হোয়াইট রোজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • হোয়াইট রোজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সী

হোয়াইট রোজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সী Travel & Hajj Agency Better Services For You ! Umrah & Hajj Agency. Air Ticket Reservation. Travel Agency. We do Work Permit & Tourist Visa.

হজ্জ ও উমরার আহকাম 🍂https://www.facebook.com/whiterosehajjagency/01568-013475প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা - অধ্যাপক মোঃ নূরু...
15/05/2023

হজ্জ ও উমরার আহকাম 🍂

https://www.facebook.com/whiterosehajjagency/
01568-013475
প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা - অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

Turn back to Allah🍁
15/05/2023

Turn back to Allah🍁

Allah is the Greatest.🌸
15/05/2023

Allah is the Greatest.🌸

14/05/2023

আলহামদুলিল্লাহ! ঘূর্ণিঝড় এর গতিপথ হঠাৎ এভাবে ঘুরে যাওয়া আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিছু না। সকলে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করা উচিত।

হজ্জ ও উমরার ফযীলত!🕋
14/05/2023

হজ্জ ও উমরার ফযীলত!🕋

14/05/2023

আবূ হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বয়স্ক, শিশু, দুর্বল ও নারীর জিহাদ হলো হজ্জ এবং উমরা পালন করা”। (নাসাঈ ২৬২৬)

হজ্জ ও উমরার ফজিলত!🤍
14/05/2023

হজ্জ ও উমরার ফজিলত!🤍

14/05/2023

সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। (তিরমিযী)

14/05/2023

রমযান মাসের উমরা পালন করা আমার সাথে (অর্থাৎ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে) হজ্জ করার সমতূল্য। (বুখারী)

14/05/2023

মসজিদুল হারামে একবার সালাত আদায় করা অন্য মসজিদে (মাসজিদে নববী ব্যতীত) এক লক্ষ বার সালাত আদায়ের চেয়েও বেশী সাওয়াব। (আহমাদ)

14/05/2023

তিন ব্যক্তি আল্লাহর মেহমানঃ
ক) হাজী খ) উমরা পালনকারী গ) আল্লাহর পথে জিহাদকারী। (নাসাঈ)

🕋
14/05/2023

🕋

হজ্জের ধারাবাহিক কাজ!🕋Umrah & Hajj Agency.Contact - 01568-013475
14/05/2023

হজ্জের ধারাবাহিক কাজ!🕋
Umrah & Hajj Agency.
Contact - 01568-013475

Allah is always with us.🍂
14/05/2023

Allah is always with us.🍂

Allah is the most Merciful.🌻
14/05/2023

Allah is the most Merciful.🌻

Be Patience!🌿
14/05/2023

Be Patience!🌿

13/05/2023

13/05/2023

🔘রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: “যদি কোনো দল কোনো বৈঠকে বসে আল্লাহ্‌র যিক্‌র না করে এবং তাদের নবীর ওপর দরূদও পাঠ না করে, তাহলে তাদের সেই বৈঠক তাদের জন্য কমতি ও আফসোসের কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, অথবা তিনি চাইলে তাদের ক্ষমা করবেন।”[12]

যিক্‌রের ফযীলত। হিসনুল মুসলিম।

13/05/2023

🍂রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “আল্লাহ তা‘আলা বলেন: আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে, আমাকে সে তদ্রূপই পাবে; আর যখন সে আমাকে স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে এক বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হই। সে এক হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে এক বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুতবেগে যাই।[7]”

যিক্‌রের ফযীলত। হিসনুল মুসলিম।

13/05/2023

ক্রোধ দমনের দো‘আ-
"আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম"

13/05/2023

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “আমি কি তোমাদেরকে তা জানাবো না— আমলের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিক (আল্লাহ্‌র) কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী, (আল্লাহ্‌র পথে) সোনা-রূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চাইতেও অধিকতর শ্রেষ্ঠ?” সাহাবীগণ বললেন, অবশ্যই হ্যাঁ। তিনি বললেন, “আল্লাহ্ তা‘আলার যিক্‌র”।

তিরমিযী ৫/৪৫৯, নং ৩৩৭৭; ইবন মাজাহ্‌ ২/১৬৪৫, নং ৩৭৯০; আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্‌ ২/৩১৬; সহীহ তিরমিযী ৩/১৩৯।

যিক্‌রের ফযীলত। হিসনুল মুসলিম।

13/05/2023

“আর আপনি আপনার রব্বকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতিসহকারে, অনুচ্চস্বরে; সকালে ও সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না।”

ভরসা রাখুন এক এবং অদ্বিতীয় মহান আল্লাহ্‌র উপর।🌺
13/05/2023

ভরসা রাখুন এক এবং অদ্বিতীয় মহান আল্লাহ্‌র উপর।🌺

Ameen!🍂
13/05/2023

Ameen!🍂

Reminder for every Muslim Ummah!🌸
13/05/2023

Reminder for every Muslim Ummah!🌸

 #হজ্জটিপস ৩ #টয়লেট১/ আপুরা, আমার মতে "হালকা" সূচীবায়ু থাকলে বিমানের টয়লেট আপনার জন্য না। কাজেই ইমিগ্রেশন পার হয়ে টয়লেট ...
12/05/2023

#হজ্জটিপস ৩
#টয়লেট

১/ আপুরা, আমার মতে "হালকা" সূচীবায়ু থাকলে বিমানের টয়লেট আপনার জন্য না। কাজেই ইমিগ্রেশন পার হয়ে টয়লেট এবং ওজু সেরে নিবেন। ৬ ঘন্টার রাস্তা। ২-৩ ওয়াক্ত সালাত পড়া লাগতে পারে বিমানে।

২/ বিমান থেকে নেমে পৌছাবেন জেদ্দা টারমিনালে। সেখানে বেশ কয়েক ঘন্টা কাটাতে হবে আপনাকে। এখানে মানুষের এত ভীড় থাকে যে টয়লেটগুলা একটু নোংরা। কাজেই ২টা জিনিসের প্রয়োজন হবে আপনার।

🔴 ভিটামিন ট্যাবলেটের খালি কৌটায় ভরে সুগন্ধী ছাড়া handwash (লাইফবয়ের নীলটা নিয়েছিলাম)

🔴 Disposable gloves। ডাক্তারির gloves না। রান্নাঘরের কাজের জন্য শপিং মলে ৮০-৯০ টাকায় ১০০ টা পাতলা পলিথিনের স্বচ্ছ gloves এর প্যাকেট পাওয়া যায়, ওগুলা নিবেন। নিচু কমোড, হাই কমোড সবখানেই handshower দেয়া। অনেক জায়গায় handshower গুলা ফ্লোরের নাপাক পানিতে পড়ে থাকে। এজন্য gloves পরলে ভাল। ডান হাতে পরলেই চলবে।


কাজ শেষে অবশ্যই ওটা বাইরে বিনে (ময়লার বালতিতে) ফেলবেন, ভিতরে কমোডে না। কমোডে gloves আটকে overflow হবে। আপনার কারণে মানুষের ভোগান্তি হলে আপনাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হতে পারে। সৌদিতে ময়লা ফেলার বালতির কোন অভাব নাই। কোন অবস্থাতেই টয়লেট বা রাস্তায় মানুষের ভোগান্তির কারণ না হওয়ার চেষ্টা করবেন।

৩) মসজিদুল হারামের ভিতরে টয়লেট নেই। কিন্তু চত্ত্বরে প্রচুর টয়লেট আছে। মসজিদে প্রথমদিন গিয়ে মানুষ জনকে জিজ্ঞেস করবেন "King Fahad Extension" কোথায়। ওখানে কিছুদূর পর পর information সাইনবোর্ড লাগানো লোক থাকে। ওদের কাছ থেকে একটা ম্যাপ চেয়ে নিবেন। ম্যাপে কোথায় মেয়েদের টয়লেট, কোথায় ছেলেদের টয়লেট সব দেয়া আছে। ম্যাপ না থাকলে এত বড় জায়গায় আপনাকে অনেক ঘুরতে হবে।

🔵 তবে ম্যাপ না থাকলে পুলিশদের জিজ্ঞেস করতে পারেন। বলবেন "হাম্মাম", ওরা হাত দিয়ে দেখিয়ে দিবে। ওরা অনেক helpful।

৪) মসজিদুল হারামের টয়লেট হল সব মাটির নিচে। দরজা দিয়ে ঢুকে, সিড়ি বা এসকেলেটর দিয়ে নামবেন। তারপরেই টয়লেটের জন্য লাইনে দাঁড়িয়ে যাবেন না। বেশিরভাগ মানুষই জানে না যে টয়লেট নিচের দিকে "আরো একটা তালা" আছে। সবাই প্রথম বেসমেন্টে ভিড় করে, লাইন থাকে, নোংরাও থাকে। আপনি সিড়ি দিয়ে প্রথম ফ্লোরে নেমে ডানে বা বায়ে হাটা শুরু করবেন। বেশ কিছুদূর আগিয়ে গেলে "যে কোন এক দিকে" দেখবেন নিচে নামার আরেকটা সিড়ি এবং এসকেলেটর। এটা দিয়ে নামলে দেখবেন প্রায় পুরা ফাকা। এই ফ্লোরে মানুষ কম আসে বলে পরিষ্কার থাকে, handshower মাটিতে পড়ে থাকে না। ওজুর জায়গায়ও ভিড় কম এখানে। ওজুর জায়গায় পানি খাওয়ার প্লাস্টিক কাপে সুগন্ধি-ছাড়া-হ্যান্ডওয়াশ রাখা থাকে। ভিতরে হাত ঢুকাবেন না, ঢেলে নিবেন।

৫)এরপর যাবেন মিনায়। মিনায় বা আরাফায় ১০-২৫ টা তাবুকে ঘিরে একটা বেড়া। এক বেড়ার ভিতরে ১-২ টা টয়লেট কমপ্লেক্স থাকে। ভুলেও যাবেন না। ভীষণ নোংরা। বেড়ার গেট দিয়ে বের হয়ে আশে পাশে খুজবেন। দেখবেন দোতালা বিল্ডিং আছে টয়লেটের সাইন দেয়া। সাধারণত একই বিল্ডিং এর একদিক ছেলেদের, আর তার উল্টাদিক মেয়েদের জন্য নির্ধারিত করা আছে। এই বিল্ডিং মিনা, মুজদালিফা, আরাফা সবখানেই সারি সারি আছে। এগুলোর মধ্যে যেটা নিজের তাবুর গেটের কাছে বা অন্যদের গেটের কাছে- সেটায় যাবেন না, বেশি নোংরা হবে এগুলা। যত দূরেরটায় যাবেন, তত পরিষ্কার।

জেদ্দার টয়লেটে যেগুলা লাগবে বলেছিলাম, এখানেও সেগুলা লাগবে। অতিরিক্ত লাগবে "handel ওয়ালা একটা বড় পলিথিন"। টয়লেটে গিয়ে বোরখা বা হিজাব বা মাথার ক্যাপ পলিথিনে ভরে দরজার পিছনের স্ট্যান্ডে ঝুলিয়ে দিবেন। টয়লেটে হাত ফস্কে নিচে কিছু পড়লে কেঁদেও কূল পাবেন না।

৬) আর টয়লেট ব্যবহার করে, অবশ্যই ফ্লাশ করবেন, বা পানি ঢালবেন। (পাবলিক পোস্টে এই কথা না বলিয়া পারা গেল না)। মানুষের কাম কাজ দেখলে মনে হয় হজে আসার আগে নিজের বাড়িতে বনে-জঙ্গলে কাজ সারত, টয়লেটে পানি ঢালা শিখে নাই। না, শুধু অশিক্ষিতরা না, নিজের চোখে নিজের দলের একজন শহুরে সঙ্গিনীকেও দেখেছি পানি না ঢেলে বের হতে। কেমনে সম্ভব আল্লাহ মালুম।

৭) মিনার টয়লেটে হ্যান্ডওয়াশ দেয়া আছে। কিন্তু ওটা রঙিন, সুগন্ধী থাকতে পারে এই সন্দেহে নিজেরটাই আমি ব্যবহার করেছিলাম।

৮) মক্কায় মসজিদে হয়ত কোন জায়গায় বসে আছেন, এখন টয়লেটে যাবেন, তখন অবশ্যই ব্যাগ-জায়নামাজ সাথে নিয়ে যাবেন। প্রবল সম্ভাবনা ঠিক এই জায়গায় ফেরত আসতে পারবেন না।

⭕কিন্তু মদীনায় জায়গা রেখে গেলে সেটায় আসা যায় সহজেই। টয়লেটে যাওয়ার সময় জায়নামাজ রেখে পাশের জনকে বলে যাবেন।
ফেরত আসার সময় পুলিশরা যদি বলে,"full" (মানে ভিতরে আর জায়গা নেই),
তাহলে বলবেন "মাকান, ওজু" (মানে ভিতরে আমার মাকান/জায়গা আছে, আমি ওজু করতে গেছিলাম)। তাহলে ঢুকতে দেবে ইনশাআল্লাহ।

Sourced from হজ্জের প্রয়োজনীয় তথ্য!
#হজ্জেরটুকিটাকি

৩ কাজের ৩ শাস্তি*অশ্লীলতার জন্য মহামারী।*ওজনে কারচুপির জন্য দুর্ভিক্ষ।*যাকাত না দেয়ার জন্য অনাবৃষ্টি।-ইবনে মাজাহ : ৪০১৯
12/05/2023

৩ কাজের ৩ শাস্তি
*অশ্লীলতার জন্য মহামারী।
*ওজনে কারচুপির জন্য দুর্ভিক্ষ।
*যাকাত না দেয়ার জন্য অনাবৃষ্টি।

-ইবনে মাজাহ : ৪০১৯

11/05/2023

লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে। কারণ তা ইবাদাত নষ্ট করে দেয়।
(হাদিস থেকে শিক্ষা)

11/05/2023

আল্লাহ্‌ তাআলাই আমাদের জন্য যথেষ্ট।🌻
11/05/2023

আল্লাহ্‌ তাআলাই আমাদের জন্য যথেষ্ট।🌻

বেলা ফুরাবার আগে নিজের রবের দিকে প্রত্যাবর্তন হও।🌼
11/05/2023

বেলা ফুরাবার আগে নিজের রবের দিকে প্রত্যাবর্তন হও।🌼

Verse From Surah Al-Fatiha🌺
11/05/2023

Verse From Surah Al-Fatiha🌺

~আরিফ আজাদ🤍
11/05/2023

~আরিফ আজাদ🤍

Verse from Surah Ar-Rahman.🍂
11/05/2023

Verse from Surah Ar-Rahman.🍂

11/05/2023

রিমাইন্ডার: সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়তে ভুলব না।

 #হজ্জতথ্য ২ #ওজু১/ হজ্জের সফরে চেষ্টা করবেন যতক্ষণ সম্ভব ওজু রাখার। বিমানে তো অবশ্যই রাখবেন। বিমানে ওজু চলে গেলে তায়াম্...
11/05/2023

#হজ্জতথ্য ২
#ওজু

১/ হজ্জের সফরে চেষ্টা করবেন যতক্ষণ সম্ভব ওজু রাখার। বিমানে তো অবশ্যই রাখবেন। বিমানে ওজু চলে গেলে তায়াম্মুম করতে হবে।

বর্তমানে প্রচুর টয়লেট আর ওজুর জায়গা আছে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা সবখানেই। তারপরও সফরে ওজু রাখতে পারলে অনেক সুবিধা।

টয়লেট অনেক, মানুষ অসংখ্য। কাজেই এটা ৫ তারা হোটেলের মত টয়লেট হবে না। মিনা, আরাফা, মুজদালিফায় অনেকে গজগজ করে, ভীড় কেন, টয়লেট আরো নাই কেন, ধবধবে পরিষ্কার না কেন!

আসলে কয়েক বছর আগে এগুলাও ছিল না, তখন হয়ত এক টয়লেটের সামনে ১০০ জনের লাইন হত। কয়েক বছর আগের তুলনায় আল্লাহ আপনাকে অনেক ভাল টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

আর যদি সাহাবাদের কথা চিন্তা করেন, তাহলে উনাদের পাইপ ছিল না, কল খুললেই পানি আসত না, ফ্যান ছিল না, লাইট ছিল না, আসার সময় আরামের এসি-বাস আর মসৃণ পিচ ঢালা রাস্তা ছিল না।

আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর ঘরে আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে হাজী হিসাবে এসেছেন। অতএব আল্লাহর মেহমানদারীর জন্য শুকরিয়া আদায় করবেন, সামান্য কষ্টের জন্য সবর করবেন।

২/ তায়ম্মুমের কিছু শর্ত আছে। যেমন এতটুকু দূরত্বের মধ্যে পানি আয়ত্তাধীন থাকলে ওজুই করতে হবে, তায়াম্মুম করলে হবে না। বর্তমানে এত টয়লেট ও ওজুর জায়গা আছে সবখানে যে একমাত্র বিমান ছাড়া আর কোথাও তায়াম্মুমের শর্ত পুরা হয় না।
কাজেই মসজিদে বসে আছেন, ওজু চলে গেল, বা ঘুম দিয়েছেন, আপনি ব্যাগ থেকে মাটি বের করে তায়াম্মুম করে নিলেন- এই কাজ করবেন না। এখানে তায়াম্মুম প্রযোজ্য না, উঠে ওজু করে আসবেন। অথবা সাথে স্প্রে বোতল রাখবেন (বিস্তারিত নিচে), সেটা দিয়ে ওজু করে নিবেন।

৩/ মসজিদুল হারামের (কাবাকে ঘিরে যে মসজিদ) ভিতরে ওজুর জায়গা আছে, তবে টয়লেট নেই, টয়লেট মসজিদের বাইরে। টয়লেটে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু ওজু করতে হবে এমন অবস্থায় মসজিদের ভিতরেই ওজু করতে পারবেন।

🔵নিচ তালায় (মাতাফের ফ্লোর) একটু পর পর Ablution Male, বা Ablution Female লেখা দেখবেন। এখানে ওজু করতে পারবেন।

অন্য ফ্লোরগুলোতে ওজুর আলাদা জায়গা নেই। জমজমের প্রচুর কল আছে। মেয়েরা মেয়েদের সালাতের জায়গার পাশে শুধু মেয়েরা আছে এমন জমজমের কল থেকে বোতলে পানি নিয়ে কোণায় গিয়ে ওজু করতে পারবেন।

৪/ রাস্তাঘাটে, মসজিদে ওজুর জন্য সাথে একটা ছোট স্প্রে বোতল রাখবেন। ওজু করতে খুব সুবিধা হবে। স্প্রে বোতল দিয়ে কিভাবে ওজু করবেন তার লিংক নিচে। তবে এখানে পুরা ওজু দেখানো নেই, এই নিয়মে পুরা ওজু করতে পারবেন। খেয়াল রাখবেন স্প্রে বোতল যদি পুরানো সেন্টের বোতল দিয়ে বানান, অবশ্যই ভাল করে ধুয়ে নিবেন যাতে ঘ্রাণ না থাকে। 🔴ইহরাম অবস্থায় সুগন্ধী লাগলে দম (একটা অতিরিক্ত কুরবানী) দিতে হয়। আর এমন স্প্রে বোতল মক্কা থেকে কিনতেও পারবেন। অথবা যেকোন পানি বা কোল্ড ড্রিংকসের আধা লিটার বোতলে একটা স্প্রেয়ার লাগিয়ে নিতে পারেন। দোকানে স্প্রেয়ার পাওয়া যায় আলাদা করে। বা গ্লাস ক্লিনার এর বোতলের সাথে থাকা স্প্রেয়ার টা ধুয়ে পানির বোতলে লাগিয়ে নিতে পারেন।

https://youtu.be/7q4pWFseBMk

Sourced from হজ্জের প্রয়োজনীয় তথ্য!

Revision of Ruling: if the hand becomes dry before mash (wiping of head or feet), then you can take the water of beard to re-wet it but not from the face its...

 #হজ্জতথ্য ১বিসমিল্লাহির রহমানির রহীম,নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তাঁর কাছেই ফেরত যাব। নিশ্চয়ই আল্লাহ রব্বুল...
11/05/2023

#হজ্জতথ্য ১

বিসমিল্লাহির রহমানির রহীম,
নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তাঁর কাছেই ফেরত যাব। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামীন হলেন সকল প্রশংসা এবং কৃতজ্ঞতার একমাত্র হকদার। আমাদের সকল ভাল আমল একমাত্র তাঁর জন্যই। সামান্য সেই আমল তিনি যেন কবুল করেন। আমরা যেন তাঁর কাছে ফিরে যাই ঈমানের সাথে। সালাম এবং দরূদ আল্লাহর রসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।

যারা আগামীতে হজ্জে যাবেন, হজ্জে যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য এই 'পোস্ট-সিরিজ'। আল্লাহ যেন আপনাদের হজ্জে যাওয়া, হজ্জ পালন করা এবং ফেরত আসার পর হজ্জের নূরানিয়াত বজায় রাখার তাওফীক দান করেন। আমার জন্যও আল্লাহ যেন অনুরূপ দান করেন।

হজ্জ মানুষের জীবনে একবারই ফরজ। হজ্জের কাজগুলি অন্য ইবাদাতের চেয়ে একেবারেই আলাদা। হঠাৎ করতে গেলে মনে হবে এটা এমন কেন, ওটা এমন কেন। আসলে ইবাদাত কাকে বলে? আল্লাহ যেটাকে ইবাদাত বলেছেন, সেটাই ইবাদাত। যেটা যেভাবে করতে বলেছেন সেটাই ইবাদাত। তার চেয়ে বেশি করা হল বিদাত। আর সকল প্রকার বিদাত যেকোন মূল্যে বর্জনীয়। কোন ইবাদাত কিভাবে করতে হবে তা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গিয়েছেন। তিনি যা করেননি, তা বিদাত, বর্জনীয়। কাজেই হজ্জের আগে ভালমত পড়াশোনা করবেন। আপনার প্রতিটা কাজ যেন হয় নবীজীর মত, প্রতিটা কাজ যেন হয় শরীয়তের মাসআলা মেনে।

এজন্য এক দুই মাস না; প্রস্তুতি শুরু করবেন ৮-১০ মাস আগে।

কি বই পড়বেন?

হজ্জে গিয়ে অনেকের হাতে দেখলাম প্রথম আলোর ছাপ মারা একটা ছোট্ট বই। প্রথম আলো কতবার আল্লাহকে অবমাননা করেছে, কতবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, কতবার ইসলামের নিষিদ্ধ জিনিসকে উৎসাহিত করেছে (যেমন-পরকীয়া), তার গোণাগুণির হিসাব মনে হয় কারোর মনে নাই।

হজ্জ জীবনে একবারই ফরজ। এত টাকা দিয়ে, এত কষ্ট করে যাবেন, হজ্জ করতে। সেই হজ্জটা যদি সুন্দর না হয়, সেই হজ্জটা যদি সঠিক না হয়, তাহলে তো পুরাই নিজের ক্ষতি।

পড়ার জন্য নিচে কয়েকটা বইয়ের নাম দেয়া হল-

অবশ্যই পড়বেন-

১)মুইনুল হজ- নুরুল ইসলাম মিয়া- মাকতাবাতুল আশরাফ (মাসআলা হানাফী ফিকহ অনুসারে দেয়া)

২)বাইতুল্লাহর মুসাফির- আবু তাহের মিসবাহ- সাবয়া সানাবীল (মাসআলার বই না, হজ্জ-সফর)

সাথে পড়তে পারলে ভাল-

১)হজ ও মাসায়েল- সাঈদ আহমেদ-এমদাদিয়া (হানাফী)

২)আহকামে হজ- মাওলানা হেমায়েত উদ্দীন- মাকতাবাতুল আবরার। (হানাফী)

৩)বাইতুল্লাহর ছায়ায়- আবু তাহের মিসবাহ- সাবয়া সানাবীল (হজ্জ-সফর)

৪) হজ্জের আধ্মাতিক শিক্ষা - খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর

Sourced from হজ্জের প্রয়োজনীয় তথ্য!

এ বছর হজ-যাত্রীদের সুবিধার্থে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য,✅ প্...
11/05/2023

এ বছর হজ-যাত্রীদের সুবিধার্থে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য,
✅ প্রশিক্ষণে হজ, উমরা ও মদিনা যিয়ারতের পূর্ণাঙ্গ কাজ ও পদ্ধতি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত দেখানো হবে।
✅ প্রজেক্টরের মাধ্যমে নারীদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
✅ স্ন্যাকসের ব্যবস্থা থাকবে।
✅ হজে সর্বদা সাথে রাখার জন্য একটি সংক্ষিপ্ত হজ গাইড প্রদান করা হবে৷

✅ এছাড়াও হজ সমাপ্ত হওয়া পর্যন্ত হজ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার সমাধান জানতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি হটলাইন নম্বর থাকবে৷ শায়খ আহমাদুল্লাহর তত্ত্বাবধান ও পরামর্শক্রমে সেই নম্বর থেকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ৷

✅ প্রশিক্ষণটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজী সাহেবদের খেদমতের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে৷

প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হজ-যাত্রীরা গুগল ফরম পূরণ করুন: https://forms.gle/B9dgfyBmde5fdF8KA

(এই কোর্সের জন্য কোন ফী দিতে হবে না। আল্লাহর ঘরের মেহমানদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে আমাদের সামান্য সেবা। - শায়খ আহমাদুল্লাহ)

11/05/2023

সিজদাহ—
সবকথা আপনভাবে বলার একমাত্র জায়গা।
~আরিফ আজাদ।

11/05/2023

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত গোলাম সাওবান (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, সে জান্নাতের ফলমূলে অবস্থান করতে থাকে।” জিজ্ঞেস করা হলো, জান্নাতের ফলমূলে অবস্থান করা কি? তিনি বললেন, “এর ফলমূল সংগ্রহ করা।” (মুসলিম ২৫৬৮)

Address

2/C, Shawon Tower (4th Floor), Purana Palton, Dhaka 1000
Dhaka

Telephone

+8801568013475

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোয়াইট রোজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হোয়াইট রোজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সী:

Share

Our Story

White Rose International Private Ltd ( Hajj Agency) Main Objective : Prime objective of this venture is to make a organization or institution who will guide the potential Hajjis for performing the Hajj in accordance with the rules & regulation of Islam. This organization will serve the hajjis with best effort despite of its profit. Try to make all the Hajj kafela near to “Zero complain”.

Nearby travel agencies