Sky Bird Tourism

Sky Bird Tourism Sky Bird Tourism offers integrated travel services ranging from Holidays, Hotels, Flights and Activi
(1)

18/08/2022
🇦🇪দুবাই ভিসা🇦🇪*যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।*স্পেশাল রেট*👉 ৩০ দিনের নো ব্যাক ভিসা =১২৫০০/- টাকা।👉 ৯০ দিনের নো ব্যাক ...
01/03/2022

🇦🇪দুবাই ভিসা🇦🇪

*যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
*স্পেশাল রেট*

👉 ৩০ দিনের নো ব্যাক ভিসা =১২৫০০/- টাকা।
👉 ৯০ দিনের নো ব্যাক ভিসা =২১৫০০/- টাকা।

👉 ৭২ ঘন্টার মধ্যে ভিসা ডেলিভারি।

☎️ +8801716-532418
📩 skybirdtourismbd@gmail.চম

👉Special flights from Dhaka to Dubai & Dubai to Dhaka on 7th August 2020.Dear Travel  partner,Please find the details of...
26/07/2020

👉Special flights from Dhaka to Dubai & Dubai to Dhaka on 7th August 2020.

Dear Travel partner,
Please find the details of special flights from Dhaka to Dubai & Dubai to Dhaka.

🛫Dhaka to Dubai
Tentative Travel Date: 07th Aug'20

Price: BDT55,000.00/- NET Per Person One Way.

Last Date of Confirmation With Payment & Required Documents: 30th Jul'20

👉Ticket Rules: Non Refundable & Non Changeable



🛬Dubai to Dhaka
Tentative Travel Date: 07th Aug'20

Price: BDT40,000.00/- NET Per Person One Way

Last Date of Confirmation With Payment: 28th Jul'20

👉Ticket Rules: Non Refundable & Non Changeable

For more details Email: [email protected]

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান,স্বাস্থ্যবিধি অনুসরণ করে...
04/06/2020

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান,স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে অভ্যন্তরীণ তিনটি আকাশপথ চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। আজ থেকে ১৫ জুন পর্যন্ত এই তিনটি আকাশপথে প্রতিদিন ২৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।

তাই আমরাও আছি আপনার পাশে, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুরের লোকাল এয়ার টিকেটিং এর জন্য, আপনার পাশে সবসময়ের মত করে।

বুক করতে এখনি কল করুন আমাদের হটলাইন নাম্বারঃ

+88 01716532418

অথবা,
নিচের "Send Message" বাটন সিলেক্ট করুন।










30/05/2020

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর আগামী ১ জুন থেকে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এবং নভোএয়ার।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঘোষণার পরপরই টিকিট বিক্রির ঘোষণা দেয় এই তিন এয়ারলাইন্স প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আগামী ১ জুন থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা, রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ফ্লাইট চলাচল শুরু হবে। “মোবাইল এ্যাপস্”, ওয়েবসাইট, ট্যাপ এজেন্ট এবং বিমানের সেল্স সেন্টার থেকে টিকিট করা যাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) মো. কামরুল ইসলাম জানান, ১ তারিখ থেকে বেবিচকের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সকল যাত্রীদের মাস্ক, হ্যান্ড গ্লভস-সহ পাইলট, কেবিন ক্রুদের পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) পরিধান করা, প্রত্যেকটি ফ্লাইটের পূর্বে এয়ারক্রাফটকে জীবাণুমুক্ত করণ প্রক্রিয়া শেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফ্লাইট পরিচালনা, ফ্লাইট সূচিতে ৪৫ মিনিট অন্তর অন্তর ফ্লাইট নির্ধারণ, যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজিং করা, দেড় ঘণ্টার কম সময়ের ফ্লাইটে ইন ফ্লাইট ফুড সার্ভিস বন্ধ করা। সকল স্বাস্থবিধি মেনেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্সি অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

একইভাবে ১ তারিখ থেকে অভ্যন্তরীণ রুটে নিজেদের ফ্লাইটের জন্য টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে নভোএয়ার।

ঘরে বসে সাশ্রয় মূল্যে অনলাইনে অভ্যন্তরীণ এয়ার টিকেট বুকিং করুন স্কাই বার্ড ট্যুরিজম থেকে।

পেমেন্ট করুন যে কোনো বিকাশ/অনলাইন ব্যাঙ্কিং/ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে.

যোগাযোগঃ
+8801716532418
👇
WhatsApp, Viber, Imo

30/05/2020

অভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। ঢাকা থেকে প্রতিদিন তিনটি রুটে মোট ২৪টি...

30/05/2020
13/05/2020
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল সিডিউল ফ্লাইট আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।সম্মানীত যাত্র...
12/04/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল সিডিউল ফ্লাইট আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

সম্মানীত যাত্রীদের অনেকেই রিফান্ড করতে চাইছেন। রিফান্ড আবেদন করতে পারেন বিমানের ওয়েব সাইটের মাধ্যমে।

জরুরী প্রয়োজনেঃ
বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬,
এয়ারপোর্ট : ০১৭৭৭৭১৫৫৩৩

 #ভারতের_এয়ার_টিকেট_এলার্ট,,,,  #লকডাউনে_ভেলোর_চেন্নাই_ব্যাঙালোর_মুম্বাই  এবং  #দিল্লিতে অবস্থানরতো বাংলাদেশী নাগরিকদের ...
06/04/2020

#ভারতের_এয়ার_টিকেট_এলার্ট,,,,
#লকডাউনে_ভেলোর_চেন্নাই_ব্যাঙালোর_মুম্বাই এবং #দিল্লিতে অবস্থানরতো বাংলাদেশী নাগরিকদের ঢাকা এবং কলকাতা মুখি এয়ার টিকেট কনফার্ম করতে সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।
আজ একাধিক টিকেট ইস্যুর কল পাওয়ার পর যখন আমি উল্লেখিত রুটের ফ্লাইট গুলো চেক করলাম ততক্ষণে দেখলাম কলকাতা মুখি প্রায় সব ফ্লাইট ই ফুল বুকড😳
বিশেষ করে #চেন্নাই ও #ব্যাঙালোর থেকে। তারপর ব্যাপার টা নিয়ে সিরিয়াস হলাম যে কি ব্যাপার, সব ফ্লাইট ফুল কেনো? দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত ঘাটাঘাটি করে যেটা বুঝলাম সেটা হচ্ছে, ভারতের উল্লেখিত স্থানের স্থানীয় ট্রাভেল এজেন্সি গুলো একটা রিউমার ছড়িয়েছে যে ১৬ তারিখ থেকে সীমিত সময়ের জন্য ফ্লাইট চালু হবে এবং কয়েকদিন ফ্লাইট চলাচলের পর আবার অফ করে দেবে😑 ব্যাস বাংলাদেশী মানুষ গুলো এই খবর শুনে ১৬/১৭/১৮ তারিখের প্রায় সব গুলো ফ্লাইটের টিকেট ইস্যু করে ফেলেছে😐
অথচ ভারত সরকার এবং ভারতীয় সিভিল এভিয়েশন এখনো কনফার্ম করেনি যে ১৬ তারিখ থেকে ফ্লাইট চালু হবে 🙂 আর বাংলাদেশে সিভিল এভিয়েশনের কথা বাদ ই দিলাম😇।
তো ভাই, #ফলাফল_কি_হইলো?
ফলাফল হইলো এয়ারলাইন্স গুলো আপনার টাকা তাদের পকেটে নিয়ে গেলো🙂 ফাক দিয়ে ট্রাভেল এজেন্সি গুলোও আপনাকে অন্ধকারে রেখে তাদের প্রফিট টা করে ফেললো।🙁 অথচ টাকা টা আপনার হাতে থাকলে আপনি ফ্লাইট চালু হলেও টিকেট কনফার্ম করতে পারতেন😑
এখন তাহলে কি হবে?
বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি যেমন প্রথমে ৩১ মার্চ পরে ৭ এপ্রিল এবং আজ ১৪ এপ্রিল পর্যন্ত ফ্লাইট সাসপেন্ড করার ঘোষণা দিয়েছে তেমনই ভারতীয় সিভিল এভিয়েশন ও ১৫ তারিখের আগে তাদের লকডাউনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা ৭০% বলে আমি মনে করি।(কারণ করোনা ভাইরাস দিনদিন আরো ভয়ংকর রূপ নিচ্ছে) পাশাপাশি এয়ার ইন্ডিয়া এবং গো এয়ার ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বুকিং হোল্ড করে রেখেছে।

#টিকেট_তো_কেটে_ফেলছি এখন কি হবে ভাই?🤔
ভারতীয় ফ্লাইট গুলো যদি এপ্রিলের ১৬ তারিখ থেকে কাকতালীয় ভাবে চালু হয় তাহলে আপনি ফ্লাই করতে পারবেন 😋 আর যদি চালু না হয় তাহলে এয়ারলাইন্স আপনাকে টাকা রিফান্ড দেবেনা জনাব তারা আপনাকে ট্রাভেল ভাউচার অথবা তারিখ পরিবর্তনের সুযোগ দেবে কিন্তু (Fare different) ভাড়ার ভিন্নতা হলে আপনাকে অতিরিক্ত টাকা পে করেই আপনার টিকেট টি রি শিডিউল করতে হবে 😑
#কি_বুঝেন_নাই_ব্যাপার_টা?
ধরেন আপনি আজ ৫ হাজার রুপি দিয়ে টিকেট করলেন অতঃপর ফ্লাইট ক্যান্সেল হইলো দেন আপনি যখন ফ্লাইট চালু হবে তখন দেখবেন এয়ারলাইন্স ৫ হাজার রুপির ভাড়া সিস্টেমে ১০ হাজার রুপি করে দিসে তখন বাধ্য হয়েই আপনাকে আরো অতিরিক্ত ৫ হাজার রুপি দিয়ে টিকেট রি শিডিউল করতে হবে।
কি কথা ক্লিয়ার?
সুতরাং আপনার টাকা টা আপনি আর ফিরে পাবেন না 😑

#তো_মিস্টার সব জান্তা,এখন তাহলে #আপনার_পরামর্শ_র্কি?

আমি ভাই নগন্য অধম মানুষ তাও মাগনা কিছু পরামর্শ দেই😎 যেহেতু এটা ফ্রি দেওয়া যায়😜

এক্ষেত্রে এই ক্ষুদ্র মানুষটার পরামর্শ থাকবে আমেরিকা যেমন বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের কুয়েত এয়ারওয়েজের এবং জাপান যেমন বাংলাদেশ বিমানের চাটার্ড (পুরা বিমান রিজার্ভ) ফ্লাইটে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গেছে তেমনই চেন্নাইতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসে গিয়ে রিকোয়েস্ট করে এমন একটা ফ্লাইট ম্যানেজ করা খুব কঠিন কিছু হবেন ভেলোর ও চেন্নাই তে অবস্থান কারীদের জন্য।কারণ ইউএস বাংলা অফিসিয়াল ভাবে অফার করতেছে চাটার্ড ফ্লাইট ভাড়া দেওয়ার জন্য এবং দিল্লিতে যারা আছেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসে গিয়েও সরাসরি ফ্লাইটের রিকোয়েস্ট করে দেখুন তাহলে ভাড়াও কম পড়বে এবং কলকাতা থেকে বাই রোডে দেশে আসার ঝামেলা থেকেও মুক্ত থাকা যাবে🤗 শুধু শুধু ডাবল ভাড়া দিয়ে কলকাতা আসার কোনো মানেই হয়না(এটা একান্তই আমার ব্যক্তিগত পরামর্শ)

লিখার কোনো ভুল করে থাকলে ধরিয়ে দেবেন কৃতজ্ঞ থাকবো।

©Zubair Zubo
CEO at Musafir Travel & Tourism
৫ এপ্রিল রাত ১১ টা।

"করোনাভাইরাস প্রসঙ্গে জরুরী নির্দেশনা"√বিদেশ ফেরত সকলকে অবশ্যই কোয়ারেন্টাইন অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কেউ ...
19/03/2020

"করোনাভাইরাস প্রসঙ্গে জরুরী নির্দেশনা"√

বিদেশ ফেরত সকলকে অবশ্যই কোয়ারেন্টাইন অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কেউ তা অমান্য করে, তাহলে তাকে আইন অনুযায়ী অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদণ্ড বা ১ (এক) লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃপ্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছ...
25/01/2020

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃ

প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যেই সারাদেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন প্রায় ২৫ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হবে।

নতুন প্রযুক্তির এই পাসপোর্ট কিভাবে পাওয়া যাবে?

ই-পাসপোর্টের আবেদনঃ

অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে নতুন পাসপোর্টের জন্য। সেক্ষেত্রে আগেই ব্যাংকের অনলাইন মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক থেকে সরবরাহ করা রেফারেল নম্বর কোডটি ব্যবহার করতে হবে অনলাইন আবেদন ফরমে। আবার কেউ চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট কপি নিতে হবে। সেই কপি স্ব-শরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমে ছবি ও সত্যায়ন করা না লাগলেও পুলিশ ভেরিফিকেশন লাগবে।

অনলাইনে পূরণ না করে PDF ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় ই-পাসপোর্টের জন্য ডেমোগ্রাফিক তথ্য, ১০ আঙুলের ছাপ, চোখের কর্নিয়ার ছবি ও ডিজিটাল সই সংগ্রহ করবে পাসপোর্ট অফিস। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় ডাটা সেন্টার ও ডিজ্যাস্টার রিকভারি সেন্টারের সার্ভারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি পাসপোর্টের আবেদনকারীদের পাসপোর্ট দেওয়ার জন্য পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিংয়ের পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দূতাবাসগুলোয় পাসপোর্ট বিতরণ করা হবে। সব তথ্য চিপে যুক্ত থাকবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।

কত টাকা ও কত দিনে হাতে পাবো ই-পাসপোর্ট?

নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে (ভ্যাটসহ) :

Passport with 48 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625
Passport with 48 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350
Passport with 64 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075
Passport with 64 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800

তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।

উল্লেখ্য যে, উপরে বর্ণিত টাকার পরিমান ভ্যাটসহ।

ব্যাগেজ হারালে কেজিপ্রতি ক্ষতিপূরণ লাখ টাকারও বেশীব্যাগেজ (লাগেজ) হারালে বা নষ্ট হলে আগে কেজিতে ক্ষতিপূরণ পাওয়া যেত ২০ ড...
21/01/2020

ব্যাগেজ হারালে কেজিপ্রতি ক্ষতিপূরণ লাখ টাকারও বেশী

ব্যাগেজ (লাগেজ) হারালে বা নষ্ট হলে আগে কেজিতে ক্ষতিপূরণ পাওয়া যেত ২০ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ টাকা। তবে এখন থেকে ক্ষতিপূরণ মিলবে কেজিপ্রতি ১ হাজার ৩৮১ ডলার। বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা। এ ছাড়া বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু বা আঘাতজনিত ক্ষতিপূরণ ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অর্থের পরিমাণ বৃদ্ধি করে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে পরে বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা আকাশপথের যাত্রীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে মন্ট্রিল কনভেনশন-১৯৯৯ এর আলোকে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মন্ট্রিল কনভেনশনটি অনুস্বাক্ষর এবং যাত্রীর মৃত্যু, আঘাত ও মালামাল নষ্ট অথবা হারানোর ক্ষতিপূরণ প্রদান সহজীকরণের জন্য মন্ট্রিল কনভেনশনের আলোকে আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০২০-এর খসড়াটি প্রণয়ন করা হয়েছে। আইনটি প্রণীত হলে হলে ব্যাগেজ হারানো বা বিনষ্টের ক্ষতিপূরণ প্রতিকেজি ২০ মার্কিন ডলার (১ হাজার ৭০০ টাকা) থেকে বেড়ে ১ হাজার ৩৮১ ডলার হবে (১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা)। ফ্লাইট বিলম্বের কারণে পরিবহনকারী দায় হবে ৫ হাজার ৭৩৪ মার্কিন ডলার (৪ লাখ ৮৬ হাজার ৭৯৪ টাকা), যা আগে ২০ ডলার (প্রায় ১ হাজার ৭০০ টাকা) ছিল। এ ছাড়া কার্গো বিনষ্ট বা হারানোর জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতুন আইনে ক্ষতিপূরণের অংশ বেড়ে ২৪ ডলার হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পুরোনো আইনে (ওয়ারশ কনভেনশন) মৃত্যু বা আঘাতজনিত ক্ষতিপূরণের হার ছিল বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। নতুন আইনে ক্ষতিপূরণ মিলবে ১ লাখ ৩৮ হাজার ৫৪৪ মার্কিন ডলার, যা দেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা হবে। ফলে যাত্রীর মৃত্যু অথবা আঘাত, ব্যাগেজ ও কার্গো ক্ষতি অথবা হারানোর ক্ষেত্রে ক্ষতিপূরণের হার আগের চেয়ে থেকে অনেক বৃদ্ধি পাবে। এ–সংক্রান্ত আইনটি প্রণীত না হওয়ায় ২০১৭ সালে নেপাল বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নামমাত্র ক্ষতিপূরণ পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে, যাত্রীর সম্পত্তির বৈধ প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের মধ্যে এই আইনের বিধান মোতাবেক ক্ষতিপূরণের অর্থ ভাগ করা যাবে। সংশ্লিষ্ট উড়োজাহাজের পক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যাবে। আকাশপথে অভ্যন্তরীণ পরিবহনে বিলম্ব, ক্ষয়ক্ষতি, মৃত্যু ইত্যাদির ক্ষেত্রেও এই আইন মন্ট্রিল কনভেনশন এবং এর আলোকে প্রণীত প্রটোকলের সংশোধনীগুলো নিয়ে সামঞ্জস্যপূর্ণ বিধি প্রণয়নের মাধ্যমে সরকার প্রয়োগ করেন।

বিমানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ভ্রমণের ক্ষেত্রে ‘‘রিপোটিং টাইম’’সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরা...
28/12/2019

বিমানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ভ্রমণের ক্ষেত্রে ‘‘রিপোটিং টাইম’’

সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ০১ (এক) ঘন্টা পূর্বে বোর্ডিং কার্ড ইস্যু (চেক ইন কাউন্টার) বন্ধ হচ্ছে। এছাড়া, সকল ক্ষেত্রেই/নিরাপত্তা তল্লাশীর জন্য ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত: ২০ (বিশ) মিনিট পূর্বে বোর্ডিং গেটে যাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। অন্যথায়, সংশ্লিষ্ট যাত্রীর যাত্রা ব্যাহত হবে।

ডিসেম্বরের ১২ এবং ২০ তারিখে সৌদি এয়ারলাইন্স এ উমরাহ্‌ গ্রুফ আছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।মোবাইল: ০১৭১৬-৫৩২৪১৮
22/12/2019

ডিসেম্বরের ১২ এবং ২০ তারিখে সৌদি এয়ারলাইন্স এ উমরাহ্‌ গ্রুফ আছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
মোবাইল: ০১৭১৬-৫৩২৪১৮

জানুয়ারির ৩ তারিখ এর ছুটিতে সুন্দরবনের বিশেষ ভ্রমণ প্যাকেজ।জনপ্রতি মাত্র  ১০,০০০ টাকা (নন এসি বাস)জনপ্রতি মাত্র ১১,৫০০ ট...
22/12/2019

জানুয়ারির ৩ তারিখ এর ছুটিতে সুন্দরবনের বিশেষ ভ্রমণ প্যাকেজ।
জনপ্রতি মাত্র ১০,০০০ টাকা (নন এসি বাস)
জনপ্রতি মাত্র ১১,৫০০ টাকা (এসি বাস)
বুকিং হটলাইন : ০১৭১৬-৫৩২৪১৮

আমাদের এই ট্যুরে আপনি পুরো সময় টা থাকবেন লঞ্চে, ঘুরে বেড়াবেন সুন্দরবনের গহীনে আকর্ষনীয় সব দর্শনীয় স্থান, এবং দেখতে পারবেন হরিণ, কুমির, বানর সহ অসংখ্য বন্যপ্রানী ও অতিথি পাখি (খুব বেশী ভাগ্যবান হলে বাঘ দেখাও সম্ভব)।

আমরা যাব মেলা দেখব, আর চষে বেড়াব সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ...

** সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ:
১। করমজল
২। কটকা অভয়ারন্য
৩। কটকা ওয়াচ টাওয়ার
৪। জামতলা সী-বিচ
৫। বাদামতলা
৬। তিন কোনা দ্বীপ
৭। কোকিল মনি
৮। কচিখালী
৯। আলোর কোল
১০। দুবলার চর
১১ । হাড়বাড়িয়া

**এই প্যাকেজের মধ্যে যা যা পাচ্ছেন :
* ঢাকা-খুলনা- ঢাকা নন এসি / এসি বাস টিকেট
* ২ রাত ভ্যাসেলের কেবিনে থাকা।(শেয়ার কেবিন)
* সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার (দুপুরের আগে এবং সন্ধ্যার নাস্তা)।
* বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা ।
* জঙ্গল ট্রেকিং
* সুন্দরবনে প্রবেশের পাস
* গাইড সার্ভিস
* বন বিভাগ থেকে সিকিউরিটি গার্ড
* জেনারেটর ব্যাবস্থা

** যা যা সাথে নিতে পারেনঃ
* ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
* শীতের কাপড়
* তোয়ালে বা গামছ
* ক্যামেরা, মেমোরী কার্ড, ব্যাটারী ও চার্জার
* টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী
* ওডোমস ক্রিম
* টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু
* ব্যক্তিগত ঔষধপত্র
** জরুরী কিছু নোটঃ
• কোনো রকম মাদকদ্রব্য বহন, ব্যবহার অথবা কোনো ভাবে সম্পৃক্ত থাকা যাবেনা ।
• নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা ( এটা খুবই গুরুত্বপূর্ণ )
• সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা ।
• পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
• যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবার সর্বাত্মক সহায়তা কাম্য ।
যেভাবে বুুকিং করতে পারবেন :
বুকিং পলিসি
========================****** = ====================
মোবাইল: ০১৭১৬-৫৩২৪১৮
========================******======================

** কাপলদের জন্য আলাদা রুম দেয়া হবে ।
যারা আগে বুকিং করবেন তারা বিশেষ সুবিধা পাবেন । কাপল রুম বেশি নেই তাই আগ্রহী কাপলদের দৃষ্টি আকর্ষণ পূর্বক বলা যাচ্ছে যে আপনারা যত দ্রুত সম্ভব বুকিং করে ফেলুন ।
শিশু পলিসি
========================*******=======================
* ০ - ৩ বছরের বাচ্চাদের কোন খরচ লাগবে না (কোন খাবার পাবে না, বাসে সীট পাবে না, লঞ্চে বাবা-মায়ের সাথে থাকবে)
* ৪-৬ বছরের বাচ্চাদের ৭৫% দিতে হবে এডাল্ট প্রাইসের
* ৭-১২ বছরের বাচ্চাদের ১০০% দিতে হবে এডাল্ট প্রাইসের

সর্বনিম্ন রেটে এয়ার টিকেট করুন Sky Bird Tourism এ...ঢাকা- কোলকাতা - ঢাকা : ৯,৯৭০ * টাকাঢাকা- ব্যাংকক - ঢাকা : ১৪,৯৫০* টা...
17/12/2019

সর্বনিম্ন রেটে এয়ার টিকেট করুন Sky Bird Tourism এ...

ঢাকা- কোলকাতা - ঢাকা : ৯,৯৭০ * টাকা
ঢাকা- ব্যাংকক - ঢাকা : ১৪,৯৫০* টাকা (7 kg luggage )
ঢাকা- বালি - ঢাকা : ৩৩,৭৫০* টাকা
ঢাকা- কাঠমান্ডু - ঢাকা : ১৫,৬০০* টাকা
ঢাকা- কুয়ালালামপুর - ঢাকা : ২১,৫০০* টাকা
ঢাকা- সিঙ্গাপুর - ঢাকা : ২৪,৫০০* টাকা
ঢাকা- ভুটান - ঢাকা : ২৩,৯০০* টাকা
ঢাকা- গুয়াংজু - ঢাকা : ২৭,২০০* টাকা
ঢাকা - শ্রীলঙ্কা- ঢাকা: ২২০০০* টাকা (7 kg luggage)
ঢাকা - শ্রীলঙ্কা- ঢাকা: ৪২,৪০০ * টাকা (শ্রীলঙ্কান এয়ার )
ঢাকা- লাংকাউই - ঢাকা : ২৬,৩০০* টাকা
ঢাকা- হ্যানয় - ঢাকা : ৩৪,৫০০* টাকা
ঢাকা- হোচিমিন - ঢাকা : ২৬,৫০০* টাকা
ঢাকা- জাকার্তা - ঢাকা : ২৮,২০০* টাকা
ঢাকা- ফিলিপিনস - ঢাকা : ৩৬,৯০০* টাকা
ঢাকা- কম্বোডিয়া - ঢাকা : ৩৩,৮০০* টাকা
ঢাকা- মালদ্বীপ - ঢাকা : ৪২,৫০০* টাকা
ঢাকা- চেন্নাই - ঢাকা : ১৭,৫০০* টাকা
ঢাকা- দিল্লী - ঢাকা : ১৫,২০০* টাকা
ঢাকা- বেঙ্গালুরু - ঢাকা : ১৮,৭০০* টাকা
ঢাকা- সিডনি - ঢাকা : ৭৫,৭০০* টাকা
ঢাকা- মেলবোর্ন - ঢাকা : ৭৩,৯০০* টাকা
ঢাকা -দুবাই- ঢাকা :৪৩,৫০০* টাকা
ঢাকা - লন্ডন -ঢাকা :৭৭,৫০০* টাকা
ঢাকা - পার্থ - ঢাকা : ৪৬,৫০০* টাকা
ঢাকা - কুন্মিং- ঢাকা :৪৪,৯০০* টাকা
ঢাকা- ইস্তানবুল- ঢাকা: ৬৫,৩০০* টাকা
ঢাকা - দোহা - ঢাকা : ৪০,৫০০* টাকা
ঢাকা - মাস্কট - ঢাকা : ৩৩,৯০০* টাকা
ঢাকা - নিউইয়র্ক - ঢাকা : ৮৩,৫০০* টাকা

🔖বুকিং কনফার্ম করতে কল করুনঃ
============================
01716-532418
01946-651344

📎বিশেষ দ্রষ্টব্যঃ
============
✿ (*) যেকোনো উল্লেখিত রুটের সর্বনিম্ন ভাড়া ।
✿ আপনার কাঙ্খিত তারিখে বিমান এর ভাড়া এবং প্রাপ্যতার উপর উল্লেখিত মূল্য পরিবর্তন হতে পারে।
✿ আপনার কাঙ্খিত রুট এবং তারিখ টি আমাদের জানান আমরা আপনাকে উল্লেখিত তারিখে সর্বনিম্ন এয়ার ফেয়ারটি প্রদান করব।
✿ ঈদ, পূজা বা লম্বা কোনো ছুটির ক্ষেত্রে উল্লেখিত অফার প্রযোজ্য নয়।

Corporate Office:
36(4th Floor), Firm view Market, Firmgate, Dhaka-1215, Bangladesh
G-mail: [email protected]

Thailand, Malaysia, Singapore, Bali, Vietnam, Cambodia, China, Sri Lanka & Maldives Packages Tour | Inbound Packages Tour| Outbound Packages Tour|Domestic & International Air Ticketing| Domestic & International Bus, Ship, Sightseeing Booking. Worldwide Hotel Booking.

https://youtu.be/SaUpzLs5A0k
16/12/2019

https://youtu.be/SaUpzLs5A0k

বাজার সচল রাখতে পণ্য পরিবহনের ভাড়াসহ ও অন্যান্য খরচ কমানোর কথা ভাবছে বাংলাদেশ বিমান। সেই সঙ্গে কার্গো ফ্লাইট চা...

পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের অদম্য সাহস আর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিনে এসেছিল বিজয়।...
16/12/2019

পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের অদম্য সাহস আর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিনে এসেছিল বিজয়। একটি বিজয় থেকে আজ রচিত হচ্ছে হাজারো অর্জনের গল্প। তথ্য-প্রযুক্তিসহ প্রায় প্রতিটি খাতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিজয়ের এই ৪৯তম লগ্নে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

14/12/2019

ই-পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত চাহিদা মেটাতে ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কিনছে স্বরাষ্ট্র

14/12/2019

আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়িয়েছে সৌদি আরব সরকার। দীর্ঘদিন ধরে দাবি জানানোর

13/12/2019

নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে দুটি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ দুটি ...

13/12/2019

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যাত্রীরা চলতি বছরের ১৬ ....

12/12/2019

নিঝুমদ্বীপ কিভাবে যাবেন ও কি কি দেখবেন তা দেখানো হবে এই ভিডিওতে।

🧳🖥💰 যাত্রী ব্যাগেজে শুল্কমুক্ত পণ্য কি পাবেন, পাবেন না সংগ্রহে রাখুন! ☑️বিদেশ থেকে শুল্কমুক্তভাবে কি আনা যাবে?কয়টা মোবাই...
11/12/2019

🧳🖥💰 যাত্রী ব্যাগেজে শুল্কমুক্ত পণ্য কি পাবেন, পাবেন না সংগ্রহে রাখুন! ☑️

বিদেশ থেকে শুল্কমুক্তভাবে কি আনা যাবে?
কয়টা মোবাইল ফ্রি পাব?
৪২" টেলিভিশনের শুল্ক কত?
কতটুকু স্বর্ণালংকার আনা যাবে?
কত ডলার, কত ইউরো ঘোষণা ছাড়া আনা যাবে?
কয় বোতল লিকার আনা যাবে?

প্রবাসী ও বিদেশ ভ্রমণকারী যাত্রী আকাশ বা স্থলপথে দেশে ফেরার আগে প্রিয়জনের জন্যে কিছু নিতে চান। আশংকা, যদি এয়ারপোর্টে কাস্টমস রেখে দেয়! বেশী শুল্ক আদায় করে! ব্যাগেজ রুলস সাথে থাকেনা। কি আনবে, কি আনানের না! মনে অনেক জিজ্ঞাসা!

সহজ করে জানতে চাই!

জাতীয় রাজস্ব বোর্ডের যাত্রী ব্যাগেজ রুলসে এসব প্রশ্নের জবাব পাবেন।

আমরা এখানে সবার জন্য #ব্যাগেজ_সহজ_পাঠ তুলে ধরছি। আরো কিছু জানতে হলে এয়ারপোর্ট কাস্টমসে যোগাযোগ করতে পারেন: ‭+880 13 0087 1150‬

১. #টেলিভিশন :
২৯" পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনা যাবে।
৩০"-৩৬" হলে ১০,০০০ টাকা,
৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা,
৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা,
৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা,
৫৩" -৬৫" হলে ৭০,০০০ টাকা এবং
৬৬" এর বেশি হলে ৯০,০০০ টাকা
শুল্ক পরিশোধ করতে হবে।

২. #সিগারেট :
১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

৩. াতীয়_পানীয় :
বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক হলে ২ বোতল বা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

৪. #ল্যাপটপ :
১ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ২০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ল্যাপটপ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

৫. #স্বর্ণ_বার :
১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ২০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ২৩৪ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণ বার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

৬. #স্বর্ণালংকার :
১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ১,৫০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (detention memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

৭. #মোবাইল_ফোন :
২ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ৩-৮টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ৩৫%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

৮. #নতুন শাড়ী_অন্যান্য কাপড়_কসমেটিক্স : ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক-করাদি (প্রায় ১৬০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত পণ্য পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

৯. #ওষুধ :
জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে কিছুটা আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ওষুধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

১০. #বৈদেশিক_মুদ্রা :
বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ৫,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। সাধারণত প্রতি বার ভ্রমনে ৫,০০০ ডলার পর্যন্ত এনডোরস করিয়ে নেওয়া যায়। এনডোরস ব্যাতিত বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আর মুদ্রা পাচার বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ৫,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।

১১. #সাময়িক_আটক :
শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষনিক শুল্ক-করাদি পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস তা সাময়িকভাবে আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

১২. #কার্গো_বুকিং_পণ্য_ঘোষণা :
বিদেশ থেকে আসার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিয়ে আসলে বাংলাদেশে নেমেই/৭ দিনের মধ্যে এয়ারপোর্ট কাস্টমস এর নিকট এয়ারওয়ে বিল এবং পাসপোর্টসহ উপস্থিত হয়ে নির্ধারিত "এ-ফরম" পূরণ করে মালামাল এর ঘোষণা প্রদান করবেন। অনুমোদিত "এ-ফরম" এর কপি নিয়ে মালামাল আসার পর শুল্ক-করাদি (প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধ সাপেক্ষে এয়ারফ্রেইট ইউনিট থেকে মালামাল নিতে পারেন।

#মৃত_ব্যক্তির_ব্যাগেজ:
বাংলাদেশী কোন নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির ব্যাগেজ সকল শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে খালাস করা যাবে।

#অসুস্থ_পঙ্গু_বৃদ্ধ যাত্রীর হুইল চেয়ার ও ব্যবহার্য্য চিকিৎসা যন্ত্রপাতি সকল শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে খালাস করা যাবে।

🚫🚫🚫অপরিচিত ব্যাক্তি এবং ব্যাগেজ-কে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। তাই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না।

অনুলিখন: A.K.M Mahbubur Rahman

মূল বিধিমালা পড়তে ক্লিক করুনhttp://nbr.gov.bd/uploads/sros/650.pdf

সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প টাকায় হজ্জ বা উমরাহ করার প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না। এবছর সৌদি সরকারের নতুন নিয়মে কোন ...
05/12/2019

সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প টাকায় হজ্জ বা উমরাহ করার প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না।
এবছর সৌদি সরকারের নতুন নিয়মে কোন ক্রমেই অল্প টাকায় উমরাহ সম্ভব না।

সঠিক মূল্যে হজ্জ বা উমরাহ পালন করা আপনার নৈতিক দায়িত্ব।
সরকার নির্ধারিত ও সঠিক মূল্যে হজ্জ বা উমরাহ পালন করুন।
প্রতারণা এড়িয়ে চলুন।

[সৌদি সরকারের নতুন আইন এ হোটেল পেমেন্ট, ট্রান্সপোর্ট পেমেন্ট, মোফার খরচ সব অনলাইন পেমেন্ট করতে হবে। যারকারনে এবার উমরাহ খরচ বৃদ্ধিপাবে। এছাড়া ৪ জনের কম গ্রুপ করলে হোটেল বুকিং খরচ আরো বৃদ্ধিপাবে। তাই এজেন্সী কমপক্ষে ৩০ জন সর্বোচ্চ এক বাস ৪৮/৫০ জন গ্রুপ প্যাকেজ করলে তখন উমরাহ হাজীর কষ্ট যেমন কমবে খরচও সহনীয় থাকবে। অনুগ্রহ করে উমরাহ বুকিং এর সময় ভালভাবে যেনে নিন। নতুবা আপনি এজেন্সী উভয়েই ক্ষতিগ্রস্থ হবেন। ]

যেকেনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01716-532418

Address

70/D (3rd Floor), Purana Paltan Line, V. I. P Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 03:00 - 21:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Sky Bird Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Bird Tourism:

Videos

Share

Category

Nearby travel agencies