্য দেশে কাজের অভিজ্ঞতা আছে কি ?
সে দেশে যেতে ট্রানজিট খরচ কে দিবে ?
কি ভাবে আপনি আপনার পারমিট বের করেছেন? পারমিট বের করতে কাউকে কোন টাকা খরচ হয়েছে কি ?

বিঃদ্রঃ সকল প্রশ্নের উত্তর আপনার পারমিট ও জব কন্ট্রাক লেটার এর সাথে দিতে ভুলবেনা,
please stay safe stay with us....

দেড় বছর বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে  ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সপ...
27/10/2021

দেড় বছর বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা।
সিঙ্গাপুর এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চালাবে তারা। রবি, সোম ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছবে। এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকেল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছবে।
ফ্লাইটটি পরিচালনায় তারা এয়ারবাস এ৩৫০-৯০০ এয়ারক্রাফট ব্যবহার করবে। এ রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫৮ টাকা।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য এতদিন সীমান্ত বন্ধ রেখেছিল সিঙ্গাপুর। ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে। পাশাপাশি ফ্লাইটের 48 ঘণ্টা আগে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

যোগাযোগ ০১৭৩৬১৪৭৪৪৭
13/10/2021

যোগাযোগ ০১৭৩৬১৪৭৪৪৭

01736147447
05/10/2021

01736147447

Address

Motijhee, L Dilkhusha 67
Dhaka
1222

Telephone

01913162626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orchid tours & travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orchid tours & travel:

Videos

Share

Category

Nearby travel agencies