১২ রমজান, ২৩ শে মার্চ ২০২৪, রোজ শনিবার মনির গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
✅মো: আবদুল্লাহ হেল বাকি (ভাইস প্রেসিডেন্ট & হেড অফ ব্রাঞ্চ- নিউ মার্কেট ব্রাঞ্চ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
✅দারাজ মাহমুদ (সিওও, টেক ট্রিপ লিমিটেড)
✅ওমর ফারুক খান (ফাউন্ডার & সিইও, রাহাত ইংলিশ কেয়ার)
আরো উপস্থিত ছিলেন
✅লায়ন মো:মনিরুল ইসলাম ( ফাউন্ডার & সি ই ও মনির গ্রুপ অফ কোম্পানি )
✅ফারজানা শারমিন (চেয়ারম্যান,ট্রাভেল সেবা লিমিটেড )
✅মো: আমানত উল্লাহ
✅হোসনে আরা বেগম
✅মনির গ্রুপের সকল সদস্যবৃন্দ
আয়োজনে মনির গ্রুপ অব কোম্পানি।
স্থান: Buffet Lounge Mirpur 12
Amanot Travels International
IT Sheba Limited
Ekota Mart
Travel Sheba Limited
Muskan Holidays
Hosting Sheba 24
Umrah Sheba
New Vision Consultancy
পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর।
মনির গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।
- ঈদ মোবারক
Monir Travels LLC
Hosting Sheba 24
IT Sheba 24 Dot Com
Muskan Holidays
Travel Sheba Dot Com
Amanot Travels International
Ekota Mart
শুভ জন্মদিন, লায়ন মোঃ মনিরুল ইসলাম।
কর্মক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য ম্যাজিকের মতো যেই জিনিসটা কাজ করে সেটা হলো বসের উৎসাহ। আর আমি অনেক সৌভাগ্যবান যে আমি আপনার মতো একজন বস পেয়েছি। আপনিই পারেন কর্মক্ষেত্রের বাইরে কিভাবে একটি আন্তরিকতার সম্পর্ক স্থাপন করা যায় তার সহ কর্মীর সাথে। যেটা সত্যিই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সবশেষে আজ আপনার জন্মদিনে আপনাকে বলতে চাই আপনার ব্যক্তিগত জীবনে আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছান। সর্বদা ভালো থাকুন, সুখে থাকুন। আর এরকম হাজারটা জন্মদিন আসুক আপনার জীবনে।
মনির গ্রুপ অব কোম্পানির সকল সদস্যদের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। দোয়া করি আপনার জীবনযাত্রা যেন সুখী ও সমৃদ্ধ হয়।
মনির গ্রুপের পক্ষ থেকে আপনার শুভ কামনায় আমাদের ভালোবাসার কিছু শুভেচ্ছা বার্তা আপনার জন্য। আশা করি উপভোগ করবেন। শুভ জন্মদিন স্যা
Happy Birthday Ln. Monirul Islam
শুভ জন্মদিন, লায়ন মোঃ মনিরুল ইসলাম 🎂
আপনার ইতিবাচক মানসিকতার জন্য ধন্যবাদ। আপনি শুধুমাত্র একজন প্রথাগত বস নন. আপনি এমন একজন ব্যক্তি যিনি প্রতিদিন আমাদেরকে সাফল্যের জন্য পরিচালিত করেন। আপনার একাগ্র সমর্থনে আমরা সর্বদা আমাদের কাজগুলো ভালোভাবে বজায় রাখতে সক্ষম হই। আপনার সামনের দিনগুলোতে অনেক সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি!
মনির গ্রুপ অব কোম্পানির সকল সদস্যদের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।দোয়া করি আপনার জীবনযাত্রা যেন সুখী হয় ।
Don’t waste food
#মাটির_বিস্কিট
খাবার নষ্ট করার আগে একবার হলেও ভিডিওটি দেখুন।
হইতো একটি ভিডিও আপনার চিন্তাভাবনার অনেক পরিবর্তন এনে দিতে পারে।
#capital_news_24
BIRTHDAY GIRL MOON
মনির গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ট্রাভেল সেবা লিমিটেড এর মার্কেটিং এক্সিকিউটিভ Moon Smilee এর আজ জন্মদিন।
মনির গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
🥳🤩শুভ জন্মদিন🎂🤩
Shakil
মনির গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আইটি সেবা ২৪ ডট কমের জেনারেল ম্যানেজার শাকিল মাহমুদ এর আজ জন্মদিন।
মনির গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
🥳🤩শুভ জন্মদিন🎂🤩
Shipon
ট্রাভেল সেবা লিমিটেডের মার্কেটিং এক্সিকিউটিভ সবার প্রিয় শিপনের বিদায় অনুষ্ঠান। তার ভবিষ্যৎ লক্ষ্যের জন্য মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,চেয়ারম্যান এবং সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে থাকলো শুভ কামনা।
শুভ জন্মদিন সুমাইয়া শারমিন নিরা
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দুঃখগুলো যাক দূরে। শুভ জন্মদিন।
মনির গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আইটি সেবা ২৪ ম্যানেজার,মার্কেটিং সুমাইয়া সারমিন এর আজ জন্মদিন।
মনির গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
🥳🤩শুভ জন্মদিন🎂🤩
জান্নাতুল ফেরদৌসের শুভ জন্মদিন
তনয়ের মতন উজ্জ্বল হও। তটিনীর মত চঞ্চল হও। অম্বর এর মত করে উদার হও। আর ঢেউয়ের মতন হও উচ্ছল। শুভ জন্মদিন জান্নাতুল ফেরদৌস। সারাজীবন আমাদের পাশে থেকো এটাই আমাদের কামনা।
শুভ হোক আগামীর পথচলা। মনির গ্রুপের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
মনির গ্রুপ অব কোম্পানির সিইও লায়ন মো মনিরুল ইসলাম স্যারের একমাত্র কন্যা মুসকান বিন মনির এর আজ জন্মদিন। 🎂🎂🎂
মনির গ্রুপের সকল কর্মকর্তা, কর্মচারীর পক্ষ থেকে ছোট্ট মামনির জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া।
প্রতিদিনই জন্মদিনের মত
আনন্দে পরিপূর্ণ থাকুক, পরিবার/পরিজন নিয়ে।তোমার সকল স্বপ্ন সত্যি হোক এই দোয়া রইলো❤️❤️❤️
Amanot Travels International
Faijan Rent A Car
Fardin Branding Zone
Home Restu
IT Sheba 24 Dot Com
Travel Sheba Dot Com
Ekota Mart
Eid Mubarak 2022
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ এবং প্রবাসের সকল ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক। ঈদুল আজহার পশু কোরবানীর সাথে সাথে আমাদের মনের ভিতরের পশু সত্তাকে যেন কোরবানী করতে পারি এই কামনাই মনির গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।
Monir Group- মনির গ্রুপ
The Symbol Of Satisfaction
Ekota Mart
Home Restu
Faijan Rent A Car
IT Sheba 24 Dot Com
Fardin Branding Zone
Travel Sheba Dot Com
New Vision Consultancy
Muskan Autos Bangladesh
Amanot Travels International
Monir Trade & Commerce Limited
Monir Group Official
Address:
Mukto Bangla Shopping Complex, 4th Floor (Lift-4), Commercial Space No:13-17, Mirpur -1, Dhaka-1216
Helpline (24/7): +8801906297808
wa.me/+8801906297808