New Wave Tourism

New Wave Tourism We organize travel event all over Bangladesh. An effort to creates awareness about travelers rights. All tourism solution in New Wave.
(7)

Cell-01719392332, 01717444362,

12/08/2023

প্রি-স্কুলে ভর্তি চলছে
আপনার বেবির বয়স কি ২.৫ বছর বা এর বেশি??
এই বয়সটাই শিশু অনুকরণ করে শিখে তাই তাকে খেলতে খেলতে শিখতে দিন, সৃজনশীলতার প্রি-স্কুল।

যোগাযোগ : ০১৭০৯-৩৭৮৯০৭
ঠিকানা : বাসা # ২৬, রোড নং -৫, মিরপুর -২,ঢাকা।
মিরপুর -২, মসজিদ মার্কেট এর কাছে। হলি চাইল্ড স্কুলের সামনে।

কেন প্রি-স্কুল ??

একটা বাচ্চা হঠাৎ করে স্কুলে গিয়ে অপ্রস্তুত যেন না হয়। স্কুলের পরিবেশ যেন সে আগেই জানতে পারে।
দেশের বাহিরে সকল বাচ্চাদের ২.৫/৩ বছরে প্রি-স্কুলে দিয়ে দেয় শুধু তার এক্টিভিটিস লার্নিং এর জন্য।

এই সেপ্টেম্বর থেকেই ক্লাস শুরু
ভর্তি ফি ছাড়াই শুরুতে ভর্তির সুযোগ থাকছে এই মাসেই।

মেঘে জড়ানো স্বপ্নের দেশ সাজেক ভ্রমন ১রাত ২দিন! নন এসি ৫৫০০ টাকা, এসি ৬২০০ টাকা। যাত্রার তারিখঃ   ২০/০২/২০২২ফেরার তারিখঃ ...
21/11/2021

মেঘে জড়ানো স্বপ্নের দেশ সাজেক ভ্রমন ১রাত ২দিন!
নন এসি ৫৫০০ টাকা, এসি ৬২০০ টাকা।
যাত্রার তারিখঃ ২০/০২/২০২২
ফেরার তারিখঃ ২৩/০২/২০২২
বুকিং এর জন্য কল করুনঃ , 01729678292,01631457517.
▬ যা যা দেখব :
১. সাজেক ভ্যালী ২.কংলাক পাড়া ৩.রিছাং ঝর্ণা ৪. হাজাছরা ঝর্ণা ৫.আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ ৬.সাকংসস নগর বৌদ্ধ মন্দির ৭.ঝুলন্ত ব্রীজ( জেলা পরিষদের পার্ক ) ৮. তারেং

▬ ভ্রমনের সম্ভাব্য বিবরনঃ
২০/০২/২০২২ তারিখ রাত ১১ঃ০০টায় আমাদের যাত্রা শুরু হবে কলাবাগান থেকে।
২১/০২/২০২২ তারিখ ভোর ৬ টায় আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। ভ্রমনের সুবিধার্থে আমরা ট্রাভেলারদের খাগড়াছড়িতে ফ্রেশ হওয়ার জন্য গ্রুপ ভিত্তিক রুম দিয়ে থাকি (1:6)। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে আমরা প্রথমেই চলে যাব হাজাছড়া ঝর্ণা। ঝর্ণায় ঝাপাঝাপির পর আমরা রওনা হব সাজেকের দিকে। দুপুরের মধ্যে সাজেকে চেক ইন । এক রুমে ৪ জন। মেয়েদের আলাদা থাকার রুম, সব রুমের সাথে বাথরুম আছে। মধ্যাহ্ন ভোজ শেষে করে সাজেকের বিভিন্ন স্পট ঘোরব । রাতে বার বি কিউ ডিনার।
২২/০২/২০২২ তারিখ সাজেকের মনোমুগ্ধকর ভোর উপভোগ করে সকালের নাস্তার পর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পৌঁছে মধ্যাহ্ন ভোজের জন্য আমরা চলে যাব খাগড়াছড়ির আদিবাসীদের বিখ্যাত খাংময় রেস্তোরাঁয় বা মনটানায় । মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বেরিয়ে পড়বো খাগড়াছড়ির বিভিন্ন স্পটে ।
১) রিসাং র্ঝনা ২) আলুটিলা গুহা ৩) সাকংসস নগর বৌদ্ধ মন্দির ৪) জেলা পরিষদ পার্ক ৫) তারেং । খাগড়াছড়ি ঘুরা শেষে চলে আসব হোটেলে। ফ্রেশ হয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে হোটেল থেকে চেক আউট ।
খাংময় রেস্তোরাঁয় ** স্পেশাল ডিনার : সবজি + ফিশ ফ্রাই +ভর্তা +বেম্বু চিকেন +ডাল +সাদা ভাত।
রাতের আহার শেষে রাত ৯.০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
▬ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
*এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় খাট থাকবে। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচ বাথ থাকবে।
*কাপল রুম এভেইলঅ্যাবল। কাপল রুমের জন্য ২০০০ টাকা প্রতি কাপলে যুক্ত হবে। যে কেউ ইচ্ছে করলেই কাপল রুম নিতে পারবেন। তবে তা বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
▬ Child policy:
৩ বছর পর্যন্ত শিশুর কোনো খরচ লাগবে না। ৫ বছর পর্যন্ত শিশুর ৫০% খরচ বহন করতে হবে সে ক্ষেত্রে বাবা মার সাথে বাসের সিট ও কটেজে বেড শেয়ার করতে হবে । বাসে সিট ও কটেজে বেড নিলে পুরা প্যাকেজ খরচ দিতে হবে।
*মৌখিক কনফার্মেশন গ্রহণোযোগ্য নয়, কেবল প্রসিডিউর অনুযায়ী কনফার্ম করার পর সিট নাম্বার নির্দিষ্ট করে দেয়া হবে।
▬ প্যাকেজ মূল্যঃ ৫৫০০/- (জনপ্রতি)
▬ বুকিং মানিঃ ২০০০ টাকা (জনপ্রতি)
▬ বুকিং পদ্ধতি

** সরাসরি অফিস এসে বুকিং দিতে পারেন, বিকাশ এ বুকিং করতে পারেন।
Office Address : House # 422 (1st) Road # 30, New DOHS, Mohakhali, Dhaka, Bangladesh.

15/08/2021
31/01/2020

আজ যাত্রা শুরু করছে কক্সবাজার-সেন্টমার্টিন্স সরাসরি জাহাজ
January 30, 2020 Desk Editor
আজ যাত্রা শুরু করছে- টেকনাফ নয়, এবার কক্সবাজার শহর থেকে সরাসরি সেন্টমার্টিন্স ভ্রমণে যাওয়া যাবে কর্ণফুলী এক্সপ্রেস নামের জাহাজে করে। এতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে, যা যাত্রীদের কক্সবাজার থেকে সড়কপথে কয়েক ঘণ্টা ব্যয়ে টেকনাফে গিয়ে জাহাজ ধরার ঝামেলা থেকে বাঁচাবে।

আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সমুদ্রযাত্রার মধ্য দিয়ে ৫৮২ জন যাত্রী ধারণ ক্ষমতার এ জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় ‘সমুদ্র যাত্রা’ অনুষ্ঠান উদ্বোধনের মাধ্যমে এই যাত্রা শুরু হচ্ছে। জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর।

আগামীকাল শুক্রবার থেকে জাহাজটি কক্সবাজার-সেন্টমার্টিন্স নৌ রুটে নিয়মিত চলাচল শুরু করবে।

প্রায় ৫২ নটিক্যাল মাইল (৯৫ কিলোমিটার) সাগর পাড়ি দিয়ে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্টমার্টিন্স পৌঁছাতে জাহাজটির ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

প্রতিদিন সকাল সাতটায় জাহাজটি সেন্টমার্টিন্সের উদ্দেশে ছেড়ে যাবে। আবার বিকেল তিনটায় কক্সবাজারের উদ্দেশে সেন্টমার্টিন্স ছেড়ে আসবে জাহাজটি।

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছরা (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে যাত্রা করবে জাহাজটি। জাহাজ থেকে সমুদ্র, পাহাড় আর সূর্যাস্ত দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।

কিছুদিন পর সেন্টমার্টিন্স থেকে ফেরার সময় আরো ১ ঘণ্টা পেছানো হবে বলেও জানা গেছে।

জাহাজটিতে রয়েছে মোট ১৭ টি লাক্সারি শ্রেণির কেবিন। তার মধ্যে ইকোনমি শ্রেণির কেবিন (দ্বিতীয় শ্রেণি), এর ভাড়া ১২ হাজার টাকা ও লাক্সারি শ্রেণির (ভিআইপি) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। প্রতিটি কেবিন দুইজনের জন্য প্রযোজ্য। নৌযানটিতে ভিন্ন ক্যাটাগরির প্রায় ৫১০ টি আসন ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রশস্ত কনফারেন্স হল রুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনি।

প্রায় ৫৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্তের জাহাজে মেইন প্রোপালেশন ইঞ্জিন হচ্ছে দুইটি। যার এক একটির ক্ষমতা প্রায় ৬০০ বিএইচপি করে। জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটে চলবে।

জাহাজের ইকোনমি আসনের (দ্বিতীয় শ্রেণি চেয়ার) ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়া বিজনেস ক্লাস আসনের (প্রথম শ্রেণি চেয়ার) ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫শ’ টাকা।

29/01/2020

সিকিম ভ্রমণে নিউ ওয়েভ ট্যুরিজম

সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক।সিকিমের সৌন্দর্য্য নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। পাহাড়ী রুপ-মাধুর্য্যে মন হারিয়ে যাবার মতো সৌন্দর্য্যে ভরপুর এই সিকিম।
আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ । এর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ।অনেকদিন থেকে প্লান ছিল সিকিম যাবার। বাংলাদেশীদের জন্য সিকিম বন্ধ থাকার কারনে যাওয়া হয়ে ওঠেনি।

বাংলাদেশীদের জন্য নভেম্বর ২০১৮ তে খুলে দেওয়া হয়েছে সিকিম।তাই আর দেরি না করে Rovers Team ঘুরতে যাচ্ছে সুন্দরী সিকিম ।
পুরো ডিটেইল পড়ে সিওর হয়েই গোয়িং দিবেন নতুবা ইভেন্টের পরবর্তী আপডেট পেতে ইন্টারেস্টেড দিয়ে রাখতে পারেন।

যাত্রার তারিখ :২০/০২/২০ রাত ৮.০০টায়।
ফেরার তারিখ : ২৬/০২/২০ সকাল ৭টায় ।

ভ্রমণের খরচ: জনপ্রতি ১৬৫০০টাকা । (এসি বাস)
কাপল জনপ্রতি ১৯০০০ টাকা । (এসি বাস)
#বুকিং_ডেডলাইনঃ ১০ ফেব্রুয়ারি
সময়কালঃ ৬ রাত, ৫ দিন (আসা, যাওয়া সহ)
যোগাযোগ ঃ ০১৭১১৯৯১৭১৫ সজিব
আসন সংখ্যা ঃ ২৪ জন ।

আমাদের কোন প্যাকেজে কোন প্রকার হিডেন চার্জ নেই।

#প্রথম দিনঃ বুড়িমাড়ি আর চেংড়াবান্ধা ইমিগ্রেশন শেষ করে রিজার্ভ সোম জীপ নিয়ে শিলিগুড়ি উদ্দ্যেশ্যে রওনা। দুপুরের খাবার শিলিগুড়ি খেয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। গ্যাংটকে রাত্রীযাপন।

#দ্বিতীয় দিনঃ ¬সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়বো গ্যাংটক সাইট সিয়িং করতে। প্রথমে তাশি ভিউ পয়েন্ট, গনেস তোক, হুনুমান তোক, ফ্লাওয়ার এক্সিবিশন, বাকথাং ঝরনা , রোপ ওয়ে সহ মোট ১০ টি স্থান। সন্ধায় মলরোড ঘুরাঘুরি । গ্যাংটকেই রাত্রি যাপন।

#তৃতীয় দিনঃ রওনা দিব খুব সকালে উত্তর সিকিম এর উদ্দেশ্যে। অর্ধেকের বেশী লাগেজ হোটেলে রেখে যাব। গ্যাংটক থেকে সোজা লাচুঙ (9000+ ft) সাত ঘন্টার যাত্রা, মাঝে মঙ্গন বা চুংথাঙ এ লাঞ্চ খেয়ে নিব। তারপর লাচুং রাত্রিবাস।

#৪র্থ দিনঃ পরদিন সকাল সকাল রওনা দিব ইয়ুমথাঙ(12000+ft) এর উদ্দেশ্যে, আড়াই ঘন্টার যাত্রা। ওখানেই ব্রেকফাস্ট করে ইয়ুমথাঙ এর অপরূপ নৈসর্গিক দৃশ্য উপভোগ করব। সঙ্গে টুক করে ভ্যালিটাও ঘুরে আসবো। তারপর সেখান থেকে আরো পচিশ কিলোমিটার গেলে জিরো পয়েন্টের(14000+ft) তুষারাবৃত পাহাড়ের অপরূপ শোভা দেখতে পাবেন। জিরো পয়েন্টে বেশী বরফ থাকার সম্ভাবনা থাকলে পলিথিনের জুতো ও দস্তানা ভাড়া নিতে হবে, ইয়ুমথাং থেকেই অথবা লাচুঙ এর হোটেলেও পাবেন।তারপর আবার ইয়ুমথাং হয়ে লাচুং ফিরে লাঞ্চ করে নিন ও শেষে ওইদিনই গ্যাংটক ফিরে এসে রাত্রিবাস করুন।

#৫ম দিনঃ সকালে গ্যাংটক থেকে শিলিগুড়ি উদ্দেশ্য রওনা ।বুড়ি মাড়ি ও চেংড়াবান্ধা ইমিগ্রেশন কাজ শেষ করে।

#ষষ্ঠ রাতঃ রাত ৬.৩০ এ বাসে বুড়িমাড়ি থেকে ঢাকার উদ্দেশ্য রওনা।
ধন্যবাদ ।

:::::::::::::::::::::::::::::::::::::::::
ট্যুর ফি: ১৭,০০০ টাকা ::::
:::::::::::::::::::::::::::::::::::::::::

* বুকিং এর নিয়ম: বুকিং চার্জ জনপ্রতি ৪,০০০ টাকা। চার্জ প্রদান করে আপনার আপ-ডাউন বাসের আসন বুঝে নিন।.
*সরাসরি এসে বুকিং দিতে পারেন অথবা বিকাশ এ বুকিং করতে পারেন।
Bkash Personal :০১৭১১৯৯১৭১৫ সজিব
যেকোন মাধ্যমে বুকিং চার্জ বা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারেন।

যা যা লাগবেঃ
১. MRP পাসপোর্ট।
২. পুরাতন থাকলে অবশ্যই সংযোজন করে নিয়ে জাবেন অন্যথায় জমাইসা নিবে না।
৩. ৩ কপি "2by2" ছবি। (থে একটি সফট কপিও/স্ক্যানড কপিও লাগবে)
৪. পাসপোর্টের ৩ কপি ফটোকপি (শুধু MRP)।
৫. জন্ম সনদ অথবা ন্যশনাল আইডি কার্ডের ফটোকপি। (Both if possible) অথবা যেটা দিয়ে পাসপোর্ট করা হয়েছে।
৬. ব্যাংক স্টেটমেন্ট অথবা এন্ডোরসমেন্টের অরিজিনাল কপি এবং ফটোকপি।
৭. স্টুডেন্ট হলে আইডি কার্ডের ফটোকপি। চাকুরীজীবী হলে NOC (No Objection Certificate) এবং ভিসিটিং কার্ডের মূলকপি । ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি ও মূলকপি এবং ভিসিটিং কার্ডের মূলকপি ।
৮. স্টুডেন্ট হলে বাবার ভিসিটিং কার্ডের কপি। (if possible)
৯. ইউটিলিটি বিলের (বিদ্যুৎ বিল অথবা টেলিফোন বিল) মূলকপি বং ফটোকপি। (অবশ্যই ৩ মাসের পুরাতন নয়)।
১০)গ্যাংটক/সিকিম ট্যুরের জন্য অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ভিসা করা থাকতে হবে। কারো অন্য পোর্ট দিয়ে ভিসা করা থাকলেও আমরা চ্যাংড়াবান্ধা পোর্ট এড করে দিবো।

যাওয়ার পুর্বে যেগুলো অবশ্যই নিতে হবেঃ
১। সকল ডকুমেন্টস এর ৫ কপি,
২। ৫ কপি পাসপোর্ট সাইজ ছবি,
৩। এন ও সি এর কপি/ট্রেড লাইসেন্স এর কপি/ স্টুডেন্ট এর কপি,
৪। সিকিম পারমিশন লেটারের কয়েক কপি।

যা যা ভ্রমণের মধ্যে থাকছে না:
১) বাসের যাত্রা ঢাকা থেকে বুড়িমাড়ি থেকে ঢাকা বিরতির খাবার ।
২) দর্শনীয় স্থান সমুহের টিকেট (প্রবেশ ফি)
৩) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার .
৪) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ।
৫) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ) ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৬) ট্রাভেল ট্যাক্স (৫০০)
৭) ভিসা ফি (৮৫০)
৮) বর্ডার পারাপারের খরচ।
৯) সকল প্রকার পারমিশন খরচ।

বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য ।
২। ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
৩। এক রুমে ৪ জন।

কি কি নিতে হবে-
১) ব্যাগ ২) গামছা ৩) ছাতা ৪) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু ৫) কেডস/ সেন্ডেল ৬) ক্যামেরা+ব্যাটারী+চার্জার ৭) পলিথিন ৮) সানক্যাপ ৯) সানগ্লাস ১০) সানব্লক ১১) টিস্যু ১২) ব্যক্তিগত ঔষধ ১৩) লোশন ১৪) শীত বস্র
যোগাযোগঃ
New Wave Tourism
321 mohakhali, Dhaka
0171199115

31/12/2019

Happy T20

27/09/2019

Happy world Tourism day.
Thank u with us.

Address

House # 422, Road # 30, New DOHS, Mohakhali, Dhaka #
Dhaka
1206

Telephone

01719392332

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Wave Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Wave Tourism:

Videos

Share

Nearby travel agencies


Other Eco Tours in Dhaka

Show All