Visa Solutions Mart

Visa Solutions  Mart সৌদি আরবের ভিসা প্রসেসিং সংক্রান্ত য? Saudi Arab visa process agency

চাহিদারও তো লিমিট থাকতে হয়। পরিণাম এত অল্প বয়সে বেঘোরে প্রাণটাই খোয়াল! মফস্বলের একজন সাধারন মধ্যবিত্ত ঘরের ইন্টারমিডিয়েট...
27/04/2021

চাহিদারও তো লিমিট থাকতে হয়। পরিণাম এত অল্প বয়সে বেঘোরে প্রাণটাই খোয়াল! মফস্বলের একজন সাধারন মধ্যবিত্ত ঘরের ইন্টারমিডিয়েট পড়ুয়া ১৮/২০ বছরের একটি মেয়ে মাসিক এক লাখ টাকা বাসা ভাড়া নিয়ে একা থাকে! ক্যামনে সম্ভব? কলেজ পড়ুয়া শিক্ষাথী! দৃশ্যমান কোন রোজগার নেই! মফস্বলের নিতান্ত মধ্যবিত্ত ঘরের সন্তান! এক লাখ টাকা ঘর ভাড়ায় বিশাল ফ্ল্যাটে থাকা!

সন্ধ্যার পর ফাইভ স্টার হোটেল গুলোর লবিতে কিছুক্ষণ বসলে দেখা যায় এরকম দৃশ্য। অল্প বয়স্ক অপরূপ সুন্দরী মেয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে! হাতে লাখ টাকার ফোন। শরীর থেকে দামী পারফিউমের গন্ধ, ব্রান্ডের পোষাক। খোঁজ নিলে দেখা যাবে এদের অধিকাংশই গ্রামের নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান! এত জৌলুস! কিভাবে সম্ভব? সারাদিন মাথার ঘাম পায়ে ফেলেও এর ১০ ভাগের একভাগ বিলাসী জীবন যাপন করা সম্ভব হয় না।

যিনি একে পালতেন তার হয়ত খায়েশ মিটছে। তিনি হয়ত আবার নতুন পাখি শিকারে ব্যস্ত! বেচারী হঠাৎ আলোর ঝলকানি থেকে ঝুপ করে অন্ধকারে পড়ায় গন্তব্য খুঁজে না পেয়ে জীবনটাই ফুঁ দিয়ে নিভিয়ে দিল! আহারে! জীবন শুরুর আগেই থামিলে দিল!

কষ্ট করে, পরিশ্রম করে, পড়াশোনা করে বড় হওয়ার মধ্যে যে কি সুখ এরা কোনদিন তা জানবে না। সারাদিন টিউশনি করে সন্ধ্যায় বাসায় ফিরে ডিম আর আলু সিদ্ধ করে খেয়ে যে সব ছেলে মেয়েরা লেখাপড়া করে মানুষ হয়ে বড় চাকরী কিংবা স্বাবলম্বী হচ্ছে তাদের সুখের কাছে এই লাখ টাকার ফ্ল্যাট, আইফোন ১২ প্রো, আর ফাইভ স্টারের দামী স্নাকস্ মূল্যহীন।

জীবন মূল্যবান। নিজের অপরিনামদর্শী খেয়ালে তার সমাপ্তি টানা অন্যায়। পরিশ্রম করে সৎ ভাবে বড় হওয়ার আনন্দটাই ওরা জানলো না। সুস্থ্য ধারায় ফিরে আসুক পথ হারা উচ্চাভিলাষী সব তরুণ-তরুণীরা।

মেয়েটি যদি খুন হয় তাহলে বিচার চাই। খুনি যেই হোক তাকে বিচারের আওতায় আনা হোক। আর যদি আত্নহত্যা হয় তাহলে ধিক্কার। এবং এটি হবে আরো যে সব বিপথগামী উচ্চাভিলাষী লোভী ছেলে মেয়ে আছে তাদের জন্য একটি সতর্কবার্তা।

সৌদি আরবের রিয়াদে কফিশপের জন্য নতুন ভিসায় কিছু লোক লাগবে।।বেতনঃ ১৫০০ রিয়াল।ডিউটিঃ ৯ ঘন্টা।।।ওভারটাইমঃ বেসিকের সমতুল্য।ওভ...
22/01/2021

সৌদি আরবের রিয়াদে কফিশপের জন্য নতুন ভিসায় কিছু লোক লাগবে।।

বেতনঃ ১৫০০ রিয়াল।
ডিউটিঃ ৯ ঘন্টা।।।
ওভারটাইমঃ বেসিকের সমতুল্য।
ওভারটাইম সহ প্রায় ২০০০ রিয়াল বেতন আসবে।।

ভিসার দামঃ ৩.৩০ লক্ষ(ভিসা,প্রসেসিং, টিকেট)

থাকা, আকামা কোম্পানির।।।

আমেল আদি এন্ড আমেল ভিসা যদি কেউ পাইকারী নিতে চান সরাসরি ইনবক্সে নক দিন,অফিস-আল কাসিম বুরাইদা সৌদি আরব,কাজ➤ কফি সপ এন্ড এ...
03/01/2021

আমেল আদি এন্ড আমেল ভিসা যদি
কেউ পাইকারী নিতে চান সরাসরি
ইনবক্সে নক দিন,
অফিস-আল কাসিম বুরাইদা
সৌদি আরব,

কাজ➤ কফি সপ এন্ড এরাবিয়া রেস্টুরেন্ট,
সুরমা এন্ড ব্রুস্টারের দোকান এবং চকলেট দোকান।।

ডিওটি -১০-১২ ঘন্টা-
বেতন-১৪০০-১৫০০ রিয়াল।।।

খানা -থাকা -ফ্রি
যাদের পাসপোর্ট রেডি আছে প্লিজ ওরা যোগাযোগ করিয়েন।।।

ব্রেকিং...... ফ্লাইট বন্ধ ঘোষণা সৌদি বার্তা সংস্থা এস পি এ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে জানিয়েছে ...
21/12/2020

ব্রেকিং...... ফ্লাইট বন্ধ ঘোষণা

সৌদি বার্তা সংস্থা এস পি এ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কভিড-১৯ নতুন করে ছড়িয়ে পরতে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলোঃ

১. আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসমস্ত বিমান সংস্থাগুলো এখন বর্তমানে সোউদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।

২. আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে।
৩. গত ৮/১২/২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে নিম্নে বর্ণিত নির্দেশনা মেনে চলতে হবে।
ক) পনের দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
খ) কোয়ারেন্টিনে থাকা কালীন সময়ে প্রতি পাচ দিন অন্তর অন্তর কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪. গত তিন মাসের মধ্যে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে হবে।
যেসমস্ত দেশে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হয়নি সেসকল দেশ থেকে পন্য আমদানি রপ্তানি কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনাসমূহ রিভিউ করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন
মাস্ক পরুন- নিরাপদ দূরত্ব বজায় রাখুন
copy post

মোঃ মামুনুর রশিদ
রিয়াদ, ২১/১২/২০২০

15/12/2020
সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company. # কাজের ধরন: প্যাকিংম্যান এন্ড স্টিকার...
14/12/2020

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।

**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company.

# কাজের ধরন: প্যাকিংম্যান এন্ড স্টিকার লাগানো ।।

# # বেতন : প্রতি মাসে ১,৩০০ + ২০০ = ১,৫০০ রিয়াল ( ৮ ঘন্টা ডিউটি বেসিক)।।

# # ওভার টাইম: ২-৩ ঘন্টা প্রতিদিন ( ওভারটাইম বেতন, বেসিকের সমান প্রতি ঘন্টায়)।।

*** ওভারটাইম সহ প্রতিমাসে গড়ে ১৮০০-১৯০০ রিয়াল বেতন আসবে ইনশাআল্লাহ।।

*** কাজ এবং বেতনের গ্যারান্টি ১০০%।।।

# আকামা,থাকা- কোম্পনি বহন করবে, খাওয়া নিজের।।

# ভিসার প্রাথমিক মেয়াদ: ২ বছর (অবশ্যই নবায়ন করা যাবে ১০ বছর পর্যন্ত)।।

# প্রসেসিং সময়: ২১ দিন।
# আকামা সহ অন্যান্য খরচ কোম্পানি বহন করবে।।।
যোগাযোগঃ-
01918 777678 imo WhatsApp, 01910867424 Imo..

ভিসার দাম ঃ ৩ লক্ষ ২০ হাজার টাকা।।

**** বিশেষ সুবিধা পাসপোর্ট এ ভিসা লাগার পরে টাকা দেওয়ার সুবিধা রয়েছে।।।

11/12/2020

সৌদি আরবের রিয়াদে ডিরেক্ট কোম্পানিঃ আল সাঈদ জেনারেল কন্সট্রাকশন এ নিম্ন ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবেঃ

১.কারপেন্টার - ১০ জন।
২.স্টিলফিক্সার - ১০ জন।
৩.ইলেক্ট্রিশিয়ান - ১০ জন।
৪.প্লাম্বার -১০ জন।
৫. প্লাস্টার এন্ড ব্লক মেশন- ১০ জন।
৬. পেইন্টার - ১০ জন।।

***বেসিক বেতন ১৪০০ রিয়াল

***বেসিক ডিউটি ৮ ঘন্টা।।

**ওভারটাইম মিনিমাম ২-৩ঘন্টা করতে হবে।।
** ওভারটাইম বেসিকের দেড়গুন।।

রেইট ঃ ২৬০০০০ টাকা।।

***আকামা, থাকা, যাতায়াত কোম্পানির।।

**খাওয়া নিজ।।

আরো বিস্তারিত জানার জন্য ০১৯১৮৭৭৭৬৭৮ ইমুতে ফোন দেওয়ার জন্য অনুরোধ করা হল।।।

# # #সরকার অনুমতিত রিক্রুটিং এজেন্সি নং ৬১৮।।

সৌদি আরবের রিয়াদে আল সাঈদ ইন্সট্রাকশন কোম্পানিতে নিম্ন ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবেঃ**১.কারপেন্টার - ১০ জ...
09/12/2020

সৌদি আরবের রিয়াদে আল সাঈদ ইন্সট্রাকশন কোম্পানিতে নিম্ন ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবেঃ

**১.কারপেন্টার - ১০ জন।
**২.স্টিলফিক্সার - ১০ জন।
**৩.ইলেক্ট্রিশিয়ান - ১০ জন।
**৪.প্লাম্বার -১০ জন।
**৫.জেনারেল লেবার - ২০ জন।

১-৪ নং পদের জন্য বেতন ১৪০০ রিয়াল এবং ওভারটাইম,,৫ নং এর জন্য ১২০০ রিয়াল এবং ওভারটাইম।

বেসিক ডিউটি ৮ ঘন্টা,,ওভারটাইম ২-৩ ঘন্টা।।

রেইট ঃ ২৬০০০০ টাকা।।

আকামা, থাকা কোম্পানির,, খাওয়া নিজ।।

আরো বিস্তারিত জানার জন্য ০১৯১৮৭৭৭৬৭৮ ইমুতে ফোন দেওয়ার জন্য অনুরোধ করা হল।।।

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company. # কাজের ধরন: প্যাকেজিং,এন্ড স্টিকার লা...
05/12/2020

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।

**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company.

# কাজের ধরন: প্যাকেজিং,এন্ড স্টিকার লাগানো ।।

# # বেতন : ১,৩০০ + ২০০ = ১,৫০০ রিয়াল ( ৮ ঘন্টা ডিউটি বেসিক)।।

# # ওভার টাইম: ২-৩ ঘন্টা প্রতিদিন ।

*** কাজ এবং বেতনের গ্যারান্টি ১০০%।।।

# আকামা,থাকা কোম্পনির , খাওয়া নিজের।।

# ভিসার প্রাথমিক মেয়াদ: ২ বছর (অবশ্যই নবায়ন করা যাবে ১০ বছর পর্যন্ত)।।

# প্রসেসিং সময়: ২১-২৮ দিন।।

বিঃ দ্রঃ যারা এক মাসে ফ্লাইট করার ইচ্ছে আছে তারাই যোগাযোগ করবেন প্লিজ🙏🙏🙏।।

যোগাযোগঃ- জুনাইদ নিশো।
01918 777678 imo WhatsApp, 01910867424 Imo..
অফিসের ঠিকানাঃ আরব বাংলা ওভারসীজ, ঢাকা -১০০০।

**** বিশেষ সুবিধা পাসপোর্ট এ ভিসা লাগার পরে টাকা দেওয়ার সুবিধা রয়েছে।।।

visa processing
04/12/2020

visa processing

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company. # কাজের ধরন: প্যাকিংম্যান এন্ড স্টিকার...
29/11/2020

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।

**কোম্পানি নামঃ All Naseej Al Motaqadimah Company.

# কাজের ধরন: প্যাকিংম্যান এন্ড স্টিকার লাগানো ।।

# # বেতন : প্রতি মাসে ১,৩০০ + ২০০ = ১,৫০০ রিয়াল ( ৮ ঘন্টা ডিউটি বেসিক)।।

# # ওভার টাইম: ২-৩ ঘন্টা প্রতিদিন ( ওভারটাইম বেতন, বেসিকের সমান প্রতি ঘন্টায়)।।

*** ওভারটাইম সহ প্রতিমাসে গড়ে ১৮০০-১৯০০ রিয়াল বেতন আসবে ইনশাআল্লাহ।।

*** কাজ এবং বেতনের গ্যারান্টি ১০০%।।।

# আকামা,থাকা- কোম্পনি বহন করবে, খাওয়া নিজের।।

# ভিসার প্রাথমিক মেয়াদ: ২ বছর (অবশ্যই নবায়ন করা যাবে ১০ বছর পর্যন্ত)।।

# প্রসেসিং সময়: ২১ দিন।
# আকামা সহ অন্যান্য খরচ কোম্পানি বহন করবে।।।
যোগাযোগঃ-
01918 777678 imo WhatsApp, 01910867424 Imo..

**** বিশেষ সুবিধা পাসপোর্ট এ ভিসা লাগার পরে টাকা দেওয়ার সুবিধা রয়েছে।।।

বৈধতা পাচ্ছে দালালরা, ডিসেম্বরে শুরু সাব-এজেন্ট নিবন্ধন..........জনশক্তি রপ্তানিতে প্রত্যক্ষ ভূমিকায় থাকা দালালরা বৈধতা ...
28/11/2020

বৈধতা পাচ্ছে দালালরা, ডিসেম্বরে শুরু সাব-এজেন্ট নিবন্ধন
......
....

জনশক্তি রপ্তানিতে প্রত্যক্ষ ভূমিকায় থাকা দালালরা বৈধতা পেতে চলেছে। প্রতারণা কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছে সরকার। এর ফলে কোনো রিক্রুটিং এজেন্সির কোনো দালালের মাধ্যমে প্রবাসে গিয়ে শ্রমিক প্রতারিত হলে তা নির্ধারণ করা সহজ হবে।

বর্তমানে গ্রামগঞ্জের সাধারণ মানুষ এই দালালদের মাধ্যমেই মূলত বিদেশে যায়। পরে প্রতারিত হলে আর রিক্রুটিং এজেন্সির নাম-পরিচয় বলতে পারে না। আবার নাম-পরিচয় বললেও এজেন্সিগুলো দালালদের দায় স্বীকার করে না। এ পরিস্থিতির অবসানের জন্যই দালালদের নিবন্ধনের আওতায় আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিদেশে লোক পাঠাতে সরাসরি এই দালালদের ওপরই নির্ভর করে। তাই প্রতারণা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এই ‘দালাল’ বা ‘উপ-দালাল’ প্রতিপালন করে থাকে মূলত রিক্রুটিং এজেন্সিগুলোই। বেশির ভাগ রিক্রুটিং এজেন্সি পুরোটাই দালালনির্ভর।
মূলত তাদের নিয়োগকৃত দালালরাই বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মী সংগ্রহ করেন। দালালরা সংগৃহীত প্রতি কর্মী বাবদ এজেন্সিগুলোর কাছ থেকে একটি নির্দিষ্ট কমিশন যেমন পেয়ে থাকেন, তেমনি আবার নানা প্রলোভন দেখিয়ে তারা গোপনে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। বেশির ভাগ দালালই অভিবাসী হতে ইচ্ছুক কর্মীদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। বেশি বেতন আর সুযোগ-সুবিধার কথা বলে তারা অভিবাসী হতে ইচ্ছুকদের আয়ত্তে নেন।
এরপর পাসপোর্ট তৈরি, মেডিকেল টেস্ট, সত্যায়ন, ভিসা ক্রয়- এরকম নানান খাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নেন। দালালদের খপ্পরে সবচেয়ে বেশি পড়ে লেখাপড়া না জানা অদক্ষ কর্মীরা।



জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুল আলম বলেন, ‘রিক্রুটিং এজেন্সিগুলোকে লাইসেন্স দেয়া হয়েছে অভিবাসন আইন অনুযায়ী। প্রতিনিধি বা দালাল যাই বলা হোকনা কেন তারা একসাথে দু’টি এজেন্সিতে কাজ করতে পারবে না। কোনও অপরাধ করলে তাদের যেন আটক করার সুযোগ থাকে।’
কোনো রিক্রুটিং এজেন্সিরই মাঠপর্যায়ে জনবল বা কাঠামো নেই। তাদের হয়ে কাজ করা দালালদের তালিকাভুক্ত করা হলে জেলা পর্যায়ে অফিস খুলতে হবে। এতে তাদের খরচ বেড়ে যাবে বলে দাবি করেছে বায়রা।
এ বিষয়ে বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, ‘তারা কখন কোথায় বসে কাজ করবে সেজন্য এজেন্সিগুলো দায়বদ্ধ হয়ে যায়। তাই তাদের কিভাবে গণনার মধ্যে আনা যায় এবং তাদের কুকর্মের দায় যেন এজেন্সিগুলোর ওপর না পড়ে।’
দালালদের তালিকাভুক্ত করলে কোন এজেন্সি কতজন কর্মী পাঠাচ্ছে তার হিসাব রাখা সহজ হবে বলে মনে করছে অভিবাসন বিশেষজ্ঞরা। আগামী ডিসেম্বর থেকে শুরু হবে দালালদের এই নিবন্ধন প্রক্রিয়া।

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।**কোম্পানি নামঃ all naseej al motaqadimah company.**কাজের ধরন ঃ প্যাকেজিং এন্ড স্টিকিং। *...
27/11/2020

সৌদি আরবের রিয়াদে জরুরি নিয়োগ।।

**কোম্পানি নামঃ all naseej al motaqadimah company.

**কাজের ধরন ঃ প্যাকেজিং এন্ড স্টিকিং।
**বেতন ঃ ১৩০০+২০০+ ওটি(২-৩ ঘন্টা)
**ডিঊটিঃ বেসিক ৮ ঘন্টা,,ওভারটাইম মাস্ট বি ২-৩ ঘন্টা করতে হবে।
**ওভার টাইম রেইট ঃ বেসিকের সমান প্রতি ঘন্টা।
***ওকালা রেডি,মেডিকেল চলতেছে,,মেডিকেল ফিট থাকলে ৩০ দিনে ইনশাআল্লাহ ফ্লাইট।।

** বয়সঃ ২২-৩০/৩২ বছর।
** অভিজ্ঞতা ঃ বেসিক ইংরেজি জানতে হবে।।

যোগাযোগ ঃ ০১৯১৮৭৭৭৬৭৮ ইমু এবং হোয়াটসঅ্যাপ ০১৯১০ ৮৬৭৪২৪ ইমু।।

যারা কাতার প্রবাসি তাদের জন্যনবঘোষিত অটোমেটিক এন্টি পারমিট বা কাতারে পুনঃ প্রবেশের অনুমতি পত্রআপনাকে যা করতে হবে: ১. আপন...
27/11/2020

যারা কাতার প্রবাসি তাদের জন্য
নবঘোষিত অটোমেটিক এন্টি পারমিট বা কাতারে পুনঃ প্রবেশের অনুমতি পত্র

আপনাকে যা করতে হবে:
১. আপনি টিকেট করে দেশে চলে যাবেন। ইমিগ্রেশন হওয়ার সাথে সাথে আপনার নামে অটোমেটিক্যালি এন্ট্রি পারমিট ইস্যু হয়ে যাবে।
২. দেশে যাওয়ার পর আপনি যেকোনো স্থান থেকে যেকোনো সময় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এন্ট্রি পারমিটটি প্রিন্ট নিতে পারবেন। কাতারে আপনার চাকরিদাতাও আপনার জন্য এটি করে দিতে পারবে।
৩. হোটেল কোয়ারেন্টিন আগের মতোই থাকছে বাধ্যতামূলক। মাত্র সাত দিনের জন্য।
৪. হোটেলের যারা রুম শেয়ার করবেন তাদের জন্য করেন্টিন এর মেয়াদ ১৪ দিন।
৫. যারা দেশে অবস্থান করছেন, করোনা প্যানডেমিক এর আগে দেশে গিয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষ অনুমতি পত্র লাগবে।
যুক্তি হিসেবে বলা হয়েছে, এসব ডিসিসন নেওয়া হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মহামারী কৌশলের ভিত্তিতে।
কিন্তু, আমরা মনে করি, এই মহামারী কৌশল বা Pandemiology কেবল তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষের উপর কেন মরার উপর খাড়ার ঘা?
তৃতীয় বিশ্বের এটি একটি কূটনৈতিক পরাজয়। থ্রি স্টার, ফাইভ স্টার হোটেলে একজন দরিদ্র শ্রমিক কিভাবে সাত দিন থাকতে পারে? এক্ষেত্রে, বিশেষ কোরেন্টিন সেন্টার তৈরি করে সেখানে কম খরচে রাখা যেতে পারে।

 # #সৌদি আরবের বিভিন্ন কোম্পানি তে জরুরি ভিত্তিতে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে--- ****অফিস ক্লিনার  # #(৮ঘন্টা ডিউটি,বেতন ...
21/11/2020

# #সৌদি আরবের বিভিন্ন কোম্পানি তে জরুরি ভিত্তিতে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে---

****অফিস ক্লিনার
# #(৮ঘন্টা ডিউটি,বেতন ১০০০ রিয়াল )
আকামা রুম কোম্পানি (খানা নিজের)।

****আবসিক হোটেল
ডিউটি ১০ ঘন্টা
বেতন ১২০০ রিয়াল
আকামা রুম কোম্পানি (খানা নিজের)
কাজ- ক্লিনার।।।

****এরাবিয়ান রেস্টুরেন্টে (১২ ঘন্টা ডিওটি (১৪০০ রিয়াল (থাকা খাওয়া আকামা কোম্পানি)
কাজ- ক্লিনার।।

****ফ্যাক্টরির কাজ গ্লাস বানানো
(১০ ঘন্টা ডিওটি -১৩০০ রিয়াল বেতন)খানা নিজের)
আকামা রুম কোম্পানি (ক্লিনার)।।

****খেজুর ফ্যাক্টরির আছে(-খেজুর প্যাকেট করা,
১০ ঘন্টা) ১৫শ রিয়াল)
আকামা রুম কোম্পানি ( খানা নিজের)।।।

****এইচ এস সি পাশ হলে কফিশপে দিয়ে দেওয়া যাবে।।।

( সব গুলো কাজের লোকের বয়স-২০-৩৫ মধ্যে।।
সব গুলো কাজে সপ্তাহে ছুটি আছে,শুধু এরাবিয়া রেস্টুরেন্টে আর আবাসিক হোটেলে নাই)।।

আরো বিস্তারিত জানার থাকলে কমেন্ট এ প্রশ্ন করতে পারেন,অথবা নিচের নাম্বারে ইমু আছে ইমুতে কল দিতে পারেন ০১৯১০৮৬৭৪২৪, ০১৯১৮৭৭৭৬৭৮।।

26/09/2020

সিঙ্গাপুরগামী যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে সে দেশের সরকার। বাংলাদেশি যাত্রীদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই, তবে তাদেরকে অবশ্যই সিঙ্গাপুরে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে । অধিকন্তু, কাশি, জ্বর, কোভিড লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সাথে বাখতে হবে। তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। আইসোলেশনের হোটেল খরচবাবদ যাত্রীদের ২২০০ সিঙ্গাপুর ডলার সঙ্গে বহন করতে হবে।

সিঙ্গাপুরগামী যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে সে দেশের সরকার। বাংলাদেশি যাত্রীদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই, তবে তাদেরকে অবশ্যই সিঙ্গাপুরে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে । অধিকন্তু, কাশি, জ্বর, কোভিড লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সাথে বাখতে হবে। তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। আইসোলেশনের হোটেল খরচবাবদ যাত্রীদের ২২০০ সিঙ্গাপুর ডলার সঙ্গে বহন করতে হবে। -পররাষ্ট্র মন্ত্রণালয়।

Singapore has announced a new set of rules and restrictions for travelers planning to visit the country.

Bangladeshi passengers will no longer need to present Covid-19 test report from Bangladesh, but they are required to go under a mandatory 14 days quarantine. However, a health declaration of having no cough, no fever, no Covid symptom, like: runny nose, short breath, etc is required. The Covid-19 test of these people will be conducted in Singapore and the passengers will have to bear the hotel cost of SGD 2200 for isolation.

CP

সৌদিতে যাওয়ার আগে,এইখানে করোনা টেস্ট করাতে পারেন,,দ্রুত সময়ে রেজাল্ট দিবে।।।
25/09/2020

সৌদিতে যাওয়ার আগে,এইখানে করোনা টেস্ট করাতে পারেন,,দ্রুত সময়ে রেজাল্ট দিবে।।।

সৌদিতে ভিক্ষা করায় ভারতের ৪৫০ জন আটক,দাদা বাুবুরা মনেহয় ভুলে গেছিলো এটা সৌদিআরব,🙂🤐🤐বিঃদ্রঃ ভিক্ষাটা নাকি ওরা পার্ট টাইম ...
20/09/2020

সৌদিতে ভিক্ষা করায় ভারতের ৪৫০ জন আটক,
দাদা বাুবুরা মনেহয় ভুলে গেছিলো এটা সৌদিআরব,🙂🤐🤐

বিঃদ্রঃ ভিক্ষাটা নাকি ওরা পার্ট টাইম জব হিসাবে নিয়েছিলো😇😇

08/09/2020

#ব্রেকিং_নিউজঃ
করোনা সংকটের কারণে সৌদি আরবের #বাহিরে থাকা বিদেশি নাগরিকদের #ছুটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ফ্লাইট চালু না হওয়ায় সৌদি আরব আসতে পারেননি, দ্বিতীয় দফার মেয়াদ বৃদ্ধি করার পরেও যাদের এক্সপায়ার হয়ে গিয়েছে। প্রত্যাককে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোন ধরনের চার্জ ছাড়া ছুটির মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ জাওয়াজাত।

📌এই সুযোগ আওতায় আমেল আইদি এবং আমেল মঞ্জিল দুই পেশার শ্রমিকগণ পাবে।

সূত্রঃ জাওয়াজাত (KSA)

02/09/2020

আম্মাকে নিয়ে আমাদের পাঁচ ভাইবোনের গোপন মিটিং চলছে। রুদ্ধদ্বার বৈঠক, দোতলায় বড় ভাইয়ার ফ্ল‍্যাটে। আম্মা এখন সবার মাথা-ব‍্যথার বড় কারণ। কোন ভাইবোনই এখন আর উনার দেখভালের দায়িত্বটা নিতে আগ্রহী নয়।

অনেকটা বাধ্য হয়েই তাই ভাইবোনদের এই মিটিংটা!আমাদের সবচাইতে ছোটবোন নিপা, মিটিং সফল করতে সবার সাথে যোগাযোগ করেছে। এরই ফলে সব ভাইবোনদের স্ত্রী স্বামী সহ এ মিটিংয়ে উপস্হিতি।

আমার স্ত্রী সোমা মিটিংয়ে আসার আগে পই পই করে আমাকে শিখিয়ে দিয়েছে। যে করেই হোক আমি যেন মায়ের দেখাশোনার দায়িত্বটা এভয়েড করি। আমার দুই মেয়ে দুজনেই নামী ইংলিশ মিডিয়াম স্কুলে আছে। একজন "এ" আর একজন "ও" লেভেলে! ভালো করে এখন ওরা বাংলাই বলতে পারে না! ভীষণ গেঁয়ো আর আনস্মার্ট দাদিকে ওদের একেবারেই অপছন্দ! বন্ধুদের কাছে নাকি উনাকে নিয়ে ওদের প্রেস্টিজ থাকে না!

আর সোমার কাছে মা যেন একটা মূর্তিমান আতঙ্ক। গত মাসে আমাদের বারান্দায় আম্মার পানের পিক ফেলানোর কষ্টটা সোমা এখনোও ভুলতে পারছে না। আমিও আমার স্ত্রী সন্তানদের প্রতি অনেক কেয়ারিং। বাসায় মায়ের উপস্হিতিটাতে আমারও কেন জানি ইদানীং একটু অস্বস্তি হয়। তবে মা যদি দোতলায় ভাইয়া বা তিনতলায় ছোট বোনের বাসায় থাকে, তাতে আমার কোন আপত্তি নেই। পাঁচতলায় উঠানামার পথে, মাঝে মধ‍্যে খাবার বা শাড়ি-জামা নিয়ে মাকে দেখা করাটা আমার জন‍্য কোন ব‍্যাপারই না!

মিটিং শুরু হতেই বুঝতে পেরেছিলাম, প্রত‍্যেকের যুদ্ধংদেহী মনোভাবটা! সবাই কঠোর প্রস্ততি নিয়ে এসেছে যে-করেই হোক মায়ের দায়িত্বটা এড়িয়ে যাবে। তবে আপনারা যতটা খারাপ ভাবছেন, অতটা খারাপ আমরা কেউই না। বাসায় একসঙ্গে রাখবেন না তবে টাকা-পয়সা বা প্রয়োজনীয় জিনিস দিতে কারোরই কোনরকম আপত্তি নেই।

আমাদের মা রাহেলা খাতুন। লোকে উনাকে রত্নগর্ভা বলেন। পাঁচ ভাইবোনকে বলতে গেলে এক হাতেই মানুষ করেছেন। আমাদের বাবা শফিকুল হক ব‍্যস্ত ব‍্যাংকার ছিলেন। তার উপর নিজের ভাইবোন বা সামাজিক কাজ নিয়েই উনি আজীবন ব‍্যস্ত ছিলেন! ছেলে মেয়েদের খুব একটা সময় দিতেন না। তবে আব্বা কষ্ট করে খিলগাঁওয়ের এই পাঁচতলা বাড়িটা করে গিয়েছিলেন। আমাদের ভাইবোনদের ঢাকায় থাকার সমস্যাটা সমাধান করে গেছেন বলে আব্বার প্রতি আমরা সব ভাইবোনরাই কৃতজ্ঞ!

আম্মা অবশ‍্য ছোটবেলা থেকেই আব্বার অভাবটা বেশ ভালোভাবেই পুষিয়ে দিতেন। পাঁচ ভাইবোনের জন‍্য এমনকি উনি একদিনের জন‍্যও কখনোই কোথায় বেড়াতে যাননি! খাবার দাবারের জন‍্যও কখনো আমাদের কোন রকম কমপ্লেন করতে হয়নি। সব কিছু রেডি থাকতো! পড়াশোনার ব‍্যাপারেও মায়ের ভীষণ আগ্রহ, এক বিন্দুও ছাড় দেননি। গৃহশিক্ষক বা ব‍্যাচে পড়ার বিষয় তদারকি করতেন কঠোরভাবে।

বড় ভাইয়া যখন বুয়েটে ভর্তি হন, মা প্রথম কিছুদিন রিকশায় করে ভার্সিটিতেও উনাকে দিয়ে আসতেন। এ নিয়ে ভাইয়ার বন্ধুরা এখনো ভাইয়াকে খেপায়! আমার বড়বোন নীপা আপা আর ছোট বোন নীলাকেও রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন স্কুল কলেজে নিয়ে গিয়েছেন। নীলা আবার প্রতি শুক্রবার গানের স্কুলেও যেত, তাইতো আম্মা আব্বার সাথে কখনোই ছুটির দুপুরটাও কাটাতে পারেনি। তবে এগুলো নিয়ে আম্মার কখনোই কোন কোন আফসোস নেই, শেষ পযর্ন্ত আমরা ভালোভাবে দাঁড়াতে পেরেছি বলেই।

সবকিছুই ঠিক ছিল। গত বছর আব্বা হঠাৎ করে মারা যাওয়ার পরই বিপত্তির শুরু। আব্বার রিটায়ারমেন্টের পর আম্মার সাথেই উনার জীবন, তিনতলার ফ্ল‍্যাটটায় দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিলেন।

এর মধ‍্যে বড় ভাইয়া বিয়ে করে দোতলায়, আর বড়আপা চারতলার দখল নিল। আর আমিও সোমাকে বিয়ে করে এ বাড়ির পাঁচতলায় প্রায় দেড় যুগ ধরে। সবচাইতে ছোট ভাই সোহেলও বিয়ে করে এ বাড়ি ছাড়েনি, একতলার দখল নিয়েছে। শুধু ছোট বোন নীলা বিয়ের পর রামপুরায় ওর শশুরবাড়িতে থাকত। এই নীলাও শেষ পযর্ন্ত বাবা-মার তিনতলার দখল নিল, আব্বা মারা যাওয়ার পরপরই।

আব্বা জীবিত থাকতে আমাদের ভাইবোনদের এক সাথে থাকায় কোন সমস‍্যাই হয়নি। আব্বার নেতৃত্বেই সবকিছু চলত এমনকি এক সাথে গরু কোরবানি দেওয়া। ভাইবোনরা প্রায়ই তিনতলায় বাবা মার ফ্ল‍্যাটে একসাথে মিলিত হতাম, বিভিন্ন অনুষ্ঠানের ছুতোয়। এরপর বটবৃক্ষ বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারের বাঁধনটা হালকা হয়ে আসতে লাগল।

মা তখন একা হয়ে পড়লেন, বাসায় আনএটেনডেন্ট অবস্থায় একবার সেন্সলেস হয়ে যাওয়ার পর পালাক্রমে এখন ভাইবোনদের ফ্ল‍্যাটে থাকেন। তবে সত‍্যি বলতে আমরা ভাইবোনরা কেউই আম্মার সাথে থাকার এ বিষয়টি পছন্দ করছি না। তার উপর আম্মা প্রায় সারাবছরই অসুস্থ থাকেন। উনাকে নিয়ম করে ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো বা সেবা শুশ্রূষা করার মতো সময় আমাদের কারোরই নেই। প্রত‍্যেকেই এখন নিজ নিজ সংসার নিয়ে ভীষণ ব‍্যস্ত। তাইতো একপ্রকার বাধ‍্য হয়েই ভাইবোনদের মিটিং ডাকা, গ্রহণযোগ‍্য কোন সমাধান খুঁজে বের করতেই।

মিটিংটা শান্তিপূর্ণই ছিল! হঠাৎ করেই ছোটবোন নীলা বড় ভাবির কথাতে রিএক্ট করতেই পরিস্হিতি উত্তপ্ত হয়ে উঠল। ভাবি কিন্তু ভালো একটা প্রস্তাব দিয়েছিলেন, মাকে দেখে শুনে ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠানো। মাথা মোটা নীলা এটা শুনেই রিএক্ট করলো, ও বলতে চাইছে মা এ বাড়িতেই থাকবে। আর মায়ের দায়িত্বটা নিতে হবে আমাদের তিন ভাইয়ের!

কথাটা শুনে বড়ভাবির পক্ষ নিয়ে ছোটভাই সোহেল নীলাকে ধমক দিতেই পরিস্হিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি অবশ‍্য আগে থেকেই জানতাম নীলার উপর সোহেলের থাকা ক্ষোভটার কথা! বাবা মার তিনতলার ফ্ল‍্যাটটার দিকে সোহেলের নজর আগে থেকেই ছিল। নীলা ওর বাড়া ভাতে ছাই দিয়ে ওটার দখল নিয়ে নিয়েছিল। তাইতো সোহেল সুযোগ পেয়েই নীলাকে অপদস্থ করেছিল।

নীলা, বড় ভাবি, সোহেল আর পরবর্তীকালে আমাদের সবার চিৎকার চেঁচামেচিতে মিটিংটা আর গোপন থাকল না। মা তিনতলা থেকে নেমে দোতলায় আসলেন। সব কথাই শুনলেন আর বুঝলেন! আম্মাকে শুধু দেখেছিলাম কাঁদতে কাঁদতে তিনতলায় গিয়ে দরজা বন্ধ করে দিতে। এরপর কোন রকম সমাধান ছাড়াই মিটিং শেষ করে যে যার ফ্ল‍্যাটে চলে গেলাম। আম্মার নাকি কান্নাটায় সোমা কেনো, আমি নিজেও খুব বিরক্ত হয়েছিলাম। উনার জন‍্যই এখন ভাইবোনদের মধ‍্যে এসব অহেতুক মনোমালিন‍্য আর ঝগড়া!

পরদিন সকালে সোমা জানাল আম্মাকে নাকি এ বাসায় আর পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলেই ভোরে এ বাসা ছেড়ে চলে গেছেন! ভাইয়াকে ফোন করতেই দেখলাম, আম্মার এভাবে চলে যাওয়ায় উনি আমার মতই বিরক্ত, সোহেলও। আম্মার বিষয়টি গুরুত্ব না দিয়ে আমরা যে যার মতো অফিসে চলে গেলাম।

লাঞ্চ আওয়ারে সোমা ফোন করে জানাল উকিল আংকেল নাকি বিকেলে আমাদের ভাইবোনদের সাথে কথা বলতে চান। উকিল আংকেল বাবার দূরসম্পর্কের কাজিন, আমাদের পারিবারিক আইনি বিষয় আজীবন উনিই দেখে গেছেন। আর আংকেলই সোমাকে জানিয়েছেন যে, মা এখন জয়পাড়ায় মামাদের বাড়িতে! কথাটা শুনে গুরুত্ব দিলাম না, সারাজীবন মামার বাড়িতেই থাকুকনা আমাদেরকে না জ্বালিয়ে। সোমাও আমার বলা কথাটায় সায় দিয়ে ফোনটা রেখে দিল।

সন্ধ্যায় উকিল আংকেলের কথা শুনে আমাদের সব ভাইবোনদের আক্কেল গুড়ুম। আব্বা মৃত্যুর আগে পুরো বাড়িটা নাকি আম্মাকে লিখে দিয়ে গেছেন। আইনত এই বাড়ির পুরো মালিকানা নাকি এখন একমাত্র আম্মারই! আর সবচাইতে ভয়াবহ সংবাদ, মা নাকি এখন বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। উকিল আংকেল এসেছেন আমাদেরকে মায়ের সিদ্ধান্তটা ফর্মালি জানাতে। কথাটা বিশ্বাসযোগ‍্য করতে বাড়ির নতুন দলিলটাও দেখালেন, রাহেলা খাতুনের নামে।

কথাটা শুনেই আমাদের সব ভাইবোনের মাতৃভক্তি চরমে উঠে গেল! একই সাথে সবাই মাকে ফোন দিতেই, মায়ের ফোন বন্ধ পেলাম। সবাই দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, এমনকি বড় ভাবিটা কাঁদতেও শুরু করে দিলেন। অবাক হলাম আমার স্ত্রী সোমা সবার সামনে ঘোষণা দিল, আম্মা এখন আমাদের সাথেই থাকবে। কিন্তু সোমার প্রস্তাবটা ধোপে টিকল না। বড় ভাবি, সোহেল আর নীলার মধ‍্যে কথা কাটাকাটি চলছিল, প্রত‍্যেকেই এখন মাকে নিজের সাথে রাখতে চায়।

আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম, এখনই জয়পাড়ায় গিয়ে মাকে নিয়ে আসব। সোমাকে চোখ-টিপ দিয়ে পাঁচতলায় নিয়ে আসলে, সেও গোঁ ধরল এই সন্ধ্যায় আমার সাথে জয়পাড়ায় যাবে। আম্মার পানের পিক ফেলানোর কষ্টটা এখন ওর হৃদয় থেকে কর্পূরের মতো উড়ে গেছে। আশ্চর্য হলাম শুনে, আম্মার সাথে বেয়াদবি করলে ইংলিশ মিডিয়ামে পড়া দুটো কন‍্যাকে নাকি এখন থেকে থাপ্পর দেবে বৌ!

তড়িঘড়ি করে নিচে গ‍্যারেজে আসতে দেখি, ভাইয়া আর আপার গাড়িও রেডি! উনারাও জয়পাড়া যাচ্ছেন মাকে আনতে। আমার গাড়ি স্টার্ট দিতেই দেখি, ছোট দুই ভাইবোন সোহেল আর নীলা এক গাড়িতে, ওরাও বোধ হয় জয়পাড়াই যাচ্ছে।

আমি অবশ্য ওদেরকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে আর সময় নষ্ট করতে চাইছিলাম না। আমার আর সোমার দুজনের এখন খুব মন খারাপ। মা সেই ভোর থেকে একা আছে। ডায়বেটিস আর প্রেসারের রোগী! ওষুধটা ঠিকমতো খেয়েছে কিনা? দুপুরেই বা কি খেয়েছে? এসব ভাবতে ভাবতেই গাড়িতে একটু স্পিড দিলাম। সময় নষ্ট করা যাবে না, না আর এক মুহূর্তের জন‍্যও না!

মাতৃভক্তি !

লেখা: ইমাম হোসেন

কার কত সময় লেগেছে, কমেন্ট এ জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ।।।
11/08/2020

কার কত সময় লেগেছে, কমেন্ট এ জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ।।।

সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐করোনা প্রাদুর্ভাবের মধ্যে প্রথম দফায় তিন মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানো হয...
05/07/2020

সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

করোনা প্রাদুর্ভাবের মধ্যে প্রথম দফায় তিন মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানো হয়েছিলো, এখন দ্বিতীয় ধাপে আরো তিন মাসের জন্য বিনা খরচে আকামা এবং যারা ছুটিতে আছেন তাদের রি এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে!!

04/07/2020

বাংলাদেশের ক্রিকেট টিম বারবার হেরে গেলও যেমন আমরা বলি, "হারলেও আমরা আছি তোমাদের সাথে"। তেমনি আসুন না, করোনা ভ্যাকসিন আবিস্কারে গ্লোব বায়োটেকের ডঃ আসিফ মাহমুদদের জন্য গলা উঁচু করে বলি, "তোমরা হেরে গেলেও আমরা আছি তোমাদের সাথে"।

"কিছুই হবে না" "কিছুই পারব না" বলা দেশ থেকে "পারব" বলা তো গৌরবের, বিজয়ের। আমাদের দেশের মানুষগুলোর বিদেশে সাফল্য জানেন? কেন পারে তাঁরা? কেন এখানে পারে না?

পরিবেশ এবং সাপোর্ট। যা আমাদের এখানেই একেবারেই নেই। আমরা আছি শুধু টেনে নামাবার তালে।

গতকাল দেয়া তাঁর সাইন্টিফিক ব্যাখ্যা কিছুই বুঝিনি। তবে তাঁকে দেখে বুঝেছি, আসছে কিছু সামনে ইনশাআল্লাহ। কেন জানি এবার খুব কনফিডেন্ট আমি। ইনশাআল্লাহ আমরা পারব।

শুধু গলা মিলান, পারব আমরা ইনশাআল্লাহ।

আমি চ্যালেঞ্জ দিয়ে বলেতে পারি, শুধু সাপোর্ট দিলে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে "ব্যার্থতা" শব্দটি আমাদের দেশ থেকে মুছে যাবে নিশ্চিত।

অভিজ্ঞতা। ১. ওয়ান ইলেভেনের সময় একজন উর্ধতন কর্মকর্তা গ্রেফতার হলেন। সাথে তাঁর স্ত্রী। এসময় তাঁদের সম্পদের তদন্ত করা হচ্ছ...
30/06/2020

অভিজ্ঞতা।
১. ওয়ান ইলেভেনের সময় একজন উর্ধতন কর্মকর্তা গ্রেফতার হলেন। সাথে তাঁর স্ত্রী। এসময় তাঁদের সম্পদের তদন্ত করা হচ্ছিলো। দায়িত্ব প্রাপ্ত টাস্ক ফোর্সের সদস্য হিসেবে ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম,এ বিপুল সম্পদ জোগাড়ের উৎস সম্পর্কে আপনার কিছু বলার আছে?

তিনি উত্তর দিলেন, আমার হ্যাজবেন্ডকে জিজ্ঞেস করুন। তাঁকে আপনারা জেলে দিন, ফাঁসি দিন, কিন্তু আমাকে নিয়ে টানাটানি করছেন কেন?

আমি বললাম, কিন্তু আপনি তো তাঁর সম্পদের সুবিধাভোগী ---
কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, আমি তাঁকে বলিনি চুরি করে আমাকে সম্পদ বানিয়ে দিতে। সে দিয়েছে,আমি এনজয় করেছি। আমার কী দোষ? তাঁকে শাস্তি দিন, আমাকে নয়। তাঁর পাপের শাস্তি আমাকে কেন দেবেন?

২. আরেকজন। বাড়ির সংখ্যা #কুড়ির ওপর। জিজ্ঞেস করলাম, ভাই, এত বাড়ি কেন করলেন? কার জন্য? কয়টা বাড়ি এক জীবনে লাগে? অন্তত একটি জায়গায় এসে থামতে তো পারতেন!

তিনি উত্তর দিলেন, স্যার, প্রথম বাড়িটি করার পর কেমন নেশার মতো হয়ে গেলো। কেন এত বাড়ি করলাম নিজেও জানি না।
এর কিছুদিন পর জামিনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। কয়েক দিন পর তাঁর আইনজীবী মৃত্যুর খবর দেওয়ার জন্য অফিসে এলেন। তখন শুনলাম ভয়ংকর এক কাহিনী।

ভদ্রলোকের নাকি দুই বিয়ে ছিলো। তাঁর লাশ উঠানে ফেলে দুই পক্ষ তীব্র ঝগড়ায় মাতলো সম্পত্তির বিলি বন্টন নিয়ে। উভয় পক্ষের জিদ তাঁকে দাফন করার আগেই এ বন্টন নিশ্চিত করতে হবে। অনেকে বুঝালেন যা হবে আইন অনুযায়ী হবে। কে শোনে কার কথা। উভয় পক্ষের দাবী তাঁদের প্রাপ্যতা বেশি।
তাঁরা ঝগড়া করছেন আর সম্পদ উপার্জনকারীর লাশ উঠানে পিঁপড়ায় খাচ্ছে!

৩. অন্য আরেকজন। অতি পদস্থ কর্মকর্তা ছিলেন। আমার সাথে দেখা এ শতকের প্রথম দিকে। তখন তাঁর বয়স প্রায় পঁচাশি। আমি একবার জিজ্ঞেস করলাম, স্যার, কিছু মনে করবেন না, এ বয়সে আপনার কি এতো ঝামেলা করে অফিসে অফিসে ঘুরার দরকার আছে? বাড়িতে আর কেউ নেই?

তাঁর চেহারা কুঁচকে গেলো, সেখানে কিলবিল করতে লাগলো হতাশা। তিনি বললেন, আপনি আমার পুত্র না, নাতির বয়সী। আপনাকে একটি কথা বলি, চাকুরি জীবনে আমি প্রয়োজনের চাইতে বেশি কামিয়েছিলাম। সেটিই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একটি মাত্র ছেলে। পড়াশুনা করেনি। সারাদিন ঘুমায় আর সন্ধ্যা হলে ক্লাবে গিয়ে মদ নিয়ে বসে। মাঝরাতে পাঁড় মাতাল হয়ে বাড়ি ফিরে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ভোরের দিকে ঘুমায়। তারপর সারাদিন বিছানায়। বিয়েশাদিও করাতে পারি নাই।

বলতে বলতে তিনি কাছে ঝুঁকে বললেন, ভাই, আমার ছেলে মানুষ হয় নাই কেন জানেন?
আমি তাঁর দিকে তাকিয়ে আছি।

তিনি বলতে লাগলেন, কারণ সে জানে তাঁর বাবার টাকা এক জন্মে খেয়ে সে শেষ করতে পারবে না। আমি যদি প্রয়োজনের বেশি উপার্জন না করতাম তাহলে এটা হতো না। সন্তান 'অমানুষ' হওয়ার মতো কষ্ট আর কিছুতে নেই ভাই।

৪. এবার একদম নিজের অভিজ্ঞতার কথা বলি।

একবার আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার উপার্জনে যদি কোনো কালো দাগ থাকে তুমি কি তার দায়ভার নেবে?
আমার স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি জানি আমার উত্তরে তুমি মন খারাপ করবে, তবু সত্য কথাটা বলি।

তাহলো, পরিবার প্রধান হিসেবে আমাদের ভরণপোষণের দায়িত্ব তোমার, কিন্তু সে উপার্জনের দায়ভার ইহকালে বা পরকালে আমি বা অন্য কেউ কখনোই নেবে না। অতীতেও কেউ নেয়নি,ভবিষ্যতেও নেবে না। কেউ চাইলেও নিতে পারবে না। একই ভাবে আমি যে রোজগার করি তার দায়িত্ব তুমি নেবে না।ইউ মাস্ট ডাইজেস্ট দিস বিটার ট্রুথ।

একদম বুকে ধাক্কা দেওয়ার মতো সত্য কথা, তাই না?

©বাদল সৈয়দ।

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য ...
29/06/2020

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য বড় কোনো বিষয় ছিল না, তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন, তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তিনি লেখেন—
“বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি। যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলেন আমার সহকর্মী। কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের।
এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি।”
সহকর্মী ওই মহিলাকে উত্তর দিল, “আমরা টাকা দিয়ে খাবার কিনেছি। খাবার খাব না ফেলে দেব —এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে?”
এই উত্তরে বেশ ক্ষেপে গেলেন ওই মহিলা। সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাত ফোন বের করে কাকে যেন ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন।
ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি।
তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন:
"তুমি যা খেতে পারবে, শুধুমাত্র তা-ই অর্ডার কর। টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের। এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে। সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই।"
>> টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের।

(সংগৃহীত)

 #ব্রেকিং_নিউজ১, #সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত সৌ...
23/06/2020

#ব্রেকিং_নিউজ

১, #সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবে ফিরে আসতে পারবে না।

২, #এবং যারা বর্তমানে সৌদি আরব থেকে দেশে ছুটিতে যেতে ইচ্ছুক বা যাচ্ছেন,তারা ততদিন পর্যন্ত সৌদি আরবে ফিরতে পারবেন না,যতদিন পর্যন্ত সৌদি আরব থেকে করোনা ভাইরাস পুরোপুরি শেষ না হয়

জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ, জাওয়াযাত।

উৎস...সৌদি গেজেট

20/06/2020

#ফ্লাইট_আপডেট (২০/০৬/২০২০)(শনিবার)

#এমিরেটস এয়ারলাইন্স ২১ জুন ঢাকা থেকে ফ্লাইট চালু হবে।( শুধুমাত্রUae নাগরিক ও ট্রানজিট যাএীদের জন্য)
#টার্কিশ এয়ারলাইন্স ০১ জুলাই ঢাকা থেকে ফ্লাইট চালু হবে।
#এয়ার এরাবিয়া ০১জুলাই চালু হবে।
#ফ্লাইদুবাই ০১ জুলাই চালু হবে।
#মালয়েশিয়া এয়ার ০৩ জুলাই সীমিত পরিসরে চালু হবে।
#ক্যাথে_প্যাসিফিক এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
#চায়না_সাউদার্ন এয়ারওয়েজ প্রতি সপ্তাহ একটা ফ্লাইট পরিচালনা করছে ।
#এমিরেটস এয়ারলাইন্স সীমিত আকারে চালু হয়েছে।
#গালফ_এয়ার ১৫ জুলাই পর্যন্ত স্থগিত।
#হিমালয় এয়ারলাইন্স ১৫ জুলাই পর্যন্ত স্থগিত।
#কুয়েত এয়ারওয়েজ ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#মালয়েশিয়া এয়ারলাইন্স ৩ জুলাই পর্যন্ত স্থগিত।
#চায়না ইস্টার্ন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
#মালিন্দো ৩০জুন পর্যন্ত স্থগিত।
#স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ আয়ারল্যান্ড ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
#সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৩১ আগষ্ট পর্যন্ত স্থগিত ।
#থাই এয়ারওয়েজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত।

#শ্রীলঙ্কার এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#জাজিরা এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনও ঘোষণা নেই।
#ইন্ডিগো এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে)
#সালাম এয়ার ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#মিসর_এয়ার ০১ জুলাই চালু হবে।

কিছু জানার হলে ইনবক্সে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো উত্তর করার।

20/06/2020

#ব্রেকিং #নিউজ

★আগামীকাল ২১ জুন রবিবার থেকে সৌদি আরব আগের মত সাধারন জনজীবনে ফিরে আসছে।

★ পার্শ্ববর্তী দেশের সাথে স্থলপথ এবং সমুদ্রপথ আগের মতই বন্ধ থাকবে।

★ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা বন্ধ থাকবে।

★সৌদি আরব থেকে বা অন্য কোন দেশ থেকে সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরো বিস্তারিত আসছে,,,,,,,,,,,,,

সৌদিতে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট============করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন এর পূর্বে যেসব প্রবাসীরা এক্সিট-রি...
09/06/2020

সৌদিতে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট
============করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন এর পূর্বে যেসব প্রবাসীরা এক্সিট-রিএন্ট্রি অথবা এক্সিট ভিসা নিয়ে গেছেন। আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ থাকায় সৌদি থেকে তারা বের হতে পারেননি। তাদের জন্যবিশেষ বিমান চালু হচ্ছে।
এছাড়া সৌদি আরবে ভিজিট ও ওমরা ভিসায় এসে যারা ফেরত যেতে পারেননি এবং সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি তে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীরা দেশে ফেরত যেতে চান নিজ খরচে ওইসব ভিসা ধারীদের বাংলাদেশে ফেরত নেওয়ার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে ফেরত যেতে পারবেন বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রথমে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব যাত্রীরা দেশে ফেরত যেতে পারবেন। এর একটি আগামি ১৬ জুন ছেড়ে যাবে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপর্ট থেকে আরেকটি ছেড়ে যাবে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে দেশে ফেরত যাবার সুবিধা গ্রহণকারী প্রত্যেককে স্থানীয় কনস্যুলেট অথবা দূতাবাসে যোগাযোগ করে তাদের তালিকা করতে হবে ।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম ও কাউন্সিলর আমিনুল ইসলাম জানিয়েছেন জেদ্দা অঞ্চলের উল্লেখিত ভিসা প্রাপ্তরা যেতে আগ্রহী তাদেরকে দূতাবাসের নির্ধারিত ০৫৫৬২২১৮৫৮ নাম্বার এর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাসপোর্ট ফটোকপি এবং ভিসা ফটোকপি পাঠাতে হবে।
পরে দূতাবাস এবং কনস্যুলেট তালিকা তৈরি করে সংশ্লিষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে তালিকা পাঠালে সেখান থেকে টিকেট সংগ্রহ করে আগ্রহীরা বাংলাদেশে ফেরত যেতে পারবে বলে জানা গেছে।
এদিকে বিমান বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে ওইসব যাত্রীদেরকে বিমানে চড়তে হবে অসুস্থ অথবা করোনাভাইরাসে আক্রান্ত কেউ ফ্লাই করতে পারবেনা বলে জানিয়েছেন তিনি।
দূতাবাস অথবা কনস্যুলেটের তালিকার বাহিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে কাউকে ট্রাভেল করতে দেয়া হবে না বলে তিনি জানিয়েছেন। তালিকা প্রাপ্তদের অবশ্যই রিয়াদ অথবা জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর অফিস থেকে টিকেট সংগ্রহ করতে হবে কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব টিকেট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন।

# # source-channeli, 9/6/2020

Address

Dhaka
1000

Telephone

+8801918777678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Solutions Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category