27/11/2016
সাজেকে মেঘ বিলাস ও সাথে থাকছে খাগড়াছড়ি ট্যুর। ডিসেম্বর/১৬ ৮-১০
বিস্তারিত ট্যুর প্লান:
# ৮ ডিসেম্বর
**রাত ১০:০০- পরদিন ভোর**
ঢাকা (আরামবাগ) বাসস্টেন্ডে রাত ১০টায় গাইড ও সবাই একসাথে মিলিত হওয়া তারপর বাসে যাত্রা শুরু। নন এসি চেয়ার কোচ। মধ্যরাতে কুমিল্লায় যাত্রা পথে ২০মিনিটের বিরতি।
# ৯ ডিসেম্বর
**সকাল থেকে দুপুর**
ভোরে খাগড়াছড়ি পৌছে যাবো ইনশাল্লাহ। সকালের নাস্তা (পরটা, সবজি, ডিম, চা) করে রওয়ানা হবো সাজেকের উদ্দেশ্যে। গাড়ি ২দিনের জন্য রিজার্ভ করা থাকবে। এক গাড়ীতে ১৩ জন। দুপুরে সাজেকে পৌছে রুমে চেক-ইন। তারপর ফ্রেস হয়ে খেয়ে নিবো দুপুরের খাবার (ভাত, দেশী মুরগী, সবজি, ডাল)। খাওয়া দাওয়ার পর রুমে বিশ্রাম।
**বিকাল থেকে রাত**
বিকালে ঘুরে আসবো সাজেকের সবোচ্চ চূড়া কংলাক পাহাড়ে। কটেজ থেকে কংলাক পাড়ায় যাবো আমরা ধীরে ধীরে চারপাশ দেখতে দেখতে। সূর্যাস্তের আগে আমরা ফিরে আসবো। রাতে আড্ডা। রাত সাড়ে ৮টায় কটেজের সবাই একসাথে বসে খেয়ে নিবো রাতের খাবার। ম্যনুতে থাকবে ভাত, ডাল, সবজি ও চিকেন। সাজেকে রাতে থাকার উদ্দেশ্য সকালে মেঘ দেখা, তাই সে অনুযায়ী ঘুম।
# ১০ ডিসেম্বর
**সকাল থেকে দুপুর**
ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় ও মেঘ বিলাস। সকাল ১০টার ভিতর নাস্তা করে(খিচুড়ী, ডিম) কটেজ থেকে চেকআউট। সাড়ে ১০টায় আর্মি এস্কর্টের সাথে সাজেক ত্যাগ। খাগড়াছড়ি যাবার পথে হাজাছাড়া ঝর্ণা ভ্রমন। দুপুরে খাগড়াছড়ির ইজোর রেস্টুরেন্টে (আদিবাসী রেস্টুরেন্ট) দুপুরের খাবার (ভাত, ভর্তা , সবজি, দেশি মুরগি, ডাল ও তেতুলের জুস)।
**বিকাল থেকে রাত**
দুপুরের খাবারের পর রহস্যময় আলুটিলা গুহার দিকে যাত্রা। গুহা দর্শগনের পর শেষ বিকালে ওয়াচ টাউয়ার থেকে খাগড়াছড়ি শহর দেখবো। তারপর আমরা চলে যাবো হোটেলে ফ্রেস হওয়ার জন্য, সেখানে আমারা গ্রুপ রুম নেবো জাস্ট ফ্রেস হওয়ার জন্য। সন্ধ্যা ৭.৩০ এ রুম চেকআউট করে, ইজোড় রেস্টুরেন্টে চলে আসবো রাতের খাবার খেতে। সাড়ে ৮টার ভিতর খাবার পর শেষ করে রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
#১১ নভেম্বর
সকাল ৬টায় ঢাকা রিটার্ন।
_________________________________
**ফি ও পলিসি**
১রুমে ৪জন:: জনপ্রতি ৫৫০০/= (এটাচ বাথ)
১রুমে ৩জন:: জনপ্রতি ৬০০০/= (এটাচ বাথ)
১রুমে ২জন:: জনপ্রতি ৬৫০০/= (এটাচ বাথ)
**শিশু পলিসি**
০-৩ বছর কোনো খরচ লাগবে না (বাবা, মা এর সাথে থাকবে, বাসে বাবা, মা’র সাথে বসবে, আলাদা খাবার পাবে না)
৪-৮ বছর ৫,০০০/- টাকা জনপ্রতি (বাসে আলাদা সিট, বাবা, মা’র সাথে হোটেলে থাকবে, আলাদা খাবার পাবে।)
•• ১০-১৫জনের গ্রুপ হলে বিশেষ ছাড়
______________________________
**এই টাকার ভিতরে থাকছে**
# ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি, চেয়ার কোচ)
# প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
# দুই দিনের জন্য রিজার্ভ মাহেন্দ্র জিপ
# জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
# কটেজে রাত্রি যাপনের ব্যবস্থা।
# সাজেক ও আলুটিলায় এন্ট্রি টিকিট
# অভিজ্ঞ গাইড
_________________________________
** যাযা জানা থাকা দরকার**
# সাজেকে বিদ্যুত্ নেই, তবে কটেজে সৌর বিদ্যুত আছে
# মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যংক নিয়ে আসতে পারেন
# রবি ও টেলিটকের নেটওয়ার্ক ভালো
# পরিবেশ ও পরিস্থিতির কারণে যেকোন সময় কিছু পরিবর্তযন হতে পারে
_________________________________
**বুকিং যেভাবে দিবেন**
০১৭৭৭৭৩৭৩৯৮ এই নাম্বারে কল দিয়ে বুকিং নিশ্চত করে নিন। তারপর জনপ্রতি ৩০০০/= জমা দিয়ে বুকিং কনফার্ম করে ফেলুন। বাকি টাকা ট্যুরে যাবার দিন বাসে উঠার আগে দিলেই চলবে। বিকাশে জমা দিলে বিকাশ ফি সহ পাঠিয়ে দিবেন।
**টাকা যেভাবে জমা দিবেন**
**Bank Information**
A/C: Bridge Tours & Travels
A/C no: 1715
Bank Name: IBBL
Brach Name: Mohammadpur Krishi Market
** bKash
01716105294 (Personal)
** Office Address**
Bridge Tours & Travels™
MCT Ally’s Center (2nd Floor), 40 Bijoynagar, Dhaka-1000.
01777737395, 01777737398
**টাকা জমা দিয়ে অবশ্যই 01777737398 এই নাম্বারে জানাতে হবে