05/12/2021
হাকালুকি হাওরের(Hakaluki Haor) বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী। এই জলরাশি হাওরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে হাওর সংলগ্ন এলাকা পাবিত হয়ে বিশাল রূপ ধারন করে। এই সময় পানির গভীরতা হয় ২-৬ মিটার।
হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে। প্রায় সারাবছরই বিলগুলিতে পানি থাকে। উলেখযোগ্য বিলসমূহ হলো: চাতলা বিল, চৌকিয়া বিল, ডুলা বিল, পিংলার কোণা বিল, ফুটি বিল, তুরাল বিল, তেকুনি বিল, পাওল বিল, জুয়ালা বিল, কাইয়ারকোণা বিল, বালিজুড়ি বিল, কুকুরডুবি বিল, কাটুয়া বিল, বিরাই বিল, রাহিয়া বিল, চিনাউরা বিল, দুধাল বিল, মায়াজুরি বিল, বারজালা বিল, পারজালা বিল, মুছনা বিল, লাম্বা বিল, দিয়া বিল, ইত্যাদি।
কিভাবে যাবেন হাকালুকি হাওর সিলেট
ঢাকা থেকে বাস/ট্রেন এ করে সিলেট এসে, তারপর সিএনজি, লেগুনা করে ঘন্টার ভেতর চলে যেতে পারবেন হাকালুকি হাওর এ।
TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Sylhet Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati the...