05/03/2023
#গন্তব্য_জল_ও_জঙ্গলের_কাব্য_রিসোর্টে_ভ্রমণ।
যাত্রার তারিখ ১৭ মার্চ সকাল ৭ টা মতিঝিল থেকে।
ফেরার তারখ ১৭ মার্চ বিকাল ৫ টা পুবাইল থেকে।
❑ ভ্রমন ফিঃ
২,৯৯৯/-টাকা জনপ্রতি।
★ বুকিং মানি: ১০২০/- টাকা
★ ইভেন্ট সময় ডে-ট্যুর।
★ ইভেন্ট সিট : ১০/২০ জন (এসি গাড়ী)।
★ বুকিং লাস্ট ডেট ১০ মার্চ ও আসন ফাকা থাকা পর্যন্ত।
★ কোন হিডেন চার্জ নেই।
❑ #বিঃদ্রঃ আগে বুকিং তো আগে সিট, পরে বুকিং মানে পেছনে সিট।
❑ যোগাযোগঃ-
01726187003.
01911472536,
01822501697 (WhatsApp).
❑ .chowdhuryholidays আমাদের সাথে ছেলে/মেয়ে/কাপল, ফ্যামেলীসহ যে কেউ যেতে পারবেন এই ট্যুর।
___________________________________
❑ পরিচিতিঃ-
জল ও জঙ্গলের কাব্য(Jol O Jongoler Kabbo) বা পাইলট বাড়ি খ্যাত রিসোর্টটি গাজীপুর জেলাস্থ টংগীর পুবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে। এই রিসোর্টিতে প্রকৃতিকে অবিকৃত রেখে বাঁশ আর পাটখড়ি দিয়ে সুনিপুণ ডিজাইনারের মাধ্যমে সাজানো হয়েছে। বিলের উপর অপার্থিব জোছনা দেখতে চাইলে আপনাকে অবশ্যই জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে আসতে হবে। রাজধানী ঢাকার কাছে অল্প সময় ও স্বল্প খরচে সারাদিন কাটানোর জন্য জল জঙ্গলের কাব্য একটি চমৎকার স্থান।
অনাবিল সবুজ আর বিলের শান্ত জলে বড়শি হাতে একটি দুপুর আপনার নিভৃতচারী মনের স্বপ্নসাধ পূরণের জন্য যথেষ্ট। এছাড়া ঢাকার বেশ কাছে হওয়ায় দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়। বাঁশ, পাটখড়ির বেড়া, ছনের ছাউনি আর দিগন্ত বিস্তৃত জলরাশি জন্ম দিয়েছে এক পরিচ্ছন্ন গ্রামীন ছোঁয়া। জল জঙ্গলের কাব্য রিসোর্টে নিজস্ব জমিতে চাষ করা শাক-সবজি, ধান এবং বিলের মাছ দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয়। জল জঙ্গলের কাব্য রিসোর্টে বাণিজ্যিক স্বার্থ থেকেও পেশাদারিত্বকে প্রাধান্য দেয়া হয় তাই একদিনের ছুটির অবসরে ঘুরে আসতে পারেন জল জঙ্গলের কাব্য থেকে।
______________________________________
❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ-
সকাল ৭ টার মধ্যে মতিঝিল নির্দিষ্ট ঠিকানা থেকে গাড়ি ছেড়ে যাবেজল ও জঙ্গলের কাব্য রিসোর্টেের উদ্দ্যেশে। সবাই কে সময় মতো নির্দিষ্ট ঠিকানা লোকেশনে চলে আসতে হবে। আমাদের রিজার্ভ করা গাড়িতে রওনা হবো গাজিপুরের উদ্দেশ্যে। রিসোর্টে পৌঁছে সবাই মিলে ব্রেকফাস্ট করে ঘুরে দেখবো আশেপাশে।
দুপুর এ লাঞ্চ করবো রিসোর্টের ভেতরেই। তারপর সেখানেই নিজেদের মত সময় কাটাবো। বিকালের নাস্তা শেষ করে সন্ধ্যার আগেই আবার আমরা রওনা হবো ঢাকার উদ্দেশ্যে। সবাইকে যারযার লোকেশনে ড্রপ করা হবে।
_______________________________________
❑ খাবার
জল ও জংগলের কাব্য রিসোর্টে সাধারণত দেশীয় খাবার ও পিঠা পরিবেশন করা হয়। খাবার তালিকায় রয়েছে ভাত, পোলাও, মুরগির মাংশ, চালতা দিয়ে ডাল, তেতুল দিয়ে কচুমুখি, রুই মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, গুড়া মাছসহ আরো বেশকিছু মজাদার খাবার। সকালের নাস্তায় গুড়, চিতই পিঠা, লুচি, মাংশ, ভাজি, চা, মুড়ি পরিবেশন করা হয়। আর দুপুর বেলায় পরিবেশন করা হয় ভাত, পোলাও, মাছ ও টক দিয়ে তৈরী কচুমুখির ঝোল, মুরগির ঝোল, দেশী রুই, ৩ পদের ডাল, কয়েক পদের ভর্তা ও সবজি।
_______________________________________
❑ #প্যাকেজের_অন্তর্ভূক্তঃ-
১) রিজার্ভ এসি ট্রান্সপোর্টে যাতায়াত।
২) সকালের নাস্তা।
৩) দুপুরের খাবার।
৪) বিকালের নাস্তা।
_____________________________________
❑ #প্যাকেজের_অন্তর্ভূক্ত_নয়ঃ
১) যাতায়াতের সময় রাস্তায় যে কোনো খাওয়া দাওয়ার খরচ।
২) ওষুধের খরচ
৩) সকাল,দুপুর ও বিকালের খাবার আমরা প্রোভাইড করবো।সেগুলো ছাড়া অন্যান্য যে কোনো খাবার/চা/পানির খরচ।
৪) আমরা উল্লেখ করিনি এমন কোনো খরচ।
_____________________________________
❑ #যা_যা_দেখবোঃ-
জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে।
_______________________________________
❑ #পিকাপ_পয়েন্টঃ মতিঝিল > শাহবাগ > সায়েন্স ল্যাব > রাসেল স্কয়ার > সংসদ ভবন > মিরপুর > উত্তরা হাউস বিল্ডিং।
________________________________________
❑ যে কোন পারিবারিক ট্যুর,ব্যবসায়িক ট্যুর,প্রাতিষ্ঠানিক ট্যুর, এবং কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
_______________________________________
❑ নিরাপত্তা ও হসপিটালিটির কারনে .chowdhuryholidays এর সাথে প্রচুর নারী ট্রাভেলার আমাদের সাথ ভ্রমন করেন। বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেতন।
________________________________________
❑ মৌখিক কোন কনফার্মেশন গ্রহনযোগ্য নয় যে কোন প্রয়োজনেঃchowdhuryholidays এর পেইজে ইনবক্স অথবা মোবাইলে যোগাযোগ:
01822501697/01726187003
______________________________________
❑ ভ্রমনের সময় যা অবশ্যই মাথায় রাখতে হবেঃ-
১) যেহেতু গ্রুপ ট্যুর, তাই অবশ্যই গ্রুপে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যে কোনো সমস্যায় এডমিন কে জানাতে হবে।
২) আমাদের খাওয়া দাওয়া হবে লোকাল ভাবে, তবে মানসম্মত এবং পরিষ্কার অবশ্যই হবে। যারা লোকাল খাবার খেয়ে অভ্যস্ত না, তারা ট্যুর টি এভয়েড করতে পারেন।
৩) যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ট্যুর প্ল্যান এর পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।
৪) ট্রিপে বাস এবং আমাদের অন্যান্য ট্রান্সপোর্ট এ বুকিং এর সিরিয়াল অনুযায়ী সীট প্রদান করা হবে। যাবার সময় যারা সামনে বসবেন, ফেরার সময় সেই সিরিয়াল উল্টো হয়ে তাদের পেছনে বসতে হবে। গাড়ির সীট প্রদানের ক্ষেত্রে যাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে এবং ৫ বছরের কম তাদের সীট সামনে দিয়ে বাকিদের সীট দেয়া হবে। এছাড়া কেউ কোন শারিরিক সমস্যার কারনে সামনে সীট নিতে হলে আমাদের কে মেডিক্যাল রিপোর্ট প্রদান করতে হবে।
______________________________________
❑ খরচ পাঠানোর পদ্ধতিঃ
Bikash : 01822501697
Nagad : 01911472536
Rocket : 01818117431-6
Bank A/C:-
A/C Name: Chowdhury Holidays.
Bank Name: Al-Arafah Islami Bank Ltd.
Branch : Nandipara Branch.
A/C Number: 0601020016772.
________________________________________
❑ Page 𝐋𝐢𝐧𝐤:-
Chowdhury Holidays-CHG
❑ 𝐆𝐫𝐨𝐮𝐩 𝐋𝐢𝐧𝐤:-
Chowdhury Holidays Group (CHG)
❑ Email: [email protected]
_______________________________________
❑ অবশেষে একটা কথা টিম .chowdhuryholidays এর সাথে ট্যুরে যাবার সময় সবাই হইতো অপরিচিত থাকবেন। ট্যুর শেষে যখন বাড়ি ফিরবেন, তখন অনেকগুলি বন্ধু এবং ভালোবাসা নিয়ে ফিরবেন।এতটুকূ গ্যারেন্টি দিতে পারি আমরা।তাই সকলকে স্বাগতম।