Tourism in Bangladesh

Tourism in Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tourism in Bangladesh, Tourist Information Center, Gulshan-2, Dhaka.

21/09/2023

Personal

19/09/2023

বে দ্বী ন কাউকে বিয়ে করলে পাশে থাকবে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, আর দ্বীনি কাউকে বিয়ে করলে পাশে থাকবে দুনিয়া ও আখিরাতের অসীমেও।
সিদ্ধান্ত আপনার..!

13/09/2023
27/08/2023
15/07/2023
01/01/2023

আল্ট্রা হল Themify এর একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম। এই আল্ট্রা থিম ব্যবহার করে কোনও কোডিং দক্ষতা ছাড়াই কাস্টম ওয়.....

06/06/2022

#মসজিদে_তালা_কিন্তু_দানবক্স_খোলা

আগে সব মসজিদে সকল শ্রেণীর মানুষের সবসময় প্রবেশাধিকার ছিলো কিন্তু বর্তমানে বেশীরভাগ মসজিদে চাকচিক্য বেড়েছে বহুগুণে, এসি লাগানো হয়েছে, দামি জিনিস হারানোর ভয় আছে ফলে সাধারণ মানুষের সঙ্গে তৈরি হয়ে গেছে মসজিদের দূরত্ব।
ক্লান্ত মজুর, রিকশা চালক, পরিশ্রান্ত শ্রমিক কিংবা সাধারণ মানুষ আর এখন বেশিরভাগ মসজিদে ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করতে পারে না। বিশ্রামের জন্য মসজিদের বারান্দাতেও যেতে পারে না। মানুষ পেট ফেটে মরে গেলেও প্রস্রাব কিংবা টয়লেট করার কাজে মসজিদের ওয়াশরুম আর ব্যবহার করতে পারে না। কিংবা প্রচণ্ড গরমে ঝলসে গেলেও মসজিদের এসি তো দূরের কথা ফ্যান ছেড়ে ঠাণ্ডা বাতাসে একটু আরাম করে বসতেও পারে না।
নামাজের সময় প্রথম ছাড়া বাকি পুরোটা সময় মসজিদগুলো তালা মারা থাকে অথচ, আমরা সবাই কমবেশি কিন্তু জানি মসজিদ কমিটির নিজের টাকায় এই মসজিগুলো তৈরি হয় না। এখানে আমার আপনার সবার টাকা থাকে। আমাদের দানের টাকা থেকেই কেনা হয়েছে টাইলস, লাগানো হয়েছে ফ্যান ও এসি। তারপর অতিরিক্ত একটা তালাও কিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে গেইটে।
আমাদের অর্থায়নে নির্মিত মসজিদের গেইটে যদি তালা ঝুলতে থাকে সব সময় তবে লাভ কি হলো?
এটা কি শুধুই কমিটির কিছু লোকের বিলাসিতা আর বাহাদুরির জন্য?
ওয়াক্ত শেষ হতে না হতেই দেখি বেশিরভাগ মসজিদের গেইটে তালা ঝুলে!
আমার মনে হয়, বিষয়টি নিয়ে ভাবার এবং বলার সময় এসেছে।
নইতো মসজিদের এই জনবিচ্ছিন্নতা পরবর্তীকালে মুসলিম উম্মাহর অনেক বড় ক্ষতি করে দিবে।

11/04/2021

ড্রিমহোস্ট তাদের ৯৭ দিনের টাকা-ফেরতের গ্যারান্টির জন্য পরিচিত। এগুলি বেসিক শেয়ার্ড হোস্টিং, ডেডিকেটেড সার্ভার...

24/03/2021

Hello, lets chat and call. Download instant from the link:

13/11/2020
03/05/2020

ঘরে বসে আর কতদিন থাকবেন?
অনলাইনে ডোমেইন হোস্টিং এর ব্যবসা শুরু করুন এখনই।

ডোমেইন রিসেলার অফারঃ মাত্র ৫৯৯ টাকায় .com/.net/.info ডোমেইন
■ আপনি কি ডোমেইন বিক্রি করেন?
■ আপনার প্রোভাইডারের সাপোর্টে আপনি বিরক্ত?
■ ডোমেইন প্রাইস বেশি, চীপ প্রাইসে এবং দ্রুত সাপোর্ট খুজছেন?
■ সকালে টাকা দিয়েছেন সন্ধ্যায়ও ডোমেইন ফান্ড পান নাই?
■ ফান্ড পান কিন্তু ডোমেইন রেজিষ্ট্রেশন প্রায়ই হয় না?
■ ডোমেইন রিসেলার প্রোভাইড করেন?

তাহলে আপনার দরকার RoyalTechnologies এর সার্ভিস।
www.royaltechbd.com দিচ্ছে মাত্র ৫৯৯ টাকায় .com/.net/.info ডোমেইন নতুন রিসেলারদের জন্য।

কিছু প্রশ্ন-উত্তর
☞ কতদিন থেকে আপনার এই সার্ভিস দিচ্ছেন?
উত্তরঃ আমরা ২০০৮ সাল থেকে এই সার্ভিস সুনামের সাথেই দিয়ে আসছি।

☞ ডোমেইন রিসেলার কোন রেজিস্টারের?
উত্তরঃ আমাদের ডোমেইন রিসেলার PDR Ltd. (PublicDomainRegistry) রেজিস্টারের।

☞ ডোমেইন রিসেলার প্যানেল কোনটা দেন?
উত্তরঃ আমরা দিই Supersite-এর প্যানেল যার মাধ্যমে আপনি ডোমেইন, হোস্টিং নিয়ন্ত্রণ করতে পারবেন।

☞ রিসেলার নিতে কোন ফি লাগবে কি না?
উত্তরঃ রিসেলার নিতে কোন ফি লাগে না। তবে প্রথমে ১০০০ টাকা লোড নিবেন যা আপনার একাউন্টে জমা থাকবে।

☞ ডোমেইনের ফুল কন্টোল প্যানেল পাব কি না।
উত্তরঃ অবশ্যই পাবেন। আমরা যে সকল সুবিধা পাই সব সুবিধা আপনিও পাবেন।

☞ রিনিউ ক্ষেত্রেও কি সেম প্রাইস?
উত্তরঃ অফারের পরবর্তীতে রিসেলারের স্ল্যাব অনুযায়ী প্রাইস পড়বে। স্ল্যাব সিস্টেম আমাদের ওয়েব সাইটের ডোমেইন রিসেলার মেন্যুতে দেখতে পারবেন।

☞ ডোমেইনের টাকা দেয়ার কতক্ষণের মধ্যে ডোমেইন ফান্ড পাব?
উত্তরঃ ৩০ মিনিট থেকে ৬০ মিনিটের মধ্যে।

☞ আপনাদেরকে টাকা পাঠানোর কি কি অপশন আছে?
উত্তরঃ বিকাশ, রিকেট, নগদ, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ক্যাশ।

Signup Link- https://partner.royaltechbd.com
যোগাযোগ :
09638428829
http://m.me/RoyalTechnologies

ঘরে বসে আর কতদিন থাকবেন?অনলাইনে ডোমেইন হোস্টিং এর ব্যবসা শুরু করুন এখনই। ডোমেইন রিসেলার অফারঃ মাত্র ৫৯৯ টাকা■ আপনি কি ডো...
20/04/2020

ঘরে বসে আর কতদিন থাকবেন?
অনলাইনে ডোমেইন হোস্টিং এর ব্যবসা শুরু করুন এখনই।

ডোমেইন রিসেলার অফারঃ মাত্র ৫৯৯ টাকা
■ আপনি কি ডোমেইন বিক্রি করেন?
■ আপনার প্রোভাইডারের সাপোর্টে আপনি বিরক্ত?
■ ডোমেইন প্রাইস বেশি, চীপ প্রাইসে এবং দ্রুত সাপোর্ট খুজছেন?
■ সকালে টাকা দিয়েছেন সন্ধ্যায়ও ডোমেইন ফান্ড পান নাই?
■ ফান্ড পান কিন্তু ডোমেইন রেজিষ্ট্রেশন প্রায়ই হয় না?
■ ডোমেইন রিসেলার প্রোভাইড করেন?

তাহলে আপনার দরকার https://www.royaltechbd.com এর সার্ভিস।
royaltechbd.com ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত দিচ্ছে মাত্র ৫৯৯ টাকায় .com/.net/.info ডোমেইন নতুন রিসেলারদের জন্য।

কিছু প্রশ্ন-উত্তর
☞ কতদিন থেকে আপনার এই সার্ভিস দিচ্ছেন?
উত্তরঃ আমরা ২০০৮ সাল থেকে এই সার্ভিস সুনামের সাথেই দিয়ে আসছি।

☞ ডোমেইন রিসেলার কোন রেজিস্টারের?
উত্তরঃ আমাদের ডোমেইন রিসেলার PDR Ltd. (PublicDomainRegistry) রেজিস্টারের।

☞ ডোমেইন রিসেলার প্যানেল কোনটা দেন?
উত্তরঃ আমরা দিই Supersite-এর প্যানেল যার মাধ্যমে আপনি ডোমেইন, হোস্টিং নিয়ন্ত্রণ করতে পারবেন।

☞ রিসেলার নিতে কোন ফি লাগবে কি না?
উত্তরঃ রিসেলার নিতে কোন ফিস লাগে না।

☞ ডোমেইনের ফুল কন্টোল প্যানেল পাব কি না।
উত্তরঃ অবশ্যই পাবেন। আমরা যে সকল সুবিধা পাই সব সুবিধা আপনিও পাবেন।

☞ রিনিউ ক্ষেত্রেও কি সেম প্রাইস?
উত্তরঃ অফারের পরবর্তীতে রিসেলারের স্ল্যাব অনুযায়ী প্রাইস পড়বে। স্ল্যাব সিস্টেম আমাদের ওয়েব সাইটের ডোমেইন রিসেলার মেন্যুতে দেখতে পারবেন।

☞ ডোমেইনের টাকা দেয়ার কতক্ষণের মধ্যে ডোমেইন ফান্ড পাব?
উত্তরঃ ৩০ মিনিট থেকে ৬০ মিনিটের মধ্যে।

☞ আপনাদেরকে টাকা পাঠানোর কি কি অপশন আছে?
উত্তরঃ বিকাশ, রিকেট, নগদ, নেক্সাস পে, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ক্যাশ।

Signup Link- https://partner.royaltechbd.com

Domain, Hosting & Web Design

17/04/2020
10/04/2020

মসজিদে জামাত বন্ধ হয়নি বরং আল্লাহ প্রতিটি ঘরকেই মসজিদ বানিয়ে দিলেন।

04/09/2019
ঢাকার আশেপাশের দর্শনীয় স্থান

ঢাকার আশেপাশের দর্শনীয় স্থান

জল জংগলের কাব্য, পুবাইল, গাজীপুরজল জঙ্গলের কাব্য গাজীপুর জেলার পুবাইলে অবস্থিত। নগর জীবন থেকে বের হয়ে খোলামেলা গ.....

03/09/2019
ডিক্স রাইট প্রটেক্টেড হলে করনিয়

ডিক্স রাইট প্রটেক্টেড হলে করনিয়

ভাইরাস বা অন্য কোন কারনে অনেক সময় পেনড্রাইভ/ফ্লাশ ডিক্স রাইট প্রটেক্টেড হয়ে যায়। ফরম্যেট করলেই হয় না, এরর দেখায়। ত...

28/05/2019

সবকিছুই

ফুটা বালতি হতে সাবধান!!!

১. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে (ফুটা বালতি!)
২. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না (ফুটা বালতি!)
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই (ফুটা বালতি!)
৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি (ফুটা বালতি!)
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন (ফুটা বালতি!)
৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন (ফুটা বালতি!)
৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন (ফুটা বালতি!)
৮. রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন (ফুটা বালতি!)
৯. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না (ফুটা বালতি!)
১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না (ফুটা বালতি!)
◑◑◑◑◑◑◑◑◑ ◑◑◑◑◑◑◑◑ ◑◑◑◑◑◑◑◑
ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা যেমন সেখানে থাকে না,
তেমনি উপরের দোষগুলো থাকলে যতই আমল করেন কোনো ভালো আমলও আপনার আমলনামায় থাকবে না ভাই।।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। আমীন।

23/05/2019

সবকিছুই

বুকে আওয়ামীলীগ, (নৌকা)
এক হাতে বিএনপি, (ধানের শীষ)
আরেক হাতে সিপিবি, ( কাস্তে)
কোমরে কাদের সিদ্দিকী, (গামছা)
গামছার নিচে লুঙ্গি না শাড়ি বোঝা মুশকিল :p

এই দূর্যোগে গোলাম রব্বানী তো জাতীয় ঐক্যের প্রতীক হয়ে গেল!!

26/04/2019

সবকিছুই

Address

Gulshan-2
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourism in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby travel agencies


Other Dhaka travel agencies

Show All