09/11/2016
======= মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ========
জেনে নিন মালয়েশিয়াতে বিশ্বমানের পড়াশোনা সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য যা আপনার জন্য সহায়ক হবে। বর্তমানে মালয়েশিয়া UNESCO এর জরীপে বিশ্বের প্রথম সারির ৯ম তম “Preferable destination for higher studies” হিসাবে আখ্যায়িত হয়েছে।এদেশে বর্তমানে লেখাপড়া করছে ১৩২ দেশের প্রায় ১,৫০,০০০ বিদেশী ছাত্রছাত্রী। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সর্বক্ষেত্রে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে।এখানে পড়াশুনা, থাকা খাওয়ার খরচ খুব কম। মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত।আপনি আপনার পাশের দেশ মালয়েশিয়া থেকে স্বল্প খরচে উচ্চ শিক্ষা নিয়ে সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন।
আগামী সেশনে ভর্তি ও স্কলারশিপ পেতে কলঃ করুন : +8801761 83 28 22
►আপনি কেন মালয়েশিয়াতে লেখাপড়ার জন্য যাবেন ?
❶ লেখাপড়ার মান খুবই উন্নত, বিশ্বের সবদেশেই গ্রহণযোগ্য কিন্তু টিউশন ফি খুব কম, থাকা-খাওয়ার খরচ ও কম।
❷ ১০০% ভিসা গ্রান্টি যদি ডকুমেন্ট জেনুইন হয়।
❸ IELTS/ TOFEL বাধ্যতমূলক নয়, কিন্তু লেখাপড়ার মাধ্যম পুরাপুরি ইংরেজী।
❹ ব্যাংক গ্রান্টি, স্টেটমেন্ট বা স্পন্সর লাগেনা।
❺ টিউশন ফি ভিসা পাওয়ার পর রেমিট করতে হয়, কোন ঝুকি নেই।
❻এস.এস.সি/দাখিল বা সমমানের পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
❼ লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম চাকরীর সুবিধা, সেক্ষেত্রে অবশ্যই লেখাপড়া ঠিক রেখে কাজ করতে হবে।
❽ খুব দ্রুত ভর্তি ও ভিসা এবং কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃক ভিসা প্রসেস, কোন ইন্টারভিউ লাগে না।
❾ একমাত্র দেশ মালয়েশিয়া যেখানে অনেক বছর স্ট্যাডি গ্যাপ থাকলেও ভর্তি ও ভিসা পেতে কোন সমস্যা হয়না।
❿মালয়েশিয়া থেকেই UK, Aus, USA and Canada এর নামকরা প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রাপ্তি বা সহজেই ঐ সব দেশে ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যাবে।
►কি কি কোর্স বা প্রোগ্রামে ভর্তি হতে পারবেনঃ
A-Level, Foundation, Diploma, Bachelor/Hons, Masters, PhD
►কি কি বিষয়ে পড়তে পারবেনঃ
◙ Business (Administration, Management, Accounting, Finance, HRM, Marketing, Economics) CIMA, CAT ----ইত্যাদি
◙ Engineering (Electrical, Electronics, Mechanical, Civil, Aeronautical, Marine, Architecture) ----ইত্যাদি
◙ Computer Science, IT, Tele Comm, Network, MIS, Software, Game Technology ----ইত্যাদি
◙ Hospitality (Hotel, Travel, Tourism, Culinary, Chef) ----ইত্যাদি
◙ Medical, Physiotherapy, Nursing , Public health, Dentisty----ইত্যাদি
◙ LAW, Mass Communication, Environmental Science, English Language, Sociology, IR----ইত্যাদি
◙ Mathematics, Physics, Chemistry, Biology----ইত্যাদি
◙Agriculture, Horticulture, Veterinary এবং আরো অন্যান্য যেকোনো বিষয়ে।
►কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানঃ
INTERNATIONAL ISLAMIC UNIVERSITY MALAYSIA (IIUM)
UNIVERSITY OF KUALA LUMPUR (UNIKL)
ASIA PACIFIC UNIVERSITY MALAYSIA
LIMKOKWING UNIVERSITY OF CREATIVE
TECHNOLOGY MAHSA UNIVERSITY.
⓳MALVERN INTERNATIONAL ACADEMY এবং আরো অন্যান্য নামকরা ভার্সিটি।
======এ ব্যাপারে বাংলাদেশ মালয়েশিয়া স্ট্যাডি সেন্টার লিঃ দীর্ঘ ০৫ বছর যাবত সুনামের সাথে মালয়েশিয়ার প্রথম সারির Top ranking excellent ইউনিভার্সিটি ও কলেজে ভর্তি ও ভিসা সেন্টার হিসাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।======
► আমাদের প্রতিষ্ঠান প্রতিটা ছাত্র-ছাত্রীর অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে সঠিক কোর্স, বিশ্ববিদ্যালয়ে ভর্তি দ্রুত ভিসা প্রসেসিং, Predeparture Training, Malaysia pickup service নিজেস্ব হোস্টেলে নিরাপদে থাকা খাওয়ার ব্যবস্থা, পার্ট টাইম চাকরীর সুবিধা সহ সব ধরনের সহযোগিতা করে থাকি যা আমাদেরকে করেছে বাংলাদেশের অন্যান্য এজেন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
► মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা সঠিকভাবে প্রোমট করায় মালয়েশিয়ান হাই কমিশনার কর্তৃক বেষ্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের প্রতিষ্ঠানের রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিজেস্ব অফিস ও স্ট্যাফ যেখানে থেকে মালয়েশিয়ায় অধ্যায়নকালীন সহযোগিতা এবং ভবিষ্যতে মালয়েশিয়া থেকে Credit Transfer এর মাধ্যমে ইউরোপ-আমারিকা সহ অস্ট্রেলিয়াতে ভর্তি ও ভিসা প্রসেস।
মনে রাখবেন, মালয়েশিয়াতে পৌঁছালেই সমাধান হয় না, আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেটা ভালমানের কিনা, আপনি যে কোর্সে পড়বেন সে কোর্স পেয়েছেন কিনা তা সঠিকভাবে যাচাই করে নিন।== আমাদের সাথে যোগাযোগ করুনঃ ===
►Dhaka Office : DHAKA TOURS AND TRAVELS. 53 morden mansoin (8th floor)motijheel c/a Dhaka Bangladesh ph:+88-02-9585140., 01761 83 28 22. 01977 33 80 94
Shajul Islam's photo.
Shajul Islam's photo.