F.R. Rafsun Travels & Consultancy

F.R. Rafsun Travels & Consultancy F. R. Rafsun Travels & Consultancy is the Registered Travel Agency of Bangladesh.

16/04/2024

Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।
কপি পোস্ট

Meghbari Resort।।।  মেঘবাড়ী রিসোর্ট
15/04/2024

Meghbari Resort।।। মেঘবাড়ী রিসোর্ট

02/02/2024

🚨🚨 বিশেষ সর্তকতা 🚨🚨

🚨 বিশ্ব ইজতেমার কারণে সড়কে যানজট হতে পারে। তাই গাজীপুর হয়ে যারা ঢাকায় বিমানবন্দরে আসবেন, তাদের যানজটের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পর্যাপ্ত পরিমানে সময় হাতে নিয়ে বাড়ি থেকে যাত্রা করুন।

🚨 আপনি ফ্লাইটের নির্ধারিত সময়ে না আসতে পারলে ফ্লাইট মিস করবেন। ফ্লাইটের এক ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়। ফ্লাইটের ৩/৪ ঘন্টা আগে কাউন্টার চালু হয়। তাই ফ্লাইটের কমপক্ষে ৩ ঘন্টা আগে বিমানবন্দরে আসুন।

🚨 তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ২ ভাগে হবে। প্রথম পর্ব হবে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। ২য় পর্ব হবে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। এই তারিখগুলোতে যাদের বিদেশ যাত্রা তাদের যানজটের বিষয়টি বিবেচনা করার জন্য আবারও অনুরোধ করা যাচ্ছে।

HAPPY NEW YEAR 2024
31/12/2023

HAPPY NEW YEAR 2024

31/12/2023
28/12/2023

বিশেষ বিজ্ঞপ্তি:

আসসালামুয়ালাইকুম, মালয়েশিয়াগামী সকল যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ লা ডিসেম্বর ২০২৩ইং ঘোষিত, যাত্রীকে অবশ্যই Malaysia Digital Arrival Card (MDAC) পুরন করে সম্পন্ন করে যেতে হবে,অন্যথায় বোডিং কার্ড পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।
মালয়েশিয়া ইমিগ্রেশন

জনসচেতনতায়:
এফ, আর, রাফসান ট্রাভেলস এন্ড কনসালটেন্সি।

Notice from Biman Bangladesh Airlines.
07/11/2023

Notice from Biman Bangladesh Airlines.

28/10/2023

বিশেষ ঘোষনা : আগামীকাল ২৯ অক্টোবর ২০২৩। সারাদেশে হরতাল।
*তাই, যাদের ২৯ অক্টোবরের ফ্লাইট আছে তারা সকল ডকুমেন্টস নিয়ে আগে থেকেই এয়ারপোর্টে হাজির থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।*
জনসার্থে : এফ, আর, রাফসান ট্রাভেলস এন্ড কন্সালটেন্সি।
সূত্র:- দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, সময়কাল, যুগান্তর ইত্যাদি নিউজ।

7 Country Visit Visa Processing with Visa fee only TK. 50,000/- Grab it now.
25/10/2023

7 Country Visit Visa Processing with Visa fee only TK. 50,000/- Grab it now.

Singopore Loi only tk.700/- for b2b clients. Call us on our what's app no 01611-127258
07/09/2023

Singopore Loi only tk.700/- for b2b clients. Call us on our what's app no
01611-127258

ভারতীয় ভিসা দুর্লভ কেন?September 4, 2023আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী : চিকিৎসা, ব্যবসায়, শিক্ষা, পর্যটন, তীর্থ, আত্মীয়স্বজন...
05/09/2023

ভারতীয় ভিসা দুর্লভ কেন?
September 4, 2023

আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী : চিকিৎসা, ব্যবসায়, শিক্ষা, পর্যটন, তীর্থ, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎসহ নানা কারণে বাংলাদেশের মানুষ ভারতমুখী এবং তা উত্তরোত্তর বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ থেকে নিকট প্রতিবেশীটির ভিসাপ্রাপ্তিও যেন দিন দিন দুরূহ হয়ে পড়ছে।

বাংলাদেশের নাগরিকদের ভিসা সুবিধা দেওয়ার জন্য ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারত-বাংলাদেশের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বিদ্যমান। সেই চুক্তি অনুযায়ী ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী বাংলাদেশিদের ৫ বছর মেয়াদি ভারতীয় ভিসা পাওয়ার কথা। আর ৬৫-এর কম বয়সীদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ১ বছর মেয়াদি। করোনার আগে সমঝোতা চুক্তির শর্ত মেনে ভিসা দেওয়া চলছিল। কিন্তু করোনার জন্য ২০২০ সালের মার্চ থেকে দুই দেশের মধ্যে ভ্রমণ কয়েক মাস বন্ধ থাকার পর ২০২১ সালে সীমিতভাবে তা চালু হলেও করোনা-পূর্ববর্তী সব ভিসা বাতিল হয়ে যায়। এমনকি নতুন করে ভিসা দেওয়ার সময় যাকে যেমন ইচ্ছা তেমন ভিসা দেওয়া শুরু হয়। কাউকে ১ মাস, কাউকে ৩ মাস বা ৬ মাস; কালেভদ্রে ১ বছরের ভিসা দেওয়া শুরু হয়। ৬৫-ঊর্ধ্ব সবাইকে ৫ বছর মেয়াদি ভিসা দেওয়া হচ্ছে না। তাদের অনেকেই ১ বছর বা ৬ মাস মেয়াদি ভিসা পাচ্ছেন। মাল্টিপল এন্ট্রির জায়গায় সিঙ্গেল, ডবল ও ট্রিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়। ফলে ভারতগামী বেশির ভাগ লোক খুব দ্রুতই নতুন আবেদন করতে বাধ্য হচ্ছেন। এ কারণে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারগুলোতে অস্বাভাবিক ভিড় লেগে থাকছে।

ভারতীয় টিভি চ্যানেল নিউজ ১৮-এর খবর অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক গিয়েছিল ১২ লাখ ৫৫ হাজার ৯৬০ জন। সংখ্যার দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ সংখ্যক ১৩ লাখ ৭৩ হাজার ৮১৭ জন ভারত ভ্রমণ করে। চলতি বছরে ভারতগামী পর্যটকের সংখ্যা যে অনেক বেড়েছে, তা বাংলাদেশের শহরগুলোতে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখেই ঠাহর করা যায়। টিভি চ্যানেলটির ভাষ্যমতে, প্রথম ছয় মাসে ভারতে যত পর্যটক গেছে তার ২৩ দশমিক ৫ শতাংশ বাংলাদেশি এবং ১৮ দশমিক ১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের পর্যটক।
বাংলাদেশে অনেক রাষ্ট্রের দূতাবাস নেই। সেসব দেশের অনেকটাতেই কাজ, পড়াশোনা বা ভ্রমণের জন্য যেতে চাইলে ভারতের ডবল এন্ট্রি ভিসা নিয়ে দিল্লিতে সংশ্লিষ্ট দূতাবাসে সাক্ষাৎকার দিতে হয়। ভারতীয় ভিসাপ্রাপ্তির দীর্ঘসূত্রতার কারণে অনেক বাংলাদেশিই দিল্লিতে তৃতীয় দেশের ভিসার জন্য সাক্ষাৎকার দিতে ব্যর্থ হচ্ছেন।
ভিসাপ্রার্থীর ভিড় লাঘবে গত ১০ জুলাই থেকে ভিসার আবেদন জমা নেওয়ার নতুন পদ্ধতি চালু হয়। এ পদ্ধতিতে অনলাইনে ভিসা আবেদন প্রস্তুত করার পর ভিসা প্রসেসিং ফি জমা দেওয়ার সময় আবেদনের তারিখ ও সময় সংবলিত অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। ১০ জুলাই থেকে এ পদ্ধতি চালু হলেও এখনই অ্যাপয়েন্টমেন্ট পেতে কম বেশি এক মাস সময় লাগছে। অ্যাপয়েন্টমেন্টের দিন পাসপোর্ট জমা দিলে ভিসা ডেলিভারির তারিখ দেওয়া হচ্ছে ৪০ দিন পর। অর্থাৎ একজন ভ্রমণেচ্ছু ব্যক্তি আবেদন তৈরি করার পর ভিসা পেতে দুই মাসের অধিক সময় অপেক্ষা করছে। এই অপেক্ষার কালে অনেক ভিসাপ্রার্থী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে; কারও কারও রোগ হয়ে উঠছে জটিলতর। তৃতীয় দেশের দূতাবাসের সাক্ষাৎকার ফস্কে যাওয়ায় অনেক বাংলাদেশি বৈদেশিক কর্মসংস্থান বা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেকের একান্ত প্রত্যাশা ভারতীয় ভিসা সহজলভ্য হোক।
১০ জুলাই থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আরও একটি উদ্যোগ নিয়েছে। আবেদনকারী যদি মনে করে, অপেক্ষমাণ সময়ে পাসপোর্ট অন্য কাজে লাগতে পারে তাহলে আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট জমা না দিলেও চলবে। ভিসা ডেলিভারির নির্ধারিত তারিখের পূর্ববর্তী সপ্তাহে পাসপোর্ট জমা দিতে হবে। এর ফলে অনেক ভিসাপ্রার্থীই বিড়ম্বনার হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে।
বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণের ভিসা পেতে যেমন দীর্ঘসূত্রতা ও বিড়ম্বনা বেড়েছে; একই রকম অভিযোগ ভারতীয়দেরও, যারা বাংলাদেশ ভ্রমণের ভিসাপ্রত্যাশী। বাংলাদেশে ভারতীয় পর্যটকের তুলনায় কর্মসূত্রে ভিসাপ্রার্থীর সংখ্যাই বেশি। বাংলাদেশের পোশাক শিল্প খাতসহ অনেক পেশাতেই ভারতীয় জনবল কর্মরত। বিভিন্ন পত্রিকা থেকে জানা যায়, ২০১৪ সালের হিসাবে বাংলাদেশে প্রায় ৫ লাখ ভারতীয় নাগরিক কাজ করছে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এ সংখ্যা এতদিনে হয়তো আরও বেড়েছে। বাংলাদেশে আগমনের জন্য তাদেরও সহজ পদ্ধতিতে ভিসাপ্রাপ্তি একটি বড় চাওয়া।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীদের ইইউভুক্ত কোনো দেশে যেতে ভিসার প্রয়োজন পড়ে না। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা সফরের জন্য ভারত ও বাংলাদেশি পর্যটকদের আগাম ভিসা নেওয়ার বাধ্যবাধকতা নেই। অনঅ্যারাইভাল ভিসার মাধ্যমেই এই চারটি দেশ ভ্রমণ করা যায়। বাংলাদেশ ও ভারত সুপ্রতিবেশী। উভয় দেশের সম্পর্ক সর্বকালের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বিরাজ করছে। চিকিৎসা, ব্যবসায়, শিক্ষা, পর্যটন প্রভৃতি কারণে বাংলাদেশের নাগরিক ভারতের ওপর আস্থাশীল এবং ভারতের ব্যবসায়ী সমাজও বাংলাদেশি পর্যটকদের প্রতি যথেষ্ট আগ্রহী এবং অপেক্ষার প্রহর গোনে।
বর্তমানে পৃথিবীর ২০টি দেশে বাংলাদেশিদের ভ্রমণ করতে কোনো আগাম ভিসার প্রয়োজন হয় না; ২৭টি দেশে ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করা যায়। ভারতীয় পাসপোর্টধারীরা ২৬টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে। তারা ৩৪টি দেশে অনঅ্যারাইভাল ভিসা পায় এবং আরও ২৬টি দেশে যাওয়ার জন্য ই-ভিসা সংগ্রহ করতে হয়।
বিরাজমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সুসম্পর্কের কারণে উভয় দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চালু হওয়া প্রয়োজন। একান্তই তা সম্ভব না হলে অনঅ্যারাইভাল ভিসার প্রচলন করা যেতে পারে। কোনো অদৃশ্য কারণে তাতেও আপত্তি থাকলে পাসপোর্টের মেয়াদ থাকা অবধি উভয় দেশ পারস্পরিক মাল্টিপল ভিসা প্রদান করতে পারে। পারস্পরিক বন্ধুত্বকে মর্যাদা দিতে ভিসা প্রদানের ক্ষেত্রে উভয় রাষ্ট্র নমনীয় হবে ও পাসপোর্টের মেয়াদ থাকা অবধি মাল্টিপল ভিসা প্রদান করবে; এটি সামাজিক দাবি।
আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব

বিমানবন্দর-ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবা...
18/08/2023

বিমানবন্দর-ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। আপাতত মোটরসাইকেলও চলবে না। যানবাহনের গতিসীমা থাকবে ৬০ কিলোমিটার।

সেতুমন্ত্রী বলেন, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন করবেন।

Aviation news bd

18/08/2023

বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মীর মৃত্যু
প্রকাশিত: 17 August 2023, 7:53:04 Am

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় কর্তব্যরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. সাদ্দাম হোসেন নামের এক কর্মীর মৃত্যু হয়েছে।

বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম হোসেন। উড়োজাহাজে তেলবাহী পদ্মা অয়েলের গাড়ি তাকে চাপা দেয়। অচেতন অবস্থায় সাদ্দামকে উত্তরার উইমেন’স মেডিক্যাল কলেজে নিলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিভিল অ্যাভিয়েশনের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের অদক্ষতার কারণে দুর্ঘটনার ঝুঁকির সৃষ্টি হয়। আগে একাধিকবার দুর্ঘটনা উড়োজাহাজের ক্ষয় ক্ষতি ও মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, পদ্মা ওয়েলের একটি গাড়ি এক বিমান কর্মীকে চাপা দিয়েছে। এ ঘটনায় গাড়ি চালকসহ সংশ্লিষ্টদের থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। ঘটনাস্থলে দ্রুত আমাদের একটি টিম যায়। সেখান থেকে ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পটানো হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।

News: Aviation news bd

18/08/2023

শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
প্রকাশিত: 18 August 2023, 10:19:20 Am

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে মো: মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএন-এর অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ৬ ও ১৩ আগস্ট তারা দুজন বিদেশফেরতকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ পেয়েছেন।

প্রথম অভিযোগ হলো, অভিযুক্ত মামুন গত ৫ আগস্ট দুবাইফেরত অজিত সরকারকে ঘুমের ওষুধ মেশানো জুস খাইয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।

একইভাবে, ১৩ আগস্ট কাতারফেরত ইয়াসিন আরাফাতের থেকে মূল্যবান জিনিসপত্র লুট করেন তিনি।

তদন্তের পর এপিবিএন সদস্যরা মামুনকে শনাক্ত করে।

মামুন যাত্রীর ছদ্মবেশে বিভিন্ন দেশ থেকে আগত লোকজনের সাথে কথাবার্তা বলেন এবং ঘুমের ওষুধ খাইয়ে তাদের মূল্যবান জিনিসপত্র লুট করেন।

বুধবার সকাল ১০টায় বিমানবন্দরের লাউঞ্জ থেকে মামুনকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।

সূত্র : ইউএনবি

মাঝ আকাশে পাইলটের মৃত্যু, ২৭১ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ২৭১ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিতে যাচ্...
18/08/2023

মাঝ আকাশে পাইলটের মৃত্যু, ২৭১ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

২৭১ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান পাইলট। এর পর পানামাতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

মঙ্গলবার বিমানটির সূত্র দিয়ে এক খবরে নিউইয়র্ক পোস্ট ও ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে পাইলট ইভান আন্দাউর (৫৬) বিমান চলার সময়ে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিমানের ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে থেকে জানানো হয়, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে।

ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।

News : Aviation news bd

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১০মালয়েশিয়ায় যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বৃ...
18/08/2023

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১০

মালয়েশিয়ায় যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে এ ঘটনা ঘটে।

সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

দেশটির পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল ছোট এই বিমানের।

সংস্থাটি বলেছে, সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির প্রথম যোগাযোগ হয়েছিল দুপুর ২টা ৪৭ মিনিটে। আর বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয় দুপুর ২টা ৪৮ মিনিটে। সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের দুপুর ২টা ৫১ মিনিটে অবতরণের সময় নির্ধারিত ছিল।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনও জরুরি কল করেননি।

সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান জানিয়েছেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। তবে গাড়ির ভেতরে আরও লোকজন ছিল কিনা আমরা এখনো তা নিশ্চিত হতে পারিনি। নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

News : Aviation news bd

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিজের কাছে রাখতে চায় বিমান ।দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্...
18/08/2023

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিজের কাছে রাখতে চায় বিমান ।

দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজস্ব আয়ের একটি বড় অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে পায় রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান; যার পরিমাণ বছরে ৫০০ কোটি টাকার বেশি। তবে সেবার নিম্নমান নিয়ে দীর্ঘদিন সমালোচনা চলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ হারাচ্ছে বিমান। টার্মিনাল পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা গেছে, জাপানের একটি প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এই দায়িত্ব পাচ্ছে। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপান করবে। তাদের কাজ দেওয়ার জন্য কী ধরনের টার্মস দেওয়া হবে, সেটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে নির্ধারণ করা হবে।
তবে প্রতিনিয়ত সেবার পরিধি ও মান বাড়ার দাবি করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিজেদের কাছেই রাখতে চায় বিমান। কৃর্তপক্ষ বলছে, তৃতীয় টার্মিনাল চালু হলে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে প্রতিষ্ঠানটি। তারা জাতীয় স্বার্থ বিবেচনায় এই কাজ বিদেশিদের হাতে দেওয়ার বিপক্ষে।
বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং। মূলত একটি উড়োজাহাজ যখন কোনো বিমানবন্দর থেকে উড্ডয়ন এবং অবতরণ করে, তখন সেটিকে পার্কিং বে-তে নেওয়া, উড়োজাহাজের দরজার সিঁড়ি লাগানো, মালপত্র ওঠানো-নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অন্তর্ভুক্ত।
সম্প্রতি তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘সেবার মান নিয়ে বিমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সেবার মান আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। ভালো সেবার মাধ্যমে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা ধরে রাখার দায়িত্ব বিমানের। এ ক্ষেত্রে সেবার মান উন্নত করে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টি বিমান যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে এটা শুধু প্রতিষ্ঠানটির জন্য ভালো নয়, আমাদের জন্যও ভালো।’
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) শফিউল আজিম বলেন, ‘বিমানকে যদি অন্যদের সঙ্গে কাজ করতে হয়, আর এতে দেশ লাভবান হলে সেটি বিবেচ্য হতে পারে; তবে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।’
তিনি আরও বলেন, ‘শাহজালাল বিমানবন্দর দিয়ে ভিভিআইপি ফ্লাইট পরিচালিত হয়। এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যারা কাজ করছে, তাদের সব সময় নজরদারিতে রাখতে হয়। জাতীয় নিরাপত্তার আরও অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আগে যেসব অভিযোগ ছিল, তা এখন নেই। গ্রাউন্ড হ্যান্ডলিং আধুনিকায়নে ১ হাজার কোটি টাকার বেশি যন্ত্রপাতি আনা হয়েছে। পাইপলাইনে আছে আরও ৭০০ কোটি টাকার যন্ত্রপাতি। কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে উন্নত যাত্রীসেবা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কাজের জনবল। জাপানের প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে–এমন কোনো তথ্য বিমানে নেই।’
বিমানের কয়েকজন কর্মকর্তা জানান, বিমানবন্দর ব্যবস্থাপনার বিভিন্ন ধরন আছে; সেটি সম্মিলিতভাবে হতে পারে। অন্যদের সঙ্গে ব্যবস্থাপনায় গেলে যদি সেবার মান ভালো হয়, লাভজনক হয়, সেটিও হতে পারে। কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং ভিন্ন বিষয়। এখানে বিমান যে কাজ করছে, তা উন্নত করার সুযোগ রয়েছে।
আগামী ৭ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন হবে। তবে যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষ দিকে।

Eid Mubarak to all.
27/06/2023

Eid Mubarak to all.

Eid Mubarak.
27/06/2023

Eid Mubarak.

18/05/2023

Phillipines Tourist Visa with F. R. Rafsun Travels & Consultancy.

Visit Beautiful Maldives with F. R. Rafsun Travels & Consultancy.             'sBazar               trend               ...
16/05/2023

Visit Beautiful Maldives with F. R. Rafsun Travels & Consultancy.

'sBazar trend

Visit Beautiful Sylhet  with F. R. Rafsun Travels & Consultancy with the Starting Air fare TK. 2,999/- Only.            ...
16/05/2023

Visit Beautiful Sylhet with F. R. Rafsun Travels & Consultancy with the Starting Air fare TK. 2,999/- Only.

'sBazar trend

Address

34, H. M. Plaza
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801611127258

Alerts

Be the first to know and let us send you an email when F.R. Rafsun Travels & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F.R. Rafsun Travels & Consultancy:

Videos

Share

Category

F. R. RAFSUN TRAVELS & CONSULTANCY.

Study Abroad & Travel First Your Own Destination, Safely.

Professional Travel service provider in Bangladesh

Tour guide in Bangladesh We know Tourist places in Bangladesh best! While our roots may have been planted as an inbound and outbound travel company in Bangladesh tourism, we were established as a respective package tour operator in Bangladesh. As we are working as a tourist guide in Bangladesh since 2015, we are known as the best Bangladesh travel agency for providing flexible travel solutions. We pride ourselves on being progressive and innovative Bangladesh tours considered the best tourism company in Bangladesh by all of our respective tourists. As a tour guide in Bangladesh, we offer creative, competitive and superior quality holiday packages in Bangladesh to the independent traveler, whether family tour or in a custom group. All of our Bangladesh tourism packages are customization to suit your clients’ needs and preferences. At F. R. Rafsun Travels and Consultancy, we understand the needs of our clients and view of Tourist places in Bangladesh from an international perspective with the insight of a local. We know what things to do in Bangladesh or what sights and experiences our clients are expecting when they come to Bangladesh. We provide those ‘once-in-a-lifetime’ experiences that truly make your Bangladesh tours memorable for all Bangladesh tourist spots. We love Bangladesh. We live, breathe and dream Bangladesh! We know better tourist places in Bangladesh.

Nearby travel agencies