16/09/2023
👉👉👉এয়ার টিকেট ক্রয় করার পূর্বে জেনে নিনঃ
✅ প্রায়ই দেখা যায় অনেক প্যাসেঞ্জার ইমিগ্রেশন থেকে রিটার্ন আসছে Cheaper Prize এর চিপায় পড়ে। বুঝতে পারলেন না, তাই তো? বিভিন্ন OTA বা অনলাইন ট্রাভেল এজেন্সী আপনাকে একদম সবচেয়ে কম প্রাইসে টিকেট ইস্যু করে দিবে যা অনেক প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সী কখনোই পারবে না। কারণ আপনি যত কাছের লোকই হউন না কেন লস্ দিয়ে ব্যবসা কেউ করবে না। বর্তমান এই প্রতিযোগিতা মূলক বাজারে প্রায় সকল স্বীকৃত এজেন্সী এমনিতেই যথাসাধ্য ডিসকাউন্ট করে আপনাকে satisfy করার জন্য পূণরায় আপনার দ্বারা কিছু ব্যবসা হওয়ার আশায়। আর কিছু OTA তো সারা বছরই লস্ দিয়ে আপনাদের সেবা করে যাচ্ছে। তার সহজ কারন হচ্ছে চোরের মাল কিনতে পয়সা লাগে না কিন্তু একজন ব্যবসায়ীর মাল কিনতে পয়সা লাগে। এয়ার টিকেট কোন কোম্পানি কর্তৃক উৎপাদিত মোড়কজাত পণ্য নয় যে তার নির্দিষ্ট মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে আপনি ক্রয় করবেন। বিভিন্ন সমসাময়িক বিষয়বস্তুুর সমন্বয়ে আপনার কাঙ্খিত গন্তব্য স্থলের ফেয়ার নির্ধারিত হচ্ছে যা প্রতিনিয়ত পরিবর্তনশীলও বটে। আপনার সেগমেন্ট ফেয়ার কয়েকটি এজেন্সি থেকে যাচাই করে বুকিং জন্য সিদ্ধান্ত নেয়াই শ্রেয়। সকল জ্বরে প্যারাসিট্যামল খাওয়ার মতো OTA থেকে টিকেট করে যেকোন সময় বিপদগ্রস্থ্য হতে পারেন।
যেমন:
১) হঠাৎ আপনার ভ্রমণ বাতিল হলো তখন আপনি ফ্লাইট ক্যানসেল করবেন কিভাবে? সবচেয়ে কম রেইটে টিকেট কেটে আপনি খুশি ছিলেন অথচ বুঝতেই পারেন নি যে টিকেটটি ছিলো Non Refundable!!
২) ব্যাগ ব্যাগেজ গুছিয়ে নিয়ে গেলেন, ইমিগ্রেশনে গিয়ে বুঝতে পারলেন Bag and Baggage is not allowed!! তখন প্রয়োজন হলে অতিরিক্ত চার্জ দিয়ে ব্যাগ ও ব্যাগেজ সাথে নিবেন অথবা প্রয়োজন না হলে রেখে যাবেন,তাই তো? পুরো ফ্লাইটে আপনাকে খাবার তো দুরের কথা ১ গ্লাস পানি ও খেতে দিলো না?! তখন ব্যাপারটা কেমন হবে? কি আর করা? আপনার টিকেট সস্তা করতে গিয়ে এগুলোর চার্জ বাদ দিতে হয়েছে।
৩) অনেক আগেই অনেক সস্তায় OTA থেকে টিকেট করেছিলেন কিন্তু ফ্লাইটের দিন কাউন্টারে গিয়ে দেখলেন আপনার PNR Show করছে না?! হয়তো refund/reschedule করা হয়েছে যা আপনি জানেন ই না। আর বেশিরভাগ OTA বিক্রয় পরবর্তী সেবা প্রদানের ক্ষেত্রে উদাসীন। অথবা আপনি কোন কারণে ফ্লাইট মিস্ করে এজেন্সীতে যোগাযোগ করে জানতে পারলেন আপনার টিকেটটি ছিলো Non-Refundable তাই কিছু করার নেই অথচ সেটি ছিলো Refundable যা আপনার অগোচরে refund করে নিবে!!
৪) সম্ভবত, কালো টাকা সাদা করতে সরকার ২৫% কর নিয়ে কালোবাজারীদের সুযোগ দেয় কিন্তু তারা বিশাল পরিমাণ কালো টাকা সাদা করতে গেলে তালিকাভুক্ত ও চিহ্নিত হয়ে যায় আর পরবর্তী বাজেটেও সুযোগ পায় না। OTA তে যদি কালো টাকা বিনিয়োগ করে প্রতিটা টিকেটের জন্য ১৫% ও লস্ দেয় আর এয়ারলাইন্সের কমিশন ও ইনসেন্টিভ দিয়ে তাদের স্ট্যাফ ও অফিসগুলোর খরচ চলে যায় এতে করেও ৫%+ লাভ থাকে আর তারা B2B এজেন্সীগুলোর নিকট থেকে প্রাপ্ত অগ্রিম টাকা বিনিয়োগের সুযোগ পায়। আর যদি এর চেয়ে বেশি লস দেয় তবে কাস্টমার হিসেবে আপনার লাভের কপাল তুঙ্গে কিন্তু একসময় শুনতে পাবেন আপনার কোন এক আত্নীয় ঐ OTA কোম্পানির B2B এজেন্ট এবং এরকম শত শত এজেন্টের ইনভেস্ট করা কোটি কোটি টাকা নিয়ে OTA Portal উধাও!!!
👉Baggage, Meal, Direct, Code Sharing ইস্যু সহ এরকম অনেক বিষয়বস্তুুকে পুঁজিতে করে আপনাকে অফার করা হয় সবচেয় কম মূল্যে টিকেট বুকিং ও ইস্যু করার জন্য।
👉GDS/Portal/OTA দিয়ে সার্চ করে অনেক Itinerary option ও fare পাওয়া যায়, এর মধ্যে আপনার জন্য কোনটি প্রযোজ্য তা আপনি হয়তো সঠিকভাবে না ও বুঝতে পারেন। তাই একজন অভিজ্ঞ এয়ার টিকেট রিজার্ভেশন এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনার টিকেট করুন। মনে রাখবেন, বেশিরভাগ সত্য কথা করল্লার মত তিতা হলে তা উপকারী আর ঠকবাজিদের কথা সোনার চেয়েও বেশি চকচক করে।
আপনাদের সামান্য কিছু জ্ঞানের খোরাক দিতে গিয়ে আমার এতো বক্ বক্ করতে হলো। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।
👉এয়ার টিকেট বুকিং বা তারিখ পরিবর্তন সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ নিতে এখনই যোগাযোগ করুন Tori Air Int. পেইজের ইনবক্স অথবা কল করুন 01896055683 (Whatsapp)
বিঃদ্রঃ আমরা Global Distribution System ভিত্তিক এবং Airlines এর অফিসিয়াল B2B ট্র্যাভেল এজেন্সী।