Tours and Trips Bangladesh

Tours and Trips Bangladesh We are a group of passionate and adventurous tourism professionals. We have assembled the best in th We love doing what we do.
(7)

We have assembled the best in the business who can teach you all there is to know about Bangladesh. In many and varied ways we love to show you all about our beautiful Bangladesh Bangladesh.

আসসালামু আলাইকুম,                               #সুন্দরবন_ভ্রমণ🐅 ............  24,25,26 December'24🌲🐊🌲সুন্দরবনে রকমারী স...
04/11/2024

আসসালামু আলাইকুম,
#সুন্দরবন_ভ্রমণ🐅 ............ 24,25,26 December'24
🌲🐊🌲সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।
আরাল পরিবারের পক্ষ থেকে একটু ভিন্ন আয়োজন.
ছোট সোনামণিদের জন্য Fun Game ছাড়াও মুখরোচক খাবার Pop Corn, Pizza & Waffles.
বড়দের জন্য Table Tennis, Carom, Chess & Dartboard সহ বিশেষ আয়োজন.
উল্লেখ্য সময় ও কালভেদে সেবার ধরন পরিবর্তন হতে পারে. কিন্তু প্যাকেজে পুর্বের নির্ধারিত কোনো কিছুর
কম পাবেন না...
ইনশাআল্লাহ সব সময় বাড়তি কিছু পাবেন.
ভ্রমনের পুর্বে এই পেজে ভ্রমন বিষয়ক তথ্য দেখে নিন.
রুম: ২৩ টি এসি রুম এটাস বাথ
ধারন ক্ষমতা : ৫৮ জন আরামদায়ক
বাচ্চাসহ ৭০ জন যেতে পারবে.
কাপল প্যানোরমা হানিমুন সুইট
কাপল ব্রাইডাল সুইট
ত্রিপল বেড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সুইট
ফোর বেড প্যানোরমা সুইট
( খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের )
কি কি অন্তর্ভুক্ত :
🇧🇩 ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার নৌ পথ ভ্রমণ
🇧🇩 ৩দিন ২রাত এসি রুম এটাস বাথ এ অবস্থান,
🇧🇩 ১৫-১৬ বেলা খাওয়া দাওয়া বাংলা,চাইনিজ ও ২ দিন লাইভ আস্ত খাসী, কোরাল ও চিকেন বার বি কিউ
🇧🇩 ৭-৮ টি স্পট ভ্রমন, উল্লেখিত স্পট এবং সমুদ্র সৈকত পরিদর্শন.
🇧🇩২৪ ঘন্টা রুম সার্ভিস
🇧🇩 বোটে করে ক্যানেল ক্রুজিং.
🇧🇩 বনবিভাগের অনুমতি
🇧🇩এন্ট্রি ফি অথবা ভ্রমন মূল্য জনপ্রতি ১৭০০০/-
🇧🇩 Experience Guide / Hard Trekking and soft trekking
🇧🇩 নিরাপওার জন্য ফরেষ্টের অস্ত্রধারী গার্ড।
আমাদের প্রকাশিত খাদ্য তালিকায় উল্লেখ করা খাদ্যের পাশাপাশি নতুন কিছু মুখরোচক খাবার পরিবেশন করে থাকি.
🇧🇩সুন্দরবন ভ্রমণের বিস্তারিত :
বিশ্বের অন্যতম ঐতিহ্য সুন্দরবন। প্রতিবছর দেশ-বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ এই সুন্দরবন। এর অন্যতম কারন ট্যুরের লাক্সারি ও প্রকৃতি। যা দেশের মধ্যে আর কোথাও সম্ভব নয়। আর এই ট্রিপটি যদি হয় বিলাসবহুল এসি 𝗖𝗥𝗨𝗜𝗦𝗘 𝗦𝗛𝗜𝗣 𝐌𝐕 𝐀𝐑𝐀𝐋 𝐒𝐄𝐀 এর মতো লাক্সারি শিপে তাহলে ট্যুরের আনন্দ নিশ্চিত বহুগুন বেড়ে যাবে। কেননা ফুড ও অন্যান্য সার্ভিসের দিক থেকে সুন্দরবনে 𝐌𝐕 𝐀𝐑𝐀𝐋 𝐒𝐄𝐀 𝗖𝗥𝗨𝗜𝗦𝗘 ই সেরা।
(বি.দ্র.- ট্যুরটি খুলনা থেকে শুরু হয়ে খুলনাতেই শেষ হবে। তবে আমরা ঢাকা-খুলনা আসা যাওয়ার জন্য এসি ইকোনমি/বিজনেস ক্লাস বাস এর ব্যাবস্থা রাখবো। চাইলে সেই বাসের টিকেট নিয়ে সবাই একসাথেও সেই বাসে যাওয়া যাবে।)
💙খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের-
#ভ্রমণ_স্পটসমূহ :
🔸হাড়বাড়িয়া / আন্দার মানিক
🔸জামতলা সী-বীচ
🔸কটকা অভয়ারণ্য
🔸টাইগার পয়েন্ট
🔸কচিখালি
🔸ডিমের চর
🔸করমজল
🔸ক্যানেল ক্রুজিং
💢ভ্রমণ পরিকল্পনা:
িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে, পশুর নদী ধরে জাহাজ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
মর্নিং স্নাক্স ও লাঞ্চের পর যাবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দুপাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে জাহাজে ফিরে আসবো। জাহাজে ফিরে বিকালের নাস্তা।
জাহাজ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে”র উদ্দেশে।
িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ, হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশের দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
এরপরে যাবো কটকা অফিস পারে টাইগার টিলার উদ্দেশ্যে, কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো জাহাজে৷ জাহাজ যাবে "কচিখালি" অথবা হিরন পয়েন্টের উদ্দেশ্যে।
"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাঁটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে অনুভবে ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর।
অসাধারণ সুন্দর এ সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। অথবা "হিরন পয়েন্ট" এবং "দুবলার চর" দেখবো,
তারপর ফিরবো জাহাজে। জাহাজ চলবে করমজলের উদ্দেশ্যে।
িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির, বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানর, মায়াবী হরিণসহ বন্যপ্রাণী দেখব . ভ্রমণ শেষে জাহাজে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

🔹শিশু: যদি বেড না লাগে তবে ৫০%।
🔹প্যাকেজ প্রাইস ফিক্সড। অনুগ্রহ করে ডিসকাউন্টের কথা বলে বিব্রত করবেন না।

#ফুড মেন্যু (বুফে ):
প্রতিদিন ৩ বার স্নাক্স সহ ডবল মেনুর ৬বার খাবার থাকবে। চা এবং কফির ব্যবস্থা থাকবে সবসময়।
*১ম দিন~
- স্পেশাল ওয়েলকাম ড্রিংকস-
- সকালঃ ব্রেড + বাটার + জ্যাম +কর্নফ্লাক্স+ দুধ + ডিম পোচ + পাখির ডিম সিদ্ধ + খালিসা ফুলের মধু + কলা + মাল্টা + চা/কফি
স্নাক্সঃ চিকেন রোল + আপেল / পেপে + চা/কফি
- দুপুরঃ বাসমতী চালের ভাত + ভর্তা + লাউ চিংড়ি + রুপ চান্দা মাছ দোপিয়াজা + চুইঝালের গরুর মাংস + ডাল + সালাদ + কোল্ড ড্রিংকস + ফ্রুট + চা/কফি
- স্নাক্সঃ ফিস ফ্রাই + হট এন্ড সাওয়ার সুপ + ফ্রান্স ফ্রাই + চা/কফি
- রাতঃ মিক্সড ফ্রাইড রাইচ + সুইট এন্ড সাওয়ার প্রন + ফ্রাইড চিকেন + চাইনিজ ভেজিটেবল + কেসনাট সালাদ + ফ্রুট কাস্টার্ড / ফালুদা + কোল্ড ড্রিংক্সস + চা/কফি।
-
*২য় দিন~
- মর্নিং টিঃ গরুর দুধ / গ্লুকোজ + ড্রাই কেক + চা/কফি
- সকালঃ ভুনাখিচুড়ি + কোয়েল পাখি ফ্রাই + খাসির কলিজা ভুনা + বেগুন ভাজি + আচার + গ্রিন সালাদ + জিরাপানি ড্রিংকস + চা/কফি
- স্নাক্সঃ ফ্রুট জুস + চিকেন স্যান্ডিউজ + পেয়ারা / বরই + চা/কফি
- দুপুরঃ বাসমতী চালের ভাত + চিংড়ি ভর্তা + কলা ভর্তা + মিক্সড ভেজিটেবল + চিকেন কারি + ফাইসা মাছ দোপিয়াজা + ডাল + সালাদ + সরপুরিয়া + চা/কফি।
- স্নাক্সঃ চিকেন উইন্স/নাগেট + পটেটো ওয়েজেজ + থাই সুপ + চা/কফি
- রাতঃ বাটার নান + চিকেন বারবিকিউ + ফিস বারবিকিউ + ম্যাশ পটেটো + ভেজিটেবল ফ্রাই + রাশিয়ান সালাদ + কোল্ড ড্রিংক্সস + স্পেশাল রস মালাই + চা/কফি।
-
*৩য় দিন~
- মর্নিং টিঃ গরুর দুধ + লেক্সাস বিস্কুট + চা/কফি
- সকালঃ তুর্কীস রুটি + হাসের মাংস ভুনা + ডিম ভাজি + ডাল মাখানো + রসের পায়েস + চা/কফি।
- স্নাক্সঃ বেলের সরবত / লেমন জুস + ফ্রুট কেক + মিক্সড ফ্রুট + চা/কফি।
- দুপুরঃ পোলাউ + কোরাল মাছ দোপিয়াজা + চিকেন রোস্ট + বেগুন ভাজি + গ্রিন সালাদ + দই + কোল্ড ড্রিংক্সস + চা/কফি-
-
- স্নাক্সঃ নুডুলস, কোল্ড ড্রিংক্সস + চা/কফি।
-
#যা_যা_সাথে_নিতে_পারেনঃ
** মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার।
** রোদ/বৃষ্টি থেকে বাচতে ক্যাপ/সানগ্লাস/সান্সক্রিম/ছাতা
** ক্যামেরা, পাওয়ার ব্যাংক, লাইট, রেইনকোট/ছাতা, গামছা ইত্যাদি।
** ৩ দিন থাকার মত পর্যাপ্ত কাপড়।
** ব্যাক্তিগত কোন প্রকার ওষুধ।
#শর্তাবলীঃ
* বুকিং মানি অফেরতযোগ্য তবে আপনার স্থানে অন্য কাউকে রিপ্লেস করে দিতে পারলে আপনার টাকা ১০০% রিফান্ড করা হবে।
* কোন কারণে ট্যুর ক্যান্সেল হলে, যেমন পর্যটন স্পট বন্ধ, পার্মিশন না পাওয়া গেলে সেই ট্যুরের টাকা ফেরত দেয়া হবে।
*
** কোন প্রকার অবৈধ মালামাল এবং মাদক জাতীয় দ্রব্য বহন এবং সেবন করা থেকে বিরত থাকুন।
* ট্যুরে সকল ট্যুর মেম্বারদের প্রতি সুদৃষ্টি, ভালো ব্যবহার বজায় রাখুন।
ARAL SEA টিম সর্বদা প্রস্তুত প্রফেশনাল গাইড, ম্যানেজমেন্ট, উন্নত যোগাযোগ ব্যাবস্থা নিয়ে সেরা সার্ভিসের জন্য। আপনার ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় হোক আমাদের সাথে। যে কোন প্রকার গ্রুপ ট্যুর, স্টুডেন্ট ট্যুর, ফ্যামিলি ট্যুর, ট্যুর প্যাকেজের জন্য আজই যোগাযোগ করুণ আমাদের সাথে।
আমাদের এম ভি আরাল সী ক্রুজের প্যাকেজের তারিখ : 24,25,26 December''24
হ্যালো: 01715186657/ 01710202688

Address

House:51/E, Road:13/B, Sector#3, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Tours and Trips Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tours and Trips Bangladesh:

Share

Category

Our Story

We are a group of passionate and adventurous tourism professionals. We have assembled the best in the business who can teach you all there is to know about Bangladesh. We love doing what we do. In many and varied ways we love to show all about our beautiful Bangladesh.

Nearby travel agencies