Akashbari Women Holidays

Akashbari Women Holidays Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akashbari Women Holidays, Travel Agency, SONARGAON TERRACE HOUSE 52 Road 13/C BANANI, Dhaka.
(1)

13/12/2022
10/12/2022
আমাদের দেশের এই বিমানবন্দরটি হলো বিশ্বের একটি আজব দুর্নীতিগ্রস্ত অসাধু কর্মকর্তাদের দিয়ে পরিচালিত এয়ারপোর্ট।যেখানে রয়েছ...
19/01/2020

আমাদের দেশের এই বিমানবন্দরটি হলো বিশ্বের একটি আজব দুর্নীতিগ্রস্ত অসাধু কর্মকর্তাদের দিয়ে পরিচালিত এয়ারপোর্ট।

যেখানে রয়েছে আজব ধরনের স্ক্যানার মেশিন,যে মেশিনে 'বন্দুক' ধরা পড়ে না 'বোমা' ধরা পড়ে না।ধরা পড়েনা ভি আই পি লোকদের কোন কিছুই।

ধরা পড়ে শুধু সেই প্রবাসীকে তার স্ত্রী,মায়ের ও বোনের আদর করে দেওয়া গরুর মাংস,মুরগীর মাংস,হাসের মাংস।যে তার মাকে বলে মা অনেকদিন হাসের মাংস খাইনি।ধরা পড়ে তাদের জন্য পাঠানো শুটকি।ধরা পড়ে তাদের জন্য পাঠানো সামান্য ঔষধ।
ধরা পড়ে প্রবাসীদের অক্লান্ত মেহনত করা টাকায় ভালবেসে স্ত্রী,ছেলে-মেয়ে,মা-বাবা,ভাই-বোনের জন্য পাঠানো ছোট উপহারগুলো।শুধু ধরাই পড়ে না,ঐসব আদর মাখা উপহার গুলো চুরি করে প্রবাসীদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে।
তাছাড়া রয়েছে প্রবাসীদের সাথে অত্যান্ত খারাপ রকমের ব্যবহার।
এয়ারপোর্টে নিয়োজিত ব্যক্তিবর্গের এমন কার্যকলাপ যদি মাননীয় প্রধানমন্ত্রীর স্বচোখে দেখতেন,হয়তো তখন বুঝতেন।
সব মহান আল্লাহর নিকট জমা থাকবে,কারণ প্রিয় প্রতিপালক হলেন ইহকাল ও পরকালের উত্তম বিচারক।

নিজেকে সাইবারবুলিং থেকে রক্ষা করতে, যেনতেন গ্রুপ এ জয়েন করা থেকে বিরত থাকুন।জনস্বার্থে পোস্টটি বেশী বেশী শেয়ার করুন।ধন্য...
18/01/2020

নিজেকে সাইবারবুলিং থেকে রক্ষা করতে, যেনতেন গ্রুপ এ জয়েন করা থেকে বিরত থাকুন।

জনস্বার্থে পোস্টটি বেশী বেশী শেয়ার করুন।
ধন্যবাদ।

মেয়েদের ভ্রমণ গ্রুপ খুঁজছেন?
যেখানে পোস্ট করলে বা কমেন্ট করলে, সাইবার বুলিং বা অনাকাঙ্খিত মেসেজ পাওয়ার ভয় নেই।

যেখানে শুধু মাত্র মেয়েরা একসাথে গ্রুপ ট্যুরে যেতে পারবে অথবা যে গ্রুপে শুধু মেয়েরা ভ্রমণ নিয়ে নিজেদের ভ্রমণের গল্প, তথ্য, শেয়ার করতে পারবে?

এমন একটি অসাধারণ গ্রুপ "Women Travelers Bangladesh" খুলেছে আকাশবাড়ি হলিডেজ।

তাই নিশ্চিন্তে, আপনি নিজে জয়েন করুন এবং আপনার বন্ধুদেরকে গ্রুপ এ জয়েন করতে ইনভাইট করুন।

গ্রুপ লিংক - https://www.facebook.com/groups/758751771286585/

নিজেকে সাইবারবুলিং থেকে রক্ষা করতে, যেনতেন গ্রুপ এ জয়েন করা থেকে বিরত থাকুন।
জনস্বার্থে পোস্টটি বেশী বেশী শেয়ার করুন।
ধন্যবাদ।

এসব ছবি বাংলাদেশের , আমাদের দেশ ।আমরা কি আমাদের দেশের সৌন্দর্য সব দেখেছি?আসুন দেখি , সবার সাথে শেয়ার করি ।প্রাকৃতিক সৌন্...
28/12/2019

এসব ছবি বাংলাদেশের , আমাদের দেশ ।
আমরা কি আমাদের দেশের সৌন্দর্য সব দেখেছি?
আসুন দেখি , সবার সাথে শেয়ার করি ।

প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে মানুষের প্রেম বহুযুগের। তাই প্রায় সবার মনেই ইচ্ছে থাকে অন্তত নিজ দেশটাকে ঘুরে দেখার। সময়, সুযোগ, সঙ্গী, অর্থ কিংবা যাতায়াত ব্যবস্থার কারনে অনেকেরই হয়তো যাওয়া হয়ে ওঠেনা। আবার অনেকেই শত বাঁধা উপেক্ষা করে বেড়িয়ে পরেন অজানা গন্তব্যের উদ্দেশ্য। ঘুরতে যেমন আমার ভাল লাগে তেমনি যারা ঘুরতে পছন্দ করে তাদেরকেও ভাল লাগে।

তুলনামূলক ছোট আয়তনের দেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার আমাদের অপরূপ বাংলাদেশ। সমুদ্র, নদী, পাহাড়, ঝর্ণা, ফসলের মাঠ, চা বাগান, সবুজ বন আর নানা ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ এই দেশের সৌন্দর্য্যের কোন তুলনা নেই। প্রায়শই নতুন নতুন পর্যটন আকর্ষণ খুঁজে বের করছেন তরুণরা। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক সৌন্দর্য্যের বিচারে আমার দেখা দেশের সেরা দশটি পর্যটন এলাকা তুলে ধরলাম। আপনার বিবেচনায় ভিন্ন হতেই পারে।

প্রতিটি জায়গার ও যাতায়াতের সংক্ষিপ্ত বিবরণ নিম্নক্রমানুসারে দেয়া হয়েছে।

১০. বিরিশিরি
জায়গাটা নেত্রকোনার দূর্গাপুরে অবস্থিত। শীতকালে গেলে পানির রঙটা ছবিতে যেমন দেখাচ্ছে তেমনই দেখতে পাবেন। আর ছোট ছোট টিলাগুলো সাদা বা চীনা মাটির।
ঢাকা থেকে বাসে দূর্গাপুর নেমে অটো বা মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে পারবেন। তবে রাস্তার অবস্থা ব্যাপক রকমের খারাপ।

০৯. শহীদ সিরাজ লেক/নিলাদ্রী লেক
সুনামগঞ্জের তাহেরপুর থানার টেকেরঘাটে অপরূপ সুন্দর এই লেকটির অবস্থান। দূরের পাহাড়গুলো ইন্ডিয়ানদের। জাদুকাটা নদীর খেয়া পার হয়ে বারিক্কা/বারেক টিলা ক্রস করে ৭/৮ কিমি সামনে এগুলেই নিলাদ্রী লেক চোঁখে পড়বে। এই ৭/৮ কিমি রাস্তার সৌন্দর্য অসাধারন। এখান থেকে কাছেই রয়েছে নয়নাভিরাম শিমূল বাগান।
বাসে সুনামগঞ্জ এসে মোটরসাইকেল ভাড়া করে যাওয়াই সবচেয়ে উত্তম। নাহলে পথ ভুল করার সম্ভাবনা থাকবে।

০৮. রাতারগুল
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় রাতারগুল অবস্থিত। রাতারগুল যাওয়ার ভাল সময় বর্ষাকাল। ছোট নৌকা ভাড়া করে পুরোটা জলাবন ঘুরে দেখা যায়। বনের মাঝে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বনের অসাধারন ভিউ পাওয়া যায়।
বাস, ট্রেন বা বিমানে সিলেটে নেমে ছোট গাড়ি বা সিএনজি নিয়ে একদম নৌকাঘাট পর্যন্ত যাওয়া যাবে।

০৭. বিছনাকান্দি
ছোট বড় পাথর, খাল আর পাহাড়বেষ্টিত এই অপরূপ বিছনাকান্দিও সিলেটের গোয়াইনঘাটে। দূর পাহার থেকে বেয়ে আসা ঝর্নার শীতল পানির স্রোত আপনাকে মোহনিয় করবেই। চাইলে রাতারগুল আর বিছনাকান্দি একই দিনে ঘুরে আসা যায়। তবে বিছনাকান্দির রাস্তার শেষদিকটা বেসম্ভব খারাপ।

০৬. নীলগিরি
প্রায় ২২০০ ফিট উচুতে অবস্থিত নীলগিরি রিসোর্টই দেশের সবচেয়ে উচু রিসোর্ট। খুব সকালে পৌছাতে পারলে মেঘের ছোয়া পাওয়া যাবে। বান্দরবান শহর থেকে প্রায় ৪৭ কিমি দূরে এর অবস্থান। তবে রিসোর্ট হলেও এখানে রাত কাটানোর চিন্তা না করাই ভাল।
ঢাকা থেকে বাসে বান্দরবান পৌছে চান্দের গাড়ি অথবা সিএনজি নিয়ে যাওয়া যাবে।

০৫. কূয়াকাটা
একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত দক্ষিণবঙ্গের সাগরকন্যা কূয়াকাটা। আমার পছন্দের মূল কারন অবশ্য বড় ঢেউ আর প্রাকৃতিক পরিবেশ। ঢেউগুলো বীচের খুব কাছে আসায় এখানে সমুদ্রস্নানের মজাটা কক্সবাজার থেকে কয়েকগুণ বেশি।
ঢাকা থেকে সরাসরি বাসে অথবা লঞ্চে বরিশাল/পটুয়াখালী হয়ে যাওয়া যাবে কূয়াকাটায়।

০৪. সুন্দরবন
এই ছবিটি আমার তোলা না। নেট থেকে নেয়া। অনেক বছর আগে যখন গিয়েছি তখন মোবাইল ক্যামেরা ছিলোনা। এনালগ ক্যামেরায় দু-চারটে ছবি তুলেছিলাম হয়তো। নতুনভাবে আরেকবার যাওয়ার প্লান আছে।
বর্তমানে নিরাপত্তা ও যাতায়াতের কথা চিন্তা করে কোন ট্রাভেল এজেন্সির সাথে গেলেই ভাল হবে। এছাড়া বড় গ্রুপ অাকারে গেলে খরচ অনেকটা কম পড়বে আর নিরাপত্তা বেশি নিশ্চিত হবে।

০৩. কক্সবাজার
বৃহত্তম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজার সারাবিশ্বেই কমবেশি পরিচিত। আমরাই এর মূল্যায়ন করলাম না। অপরিচ্ছন্ন বীচ আর অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ব্যাবস্থাপনার কারনে অনেকেই এখন যেতে চায়না। যদিও এরপরেও ভ্রমনপিপাসুদের নিকট এখনও শীর্ষে কক্সবাজার।
কক্সবাজারের সাথে প্রায় সারাদেশের সাথেই রয়েছে সরাসরি বাস যোগাযোগব্যবস্থা।

০২. সাজেক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত পাহাড়ঘেরা সাজেক আমার কাছে অসাধারন মনে হয়েছে। বিশেষত এখানে কাটানো রাতটা আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবেই। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার আঁকাবাঁকা, উঁচুনিচু, খাড়া পুরোটা পথই রোমাঞ্চকর।
ঢাকা থেকে বাসে খাগড়াছড়ি এসে চান্দের গাড়িতে যাওয়া যাবে মেঘ ও পাহাড়ের মিলনক্ষেত্র সাজেকে।

০১. সেন্ট মার্টিন
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। চারিদিকে সমুদ্রের নীল জলরাশি বেষ্টিত দ্বীপটির রূপ আপনাকে মুগ্ধ করবেই। আমার দৃষ্টিতে ০১ নম্বর তাই সেন্ট মার্টিনই।

হলিডে প্যাকেজ । শুধুমাত্র মেয়েদের জন্য । শুধুমাত্র আকাশবাড়ী ওমেন হলীডেজ এ ।সিকিম + গ্যাংটক ৬ দিন তিন বেলা খাওয়া , প্রতিদ...
27/11/2019

হলিডে প্যাকেজ । শুধুমাত্র মেয়েদের জন্য । শুধুমাত্র আকাশবাড়ী ওমেন হলীডেজ এ ।
সিকিম + গ্যাংটক ৬ দিন তিন বেলা খাওয়া , প্রতিদিন বিভিন্ন স্পট ভিসিট সহ খরচ হবে মাত্র ১৯৯০০/- টাকা ।
এছাড়া বাড়তি কোণ খরচ নেই ।
যাত্রার তারিখ - ৭ জানুয়ারি । বুকিং লাস্ট ডেট - ১৫ ডিসেম্বর ।
মাত্র প্রথম ১৬ জনের জন্য ।

রুমানা - ০১৭০১২৯৪৪৫১ , সামিরা - ০১৭০১২৯৪৪৫৯ , চাঁদ - ০১৬১৩২১৪১৫৩ , ইতি - ০১৭০১২৯৪৪৫৬ , বৃষ্টি - ০১৭০১২৯৪১৫৩ , পপি - ০১৭০১২৯৪৪৫৮

AKASHBARI WOMEN HOLIDAYS
HOUSE - 52 , ROAD - 13/C BLOCK - E
BANANI , DHAKA

Address

SONARGAON TERRACE HOUSE 52 Road 13/C BANANI
Dhaka
1213

Telephone

01701294451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akashbari Women Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All