08/08/2020
আলহামদুলিল্লাহ্
সবাই রেডি তো !!!!
ভ্রমণপ্রিয় বন্ধুরা, একটা ব্যাপার কষ্ট করে আপনাদের সকলকে মনে রাখার জন্য অনুরোধ করছি। TPB একটি প্রতিষ্ঠান । তাই তারা ইচ্ছে করলেই কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো প্লান করে দিতে পারে না, তাদেরও সুচিন্তিত কিছু সেরা প্লান থাকে । যার দরুন অনেক সময় সুষ্ঠু এবং সুন্দর ট্যুর আয়োজনের ক্ষেত্রে অনেকের পছন্দের স্পটে ইভেন্ট করতে পারা যায় না। আবার অনেক সময় কোথাও ইভেন্ট দেয়ার পর, সেখান থেকে চলে আসার সময় ভ্রমণ স্পট নিয়ে অসন্তোষের অভিব্যক্তি দেখা যায়। আমরা বুঝতে পারি যে, হয়ত অনেকেই মনঃক্ষুণ্ণ থাকে ভ্রমণ স্পট নিয়ে। তাই, যদি কিছু মনে না করেন, তাহলে আপনাদের জন্য কিছু কিছু ব্যাপার একটু স্মরণ করতে চাচ্ছিলাম।
🚩বান্দরবান খুলছে চলেন বান্দরবান যাই, সিলেট খুলছে চলেন সিলেট যাই, চলেন পেয়ারা বাজার যাই - এই রকম অনেকেরই পছন্দের তালিকা বা মন্তব্য থাকে । থাকতেই পারে। যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি থাকে আমাদের ভ্রমণপ্রিয় বন্ধুদের মতামত, তাই তাদের কথার ভিত্তিতেই কিন্তু আমরা ট্যুর আয়োজন করি । তবে দেখা যায় কি, যাওয়ার সময় তাদের অনেকেরই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তারা আর যেতে পারে না। বন্ধুরা, লস টা কিন্তু তখন আমাদেরই হয়।
🚩একটা কথা ভাবুন । আপনি দেখলেন সবাই নাফাখুম যাচ্ছে আপনি ও খুব করে বললেন, ভাই চলেন নাফাখুম যাই। আচ্ছা আপনি কি এই বিষয়টা একটাবার ভেবে দেখেছেন যে, আপনি গিয়ে আসলে কি কি দেখবেন? আসলেই কি শুধুই নাফাখুম দেখবেন, নাকি আরও অন্য অনেক কিছু আছে - সেগুলোও দেখবেন ? মাঝেমাঝে অনেককেই বলতে শুনা যায় যে - 'এই একটা জায়গায় গেলাম এত কষ্ট করে, এত দূরে, তাও আবার তিন দিন লাগলো। এত টাকা লেগে গেল ... ইত্যাদি।' আসলেইতো , একটা মাত্র জায়গার জন্য এত টাকা খরচ করে যাওয়া তো অর্থহীনই। শুধুই একটা স্পটে একদিনে সকলের যাওয়াটা - আসলেই চিন্তার বিষয়। কিন্তু বন্ধুরা, একটা ব্যাপার খেয়াল করে দেখেন তো - চলতি পথে আরও কত কি থাকে দেখার, কত কি থাকে উপভোগ করার আর, জানার !! আমরা সেগুলোও দেখবো, জানবো, বুঝবো, উপলব্ধি করবো । তবেই না হবে আমাদের সত্যিকারের ভ্রমণ ! আমরা সকলের সাথে গা ভাসাতে এভাবে ভ্রমন করতে চাই না। আমরা চাই প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে ফেলতে। যারা প্রকৃতিকে ভালোবেসে ভ্রমণ করে, প্রকৃতির স্বাদ নিতে চায়, তাদের নিকট কিন্তু শুধু স্পট কাভার করাটাই লক্ষ্য নয় বলে আমরা মনে করি।
🚩এখন যেরকম পরিস্থিতি, সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা ১১/১২ সিটের হাইয়েস মাইক্রোতে মাত্র ৭ জন নিয়েও ইভেন্ট করেছি। তবে মাইক্রোর ভাড়া তো কমেনি ! তারপরও যদি কেউ (সবাই না) বলেন ইভেন্ট ফি বেশি, তাহলে আপনারাই বলেন যে, এর চাইতে কিভাবে কমাবো একটা হাইয়েস মাইক্রোতে ৭ জন করে নিয়ে ? এটা ঠিক যে এর চাইতে কমেও ইভেন্ট আছে । কিন্তু ইকটু কষ্ট করে জেনে নিয়ে দেখবেন যে, তারা কয়জন করে নিচ্ছে।
🚩অতি উৎসাহে আমরা ভ্রমনে গিয়ে ভুলে যাই পরিবারের কথা। অনেকদিন পর ঘর থেকে বেরিয়ে যেয়ে শুরু করে দেই ভ্রমন স্পটে গিয়ে ইচ্ছেমতন হৈ হুল্লোড় আর এটা সেটা ফেলে পরিবেশ নষ্ট করা। এতে করে পরিবেশ তো নষ্ট হচ্ছেই এবং কখনো কখনো আপনার জীবনের ঝুঁকিও কিন্তু বাড়ছে। তাই দয়া করে ইকটু আনন্দ কম হউক, তাও সুস্থ ভাবে বাড়ি ফিরে যান দয়া করে।
🚩একটা ভ্রমণ স্পট তার জায়গা থেকে সরে যাচ্ছে না। তাই তাড়াহুড়ো করে যাওয়ার কিছুই নাই। তবে চেষ্টা করবেন বেস্ট সময়ে সেই স্পটটা কভার করতে, আপনি তো আর বার বার যাচ্ছেননা একটা স্পটে তাইনা? আমরা ও চেষ্টা করি সেরা সময়ে সেরা ইভেন্টটি আয়োজন করতে।
সময়ের প্রয়োজনে আরও কিছু কথা বলছি। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে অনেকেই সাবধানে থাকেন । আমি বলবো সবাইই সাবধানে থাকুন, এবং সবাই নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন । ভ্রমণ করতে যেয়ে শুধু এর খারাপ দিক না ভেবে পজেটিভলি ভালো কিছু ভাবুন । করোনা আর ৮-১০ টা রোগের মতই রোগ তাই এর থেকে প্রতিকারের কথা ভাবুন। নিজেকে নিরাপদে রাখার কথা ভাবুন এবং অন্যকেও উৎসাহিত করুন নিরাপদে থাকার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করবো স্বাস্থ্য সচেতন থাকতে আমাদের সকল ভ্রমণে।
দীর্ঘ লক-ডাউন সময়ে গ্রুপের একটিভিটি নাই বললেই চলে । তাই ভ্রমণপ্রিয় বন্ধুদের বলবো, আপনাদের যে ভালোবাসায় এতদিনে এই গ্রুপটি এখানে এসেছে , সামনের দিনগুলোতেও এভাবেই পাশে থাকবেন । আশা করি সকলে আবার আগের মতই এক্টিভ হবেন এবং আপনাদের প্রিয় মানুষদের এড করে গ্রুপের এক্টিভিটিতে শামিল হবেন । আশা রাখছি ভালো কিছু ট্যুর সকলকে নিয়ে দিতে পারবো আমরা ইন-শা-আল্লাহ্।
ইভেন্টের ব্যাপারে গ্রুপে ও ইভেন্ট লিস্টে চোখ রাখুন এবং যেকোন ইভেন্ট সম্পর্কে জানতে সরাসরি আমাকে বা গ্রুপ মডারেটরকে ফোন দিন।
📲 ০১৮২১২৬৫২৬৫ এবং ০১৭১৪৩৭৬০৫০