11/05/2023
#হজ্জতথ্য ২
#ওজু
১/ হজ্জের সফরে চেষ্টা করবেন যতক্ষণ সম্ভব ওজু রাখার। বিমানে তো অবশ্যই রাখবেন। বিমানে ওজু চলে গেলে তায়াম্মুম করতে হবে।
বর্তমানে প্রচুর টয়লেট আর ওজুর জায়গা আছে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা সবখানেই। তারপরও সফরে ওজু রাখতে পারলে অনেক সুবিধা।
টয়লেট অনেক, মানুষ অসংখ্য। কাজেই এটা ৫ তারা হোটেলের মত টয়লেট হবে না। মিনা, আরাফা, মুজদালিফায় অনেকে গজগজ করে, ভীড় কেন, টয়লেট আরো নাই কেন, ধবধবে পরিষ্কার না কেন!
আসলে কয়েক বছর আগে এগুলাও ছিল না, তখন হয়ত এক টয়লেটের সামনে ১০০ জনের লাইন হত। কয়েক বছর আগের তুলনায় আল্লাহ আপনাকে অনেক ভাল টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আর যদি সাহাবাদের কথা চিন্তা করেন, তাহলে উনাদের পাইপ ছিল না, কল খুললেই পানি আসত না, ফ্যান ছিল না, লাইট ছিল না, আসার সময় আরামের এসি-বাস আর মসৃণ পিচ ঢালা রাস্তা ছিল না।
আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর ঘরে আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে হাজী হিসাবে এসেছেন। অতএব আল্লাহর মেহমানদারীর জন্য শুকরিয়া আদায় করবেন, সামান্য কষ্টের জন্য সবর করবেন।
২/ তায়ম্মুমের কিছু শর্ত আছে। যেমন এতটুকু দূরত্বের মধ্যে পানি আয়ত্তাধীন থাকলে ওজুই করতে হবে, তায়াম্মুম করলে হবে না। বর্তমানে এত টয়লেট ও ওজুর জায়গা আছে সবখানে যে একমাত্র বিমান ছাড়া আর কোথাও তায়াম্মুমের শর্ত পুরা হয় না।
কাজেই মসজিদে বসে আছেন, ওজু চলে গেল, বা ঘুম দিয়েছেন, আপনি ব্যাগ থেকে মাটি বের করে তায়াম্মুম করে নিলেন- এই কাজ করবেন না। এখানে তায়াম্মুম প্রযোজ্য না, উঠে ওজু করে আসবেন। অথবা সাথে স্প্রে বোতল রাখবেন (বিস্তারিত নিচে), সেটা দিয়ে ওজু করে নিবেন।
৩/ মসজিদুল হারামের (কাবাকে ঘিরে যে মসজিদ) ভিতরে ওজুর জায়গা আছে, তবে টয়লেট নেই, টয়লেট মসজিদের বাইরে। টয়লেটে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু ওজু করতে হবে এমন অবস্থায় মসজিদের ভিতরেই ওজু করতে পারবেন।
🔵নিচ তালায় (মাতাফের ফ্লোর) একটু পর পর Ablution Male, বা Ablution Female লেখা দেখবেন। এখানে ওজু করতে পারবেন।
অন্য ফ্লোরগুলোতে ওজুর আলাদা জায়গা নেই। জমজমের প্রচুর কল আছে। মেয়েরা মেয়েদের সালাতের জায়গার পাশে শুধু মেয়েরা আছে এমন জমজমের কল থেকে বোতলে পানি নিয়ে কোণায় গিয়ে ওজু করতে পারবেন।
৪/ রাস্তাঘাটে, মসজিদে ওজুর জন্য সাথে একটা ছোট স্প্রে বোতল রাখবেন। ওজু করতে খুব সুবিধা হবে। স্প্রে বোতল দিয়ে কিভাবে ওজু করবেন তার লিংক নিচে। তবে এখানে পুরা ওজু দেখানো নেই, এই নিয়মে পুরা ওজু করতে পারবেন। খেয়াল রাখবেন স্প্রে বোতল যদি পুরানো সেন্টের বোতল দিয়ে বানান, অবশ্যই ভাল করে ধুয়ে নিবেন যাতে ঘ্রাণ না থাকে। 🔴ইহরাম অবস্থায় সুগন্ধী লাগলে দম (একটা অতিরিক্ত কুরবানী) দিতে হয়। আর এমন স্প্রে বোতল মক্কা থেকে কিনতেও পারবেন। অথবা যেকোন পানি বা কোল্ড ড্রিংকসের আধা লিটার বোতলে একটা স্প্রেয়ার লাগিয়ে নিতে পারেন। দোকানে স্প্রেয়ার পাওয়া যায় আলাদা করে। বা গ্লাস ক্লিনার এর বোতলের সাথে থাকা স্প্রেয়ার টা ধুয়ে পানির বোতলে লাগিয়ে নিতে পারেন।
https://youtu.be/7q4pWFseBMk
Sourced from হজ্জের প্রয়োজনীয় তথ্য!
Revision of Ruling: if the hand becomes dry before mash (wiping of head or feet), then you can take the water of beard to re-wet it but not from the face its...