30/04/2023
এবারে অনেকেই হজ্জে যাবেন, তাদের প্রতি একটাই সাজেশনঃ
"প্রচুর দুয়া মুখস্ত করে যান"।
এখন ইহরাম ছাড়া বাইতুল্লাহর নীচ তলায় মাতাফে তাওয়াফ করতে দেয় না। ছাদে তাওয়াফের ৭ চক্কর দেয়া মানে প্রায় ৩-৪ কিলোমিটারের মত হাঁটা, অনেক দুয়া পড়তে হবে। আপনি যদি যথেষ্ট পরিমাণ দুয়া মুখস্ত না করে যান, দেখবেন অসহায় লাগছে, কা'বাকে সামনে রাখে তাওয়াফ করছেন কিন্তু দুয়ার স্টক শেষ।
এছাড়াও আরাফাতের দিনে প্রায় ২-৩ ঘন্টার মত দুয়া করার সুযোগ পাবেন, এটাই হজ্জের মূল ইভেন্ট, এর জন্যই হজ্জ করতে গিয়েছেন। কিন্তু আপনার স্টকে বেশি পরিমাণ দুয়া মুখস্ত না থাকলে নিজের কাছেই লজ্জায় পড়ে যাবেন। এমন এক সুযোগ যখন দুয়া কবুল হবে, এত এত টাকা খরচ করে এসেছেন কিন্তু আপনি দুয়া খুঁজে পাচ্ছেন না, খুবই অকওয়ার্ড ভাই, খুবই। আর লম্বা দুয়া করার আগে থেকেই অভ্যাস থাকা লাগে। ধরেন আপনি আপনার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবার জন্য কীভাবে, কী ভাষায়, কী চেয়ে দুয়া করবেন - এগুলো যদি আগে কখনো না করে থাকেন, তাহলে সেখানেও পারবেন না। মসজিদে নববীতে এক পাকিস্থানি শায়খের উর্দু দরসে বসতাম, সেখানে শায়খে দরসের পর প্রায় ১০-১৫ মিনিট লম্বা দুয়া করতেন, কাউকে বাদ দিতেন না, বেশ ঈর্ষা হতো এত কিছু কীভাবে মনে থাকে!
যাই হোক, কথা একটাই, "প্রচুর দুয়া মুখস্ত করতে হবে"। কুরআনে "রব্বানা" নিয়ে অনেকগুলো দুয়া আছে, প্রায় ৪০+ । অনেক মোবাইল অ্যাপ পাবেন 40 Rabbana টাইপ, সেখান থেকে মুখস্ত করতে থাকেন। রাহে বেলায়েত বইতে অনেক দুয়া আছে - দেখেন, আপনি চাইলে খুঁজে নিতে সমস্যা হবে না।
দুয়া বাংলাতেও করতে পারেন, তবে এক বড়ভাই বলেছিলেন "বাংলায় দুয়া করবে অশিক্ষিতরা, তুমি কেন করবা ? আরবীতে করবা, না পারলে শিখে নিবা", সেকথাটা বেশ নাড়া দিয়েছিল। কুরআন হাদিস থেকে আরবী যত পারেন মুখস্ত করে নেন, শেষ হয়ে গেলে নিজ ভাষায়।
আল্লাহ আপনাদের হজ্জ সফর সহজ করুন, মাকবুল হজ্জের তৌফিক দিন।
✍️ M. Mahbubur Rahman