06/10/2023
রোকনে ইয়ামানী স্পর্শ করা সুন্নত।
( আশ্চর্যজনক একটি ঘটনা)
ইবনে আবিদ দুনিয়া শাবী থেকে একটি ঘটনা উল্লেখ করেছেন, শাবী বলেছেন : একদিন আমি
হযরত আব্দুল্লাহ বিন ওমর (রা.)
হযরত আব্দুল্লাহ বিন যুবায়ের (রা.)
হযরত মুসআব বিন যুবায়ের (রা.)
হযরত আব্দুল মালিক বিন মারওয়ান (রা.) কা'বা শরীফের সমনে বসা ছিলম।আলোচনা শেষে সবাই বললেন এখন আমরা রোকনে ইয়ামানী স্পর্শ করে সবাই নিজের প্রয়োজন পূরণের জন্য দোয়া করব। আল্লাহ তাআ'লা নিজের কুদরত থেকে দান করবেন।
প্রথমে হযরত আব্দুল্লাহ বিন যুবায়ের (রা.) রোকনে ইয়ামানী স্পর্শ করলেন : আল্লাহর প্রশংসা করে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে হেজাজের ক্ষমতা ও খেলাফত না দিয়ে মৃত্যু দিবেন না।
এরপর হযরত মুসআব বিন যুবায়ের (রা.) রোকনে ইয়ামানী স্পর্শ করলেন : আল্লাহর প্রশংসা করে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে ইরাকের ক্ষমতা দান ও সোকাইনা বিনতে হোসাইনকে বিয়ের আগে মৃত্যু দিবেন না।
এরপর আব্দুল মালিক বিন মারওয়ান গেলেন
রোকনে ইয়ামানী স্পর্শ করলেন, আল্লাহর প্রশংসা করে দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে প্রাচ্য থেকে পাশ্চাত্যের ক্ষমতা দানের আগে মৃত্যু দিবেন না। কেউ এর বিরোধীতা করলে তার শিরুচ্ছেদ করে মাথা যেন আমার কাছে হাজির করা হয়।
এরপর আব্দুল্লাহ বিন ওমর (রা.) রোকনে ইয়ামানী স্পর্শ করলেন, আল্লাহর প্রশংসা করে দোয়া করলেন,হে আল্লাহ বেহেশত ওয়াজিব করার আগে আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন না।
শাবী বলেছেন, আমি দুনিয়াতে দৃষ্টিশক্তি হারানোর আগে দেখেছি উনারা যা যা চেয়েছেন সব পেয়েছেন, এমনকি আব্দুল্লাহ বিন ওমর (রা.) কে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং বেহেশত দেখানো হয়েছে। সুবহানাল্লাহ।
রোকনে ইয়ামানীর সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে এই কোনে স্বয়ং নবীজী (স.) স্পর্শ করেছেন। রোকনে ইয়ামানী হযরত ইব্রাহিম (আ.) এর নির্মিত কা'বা শরীফের দুই কোনের একটি কোন। এখানে স্পর্শ করা সুন্নত। চুমু খাওয়া জায়েজ।
হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত রাসূল (স.) বলেছেন, রোকনে ইয়ামানীতে ৭০ জন ফেরেস্তা নিযুক্ত আছেন। যে ব্যক্তি এই দোয়া পড়বে
اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ফেরেস্তারা তার দোয়ায় বলবেন- আমীন । আর ফেরেস্তার দোয়া কবুল হয়।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন
কিয়ামতের দিন হাজারে আসওয়াদ ও রোকনে ইয়ামানীকে দুই চোখ, দুই জিহবা, দুই ঠুটোঁ সহকারে উঠানো হবে। তারা তাদের গায়ে চুমুদানকারী ও স্পর্শকারীদের পক্ষে সাক্ষী দেবে।
আযরাখী আরেকটি আছার উল্লেখ করে হোসাইন মুজাহিদ থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি রোকনে ইয়ামানীতে হাত রেখে দোয়া করবে তার দোয়া কবুল হয়। হোসাইন প্রস্তাব করলেন হে আবুল হাজ্জাজ (মুজাহিদ) আপনি আমাদেরকে নিয়ে সেখানে দোয়া করুন। পরে আমরা সকলে দোয়া করলাম। (মুজাহিদ ছিলেন প্রখ্যাত তাবেয়ী)
রেজওয়ান আহমদ লতিফ ট্রাভেল্স সিলেট।
তথ্য সূত্র : মক্কা শরীফের ইতিকথা পৃষ্ঠা (২২০-২৮)