TripTurf Travel Systems

TripTurf Travel Systems We believe that every traveler is different, so our TRIP TURF World travel agency should be best . We know who to talk to.

Tripturf Travel System is one of the best Travel agency in bangladesh. As Founder and President of Tripturf Travel systems Mohammad Maksudur Rahman brings more than 10 years of deep industry experience to his latest travel venture. Previously president of a boutique luxury travel consultancy, which he built into a nationally recognized authority..he hase more than 15 years of hospitality service

experiences. We believe you deserve to enjoy a vacation that was planned with you in mind, and know that every detail has been handled correctly. And what perks and touches to add that will make your experience a one-of-a-kind. Expertise, Connections, And Obsessive Attention To Detail

contact : 01978878888
email : [email protected]
instragram: tripturf
youtube : tripturf

An affiliate of MAKSUD ENTERPRISE

24/11/2023

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলো। জিসিসিভুক্ত দেশগুলোঃ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, ও দুবাই। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।

যে ভিসায় আরব দেশ গুলো অনেকটা সেনজেন ভিসার ন্যায় পদ্ধতি অনুসরন করছে।

ইউরোপের ২৭টি দেশে ‘শেনজেন ভিসা’ চালু রয়েছে, যার মাধ্যমে এই দলভুক্ত যেকোনো একটি দেশের ভিসা দিয়ে বাকি ২৬টি দেশে ভ্রমণ করা যায় ও যে কোনো কাজে একটি দেশে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়। ইউরোপ ভ্রমণকারীদের কাছে এই ভিসা সোনার হরিণের মতো।

শেনজেনভূক্ত দেশগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, মাল্টা, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিচেনস্টাইন, সুইডেন, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া।

TripTurf Travel Systems



11/11/2023

Indigo cabin crew funny moment eith TripTurf Travel Systems

ভারতীয় ট্যুরিস্ট ভিসা করতে কি কি লাগবে??? ভারতীয় ট্যুরিস্ট ভিসা:১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্ত...
08/11/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসা করতে কি কি লাগবে???

ভারতীয় ট্যুরিস্ট ভিসা:
১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৪) ইউটিলিটি বিল: ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
৫) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে ও ১৫০ মার্কিন ডলার সমমান হতে হবে)
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

রোমাঞ্চকর ভ্রমণ করুন থাইল্যান্ডে!থাইল্যান্ডে ঘুরে বেড়ানোর জন্য ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ক্রাবি,...
08/11/2023

রোমাঞ্চকর ভ্রমণ করুন থাইল্যান্ডে!
থাইল্যান্ডে ঘুরে বেড়ানোর জন্য ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ক্রাবি, ব্যাংকক, পাতায়া এবং ফুকেট। চাইলে, আপনিও এই শীতে TripTurf সাথে থাইল্যান্ড ঘুরে পরিচিত হতে পারেন সেখানকার সংস্কৃতি, খাবার ও ঐতিহ্যের সাথে। শেয়ারট্রিপ-এ পাচ্ছেন থাইল্যান্ডের দারুন সব হলিডে প্যাকেজ সেরা রেটে 👉 https://Facebook.com/tripturf

এছাড়া, TripTurf Travel Systems -এর মাধ্যমে আপনি পাচ্ছেন কাস্টমাইজড ট্যুর প্ল্যান করার সুযোগ। আপনার প্রেফারেন্স সম্পর্কে জানান আমাদের আর আপনার জন্য আমরা প্ল্যান করবো পারফেক্ট হলিডে

*শর্ত প্রযোজ্য

📞 কল করুন: +88019788 7888 (সকাল ৯:০০ টা - রাত ৯:০০ টা)
📧 ইমেইল করুন : [email protected]
💬 মেসেজ দিন: 019788-78888

লোকমান ( আঃ )তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো বদলে দিতে পারে জীবনে চলার ধরন।উপদেশ–১: আল্লাহর কোনো শরিক কোরো না । আল...
20/10/2023

লোকমান ( আঃ )তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো বদলে দিতে পারে জীবনে চলার ধরন।

উপদেশ–১: আল্লাহর কোনো শরিক কোরো না । আল্লাহর শরিক করা তো চরম

উপদেশ–২: নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করা। নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্ট হয়ে পড়ে। ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন। অনেক খুঁজেও পাননি। দেখা যায়, নামাজে দাঁড়াতেই মনে পড়ে, জিনিসটা অমুক জায়গায় শয়তান মনকে স্থির থাকতে দেয় না। নামাজে দাঁড়ালেই সারা দিনের হিসাব কষে। নামাজে দাঁড়ালে কাজের রুটিন তৈরি করে। লোকমান হাকিম বলেন, নামাজের সময় অন্তরের হেফাজত কর।

উপদেশ–৩: খাবার ধীরেসুস্থে খাওয়া। তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার ওপরে উঠে নাক জ্বালাপোড়া করে। একটু অসতর্কতায় বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন।

উপদেশ–৪ : অন্যের ঘরে গিয়ে এদিক-ওদিক না তাকানো। এ অভ্যাস থাকলে দূর করা উচিত। লোকমান হাকিম বললেন, অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে। আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয় আপনিও যাতে লজ্জিত না হন।

উপদেশ–৫: কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা। অসতর্কভাবে কথা বললে বিপদ হতে পারে। বেশি কথা বললে নিজের মর্যাদার হানী হয়।

উপদেশ–৬: মৃত্যুকে এক মুহূর্তের জন্যও না ভুলে যাওয়া। মৃত্যুর কথা স্মরণ রাখা। কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে।

উপদেশ–৭: আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ কোরো, আমিও তোমাদের স্মরণ করব (সুরা বাকারা, আয়াত: ১৫২)। যার অন্তরে সব সময় আল্লাহর জিকির থাকবে, যার জিভ সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাঁকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেবেন।

উপদেশ–৮ : কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাওয়া । কেউ কারও কাছে সহজে হাত পাতে না; অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায়। উপকার করলে তা নিয়ে খোঁটা দেওয়া যাবে না।

উপদেশ–৯ : কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে

Again in the largest City of Andhra Pradesh(AP) জীবন যে খুবই ছোট, আর পৃথিবী যে গোল, তা মাঝে মাঝে এত স্পষ্ট হয়ে ওঠে। চার ...
17/10/2023

Again in the largest City of Andhra Pradesh(AP)
জীবন যে খুবই ছোট, আর পৃথিবী যে গোল, তা মাঝে মাঝে এত স্পষ্ট হয়ে ওঠে। চার বছর আগে সমুদ্র ও পাহাড়ের সঙ্গমস্থল ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া যাওয়ার সময় এই স্থানে এসেছিলাম।
এর মাঝে পৃথিবীর বাস্তবতায় এবং আমার জীবনে আমূল পরিবর্তন এসেছে। ২০১৯-এর ডিসেম্বরে গোয়া থেকে ফেরার পর '২০ সালের শুরু থেকেই কোভিড মহামারী পুরো পৃথিবীকে উথাল-পাতাল করে ফেলল এবং আমি এরই মাঝে পৃথিবীর অন্যপ্রান্তে জীবন শুরু করেছি, যেখানকার সাথে এখানকার রাত-দিনের অন্তর...

ভুবন ভ্রমিয়া আবারও সেই অভিন্ন জায়গাতে ফিরে এলাম সুপরিকল্পিত ভাবে না, বরং কাকতালীয় ভাবেই।
কলকাতা যাওয়া ও আসার পথে এই স্থান পর্যন্ত আসার পর ট্রেনের ইঞ্জিন বিপরীত দিকে লাগিয়ে দিক পরিবর্তন করে। আমরা এতক্ষণ উল্টোদিকে যাচ্ছিলাম, এখন সোজা দিকে...

15/10/2023

I was roaming all day in the City of Mysore, Karnataka I've watched a number of attractions,
But Mysore palace of the Wadiyar dynasty has definitely snatched all the Lights..
I'm truly Spellbound with the Grandeur and Extravagance Interior design, architecture and Aristocracy!! The Architect of this 126 years old royal palace is famous British architejjjjjjjjjjjjj?j??jt Henry Irwin!

This palace can definitely compete with the Buckingham Palace and any other Royal palaces of Europe or America, I'm sure.
If this statement may seem to be an exaggeration, I would suggest you to come and experience atleast Once in a lifetime!❤️

NB: There's a Palki (Watch down in photos), made of 750 Kilograms of Gold! The two Ferocious Black panther are guarding the building, how perfectly and precisedly !😲

আপনি যদি আসলেই একজন টুরিস্ট হয়ে থাকেন এবং আপনার যদি চার-পাঁচটি দেশ ভ্রমন করা থাকে, পাশাপাশি আপনার পেশা, ব্যাংক একাউন্টে...
10/10/2023

আপনি যদি আসলেই একজন টুরিস্ট হয়ে থাকেন এবং আপনার যদি চার-পাঁচটি দেশ ভ্রমন করা থাকে, পাশাপাশি আপনার পেশা, ব্যাংক একাউন্টের ব্যালেন্স ও লেনদেন দেখে যদি মনে হয় আপনি বাংলাদেশে অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত। তাহলে সেনজেন সহ উন্নত দেশগুলোতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেনজেন, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, কোরিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেস, প্যাকেজ ট্যুর, এয়ার টিকেট ও হোটেল বুকিং সেবায়

TripTurf Travel Systems
একটি দক্ষ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Netaji Subhash Chandra Bose Airport Kolkata,IndiaTripTurf Travel Systems
09/10/2023

Netaji Subhash Chandra Bose Airport Kolkata,India

TripTurf Travel Systems

We are delighted to share the inauguration announcement of 3rd Terminal at Hazrat Shahjalal International Airport.      ...
07/10/2023

We are delighted to share the inauguration announcement of 3rd Terminal at Hazrat Shahjalal International Airport.

কক্সবাজারের বেড়াতে আসলেঅনেকেরই জানার আগ্রহের শীর্ষে থাকে সুইমিংপুল আছে এমন হোটেল । মিনিমাম ৩★ মানের হোটেল ছাড়া নরমাল হোট...
07/10/2023

কক্সবাজারের বেড়াতে আসলেঅনেকেরই জানার আগ্রহের শীর্ষে থাকে সুইমিংপুল আছে এমন হোটেল । মিনিমাম ৩★ মানের হোটেল ছাড়া নরমাল হোটেলে সুইমিংপুল আছে একমাত্র Zaman Sea Height . এছাড়া কক্সবাজারে মাত্র মোট ১৮টি হোটেলে সুইমিংপুল আছে ।সেগুলোর তালিকা নিচে দেয়া হল।
সকল ৫ তারকা হোটেলের মধ্যে সুইমিংপুল রয়েছে।
যথাঃ

1. Royal Tulip
2. Sayemon Beach Resort
3. Ocean Paradise
4. Sea Gull
5. Cox Today
6. Long Beach
7. Best Western Herritage

৪ তারকা হোটেল সুইমিংপুল সহ

1. Neesorgo
2. Joltorongo
3. Prassad Paradise
4. Sea Palace

৩ তারকা সুইমিংপুল সহ হোটেল

1. Grace Cox Smart Hotel
2. Suite Sadaf
3. Maui Resort
4. Sea Pearl Serviced Apartment
5. Hotel Sea Moon
6. Hotel Long Bay

নরমাল হোটেলের মধ্যে সুইমিংপুল রয়েছে একমাত্র
1. Jaman Sea Height

হোটেলের বাহিরে সুইমিংপুল রয়েছে সরকারী মোটেল এর পাশে। যেখানে ঘন্টায় ২০০ টাকা করে ফি।

ভারতীয়  #ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ..... অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডবল এন্ট্রির ভিসারও এক...
03/10/2023

ভারতীয় #ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ.....

অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডবল এন্ট্রির ভিসারও একই অবস্থা...

ট্যুরিস্ট ভিসাতে যেতে চাইলে ২০২৪ সালের ১০ জানুয়ারির পরের কোন তারিখ পাবেন ফাইল জমা দেওয়ার, এর আগে নয়। তাই যারা ভারতে যেতে আগ্রহী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন.....

যারা ইউরোপে যাওয়ার জন্য দিল্লিতে গিয়ে বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে চান তাদের মাথায় এখন হাত দেওয়া ছাড়া কিচ্ছু করার নেই....তারাও এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন...

তবে মেডিকেল ভিসার ডেট পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাস জুড়ে....

আমেরিকা থেকে এক ধাপ এগিয়ে গেলো ভারত 😀
আমেরিকার এম্বাসিতে ফাইল জমা দেওয়ার তারিখও এর থেকে দ্রুত পাওয়া যায়....😊

01/10/2023

আপনার ধারনা মতে - কি কারণে 🇮🇳 ইন্ডিয়ান ভিসা নিয়ে এত ঝামেলা হচ্ছে?

এটি কানাডার ভিসা নয়, নেপালের ট্যুরিস্ট ভিসা। চাইলে আপনিও কালেকশন করতে পারেন। 🔥ভিসা সংক্রান্ত কোন জটিলতা ছাড়াই স্বল্প খরচ...
30/09/2023

এটি কানাডার ভিসা নয়, নেপালের ট্যুরিস্ট ভিসা। চাইলে আপনিও কালেকশন করতে পারেন।

🔥ভিসা সংক্রান্ত কোন জটিলতা ছাড়াই স্বল্প খরচে সহজেই নেপাল ঘুরে এসে আপনার ভ্রমণ হিস্ট্রি সমৃদ্ধ করতে পারেন।

🔥TripTurf Travel Systems 🔥
019788-78888

শুধু কি আকাশে aeroplane দেখবেন আর আফসোস করবেন ঘুরতে যাওয়ার,  TripTurf Travel Systems আছে আপনার যে কোনও দেশের visit ভিসা ...
28/09/2023

শুধু কি আকাশে aeroplane দেখবেন আর আফসোস করবেন ঘুরতে যাওয়ার,

TripTurf Travel Systems আছে আপনার যে কোনও দেশের visit ভিসা পেতে আপনার পাশে...

26/09/2023



🌍 𝐏𝐚𝐬𝐬𝐩𝐨𝐫𝐭 𝐭𝐨 𝐏𝐚𝐧 𝐏𝐚𝐜𝐢𝐟𝐢𝐜 🌍Embrace the spirit of World Tourism Day with a luxurious escape in the heart of Dhaka! Dive i...
25/09/2023

🌍 𝐏𝐚𝐬𝐬𝐩𝐨𝐫𝐭 𝐭𝐨 𝐏𝐚𝐧 𝐏𝐚𝐜𝐢𝐟𝐢𝐜 🌍

Embrace the spirit of World Tourism Day with a luxurious escape in the heart of Dhaka! Dive into the unparalleled comfort and elegance with our Special Room Package at Pan Pacific Sonargaon. Celebrate global journeys, locally.

𝐀𝐯𝐚𝐢𝐥 𝐚𝐧 𝐞𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐑𝐨𝐨𝐦 𝐑𝐚𝐭𝐞 𝐨𝐟 𝐣𝐮𝐬𝐭 𝐁𝐃𝐓 𝟏𝟏,𝟗𝟗𝟗 𝐩𝐞𝐫 𝐫𝐨𝐨𝐦 𝐩𝐞𝐫 𝐧𝐢𝐠𝐡𝐭.

Stay from 26th September – 30th September 2023

🎁Exclusive Inclusions:
Deluxe Room for Double Occupancy
Complimentary Buffet Breakfast for 2 Adults
27% OFF at all Restaurants
27% OFF on all Pastry & Bakery takeaway
27% Discount on all massage services
27% Discount on Savvy
Flexible Check-in & Check-out times
Access to Pacific Fitness Centre & Swimming Pool
Complimentary Fruit Basket
Stay connected with Complimentary WIFI
Chance to Win Exciting Raffle Draw Prizes

Book now to secure your reservation! Dial +88 02 222240400 or email us at [email protected]

  Enjoy Kolkata Trip with TripTurf Travel Systems
25/09/2023



Enjoy Kolkata Trip with TripTurf Travel Systems

🇭🇰 ভিয়েতনাম ই-ভিসা 🇻🇳কিছুদিন আগেও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল...
25/09/2023

🇭🇰 ভিয়েতনাম ই-ভিসা 🇻🇳
কিছুদিন আগেও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।
এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই।
আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন
https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc
আবেদন ফি
Single entry 25 USD
Multiple 50 USD (3 Months)
এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। উপরের দেওয়া লিংকটি ভিয়েতনামের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক।
Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)
তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।
e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।
সে ক্ষেত্রে on arrival কাউন্টার থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে পারবেন।

কল করুন: 019788-78888 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :
TripTurf Travel Systems
প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 019788-78888

আমেরিকার টুরিস্ট ভিসার এম্বাসি ফী ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০,৩৫০ টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্...
22/09/2023

আমেরিকার টুরিস্ট ভিসার এম্বাসি ফী ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০,৩৫০ টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দিতে হয়। এম্বাসি ফী জমা দিয়ে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডেট নিতে হবে।
🔷 এম্বাসি ফী জমা দেয়ার জন্য যা যা প্রয়োজন।
১. পাসপোর্টের স্কেন কপি
২. ১টি ফোন নাম্বার
৩. ১টি ইমেইল আইডি
🔷 এপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন
১. ছবি ২×২ সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড (ল্যাব কপি)
২. আপনার মা -বাবার তথ্য
৩. আপনার শিক্ষাগত সকল তথ্য
৪. আমেরিকায় যদি আপনার পরিচিত কেও থেকে থাকে তার তথ্য।
৫. স্বামী বা স্ত্রীর তথ্য
৬. ব্যবসা/চাকরি জনিত সকল তথ্য
৭. পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি
৮. কোনো সংস্থায় জড়িত থাকলে সেই সংস্থার নাম

TRIPTURF TRAVEL SYSTEMS
019788-78888

20/09/2023

Fun with TripTurf Travel Systems

📍ভিয়েতনাম  ভ্রমণ 🇻🇳পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস...
19/09/2023

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি

Single entry 25 USD

Multiple 50 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়।উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট
ভিত্তিক।

Documents required

1)Passport Scan copy
2)Dgital photo

টিকেট বুকিং লাগবেনা।

Processing time

নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।

e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।

সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

TripTurf Travel Systems



019788-78888

18/09/2023

17/09/2023

পরম করুনাময় মাঝেমাঝে নিতান্ত নির্দয় হন।

বুয়েটের এক সহপাঠী এক টানে পিএইচডি শেষ করে এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেছে বেশ কয়েকবছর। এরই মাঝে মরণব্যাধি ক্যান্সার তার শরীরে বাসা বাঁধলো। তুমুল যুদ্ধে সে পরাজয় মেনে নিলো।

আমাদের ছেড়ে চলে যাবার আগে আগে তার এক পুত্র সন্তান হলো। তিন কন্যার পর পুত্র পেয়ে পরিবারের খুশি দেখে কে? তবে, কিছুদিন যেতেই জানা গেলো সে ছেলে অটিজমে আক্রান্ত।

তিন কন্যার বড়োজন সদ্য বিবাহিতা। মাস্টার্স ডিগ্রিধারী স্বামী-স্ত্রী দুজনই। স্বামী এক প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের অফিসার। তাঁদের সাথে আমার ভিডিওতে কথা হলো একদিন।

দ্বিতীয় মেয়েটি পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বয়স একুশ। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে পরিবারকে সহায়তা দেয় মেয়েটি। ছোটবোনটিকে সড়ক দুর্ঘটনা হতে বাঁচাতে সে নিজেই রাস্তায় ঝাপ দিয়েছিল। ছোট বোনটি আহত হলেও বেঁচেছে, তবে তার মাথার আঘাত ছিল গুরুতর।

খানিক আগে জানলাম একুশ বছরের সে তরুণীও আর নেই। প্রাইভেট হাসপাতালে [এপোলো/এভারকেয়ার] তের লাখ টাকার চিকিৎসা বিল তৈরী করে মাত্র দুদিনেই বাবার কাছে চলে গেছে সে।

ওদিকে তাদের মা পরপর দুবার স্ট্রোক করে শয্যাশায়ী। অটিজমে আক্রান্ত শিশুটির কথা কেউ ভেবেছেন?

সৃষ্টি নিয়ে এতটা খেলার কি আছে? সৃষ্টিকর্তা মানুষকে এমন কঠিন পরীক্ষায় না ফেললেও পারতেন।

16/09/2023

🇮🇳🇮🇳ঢাকা থেকে বাইরোডে ইন্ডিয়া কী ভাবে জাবো? 🇮🇳🇮🇳অনেকেরি এই প্রশ্ন ছিল। 🇮🇳🇮🇳১|ঢাকা থেকে বেনাপোল নন এসি বাস ভড়া= ৬০০/= ভ্র...
10/09/2023

🇮🇳🇮🇳ঢাকা থেকে বাইরোডে ইন্ডিয়া কী ভাবে জাবো? 🇮🇳🇮🇳
অনেকেরি এই প্রশ্ন ছিল। 🇮🇳🇮🇳

১|ঢাকা থেকে বেনাপোল নন এসি বাস ভড়া= ৬০০/= ভ্রমণ টেক্স ১০০০/=
২|পরে বর্ডার পার হয়ে দুদেশের ইমিগ্রেশন শেষকরে টাকা চেন্জ করে নিবেন।পরে সি এনজিতে ৫০ রুপি ভাড়া বনগাও ট্রেন ষ্টেশন, বনগাও থেকে কলকাতা শিয়ালদহ ভাড়া ২৫ রুপি।শিয়ালদহ থেকে নিউমার্কেট / মার্কষ্ট্রীট টেক্সী ভাড়া ১২০/১৫০ রুপি।
৩| মার্কস্ট্রীট থেকে ট্রাভেল এর দোকান থেকে রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকে নিউদিল্লি ট্রেনের টিকেট পাওয়া যায় এসি স্লিপার খাবার সহ ভাড়া ৩২০০ রুপি।সময় লাগে ১৭ ঘন্টা, অথবা নন এসি ১০০০ রুপিতেও পাওয়া যায় নন স্লিপার আপনার রুচি,,,,বলে রাখা ভালো কলকাতা শিয়ালদহ এবং হাওড়া ষ্টেশন থেকে দিল্লি রোটে প্রতিদিন ট্রেন পাওয়া যায়। বিকাল ৪/৬ এবং রাত ১০ টায়
৪| পরে দিল্লি ষ্টেশন থেকে সারতি বিহার চলে আসবেন সিএনজিতে করে ভাড়া ২২০/২৫০ রুপি।
অনেক হোটেল পাবেন এক রোমে ২/৩/৪/ থাকা যায় মাসিক এবং ডেইলি হিসাবে এসি / এয়ারকুলার এবং ফ্যান গরমে আসলে আমি সাজেস্ট করবো এসি রোমে উঠার জন্য নিজে রোমমেটদের সাথে সেয়ার করে পাক করে খাবেন জন প্রতিদিন ১০০ রুপি খরচ আর ভাড়া ১০০/১৫০/২০০/২৫০ এর মধ্যে হবে হবে।
কয়েকটি হোটেল এর নাম:
বিসমিল্লাহ রেসিডেন্সি
ওম পেলেস
ওম রেসিডেন্সি
আরো আছে..

019788-78888

10/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

08/09/2023

💥 পৃথিবীর স্বর্গখ্যাত - কাশ্মীর ❤️

পৃথিবীর স্বর্গ খ্যাত বলতে একটি জনপ্রিয় জায়গা আছে.... হ্যাঁ আমি আমি কাশ্মীরের কথা বলছি - কাশ্মীর সম্পর্কে এই কথা বললে মনে হয় ১৪ আনা নয় বরং ১৬ আনা কথাই সত্যি হবে। বাংলাদেশী অনেকের এই জায়গায় বেড়ানোর স্বপ্ন আজ নতুন কিছু নয়, সে গ্রুপ ট্যুর হোক বা হানিমুন ট্যুর। এত সুন্দর শ্বেত শুভ্র তুষার, সাথে টিউলিপ গার্ডেন, ডাল লেকের সৌন্দর্য বাংলাদেশী ভ্রমণ পাগলাদের কাছে একটি জনপ্রিয় নাম। এক কাশ্মীরের দুই সিজনে দুই রূপ দেখতে পাবেন।

তবে এটাও সত্যি যে, কাশ্মীরের যে কোন সিজনের রূপ'ই আপনার জীবনের সেরা দিনগুলোর একটি হবে।

আপনার দিনটাকে স্মরণীয় করে রাখতে এখন থেকে কাশ্মীরে নিয়মিত থাকবে আমাদের গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
019788-78888

📍নেপাল ভ্রমণ 🇳🇵নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নে...
03/09/2023

📍নেপাল ভ্রমণ 🇳🇵

নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border

By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।

A traveler can apply using the website :

https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।

required

1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket

02/09/2023

বুকিং এর জন্য যোগাযোগঃ
01978878888

শুভ সকাল   TripTurf Travel Systems
01/09/2023

শুভ সকাল

TripTurf Travel Systems

☘️  দুবাই ভিসা যখন তখন ❤️দুবাই ভিসা করা এখন অনেক সহজ। লাগবে না কোন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। শুধু পাসপোর্ট এর ...
29/08/2023

☘️ দুবাই ভিসা যখন তখন ❤️

দুবাই ভিসা করা এখন অনেক সহজ। লাগবে না কোন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। শুধু পাসপোর্ট এর স্ক্যান কপি, ছবির স্ক্যান কপি, পূর্বে কোন দেশ ভ্রমণ করা থাকলে ঔইটার স্ক্যান কপি, দিয়েই আপনি অতি সহজেই করতে পারবেন দুবাই ভিসা।

TripTurf Travel Systems এর ভিসার কাজ শুরু হয়ে গিয়েছে। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক যেকোনো দেশের ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

এছাড়া গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর এর জন্য আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন।

☘️ বুকিং এর জন্য যোগাযোগঃ
01978878888

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের...
27/08/2023

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔

বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের ভিসা পেতে, কোন সমস্যা হতো না। কিন্তুু বর্তমানে থাইল্যান্ডের ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। থাইল্যান্ডের এম্বাসির নির্দিষ্ট ওয়েবসাইটে যে ডকুমেন্ট লিস্ট দেওয়া আছে, এগুলা ছাড়াও এম্বাসি চাইলে যেকোন ডকুমেন্ট যে কোন সময় দাবি করতে পারে। ভিসার প্রয়োজন হলে আপনাকে এম্বাসির চাহিদা অনুযায়ী সকল নির্ভুল ডকুমেন্ট দিতে হবে। তা না হলে ভিসা পেতে সমস্যা হতে পারে।

আগে ভিসা পেতে সময় লাগত ৫ থেকে ৭ দিন। আর এখন ভিসা পেতে সময় লাগতেছে ১৫ থেকে ২০ দিন। আমরা অনেকেই আছি যারা কিনা মনে করি এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট না দিয়েও ভিসা করাতে পারবো, এটা সম্পূর্ণ ভুল। ভিসা পেতে হলে সব ডকুমেন্ট নির্ভুলভাবে জমা দিতে হবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার কোন ডকুমেন্ট দেখে যদি, এম্বাসির কাছে মনে হয়, যে ঐ ডকুমেন্টটা অরজিনাল না তার জন্য এম্বাসি চাইলে, আপনার ভিসা না দিয়ে পাসপোর্টে BL দিয়ে দিতে পারে।

🔥 বিঃদ্রঃ Lost passport, BL, VL, WL এসব ফাইল এখন এম্বাসি জমা নিচ্ছে না।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এয়ার টিকেট, কাস্টম ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এর জন্য ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
01978878888

সিঙ্গাপুর ভ্রমণে বাধা হচ্ছে ভিসা প্রসেসের হ্যাসেল?আপনার জন্য TripTurf Travel Systems  নিয়ে এসেছে সিঙ্গাপুর ভিসা অ্যাসিস্...
26/08/2023

সিঙ্গাপুর ভ্রমণে বাধা হচ্ছে ভিসা প্রসেসের হ্যাসেল?

আপনার জন্য TripTurf Travel Systems নিয়ে এসেছে সিঙ্গাপুর ভিসা অ্যাসিস্ট্যান্স সার্ভিস। আপনার ভিসা প্রসেসিংয়ে সকল প্রকার সাহায্য নিয়ে পাশে থাকছে আমাদের এক্সপার্ট ভিসা অ্যাসিস্ট্যান্স টিম। তাই দেরী না করে আজই আপনার সিঙ্গাপুর ভিসা প্রসেস শুরু করুন আর লুফে নিন সেরা ডিলস 👉 Facebook.com/tripturf

📌 সিঙ্গাপুর ভিসা অ্যাসিস্ট্যান্স শুরু: জন প্রতি ৳৩,৭৫০

ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে আমাদের জানাতে পারেন সহজেই; আর আমাদের এক্সপার্ট টিম সকল সহযোগিতা ও উত্তর নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে অতি শীঘ্রই

*শর্ত প্রযোজ্য

বিস্তারিত জানতে:
📞 কল করুন: +8801978878888 (সকাল ০৯:০০ টা - রাত ১0:০০ টা)
📧 ইমেইল করুন: [email protected]
💬 মেসেজ দিন: 01978878888

27/06/2023

তুলনা করার মানসিকতা ও অসন্তুষ্টি: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সাধারণত চেষ্টা করেন নিজেদের সুখী দেখাতে। তারা চেষ্টা করেন শুধুমাত্র জীবনের ইতিবাচক দিকগুলোই উপস্থাপনের। আর, সবসময় এ ধরনের কনটেন্ট শেয়ারে সম্পর্কের মধ্যে বাড়ে অবাস্তব প্রত্যাশা। যা পর্যায়ক্রমে নিয়ে যায় অসন্তুষ্টি ও হতাশার দিকে।

ভারতের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অক্টোবর মাসে ট্রিপের প্ল্যান করছেন এমন হলে দ্রুত ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলুন। কারণ চাপের...
08/06/2023

ভারতের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অক্টোবর মাসে ট্রিপের প্ল্যান করছেন এমন হলে দ্রুত ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলুন। কারণ চাপের জন্যে ভিসা পেতে আপনাদের বেশ দেরি হতে পারে, গত ঈদের ঘটনা সবাই দেখেছিলেন।
হোক মেঘালয়, নাগাল্যান্ড, সান্দাকফু ট্রেক অথবা কোলকাতা, দিল্লী, কাশ্মীর রিলাক্স করার প্ল্যান; যেটাই করতে চান তার আগে সঠিক পোর্ট সহ ভিসা এপ্লিকেশন এখনই করে ফেলেন।
আর যারা কাশ্মীর গ্রেটস লেক ট্রেক এ যারা যাবেন তারা ২ দিন এর মধ্যেই দিয়ে দেন। ১মাস+ ডেট দিচ্ছে রিসিভিং এর
🇮🇳 ইন্ডিয়ার_ভিসা_করতে_যে_documents_লাগবে:
১.পাসপোর্ট (৭ মাস মেয়াদ থাকতে হবে)
২.ছবি ২ কপি ২/২ সাদা ব্যাগরাউন্ড(বল্লে হবে ইন্ডিয়া ভিসার জন্য)
৩.পাসপোর্টের ফটোকপি প্রথম ২,৩ পাতা।
৪.জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটো কপি।
৫.বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের ফটোকপি লাস্ট ৩ মাসের যে কোন একটা।
৬.ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের( মিনিমাম ২০ হাজার টাকা থাকতে হবে) অথবা ১৫০ ডলার ইনডোস করতে হবে।
৭.পেশার সার্টিফিকেট
* ছাত্র হলে আইডির ফটোকপি
* চাকুরি জিবি হলে NOC
* ব্যাবসায়িক হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি।
৭.পাসপোর্টে ইন্ডিয়ার আগের ভিসা থাকলে লাস্ট ভিসার ফটোকপি
TRIPTURF TRAVEL SYSTEMS

06/06/2023

প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই তাপমাত্রায় সবচেয়ে ঝুঁকিতে থাকেন শিশু ও বৃদ্ধরা, তবে এটা যেকোনো মানুষের জন্যই বিপজ্জনক হতে পারে। তাই কিছু বিষয়ে সতর্কতা মেনে চলা জরুরি।
১. প্রচুর পানি পান করুন। তৃষ্ণাবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর পানি পান করুন। সব সময় সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন। ঘরে বিদ্যমান তাপমাত্রায় থাকা পানি ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি ও বরফপানি পান করা থেকে বিরত থাকুন। কারণ, এই সময়ে খুব বেশি ঠান্ডা পানি খেলে মানবদেহের ছোট রক্তনালিগুলো ফেটে যেতে পারে।
২. যদি বাইরে থাকার সময় হাত-পা রোদের সংস্পর্শে থাকে, তাহলে বাসায় ফিরেই তড়িঘড়ি হাত-পা ধোবেন না। এ ক্ষেত্রে গোসল বা হাত-পা ধোয়ার আগে কমপক্ষে আধা ঘণ্টা অপেক্ষা করুন।
৩. এই সময়ে যতটা সম্ভব বাইরে বের না হওয়াই ভালো। বিশেষ করে বেলা ১১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তীব্রতা অনেক বেশি থাকে। শিশুদের এ সময় বাইরে খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে দেওয়া যাবে না। বাইরে বের হলে বেশিক্ষণ রোদে থাকবেন না। পেশাগত কারণে রাস্তায় রোদে যাঁদের থাকতেই হবে, তাঁরা কিছু সময় অন্তর ছায়া বা ঠান্ডায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।

Address

UTC Building , 19th Floor
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801978878888

Alerts

Be the first to know and let us send you an email when TripTurf Travel Systems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TripTurf Travel Systems:

Videos

Share

Nearby travel agencies