03/01/2023
কাশ্মীর নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই ,কাশ্মীরকে বলাই হয় ভূ-স্বর্গ 🙂 জমিনে যেন এক টুকরো স্বর্গ 🙂 শ্রীনগর পেহেলগাম গুলমার্গ সোনমার্গ আরু ভ্যালী বেতাব ভ্যালি প্রতিটি জায়গা যেন তার অপরুপ সৌন্দর্য্যের পসরা সাজিয়ে বসে আছে 🙂
বিশাল পাহাড়ের গাঁয়ে ধবধবে সাদা চাদর সবুজের গালিজা বরফে ছুটোছুটি সব মিলিয়ে যেন স্বর্গীয় অনুভুতি 🙂
✔এবার কাশ্মীর যাত্রা হবে Buy Air Ticket Limited সাথে 🙂
#বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ +8801322666447
আমরা যাবো ৩ই মার্চ রাতের বাসে কলকাতার উদ্দ্যেশ্যে 🙂 (কেউ চাইলে এয়ারেও কলকাতা যেতে পারেন)
ফিরবো: ১১ই মার্চ সকালে রওয়ানা হবো রাত আনুমানিক দশটায় ঢাকা এসে নামবো
🙂 (কেউ চাইলে এয়ার ইউজ করেও সরাসরি চলে আসতে পারেন )
✔বাজেট : ৫৪৯৯৯ টাকা ।
(এই বাজেট ১৬৫০০ রুপী এয়ারফেয়ার ধরে করা হয়েছে, এয়ার ফেয়ার বৃদ্ধি পেলে অতিরিক্ত যতটুকু বৃদ্ধি পাবে সেটা যোগ হবে 🙂 )
✔আমাদের প্যাকেজে যা যা রয়েছে :
১। ঢাকা-কলকাতা-ঢাকা এসি বাসের টিকেট
২। কলকাতা শ্রীনগর-কলকাতা এয়ার টিকেট (মিনিমাম এয়ার ফেয়ার ১৬৫০০ রুপি, এর বেশী হলে এড করতে হবে)
৩। শ্রীনগর আইটেনারী অনুযায়ী মূল ৩বেলা খাবার খরচ।
৪। শ্রীনগর ৩রাত ডিলাক্স হোটেল, হাউজবোট ১ রাত ডিলাক্স হাউজবোট, পেহেলগাম ডিলাক্স হোটেল ১ রাত থাকা
৫। সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ
৬। কলকাতা ২রাত থাকার খরচ (ট্যুরিষ্ট স্ট্যান্ডার্ড হোটেল)
৭। শিকারা রাইড খরচ (১ঘন্টা-প্রতি শিকারা ৪জন বসবে)
৮। সকল ধরনের ট্যাক্সেস
৯। শ্রীনগর সিটি ট্যুরের সকল এন্ট্রি ফি
১০। পেহেলগাম ইউনিয়ন গাড়ি খরচ
যা আমাদের প্যাকেজে নাইঃ
১। বাসের মধ্যবিরতিতে কোন খাবার খরচ।
২। ব্যাক্তিগত কোন খরচ (মোবাইল বিল, মিনারেল ওয়াটার, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)
৩। কোন ধরনের রাইড খরচ ( গনডোলা রাইড, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি)
৪। ব্যাক্তিগত শপিং খরচ
৫। এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস
৬। শীতের কাপড় বুট ভাড়া নেওয়ার কোন খরচ
৭। কলকাতা কোন ধরনের খাবার খরচ
৮। প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
৯। কোভিড টেস্টের খরচ
বিস্তারিত প্লান :
✔কাশ্মীর
দিন ০০ (03/03/2023)
রাত ৯টার বাসে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু। আশা করছি সকাল এ বর্ডারে পৌছে যাবো। বাসের মধ্যবিরতিতে কোন খাবার থাকবেনা।
নোটঃ অতিরিক্ত জ্যাম কিংবা হঠাত বাসে কোন সমস্যায় বর্ডারে পৌছাতে দেরী হলে অধৈর্য্য হওয়া যাবেনা।
-ব্রেকফাষ্ট (No), লাঞ্চ (No), ডিনার (No)
দিন ০১ (04/03/2023)
সকালে বর্ডারে পৌছেই সকল ফর্মালিটিজ শেষ করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সকালের নাস্তা যেকোন হোটেলে সেরে নিবো। কলকাতা পৌছাতে প্রায় দুপুর হয়ে যাবো। হোটেলে চেকইন হয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে নিবো। বিকেলে আশেপাশে কিছুটা ঘুরাঘুরি করে খুব দ্রুত ঘুমিয়ে পড়বো কারন খুব ভোরেই আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে ফ্লাইট।
-ব্রেকফাষ্ট (No), লাঞ্চ (No), ডিনার (No)
দিন ০২ (05/03/2023)
ভোর এর ফ্লাইটে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। আজকের দিন শ্রীনগর হোটেলে থাকা হবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সবাই নিজ দ্বায়িত্তে এয়ারপোর্ট চলে আসতে হবে। দুপুর কিংবা বিকেলে ফ্লাইট শিডিউল অনুযায়ী শ্রীনগর পৌছানো হবে। টিম সাইজ অনুযায়ী গাড়ি করে শ্রীনগর হোটেলে ড্রপ। আজকে কোন সাইটসিয়িং নেই।
-ব্রেকফাষ্ট (No), লাঞ্চ (No), ডিনার (Yes)
দিন ০৩ (06/03/2023)
সকালে ব্রেকফাষ্ট করে লোকাল সাইটসিয়িং এ চলে যাবো। আজকে ঘুরে দেখবোঃ পরিমহল, চাশমী শাহি, নিশাত গার্ডেন, জামে মসজিদ। লাঞ্চ করে পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু। বিকেলে পেহেলগাম হোটেলে চেকইন।
-ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)
দিন ০৪ (07/03/2023)
সকালের নাস্তা শেষে পেহেলগাম হাফ ডে সাইটসিয়িং। আজকে লোকাল টাভেরা গাড়ি করে ঘুরে দেখবো চন্দনবাড়ী ও বেতাব ভ্যালী।লাঞ্চ করে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু। আজকে ডাল লেক হাউজবোট এ থাকা হবে। বিকেলের মধ্যে হাউজবোটে চেকইন। ফ্রেশ হয়ে লেকে ১ঘন্টা শিকারা রাইড করা হবে।
-ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)
দিন ০৫ (08/03/2023)
সকালের ব্রেকফাষ্ট শেষে গুলমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। Tanmarg To Gulmarg এর রাস্তা অসাধারন যা আপনাকে বিমোহিত করবে। গুলমার্গ আপনি চাইলে নিজ খরচে গনডোলা রাইড করতে পারেন। গুলমার্গ এ ঘুরাঘুরি শেষে বিকেলের মধ্যে শ্রীনগর হোটেলে ব্যাক করবো।
-ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)
দিন ০৬ (09/03/2023)
সকালের ব্রেকফাষ্ট শেষে সোনমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু। পথে আমরা সুন্দর স্পটগুলোতে ব্রেক নিবো। সোনমার্গ গিয়ে কেউ চাইলে নিজ খরচে হর্স রাইড করতে পারবেন। সোনমার্গ ঘুরে আমরা সবাই শ্রীনগর ফিরে আসবো। রাতে শ্রীনগর থাকবো।
-ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)
দিন ০৭ (10/03/2023)
সকালে নাস্তা সেরে দুপুর ১২টার মধ্যে হোটেল চেকআউট করবো। তারপর যার যার ফ্লাইট অনুসারে এয়ারপোর্ট চলে যাবো। আশা করছি রাত ১০টার মধ্যে কলকাতায় পৌছে যাবো। কলকাতা হোটেলে রাত্রিযাপন। নিজ খরচে হোটেলে ব্যাক।
-ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (No), ডিনার (No)
শেষ দিন (11/03/2023)
সকাল ৭টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। পথিমধ্যে ব্রেকফাষ্ট করে নিবো। বাসের মধ্যবিরতিতে কোন খাবার থাকবেনা। সন্ধ্যা ৮টার মধ্যে ঢাকায় থাকবো ইনশা আল্লাহ।
-ব্রেকফাষ্ট (No), লাঞ্চ (No), ডিনার (No)
✔ভিসা : যাদের ভারতীয় ভিসা আছে পোর্ট যেদিক দিয়েই হোক সবাই আমাদের সাথে যোগ দিতে পারবেন 🙂 যাদের ভিসা নেই তারা ভিসা করে নিতে পারেন 🙂 এ ব্যাপারে আমরা সর্বোচ্চ হেল্প করবো 🙂
✔আসন সংখ্যা :
সর্বোচ্চ ২২জন নিতে পারবো আমরা তাই দ্রুত কনফার্ম করুন 🙂
✅নির্দেশাবলীঃ
১.কনফার্ম করার জন্য আপনাকে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে কনফার্ম করতে হবে 🙂 বাকী টাকা ট্যুরের এক মাস আগে সবার থেকে বুঝে নেওয়া হবে ।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)
#আপনার প্যকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ
১। সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্মঃ
অফিস ঠিকানাঃ
43/2 College Area (Adjacent BEL Tower), Flat 4/A, New Market, Road #01, Dhanmondi R/A, Dhaka-1205.
Dutch Bangla Bank Limited, City Centre, Holding # 90/1, Dhaka-1000
Account Number- 1051100045990
Account Name- Buy Air Ticket Limited
Branch Name- Motijheel Foreign Exchange
Routing Number- 090274309
৩। বিকাশ এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
01616131318 (Bkash-Merchant)
#ভিসা সংক্রান্ত তথ্যঃ
#ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি/টেলিফোন বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের খেত্রে NOC, ব্যাবসায়ীদের খেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের খেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার খেতে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জম আদিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।
#যদি কোন কারনে গ্রুপ সাইজ ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাষ্টমাইজ প্যাকেজ করে দিবো। আমাদের লোকাল ট্যুর ম্যানেজার পুরো ট্যুর পরিচালনা করবেন। ২/৪/৬/৮ জন টিম সাইজ হলে ট্যুর আমাদের কলকাতা ম্যানেজার পরিচালনা করবেন।
এই ট্যুরের স্পেশাল কথা :
-কলকাতা টু ঢাকা আমাদের প্যাকেজে বাস আছে কিন্তু কেউ চাইলে এয়ারে করে পরদিন সরাসরি কলকাতা গিয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন 🙂
-প্রচুর বরফ পাবো আশা করি ওখানেই সবাই শীতের কাপড় ও জুতা ভাড়া পাবেন
-টিউলিপ পাবো বলে আশা করি 🙂
-সবার সম্মিলিত চেষ্টায় একটি সুন্দর ট্যুর হতে পারে বলে আমার বিশ্বাস তাই সবাই একটি পরিবারের মতো থাকার চেষ্টা করবেন 🙂
আমাদের সাথে ট্যুর করার কিছু নিয়ম যা্ আপনি মেনেই আমাদের সাথে এসেছেন বলে আমরা ধরে নিবো 🙂
১। কাশ্মির ট্যুর সবার জন্য একটি ড্রিম ট্যুর। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি ট্যুরকেই যতটা সুন্দর ও আনন্দদায়ক করার। যেহেতু ট্যুরটি প্রায় ৭রাত ৭দিনের সেক্ষেত্রে সবাইকে সহযোগীতা করতে হবে। ট্যুর চলাকালীন যেকোন পরিবেশ পরিস্থিতিতে সবাইকে মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে।
২। আপনাকে অবশ্যই সামাজিক বন্ধুত্বপুর্ন হতে হবে কারন বন্ধুত্বপুর্ন মনোভাব ই পারে একটি ট্যুরকে প্রানবন্ত করে তুলতে।
৩। ট্যুরে প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসব কারনে কোন সমস্যা হলে সবাইকে মানিয়ে নেওয়ার মনমানসিকতা রাখবেন। মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসবের উপর যেহেতু আমাদের হাত নেই সেহেতু অযথা আমাদের দোষারোপ না করে কিভাবে এই সিচুয়েশান থেকে বের হওয়া যায় সে বিষয়ে সবার সহযোগীতা একান্ত কাম্য।
৪। হঠাত করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল, এক্সিডেন্ট বা যেকোন কারনেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে টা বহন করতে হবে। যেমন রাস্তায় সমস্যার কারনে অতিরিক্ত একদিন থাকতে হবে কিংবা উল্লেখিত হারে অতিরিক্ত টাকার বিনিময়ে ঢাকায় ফিরতে হবে তাহলে সবাই মিলে সেই টাকা বহন করবো।
৫। বর্ডারগুলোতে অতিরিক্ত সময় লেগে গেলে প্ল্যান এ কিছুটা চেঞ্জ হতে পারে সেটা পজিটিভভাবেই দেখতে হবে। মনে রাখবেন আপনাকে বেষ্ট একটা ট্যুর উপহার দেওয়ার লক্ষেই আমাদের ট্যুর প্ল্যান সাজানো সুতরাং যদি কোন পরিবর্তন কিংবা পরিমার্জন করতে হয় সেক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
৬। কোন কারনে সবাই মিলে প্ল্যানের বাহিরে ঘুরতে গেলে সেই খরচ সবাই মিলে বহন করতে হবে।
৭। আমাদের গাড়িগুলো প্রতিটা স্পটের নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাবে তারপর যেকোন রাইড নিজ খরচে করতে হবে যেমনঃ গনডোলা রাইড, পনি/হর্স রাইড। মোট কথা গাড়ি যে পর্যন্ত যাবে সেটার সকল খরচ আমরাই বহন করবো।
আশা করছি আমাদের প্ল্যানটি আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার তারপরেও কোন কিছু জানার থাকলে আমাদের সরাসরি ফোন করুনঃ +8801322666447
# বাসের আসন লটারীর মাধ্যমে দেওয়া হবে তবে এক্ষেত্রে সিনিয়ার সিটিজেন ও নারীরা অগ্রাধিকার পাবে
#আমাদের সাথে কেন ভ্রমন করবেন???
এখন ব্যাঙ্গের ছাতার মত ট্রাভেল এজেন্সী গড়ে উঠেছে যাদের নুন্যতম কোন অভিজ্ঞতা নেই এই সেক্টরে। আর তাদের সাথে ট্যুরে গিয়ে ঘটছে নানাধরনের ঘটনা যা ট্যুরের পুরো প্ল্যানটাই নষ্ট করে দেয়। অত্যন্ত নিম্নমানের হোটেল এবং অব্যাবস্থাপনার জন্য ট্যুর হয়ে উঠে দুর্বিষহ। অতিরিক্ত মুনাফার জন্য প্রতিটি পদক্ষেপে তাদের নিম্নমানের সার্ভিস দেওয়ার চেষ্টা চলে।প্রতিটি ক্ষেত্রে সার্ভিসের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা থাকে। আমাদের বিগত ট্যুরের রিভিউ দেখলেই বুঝতে পারবেন।
#আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারন হলোঃ
১। ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনীক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২। আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাপিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাপিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যাবস্থা আগ থেকেই রেডি করা থাকে যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩। ডিলাক্স মানের হোটেল এর ব্যাবস্থা করা হয়ে থাকে।
৪। ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
৫। ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৬। একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রান চেষ্টা করা হয়।
৭। কোন ধরনের হিডেন চার্জ নেই।
৮। নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৯। আমাদের নেপাল ট্যুরে একজন অভিজ্ঞ গাইড পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।
১০। সোজাকথা আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে করতেন আমাদের ট্যুরগুলো সেভাবেই হয়ে থাকে।
#মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
#যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
১। স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫। হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেনিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৪জন)
৬। খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
৯। সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত
করা সম্ভব আশা করি সবাই করবেন।
মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।
আপাতত বুকিং এর লাস্ট আসন খালি থাকা সাপেক্ষে।
এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।
বুকিং সিরিয়াল অনুসারে বাস, লোকাল ট্রান্সপোর্ট ও হোটেল রুম সাজানো হবে। এই ক্ষেত্রে কোন ধরনের উজর আপত্তি চলবেনা।