21/06/2024
পুরো চায়না ভ্রমণ করতে বাংলাদেশীদের চারটি ভিসার প্রয়োজন।
🇨🇳🇭🇰🇹🇼🇲🇴
এবং চারটি ভিসাই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রয়োজন।
Unfortunately,Not eligible on arrival visa
1) Chinese visa 🇨🇳
চাইনিজ ভিসা বাংলাদেশ থেকে খুব সহজেই নেওয়া যায়।তেমন কোন কাগজপত্র প্রয়োজন হয় না।
এছাড়া আট ঘন্টার উপর চায়না দিয়ে ট্রানজিট থাকে 24 ঘন্টা ফ্রি ট্রানজিট ভিসা দিবে।
About immigration
আমার চারবার চায়না ভ্রমণ আছে।এর মাঝে দুইবার ট্রানজিট ভিসা (on arrival transit visa)
সেরকম কোন প্রশ্ন করিনি খুবই ভালো অভিজ্ঞতা ছিল।
Visa sticker/lever নিয়ে আসলে।ইমিগ্রেশন থেকে
Entry and exit stamps করবে।On arrival transit visa হলে ইমিগ্রেশন থেকে একটি বারকোড দিবে এবং বের হওয়ার সময় এক্সিট সিল দিবে।
Note single entry visa ভিসা হলে কলম দিয়ে মাঝখান দিয়ে একটা টান দিয়ে দেয়।এটা visa used এর অর্থ বুঝায়।
2)Taiwan 🇹🇼
General tourist visa বাংলাদেশি দের জন্য নেই।
এছাড়া বাংলাদেশে তাইওয়ানের কোন দূতাবাস নেই
Invitation নিয়ে ইন্ডিয়া অথবা মালয়েশিয়া,সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে ভিসা নিতে হবে।
Cultural program invitation নেওয়া ইজি।
অথবা ইউনিভার্সিটি ইত্যাদি।সম্পূর্ণ ফ্রি
এছাড়া online site থেকে invitation নিতে পারবেন সে ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।আমি আমার বন্ধুর জন্য কয়েকটা সাইট দেখেছিলাম মোটামুটি ভালোই এক্সপেনসিভ 125 USD
About immigration
Total travel 5 times visa used general tourist
Taiwan and Vietnam একটা প্রশ্ন ও করেনা।
Entry exit stamps kore and visa used seal kore
3)Macao 🇲🇴
দুইভাবে ভিসা নিতে পারেন
১)হংকং থেকে।
২)চায়না দূতাবাস থেকে।
Invitation required
Immigration experience
অনেকগুলো প্রশ্ন করেছিল।জুয়া খেলতে আসছি কিনা সেটাও জিজ্ঞেস করেছিল।
Visa sticker and paper landing permission
4)Hong Kong 🇭🇰
সম্পূর্ণ অনলাইন।ডকুমেন্ট সাবমিট করার ছয় সপ্তাহ পর রেজাল্ট পাওয়া যায়।এবং ভিসা হওয়ার পর আবেদন ফি দিতে হয়।e-visa
কোন প্রকার ইনভাইটেশন অথবা কনফার্ম টিকিট এর প্রয়োজন নেই।জাস্ট বুকিং সিলিপ দিলেই হবে।
Immigration experience
সেরকম কোন প্রশ্ন করিনি।তবে হংকং থেকে মাকাও
যাওয়ার সময় পাসপোর্ট এবং ব্যাগ এ কি আছে তা চেক করেছিল।
Immigration থেকে একটি পারমিশন দিবে পেপারস এর।no entry exit stamps
Tibet
তিব্বতের ভিসার প্রয়োজন নেই।তবে অনলাইন থেকে Approval letter লাগবে।তিব্বত অনেক উঁচু জায়গা অক্সিজেনের সমস্যা হয়।কিন্তু চিন্তার কোন কারণ নেই।ওইখানে থেকে অক্সিজেন বক্সগুলা ভাড়া নিতে পারবেন।খুব বেশি টাকাও না বাংলাদেশী টাকায় 700 টাকার মতো।
Mohammad Obaiead 🇧🇩
Sonargaon,Narayangonj