Let's Travel

Let's Travel Let's Travel is a travel company that is on an endless journey to make your travel experiences happier with tech-driven innovations.

Let's Travel is inspired by the explorers like you, who go every day with the passion of discovering the unseen. Wherever you want to travel, find hotels, flights, buses, tours, and more in Dawn Travel and get ready for your explorations. So, where are you going next? Book your travel here: www.letstravelbd.com

02/07/2024

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন। তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

ডলার_এন্ডোর্স নিয়ে কিছু তথ্য.... #ডলার_এন্ডোর্সডলার এন্ডোর্স হল ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। আপনি ইচ্ছে...
19/09/2022

ডলার_এন্ডোর্স নিয়ে কিছু তথ্য....
#ডলার_এন্ডোর্স
ডলার এন্ডোর্স হল ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। আপনি ইচ্ছে করলেই ডলার কিনে ঘুরতে পারেন না। ডলার কিনতে হলে আপনাকে সেটা পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে, কার নিকট থেকে কিনলেন তার প্রমাণপত্রই হল এন্ডোর্স। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার, মানি এক্সচেঞ্জ, ব্যাংক ছাড়া অন্য কারো আইনত ডলার বা অন্য কোন বৈদেশিক মূদ্রা ক্রয় ও বিক্রয় অবৈধ।

#ডলার এন্ডোর্স কে করে ও প্রয়োজনীয় কাগজপত্র
ডলার এন্ডোর্স করতে অনুমোদিত যেকোন ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এর নিকট যেতে হবে। আর ব্যাংক বা মানি এক্সচেঞ্জভেদে নিম্নোক্ত কাগজপত্র লাগতে পারে:
পাসপোর্ট এর ডাটা পেজের ফটোকপি
ভিসার ফটোকপি (যে দেশের জন্য এন্ডর্স করবেন যদি সে দেশের ভিসা লাগে/থাকে)
এয়ার টিকেটের কপি
আর মানি এক্সচেঞ্জ এর দেয়া একটি ফর্ম পূরণ করতে হবে।

#ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড এন্ডোর্সমেন্ট
ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি এই কার্ডের জন্যও এন্ডোর্সমেন্ট করতে পারবেন। এছাড়া ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডও নিতে পারেন।

#ডুয়েল কারেন্সি কি?
ডুয়েল কারেন্সি কার্ড বলতে এমন একধরনের প্লাস্টিক কার্ডকে বুঝায়, যেটা দ্বারা একইসাথে দুইটি আলাদা আলাদা মুদ্রা লেনদেন করা যায়।
যেমন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে লেনদেন করতে হয় টাকা দিয়ে। আবার আন্তর্জাতিক কোন পেমেন্ট করতে হয় ডলার দিয়ে। আপনার কার্ড ডুয়েল কারেন্সি সপোর্টেট হলে আপনার এই কার্ড দিয়েই ডলার পেমেন্ট করতে পারবেন। আবার এই কার্ড দিয়ে ভারতের এটিএম বুথ থেকে রুপিও তুলতে পারবেন।

#কোন কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দেয়?
সিটি ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এমটিবিসহ অন্যান্য

ধন্যবাদ সবাইকে

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল...
31/08/2022

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।

১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।

দ্রুত এবং নিশ্চিন্তে টুরিস্ট ভিসা!ভারত (ভিসা প্রসেসিং) ১০০০/-মালয়েশিয়া ই- ভিসা : ৬০০০/- সিঙ্গাপুর ইনভাইটেশন ছাড়া : ৪,০০০...
29/08/2022

দ্রুত এবং নিশ্চিন্তে টুরিস্ট ভিসা!

ভারত (ভিসা প্রসেসিং) ১০০০/-
মালয়েশিয়া ই- ভিসা : ৬০০০/-
সিঙ্গাপুর ইনভাইটেশন ছাড়া : ৪,০০০/-
সিঙ্গাপুর ইনভাইটেশন সহ : ৫০০০/-
থাইল্যান্ড : ৫০০০/-
কম্বোডিয়া ই-ভিসা: ৫০০০/-
শ্রীলঙ্কা ই-ভিসা : ৩০০০/-
ফিলিপাইন : ৭৫০০/-
দুবাই ৩০ দিনের ভিসা : ১১000/-
মিশর প্রসেসিং ফি: ১,৫০০/-
তুরস্ক ই- ভিসা: ৮,৫০০ /-
উজবেকিস্তান ই-ভিসা : ৩,৫০০/-
সাউথ কোরিয়া প্রসেসিং ফি: ৩,০০০/-
আমেরিকা প্রসেসিং ফি: ৫,০০০/-
কানাডা প্রসেসিং ফি: ৬,০০০/-
ইংল্যান্ড প্রসেসিং ফি : ৫,০০০/-
অস্ট্রেলিয়া প্রসেসিং ফি: ৫,০০০/-
ফ্রান্স প্রসেসিং ফি : ৫,০০০/-
ইতালি প্রসেসিং ফি: ৫,০০০/-
সুইডেন প্রসেসিং ফি :৫,০০০/-
জার্মান প্রসেসিং ফি: ৫,০০০/-

বিশেষ দ্রষ্টব্যঃ এমব্যাসি ফি পরিবর্তনের করণে ভিসা খরচ পরিবর্তন হতে পারে ।

CALL NOW:

+8801730797767

13/08/2022

Address

House-06, Road-01, Block/F, Banasree, Rampura
Dhaka
1219

Telephone

+8801730797767

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Travel:

Share

Category