19/02/2023
✈️ সুন্দরবন প্যাকেজ ২০২৩ 🚢
🔹ভ্রমনের তারিখঃ ১০, ১১, ১২ মার্চ ২০২৩ অথবা ১৩, ১৪, ১৫ মার্চ ২০২৩ অথবা সুবিধামত ।
🔹অবস্থানঃ শিপে ২ রাত ৩ দিন ।
🔹ভ্যাসেলঃ এমভি ওয়েভ, এমভি রেইনবো, এমভি রিভার ক্রজ, এমভি অবকাশ (এসি/ননএসি)।
🔹খাবারঃ ৩ দিনের সকালের নাস্তা, ৩ বেলা দুপুরের খাবার, ২ বেলা রাতের খাবার ।
🔴 প্যাকেজ শুরু হবে খুলনা থেকে, শেষ হবে খুলনায় এসে ।
🔴 যারা ঢাকা থেকে রওনা দিবেন, তাদের জন্য দু’টি পন্থা, প্রথমটি হলো আগের দিন রাতে বাসে বা ট্রেনে রওনা দেওয়া, পরের টি হলো বিমানে যশোর পর্যন্ত, তারপর ১ ঘন্টার বাস যার্নি খুলনা পর্যন্ত।
✅প্রথম দিনঃ সকালে খুলনা জেলখানা ঘাটে ভেসেল/শীপে উঠতে হবে। এরপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে সকালের নাস্তা । আনুমানিক সকাল ১০টার দিকে জাহাজ ছেড়ে যাবে মংলা হয়ে সুন্দরবন কটকার উদ্দেশ্যে । রুপশা নদী ধরে আমরা মংলা পৌছানোর আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও মংলা ব্রিজ দেখতে পাবো, এরপর চাদপাইয়ে বনবিভাগের অফিস থেকে অনুমোদনপত্র ও আর্মস গার্ড নিয়ে হাড়বাড়িয়ার উদ্যেশ্যে জাহাজ চলতে থাকবে। ইকো ট্যুরিজম সেন্টার পার হয়ে আমরা ছোট ক্যানেল ধরে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে কটকার দিকে এগোতে থাকবো। কটকায় পৌছালে ট্রলারে করে আমরা বনের ভেতরে ঢুকবো । নিরাপদ জোনে ঘুরে জাহাজে ফিরে আসবো । রাতে একটা নিরাপদ স্থানে শীপ নোঙ্গর করা হবে । এবং ডিনারে বার-বি-কিউ আয়োজন হবে। বাইরে চাদের আলো থাকলে বাঁশির আয়োজন থাকবে। পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের ও সুযোগ থাকবে ।
✅দ্বিতীয় দিনঃ সকাল সকাল নাস্তা সেরে ট্রলারে করে
ক্যানেল ক্রসিং করে কচিখালিতে যাওয়া হবে। এখানে
আমরা হরিণ, বানর বন মোরগ সহ ভাগ্য ভাল হলে বাঘের
ও দেখা মিলতে পারে। এরপর আমরা চরে যাবো
জামতলী বিচে। জামতলী বিচে একটা টাইগার টিলা
আছে, এখান থেকে প্রায় ই সুন্দবনের রাজা রয়েল বেঙ্গল
টাইগার সাথে হরিন দেখা যায়। এখান থেকে হেটে
জামতলী বিচে, তারপর বীচে একটু সময় কাটিয়ে
জাহাজে ফিরে আসবো। ডিনার শেষে জাহাজে রাত্রি
যাপন। জাহাজ চলতে থাকবে, আনুমানিক রাত ৩টার
দিকে করমজলে জাহাজ নোঙ্গর করবে।
বিশেষ আকর্ষন হিসাবে থাকছে বাঁশি পরিবেশনা ।
✅তৃতীয় দিনঃ সকালে ঢাংমারি ক্যানেল ক্রজিং সেরে নাস্তা
খেয়ে একটু বিশ্রাম নিয়ে করমজল স্পট পরিদর্শন । এখানে
রয়েছে কুমিরের প্রজনন কেন্দ্র, রয়েছে মিনি চিড়িয়াখানা,
ওয়াইল্ড ওয়াকওয়ে, যেখানে হাটতে হাটতে দেখা হবে শত
শত বানরের সাথে, ফিরে এসে আমরা রওনা দিবো খুলনার
উদ্দেশ্যে । দুপুরের খাবার শেষ করে নিজেদের সবকিছু, গুছিয়ে নিতে নিতেই ইনশাআল্লাহ আমরা পৌছে যাবো খুলনায়। এবার বিদায়ের পালা।
🔴খুলনা থেকে ফেরার ও তিন টা উপায়, সন্ধা সাতটায় ট্রেন
আছে, যে কোন সময় রয়েছে বাস, আর কেউ যদি বিমানে
ঢাকায় ফিরতে চান, সেক্ষেত্রে যশোর এসে বিমানে ফিরতে
হবে। সর্বশেষ বিমানের ফ্লাইট আছে রাত আটটা পর্যন্ত।
💠নিরাপত্তাঃ আপনাদের নিরাপত্তার জন্যে সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বায়লাদেশ বন বিভাগের দুইজন সসস্ত্র নিরাপত্তা কর্মী। আবহাওয়া ও অন্যান্য যে কোন প্রয়োজনে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিএসএফের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ।
💠যা যা সাথে নিতে পারেনঃ
- ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
- তোয়ালে বা গামছা সাথে স্যান্ডেল বা কেডস
- টর্চ লাইট ও অতিরিক্ত ব্যাটারি।
- সান্সক্রিম লোশান, সানগ্লাস, সানক্যাপ বা হ্যাট, ওডোমাস
- টুথপেস্ট, ব্রাশ, সাবান শয্যাম্পু
প্রয়োজনীয় ব্যাক্তিগত ঔষধপত্র ।
💠খরচ সম্পর্কিত তথ্যঃ
🟦এমভি ওয়েভ ও এমভি রিভার ক্রজ সম্পূর্ন এসি জাহাজঃ
✅জনপ্রতি খরচ ১৭,৫০০ টাকা (কাপল রুম এটাচ বাথরুম)
✅জনপ্রতি ১৭,০০০ টাকা ( টুইন বেডরুম)
✅জনপ্রতি ১৭,০০০ টাকা (কাপল বেডরুম)
✅জনপ্রতি ১৭,০০০ টাকা (চারজনের রুমের জন্য)
🟦এমভি রেইনবো ও এমভি অবকাশ এর জন্যে খরচঃ
✅জনপ্রতি খরচ ১১,৫০০ টাকা (কাপল রুম এটাচ বাথরুম)
✅জনপ্রতি ১০,০০০ টাকা ( টুইন বেডরুম)
✅জনপ্রতি ১০,০০০ টাকা (কাপল বেডরুম)
✅জনপ্রতি ৮,৫০০ টাকা (চারজনের রুমের জন্য)
🟣বাচ্চাদের জন্য খরচঃ
✔️১-৩ বছরের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি ।
✔️৪-৭ বছরের বাচ্চাদের জন্য ৫০% চার্জ প্রযোজ্য ।
✔️৮-১৪ বছরের বাচ্চাদের জন্য ১০০% চার্জ প্রযোজ্য (বড়দের খরচ) ।
প্যাকেজ কর্নফাম করার প্রকৃয়াঃ
৫০% অগ্রিম/এডভান্স দিয়ে প্যাকেজ কর্নফার্ম করতে হবে, সিট খালি থাকা সাপেক্ষে ।
নো রিফান্ড পলিসি, ১৫ দিন আগে ডেট চেজ্ঞ সম্ভব।
বিকাশ ০১৭৩০৫৮৫৪৯৪ (মার্চেন্ট পেমেন্ট) ।
বিকাশ ০১৭১৩২২৭৫২৯ (সেন্ড মানি পারসোনাল) ।
ব্যাংক ডিপোজিট বা ব্যাংক ট্রান্সফারঃ
A/C Name: Dwd Tours & Travels
A/C No- 204 100 16404
Dhaka Bank Limited
Current Account, Uttara Branch, Dhaka
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
প্রিয় প্রাঙ্গন আজিজাহ, বাসা-৪৭, রোড-১৫
রবীন্দ্র সারনী, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০
যে কোন প্রয়োজনে বা তথ্য জানতে কল করুন-
০১৭৩০ ৫৮৫ ৪৯৪
০১৯৫৫ ৮৮৮ ১১১
Website: www.dwdtravels.com
E-mail : [email protected]