Bike-e Bangladesh - বাইকে বাংলাদেশ

Bike-e Bangladesh - বাইকে বাংলাদেশ We wish to travel our whole country by Motorbike.. Stay with us to see our beautiful Bangladesh in a different way..

01/08/2022

***Warning***

Always Wear Helmet
Never Speed Up in City Road
Always Keep an Eye on Side Mirror
Strictly Maintain Lane







বেরাইদ নৌকাঘাট অনেকে বেরাইদ ৩০ ফিট বলে থাকে। বিকেলে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা।ভাটারা পুলিশ স্টেশন থেকে বসুন্ধরা...
30/07/2022

বেরাইদ নৌকাঘাট

অনেকে বেরাইদ ৩০ ফিট বলে থাকে। বিকেলে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা।

ভাটারা পুলিশ স্টেশন থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দক্ষিণ গেটের সামনের ১০০ ফিট মাদানি এভিনিউ দিয়ে মাত্র ৭ কিলোমিটার।

#বেরাইদ
#১০০ফিট



16/07/2022

Drive safely, Drive responsibly







Hello Biker Brothers 🖤ঈদ মানে আনন্দ কিন্তু ঈদ আসলেই   অত্যাধিক  পরিমানে  বাইক অ্যাক্সিডেন্ট  হয় এইজন্য  বাইকার ভাইরা এক...
29/04/2022

Hello Biker Brothers 🖤

ঈদ মানে আনন্দ কিন্তু ঈদ আসলেই অত্যাধিক পরিমানে বাইক অ্যাক্সিডেন্ট হয় এইজন্য বাইকার ভাইরা একটু সাবধান বাইক রাইড করবেন।
#ঈদে_বাড়ী_মুখো_বাইকার_ভাইদের_জন্য_টিপস

# যে সকল বাইকার ভাইরা হাইওয়েতে বাইক চালিয়ে বাড়ী যাবেন আপনজনের সাথে ঈদ উৎযাপন করতে, সেই সকল বাইকার ভাইদের জন্য আমার সামান্য অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি এই টিপস্ আপনার অনেকটা কাজে আসবে।

এবার আসুন মূল কথায়ঃ

#প্রথমত_পোষাকঃ-

১। অবশ্যই জিন্স পড়বেন।
ফরমাল পেন্ট পড়বেন না।
২। ফুল হাতা গে‌নজি অথবা শার্ট পড়‌বেন।
এটা যেন একটু ফিটিং হয়।
৩। অবশ্যই কেডস্ পড়বেন।
৪। হাতে গ্লাভস্ পড়বেন।
৫। অবশ্যই ফুল ফেস হেলমেট পড়বেন। চলন্ত অবস্থায়
হেলমেটের গ্লাস উঠিয়ে রাখবেন না।
৬। এলবো এবং নি-গার্ড থাকলে পড়ে নিবেন।
৭। সামনের পকেটে মোবাইল রাখবেন না।
৮। পিছনের পকেটে মানিব্যাগ রাখবেন না।
৯। মোবাইল এবং মানিব্যাগ রাখার জন্য
ওয়েষ্ট ব্যাগ ব্যবহার করবেন।
১০। অবশ্যই রিফ্লেক্টিং জ্যাকেট পড়বেন।
১১। যেহেতু বৃষ্টির দিন, তাই
রেইনকোট অবশ্যই সাথে রাখবেন।

#দ্বিতীয়তে_আসি_আপনার_বাইকেঃ-

১। যেদিন আপনি রওনা দিবেন তার এক/দুই দিন আগেই একজন ভালো মেকানিক দিয়ে আপনার বাইকটা চেক করিয়ে নিবেন। যদি সামান্যতম ত্রুটিও থাকে, সেটা অবহেলা না করে সমাধান করে নিবেন।

২। চাকার হাওয়ার প্রেসারঃ-
সামনের চাকায় সর্বোচ্চ ৩০, এবং
পিছনের চাকায় সর্বোচ্চ ৪০ রাখবেন। এবং তা নিজের চোখে মেপে দেখে নিবেন ।

৩। ড্রাইভিং লাইসেন্সের এর মূল কপি।
ট্যাক্স টোকেন এর মূল কপি।
রেজিস্ট্রেশন কাগজ এর মূল কপি।

৪। বাইক স্টার্ট করার আগে দুই চাকার ব্রেক, ক্লাস, হেড লাইট, হর্ণ, ইন্ডিকেটর লাইট চেক করে নিবেন। এবং চাকায় লিক আছে কিনা চেক করে নিবেন।

৫। আপনার কাপড়ের ব্যাগটা বাইকের বেক সীটে ভালো করে টাইট করে বেঁধে নিবেন। সামান্য প্রকারও যেন নড়াচড়া না করে।

৬। ব্যাগ কোন অবস্থাতেই কাধে বা
পিঠে নিবেন না।

৭। বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া রা‌তে বাইক
জার্নি করবেন না।

৮। হাইওয়েতে যখন উঠবেন তখন আপনার বাইকের ব্যাক লাইট, হেড লাইট / ফগ লাইট জ্বালিয়ে রাখবেন।

#এবার_আসুন_সতর্কতাঃ-

১। বিসমিল্লাহ বলে বাইক স্টার্ট করবেন।

২। আপনি যত এক্সর্পাট বাইকারই হোন না কেন, হাইওয়েতে ৯০+ স্পিডের বেশি চালাতে যাবেন না।

৩। ৪৫ থেকে ৫০ কিঃমিঃ পর পর ১০ থেকে ১৫ মিনিটের বিরতি দিবেন। এতে আপনার বাইকের রেস্ট হবে, সাথে আপনারও। এই বিরতিতে আপনি চা/পানি খেয়ে নিতে পারেন।

৪। নিরিবিলি জায়গায় বিরতি দিবেন না। এতে আপনি ছিনতাইকারির কবলে পড়তে পারেন।

৫। বাইক স্টার্ট করা থেকে শুরু করে, প্রতি বিরতির পর বাইক স্টার্ট করার আগে একটা সেন্ট্রার ফ্রেস/ফ্রুট মুখে দিয়ে নিবেন।

এই সেন্ট্রার ফ্রেস/ফ্রুট আপনি আপনার বাসার কাছের দোকান থেকে নিয়ে নিবেন।
এই সেন্ট্রার ফ্রেস/ফ্রুট আপনাকে চলন্ত বাইকে প্রানবন্ত রাখবে।

৬। পানির বোতল ও স্যালাইন সাথে রাখবেন।
যেটা আপনি আপনার বাসা থেকেই বা বাসার কাছের দোকান থেকে নিয়ে নিবেন।

৭। চলন্ত বাইকে মোবাইলে কথা বলবেন না।

৮। পুলিশের পোষাক ছাড়া কেউ সিগনাল দিলে দাড়াবেন না।

৯। পুলিশের পোষাকে পুলিশ সিগনাল দিলে অবশ্যই দাড়াবেন। এবং বিনয় ও সন্মানের সহিত কথা বলবেন।

১০। আপনি যদি সিঙ্গেল বাইকার হোন তাহলে আপনার বাইকের গতির সাথে মিলিয়ে যে কোন একটা চার চাকার গাড়ির পিছু পিছু যাবেন। বিশেষ প্রয়োজন ছাড়া তাকে ওভারটেক করবেন না।
এবং ঐ গাড়ির ডান চাকার দাগে দাগে চালাবেন। দুই চাকার মাঝ বরাবর চালাতে যাবেন না। এতে আপনার বিপদ হতে পারে। এবং উক্ত গাড়ি থেকে কমপক্ষে ১০০ হাত দূরুত্ব বজায় রাখবেন।

১২। তিন চাকার পরিবহন (অটোরিক্সা, রিক্সা, সিএনজি, টেম্পু) থেকে ১০০০ হাত দূরে থাকবেন। কারন এরাই হবে আপনার দূর্ঘটনার প্রধান কারন।

১২। হাইওয়েতে কেউ লিফ্ট চাইলে দাড়াবেন না।

১৩। হাইওয়েতে কেউ বিপদগ্রস্থ হয়ে আপনার কাছে সাহায্য চাইলে ভুলেও দাড়াবেন না। কারন ছিনতাইকারি বিপদগ্রস্থ মানুষ সেজে আপনাকে দাড় করিয়ে আপনার বাইক সহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যাবে। যদি সত্যি সত্যি বিপদগ্রস্থ হয়, তাহলে হাইওয়ে পুলিশকে জানাতে পারেন।

১৪। চলন্ত বাইকে লুকিং গ্লাস ফলো করবেন।

১৫। যে কোন গাড়ি আপনাকে ওভারটেক করার সময় অথবা আপনি ওভারটেক করতে গেলে কমপক্ষে ৫ হাত দূরত্ব বজায় রাখ‌বেন।

১৬। বাইকের তেল ফুল ট্যাংকি ভরে নিবেন।

১৭। ভাংতি টাকা সাথে রাখবেন।
ব্রীজ/ফেরি তে টোল দিতে কাজে আসবে।

১৮। গান শুনতে শুনতে বাইক চালাবেন না।

১৯। মোবাইলে লাস্ট ডায়ালে এমন একজনের নাম্বার রাখবেন, যেন কোন সমস্যা হলে সাথে সাথে তাকে কল দিতে পারেন।

২০। রাস্তা ঘাটে না পারতে কোন খাবার খাবেন না। যদি খেতেই হয় তাহলে ইনটেক্ট খাবারের প্যাকেট কিনবেন। অথবা বাসা থেকে শুকনা খাবার সাথে নিতে পারেন।

সাবধানে বাইক চালাবেন, সতর্ক থাকবেন।

সবাইকে োবারক। ❤❤❤ কালেক্টেড ❤❤❤

10/03/2022

Sajek Tour 2021: Video Final Part

Road to Sajek Valley

#সাজেক #মেঘ #হাপংটং #কংলাক

03/02/2022
২০ নভেম্বর ২০২১সাজেক ট্যুর (Final Part)সাজেক ভ্যালি মূলত দুইটি এলাকায় বিভক্ত। রুইলুই পাড়া ও কংলাক পাড়া। সাজেকে উঠেই যেই ...
03/12/2021

২০ নভেম্বর ২০২১

সাজেক ট্যুর (Final Part)

সাজেক ভ্যালি মূলত দুইটি এলাকায় বিভক্ত। রুইলুই পাড়া ও কংলাক পাড়া। সাজেকে উঠেই যেই এলাকা এটার নাম রুইলুই পাড়া। এই এলাকার উচ্চতা সমতল থেকে ১৭০০ ফুটেরও বেশি। মেঘপুঞ্জি, অবকাশ ইকো, মেঘ কাব্য ইত্যাদি রিসোর্ট গুলি এখানে। এগুলো পার হয়ে হেলিপ্যাড, বিজিবি ক্যাম্প ছাড়িয়ে আরও ২/৩ কিলো পাহাড়ি পথ গেলে পড়বে কংলাক পাহাড়। এই পাহাড় রুইলুই পাড়া এলাকা থেকে ১০০ ফুট উঁচু। পাহাড়ের গা কেটে তৈরি করা রাস্তা বেয়ে উপরে উঠলে পড়বে কংলাক পাড়া। ক্লাউড ক্যাসেল, রক প্যারাডাইজ, কংলাক স্কাই ভিউ ইত্যাদি খরচবহুল রিসোর্টগুলি এখানে অবস্থিত। এখান থেকে ভোরবেলা মেঘের খুব ভালো ভিউ পাওয়া যাবে। তবে খাবার পানি থেকে শুরু করে সবকিছুর দামই এখানে অনেক বেশি পড়বে। এছাড়াও এখানে কোনো রিসোর্টে উঠলে গাড়ি নিয়ে এখানে আসা যাবে না। গাড়ি পাহাড়ের নিচে রেখে হেঁটে পাহাড়ে উঠে রিসোর্টে ঢুকতে হবে।
পাহাড়ের মাথায় একেবারে টপ পয়েন্টে ছোট একটা খোলা জায়গা আছে যেখান থেকে প্রায় পুরো পৃথিবী দেখতে পাবেন।😄 এই পাহাড় থেকে যতদুর চোখ যায় দিগন্ত পর্যন্ত ছোট ছোট উঁচুনিচু পাহাড় আর খুব খেয়াল করে দেখলে আঁকাবাঁকা রাস্তা চোখে পড়বে। গভীর রাতে আশপাশের ছোটো ছোটো পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ জমতে শুরু করে। মাথার উপরের আকাশে ফিনিক ফোটা জোৎস্নার আলোয় দেখলে মনে হবে হয়তো কোনো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। কখনো মেঘ সরে গেলে হাজার ফুট নিচে কোথাও কোথাও আবছাভাবে দেখা যায় টিমটিমে কোনো বৈদ্যুতিক বাতি কিংবা আঁকাবাঁকা রাস্তায় উঠে আসতে থাকা কোনো চান্দের গাড়ির আলো। সুনসান নিস্তব্ধতা আর হঠাৎ করে ডেকে ওঠা কোনো রাতপাখির ডাক সবমিলিয়ে অপার্থিব এক সৌন্দর্য উপভোগ করা যায় রাতের বেলায় এই কংলাক থেকে।
আমাদের এবারের ট্যুর এপর্যন্তই ছিলো। আবারও ফিরে আসব দুই চাকায় ভর করে নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে।
#হ্যাপি_রাইডিং✌️

#সাজেক
#কংলাক

#মেঘ
#হাপংটং



২০ নভেম্বর ২০২১সাজেক ট্যুর (Part 2)উঠেছিলাম হাপংটং কটেজে। সাজেক ভ্যালিতে উঠতেই হাতের বামে রুইলুই পাড়ায় অবস্থিত কাঠের তৈর...
30/11/2021

২০ নভেম্বর ২০২১

সাজেক ট্যুর (Part 2)

উঠেছিলাম হাপংটং কটেজে। সাজেক ভ্যালিতে উঠতেই হাতের বামে রুইলুই পাড়ায় অবস্থিত কাঠের তৈরি কটেজটিতে দোতলায় রুম আছে একটি। অন্যান্য রুম গুলি নিচের তলায়। ভিউ ভালো পাওয়া যায় এই দোতলার রুম থেকেই। এখানে রুম ভাড়া ছুটির দিনে 2500 অন্যান্য দিন 2000 করে। টয়লেটের অবস্থা অন্যান্য কটেজের তুলনায় যদিও খুব একটা ভাল না তারপরও বাজেট ট্যুরের জন্য কটেজটি মোটামুটি বেস্ট হবে।
চলবে..

#সাজেক



#হাপংটং
#মেঘ

২০ নভেম্বর ২০২১সাজেক ট্যুর (Part 1)ঢাকা থেকে ৩৬৬ কি.মি (৮ ঘন্টা)আরও গিয়েছিলাম আলুটিলা গুহা,খাগড়াছড়ি, তেরাংতৈ কালাই রিছাং...
26/11/2021

২০ নভেম্বর ২০২১

সাজেক ট্যুর (Part 1)
ঢাকা থেকে ৩৬৬ কি.মি (৮ ঘন্টা)

আরও গিয়েছিলাম আলুটিলা গুহা,খাগড়াছড়ি, তেরাংতৈ কালাই রিছাং ঝর্ণা, খাগড়াছড়ি, হর্টিকালচার পার্ক খাগড়াছড়ি

অনেকের ধারণা বাইক নিয়ে যেকোনো সময়ই দীঘিনালা বা বাঘাইহাট থেকে সাজেকের দিকে যাওয়া যায়। ব্যাপারটা এমন না। বাঘাইহাট থেকে বিজিবির এসকর্ট সকাল ১০টায় আর দুপুর ৩টায় সাজেকের দিকে যায়। সকল ট্যুরিস্টদের চান্দের গাড়ি, প্রাইভেট কার, সিএনজি বা বাইক শুধুমাত্র ওইসময়টাতেই যেতে দেওয়া হয়। আবার সাজেক থেকে ফেরার সময়ও একই শিডিউলে সবাই ফেরত আসে। অযথা বেশি আগে আসলেও লাভ নেই আবার লেট করে ফেললেও যাওয়া যাবে না। সুতরাং এখানে আসার আগে সবাই এই সময় শিডিউল অনুসারে ট্যুর প্ল্যান করে আসবেন।
হ্যাপি ট্রাভেলিং✌️


#হাপংটং
#সাজেক
#কংলাক


#মেঘ

23/11/2021



#সাজেক


25/10/2021

১৪ অক্টোবর ২০২১
ঢাকা - ফরিদপুর
১২০ কি.মি (৪ ঘন্টা)



ভাটেরচর, মুন্সিগঞ্জঢাকা থেকে ৪৫ কিলোমিটার সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট map link: https://maps.app.goo.gl/1BukbdWFQasVsAmU9...
01/10/2021

ভাটেরচর, মুন্সিগঞ্জ
ঢাকা থেকে ৪৫ কিলোমিটার
সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট
map link: https://maps.app.goo.gl/1BukbdWFQasVsAmU9

#কাশফুল
#লুটেরচর
#ভাটেরচর
#মুন্সিগঞ্জ

Rate us & leave a review please. your valuable feedback paves the way of our future.
24/09/2021

Rate us & leave a review please. your valuable feedback paves the way of our future.

19/09/2021

#কাশফুল
#উত্তরা_দিয়াবাড়ি
শরতের বিকেলে কাশফুল দেখতে বাইকে বাংলাদেশের সাথে উত্তরা দিয়াবাড়ি🌸🌼🌿

২২/০৮/২০২১শারিঘাট, কেরানীগঞ্জ ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটারসময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl...
22/08/2021

২২/০৮/২০২১
শারিঘাট, কেরানীগঞ্জ
ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার
সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট
ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/ARV29wMJhrCzfQpJ6

#সারিঘাট

19 May 2021Total 417 km round trip
30/06/2021

19 May 2021
Total 417 km round trip

LONGEST TOUR OF THE YEAR (PART-3)আলীকদম মারায়তং, আলী কদম, বান্দরবান।   আলীর গুহা-Ali's Cave  ডিমপাহাড়, আলীকদম, বান্দরবান...
25/01/2021

LONGEST TOUR OF THE YEAR (PART-3)

আলীকদম
মারায়তং, আলী কদম, বান্দরবান।
আলীর গুহা-Ali's Cave
ডিমপাহাড়, আলীকদম, বান্দরবান
থানচি, বান্দরবান
দ্যা দামতুয়া ইন
Yasin Hotel (Marayong Tong)
Chittagong Patenga & Naval Sea Beach চট্রগ্রাম পতেঙ্গা এবং নেভাল সি বিচ

ঢাকা থেকে প্রায় ৫০০ কিলোমিটার (১২ ঘন্টা ড্রাইভিং টাইম)

১ম পর্বের লিংকঃ https://www.facebook.com/story.php?story_fbid=218150456671555&id=106567471163188

২য় পর্বের লিংকঃ
https://www.facebook.com/106567471163188/posts/226325489187385/

(৩য় পর্ব) মেরাইথং এর চূড়া

২৭/১২/২০২০

মেরাইথং এর চূড়ার কাছাকাছি পৌঁছে দেখি পেছন থেকে একটা ইট ভর্তি ট্রাক উঠে আসছে। এত খাড়া পথে এত ওজন নিয়ে কিভাবে ট্রাকটা এত উপরে উঠে আসছে দেখে বিস্মিত হলাম। হেরিং বন্ড রাস্তার কাজ এখনো শেষ হয়নি। যেখানে এখন আছি এখানে কোন রাস্তা নেই। এই শেষ অংশের রাস্তাটুকু বানানোর জন্যই এই ট্রাকে করে ইট নিয়ে আসা। শেষপর্যন্ত উঠে এলাম চূড়ায়। সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করার মত না। যতদূর চোখ যায় শুধু উঁচুনিচু সবুজ পাহাড়ের সারি, নিচে সমুদ্রের মত মেঘ আর মাথার উপর পরিস্কার ঝকঝকে নীলাকাশ। বসে রইলাম কিছুক্ষণ স্তম্ভিত হয়ে। চূড়ার উপরটা বেশ সমতল। এখানে দুইটি মন্দির দেখতে পেলাম। একটিতে বুদ্ধমূর্তি অন্যটিতে কিসের বা কার মূর্তি চিনতে পারলাম না। চূড়ার ঠিক মাঝখানে একটি বিশালাকৃতির বটগাছ। এর নিচেই ট্যুরিস্টরা ক্যাম্পিং করে থাকে। বেশকজন ট্যুরিস্ট দেখলাম যারা রাতে ক্যাম্পিং করেছিল এখন মালামাল গোছাচ্ছে। ঘুরে দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে কখন যে ঘন্টা পার হয়ে গেল বুঝলামই না। এদিকে সূর্য মাথার উপর উঠে আসছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিচের সমস্ত মেঘ পরিষ্কার হয়ে গিয়ে ছোটছোট বাড়িঘর, রাস্তা আর সাপের মতো এঁকেবেঁকে চলা মাতামুহুরি নদী স্পষ্ট হয়ে উঠলো। দেখার মত আর কিছু নেই তবুও নিশ্চুপ পাহাড়ের মাথায় ঝকঝকে নীল আকাশের নিচে বসে থেকে একাকীত্ব, শূণ্যতা আর নির্জনতার মিশ্রনে যে অদ্ভুত অনুভূতিটা হচ্ছিল সেটা ঝেড়ে ফেলে নামতে ইচ্ছা করছিল না একটুও। মনে হচ্ছিল যেন নিচের পৃথিবীর আনন্দ, দুঃখ, হতাশা, মায়া, ভালোবাসা সবকিছু ছাড়িয়ে অপার্থিব এক জগতে চলে এসেছি। একটু পর দেখলাম ইটের ট্রাকটা ইট নামিয়ে চলে যাচ্ছে। তড়িঘড়ি করে গিয়ে ড্রাইভারকে বললাম আমাদের পাহাড়ের নিচ পর্যন্ত লিফট দিতে। রাজি হল সহজেই। বসেছিলাম সামনের সিটে। ওই সংকীর্ণ রাস্তা দিয়ে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে দক্ষ ড্রাইভার কিভাবে যে ট্রাকটা নামিয়ে নিয়ে এলো চিন্তা করা যায় না! কোনো কারণে ব্রেকটা ফেল করলেই ভবলীলা সাঙ্গ হয়ে যেতো😅। যাই হোক যেই পথ উঠেছিলাম ৩ ঘন্টায় নেমে এলাম আধাঘন্টারও কম সময়ে! ইয়াসিনের হোটেলের সামনেই ট্রাকটা আমাদের নামিয়ে দিল। অতিথিপরায়ণ ইয়াসিন ভাইয়ের হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে হালকা নাস্তা করে বাইক নিয়ে আবারও ফিরে এলাম হোটেলে। শরীর আর চলছে না। পায়ের মাংসপেশিতেও ব্যথা শুরু হয়েছে। তারপরও রেস্ট নিয়ে আর সময় নষ্ট করা যাবে না। কারণ আজই ট্যুরের শেষদিন। যা দেখার আজ এই দিনের আলো থাকতে থাকতেই দেখে নিতে হবে। তাই দ্রুত গোসল আর লাঞ্চ সেরে বের হয়ে পড়লাম আবারও।

(চলবে)

ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/qqduw79DVb41AkEN8 (দামতুয়া ইন)
https://maps.app.goo.gl/LZRKBFa2RYoFzeZ47 (আলীকদম)
https://maps.app.goo.gl/T6xbZc1f2dXQJXKq9 (আলীর গুহা)
https://maps.app.goo.gl/wd65QzUC4nkm2MND7 (মেরাইথং জাদি)
https://maps.app.goo.gl/ecZpWfEJ3kGAcE659 (ইয়াছিন হোটেল আবাসিক বাজার)
https://maps.app.goo.gl/dnBwTtfwDWHxg1HKA (ডিম পাহাড়)
https://maps.app.goo.gl/t1eWmKnKqC2WHxPV7 (থানচি)
https://maps.app.goo.gl/8QLUhW7vbDewCbyh6 (পতেঙ্গা সী বীচ)

#আলীকদম #বান্দরবান #মেরাইথং #মারায়নতং #ডিমপাহাড়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike-e Bangladesh - বাইকে বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies