Vromonkari Tour Guide

Vromonkari Tour Guide Need any travel information please contact with Us

 #টাংগুয়ার_হাওড়_ভ্রমণ (জুলাই ও আগস্ট ২০২২ইং) বর্ষার এই মৌসুমে নৌকার ছাদে বসে বৃষ্টিতে ভেজা, লাইফ জ্যাকেট পড়ে হাওড়ের স্বচ...
24/07/2022

#টাংগুয়ার_হাওড়_ভ্রমণ (জুলাই ও আগস্ট ২০২২ইং)

বর্ষার এই মৌসুমে নৌকার ছাদে বসে বৃষ্টিতে ভেজা, লাইফ জ্যাকেট পড়ে হাওড়ের স্বচ্ছ জলের উপর শুয়ে থাকা, হাওড়ের তাজা তাজা মাছ, কৃষকদের ঘরে পালা মুরগী আর সব শেষ তাদের হাওড়ে ভাসমান বাড়িতে রাত কাটানো এই ভিন্নধর্মী পরিকল্পনা নিয়ে আমাদের জুলাই মাসের হাওড় ট্রিপ গুলো সাজানো।

সবার কথা চিন্তা করে আমরা ২টি লাক্সারিয়াস হাউজ বোট এবং একটি ট্রেডিশনাল বোট বুক কেরে রেখেছি, এখন আপনারা নিচের তারিখ দেখে তারপর ইভেন্ট বিস্তারিত পড়ে আপনার আসন নিশ্চিত করুন।

আগ্রহীগন দ্রুত বুকিং কনফার্ম করে দিন............

🟥 বিস্তারিতঃ

লাক্সারি হাউস বোটে টাংগুয়ার হাওড় ভ্রমণ।
🚍 যাত্রা শুরুঃ ২৮-০৭-২০২২ইং রাত ১১ টায়।
🚌 যাত্রা শেষঃ ৩১-০৭-২০২২ইং ভোর ৫ টায়।
⚠️ বিস্তারিতঃ https://fb.me/e/1zDyC7pZ4

টাংগুয়ার হাওড়ে ভ্রমণকারীরা (১৫)
🚍 যাত্রা শুরুঃ ২৮-০৭-২০২২ইং রাত ১১ টায়।
🚌 যাত্রা শেষঃ ৩১-০৭-২০২২ইং ভোর ৫ টায়।
⚠️ বিস্তারিতঃ https://fb.me/e/1AbrwyS6h

লাক্সারি হাউস বোটে টাংগুয়ার ভ্রমণ (০২)
🚍 যাত্রা শুরুঃ ৩০-০৭-২০২২ইং রাত ১১ টায়।
🚌 যাত্রা শেষঃ ০২-০৮-২০২২ইং ভোর ৫ টায়।
⚠️ বিস্তারিতঃ https://fb.me/e/1rhoZlecL

#ভ্রমণে যা দেখবোঃ
-----------------------------
🏝️ টাংগুয়ার হাওড়
🏝️ নিলাদ্রী লেক
🏝️ বারিক্কাটিলা
🏝️ জাদুকাটা নদী
🏝️ শিমুল বাগান
🏝️ ওয়াচ টাওয়ার
🏝️ ওয়াচ টাওয়ার

🌈 #আয়োজনে যা যা থাকছেঃ
ঢাকা থেকে সকল প্রকার যাতায়াত (এসি/নন এসি)
নৌকায় থাকা (শেয়ারিং করে থাকা কেবিন)
দুই দিনের জন্য রিজার্ভ বোট
দুই দিনে পাঁচ বেলার মূল খাবার
সকল স্পটের এন্ট্রি টিকিট
গাইড সার্ভিস

#যোগাযোগঃ
~~~~~~~~

বাসাঃ ১০১
ওয়াসা রোড
পশ্চিম শেওড়াপাড়া
মিরপুর
ঢাকা।

সাব্বিরঃ ০১৮২১২৬৫২৬৫/০১৭৩২০৭৮৮৩০
নাবিলাঃ ০১৬৩১৭৩৮৮১৩
সোহানঃ ০১৩০৩১২৮৬২৪
বিনুঃ ০১৮৪০৯৯৬৮৫৬
ইমনঃ ০১৯৫৪০০০৫৮৬

15/12/2021
05/09/2021
সবাই রেডি হয়ে গেছে এবার শুরু করার পালা!!!১৫ই ডিসেম্বরের আমিয়াখুম ট্রিপের বুকিং কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, হাতে আছে ...
12/12/2020

সবাই রেডি হয়ে গেছে এবার শুরু করার পালা!!!

১৫ই ডিসেম্বরের আমিয়াখুম ট্রিপের বুকিং কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, হাতে আছে মাত্র ২ ঘন্টা তাই যে আগে বুকিং করতে পারবেন সেই যেতে পারবেন।

বিস্তারিতঃ আমিয়াখুম-নাফাখুম ভ্রমণ

আর মাত্র দুই জনের সিট খালি আছে.....

যোগাযোগঃ ০১৮২১২৬৫২৬৫

⭕ জেনে নেয়া উচিৎ.....  #চিত্র-১ যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন। #চ...
03/09/2020

⭕ জেনে নেয়া উচিৎ.....

#চিত্র-১ যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।

#চিত্র-২ যদি দাগ এক টানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভার টেক করা ঝুঁকিপূর্ণ।

#চিত্র-৩ যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না।এটা বিপদজনক হতে পারে।

19/08/2020

শেষ সময় শেষ সুযোগে এমন গুহায় ধ্যানমগ্ন থাকতে চাইলে এখনি ফোন হাতে নিয়ে বুকিং করো নিন আপনার আসন।

আমরা যাচ্ছি আগামী ২০ই আগস্ট রাতের বাসে।

০১৮২১২৬৫২৬৫ বুকিংয়ের জন্য ফোন করুন।

বিস্তারিত নিচের লিংকেঃ
https://facebook.com/events/s/%E0%A6%A7%E0%A6%AA%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%9D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%9F%E0%A6%AA%E0%A6%AC-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AF-%E0%A6%AC%E0%A6%A8/738940496897652/?ti=cl

18/08/2020

শুভ সকাল......!!!

অনেকদিন এভাবে পাহাড়ে হাটি নাহ, পোকাদোর শিন শিন আওয়াজ ও কানে আসে নাহ, ছবির মানুষ গুলি বাদে বাকিরা বলতে পারবেন এইটা কোন ট্রেইল?

আর যাই হওক ২০ই যাচ্ছি ধুপপানি ঝর্নায়, কিছুটা পাহাড়ের স্বাধ নিয়ে আসতে পারবো ইন-শা-আল্লাহ্।

কেউ যেতে চাইলে ফোন করুন ০১৮২১২৬৫২৬৫

08/08/2020

আলহামদুলিল্লাহ্

সবাই রেডি তো !!!!

ভ্রমণপ্রিয় বন্ধুরা, একটা ব্যাপার কষ্ট করে আপনাদের সকলকে মনে রাখার জন্য অনুরোধ করছি। TPB একটি প্রতিষ্ঠান । তাই তারা ইচ্ছে করলেই কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো প্লান করে দিতে পারে না, তাদেরও সুচিন্তিত কিছু সেরা প্লান থাকে । যার দরুন অনেক সময় সুষ্ঠু এবং সুন্দর ট্যুর আয়োজনের ক্ষেত্রে অনেকের পছন্দের স্পটে ইভেন্ট করতে পারা যায় না। আবার অনেক সময় কোথাও ইভেন্ট দেয়ার পর, সেখান থেকে চলে আসার সময় ভ্রমণ স্পট নিয়ে অসন্তোষের অভিব্যক্তি দেখা যায়। আমরা বুঝতে পারি যে, হয়ত অনেকেই মনঃক্ষুণ্ণ থাকে ভ্রমণ স্পট নিয়ে। তাই, যদি কিছু মনে না করেন, তাহলে আপনাদের জন্য কিছু কিছু ব্যাপার একটু স্মরণ করতে চাচ্ছিলাম।

🚩বান্দরবান খুলছে চলেন বান্দরবান যাই, সিলেট খুলছে চলেন সিলেট যাই, চলেন পেয়ারা বাজার যাই - এই রকম অনেকেরই পছন্দের তালিকা বা মন্তব্য থাকে । থাকতেই পারে। যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি থাকে আমাদের ভ্রমণপ্রিয় বন্ধুদের মতামত, তাই তাদের কথার ভিত্তিতেই কিন্তু আমরা ট্যুর আয়োজন করি । তবে দেখা যায় কি, যাওয়ার সময় তাদের অনেকেরই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তারা আর যেতে পারে না। বন্ধুরা, লস টা কিন্তু তখন আমাদেরই হয়।

🚩একটা কথা ভাবুন । আপনি দেখলেন সবাই নাফাখুম যাচ্ছে আপনি ও খুব করে বললেন, ভাই চলেন নাফাখুম যাই। আচ্ছা আপনি কি এই বিষয়টা একটাবার ভেবে দেখেছেন যে, আপনি গিয়ে আসলে কি কি দেখবেন? আসলেই কি শুধুই নাফাখুম দেখবেন, নাকি আরও অন্য অনেক কিছু আছে - সেগুলোও দেখবেন ? মাঝেমাঝে অনেককেই বলতে শুনা যায় যে - 'এই একটা জায়গায় গেলাম এত কষ্ট করে, এত দূরে, তাও আবার তিন দিন লাগলো। এত টাকা লেগে গেল ... ইত্যাদি।' আসলেইতো , একটা মাত্র জায়গার জন্য এত টাকা খরচ করে যাওয়া তো অর্থহীনই। শুধুই একটা স্পটে একদিনে সকলের যাওয়াটা - আসলেই চিন্তার বিষয়। কিন্তু বন্ধুরা, একটা ব্যাপার খেয়াল করে দেখেন তো - চলতি পথে আরও কত কি থাকে দেখার, কত কি থাকে উপভোগ করার আর, জানার !! আমরা সেগুলোও দেখবো, জানবো, বুঝবো, উপলব্ধি করবো । তবেই না হবে আমাদের সত্যিকারের ভ্রমণ ! আমরা সকলের সাথে গা ভাসাতে এভাবে ভ্রমন করতে চাই না। আমরা চাই প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে ফেলতে। যারা প্রকৃতিকে ভালোবেসে ভ্রমণ করে, প্রকৃতির স্বাদ নিতে চায়, তাদের নিকট কিন্তু শুধু স্পট কাভার করাটাই লক্ষ্য নয় বলে আমরা মনে করি।

🚩এখন যেরকম পরিস্থিতি, সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা ১১/১২ সিটের হাইয়েস মাইক্রোতে মাত্র ৭ জন নিয়েও ইভেন্ট করেছি। তবে মাইক্রোর ভাড়া তো কমেনি ! তারপরও যদি কেউ (সবাই না) বলেন ইভেন্ট ফি বেশি, তাহলে আপনারাই বলেন যে, এর চাইতে কিভাবে কমাবো একটা হাইয়েস মাইক্রোতে ৭ জন করে নিয়ে ? এটা ঠিক যে এর চাইতে কমেও ইভেন্ট আছে । কিন্তু ইকটু কষ্ট করে জেনে নিয়ে দেখবেন যে, তারা কয়জন করে নিচ্ছে।

🚩অতি উৎসাহে আমরা ভ্রমনে গিয়ে ভুলে যাই পরিবারের কথা। অনেকদিন পর ঘর থেকে বেরিয়ে যেয়ে শুরু করে দেই ভ্রমন স্পটে গিয়ে ইচ্ছেমতন হৈ হুল্লোড় আর এটা সেটা ফেলে পরিবেশ নষ্ট করা। এতে করে পরিবেশ তো নষ্ট হচ্ছেই এবং কখনো কখনো আপনার জীবনের ঝুঁকিও কিন্তু বাড়ছে। তাই দয়া করে ইকটু আনন্দ কম হউক, তাও সুস্থ ভাবে বাড়ি ফিরে যান দয়া করে।

🚩একটা ভ্রমণ স্পট তার জায়গা থেকে সরে যাচ্ছে না। তাই তাড়াহুড়ো করে যাওয়ার কিছুই নাই। তবে চেষ্টা করবেন বেস্ট সময়ে সেই স্পটটা কভার করতে, আপনি তো আর বার বার যাচ্ছেননা একটা স্পটে তাইনা? আমরা ও চেষ্টা করি সেরা সময়ে সেরা ইভেন্টটি আয়োজন করতে।

সময়ের প্রয়োজনে আরও কিছু কথা বলছি। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে অনেকেই সাবধানে থাকেন । আমি বলবো সবাইই সাবধানে থাকুন, এবং সবাই নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন । ভ্রমণ করতে যেয়ে শুধু এর খারাপ দিক না ভেবে পজেটিভলি ভালো কিছু ভাবুন । করোনা আর ৮-১০ টা রোগের মতই রোগ তাই এর থেকে প্রতিকারের কথা ভাবুন। নিজেকে নিরাপদে রাখার কথা ভাবুন এবং অন্যকেও উৎসাহিত করুন নিরাপদে থাকার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করবো স্বাস্থ্য সচেতন থাকতে আমাদের সকল ভ্রমণে।

দীর্ঘ লক-ডাউন সময়ে গ্রুপের একটিভিটি নাই বললেই চলে । তাই ভ্রমণপ্রিয় বন্ধুদের বলবো, আপনাদের যে ভালোবাসায় এতদিনে এই গ্রুপটি এখানে এসেছে , সামনের দিনগুলোতেও এভাবেই পাশে থাকবেন । আশা করি সকলে আবার আগের মতই এক্টিভ হবেন এবং আপনাদের প্রিয় মানুষদের এড করে গ্রুপের এক্টিভিটিতে শামিল হবেন । আশা রাখছি ভালো কিছু ট্যুর সকলকে নিয়ে দিতে পারবো আমরা ইন-শা-আল্লাহ্।

ইভেন্টের ব্যাপারে গ্রুপে ও ইভেন্ট লিস্টে চোখ রাখুন এবং যেকোন ইভেন্ট সম্পর্কে জানতে সরাসরি আমাকে বা গ্রুপ মডারেটরকে ফোন দিন।

📲 ০১৮২১২৬৫২৬৫ এবং ০১৭১৪৩৭৬০৫০

অলস বসে আছে আড়াই শ হোটেল, মোটেল, রিসোর্টৎ চাকরি হারিয়েছেন তিন হাজার হোটেল-মোটেল কর্মী! করোনার ধাক্কায় ক্ষতি ১০৯ কোটি টাক...
07/08/2020

অলস বসে আছে আড়াই শ হোটেল, মোটেল, রিসোর্টৎ চাকরি হারিয়েছেন তিন হাজার হোটেল-মোটেল কর্মী! করোনার ধাক্কায় ক্ষতি ১০৯ কোটি টাকা ! তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে আসেন বান্দরবানে। পর্যটনের ভরা মৌসুমে প্রতিদিন গড়ে ৫ হাজারের বেশি পর্যটক বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে আসেন। এ সময় হোটেল-মোটেল আর রিসোর্টে ঠাঁই পাওয়া কঠিন হয়ে যায়। বছরের অন্যান্য সময়েও পর্যটকের আনাগোনা থাকে এই জেলায়।
ভরা মৌসুমে করোনার ধাক্কার কারণে বান্দরবানের পর্যটন খাত একেবারে স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার ক্ষতি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। গত ৫ মাসে প্রায় ৭৫ কোটি টাকার লোকসান দিতে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর রাঙামাটিতে করোনার পর পর্যটন খাতের ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। খাগড়াছড়িতে এই ক্ষতির পরিমাণ ১২ কোটি টাকা।
পর্যটন ব্যবসায়ীদের ধারণা, করোনার কারণে এই ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়বে। তাঁরা অনেকে পুঁজি হারিয়ে আবার ব্যবসা দাঁড় করানোর সামর্থ্যও হারিয়ে ফেলেছেন। তাই এই মুহূর্তে সীমিত পরিসরে পর্যটন চালু করার বিকল্প নেই।

সম্প্রতি বান্দরবান জেলা শহরের মেঘলা পর্যটন এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেল। একসময় পর্যটকদের উপস্থিতিতে মুখর থাকত ....

06/08/2020

আশাকরা যাচ্ছে খুব শীগ্রই আবার পূর্বের ন্যায় দেশীয় ট্যুরিজম তার আগের রুপে ফিরে যাবে ইন-শা-আল্লাহ্।

প্রিয় ভ্রমনকারী দের সাথে নিয়ে আমরা ও পাড়ি জমাবো প্রিয় সব ভ্রমন স্পটে। মেঘ, ঝর্না, পাহাড়, সাগর ও প্রকৃতির কাছে আবার ছুটে চলে যাবো এবং প্রিয় কিছু সময় কাটিয়ে আসবো।

আমাদের তালিকায় কিছু স্পট আছে আপনাদের গুলি ও শেয়ার করতে পারেন আমাদের সাথে। একঘেয়ামী এই জীবন থেকে এবার বেরি এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই এবার।

আমাদের তালিকায় আছেঃ

টাংগুয়ার হাওড়
সিলেট ভ্রমন
ধুপপানি ঝর্না
দামতুয়া ঝর্না
আমিয়াখুম
কেওক্রাডং
সাজেক
চর কুকরি মুকরি
সোনাদিয়া দ্বীপ
সেন্টমার্টিন
কুয়াকাটা
রেমা কালেঙ্গা

ইত্যাদি.....

যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৮২১২৬৫২৬৫

05/08/2020

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।

ঈদের মৌসুম তাই তাড়াহুড়ো করে এই ডেউয়ের মধ্যে লঞ্চে সাবধানে দেখে জেনে বুঝে যাতায়াত করুন।

আমরা নিজেরা সচেতন না হয়ে শুধু প্রশাসনকে দোষারুপ নাহ করি, আমরা নিজেরাই এক একজন প্রশাসন।

21/05/2020
15/05/2020
14/05/2020

Tangua Haor ❤

Video credit - চিত্র গল্প

14/05/2020
13/05/2020
13/05/2020
শ্রীমঙ্গল শহরের সবচেয়ে সুন্দর চা বাগান হল নুরজাহান টি স্টেস্ট। দুপাশে পাহাড়ি টিলাতে সারিসারি চা বাগান। মাঝখান দিয়ে সরু র...
11/05/2020

শ্রীমঙ্গল শহরের সবচেয়ে সুন্দর চা বাগান হল নুরজাহান টি স্টেস্ট। দুপাশে পাহাড়ি টিলাতে সারিসারি চা বাগান। মাঝখান দিয়ে সরু রাস্তা একেবেকে গেছে। কিছুদূর পরপর খুৃপরি মত ছনের ঘর রয়েছে চা শ্রমিকদের বিশ্রামের জন্য। সেখানে বসে আড্ডা দিতে পারেন। অসাধারণ সময় কাটবে।

05/05/2020

‘লালাখাল’ সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে। নদীটির কূলে পাহাড়ি বন, চা-বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে।

এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন।জায়গাটার নামের সঙ্গে ‘খাল’ শব্দ যুক্ত হলেও এটি মূলত সারি নদীরই অংশ।

লালাখালে এমন নীল পানির দেখা মিলে শীত কালে। বর্ষায় পানি ঘোলাটে হয়ে যায়।

ভিডিও ক্রেডিট - স্বপ্নীল খান।
তথ্য সূত্র - উইকিপিডিয়া।

ক্রাইক্ষ্যং ঝর্ণা | বান্দরবানের থানচি উপজেলার আমিয়াখুমের নাম কমবেশি সবাই শুনে থাকবেন হয়ত | আর তাহলে অবশ্যই জিনাপাড়া ও থু...
03/05/2020

ক্রাইক্ষ্যং ঝর্ণা |
বান্দরবানের থানচি উপজেলার আমিয়াখুমের নাম কমবেশি সবাই শুনে থাকবেন হয়ত | আর তাহলে অবশ্যই জিনাপাড়া ও থুইসাপাড়ারও নাম শুনে থাকবেন | সেখান থেকে খুব একটা বেশি দূরে নয় | তবে হ্যাঁ , জিনাপাড়া বা থুইসাপাড়া পর্যন্ত পৌঁছাতে হলে কতটা কি করতে হবে, সেটা একটা ব্যাপার বটে 😉 | বর্ষা শুরু হলেই অদ্ভুত সুন্দর এক রূপ ধারণ করে এই ঝর্ণাটি | ভ্রমণপ্রিয় আর এডভেঞ্চার প্রিয় বন্ধুরা, হবে নাকি একবার ...? 😃

আগে পৃথিবী সুস্থ হোক, বেঁচে থাকলে হবে ইনশাআল্লাহ্‌ | সবাই নিরাপদে থাকুন |

ছবিঃ হারুন ভাই (থানচি গাইড)

03/05/2020

সুপ্তধারা ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ইকোপার্কে অবস্থিত।

এছাড়াও সহস্রধারা ঝর্ণা নামে আরেকটি ঝর্না আছে এই পার্কে।

যাতায়াত ব্যবস্থা ভালো আর অল্প ট্রেকিং এ যাওয়া যায় বলে দেশের ভ্রমণকারীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ঝর্নাটি।

ভিডিও কার্টেসি - মোস্তাফিজ রতন

01/05/2020

বৃষ্টিতে টাংগুয়ার হাওর 😊

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।

স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।

এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।

ভিডিও ক্রেডিট - অপু নজরুল, মাহমুদুল হাসান।

Oceanic settlement- মহাসাগরীয় বন্দোবস্ত Lofoten island 🌴, Norway Click: janne kahila
30/04/2020

Oceanic settlement- মহাসাগরীয় বন্দোবস্ত
Lofoten island 🌴, Norway
Click: janne kahila

30/04/2020

চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার সময় উত্তাল ঢেউ।

সন্দ্বীপ (Sandwip) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে চট্টগ্রাম জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা। অবারিত সবুজ মাঠ, নদীর বুকে জেগে উঠা চর কিংবা লবন আর জাহাজ শিল্পে বিখ্যাত ছিল এই দ্বীপ। আর শীতের সময় ক্যাম্পিং করার জন্যে সন্দ্বীপের পশ্চিম দিকে (রহমতপুর) নদী পাড় হচ্ছে আদর্শ জায়গা। এখানকার চারপাশ আপনাকে মুগ্ধ করবেই

ভিডিও কার্টেসি - কালেক্টেড। নাম জানতে পারলে জানিয়ে দেওয়া হবে।

13/04/2020
13/04/2020
 #করোনাকে_না_বলি
23/03/2020

#করোনাকে_না_বলি

Address

Dhaka
1216

Telephone

+8801821265265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vromonkari Tour Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromonkari Tour Guide:

Videos

Share