Cheap Tour and Food

Cheap Tour and Food Cheap Tour and Food

02/08/2023
আলহামদুলিল্লাহ দীর্ঘ ২.৫বছর পর কাবার ব্যারিকেড উঠিয়ে দেওয়া হলো। হাজরে আসওয়াদ এবং হাতীম উন্মুক্ত হয়ে গেল সবার জন্য!!
03/08/2022

আলহামদুলিল্লাহ দীর্ঘ ২.৫বছর পর কাবার ব্যারিকেড উঠিয়ে দেওয়া হলো। হাজরে আসওয়াদ এবং হাতীম উন্মুক্ত হয়ে গেল সবার জন্য!!

20/07/2021

করোনাকালীন সময়ে সকলের সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করছি । আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ।
❤️ ঈদ মোবারক ❤️

20/07/2021

এখন থেকে যাদের বয়স ৩০ তারাও ঘরে বসে এন আইডি কার্ড দিয়ে করোনার ভেকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেন ।

Kiswah Replacement 1442 🕋Haramain Sharifain
18/07/2021

Kiswah Replacement 1442 🕋

Haramain Sharifain

23/05/2021

যেই গরম পরছে সবাই নাকি আরব দেশের ভাষায় কথা কোয়া শুরু করবো তাই আমি আগে থেক্কাই শুরু কইরা দিছি 😜।

দেবতা পাহাড় ট্রেকিং এর পথের সংস্কার করা হয়েছে।  আমিয়াখুম, সাতভাইখুম, ভেলাখুম  যেতে যে দেবতা পাহাড় পারি দিতে হয় তা খুব ব...
19/05/2021

দেবতা পাহাড় ট্রেকিং এর পথের সংস্কার করা হয়েছে।

আমিয়াখুম, সাতভাইখুম, ভেলাখুম যেতে যে দেবতা পাহাড় পারি দিতে হয় তা খুব বিপদজনক ও কষ্ট সাধ্য। তাই থানচি উপজেলা নির্বাহী অফিসার, জিন্না পাড়ার গ্রামবাসী ও ইউপি সদস্য উদ্যোগে সেই পথটি বর্ষা শুরুর আগে আগে সংস্কার করা হয়েছে। এতে ট্রাভেলার/ ট্যুরিস্টদের অনেকটা কষ্ট কম হবে ট্রেকিং করতে। ❤

ছবি: সংগৃহীত
তথ্যঃ স্থানীয় গাইড

প্রবিত্র কা'বা ঘরমক্কা, সৌদি আরব ♥️
29/04/2021

প্রবিত্র কা'বা ঘর
মক্কা, সৌদি আরব ♥️

হে আল্লাহ একমাত্র তুমি পারো আমাদের রক্ষা করতে । তুমি ছাড়া আমাদের কোন শক্তি নেই এই মহামারী থেকে রক্ষা পাওয়ার । আল্লাহ আমা...
26/04/2021

হে আল্লাহ একমাত্র তুমি পারো আমাদের রক্ষা করতে । তুমি ছাড়া আমাদের কোন শক্তি নেই এই মহামারী থেকে রক্ষা পাওয়ার । আল্লাহ আমাদের ভুল গুলোকে ক্ষমা করে আবার পৃথিবীকে আগের মত স্বাভাবিক করে দাও।

18/04/2021

Sheikh Sudais perfumes the Black Stone and the Ka’bah



অবশেষে করোনাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ 😜
16/04/2021

অবশেষে করোনাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ 😜

এক একটি বাড়ির ছাদ যেন মসজিদে পরিনত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ ।
14/04/2021

এক একটি বাড়ির ছাদ যেন মসজিদে পরিনত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ ।

১২ মাসের মধ্যে ১১ মাসই আমরা ব্যবসা বানিজ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই রমজান মাস এই একটি মাস যা কিনা নিজের গুনাহ...
13/04/2021

১২ মাসের মধ্যে ১১ মাসই আমরা ব্যবসা বানিজ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই রমজান মাস এই একটি মাস যা কিনা নিজের গুনাহ মাফ করানোর মাস । আল্লাহ কাছে এই মাসে যদি নিজের গুনাহকে মাফ করতে না পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই । তাই খুব বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা । মাফ করার মালিক আল্লাহ । তাই আল্লাহপাক এই রমজান মাসে সকলের জীবনের গুনা গুলোকে মাফ করানোর তৌফিক দান করুক আমিন । আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।

মেঘালয়,ভারত।
09/02/2021

মেঘালয়,ভারত।

কেওক্রাডং
07/02/2021

কেওক্রাডং

Kaptai Lake
03/02/2021

Kaptai Lake

Kaptai Lake -02Khagrachhori-Sajek-Rangamati-Bandarban--Boga Lake-Keokradong-Saint Martin-Dhaka. D...

বগা লেকের অপরুপ চিত্র ❤️
02/02/2021

বগা লেকের অপরুপ চিত্র ❤️

01/02/2021

Kaptai Lake -01Khagrachhori-Sajek-Rangamati-Bandarban--Boga Lake-Keokradong-Saint Martin-Dhaka. D...

মেঘ পাহাড়ের দেশ সাজেক ভ্রমণপাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তু...
31/01/2021

মেঘ পাহাড়ের দেশ সাজেক ভ্রমণ
পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায় – এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি সাজেক এর কথা।

ভ্রমণ তারিখঃ ৫-৬ ফেব্রুয়ারি / ১২-১৩ ফেব্রুয়ারি / ১৯-২০ ফেব্রুয়ারি / ২৬-২৭ ফেব্রুয়ারি / ৫-৬ মার্চ / ১২-১৩ মার্চ / ১৯-২০ মার্চ / ২৬-২৭ মার্চ / ২০২১।

ভ্রমণ পরিকল্পনাঃ
প্রতি বৃহস্পতিবার – ঢাকা থেকে রাতে নন-এসি বাসে যাত্রা।

শুক্রবার – খাগড়াছড়িতে নাস্তা করে করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাড়া, হ্যালিপেড এবং রুইলুই পাড়ায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।

শনিবার – নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে আর্মি এসকর্টে (এসকর্ট ১০-১০:৩০) করে দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা, তারেং এবং জেলা পরিষদ পার্কে যাবো। তারপর রাতের ডিনার করে নন-এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা।

রবিবার – ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

আসন সংখ্যাঃ ১৮ জন।

খরচঃ
৫৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৪ জন শেয়ারিং)
৬০০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৩ জন শেয়ারিং)
৬৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)

*** ( ৩/৪ জন শেয়ার, একই পরিবার কিংবা একই সার্কেলের হতে হবে )
১,০০০/- টাকা বেশি হবে মূল প্যাকেজ প্রাইস থেকে।
*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, জীপের সীট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী ৪০০০ টাকা হবে।

*** পরিস্থিতি বিবেচনায় প্ল্যানে যেকোন ধরনের গ্রহণযোগ্য পরিবর্তন হতে পারে।
*** ৪ জন শেয়ারিং বেসিসে থাকতে হবে (২ জন বেড এবং ২জন এক্সট্রা ফ্লোরিং বেড) এবং থাকার ব্যপারে কোন উজর-আপত্তি পরবর্তীতে গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা মেনে নিয়েই সাজেক ভ্রমণ করবেন আশা করি।

❑খাবার মেন্যু:

১ম দিন:
সকালের নাস্তা: পরটা, সবজি, ডিমের ওমলেট, চা।
দুপুরের খাবার: সাদা ভাত, চিকেন গুতায়া/শুটকি, ব্যাম্বু চিকেন, ডাল, সালাদ।
রাতের খাবার: পরটা, চিকেন বার-বি-কিউ, সবজি, সফট ড্রিংকস।

২য় দিন:
সকালের নাস্তা: খিচুরি, ডিম ভুনা, চাটনি/ভর্তা।
দুপুরের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ।

বুকিং নাম্বারঃ 01720012442.

Saif Air Travel

সকালের কংলাক পাহাড় ।
28/01/2021

সকালের কংলাক পাহাড় ।

সাজেক 0  কি.মি.
28/01/2021

সাজেক 0 কি.মি.

28/01/2021

সেন্টমার্টিনে আসা যাওয়ার পথে দেখা মিলবে এই অতিথিদের ❤️ ।

25/01/2021

😃🤔😃

06.01.2021 10 days tour
23/01/2021

06.01.2021 10 days tour







এই ছবিগুলো উন্নত কোন দেশের না। আমাদের দেশের রাস্তার। ছবিগুলো তোলা হয়েছে আমাদের কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকা থেকে। ঢাক...
22/01/2021

এই ছবিগুলো উন্নত কোন দেশের না। আমাদের দেশের রাস্তার। ছবিগুলো তোলা হয়েছে আমাদের কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকা থেকে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা সুপার এক্সপ্রেসওয়ে’র। এই এক্সপ্রেসওয়েটি যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করেছে। দুটি সার্ভিস লেনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে যুক্ত করেছে। ভ্রমণের সময় কমানোর পাশাপাশি যানবাহন দ্রুত, নির্বিঘ্নে ও নিরবিচ্ছিন্নভাবে চলাচল করাসহ বেড়েছে নানা সুবিধা।

Collected

Address

MIrpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheap Tour and Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cheap Tour and Food:

Videos

Share

Cheap Tour and Food (CTF)

We Cheap Tour and Food (CTF) do not guaranty, assure or certify any food, restaurant, product, service, firm, thing or quality. We only share our personal positive opinion/experience, which may not be same always, or to other or in real. Visitor, Audience, member and visitors are advised to verify by their self before following any of our photo/video/info/suggestion/act/opinion/advice or experience.Any info/content of this site may change any time or may not match in real life. A tour or food may not seem best to all, but it might be a best experience or taste for you.


Other Food Tour Agencies in Dhaka

Show All