TourToday.com.bd

TourToday.com.bd বাংলাদেশের সকল দর্শনীয় স্থানের বিবরনে কিভাবে যাবেন, কোথায় থাকবেন সহ সকল তথ্যের ভান্ডার TourTodayBD

“বহুদিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করে বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গেয়াছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।”

ষড়ঋতুর অপরুপ লীলাভূমি আমাদের এ বাংলাদেশ। এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংষ্কৃতির সাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কারনে পর্যটন শিল্পের বিপুল সম্ভবনার দেশ আমাদের এ বাংলাদেশ। পর্যটন শিল্পের সম্ভবনার এ দিগন্ত আরো

উন্মচন ও বিকশিত করতে আমাদের প্রচেষ্টার ফসল “ট্যুর টুডে” (TourToday BD)। বাংলাদেশের জানা-অজানা, স্থানীয় – জাতীয়, পরিচিত সহ বিভিন্ন দর্শনীয় স্থান গুলোকে সুন্দর এবং সহজ ভাবে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ।

আমরা আমাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে চেষ্টা করেছি জেলা ভিত্তি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান/জায়গা গুলোকে সংযুক্ত করতে এবং তার সাথে সাথে ঐ জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যোগাযোগের মাধ্যম, হোটেল – রিসোর্ট এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে সকলকে পরিচয় করিয়ে দিতে। যার মধ্য দিয়ে বৃদ্ধি পাবে দেশি বিদেশী পর্যটকের সংখ্যা সেই সাথে এগিয়ে যাবে আমাদের দেশের পর্যটন শিল্প, এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ ও দেশের সামগ্রিক অর্থনীতি।

ট্যুর টুডে (TourToday BD) এর সুবিধাঃ

👍 => TourToday BD তে বাংলাদেশের ৭০০+ দর্শনীয় স্থান যুক্ত করা হয়েছে। দর্শনীয় স্থান সমূহের বিশদ বর্ননায় থাকছে দর্শনীয় স্থান সমূহের অবস্থান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও কি খাবেন ইত্যাদি সহ বিস্তারিত তথ্য।

👍 =>TourToday BD র সকল বিবরনের সাথেই পাঠকের মতামত ও ভাল লাগা প্রকাশের জন্য রয়েছে কমেন্ট ও রেটিং অপশন তার সাথে আর্টি কেল ভিউ প্রদর্শন তো আছেই।

👍 =>TourToday BD এর বর্ননায় সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের বিনোদন কেন্দ্র গুলোর সাপ্তাহিক বন্ধ, সময়সূচী, প্রবেশ ফি সহ আনুসাঙ্গিক সকল খরচের ধারনা।

👍 =>TourToday BD এর রয়েছে শক্তিশালী নিজেস্ব সার্চ ফিচার। যার মাধ্যমে আপনার চাহিদা মত বাংলা ও ইংরেজী ভাষায় দর্শনীয় স্থান সার্চ করতে পারবেন। তাছাড়া ভ্রমনের বিভিন্ন ধরনানুসারে (নদী ও সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থান, আধুনিক স্থাপত্য, পাহাড়ি অঞ্চল, বাগান ও বনাঞ্চল, বিনোদন কেন্দ্র) ও বাংলাদেশের বিভিন্ন জেলার নাম ইত্যাদি দিয়ে সার্চ বা ফিল্টার করতে পারবেন।

👍 =>বাংলাদেশের বিভিন্ন জেলা জনপ্রিয় হোটেল/রিসোর্ট সমূহের নাম, ঠিকানা, হোটেল ভাড়ার পরিমান সহ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে TourToday BD এর হোটেল ও রিসোর্ট বিভাগ সাজানো হয়েছে।

👍 => বাংলাদেশের ভ্রমনের বিভিন্ন পরামর্শ দিয়ে সাজোনো হয়েছে TourToday BD এর ভ্রমন পরামর্শ বিভাগ।

👍 =>বিভিন্ন ভ্রমন সম্পর্কিত সংবাদ ও তথ্য দিয়ে সাজানো হয়েছে TourToday BD এর ব্লগ বিভাগ।

👍 =>TourToday BD তে আপনি চাইলে আপনার ভ্রমনকৃত দর্শনীয় স্থানের বিবরন/তথ্যও আপলোড করতে পারবেন।

👍 => TourToday BD র রয়েছে নিজেস্ব দক্ষ আঞ্চলিক প্রতিনিধি যাদের মাধ্যমে তথ্য যাচাই বাছাই করা সহ প্রতিনিয়ত তথ্য আপডেট কারা হয় যা সঠিক তথ্যের জন্য খুবই দরকারী।

👍 => বিশ্ব মানের ডিজাইন ও ফংশন হওয়ায় কম্পিউটার ছাড়াও বিভিন্ন মোবাইল, ট্যাব, স্মার্ট টিভি ও স্মার্ট ঘড়ি সহ যে কোন ডিভাইসে এটি খুব সুন্দর ভাবে অপারেট বা চালানো যায়।

👍 => TourToday BD এর সকল তথ্য শুধু ওয়েবসাইটের মাধ্যমেই নয় আমাদের অ্যাপের (TourToday BD) মাধ্যমেও পাওয়া যায়।

বেলাই বিল (Belai Beel) রাজধানী ঢাকার কাছাকাছি গাজীপুর জেলার মনোরম একটি জায়গা। চারিদিকে শাপলার ছড়াছড়ি। নদীর নীল আকাশের...
16/04/2024

বেলাই বিল (Belai Beel) রাজধানী ঢাকার কাছাকাছি গাজীপুর জেলার মনোরম একটি জায়গা। চারিদিকে শাপলার ছড়াছড়ি। নদীর নীল আকাশের বুকে রঙিন কারুকার্য, বিলের পানিতে সেই আকাশের ছায়া আর একটু পর পরই বাতাস সব মিলে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে।

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

হাসনাহেনা রিসোর্ট ও পিকনিক স্পট (Hasna Hena Resort & Picnic Spot) ঢাকার কাছে গাজীপুর জেলার পূবাইল কলেজ গেট এলাকার মনমুগ্...
16/04/2024

হাসনাহেনা রিসোর্ট ও পিকনিক স্পট (Hasna Hena Resort & Picnic Spot) ঢাকার কাছে গাজীপুর জেলার পূবাইল কলেজ গেট এলাকার মনমুগ্ধ ও সাজানো গোছানো এবং দৃষ্টিনন্দন একটি শুটিং স্পট।

নামের মতই হাসনাহেনা। যেমন নাম ঠিক তেমনই তার রূপ। ভেতরে ঢুকতেই চোখে পড়বে দুই পাশে থোকায় থোকায় ফুটে থাকা নানা রঙের ফুল। রঙ্গন, বাগানবিলাশ সহ যেন হাজার ফুলের জলসা বসেছে এখানে। একেবারেই নিরিবিলি পরিবেশ। এক ঝলকেই হারিয়ে যেতে মন চাইবে। পিকনিক ও শুটিং এর জন্য সত্যিই একটি আদর্শ স্পট।

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

গাজীপুর শতবর্ষের নানা ঐতিহ্যে লালিত এক সুপ্রাচীন ও ঐতিহাসিক জনপদ, যার রয়েছে এক সমৃদ্ধ অতীত। কালের যাত্রায় ঐতিহ্যবাহী গাজ...
16/04/2024

গাজীপুর শতবর্ষের নানা ঐতিহ্যে লালিত এক সুপ্রাচীন ও ঐতিহাসিক জনপদ, যার রয়েছে এক সমৃদ্ধ অতীত। কালের যাত্রায় ঐতিহ্যবাহী গাজীপুর জেলা সমৃদ্ধ হয়েছে পর্যটন শিল্পে। রাজধানী ঢাকার নিকটবর্তী ও উন্নত যোগাযোগ ব্যবস্থা হওয়ায় বাংলাদেশ অন্যতম প্রধান বৃহৎ উদ্যান ভাওয়াল জাতীয় ছাড়াও নিবিড় শাল অরণ্যে গড়ে উঠেছে বিভিন্ন মনোরম পিকনিক স্পট রিসোর্ট যে গুলো ভ্রমনের জন্য ঢাকাবসীর প্রথম পছন্দ।

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

16/04/2024

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

Enjoy your holiday with your friends and family.
26/10/2023

Enjoy your holiday with your friends and family.

22/10/2023
আপনার ভ্রমনের আনন্দ ও অভিজ্ঞতা জনতে চাই আমরা। প্রতিদিন শতশত ভ্রমন পিপাসু খুজছে আপনারই লেখা। আমাদের “ভ্রমন গল্প” পেইজে আপ...
15/03/2023

আপনার ভ্রমনের আনন্দ ও অভিজ্ঞতা জনতে চাই আমরা। প্রতিদিন শতশত ভ্রমন পিপাসু খুজছে আপনারই লেখা। আমাদের “ভ্রমন গল্প” পেইজে আপনার গল্প লিখতে রেজিষ্টেশন করুন - http://www.tourtoday.com.bd/vromon-golpo/register/

https://tourtoday.com.bd/mahamaya-lake-chittagong/Rangunia Kodala Cha Bagan (Rangunia Kodala tea garden) is one of the t...
20/07/2022

https://tourtoday.com.bd/mahamaya-lake-chittagong/

Rangunia Kodala Cha Bagan (Rangunia Kodala tea garden) is one of the tourist attractions that give some moments of peace from the monotonous city life. On the one side, the view of the wonderful confluence of the clouds lurking with the green surrounded by mountains, on the other side, the soothing waves of Karnafuli, the daughter of Lusai, near the tea garden, will refresh anyone in a moment.

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban and Rangamati Tour then it is....

গ্রামের নাম মানিগাঁও। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়বদল ইউনিয়নের জনপ্রিয় গ্রাম এটি। ওপারে ভারতের মেঘালয় পাহাড়...
11/12/2021

গ্রামের নাম মানিগাঁও। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়বদল ইউনিয়নের জনপ্রিয় গ্রাম এটি। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপারে শিমুল ফুলের বাগান বা বন (Simul Fuler Bagan) যাই বলি না কেন, এটি এখন পর্যটকদের নতুন গন্তব্য। সারিবদ্ধভাবে লাগানো শিমুল গাছগুলোয় ফুটে থাকা শিমুলের লাল পাপড়ির মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হবেন না এমন ব্যক্তি খুজে পওয়া দুষ্কর।

বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতার সুনিবিড় ছায়া যেমন পর্যটকদের দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়, তেমনি বসন্তে ডালে ডালে ফুটে থাকা লাল ফুল আন্দোলিত করে সেই সাথে রাঙ্গিয়ে দেয় দর্শনার্থীদের মন। তাইতো এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন যাদুকাটার তীরে ভীর জমান শত শত পর্যটক। ফেব্রুয়ারির প্রথম পপ্তাহ থেকেই গাছে গাছে ফুল ফুটতে শুরু করে। আর তার সাথে সাথে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সাধারণ দর্শনার্থী ও পর্যটকরা দলে দলে আসেন শিমুল বাগান দেখতে।

যেভাবে যাবেন :
ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ শ্যামলী/মামুন/বাস যায় ভাড়া ৫৫০-৬০০ টাকা। সুনামগঞ্জ শহরে প্রবেশ দ্বার আব্দুজ জহুর সেতুতে নেমে সিএনজি, বাইক কিংবা যে কোনো গাড়ি করে তাহিরপুর লাউড়ের গড় বাজার সেখান থেকে নৌকায় যাদুকাটা নদী পার হলেই শিমুল বাগন।

তাছাড়া তাহিরপুর উপজেলা সদর হয়ে মোটরসাইকেলে করেও শিমুল বাগান যাওয়া যায়।

সুনামগঞ্জ নেমে নতুন ব্রীজের ওই পাড়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকে অনেক। কথা বলে বারেক টিলা নদীর এই পাড় পর্যন্ত ভাড়া নিবে ২০০ টাকা। দামাদামি করে ১৫০ তেও নাকি যাওয়া সম্ভব! একটাতে ২ জন চড়া যায়। জনপ্রতি তাহলে পরল ১০০ করে। জাদুকাটা নদীর সামনে নামিয়ে দিবে। ৫ টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওইপাড়ে গেলেই বারেক টিলা, যা থেকে সুন্দর পুরো জাদুকাটা নদী দেখা যায়। বারেক টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু। তাদের জিজ্ঞেস করলেই ছবির মত সুন্দর এই শিমুল ফুলের বাগান (Simul Flower Garden) এ যাওয়ার পথ দেখিয়ে দিবে।

রেলপথে আসতে হলে প্রথমে সিলেট আসতে হবে, তারপর সিলেট থেকে মাইক্রো বা বাসে সুনামগঞ্জ।

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

11/12/2021

TourTodayBD is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati then it is the...

সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্ট...
10/12/2021

সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ খ্রিস্টাব্দে “সাতছড়ি জাতীয় উদ্যান”(Satchari Jatio Uddan) প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি (অর্থ: সাতটি ছড়াবিশিষ্ট)। সাতছড়ির আগের নাম ছিলো “রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট”।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত। সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি । সাতছড়ির আগের নাম ছিলো “রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট”।

কীভাবে যাবেন সাতছড়ি জাতীয় উদ্যান
ঢাকা থেকে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হল সিলেটগামী যে কোনও বাসে মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বরে নেমে সেখান থেকে বাস কিংবা ম্যাক্সিতে সাতছড়ি। এছাড়া ঢাকা থেকে রেল ও সড়কপথে হবিগঞ্জ গিয়ে সেখান থেকেও সাতছড়ি যাওয়া যায়। এছাড়া ঢাকার সায়দাবাদ থেকে অগ্রদূত পরিবহন, দিগন্ত পরিবহন ও বিছমিল্লাহ পরিবহন সরাসরি হবিগঞ্জ যায়। ভাড়া এসি ২৫০ থেকে ৩০০ টাকা।

ট্রেনে হবিগঞ্জ যেতে হলে নামতে হবে সায়েস্তাগঞ্জ স্টেশন। এখান থেকে শহরের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। শ্রেণীভেদে ভাড়া ১০০ থেকে ৬৭৩ টাকা।

চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস। শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টায় উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১২৫ থেকে ৮৫৭ টাকা।

আর যারা হবিগঞ্জ সদর থেকে যেতে চান তারা হবিগঞ্জ টু মাধবপুর ভায়া চুনারুঘাট বাসে করে অথবা সিএনজি বা মাইক্রোবাস রিজার্ব করে যেতে পারেন। সাতছড়ি উদ্যানের তথ্য কেন্দ্র থেকে গাইড পাবেন। ট্রেইল অনুযায়ী গাইড ফি যথাক্রমে ২০০-৫০০ টাকা। যদিও অফিস চত্বরে ম্যাপ দেয়া আছে, তবুও গাইড নেয়া উচিত। কারণ শুরুতে ট্রেইল বিষয়ে নির্দেশনা থাকলেও বনের মধ্যে কোথাও এই বিষয়ে নির্দেশনা দেয়া নেই। ফলে বনের মধ্যে পথ ভুল করার সম্ভাবনা রয়ে যায়।

এটি বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি। সাতছড়ির আগ...

বিথাঙ্গল বড় আখড়া(Bithangal Bara Akhara) বিতঙ্গল আখড়া নামেও পরিচিত। এটি বাংলাদেশ এর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাতে অ...
10/12/2021

বিথাঙ্গল বড় আখড়া(Bithangal Bara Akhara) বিতঙ্গল আখড়া নামেও পরিচিত। এটি বাংলাদেশ এর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাতে অবস্থিত। এটি বৈষ্ণব ধর্মালম্বীদের জন্য একটি অন্যতম তীর্থস্থান। এটি ষোড়শ শতাব্দীর দিকে নির্মিত একটি আখড়া। এটি নির্মাণ করেছেন রামকৃষ্ণ গোস্বামী।বর্তমানে এটি মধ্যযুগীয় স্থাপত্যশৈলীতে নির্মিত পর্যটকদের জন্য একটি অনন্য দর্শনীয় স্থান।

বৈষ্ণব্ধর্মালম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান এই আখড়া বানিয়াচং উপজেলা সদর থেকে ১২ কি.মি. দক্ষিণ-পশ্চিম হাওড় পাড়ে বিতঙ্গল গ্রাম অবস্থিত। এর প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ গোস্বামী। তিনি উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দীতে ঐ স্থানে আখড়াটি প্রতিষ্ঠা করেন। এতে ১২০ জন বৈষ্ণবের জন্য ১২০ টি কক্ষ রয়েছে। এ আখড়ায় বিভিন্ন ধরণের ধর্মীয় উৎসব হয়। এর মধ্যে কার্তিকের শেষ দিনে ভোলা সংক্রান্তি উপলক্ষে কীর্তন, ফাল্গুনের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার ৫ দিন পর পঞ্চম দোল উৎসব, চৈত্রের অষ্টমী তিথিতে আখড়া সংলগ্ন ভেড়ামোহনা নদীর ঘাটে ভক্তগণের পূণ্যস্নান ও বারুনী মেলা, আষাড় মাসের দ্বিতীয় সপ্তাহে রথযাত্রা উল্লেখযোগ্য। আখড়ার দর্শনীয় স্থানস্মূহের মধ্যে ২৫ মণ ওজনের শ্বেত পাথরের চৌকি, পিতলের তৈরি সিঙ্ঘাসন, সুসজ্জিত রথ, রৌপ্য পাত্র ও সোনার মুকুট উল্লেখযোগ্য। মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত এই আখড়াটি পর্যটকদের জন্য দর্শনীয় স্থান।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Habiganj Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati t...

হাকালুকি হাওর(Hakaluki Haor) বাংলাদেশের বৃহত্তম হাওর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্হিত। মৌলভীবাজারের বড়লেখা, জুরী, ক...
09/12/2021

হাকালুকি হাওর(Hakaluki Haor) বাংলাদেশের বৃহত্তম হাওর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্হিত। মৌলভীবাজারের বড়লেখা, জুরী, কুলাউড়া এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় এর বিস্তৃতি। হাওরের আয়তন ১৮,১১৫ হেক্টর। উল্লেখ্য হাওর শব্দটি সংস্কৃত শব্দ ‘সাগর’এর বিকৃত রূপ বলে ধারণা করা হয়। অর্থাৎ হাওরের উৎপত্তি হয়েছে এভাবে – সাগর – সাওর – হাওর।

হাওরের নামকরণ নিয়ে বেশক’টি জনশ্রুতি আছে। কথিত আছে ত্রিপুরার মহারাজা ওমর মানিক্যের সেনাবাহিনীর ভয়ে বড়লেখার কুকি দলপতি হাঙ্গর সিং জঙ্গলপূর্ণ ও কর্দমাক্ত এলাকায় ‘লুকি দেয়’ অর্থাৎ লুকিয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে কালক্রমে এই এলাকার নাম হয় ‘হাঙ্গর লুকি বা হাকালুকি’। এছাড়া বলা হয় প্রায় দু’হাজার বছর আগে প্রচন্ড এক ভূমিকম্পে ‘আকা’ নামে এক নৃপতি ও তাঁর রাজত্ব মাটির নিচে তলিয়ে যায়। এই তলিয়ে যাওয়া নিম্নভূমির নাম হয় ‘আকালুকি বা হাকালুকি’। শোনা যায় বড়লেখা উপজেলার পশ্চিমাংশে হেংকেল নামে একটি উপজাতি বাস করত। ঐ এলাকার নাম ছিল ‘হেংকেলুকি’ – যা পরে ‘হাকালুকি’ নাম ধারণ করে। অপর একটি জনশ্রুতি মতে, একসময় হাওরের কাছাকাছি বসবাসকারী কুকি ও নাগা উপজাতি তাদের ভাষায় এই হাওরের নামকরণ করে ‘হাকালুকি’- যার অর্থ লুকানো সম্পদ।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Moulvibazar Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamat...

প্রকৃতির অপরূপ লীলা নিকেতন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত(Madh...
09/12/2021

প্রকৃতির অপরূপ লীলা নিকেতন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত(Madhabkunda Jolopropat)। এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে এখানে। প্রায় ২০০ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় সাঁ সাঁ শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ডের। আর কুণ্ডের প্রবাহমান স্রোতধারা শান্তির বারিধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে।

মাধবকুণ্ডের নামকরণ সম্পর্কে কথিত আছে যে, শ্রীহট্টের রাজা গঙ্গাধ্বজ ওরফে গোবর্ধন পাথারিয়া পাহাড়ে একটি বিশ্রামাগার নির্মাণ শুরু করলে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় মাটির নিচে একজন সন্ন্যাসীকে দেখতে পান। তখন তিনি ওই সন্ন্যাসীর পদবন্দনা ও স্তূতি করলে সন্ন্যাসী তাকে নানা উপদেশসহ মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে তাকে এ কুণ্ডে বিসর্জন দিতে নির্দেশ দেন। সন্ন্যাসী বিসর্জিত হওয়া মাত্র তিনবার মাধব, মাধব মাধব নামে দৈববাণী হয়। সম্ভবত এ থেকেই মাধবকুণ্ড নামের উৎপত্তি। আবার কারও কারও মতে, মহাদেব বা শিবের পূর্বনাম মাধব এবং এর নামানুসারে তার আবির্ভাব স্থানের নাম মাধবকুণ্ড।

কিভাবে যাবেনঃ

সিলেট বা মৌলভীবাজার থেকে গাড়িতে করে যেতে পারেন। মৌলভীবাজার জেলা সদর থেকে দূরত্ব ৭০ কিলোমিটার এবং সিলেট থেকে দূরত্ব ৭২ কিলোমিটার।

ঢাকা থেকে বাস, ট্রেন, বিমান সকল পথেই মৌলভীবাজার যাওয়া যায়। ঢাকার সায়েদাবাদ, কমলাপুর, কল্যাণপুর সহ দেশের যেসকল স্থান থেকে মৌলভীবাজার জেলার বাস ছাড়ে সেখান থেকে মৌলভীবাজারের বাসে করে কুলাউড়া নামতে হয়। ভাড়া: ৪৫০ টাকা)। ট্রেনে করে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে সিলেট রুটে চলাচলকারী ট্রেনে করে কুলাউড়া স্টেশনে নামতে হয়। ঢাকা থেকে যেসকল ট্রেন সিলেট রুটে চলাচল করে সেগুলো হলো – পারাবত এক্সপ্রেস (মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬:৪০ মিনিটে), জয়ন্তিকা এক্সপ্রেস (সপ্তাহের ৭ দিনই দুপুর ২ টায়) ঢাকা হতে ছেড়ে যায়।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Moulvibazar Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamat...

হাওর (Haor) পিরিচ আকৃতির বৃহৎ ভূ-গাঠনিক অবনমন। প্রধানত বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে হাওর(Hail haor) দেখা যায়। এই হা...
08/12/2021

হাওর (Haor) পিরিচ আকৃতির বৃহৎ ভূ-গাঠনিক অবনমন। প্রধানত বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে হাওর(Hail haor) দেখা যায়। এই হাওরগুলি নদী ও খালের মাধ্যমে জলপ্রবাহ পেয়ে থাকে। শীতকালে হাওরগুলি বিশাল, দিগন্তবিস্তৃত শ্যামল প্রান্তরের রূপ নেয়, আবার বর্ষাকালে কুলহীন সমুদ্রের আকার ধারণ করে। হাওর শব্দটি সংস্কৃত শব্দ ‘সাগর’-এর বিকৃত রূপ বলে ধারণা করা হয়।

ভূ-গাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে হাওরের উৎপত্তি এবং মধুপুর সোপান গঠনের সঙ্গে এর যোগ রয়েছে বলেও মনে করা হয়। বিল অবনমিত হয় না, কিন্তু হাওর অববাহিকা অবনমিত হয়। একসময় মেঘনা ও এর শাখানদীসমূহ দ্বারা গঠিত প­াবনভূমির স্থায়ী ও মৌসুমি হ্রদ নিয়েই গঠিত হয়েছিল হাওর অববাহিকা, যেখানে প্রচুর বৈচিত্র্যপূর্ণ জলজ উদ্ভিদ থাকত। কিন্তু ক্রমান্বয়িক অবক্ষেপণের কারণে অববাহিকাগুলির গভীরতা কমে গিয়ে চরা জেগে সেখানে হোগলা, নলখাগড়ার ঝোপ গজিয়ে ওঠে। এর ফলে একদিকে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্য ও আশ্রয়ের আদর্শ স্থান হয়ে ওঠে হাওর অঞ্চলগুলি, অন্যদিকে পরিযায়ী পাখিদের আকর্ষণীয় আবাসস্থলে পরিণত হয়েছে। আবার পরিযায়ী পাখিদের মলমুত্রে সমৃদ্ধ হয়ে উর্বর জলমহালগুলি উদ্ভিদ প­াঙ্কটন (Phytoplankton) ও দীর্ঘ লতাগুল্মের জন্ম দেয়, যা ইউট্রোফিকেশন (eutrophication) প্রক্রিয়াকে অংশত সাহায্য করছে।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Moulvibazar Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamat...

সুনামগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণ হচ্ছে নারায়ণতলা(Narayanatola) ও এর আশেপাশের অঞ্চল। শহর থেকে ১২ কি. মি. দূরে একদম সীমান্ত...
08/12/2021

সুনামগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণ হচ্ছে নারায়ণতলা(Narayanatola) ও এর আশেপাশের অঞ্চল। শহর থেকে ১২ কি. মি. দূরে একদম সীমান্ত ঘেঁষে মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশে এর অবস্থান। নারায়ণতলায় গেলে আপনাকে প্রথমেই স্বাগত জানাবে বিশাল বিশাল সবুজ পাহাড়। তবে পাহাড়গুলো দু’চোখ জুড়িয়ে দেখার সুযোগ পেলেও চড়ার সুযোগ কিন্তু হবে না। কারণ- বড় পাহাড়গুলোর অবস্থান সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যে। এজন্যে অবশ্য মন খারাপ করার কিছু নেই। সীমান্তে দাঁড়িয়ে অন্য একটি দেশ দেখার মজাও কিন্তু কম নয়। সীমানা নির্ধারক পিলারের এপার-ওপারে পা রাখার আনন্দও এখানে বোনাস হিসেবে পাওয়া যাবে। নারায়ণতলা যে শুধু সৌন্দর্যের দিক দিয়ে অনবদ্য তা কিন্তু নয়, ঐতিহাসিক দিক দিয়েও এ স্থানের গুরুত্ব অপরিসীম। কারণ, নারায়ণতলার ডলুরায় বৃক্ষরাজীর শীতল ছায়াতলে ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শায়িত আছেন। মুক্তিযুদ্ধে বালাট সাব সেক্টরের অধীন যোদ্ধাদের গণ কবর ডলুরার শহীদ মাজারে গিয়ে শ্রদ্ধা জানাতেও অসংখ্য দর্শনার্থী প্রতিদিন ভিড় জমান। নারায়ণতলার, মুগাইর পাড় গ্রামটি গারো অধ্যুষিত। এখানে এলে পাবেন গারো সমাজ ও সংস্কৃতির সংস্পর্শ।

কিভাবে যাবেনঃ

শ্যামলী নন এ.সি বাসে সরাসরি ঢাকা টু সুনামগঞ্জ যেতে পারেন। ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত শ্যামলীতে ৩৩০ টাকা নেবে। অথবা ভালো হয়, যদি ঢাকা থেকে গ্রীন লাইন বা সোহাগ (ঢাকা-সিলেট রুটে সোহাগের সার্ভিস চরম হতাশাজনক) এসি বাসে ৫৮০ টাকা দিয়ে টিকেট কেটে আনুমানিক ৫ ঘন্টায় সিলেট হুমায়ূন রশিদ চত্ত্বরে নামবেন। সেখান থেকে বিশ টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করে কীন ব্রীজ পার হবেন। তারপর শেয়ার/রিজার্ভ সিএনজিতে কুমারগাঁও বাস স্ট্যাণ্ড। সেখান থেকে ৭০ টাকা দিয়ে ‘বিরতিহীন’ বাসের টিকেট কেটে বাসে উঠে হালকা ঝাঁকি খেতে খেতে ২ ঘন্টায় সুনামগঞ্জ। ফেরার পথেও একইভাবে ফিরতে পারেন। আর নন এ.সি নাইট কোচ শ্যামলীতে ঢাকা ফিরতে ৩০০ টাকা নেবে।

সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে ৫০ টাকায় রিজার্ভ টমটমে পনের মিনিটে পৌছে যাবেন হলদিয়া ঘাটে। সেখান থেকে ট্রলারে ওপারের বাজারে নেমে মোটরসাইকেল করে যেতে হবে নারায়ণতলা শহীদমিনার। এক মোটরসাইকেলে চালকসহ তিনজন। আপ-ডাউন ভাড়া ১৬০ টাকা। সময় লাগবে বিশ থেকে ত্রিশ মিনিট।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sunamganj Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati....

প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং(Aprupa Jaflong)। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং ...
07/12/2021

প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং(Aprupa Jaflong)। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইনডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেলপানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদেরদারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশী-বিদেশীপর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিকস্পট, সৌন্দর্যের রাণী- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমনপিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমনে এসে জাফলং নাগেলে ভ্রমনই যেন অপূর্ণ থেকে যায়।

কিভাবে যাবেনঃ

সিলেট থেকে আপনি বাস/ মাইক্রোবাস/ সিএনজি চালিত অটোরিক্স্রায় যেতে পারেন জাফলং এ। সময় লাগবে ১ ঘন্টা হতে ১.৩০ ঘন্টা। সিলেটে থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে। জাফলং যেতে জনপ্রতি বাসভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া-আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা। সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা। সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

সিলেটের দর্শনীয় স্থান গুলোর যদি সংক্ষিপ্ত  লিষ্ট করা হয় তার মধ্যে  তামাবিল(Tamabil) অন্যতম দর্শনীয় স্থান এর নাম। চারপা...
07/12/2021

সিলেটের দর্শনীয় স্থান গুলোর যদি সংক্ষিপ্ত লিষ্ট করা হয় তার মধ্যে তামাবিল(Tamabil) অন্যতম দর্শনীয় স্থান এর নাম। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে স্বচ্ছ পানির লেক আপনাকে দিবে অন্যরকম এক ভালোলাগার অনুভুতি। তামাবিল স্থল বন্দরটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কি.মি। জাফলং জিরো পয়েন্ট নামেও পরিচিত।


কিভাবে যাবেনঃ

সিলেটে বাসে ও ট্রেনে ভ্রমণ করা যায়। তবে বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশ আরামদায়ক। ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেল ষ্ট্রেশন গিয়ে কামরা ভাড়া করে গেলে আরামে যাওয়া যায়। বাসে গেলে গ্রীনল্যান্ড ও সোহাগ পরিবহনে সিলেটে ভ্রমণ করা যায়।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

লালাখাল (Lalakhal) সিলেট (Sylhet) শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লাল...
06/12/2021

লালাখাল (Lalakhal) সিলেট (Sylhet) শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালজুড়ে। যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে জ্যোৎস্না ধোয়া নদীর রূপ সারাজীবন মনে রাখার মত একটা ঘটনা হবে। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। পাহাড়গুলোকে দেখলে মনে হয়, কেউ যেন নিজ হাতে থরেথরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়। একটু কাছ থেকে দেখা যায়, মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়।

কিভাবে যাবেনঃ

লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট-তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলং মাঝামাঝি এ স্থানটির নাম সারিঘাট। আগেই বলা হয়েছে, যাওয়ার জন্য পথ দুটি সড়কপথ ও নৌপথ। সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। তা ছাড়া সিলেট শহর থেকে বাস, লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিতে পারেন। নৌপথে যেতে চাইলে আগে সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস, লেগুনায় গিয়ে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। রাত ৮টা নাগাদ যানবাহন পাওয়া যাবে।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে(Volagonj) দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারীর অবস্হান। মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পাহ...
06/12/2021

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে(Volagonj) দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারীর অবস্হান। মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে বর্ষাকালে ঢল নামে। ধলাই নদীতে ঢলের সাথে নেমে আসে পাথর। পরবর্তী বর্ষার আগমন পর্যন্ত চলে পাথর আহরণ।

এছাড়াও রয়েছে ১৯৬৪-১৯৬৯ সালে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প- যার দৈর্ঘ্য ১১ মাইল ও টাওয়ার এক্সক্যাভেশন প্ল্যান্টের সংখ্যা ১২০টি। উত্তোলিত পাথর ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে পাঠানো হতো। ১৯৯৪ সালের পর এই পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।

এখান থেকে ২০ মিনিটের ইঞ্জিন নৌকা দূরত্বে রয়েছে বিশেষ কোয়ারী’র অবস্হান। মূলত সীমান্তের অতি নিকটবর্তী হওয়ায় এই জায়গাকে বিশেষ কোয়ারী বলা হয়। সেখানে থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রাণভরে উপভোগ করা যায়।

কিভাবে যাবেনঃ
সরাসরি যাতায়াত ব্যবস্থা নেই। সিলেট থেকে পাবলিক বাস বা সিএনজি বেবীট্যাক্সি করে টুকের বাজার পর্যন্ত যেতে হবে। টুকের বাজার থেকে আবার বেবীট্যাক্সি করে ভোলাগঞ্জ যেতে হবে। বিশেষ কোয়ারীতে যেতে হলে নদী তীরে অবস্হিত পোস্টের বিডিআর’এর অনুমতি নিতে হবে। ইঞ্জিন নৌকার ভাড়া ১,৫০০/- থেকে ২০০০/- টাকা পর্যন্ত। কারণ পাথর উত্তোলনের জন্য এই নৌকাগুলো ব্যবহৃত হয়। এতে মাঝিদের প্রচুর আয় হয়। ফলে মানুষ পরিবহন করতে হলে পাথর পরিবহনের সমান ভাড়া না পেলে তারা ভাড়া খাটতে রাজী হয় না। বিশেষ কোয়ারীতেও বিডিআর পোস্ট রয়েছে। তাদের নলেজে রেখে সীমান্ত এলাকা ঘোরাফেরা করা শ্রেয়। সিলেট- ভোলাগঞ্জ সড়কের অবস্থা খু্‌বই শোচনীয়। নিজের বাহন না থাকলে নারী/শিশুকে নিয়ে ভ্রমন কষ্টকর হয়ে যাবে। সিলেট শহর থেকে সড়ক দূরত্ব কম হলেও রাস্তার কারণে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

হাকালুকি হাওরের(Hakaluki Haor) বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী। এই জলরাশি হাওরের উত্তর-পশ্চিমে অবস্থিত ক...
05/12/2021

হাকালুকি হাওরের(Hakaluki Haor) বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী। এই জলরাশি হাওরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে হাওর সংলগ্ন এলাকা প­াবিত হয়ে বিশাল রূপ ধারন করে। এই সময় পানির গভীরতা হয় ২-৬ মিটার।

হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে। প্রায় সারাবছরই বিলগুলিতে পানি থাকে। উলে­খযোগ্য বিলসমূহ হলো: চাতলা বিল, চৌকিয়া বিল, ডুল­া বিল, পিংলার কোণা বিল, ফুটি বিল, তুরাল বিল, তেকুনি বিল, পাওল বিল, জুয়ালা বিল, কাইয়ারকোণা বিল, বালিজুড়ি বিল, কুকুরডুবি বিল, কাটুয়া বিল, বিরাই বিল, রাহিয়া বিল, চিনাউরা বিল, দুধাল বিল, মায়াজুরি বিল, বারজালা বিল, পারজালা বিল, মুছনা বিল, লাম্বা বিল, দিয়া বিল, ইত্যাদি।

কিভাবে যাবেন হাকালুকি হাওর সিলেট

ঢাকা থেকে বাস/ট্রেন এ করে সিলেট এসে, তারপর সিএনজি, লেগুনা করে ঘন্টার ভেতর চলে যেতে পারবেন হাকালুকি হাওর এ।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

শাহজালাল (জন্ম তুরস্ক ৬৭১ হিঃ ১২৭১ইং- মৃত্যু; ৭৪০ হিঃ ১৩৪১ ইং) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তাঁর পুরো নাম শায়...
05/12/2021

শাহজালাল (জন্ম তুরস্ক ৬৭১ হিঃ ১২৭১ইং- মৃত্যু; ৭৪০ হিঃ ১৩৪১ ইং) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তাঁর পুরো নাম শায়খ শাহ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ ইংরেজী সালে ৩২ বত্সর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারনা করা হয়। সিলেট আগমনের সময় কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে; তদুপরি শাহ জালালের সমাধির(Hazrat Shahjalal Mazar) খাদিমগণের প্রাপ্ত পারসী ভাষার একটি ফলক লিপি হতে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়পারসী ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল ও তাঁর সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর মৃত্যুর পর তাঁকে সিলেটেই কবর দেয়া হয়।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চ...
04/12/2021

চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনার ঘেষে ছুটে গেছে আকাবাঁকা মেঠোপথ। কোন যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান।

মালনীছড়া চা বাগান কিভাবে যাবেনঃ

সিলেট শহর থেকে রিকশাযোগে অথবা অটোরিকশা বা গাড়িতে বিমানবন্দর রোডে চাবাগানটি পাওয়া যাবে। গাড়িতে যেতে আম্বরখানা পয়েন্ট থেকে ১০ মিনিট এর পথ।রিকশাযোগে যেতে আধঘন্টা লাগবে।

ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে।

ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

মরমী সাধক হাছন রাজার গানের রয়েছে অমূল্য ভান্ডার। তার যাপিত জীবনও ছিল বর্নাঢ্য। হাছন রাজার স্মৃতিকে অম্লান রাখার উদ্দেশ্...
04/12/2021

মরমী সাধক হাছন রাজার গানের রয়েছে অমূল্য ভান্ডার। তার যাপিত জীবনও ছিল বর্নাঢ্য। হাছন রাজার স্মৃতিকে অম্লান রাখার উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। সুনামগঞ্জ পৌরসভা এলাকার তেঘরিয়ায় সুরমা নদীর কোল ঘেষে দাঁড়িয়ে থাকা হাছন রাজার স্মৃতি বিজড়িত বাড়িটিতেই প্রতিষ্ঠা করা হয়েছে এই মিউজিয়াম (Hasan Rajar Museum)।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sunamganj Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati....

শাহ পরাণের মাজার(Shah Paraner Mazar) সিলেট শহরের একটি পুণ্য তীর্থ বা আধ্যাতিক স্থাপনা। যা হচ্ছে ১৩০৩ খ্রিস্টাব্দে মধ্যপ্...
03/12/2021

শাহ পরাণের মাজার(Shah Paraner Mazar) সিলেট শহরের একটি পুণ্য তীর্থ বা আধ্যাতিক স্থাপনা। যা হচ্ছে ১৩০৩ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহ জালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহ পরাণের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিম নগর এলাকায় অবস্থিত। শাহ জালালের দরগাহ থেকে প্রায় ৮ কিঃমিঃ দুরত্বে শাহ পরাণের মাজার অবস্থিত। শাহ জালালের দরগাহর মতো এ মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন; সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহ পরাণের দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাষ ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...

Address

House No: 40 (Ground Floor), Sher E Bangla Road, Katashur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when TourToday.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TourToday.com.bd:

Videos

Share

Category

Nearby travel agencies