24/03/2024
সুন্দরবন ট্যুর।
৩ রাত ২ দিন।
বাজেট:
৬৫০০ টাকা (জনপ্রতি)।
১৫৫০০ টাকা (কাপল)।
ভ্রমনের তারিখ: ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল।(বৃহস্পতিবার রাতে রওনা রবিবার সকালে ঢাকায় পৌঁছানো)।
পেমেন্ট: 01309189916 (বিকাশ/নগদ)।
****টাকা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল।
সুন্দরবনের কোল ঘেষে কোন এক গ্রামে সম্পূর্ন ইকো সিষ্টেমে তৈরি কটেজে থেকে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাওয়া, ভয় ভয় অনুভূতি নিয়ে বনের ছোট খালে নৌকা ট্রিপ, ফিরে এসে কটেজের ফলগাছ থেকে বিভিন্ন জাতের দেশীয় ফল, পুকুরে অবাধ সাঁতার,বর্শি/জাল দিয়ে পুকুর অথবা ঘেরে মাছ ধরা, গ্রাম্য হাট, জেলে পল্লী ঘুরে সন্ধ্যায় কটেজের বীচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ।
রাতে খোলা আকাশের নিচে Bar-B-Q পার্টি।
খুব ভোরে শিশির ভেজা মেঠো পথে সাইকেলে চড়ে সুন্দরবনের দৃশ্য দেখে এসে সারাদিনের খাবার ও ভ্রমনের প্রয়োজনীয় উপকরন নিয়ে বোটে করে গহিন বনে হারিয়ে যাওয়া।
স্হান : বাগেরহাট,মোংলা, সুন্দরবন।
👉প্যাকেজে যা থাকছে-
♦১ম দিন:-
=>পায়ে হেটে সুন্দরবন দেখা।
=> সুন্দরবনে ছোট নৌকা ট্রিপ।(জোয়ারের পানির উপর নির্ভর করবে।
=>স্থানীয় জেলে পল্লী ঘুরে দেখার সুযোগ।
=>জেলে, মৌয়ালী,বাওয়ালী পরিবারের সাথে সময় কাটানো।
=>গ্রাম্য হাট ঘুরেদেখা।
=>সন্ধ্যায় কটেজের বিচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>কটেজে প্রকৃতির সাথে রাত্রিযাপন(সাহসী পর্যটকরা তাবুতেও থাকতে পারেন)।
♦২য় দিন:-
=>ভোরে সাইকেলে চড়ে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>সকালের নাস্তা শেষে,আধুনিক ওয়াশরুম সম্বলীত ফাইবার বোটে(জালিবোট)করে সুন্দরবনে লং ট্রিপ।
=>সাথে থাকবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বন বিভাগ কর্তৃক প্রশিক্ষিত ইকো গাইড, স্কট, হালকা নাস্তা, দুপুরের খাবার, পানি।
=>সুন্দরবনের দুটি ইকো ট্যুরিজম কেন্দ্র(করমজল +হাড়বাড়িয়া) ঘুরে দেখা।সেখানে আপনি পাবেন, সবুজ প্রকৃতি, দলে দলে ঘুরে বেড়ানো হরিণের পাল,বানোরের অভ্যার্থনা, ওয়াচ টাওয়ারে উঠে গভীর সুন্দরবনের দৃশ্য দেখতে পাবেন, কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন,তিনটি ডলপিনের অভয়ারন্য, বাঘের সদ্য পায়ের ছাপ, ভাগ্য ভালো হলে দেখেও যেতে পারেন বাঘ মামাকে।
=>সুন্দরবন ঘুরে বিকালে মংলা পোর্ট, মেরিন ড্রাইভ রোড, পিকনিক কর্নার ঘুরে রাতের বাসে ঢাকায় পৌঁছানো।
খাবার তালিকাঃ
♥১ম দিন - সকালে,
খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
অথবা,
সাধা ভাত,ডিম, ডাল, ভর্তা,চা।
১১:৩০- একটি দেশী ফল,
♦দুপুরে-
সাধা ভাত, কটেজের ঘেরের বাগদা চিংড়ী, দেশী মুরগি/ হাসের মাংস, কটেজের নিজস্ব খেতের বিষ মুক্তো সবজী, ডাল,সালাদ, দধি।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
মুরগি Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।
♥২য় দিন -
সকালে - ঐ
১১:৩০ -হালকা নাস্তা,
♦দুপুরে-
যেহেতু আমরা সারাদিন সুন্দরবনে বোটে করে ঘুরবো তাই, তেহেরি, সালাদ, 7up, পানি।
বিকেলে - হালকা নাস্তা।
প্রত্যেকটা খাবারই থাকবে গ্রামের কাঠের চুলায় রান্না এবং মানসম্মত।
♦পুকুরে সাতার কাটা ও বর্শি /জাল দ্বারা মাছ ধরার ব্যাবস্থা থাকবে।ঘেরের বাগদা চিংড়িও চাইলে ধরতে পারেন। চাইলে প্রিয়জনদের জন্যা নিতে পারেন।সুন্দরবনের খাঁটি মধু, গোলপাতার গুড়, স্থানীয় লোকের হাতে তৈরী বিভিন্ন জিনিসপত্র, গ্রাম্য বাজার থেকে নিতে পারেন বিভিন্ন প্রজাতির চিংড়ি/ সুন্দরবন থেকে ধরে আনা সামুদ্রিক মাছ (আলাদা পেমেন্ট করতে হবে)।
প্রয়োজনে:01309189916।