Kashmiri Tours BD

Kashmiri Tours BD Kashmir Relax Group Tour & Customise Tour From Bangladesh at Cheapest Price.
(36)

এবার ঈদের ছুটিতে (১৪ই জুন থেকে ২৮ জুন) আমাদের সাথে সর্বমোট ৩৪ জন গেস্ট কাশ্মীর ঘুরেছেন, আলহামদুলিল্লাহ। নিচের ছবিতে  এই ...
27/06/2024

এবার ঈদের ছুটিতে (১৪ই জুন থেকে ২৮ জুন) আমাদের সাথে সর্বমোট ৩৪ জন গেস্ট কাশ্মীর ঘুরেছেন, আলহামদুলিল্লাহ। নিচের ছবিতে এই ট্যুরের সেরা কিছু মুহুর্ত।
এতজন গেস্ট একসাথে রাশ টাইমে সবাইকে সেরাটা দেওয়া চ্যালেঞ্জিং তবুও আলহামদুলিল্লাহ সব গেস্টই পজিটিভ রিভিউ দিয়েছেন।
আমাদের পরবর্তী গ্রুপ ট্যুর ইভেন্ট ৫ই জুলাই, ১২ই জুলাই এবং ২৮ জুলাই এর বুকিং চলছে।

27/06/2024

কম বাজেটে রিল্যাক্স গ্রুপ ট্যুরে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ

বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণের জন্য বাজেট এবং কম্পোর্ট দুটোর সমন্বয়ে আমরাই সবচেয়ে কম খরচে সুন্দর এবং রিল্যাক্স কাশ্মীর ট্যুর প্যাকেজ অফার করছি। আমাদের গেস্টদের সময় ও বাজেট বিবেচনায় আমরা স্বল্প খরচে কাশ্মীর ভ্রমণের ৩টা অপশন রেখেছি।

অপশন ১ :🚉 সম্পূর্ণ বাই রোড প্যাকেজ (১৩ রাত ১৩ দিন)
ভ্রমণ তারিখ: ২৮ জুলাই'২৪ থেকে ৯ই আগস্ট'২৪
ইভেন্ট ফিঃ
💷 জনপ্রতি ২৪,০০০ রুপি (১ রুমে ৩/৪ জন)
(আনুমানিক বাংলাদেশি ৩৪,০০০ টাকা)
💵 জনপ্রতি ২৬,০০০ রুপি (১ রুমে ২ জন)
(আনুমানিক বাংলাদেশি ৩৭,০০০ টাকা)
⏱️ বুকিংয়ের শেষ সময় : ১০ জুলাই , ২০২৪

অপশন ২ :🚊+ ✈️ বাই রোডে কাশ্মীর গিয়ে বাই এয়ারে শ্রীনগর থেকে ঢাকা। (১০ দিন ১০ রাত)
ভ্রমণ তারিখ: ২৮ জুলাই'২৪ থেকে ৬ই আগস্ট'২৪
ইভেন্ট ফিঃ
💷 জনপ্রতি ২৯,৫০০ রুপি (১ রুমে ৩/৪ জন)
(আনুমানিক বাংলাদেশি ৪১,০০০ টাকা)
💵 জনপ্রতি ৩১,০০০ রুপি (১ রুমে ২ জন)
(আনুমানিক বাংলাদেশি ৪৩০০০ টাকা)
⏱️ বুকিংয়ের শেষ সময়ঃ ১৫ জুলাই , ২০২৪

অপশন ৩ : সম্পূর্ণ বাই এয়ার কাশ্মীরের অভ্যন্তরীণ প্যাকেজ (৬ রাত ৭ দিন)
ভ্রমণ তারিখ : ৩১শে জুলাই'২৪ থেকে ৬ই আগস্ট'২৪
ইভেন্ট ফিঃ
💷 জনপ্রতি ১৪,০০০ রুপি + এয়ার ফেয়ার (১ রুমে ৩ জন)
(আনুমানিক বাংলাদেশি ২০,০০০ টাকা)
💵 জনপ্রতি ১৫,৫০০ রুপি + এয়ার ফেয়ার (১ রুমে ২ জন)
(আনুমানিক বাংলাদেশি ২২,০০০ টাকা)
⏱️ বুকিংয়ের শেষ সময়ঃ ২৫ জুলাই , ২০২৪

(এয়ার টিকেট আমাদের গেস্টরা চাইলে নিজেও বুকিং দিতে পারবে, আমাদের বললে আমরা বুকিং করে দিবো। এয়ার টিকেটের চাহিদা অনুযায়ী দাম উঠানামা করে।)

⏱️ বুকিংয়ের শেষ সময় ঃ ৩০ এপ্রিল ২০২৪

আমরা আমাদের প্যাকেজে গেস্টদের চাহিদা ও সুবিধা অনুযায়ী যেকোনো ধরনের কাস্টমাইজেশনকে এপ্রেশিয়েট করি। কেউ চাইলে কাশ্মীর থেকে আসার পথে দিল্লিতে, আগ্রাতে কিংবা কলকাতা পর্যন্ত ঘুরে তারপর নিজের মতো করে ঘুরে আসতে পারবে।

।তাছাড়া কলকাতা - দিল্লি - কলকাতা 3 Tier AC রাজধানী এক্সপ্রেস ট্রেন টিকেটের ব্যাপক চাহিদা থাকার ফলে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করতে হয়। এই ট্রেনের টিকেট যদি এভেইলেবেল না পাই তবে ফরেইন কোটায় যাওয়ার জন্য যে অতিরিক্ত খরচ গুনতে হবে সেটি গেস্টদের বহন করিতে হবে। তাই ভিসা থাকলে শেষ দিনের অপেক্ষা না করে বুকিং কমপ্লিট করুন৷

📞 সরাসরি কথা বলুন
সিপন 01951-725550
ফারুক 01856-140472

🗺️ এই ভ্রমণে আমরা যা যা দেখবো

🏞️পেহেলগাম
মিনি সুইজারল্যান্ড
আরু ভ্যালি
বেতাব ভ্যালি
চন্দনওয়ারি

🏕️ শ্রীনগর
টিউলিপ গার্ডেন।
ডাল লেক
শালিমার গার্ডেন
নিশান্ত গার্ডেন
বোটানিক্যাল গার্ডেন
পরিমহল
জামিয়া মসজিদ

🌄 সোনমার্গ
জিরো পয়েন্ট বা জোজিলা পাস

🏔️গুলমার্গ
গুন্ডোলা রাইড
মহারাজা প্যালেস
স্ট্রবেরি ফিল্ড
গল্ফ কোর্স
চিলড্রেন পার্ক
আপেল বাগান
ইত্যাদি

🗻 দুধপাথরি
শালিগঙ্গা নদী

(দুধপাথরি কাশ্মিরের সবচেয়ে আন্ডাররেটেড স্পটগুলোর একটা, বাংলাদেশের যারা গ্রুপ ট্যুর ইভেন্ট করে তাদের মধ্যে শুধু আমরাই এই স্পট আমাদের লিস্টে রেখেছি এবং এই স্পট ঘুরানোর জন্য আমাদের প্যাকেজ একদিন বাড়িয়ে সাজিয়েছি)

🗞️ আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত:
🚊 ঢাকা থেকে বেনাপোল ট্রেন এবং বেনাপোল থেকে কোলকাতা বাস সম্পূর্ণ ট্রান্সপোর্টেসন খরচ।
🚉 কোলকাতা - দিল্লি - কোলকাতা রাজধানী এক্সপ্রেস/দূরন্ত এক্সপ্রেস এসি স্লিপার ট্রেন সার্ভিস।
🚋 দিল্লি - জম্মু - দিল্লি রাজধানী এক্সপ্রেস এসি স্লিপার ট্রেন সার্ভিস
🚐 জাম্মু-শ্রীনগর-জাম্মু রিজার্ভ গাড়ী সার্ভিস।
🍛 প্রতিদিন সকাল ও রাতের খাবার ।
🏡 কোলকাতা ০২ রাত, শ্রীনগরে ০৫ রাত, পেহেলগাম ০১ রাত সহ মোট ৭ রাত স্ট্যান্ডার্ড হোটেলে রাত্রীযাপন।
(শ্রীনগরে ৫ স্টান্ডার্ড থ্রী স্টার হোটেলে কাটাবো। পেহেলেগামে ১ রাত লিডার নদীর পাশ ঘেঁষে হোটেল )
🚌 প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ Force Traveller গাড়ী।
🚙 ১ ঘন্টা শিকাড়া রাইড
🚍 কলকাতা থেকে ঢাকা বাই রোড বাস ভাড়া।
🙋‍♂️ সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড সেবা।

শ্রীনগরে হাউসবোটের অপশনটা আমরা রাখি নাই। কারন এই হাউসবোটগুলো ডাল লেকের পাড়ে একজায়গায় স্থীর থাকে। আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের হাউসবোটের মতো মুভ করে না। আর শ্রীনগরে আমরা যে হোটেলে থাকি সেটা ডাল লেক থেকে ৫ মিনিটের হাটার দূরত্ব।
সারাদিন ঘুরে এসে আবার পরেরদিনও ঘুরতে হবে এমন অবস্থায় আপনি এক রাতের হাউসবোটের মতো একটা ছাপাছাপি পরিবেশে অবস্থান করে আরামদায়ক অনুভূতি পাবেন বলে মনে হয় না। তবুও কোনো গেস্ট চাইলে হাউসবোট দেওয়া হবে।

আমরা আমাদের প্ল্যানের সবক্ষেত্রেই গেস্টদের বাজেট ও কমফোর্ট দুইটার সমন্বয়ে সেরাটা রাখার চেষ্টা করেছি।

Hotel Details:
Srinagar : Hotel Kashmir Orient (3 star), Nath Guest House(Daal Lake View) or Similar Standard Hotel

Pehelgam: Hotel Shantoor Palace, Hotel Sun Shine or Similar Hotel

খাবার :
সকাল : ডিম পাউরুটি, নুডুলস কিংবা রুটি আলুরদম।
রাতে : হায়দ্রাবাদি বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, ভাত - গরুর মাংস(শুধু কলকাতায়) , ভাত - মুরগির মাংস।

❌ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✖️ ভিসা সংক্রান্ত যেকোনো খরচ
✖️ ট্রাভেল ট্যাক্স : ১০০০ টাকা (অনলাইনে দিতে সহযোগিতা করা হবে)
✖️ পোর্ট ট্যাক্স : ৫১ টাকা (অনলাইনে দিতে সহযোগিতা করা হবে)
✖️ বর্ডার ইমিগ্রেশনে যেকোনো ধরনের খরচ বা স্পীড মানি। যদি লাগে। (আপনার কাগজপত্র ঠিক থাকলে লাগবে না আশা করি। )
✖️ প্রতিদিন দুপুরের খাবার (কাশ্মীরে দুপুরের সময়টা স্পটে থাকবো সে কারনে সবাইকে একত্রিত করে লাঞ্চ করা চ্যালেঞ্জিং হবে। তাছাড়া এই বেলায় যে যার নিজের পছন্দ মতো কাশ্মীরি খাবার দাবার টেস্ট করার সুযোগ পাবে বলে আমরা এটিকে প্যাকেজের অন্তর্ভুক্ত করিনি)
✖️ ঘোড়া রাইড। ( বার্গেডিং করে ঘোড়া ভাড়া করতে গাইড সহযোগিতা করবে)
✖️ সোনমার্গ , পেহেলগাম ইউনিয়ন গাড়ি
✖️ গুন্ডোলা রাইড বা সবধরনের রাইড এবং এক্টিভিটিস খরচ। (গুন্ডোলা রাইডের টিকেট বুকিং করতে সহযোগিতা করা হবে)
✖️ সবধরনের এন্ট্রি ফি
✖️ যেকোনো ধরনের ব্যাক্তিগত খরচ।
✖️ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত: প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।

🗺️ ভ্রমন বিস্তারিতঃ

🚇 ১ম দিন : ২৭/২৮ জুলাই'২০২৪
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাত ১২টায় বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম ট্রেন গুলোর একটি বেনাপোল এক্সপ্রেস ট্রেন নতুন রুট পদ্মা সেতু হয়ে রওনা করে পরদিন সকাল ৯টার মধ্যে বর্ডারে পৌছাবো। ঢাকা থেকে সবগুলো বাস রাতে ছেড়ে খুব ভোরে সবাইকে বেনাপোল পৌছিয়ে দেয় বলে। ভোরের দিকে খুব ভীড় হয়। কিন্তু ১০ টার দিকে সেই ভীড় কমে অনেকটাই ফাকা হয়ে যায় ইমিগ্রেশন। সেই সুবিধা নিয়ে আমরা সবাই নিজ দায়িত্বে দুই সাইডের ইমিগ্রেশন পার করে ইন্ডিয়া সাইডে মিলিত হবো। সেখানে কেউ চাইলে টাকা ভাঙ্গিয়ে রুপি করে নেওয়ার সুযোগ পাবে। তারপর সেখান থেকে রিজার্ভ নন এসি বাসে বসে আনুমানিক ২টার মধ্যে আমরা কলকাতা নিউমার্কেটে আমাদের হোটেলে পৌছাবো। তারপর সেখানে সবাই রেস্ট নিয়ে নিজের মতো করে রাত পর্যন্ত সময় কাটাতে পারবে।

খাবার : সকাল ও রাতের খাবার।

🚉 ২য় দিন : ২৯ শে জুলাই, ২০২৪
সেদিন দুপুর পর্যন্ত সবাই নিজের মতো করে কলকাতায় ঘুরে থেকে দুপুর ১টায় প্রিমিয়াম হামসফর এক্সপ্রেসে এসি স্লিপার ট্রেনে ৩৪ ঘণ্টায় জাম্মুর উদ্দেশে রওনা।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🏢 ৩য় দিন: ৩০শে জুলাই , ২০২৪
সারাদিন ট্রেনে থেকে রাত ১২টা থেকে ১টার মধ্যে আমরা জাম্মু পৌছাবো। তারপর পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকা অবস্থায় সেই রাতেই অথবা সকালে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার

🚐 ৪র্থ দিন: ৩১শে জুলাই , ২০২৪
জাম্মু - পেহেলগাম
খুব সকালে আমরা জাম্মু গিয়ে পৌছাবো তারপর আমাদের রিজার্ভ গাড়িতে জাম্মু থেকে পেহেলগাম প্রায় ২৪০ কিলোমিটার পথে আমরা এশিয়ার দীর্ঘতম ৯ কিলোমিটারের টানেলে যাতায়াতের অভিজ্ঞতা সহ এক অসাধারণ সুন্দর এডভেঞ্চারাস পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আনুমানিক ৭ ঘন্টায় পেহেলগাম দুপুরের মধ্যে গিয়ে পৌছাবো। তারপর রেস্ট নিয়ে সেদিন যে যার মতো করে সময় কাটাবে।
যারা বাই এয়ারে যাবে তাদেরকেও সেদিন সন্ধ্যার মধ্যে আমাদের গাড়ি এয়ারপোর্ট থেকে রিসিভ করে পেহেলগাম হোটেলে ড্রপ করবে।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🏞️ ৫ম দিন: ০১ আগস্ট , ২০২৪
'পেহেলগাম সাইটসিয়িং'
পেহেলগামে সেদিন সকাল ৭টার মধ্যে নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়বো ইউনিয়ন কারে(আমাদের খরচে) পেহেলগামের ABC খ্যাত আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারী দেখার উদ্দেশ্যে। দুপুরের মধতে ঘুরে এসে লাঞ্চ শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাবো কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান দেখতে। প্রায় ১ ঘন্টার ঘোড়া রাইড(নিজ খরচে) নিয়ে মিনি সুইজারল্যান্ড সময় কাটিয়ে বিকালের মধ্যে ফিরে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিবো এবং সেখানেই রাত্রী যাপন করবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌅 ৬ষ্ঠ দিন: ০২ আগস্ট , ২০২৪
'শ্রীনগর সাইটসিয়িং'
খুব সকালে নাস্তা করে আমরা রিজার্ভ গাড়িতে এক এক করে কাশ্মীরের ঐতিহ্যবাহী শালিমার গার্ডেন, নিশাত গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, পরিমহল এবং সময় থাকা সাপেক্ষে কাশ্মীরের সবচেয়ে সুন্দর জামিয়া মসজিদ এবং হযরতবল মসজিদ দেখবো। বিকাল ৪টার মধ্যে এসব জায়গা শেষ করে আমরা ডাল লেকের বিখ্যাত শিকাড়া রাইড ১ঘন্টার জন্য উপভোগ করতে পারবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🗻 ৭ম দিন : ০৩ আগস্ট , ২০২৪
'শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর'
খুব সকালে নাস্তা করে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে প্রায় ২ ঘন্টার পথ গুলমার্গে যেতে আমরা উঁচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবো। যে রাস্তার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। পথিমধ্যে আমরা হাব্বা খাতুন পয়েন্ট সহ বেশকিছু পয়েন্টে কিছুক্ষণ বিরতি দিবো। গুলমার্গে পৌছে আমরা গুন্ডোলা রাইড(গুন্ডোলা রাইডে ছড়ার ইচ্ছা থাকলে এর ৯০০ রুপির টিকেট আগেই বুকিং করে রাখতে হবে) স্পট সহ বেশকিছু লোকাল সাইটে যাওয়ার জন্য নিজ খরচে ঘোড়া কিংবা লোকাল জীপ ভাড়া করবো। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরে হোটেলের দিকে রওনা দিবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🏕️ ৮ম দিন : ০৪ আগস্ট , ২০২৪
শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর
এইদিন সকালে নাস্তা করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় ৩ ঘন্টার পথ। এই পথে আমরা কাশ্মীরের বেশ কিছু সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো। বেশ কিছু পথ নদীর পাশের রাস্তা দিয়ে যাবে গাড়ি। সোনমার্গে পৌছে সেখানে দুইটা অপশন থাকবে। নিজ খরচে ঘোড়ায় আশপাশের স্পট গুলো দেখার কিংবা নিজ খরচে ইউনিয়ন কার নিয়ে প্রায় ১ ঘন্টার পথ পাড়ি দিয়ে কাশ্মীর আর লাদাখেরর জিরো পয়েন্টে গিয়ে সেখানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার। সময় স্বল্পতার কারনে আপনি যেকোনো একটা অপশন নিতে পারবেন আপনার বাজেট এবং ইচ্ছার ভিত্তিতে। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরের পথে রওনা দিবো।

খাবার : সকাল এবং রাতের খাবার।

🏡৯ম দিন: ০৫ আগস্ট , ২০২৪
'শ্রীনগর - দুধপাথরি - শ্রীনগর'
সেদিন খুব সকালে নাস্তা করে আমরা আমাদের রিজার্ভ গাড়িতে দুধপাথরি যাওয়ার পথে রওনা দিবো। দুধপাথরি কাশ্মীরের আন্ডাররেটেড অসাধারণ সুন্দর একটা জায়গা। শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে পুরো এলাকা। সেখানে ঘোড়া নিয়ে(নিজ খরচে) শালিগঙ্গা নদীর পাড়ে গেলে বরফ গলা পানির স্রোত মুগ্ধ করবে আমাদের। তাছাড়া ঘোড়ার আরও বেশ কয়েকটি সুন্দর স্পটে ঘুরিয়ে দেখাবে। সেখানে দুপুরের পর পর্যন্ত থেকে আমরা খুব শীগ্রই রওনা দেওয়ার চেষ্টা করবো। যাতে সেদিন বিকাল পরবর্তী সময়ে যে যার মতো করে কাশ্মীরের শাল বা জামা কাপড় শপিং করার সময় পায়।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🚌১০ম দিন : ০৬ আগস্ট , ২০২৪
শ্রীনগর - জম্মু অথবা শ্রীনগর - ঢাকা
শ্রীনগর সেদিন আমাদের গ্রুপের যেসকল গেস্ট রেলপথে কলকাতা হয়ে ঢাকায় ফিরে আসার অপশনে যাবে তারা খুব সকালে জম্মুর উদ্দেশ্যে রওনা দিবে। প্রায় ৮ ঘন্টার যাত্রা শেষে আমরা রাতে গিয়ে জম্মু পৌছাবো এবং সেখানেই স্টেশনের পাশের হোটেলে রাত্রিযাপন করবো।
আর যারা বাই এয়ারে ঢাকায় ফেরার অপশন নিবে তারাও খুব সকালে নাস্তা শেষে শ্রীনগর এয়ারপোর্টের পথে রওনা দিবে। সেখানে এয়ার ইন্ডিয়ার ৯:৪০ এর ফ্লাইটে ১১:২০ এ দিল্লি গিয়ে পৌছাবো। দিল্লিতে সাড়ে ৫ ঘন্টার লেওভার শেষে বিকাল ৫টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮ টায় ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং হবে। এবং এয়ার প্যাকেজ সিলেক্ট করা গেস্টদের জন্য সেখানেই আমাদের ট্যুরের সমাপ্তি হবে।

খাবার : সকাল ও রাতের* খাবার।

রেলপথে ঢাকায় ফেরার অপশন সিলেক্ট করা গেস্টদের জন্য বাকী প্ল্যানিং
___________________________________________

🚈 ১১ তম দিন : ০৭ আগস্ট , ২০২৪
এদিন সকাল ৭টায় কলকাতার উদ্দেশ্যে আমাদের হামসফর এক্সপ্রেস ট্রেন দাড়ানো থাকবে। তারপর ট্রেনে ২৪ কলকাতার উদ্দেশ্যে ৩৪ ঘন্টার যাত্রা শুরু হবে আমাদের।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🏤১২তম দিন : ০৮ আগস্ট , ২০২৪
আনুমানিক বিকাল ৫টার মধ্যেই আমরা কলকাতা শিয়ালদহ স্টেশনে পৌছাবো। সেদিন রাত কলকাতায় হোটেলেই রাত্রিযাপন করবো। এর মাঝে কেউ চাইলে নিজ খরচে কলকাতায় ঘুরতে, শপিং করতে এবং নিজের মতো করে সময় কাটাতে পারবে।

খাবারঃ সকালের এবং রাতের খাবার।

🚍 ১৩ তম দিন : ০৯ আগস্ট , ২০২৪

এদিন সকালে যে যার মতো শপিং কিংবা কলকাতার সকালের সৌন্দর্য দেখার সুযোগ পাবে। দুপুর ১২টার মধ্যে চেক আউট করে আমরা বাসে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে বর্ডার ইমিগ্রেশন শেষ করে আনুমানিক বিকাল ৪টার মধ্যে ইকোনমিক সোহাগ বাসে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

খাবার : সকালের খাবার।

কেউ চাইলে আমাদের সাথে না ফিরে কলকাতায় থেকে যেতে পারবে সেক্ষেত্রে উনাকে ৭০০ রুপি ফেরত দেওয়া হবে।

-----------------------------------------

📅 বুকিং করবেন যেভাবেঃ

বুকিং ফি প্যাকেজ অনুযায়ী সরাসরি আমাদের অফিস আরামবাগ পৌছিয়ে দিতে পারবেন৷ সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকলে ট্যুর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন৷ খরচসহ আমাদের বিকাশ, নগদ একাউন্টে পাঠানোর মাধ্যমেও বুকিং করতে পারবেন।
ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র‍্যাকের যেকোনো বুথে গিয়েও কোনো খরচ ছাড়া আমাদের একাউন্ট টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করে নিতে পারবেন।

বুকিং ক্যান্সেল পলিসি : বুকিং মানি অফেরতযোগ্য।

বিকাশঃ ০১৯৫১৭২৫৫৫০ (Personal)
সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ Dutch Bank Ltd.
হিসাবের নামঃ Md Samsul Islam
হিসাব নাম্বারঃ 1011580018525
শাখার নামঃ Motijheel Local Office
-----------------------------------------
বিঃদ্রঃ- Kashmiri Tours BD. এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গেস্টকে বহন করতে হবে। তাতে Kashmiri Tours BD. কোন ভাবেই দায়ী থাকবে না।
-----------------------------------------

চাইল্ড পলিসিঃ
👩‍👦 ০-৩ বছর পর্যন্ত এয়ার ফেয়ার বাদে কোনো খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)

🧑‍ ৪ বছরের উপরে হলে চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
--------------

১৭১ এ এন্ড এ টাওয়ার (নটরডেম কলেজের পাশে),
আরামবাগ, মতিঝিল, ঢাকা।

-----------------------------------------
কোনো কারনে আমাদের প্রতি মাসের নির্দিষ্ট আসনের কম বুকিং হলে সেক্ষেত্রে প্যাকেজ কাস্টমাইজ করে দেওয়া হবে।
-----------------------------------------

বুকিং কনফার্ম করার আগে খেয়াল করুন।

১। কাশ্মীরে সাইট সিয়িং এর সময় লোকাল ট্রান্সপোর্টে প্রতিদিন সীট পরিবর্তন করে বসতে হবে। সবারই প্রতিদিন আগে-পিছে করে বসতে হবে। এ ব্যাপারে কোন আপত্তি থাকলে এই ট্যুর থেকে বিরত থাকার অনুরোধ রইলো।
নারী, শিশু এবং বয়স্কদের সর্বদা প্রায়োরিটি।

২। আমাদের ট্যুর দীর্ঘ ১৩ দিনের। এই ১৩ দিনে আমরা সবাই একটা পরিবার হয়ে বন্ধুত্বপূর্ণ মন মানসিকতা নিয়ে ঘুরবো। মানিয়ে নেওয়ার মানসিকতা থাকলেই এরকম একটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে আপনার একান্ত সহযোগীতা গুরুত্বপূর্ণ।

৩। আপনার বন্ধুত্বপূর্ণ মানসিকতা আমাদের ট্যুরকে প্রানবন্ত চমৎকার একটি ট্যুরে পরিনত করবে । যার মাধ্যমে ট্যুর শেষে সারাজীবন ধারন করে রাখার মতো কিছু সুন্দর মূহুর্ত তৈরী হবে।

৪। ট্যুরে প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসব কারনে কোন সমস্যা হলে সবাইকে মানিয়ে নেওয়ার মনমানসিকতা রাখবেন। মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসবের উপর যেহেতু আমাদের হাত নেই সেহেতু অযথা আমাদের দোষারোপ না করে কিভাবে এই সিচুয়েশান থেকে বের হওয়া যায় সে বিষয়ে সবার সহযোগীতা একান্ত কাম্য।

৫। হঠাৎ করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল, এক্সিডেন্ট বা যেকোন কারনেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে টা বহন করতে হবে। যেমন রাস্তায় সমস্যার কারনে অতিরিক্ত একদিন থাকতে হবে কিংবা উল্লেখিত হারে অতিরিক্ত টাকার বিনিময়ে ঢাকায় ফিরতে হবে তাহলে সবাই মিলে সেই টাকা বহন করবো।

৫। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।

৬। কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।

৭। কোনো ধরনের অশ্লীলতা, কোনো ট্যুর মেম্বারের সাথে অশোভন আচরন করা যাবেনা। এরুপ আচরণের কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ
☑️ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি/টেলিফোন বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের খেত্রে NOC, ব্যাবসায়ীদের খেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের খেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার খেতে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জম আদিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।

# Kashmir_Budget_Tour

Kashmir Relax Group Tour & Customise Tour From Bangladesh at Cheapest Price.

সংগ্রামী আপুর সাথে আমাদের পরিচয় প্রায় ৩  মাসের, প্রথমত উনি আমাদের ৮ই মে ইভেন্টে জয়েন করার প্রস্তুতি নিয়ে এয়ার টিকিটও করে...
24/06/2024

সংগ্রামী আপুর সাথে আমাদের পরিচয় প্রায় ৩ মাসের, প্রথমত উনি আমাদের ৮ই মে ইভেন্টে জয়েন করার প্রস্তুতি নিয়ে এয়ার টিকিটও করেছিলেন। তারপর উনার মেয়ে বুয়েট শিক্ষার্থীর পরীক্ষা বিষয়ক জটিলতায় সেই ট্যুরে উনার যাওয়া হয়নি যার কারনে এয়ার টিকিটে থেকে ভালো ক্ষতির মুখে পড়তে হয়। এবং উনি ট্যুরে যাওয়ার আগেরদিন পর্যন্তও উনার ট্যুর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এতোকিছুর পরও কাশ্মীর নিয়ে আপুর আগ্রহ আমাদের মুগ্ধ করেছিলো। উনার পরিবারকে উনাদের কাঙ্খিত সার্ভিস দিতে পেরে আমরা ধন্য।
উনার পরিবার আমাদের জুন মাসের প্রথম ইভেন্টে জয়েন করেছিলো।

মাত্র ৪৭০০০ টাকা যাওয়ার আসার এয়ার ফেয়ার সহ । বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণের জন্য বাজেট এবং কম্পোর্ট দুটোর সমন্বয়ে আমরাই স...
24/06/2024

মাত্র ৪৭০০০ টাকা যাওয়ার আসার এয়ার ফেয়ার সহ ।

বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণের জন্য বাজেট এবং কম্পোর্ট দুটোর সমন্বয়ে আমরাই সবচেয়ে কম খরচে সুন্দর এবং রিল্যাক্স কাশ্মীর ট্যুর প্যাকেজ অফার করছি।

শ্রীনগর থেকে শ্রীনগর প্যাকেজ (৬ রাত ৭ দিন)
ট্যুর সময়কাল :
১ম ইভেন্ট : ৫ই জুলাই'২৪ থেকে ১১ই জুলাই'২৪।
২য় ইভেন্ট : ১২ই জুলাই'২৪ থেকে ১৮ই জুলাই'২৪।

এছাড়াও যেকোনো দিন সর্বনিম্ন দুজন হলেই কাস্টমাইজ ট্যুর নিয়ে ঘুরে আসতে পারেন ভূস্বর্গ কাশ্মীর।

ইভেন্ট ফিঃ
💷 জনপ্রতি ১৪৫০০ রুপি (১ রুমে ৩/৪ জন)
(আনুমানিক বাংলাদেশি ২০,০০০ টাকা)
💵 জনপ্রতি ১৬,০০০ রুপি (১ রুমে ২ জন)
(আনুমানিক বাংলাদেশি ২২,০০০ টাকা)

এয়ার ফেয়ার ২৭০০০ টাকা ধরে প্যাকেজ ৪৭০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এয়ার ফেয়ার বৃদ্ধি পেলে সেটা সম্মানিত গেস্টদের বহন করতে হবে।

⏱️ বুকিংয়ের শেষ সময় ঃ ৩০ই মে ২০২৪
📞 সরাসরি কথা বলুন
সিপন 01951-725550
ফারুক 01856-140472

ফোনকলে না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

🗺️ এই ভ্রমণে আমরা যা যা দেখবো

🏞️পেহেলগাম
মিনি সুইজারল্যান্ড
আরু ভ্যালি
বেতাব ভ্যালি
চন্দনওয়ারি

🏕️ শ্রীনগর
টিউলিপ গার্ডেন
ডাল লেক
শালিমার গার্ডেন
নিশান্ত গার্ডেন
বোটানিক্যাল গার্ডেন
পরিমহল
জামিয়া মসজিদ

🌄 সোনমার্গ
জিরো পয়েন্ট

🏔️গুলমার্গ
গুন্ডোলা রাইড
মহারাজা প্যালেস
স্ট্রবেরি ফিল্ড
গল্ফ কোর্স
চিলড্রেন পার্ক
আপেল বাগান
ইত্যাদি

🗻 দুধপাথরি
শালিগঙ্গা নদী.

(দুধপাথরি কাশ্মিরের সবচেয়ে আন্ডাররেটেড স্পটগুলোর একটা, বাংলাদেশের যারা গ্রুপ ট্যুর ইভেন্ট করে তাদের মধ্যে শুধু আমরাই এই স্পট আমাদের লিস্টে রেখেছি এবং এই স্পট ঘুরানোর জন্য আমাদের প্যাকেজ একদিন বাড়িয়ে সাজিয়েছি)

🗞️ আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত:
🙋‍♂️ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
🍛 প্রতিদিন সকাল ও রাতের খাবার ।
🏡 শ্রীনগরে ০৫ রাত, পেহেলগাম ০১ রাত মোট ০৬ রাত স্ট্যান্ডার্ড হোটেলে রাত্রীযাপন।
(শ্রীনগরে ৫ রাত ডাল লেকের পাড়ে, লেক এবং পাহাড়ে ভিউ পাওয়া যায় এমন হোটেলে কাটাবো অথবা থ্রী স্টার হোটেলে কাটাবো। পেহেলেগামে ১ রাত লিডার নদীর পাশ ঘেঁষে হোটেল )
🚌 প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ Force Traveller গাড়ী।
🚙 ১ ঘন্টা শিকাড়া রাইড
🙋‍♂️ সার্বক্ষণিক বাংলাদেশি অভিজ্ঞ গাইড সেবা।

শ্রীনগরে হাউসবোটের অপশনটা আমরা রাখি নাই। কারন এই হাউসবোটগুলো ডাল লেকের পাড়ে একজায়গায় স্থীর থাকে। আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের হাউসবোটের মতো মুভ করে না। আর শ্রীনগরে আমরা যে হোটেল/গেস্ট হাউজে ৫ রাত থাকার প্ল্যান করেছি। সেই হোটেলটি ডাল লেক সহ ডাল লেকের অপরপ্রান্তে পাহাড়ের ভিউ পাওয়া যায় এমন ভিউ পয়েন্টে অবস্থিত। আমাদের হোটেলের পাশেই লেকের পাড়ে হাউসবোটগুলো স্থীর থাকে। তাই যে ভিউতে আমরা ৫ রাতের জন্য থাকবো সেই ভিউতে এক রাতের হিবিজিবি অবস্থায় অনার্থক হবে।
সারাদিন ঘুরে এসে আবার পরেরদিনও ঘুরতে হবে এমন অবস্থায় আপনি এক রাতের হাউসবোটের মতো একটা ছাপাছাপি পরিবেশে অবস্থান করে আরামদায়ক অনুভূতি পাবেন বলে মনে হয় না।
আমরা আমাদের প্ল্যানের সবক্ষেত্রেই গেস্টদের বাজেট ও কমফোর্ট দুইটার সমন্বয়ে সেরাটা রাখার চেষ্টা করেছি। তবুও কোনো গেস্ট চাইলে হাউসবোট এড করে দেওয়া হবে।

Hotel Details:
Srinagar : Hotel Kashmir Orient , Hotel Solitaire, , Hotel Town Palace, Nath/Noor Guest House(Daal Lake View) or Similar Hotel
Pehelgam: Hotel Green Top Resort, Hotel Sunshine or Similar Hotel

খাবার :
সকাল : ডিম পাউরুটি, নুডুলস কিংবা রুটি সবজি।
রাতে : হায়দ্রাবাদি বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, ভাত - মাছ, ভাত - মুরগির মাংস।

❌ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✖️ ঢাকা - শ্রীনগর - ঢাকা যাতায়াত সংক্রান্ত যেকোনো খরচ।
✖️ট্রানজিট সময়ের হোটেল খরচ (তবে গেস্টরা চাইলে এড করে দেওয়া যাবে)
✖️ প্রতিদিন দুপুরের খাবার (কাশ্মীরে দুপুরের সময়টা স্পটে থাকবো সে কারনে সবাইকে একত্রিত করে লাঞ্চ করা চ্যালেঞ্জিং হবে। তাছাড়া এই বেলায় যে যার নিজের পছন্দ মতো কাশ্মীরি খাবার দাবার টেস্ট করার সুযোগ পাবে বলে আমরা এটিকে প্যাকেজের অন্তর্ভুক্ত করিনি)
✖️ ঘোড়া রাইড। ( বার্গেডিং করে ঘোড়া ভাড়া করতে গাইড সহযোগিতা করবে)
✖️ ইউনিয়ন গাড়ি
✖️ গুন্ডোলা রাইড বা সবধরনের রাইড এবং এক্টিভিটিস খরচ। (গুন্ডোলা রাইডের টিকেট বুকিং করতে সহযোগিতা করা হবে)
✖️ সবধরনের এন্ট্রি ফি।
✖️ যেকোনো ধরনের ব্যাক্তিগত খরচ।
✖️ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত: প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।

🗺️ ভ্রমন বিস্তারিত
🙋‍♂️১ম দিন:
'এয়ারপোর্ট পিকআপ'
সেদিন এয়ারপোর্টে সবার পৌছানোর সময় অনুযায়ী সবাইকে এয়ারপোর্ট থেকে পিক করে শ্রীনগর হোটেলে চেকইন করে সময় থাকা সাপেক্ষে সেদিনই ১ ঘন্টা শিকাড়া রাইড করে নিবো।
খাবার : রাতের খাবার

🏡২য় দিন:
'শ্রীনগর - দুধপাথরি - শ্রীনগর'
সেদিন আমরা আমাদের রিজার্ভ গাড়িতে দুধপাথরি যাওয়ার পথে রওনা দিবো। দুধপাথরি কাশ্মীরের আন্ডাররেটেড অসাধারণ সুন্দর একটা জায়গা। শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে পুরো এলাকা। সেখানে ঘোড়া নিয়ে(নিজ খরচে) শালিগঙ্গা নদীর পাড়ে গেলে বরফ গলা পানির স্রোত মুগ্ধ করবে আমাদের। তাছাড়া ঘোড়ার আরও বেশ কয়েকটি সুন্দর স্পটে ঘুরিয়ে দেখাবে। সেখানে দুপুরের পর পর্যন্ত থেকে আমরা খুব শীগ্রই রওনা দেওয়ার চেষ্টা করবো। যাতে সেদিন বিকাল পরবর্তী সময়ে যে যার মতো করে কাশ্মীরের শাল বা জামা কাপড় শপিং করার সময় পায়।
খাবারঃ সেহেরি/সকাল এবং রাতের খাবার।

🏞️৩য় দিন:
'শ্রীনগর সাইটসিয়িং'
সেদিন সকালে ঈদের আনুষ্ঠানিকতা সেরে রিজার্ভ গাড়িতে আমরা এক এক করে কাশ্মীরের ঐতিহ্যবাহী টিউলিপ গার্ডেন, শালিমার গার্ডেন, নিশাত গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, পরিমহল এবং সময় থাকা সাপেক্ষে কাশ্মীরের সবচেয়ে সুন্দর জামিয়া মসজিদ এবং হযরতবল মসজিদ সহ শ্রীনগর সিটি সাইডে ঘুরবো এবং কাশ্মীরের লোকালদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবো।
খাবারঃ সকাল ও রাত্রের খাবার

🗻 ৪র্থ দিন :
'শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর'
খুব সকালে নাস্তা করে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে প্রায় ২ ঘন্টার পথ গুলমার্গে যেতে আমরা উঁচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবো। যে রাস্তার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। পথিমধ্যে আমরা হাব্বা খাতুন পয়েন্ট সহ বেশকিছু পয়েন্টে কিছুক্ষণ বিরতি দিবো। গুলমার্গে পৌছে আমরা গুন্ডোলা রাইড(গুন্ডোলা রাইডে ছড়ার ইচ্ছা থাকলে এর ৯০০ রুপির টিকেট আগেই বুকিং করে রাখতে হবে) স্পট সহ বেশকিছু লোকাল সাইটে যাওয়ার জন্য নিজ খরচে ঘোড়া কিংবা লোকাল জীপ ভাড়া করবো। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরে হোটেলের দিকে রওনা দিবো।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।.

🏕️ ৫ম দিন :
শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর
এইদিন সকালে নাস্তা করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় ৩ ঘন্টার পথ। এই পথে আমরা কাশ্মীরের বেশ কিছু সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো। বেশ কিছু পথ নদীর পাশের রাস্তা দিয়ে যাবে গাড়ি। সোনমার্গে পৌছে সেখানে দুইটা অপশন থাকবে। নিজ খরচে ঘোড়ায় আশপাশের স্পট গুলো দেখার কিংবা নিজ খরচে ইউনিয়ন কার নিয়ে প্রায় ১ ঘন্টার পথ পাড়ি দিয়ে কাশ্মীর আর লাদাখেরর জিরো পয়েন্টে গিয়ে সেখানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার। সময় স্বল্পতার কারনে আপনি যেকোনো একটা অপশন নিতে পারবেন আপনার বাজেট এবং ইচ্ছার ভিত্তিতে। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরের পথে রওনা দিবো।
খাবার : সকাল এবং রাতের খাবার।

🏞️ ৬ষ্ঠ দিন:
'শ্রীনগর - পেহেলগাম '
শ্রীনগর থেকে সেদিন খুব সকালে নাস্তা সেড়ে আমরা আমাদের রিজার্ভ গাড়িতে বসে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে পৌছে দুপুরের মধ্যে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড খ্যাত ভাইসারান ভ্যালি দেখা শেষ করবো। তারপর লাঞ্চ শেষ করে ইউনিয়ন গাড়িতে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারী ঘুরতে যাবো এবং ফিরে এসে আমাদের হোটেলেই থাকবো। এবং লীডার নদীর সৌন্দর্য উপভোগ করবো।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

✈️ ৭ম দিন :
এয়ারপোর্ট ড্রপ
সেদিন সকালে থেকে যার যার ফ্লাইট সময় অনুযায়ী হোটেল থেকে চেকআউট করবে এবং সবাইকে সময় অনুযায়ী এয়ারপোর্টে ড্রপ করতে আমাদের রিজার্ভ গাড়ি উপস্থিত থাকবে।

📅 বুকিং করবেন যেভাবেঃ
বুকিং ফি প্যাকেজ অনুযায়ী সরাসরি আমাদের অফিস আরামবাগ কিংবা নিকুঞ্জ পৌছিয়ে দিতে পারবেন৷ সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকলে ট্যুর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন৷ খরচসহ আমাদের বিকাশ, নগদ একাউন্টে পাঠানোর মাধ্যমেও বুকিং করতে পারবেন।
ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র‍্যাকের যেকোনো বুথে গিয়েও কোনো খরচ ছাড়া আমাদের একাউন্ট টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করে নিতে পারবেন।

বুকিং ক্যান্সেল পলিসি : বুকিং মানি অফেরতযোগ্য।
বিকাশঃ ০১৯৫১৭২৫৫৫০ (Personal)
সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ Dutch Bank Ltd.
হিসাবের নামঃ Md Samsul Islam
হিসাব নাম্বারঃ 1011580018525
শাখার নামঃ Motijheel Local Office

সেভিংস একাউন্ট নাম>
ব্যাংকের নাম: City Bank
হিসাবের নাম : MD OMAR FARUQUE
একাউন্ট নাম্বার: 2303876170001
রাউটিং নাম্বার: 225261279
শাখার নাম : নিকুঞ্জ ব্রাঞ্চ
-----------------------------------------
বিঃদ্রঃ- Kashmiri Tours BD. এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গেস্টকে বহন করতে হবে। তাতে Kashmiri Tours BD. কোন ভাবেই দায়ী থাকবে না।
-----------------------------------------
চাইল্ড পলিসিঃ
👩‍👦 ০-৩ বছর পর্যন্ত এয়ার ফেয়ার বাদে কোনো খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)
🧑‍ ৪ বছরের উপরে হলে চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
------------------------------
অফিসের ঠিকানা : ১৭১ এ এন্ড এ টাওয়ার (নটর ডেম কলেজের পাশে, জনতা ব্যাংকের নিচে), আরামবাগ, মতিঝিল, ঢাকা।
-----------------------------------------
কোনো কারনে আমাদের প্রতি মাসের নির্দিষ্ট আসনের কম বুকিং হলে সেক্ষেত্রে প্যাকেজ কাস্টমাইজ করে দেওয়া হবে।
-----------------------------------------
বুকিং কনফার্ম করার আগে খেয়াল করুন।
১। কাশ্মীরে সাইট সিয়িং এর সময় লোকাল ট্রান্সপোর্টে প্রতিদিন সীট পরিবর্তন করে বসতে হবে। সবারই প্রতিদিন আগে-পিছে করে বসতে হবে। এ ব্যাপারে কোন আপত্তি থাকলে এই ট্যুর থেকে বিরত থাকার অনুরোধ রইলো।
নারী, শিশু এবং বয়স্কদের সর্বদা প্রায়োরিটি।
২। আমাদের ট্যুর দীর্ঘ৭ দিনের। এই ৭ দিনে আমরা সবাই একটা পরিবার হয়ে বন্ধুত্বপূর্ণ মন মানসিকতা নিয়ে ঘুরবো। মানিয়ে নেওয়ার মানসিকতা থাকলেই এরকম একটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে আপনার একান্ত সহযোগীতা গুরুত্বপূর্ণ।
৩। আপনার বন্ধুত্বপূর্ণ মানসিকতা আমাদের ট্যুরকে প্রানবন্ত চমৎকার একটি ট্যুরে পরিনত করবে । যার মাধ্যমে ট্যুর শেষে সারাজীবন ধারন করে রাখার মতো কিছু সুন্দর মূহুর্ত তৈরী হবে।
৪। ট্যুরে প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসব কারনে কোন সমস্যা হলে সবাইকে মানিয়ে নেওয়ার মনমানসিকতা রাখবেন। মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসবের উপর যেহেতু আমাদের হাত নেই সেহেতু অযথা আমাদের দোষারোপ না করে কিভাবে এই সিচুয়েশান থেকে বের হওয়া যায় সে বিষয়ে সবার সহযোগীতা একান্ত কাম্য।
৫। হঠাৎ করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল, এক্সিডেন্ট বা যেকোন কারনেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে টা বহন করতে হবে। যেমন রাস্তায় সমস্যার কারনে অতিরিক্ত একদিন থাকতে হবে কিংবা উল্লেখিত হারে অতিরিক্ত টাকার বিনিময়ে ঢাকায় ফিরতে হবে তাহলে সবাই মিলে সেই টাকা বহন করবো।
৫। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৬। কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৭। কোনো ধরনের অশ্লীলতা, কোনো ট্যুর মেম্বারের সাথে অশোভন
আচরন করা যাবেনা। এরুপ আচরণের কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ
☑️ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি/টেলিফোন বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের খেত্রে NOC, ব্যাবসায়ীদের খেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের খেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার খেতে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জম আদিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।
# Kashmir_Budget_Tour
#শন্মারগ

বরফের রাজ্য সিনথান টপে ঘুরাঘুরির মাধ্যমে আজকে আমাদের ১৪/১৫ ইভেন্টের সমাপ্তি হইছে। আগামীকাল কেউ দেশে ফিরবেন আবার কেউ দিল্...
20/06/2024

বরফের রাজ্য সিনথান টপে ঘুরাঘুরির মাধ্যমে আজকে আমাদের ১৪/১৫ ইভেন্টের সমাপ্তি হইছে। আগামীকাল কেউ দেশে ফিরবেন আবার কেউ দিল্লি আগ্রা ঘুরার উদ্দেশ্যে রওনা দিবেন। ইনশাআল্লাহ।

ঈদের ছুটিতে আমাদের সাথে কাশ্মীরে যাওয়া গেস্টদের কুরবানির ঈদের পূর্ন আনন্দ দিতে আমাদের বিশেষ আয়োজন। সবাইকে পবিত্র ঈদুল আজ...
16/06/2024

ঈদের ছুটিতে আমাদের সাথে কাশ্মীরে যাওয়া গেস্টদের কুরবানির ঈদের পূর্ন আনন্দ দিতে আমাদের বিশেষ আয়োজন।
সবাইকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদের ছুটিতে আমাদের ১৪ই জুন গ্রুপ ট্যুর ইভেন্ট চলছে। মোট ১৬ জন নিয়ে আমাদের এই ট্যুর চলমান আছে। ঈদ পরবর্তী ১৮ তারিখ ইভেন্ট...
16/06/2024

ঈদের ছুটিতে আমাদের ১৪ই জুন গ্রুপ ট্যুর ইভেন্ট চলছে। মোট ১৬ জন নিয়ে আমাদের এই ট্যুর চলমান আছে।
ঈদ পরবর্তী ১৮ তারিখ ইভেন্টে আরও ১২ জন জয়েন করবেন ইনশাআল্লাহ।

মাত্র ৪৮০০০ টাকা যাওয়ার আসার এয়ার ফেয়ার সহ । বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণের জন্য বাজেট এবং কম্পোর্ট দুটোর সমন্বয়ে আমরাই স...
14/06/2024

মাত্র ৪৮০০০ টাকা যাওয়ার আসার এয়ার ফেয়ার সহ ।

বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণের জন্য বাজেট এবং কম্পোর্ট দুটোর সমন্বয়ে আমরাই সবচেয়ে কম খরচে সুন্দর এবং রিল্যাক্স কাশ্মীর ট্যুর প্যাকেজ অফার করছি।

শ্রীনগর থেকে শ্রীনগর প্যাকেজ (৬ রাত ৭ দিন)
ট্যুর সময়কাল :
১ম ইভেন্ট : ৫ই জুলাই'২৪ থেকে ১১ই জুলাই'২৪।
২য় ইভেন্ট : ১২ই জুলাই'২৪ থেকে ১৮ই জুলাই'২৪।

এছাড়াও যেকোনো দিন সর্বনিম্ন দুজন হলেই কাস্টমাইজ ট্যুর নিয়ে ঘুরে আসতে পারেন ভূস্বর্গ কাশ্মীর।

ইভেন্ট ফিঃ
💷 জনপ্রতি ১৪৫০০ রুপি (১ রুমে ৩/৪ জন)
(আনুমানিক বাংলাদেশি ২০,০০০ টাকা)
💵 জনপ্রতি ১৬,০০০ রুপি (১ রুমে ২ জন)
(আনুমানিক বাংলাদেশি ২২,০০০ টাকা)

(এয়ার টিকেট আমাদের গেস্টরা চাইলে নিজেও বুকিং দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে শ্রীনগর জয়েন ডেট জেনে নিতে হবে। এয়ার টিকেটের চাহিদা অনুযায়ী দাম উঠানামা করে। আমাদের প্যাকেজ নিলে এজেন্ট ফেয়ারে এয়ার টিকেট বুকিং করে দিই আমরা )

⏱️ বুকিংয়ের শেষ সময় ঃ ৩০ই মে ২০২৪
📞 সরাসরি কথা বলুন
সিপন 01951-725550
ফারুক 01856-140472
ফোনকলে না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

🗺️ এই ভ্রমণে আমরা যা যা দেখবো

🏞️পেহেলগাম
মিনি সুইজারল্যান্ড
আরু ভ্যালি
বেতাব ভ্যালি
চন্দনওয়ারি

🏕️ শ্রীনগর
টিউলিপ গার্ডেন
ডাল লেক
শালিমার গার্ডেন
নিশান্ত গার্ডেন
বোটানিক্যাল গার্ডেন
পরিমহল
জামিয়া মসজিদ

🌄 সোনমার্গ

🏔️গুলমার্গ
গুন্ডোলা রাইড
মহারাজা প্যালেস
স্ট্রবেরি ফিল্ড
গল্ফ কোর্স
চিলড্রেন পার্ক
আপেল বাগান
ইত্যাদি

🗻 দুধপাথরি
শালিগঙ্গা নদী.

(দুধপাথরি কাশ্মিরের সবচেয়ে আন্ডাররেটেড স্পটগুলোর একটা, বাংলাদেশের যারা গ্রুপ ট্যুর ইভেন্ট করে তাদের মধ্যে শুধু আমরাই এই স্পট আমাদের লিস্টে রেখেছি এবং এই স্পট ঘুরানোর জন্য আমাদের প্যাকেজ একদিন বাড়িয়ে সাজিয়েছি)

🗞️ আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত:
🙋‍♂️ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
🍛 প্রতিদিন সকাল ও রাতের খাবার ।
🏡 শ্রীনগরে ০৫ রাত, পেহেলগাম ০১ রাত মোট ০৬ রাত স্ট্যান্ডার্ড হোটেলে রাত্রীযাপন।
(শ্রীনগরে ৫ রাত ডাল লেকের পাড়ে, লেক এবং পাহাড়ে ভিউ পাওয়া যায় এমন হোটেলে কাটাবো অথবা থ্রী স্টার হোটেলে কাটাবো। পেহেলেগামে ১ রাত লিডার নদীর পাশ ঘেঁষে হোটেল )
🚌 প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ Force Traveller গাড়ী।
🚙 ১ ঘন্টা শিকাড়া রাইড
🙋‍♂️ সার্বক্ষণিক বাংলাদেশি অভিজ্ঞ গাইড সেবা।

শ্রীনগরে হাউসবোটের অপশনটা আমরা রাখি নাই। কারন এই হাউসবোটগুলো ডাল লেকের পাড়ে একজায়গায় স্থীর থাকে। আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের হাউসবোটের মতো মুভ করে না। আর শ্রীনগরে আমরা যে হোটেল/গেস্ট হাউজে ৫ রাত থাকার প্ল্যান করেছি। সেই হোটেলটি ডাল লেক সহ ডাল লেকের অপরপ্রান্তে পাহাড়ের ভিউ পাওয়া যায় এমন ভিউ পয়েন্টে অবস্থিত। আমাদের হোটেলের পাশেই লেকের পাড়ে হাউসবোটগুলো স্থীর থাকে। তাই যে ভিউতে আমরা ৫ রাতের জন্য থাকবো সেই ভিউতে এক রাতের হিবিজিবি অবস্থায় অনার্থক হবে।
সারাদিন ঘুরে এসে আবার পরেরদিনও ঘুরতে হবে এমন অবস্থায় আপনি এক রাতের হাউসবোটের মতো একটা ছাপাছাপি পরিবেশে অবস্থান করে আরামদায়ক অনুভূতি পাবেন বলে মনে হয় না।
আমরা আমাদের প্ল্যানের সবক্ষেত্রেই গেস্টদের বাজেট ও কমফোর্ট দুইটার সমন্বয়ে সেরাটা রাখার চেষ্টা করেছি। তবুও কোনো গেস্ট চাইলে হাউসবোট এড করে দেওয়া হবে।

Hotel Details:
Srinagar : Hotel Kashmir Orient , Hotel Solitaire, , Hotel Town Palace, Nath/Noor Guest House(Daal Lake View) or Similar Hotel

Pehelgam: Hotel Green Top Resort, Hotel Sunshine or Similar Hotel

খাবার :
সকাল : ডিম পাউরুটি, নুডুলস কিংবা রুটি সবজি।
রাতে : হায়দ্রাবাদি বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, ভাত - মাছ, ভাত - মুরগির মাংস।

❌ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✖️ ঢাকা - শ্রীনগর - ঢাকা যাতায়াত সংক্রান্ত যেকোনো খরচ।
✖️ট্রানজিট সময়ের হোটেল খরচ (তবে গেস্টরা চাইলে এড করে দেওয়া যাবে)
✖️ প্রতিদিন দুপুরের খাবার (কাশ্মীরে দুপুরের সময়টা স্পটে থাকবো সে কারনে সবাইকে একত্রিত করে লাঞ্চ করা চ্যালেঞ্জিং হবে। তাছাড়া এই বেলায় যে যার নিজের পছন্দ মতো কাশ্মীরি খাবার দাবার টেস্ট করার সুযোগ পাবে বলে আমরা এটিকে প্যাকেজের অন্তর্ভুক্ত করিনি)
✖️ ঘোড়া রাইড। ( বার্গেডিং করে ঘোড়া ভাড়া করতে গাইড সহযোগিতা করবে)
✖️ ইউনিয়ন গাড়ি
✖️ গুন্ডোলা রাইড বা সবধরনের রাইড এবং এক্টিভিটিস খরচ। (গুন্ডোলা রাইডের টিকেট বুকিং করতে সহযোগিতা করা হবে)
✖️ সবধরনের এন্ট্রি ফি।
✖️ যেকোনো ধরনের ব্যাক্তিগত খরচ।
✖️ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত: প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।

🗺️ ভ্রমন বিস্তারিত
🙋‍♂️১ম দিন:
'এয়ারপোর্ট পিকআপ'
সেদিন এয়ারপোর্টে সবার পৌছানোর সময় অনুযায়ী সবাইকে এয়ারপোর্ট থেকে পিক করে শ্রীনগর হোটেলে চেকইন করে সময় থাকা সাপেক্ষে সেদিনই ১ ঘন্টা শিকাড়া রাইড করে নিবো।

খাবার : রাতের খাবার

🏡২য় দিন:
'শ্রীনগর - দুধপাথরি - শ্রীনগর'
সেদিন আমরা আমাদের রিজার্ভ গাড়িতে দুধপাথরি যাওয়ার পথে রওনা দিবো। দুধপাথরি কাশ্মীরের আন্ডাররেটেড অসাধারণ সুন্দর একটা জায়গা। শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে পুরো এলাকা। সেখানে ঘোড়া নিয়ে(নিজ খরচে) শালিগঙ্গা নদীর পাড়ে গেলে বরফ গলা পানির স্রোত মুগ্ধ করবে আমাদের। তাছাড়া ঘোড়ার আরও বেশ কয়েকটি সুন্দর স্পটে ঘুরিয়ে দেখাবে। সেখানে দুপুরের পর পর্যন্ত থেকে আমরা খুব শীগ্রই রওনা দেওয়ার চেষ্টা করবো। যাতে সেদিন বিকাল পরবর্তী সময়ে যে যার মতো করে কাশ্মীরের শাল বা জামা কাপড় শপিং করার সময় পায়।

খাবারঃ সেহেরি/সকাল এবং রাতের খাবার।

🏞️৩য় দিন:
'শ্রীনগর সাইটসিয়িং'
সেদিন সকালে ঈদের আনুষ্ঠানিকতা সেরে রিজার্ভ গাড়িতে আমরা এক এক করে কাশ্মীরের ঐতিহ্যবাহী টিউলিপ গার্ডেন, শালিমার গার্ডেন, নিশাত গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, পরিমহল এবং সময় থাকা সাপেক্ষে কাশ্মীরের সবচেয়ে সুন্দর জামিয়া মসজিদ এবং হযরতবল মসজিদ সহ শ্রীনগর সিটি সাইডে ঘুরবো এবং কাশ্মীরের লোকালদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবো।

খাবারঃ সকাল ও রাত্রের খাবার

🗻 ৪র্থ দিন :
'শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর'
খুব সকালে নাস্তা করে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে প্রায় ২ ঘন্টার পথ গুলমার্গে যেতে আমরা উঁচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবো। যে রাস্তার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। পথিমধ্যে আমরা হাব্বা খাতুন পয়েন্ট সহ বেশকিছু পয়েন্টে কিছুক্ষণ বিরতি দিবো। গুলমার্গে পৌছে আমরা গুন্ডোলা রাইড(গুন্ডোলা রাইডে ছড়ার ইচ্ছা থাকলে এর ৯০০ রুপির টিকেট আগেই বুকিং করে রাখতে হবে) স্পট সহ বেশকিছু লোকাল সাইটে যাওয়ার জন্য নিজ খরচে ঘোড়া কিংবা লোকাল জীপ ভাড়া করবো। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরে হোটেলের দিকে রওনা দিবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🏕️ ৫ম দিন :
শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর
এইদিন সকালে নাস্তা করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিবো। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় ৩ ঘন্টার পথ। এই পথে আমরা কাশ্মীরের বেশ কিছু সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো। বেশ কিছু পথ নদীর পাশের রাস্তা দিয়ে যাবে গাড়ি। সোনমার্গে পৌছে সেখানে দুইটা অপশন থাকবে। নিজ খরচে ঘোড়ায় আশপাশের স্পট গুলো দেখার কিংবা নিজ খরচে ইউনিয়ন কার নিয়ে প্রায় ১ ঘন্টার পথ পাড়ি দিয়ে কাশ্মীর আর লাদাখেরর জিরো পয়েন্টে গিয়ে সেখানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার। সময় স্বল্পতার কারনে আপনি যেকোনো একটা অপশন নিতে পারবেন আপনার বাজেট এবং ইচ্ছার ভিত্তিতে। সেখানে বিকাল পর্যন্ত থেকে আমরা আবার শ্রীনগরের পথে রওনা দিবো।

খাবার : সকাল এবং রাতের খাবার।

🏞️ ৬ষ্ঠ দিন:
'শ্রীনগর - পেহেলগাম '
শ্রীনগর থেকে সেদিন খুব সকালে নাস্তা সেড়ে আমরা আমাদের রিজার্ভ গাড়িতে বসে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে পৌছে দুপুরের মধ্যে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড খ্যাত ভাইসারান ভ্যালি দেখা শেষ করবো। তারপর লাঞ্চ শেষ করে ইউনিয়ন গাড়িতে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারী ঘুরতে যাবো এবং ফিরে এসে আমাদের হোটেলেই থাকবো। এবং লীডার নদীর সৌন্দর্য উপভোগ করবো।

খাবারঃ সকাল এবং রাতের খাবার।

✈️ ৭ম দিন :
এয়ারপোর্ট ড্রপ
সেদিন সকালে থেকে যার যার ফ্লাইট সময় অনুযায়ী হোটেল থেকে চেকআউট করবে এবং সবাইকে সময় অনুযায়ী এয়ারপোর্টে ড্রপ করতে আমাদের রিজার্ভ গাড়ি উপস্থিত থাকবে।

📅 বুকিং করবেন যেভাবেঃ
বুকিং ফি প্যাকেজ অনুযায়ী সরাসরি আমাদের অফিস আরামবাগ কিংবা নিকুঞ্জ পৌছিয়ে দিতে পারবেন৷ সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকলে ট্যুর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন৷ খরচসহ আমাদের বিকাশ, নগদ একাউন্টে পাঠানোর মাধ্যমেও বুকিং করতে পারবেন।
ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র‍্যাকের যেকোনো বুথে গিয়েও কোনো খরচ ছাড়া আমাদের একাউন্ট টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করে নিতে পারবেন।

বুকিং ক্যান্সেল পলিসি : বুকিং মানি অফেরতযোগ্য।

বিকাশঃ ০১৯৫১৭২৫৫৫০ (Personal)
সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ Dutch Bank Ltd.
হিসাবের নামঃ Md Samsul Islam
হিসাব নাম্বারঃ 1011580018525
শাখার নামঃ Motijheel Local Office

সেভিংস একাউন্ট নাম>
ব্যাংকের নাম: City Bank
হিসাবের নাম : MD OMAR FARUQUE
একাউন্ট নাম্বার: 2303876170001
রাউটিং নাম্বার: 225261279
শাখার নাম : নিকুঞ্জ ব্রাঞ্চ
-----------------------------------------
বিঃদ্রঃ- Kashmiri Tours BD. এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গেস্টকে বহন করতে হবে। তাতে Kashmiri Tours BD. কোন ভাবেই দায়ী থাকবে না।
-----------------------------------------
চাইল্ড পলিসিঃ
👩‍👦 ০-৩ বছর পর্যন্ত এয়ার ফেয়ার বাদে কোনো খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)
🧑‍ ৪ বছরের উপরে হলে চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
------------------------------

অফিসের ঠিকানা : ১৭১ এ এন্ড এ টাওয়ার (নটর ডেম কলেজের পাশে, জনতা ব্যাংকের নিচে), আরামবাগ, মতিঝিল, ঢাকা।

-----------------------------------------
কোনো কারনে আমাদের প্রতি মাসের নির্দিষ্ট আসনের কম বুকিং হলে সেক্ষেত্রে প্যাকেজ কাস্টমাইজ করে দেওয়া হবে।
-----------------------------------------
বুকিং কনফার্ম করার আগে খেয়াল করুন।
১। কাশ্মীরে সাইট সিয়িং এর সময় লোকাল ট্রান্সপোর্টে প্রতিদিন সীট পরিবর্তন করে বসতে হবে। সবারই প্রতিদিন আগে-পিছে করে বসতে হবে। এ ব্যাপারে কোন আপত্তি থাকলে এই ট্যুর থেকে বিরত থাকার অনুরোধ রইলো।
নারী, শিশু এবং বয়স্কদের সর্বদা প্রায়োরিটি।
২। আমাদের ট্যুর দীর্ঘ৭ দিনের। এই ৭ দিনে আমরা সবাই একটা পরিবার হয়ে বন্ধুত্বপূর্ণ মন মানসিকতা নিয়ে ঘুরবো। মানিয়ে নেওয়ার মানসিকতা থাকলেই এরকম একটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে আপনার একান্ত সহযোগীতা গুরুত্বপূর্ণ।
৩। আপনার বন্ধুত্বপূর্ণ মানসিকতা আমাদের ট্যুরকে প্রানবন্ত চমৎকার একটি ট্যুরে পরিনত করবে । যার মাধ্যমে ট্যুর শেষে সারাজীবন ধারন করে রাখার মতো কিছু সুন্দর মূহুর্ত তৈরী হবে।
৪। ট্যুরে প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসব কারনে কোন সমস্যা হলে সবাইকে মানিয়ে নেওয়ার মনমানসিকতা রাখবেন। মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসবের উপর যেহেতু আমাদের হাত নেই সেহেতু অযথা আমাদের দোষারোপ না করে কিভাবে এই সিচুয়েশান থেকে বের হওয়া যায় সে বিষয়ে সবার সহযোগীতা একান্ত কাম্য।
৫। হঠাৎ করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল, এক্সিডেন্ট বা যেকোন কারনেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে টা বহন করতে হবে। যেমন রাস্তায় সমস্যার কারনে অতিরিক্ত একদিন থাকতে হবে কিংবা উল্লেখিত হারে অতিরিক্ত টাকার বিনিময়ে ঢাকায় ফিরতে হবে তাহলে সবাই মিলে সেই টাকা বহন করবো।
৫। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৬। কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৭। কোনো ধরনের অশ্লীলতা, কোনো ট্যুর মেম্বারের সাথে অশোভন আচরন করা যাবেনা। এরুপ আচরণের কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ
☑️ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি/টেলিফোন বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের খেত্রে NOC, ব্যাবসায়ীদের খেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের খেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার খেতে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জম আদিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।
# Kashmir_Budget_Tour
#শন্মারগ

Address

171 A & A Tower, Arambagh, Motijheel
Dhaka
1000

Telephone

+8801951725550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashmiri Tours BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kashmiri Tours BD:

Videos

Share

Nearby travel agencies