Noakhali Holidays

Noakhali Holidays (Govt. Approved Travel Agency)
A Proper Place of Your Tour Guide. We provide all International & Domestic Air Tickets, Tourist Visa Processing.
(7)

নো ভিসা নো ফি পলিসিতে !!
বাংলাদেশে সব চেয়ে কম খরচে একমাত্র আমরাই দিচ্ছি দুবাই এর ৫ বছরের মাল্টিপল ট্যুরিষ্ট ভিসা !!
অথবা 𝐔𝐀𝐄 𝐆𝐨𝐥𝐝𝐞𝐧 𝐓𝐨𝐮𝐫𝐢𝐬𝐭 𝐕𝐢𝐬𝐚 ।
🚩 অফিস ঠিকানা: ট-১১৫, ৫ম তলা, IFIC ব্যাংকের বিপরীতে, গুলশান-বাড্ডা লিংক রোড,গুলশান-১, ঢাকা-১২১২।
☎️যোগাযোগঃ ০১৮১১-৬৬৬ ০৩৯, ০১৪০৯-৯৭৪ ৭০০,০১৪০৯-৯৭৪ ৭০২

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
20/06/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

♨️ সতর্কতাঃ অনেক এজেন্সি বা ব্যক্তিবর্গ আপনাকে কন্ট্রাক্টে ভিসা নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে আমেরিকায় যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে। সবসময়ই মনে রাখবেন আমেরিকান ভিসা কখনই কন্ট্রাক্টে অথবা চুক্তিভিত্তিক হয় না। তাই এ ধরনের লোভনীয় ফাঁদে না পড়ে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দক্ষ ব্যক্তি দ্বারা আবেদন করুন।

🎯 আমাদের প্রতিষ্ঠানেই কেন আসবেন?
⭐️ বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সুদীর্ঘ ২ বছর ধরে সততা এবং সুনামের সাথে শুধুমাত্র আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) প্রসেসিং করে থাকি।
⭐️ আমরা সিজিআই প্রোফাইল তৈরি এবং DS-160 ফর্ম সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করে থাকি |
⭐️ আমরা আপনাকে অভিজ্ঞ কাউন্সিলরের মাধ্যমে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন ও ট্রেনিং দিবো যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।
⭐️ এখানে রিশিডিউল এর মাধ্যমে আপনার ইন্টারভিউ ডেট এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে ।
⭐️ আমরা রিফিউস ফাইল গুলো খুব ভালো ভাবে এনালাইস এবং সংশোধন করে পরবর্তীতে ভিসা পাওয়ার চ্যান্স বাড়িয়ে তুলতে সক্ষম |
⭐️ আমরা (B1-B2) ভিসা সম্পর্কিত সকল ধরণের টেকনিকাল সাপোর্ট দিয়ে থাকি।

🔈তাই আর দেরী না করে, বিস্তারিত জানতে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন। 🥰

🏛 ঠিকানা -
Noakhali Holidays GA-83,1st Floor (Beside of premier Bank) Gulshan-Badda link Road,Gulshan-1,Dhaka-1212

বিস্তারিত জানতে কল করুন -
📲 01811-666039

📢 অফিস সময় ও কল করার সময় -- শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০:০০টা 🕘 থেকে বিকাল ৫:০০ টা 🕔 পর্যন্ত । WhatsApp এ Always মেসেজ দিলে Response পাবেন..😊

চলেন এবার ঈদে ভুটান ট্যুরে! টুরিস্ট সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) প্রতিরাত ১৫ ডলার মাএ যা আগে ১০০ ডলার ছিল।
04/06/2024

চলেন এবার ঈদে ভুটান ট্যুরে!
টুরিস্ট সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) প্রতিরাত ১৫ ডলার মাএ যা আগে ১০০ ডলার ছিল।

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
26/05/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

🇦🇪 দুবাইয়ের টুরিস্ট ভিসায় বর্তমান নির্দেশনা:-১.আসা-যাওয়া বৈধ এয়ার টিকেট থাকতে হবে।২.কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে।২.ন্...
26/05/2024

🇦🇪 দুবাইয়ের টুরিস্ট ভিসায় বর্তমান নির্দেশনা:-
১.আসা-যাওয়া বৈধ এয়ার টিকেট থাকতে হবে।
২.কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে।
২.ন্যূনতম ৩০০০দেরাম ক্যাশ থাকতে হবে অথবা সমপরিমান ডলার আর রিটার্ন ডেট থেকে যদি হোটেল বুকিং এর তারিখ কম হয় সেক্ষেত্রে বাড়তি আরো ৫০০০দেরাম সাথে থাকতে হবে।

এসব যদি না থাকে দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশন ডুকতে দিবে না।

জরুরী সতর্কবার্তা 📢বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ছাড়া কেউ কোন প্রকার ট্রাভেল রিলেটেড আর্থিক লেনদেন করবেন না।ট্...
20/05/2024

জরুরী সতর্কবার্তা 📢
বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ছাড়া কেউ কোন প্রকার ট্রাভেল রিলেটেড আর্থিক লেনদেন করবেন না।
ট্রাভেল রিলেটেড কোন প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন উনার সিভিল এভিয়েশন সার্টিফিকেট আছে কিনা।

VFS global পাসপোর্ট কিভাবে জমা করবেন,   পরামর্শঃ ১ এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন ২ এপ্লিকেশন ফর্...
16/05/2024

VFS global পাসপোর্ট কিভাবে জমা করবেন,
পরামর্শঃ
১ এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন
২ এপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভূল করা যাবে না,
৩ ছবির সাইজ ৩৫*৪০ বর্ডারলেস হতে হবে, পিছন সাদা
৪ এধরনের ছোট ভুলের জন্য, আপনি নরমালে (১৭৯৮০টাকার প্যাকেজে) জমা করতে
গেলেও তারা আপনাকে VIP তে (২২৩১৫ টার প্যাকেজে) পাঠিয়ে দিবে, তারা আপনার
ভুল ও সংশেধন করে দিবে ।
✅তাই জমা করার সময় ২২৫০০ টাকা সাথে রাখবেন। ✅
৫ নিজের বা পরিবারের ২ টা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন।
৬ সেখানে গিয়ে হুড়োহুড়ি না করে মনযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ
করবেন আর স্ক্রিন বোর্ডে খেয়াল রাখবেন,, ধন্যবাদ সবাই কে,


সবার স্বপ্ন পূরন হোক

Italy❤️❤️

07/05/2024

ইন্ডিয়া ট্রাভেল করেছেন?ইন্ডিয়া ট্রাভেল করলে থাইল্যান্ড এর স্টিকার ভিসা করুন খুব সহজেই।
বিস্তারিত জানতে :
‌☎️01837-708 740

ঢাকা-জেদ্দা রুটের নতুন সার্ভিস US-Bangla Airlines টিকেট পাচ্ছেন Noakhali Holidays
07/05/2024

ঢাকা-জেদ্দা রুটের নতুন সার্ভিস US-Bangla Airlines
টিকেট পাচ্ছেন Noakhali Holidays

কাশ্মীর ট্রিপ :-১৮ জুন রিটার্ন ২৩ জুনমোট ৫ রাত ৬ দিনপ্যাকেজে যা যা থাকবে:-★এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।★প্রিমিয়াম হোটেল।★সকা...
07/05/2024

কাশ্মীর ট্রিপ :-
১৮ জুন রিটার্ন ২৩ জুন
মোট ৫ রাত ৬ দিন

প্যাকেজে যা যা থাকবে:-
★এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।
★প্রিমিয়াম হোটেল।
★সকাল এবং রাতের খাবার।
★সম্পূর্ন ট্রিপ এর জন্য ট্রান্সপোর্ট প্রাইভেট কার।
★ডাল লেক হাউজ বুট।
★ডাল লেক শিকারা।
★গুলমার্গ গন্ডোলা ক্যাবল কার।
★পেহেলগাম ইউনিয়ন ক্যাব।
★পার্সোনাল গাইড।
🔴কোন প্রকার হিডেন চার্জ নাই।

ল্যান্ড প্যাকেজ:-৩৩৯০০/-(বিমান টিকেট ছাড়া)

কমপ্লিট প্যাকেজ:-৬৫৯০০/-(বিমান টিকেট সহ)

06/05/2024

৬,৭ এবং ৮ই মে রাত ১২ থেকে ৩ টা পর্যন্ত ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকবে। এই সময়ে কারো ফ্লাইট থাকলে নতুন শিডিউল দেখে এয়ারপোর্টে যাবেন।

আগামীকাল থেকে ৩দিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফ্লাইট উঠা নামা বন্ধ থাকবে।
05/05/2024

আগামীকাল থেকে ৩দিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফ্লাইট উঠা নামা বন্ধ থাকবে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির জন্য রানওয়ের সেন্ট্রাল লাইনে আরও লাইট স্থাপনের জন....

✈️ যে সকল প্রবাসীগন রিটার্ন টিকেট কেটে ছুটিতে বাংলাদেশে এসেছেন,টিকেটের তারিখ পরিবর্তন করতে চাইলে Noakhali Holidays এর সা...
01/05/2024

✈️ যে সকল প্রবাসীগন রিটার্ন টিকেট কেটে ছুটিতে বাংলাদেশে এসেছেন,টিকেটের তারিখ পরিবর্তন করতে চাইলে Noakhali Holidays এর সাথে যোগাযোগ করুন।

🚩 অফিস ঠিকানা: গ-৮৩,২য় তলা (প্রিমিয়ার ব্যাংকের পাশের বিল্ডিং), গুলশান-বাড্ডা লিংক রোড,গুলশান-১, ঢাকা-১২১২।
☎️ ০১৮১১-৬৬৬ ০৩৯,০১৪০৯৯৭৪৭০০-২
🚩 Community: Noakhali Holidays

আজকে থেকে ইতালির জন্য VFS এর নতুন অফিস এর কার্যক্রম শুরু হয়েছে।নতুন অফিস এর ঠিকানা নাফি টাওয়ার,গুলশান-১।যারা পাসপোর্ট জম...
22/04/2024

আজকে থেকে ইতালির জন্য VFS এর নতুন অফিস এর কার্যক্রম শুরু হয়েছে।

নতুন অফিস এর ঠিকানা নাফি টাওয়ার,গুলশান-১।

যারা পাসপোর্ট জমা এবং কালেকশন করতে যাবেন তার এই ঠিকানায় যাবেন।

আজকে মোটামুটি অনেকেই ফ্যামিলি + ওয়ার্ক ভিসার পাসপোর্ট কালেকশন করতে আসছে।

সন্মানিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা,আসসালামু আলাইকুম,  ুবারক 🌙  বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা সহ নিজের পরিবার পরি...
09/04/2024

সন্মানিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা,
আসসালামু আলাইকুম, ুবারক 🌙 বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা সহ নিজের পরিবার পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য প্রিয় মাতৃভূমি ও আপনজনদের মায়া-মমতা ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় অক্লান্ত কঠোর অমানবিক পরিশ্রম করে যাচ্ছেন।আপনাদের এই ত্যাগকে সবসময়ে গর্ব ও সন্মানের সহিত দেখি দোয়া ও ভালোবাসা রইলো। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ফি আমানিল্লাহ্।

06/04/2024

ঈদের ছুটির পর আগামী ১৫ এপ্রিল পুনরায় আমাদের অফিসের সকল কার্যক্রম শুরু হবে।
Noakhali Holidays

এবারের আসর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে...
05/04/2024

এবারের আসর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে...

01/04/2024

আলহামদুলিল্লাহ,
মাসব্যাপী রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ইফতারের সময় পথচারীদের মাঝে ইফতার উপহারের ২০তম দিনে।

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
30/03/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

বিদেশিদের জন্য বাংলাদেশী ভিসা...❤
29/03/2024

বিদেশিদের জন্য বাংলাদেশী ভিসা...❤

27/03/2024
দীর্ঘ ৯ বছর পর❤️✈️রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রদর্শিত হচ্ছেBiman Bangladesh Airlines Ltd.
26/03/2024

দীর্ঘ ৯ বছর পর❤️✈️
রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রদর্শিত হচ্ছে
Biman Bangladesh Airlines Ltd.

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বুকে অসীম সাহস নিয়ে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল জাতীয় মুক্তির লড়া...
26/03/2024

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বুকে অসীম সাহস নিয়ে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল জাতীয় মুক্তির লড়াইয়ে। অগণিত শহীদের রক্তের বিনিময়ে তাঁরা বীরের মতো ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতা। তাঁদের সেই গৌরবগাথা আজও আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!🇧🇩

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেসব কাজ করবেন না।**  বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসা...
26/03/2024

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেসব কাজ করবেন না।

** বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসার চেষ্টা করবেন না।
** একই পরিবার বা পরিচিত মানুষের পাশে বসতে চাইলে চেক ইন করার সময় কাউন্টারে বলে এক সাথে সিট নিবেন।
** কেবিন ক্রুরা সিট বেল্ট বাঁধতে বললে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন ।
** ফ্লাইট ছাড়া ও নামার সময় টয়লেটে যাবেন না। এমন কি আকাশে খারাপ আবহাওয়া থাকলে ঘোষণা দেয়া হয়, তখনও টয়লেটে যাবেন না।
** কেবিন ক্রুরা খাবার দেবার সময় সিট ছেড়ে উঠে হাটাহাটি বা টয়লেটে যাবেন না।
** খাবার খাওয়া শেষে কিংবা অন্য যে কোন ময়লা সিটের নিচে ফিলবেন না। কেবিন ক্রুর কাছে দিবেন।
** টয়লেটে যাবার জন্য লাইন ধরবেন না।
** টয়েলেটে যেয়ে দরজা লক করবেন, দরজা লক না করে টয়লেট ব্যবহার করবেন না। টয়লেটের ফ্লোরে টিস্যু ফেলবেন না।

25/03/2024

দেশ-বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে! কিন্তু এয়ার টিকিটের উচ্চমূল্য ভ্রমণ ব্যয় বাড়িয়ে দেয়। অপরদিকে যারা প্রবা.....

দুবাই প্রবাসী আব্দুল মজিদ চাচা নোয়াখালী হলিডেজ এর কাছে জানতে চাইলেন, বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। নতুন কয়টা, পুরাত...
20/03/2024

দুবাই প্রবাসী আব্দুল মজিদ চাচা নোয়াখালী হলিডেজ এর কাছে জানতে চাইলেন, বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। নতুন কয়টা, পুরাতন কয়টা?

মজিদ চাচার মতো প্রবাসীদের কাছ থেকে যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে মোবাইল সংক্রান্ত।

বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। মন দিয়ে পড়ুন, আপনার ফোন নতুন নাকি পুরাতন সেটি বিবেচ্য নয়। এন্ড্রোয়েন নাকি আইফোন নাকি বাটন ফোন সেটিও বিবেচ্য নয়। আপনি উপহার পেয়েছেন নাকি নিজে কিনেছেন সেটিও বিবেচ্য নয়। আপনি নিজে ব্যবহার করেন কি করেন না তাও কেউ প্রশ্ন করবে না।

কাস্টমস আপনার সাথে থাকা মোবাইলের হিসেব করবে। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

আবারও বুঝে নিন, নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, উপহার পাওয়া. যা হোক ৮টি ফোন।

এই ৮টি ফোনের কি শুল্ক দিতে হবে ?

এই ৮ টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না।
বাকি ৬টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ পর্যন্ত।

আমি তো ২টি ফোন ইউজ করি, আর ২টি নতুন আনবো। তাহলে শুল্ক লাগবে ?

তার মানে আপনার সাথে থাকবে ৪টি ফোন। ৪টির মধ্যে ২টি ফোনের শূল্ক দিতে হবে না। বাকি ২টির দিতে হবে।

যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন কিংবা লুকিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করবে কাস্টমস।

কিভাবে শুল্ক দিবো ?

বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। সেজন্য শুরুতেই আপনি কাস্টমস হলের রেড চ্যানেলে গিয়ে আপনার কাছে মোবাইল ফোন আছে সেটি ঘোষণা করবেন। কোন ভাবেই গ্রিণ চ্যানেলে যাবেন না। আপনার কাছে বিদেশি মুদ্রা থাকলে বিমানবন্দরে অবস্থিত মানি এক্সচেঞ্জ থেকে পরিবর্তন করে শুল্ক পরিশোধ করতে পারবেন।

তাৎক্ষনিক শুল্ক দেয়ার মতো টাকা সাথে না থাকলে কি করবো?

তাৎক্ষনিক শুল্ক পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস আপনার মোবাইল সেট সাময়িক ভাবে আটক করে রাখবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

"নো ভিসা - নো ফি ""আগে ভিসা - পরে টাকা ""এক হাতে ভিসা - অন্য হাতে টাকা"-----------------------------------🇨🇦 🇨🇦 পাসপোর্ট...
20/03/2024

"নো ভিসা - নো ফি "
"আগে ভিসা - পরে টাকা "
"এক হাতে ভিসা - অন্য হাতে টাকা"
-----------------------------------
🇨🇦 🇨🇦 পাসপোর্টে ভিসা স্ট্যাম্প হবার পরেও কি আমার ভিজিটর ভিসা বাতিল হতে পারে?
-----------------------------------
হ্যাঁ, আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্প হবার পরেও এটি বাতিল হয়ে যেতে পারে। সম্প্রতিকালে আমার কাছে ইনবক্সে এইরকম বেশ কয়েকজন যোগাযোগ করেছেন - কেন এমন হল তা জানতে চেয়ে। সর্বশেষ একজন যোগাযোগ করেছেন ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। তার চিঠিটি এই পোষ্টের সাথে সংযুক্ত করে দিলাম তার ব্যক্তিগত তথ্যগুলো ঢেকে দিয়ে।

"নো ভিসা - নো মানি "
"আগে ভিসা - পরে টাকা "
"এক হাতে ভিসা - অন্য হাতে টাকা "

উপরোক্ত চোখ ধাঁধানো বিজ্ঞাপনগুলো দেখে আপনারা খুবই খুশি হয়ে যান এই ভেবে যে - ভিসা না হলে আপনার তো আর টাকা গেলোনা , তার মানে টাকা নষ্ট হবার তো আর ভয় নেই। কিন্তু আপনার মাথায় এটা কেন আসেনা যে , যারা এতো চটকদার বিজ্ঞাপন দিচ্ছে তারা কিসের নেশায় আপনাকে আগাম টাকা না নিয়ে সব করে দিচ্ছে ?

যদি হিসেব বুঝতে কষ্ট হয় , তাহলে একটু বুঝাতে চেষ্টা করি - বুঝবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার।

ব্যাঙের ছাতার মতন সরকারি লাইসেন্সবিহীন যেসব এজেন্সিগুলো আপনার কাছে শুধুমাত্র ছবি আর পাসপোর্ট নিয়ে ভিসিটর ভিসা আবেদন করছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই একই ইনভাইটেশন লেটার , ব্যাংক সলভেন্সি , পড়াশুনা , কাজের ডকুমেন্ট ব্যবহার করছে একাধিক বা শতাধিক আবেদনকারীর জন্য। সবই ফটোশপ বাবার কেরামতি। এতে অন্ধকারে ঢিল মেরে ২-৪ টা ভিসা হয়তোবা লেগে যাচ্ছে , কিন্তু পরবর্তীতে যখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ বুঝতে পারে তখনই এই ধরণের চিঠিগুলো ইস্যু করছে তারা।

🎯 সম্প্রতিকালে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে যারা আবেদন করছেন তাদের ভিসার ডিসিশন হয়ে যাচ্ছে ১-২ মাস বা তারও কম সময়ে। এই সময় সীমা আগে ছিল প্রায় ৩-৫ মাস বা তারও বেশি। এই প্রসেসিং টাইম এতো কমে এসেছে কেন জানেন ? হয়তোবা অনেকেই জানেন - ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেশিরভাগ আবেদনেই এখন মানুষের পরিবর্তে ব্যবহার করছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। তার মানে , ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডাটা সংরক্ষণ এবং ডাটা গবেষণার দিক থেকে এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং স্মার্ট । তাই ঘোপে ঘাপে ভিসা লেগে গেলেও - জালিয়াতি করে শেষকূল রক্ষা নাও হতে পারে। তারই প্রমাণ এই চিঠিগুলো।

⛔ঘটনা শুধু এখানেই শেষ নয় , যারা আগে / পরে ধরা খাচ্ছে তাদের মধ্যে অনেকেই ৫ বছরের জন্য ব্যানও খাচ্ছেন, এমনকি কানাডা যাবার পরে বা সরাসরি এয়ারপোর্ট থেকেও ডিপোর্ট হচ্ছেন। সুতরাং, ভিসার আগে টাকা যাবেনা বা ভিসা নিশ্চিত হলেই টাকা - এই খুশিতে নৃত্য পরিবেশনের আগে সব দিক বুঝে নিবেন। কারণ ভিসা হবার সাথে সাথেই দালাল / এজেন্ট চক্র ১০-২০ লক্ষ বা তারও বেশি মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে / সারা বছর মিলে যদি তাদের দুইটি ভিসাও লেগে যায় সেটা কিন্তু বাংলাদেশের মতন জায়গায় এখনও অনেক টাকা। কিন্তু এই ধরণের চিঠি পেলে বা ব্যান খেয়ে বসলে তারপর কি করবেন ? সেটা ভেবে দেখেছেন তো ? কানাডার মতন জায়গায় ব্যান খেলে নেপাল / মায়ানমারের মতন দেশের ভিসাও আটকে যেতে পারে। সুতরাং, যা করবেন দয়া করে সঠিকভাবে জেনে শুনে করবেন।

🎯কানাডার ভিসিট ভিসা পাওয়া কঠিন না যদি সঠিকভাবে আবেদন করতে পারেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের আপনাকে খামাখা রিফিউজ করে দেবার কোনো মানে নাই, কারণ আপনারা ভিসিটে আসলে এই দেশটাও কটা ডলারের মুখ দেখবে।

❓তাহলে কঠিন টা কি ? কঠিন হচ্ছে - নিজেকে অতি চালাক ভাবা বন্ধ করা। :-)

লেখাগুলো যৌক্তিক এবং উপকারী মনে হলে দয়া করে নিজেও আমলে নিবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে ১-২ জন হলেও প্রতারণা অথবা ভুল পথে পা বাড়ানো থেকে বেঁচে যায় । ধন্যবাদ।

যদি আপনার CANADA ভিসা থাকে তবে আরও 16টি দেশে ভ্রমণ করতে পারছেন…01. মেক্সিকো02. বেলিজ03. কোস্টারিকা04. নিকারাগুয়া05. পান...
19/03/2024

যদি আপনার CANADA ভিসা থাকে তবে
আরও 16টি দেশে ভ্রমণ করতে পারছেন…

01. মেক্সিকো
02. বেলিজ
03. কোস্টারিকা
04. নিকারাগুয়া
05. পানামা
06. অ্যাঙ্গুইলা (ব্রিটিশ অঞ্চল)
07. অ্যান্টিগুয়া এবং বারবুডা
08. বারমুডা (ব্রিটিশ অঞ্চল)
09. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (ব্রিটিশ টেরিটরি)
10. কিউবা
11. ডোমিনিকান প্রজাতন্ত্র
12. তুর্কস এবং কাইকোস (ব্রিটিশ অঞ্চল)
13. জর্জিয়া
14. মন্টিনিগ্রো
15. উত্তর মেসিডোনিয়া
16. মিশর

FIND US:
Noakhali Holidays-নোয়াখালী হলিডেজ
01811-666039

📍নেপাল ভ্রমণ 📍নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপ...
10/03/2024

📍নেপাল ভ্রমণ 📍
নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি ভ্রমণ করতে পারবেন।

১)By Air

By Air এ গেলে On Arrival ভিসা পাবেন।
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।
A traveler can apply using the website :
https://nepaliport.immigration.gov.np/onlinev.../application
এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
required
1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket
©

Customer Support officer - Travel AgencyJob Responsibilities* Customer Support.* Sales and Marketing.* All provided task...
27/11/2023

Customer Support officer - Travel Agency

Job Responsibilities
* Customer Support.
* Sales and Marketing.
* All provided task by the authority.
* Regular followup with existing customer.

Employment Status
Full-time

Workplace
* Work at office
Educational Requirements
* Graduation from any subjects

Experience Requirements
* At least 1 year(s)
* The applicants should have experience in the following area(s):�Air Ticket Sales, Customer Service, Travel Agent
* The applicants should have experience in the following business area(s):�Tour Operator, Travel Agent
* Freshers are also encouraged to apply.

Additional Requirements
* Age at least 18 years
* Males/Female both are allowed to apply

Job Location
Gulshan-Badda Linkroad,gulshan-1,Dhaka-1212

Salary
* Tk. 10000 - 15000 (Monthly)

Compensation & Other Benefits
* Mobile bill
* Salary Review: Yearly
* Festival Bonus: 2

How to apply:
* Email: [email protected]

কানাডার পিয়ারসন এয়ারপোর্ট থেকে বাংলাদেশী ভিজিটর ভিসাধারী দুই পরিবারকে কানাডায় ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে!...
31/08/2023

কানাডার পিয়ারসন এয়ারপোর্ট থেকে বাংলাদেশী ভিজিটর ভিসাধারী দুই পরিবারকে কানাডায় ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে!

কানাডায় ভিজিটর এবং অন্যান্য রকমের ভিসায় যারা আসছেন; আসার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা আসার মধ্যবর্তী অবস্থায় আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি তথ্য শেয়ার করতেছি :

ঘটনা: ১
আমার ক্লোজ ফ্রেন্ডের আত্মীয়রা পাঁচ জনের একটি পরিবার গত তিন দিন আগে কানাডার পিয়ার্সন এয়ারপোর্টে অবতরণ করেন ভ্যালিট ভিজিট ভিসা নিয়ে।

উনারা এয়ারপোর্টে নেমেই স্থায়ীভাবে বসবাসের জন্য রেফিউজি ক্লেম করেন ;
ইমিগ্রেশন কর্মকর্তারা উনাদের সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এক পর্যায়ে যিনি #ইনভাইটেশন_লেটার দিয়েছেন তাহার নাম্বারে যোগাযোগ করেন।

ইনভাইটেশন দেওয়া ব্যক্তিকে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি ইনভাইটেশন দিয়েছেন শুধুমাত্র রিলেটিভ হিসেবে এবং দেশে তাদের কোন সমস্যা আছে কিনা সেটা তিনি জানতেন না ।

উল্লেখ্য উনি যাদের ইনভাইটেশন দিয়েছেন তারা ইমিগ্রেশন কর্মকর্তাদের জানান দেশে অবস্থান তাদের জন্য নিরাপদ নয় এবং উনারা সবাই কানাডাতে আশ্রয় নিতে চাচ্ছেন।

ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ইনফরমেশনের কারণে এই পরিবারটিকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ এর পর তাদের ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও শুধু ইনভিটেশনের গুজামিলের কারণে এবং ইনভাইটেশন এর সাথে বক্তব্যের সামঞ্জস্যতা না থাকার কারণে তাদেরকে বাংলাদেশের ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।

ঘটনা: ২
বাংলাদেশের পরিচিত সার্কেলের একজন ভিজিট ভিসা হোল্ডার ব্যক্তি পিয়ার্সন এয়ারপোর্টে অবতরণের পর ইমিগ্রেশন কর্মকর্তারা ওনার সকল প্রকার কাগজপত্র দেখেন এবং ইনভাইটেশন লেটার্ - হোটেল রিজার্ভেশন ইত্যাদি চেক করার একপর্যায়ে কর্মকর্তারা ইনভাইটেশন দাতা ব্যক্তির সাথে যোগাযোগ করেন।
ইনভাইটেশন লেটারে বর্ণিত ব্যক্তি ফোন রিসিভ করেন এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের জানান উল্লেখিত নামের ব্যক্তিকে উনি চিনেন না এবং এমন কোন ইনভাইটেশন লেটার উনি দেন নাই। উনি উনার এক আত্মীয়কে ইনভাইটেশন দিয়েছেন যিনি ইতিমধ্যেই কানাডাতে ওনার কাছে আছেন।

ইমিগ্রেশন কর্মকর্তারা বুঝতে পারেন যে এজেন্সি বা এজেন্ট মাধ্যমে প্রাপ্ত ভিসা হোল্ডার ব্যক্তি আসলে একটি স্ক্যাম অথবা ডুবলিকেইট ইনভাইটেশন লেটার এর মাধ্যমে ভিসা প্রাপ্তি নিশ্চিত করেছেন।
দুর্ভাগ্যবশত এই ভদ্রলোককেও ইমিগ্রেশন কর্মকর্তারা দেশে ফিরিয়ে দেন।

যে বা যারা কানাডার উদ্দেশ্যে আসার জন্য ভিসা প্রসেসিং এ আছেন তারা দয়া করে সঠিক তথ্য দিন; ভিসা গ্যারান্টী, আগে ভিসা পরে টাকা, ভিজিট ভিসায় আসলেই ওয়ার্ক পারমিটে বদল করা যাবে ইত্যাদি থেকে বিরত থাকুন। নতুবা দালাল বা এজেন্সি আপনাদের টাকা হাতিয়ে নেবে এবং আপনারা এয়ারপোর্টে হয়রানি এবং হেনাস্তার শিকার হতে পারেন।

উল্লেখিত দুটি ঘটনা এই সপ্তাহে ঘটেছে। সবার সতর্কতার জন্য ঘটনা দুটি শেয়ার করা যাতে কানাডায় আসার পথে কেউ এমন পরিস্থিতির শিকার না হন।

Address

G-83, 1st Floor (Beside Of Premier Bank), Gulshan-Badda Link Road, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Holidays:

Videos

Share

Category

Nearby travel agencies