TR.Travelogy.BD

TR.Travelogy.BD Email: [email protected] - Book your Ticket, Hotel or Package Tours with Best Value Guaranteed
(1)

25/03/2024

সেই সৈনিকদের এবং শহীদদের সম্মান জানাই যারা নিঃস্বার্থভাবে আমাদের স্বাধীনতা রক্ষা করেছেন। আসুন আমরা আমাদের দেশের প্রতি ভালবাসায় ঐক্যবদ্ধ হই।স্বাধীনতার এই দিনটি আপনার হৃদয়কে সুখ এবং কৃতজ্ঞতায় পূর্ণ করুক। শুভ স্বাধীনতা দিবস। শুভ জন্মদিন #বাংলাদেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য ১)মূল পাসপোর্ট ২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে  ৩) এন আইডি কপি /...
06/02/2024

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য
১)মূল পাসপোর্ট
২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে
৩) এন আইডি কপি / যারা বাচ্চা তাদের জন্ম নিবন্ধন।
৪) বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের
৬) চাকরি হলে এনওসি,
ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স,

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
যদি কোন ডকুমেন্ট না থাকে তাহলে ডকুমেন্টস রেডি করে দেওয়া যাবে

২০-২৫ দিন সময় লাগে টুরিস্ট ভিসা করতে
যোগাযোগ: 01671-066377

***ইন্ডিয়ান অভ্যন্তরীন ট্রেন 🚄🚞 ও বিমানের ✈️✈️ টিকিট কনফার্ম করা এবং বাতিল করা সংক্রান্ত সেবা প্রদান করে থাকে।******ভ্রম...
01/01/2024

***ইন্ডিয়ান অভ্যন্তরীন ট্রেন 🚄🚞 ও বিমানের ✈️✈️ টিকিট কনফার্ম করা এবং বাতিল করা সংক্রান্ত সেবা প্রদান করে থাকে।****

**ভ্রমণ, ব্যবসা, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশী ভ্রমণকরীরা ভারতে ভ্রমণ করে থাকেন। ভারতের অভ্যন্তরীণ শহরগুলোতে কম খরচে আরামদায়ক ভ্রমণের একমাত্র মাধ্যম হল ট্রেন। যেমন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমাদের দেশ থেকে অনেকেই উল্লেখযোগ্য হারে কলকাতা হতে দিল্লী, আগ্রার বিখ্যাত তাজমহল, কাশ্মীর, আজমির শরীফ, ভেল্লোর, নিউ জলপাইগুড়ি, চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি বিভিন্ন শহরে ভ্রমণ করে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীগণ অগ্রিম ইন্ডিয়ার অভ্যন্তরীণ রেলওয়ে টিকিট না করার কারণে ভ্রমন বিড়ম্বনার শিকার হন এবং কোন কোন ক্ষেত্রে টিকিট না পাওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।
আর তাই আপনার ইন্ডিয়া ভ্রমণকে কম খরচে আরামদায়ক করে তুলতে “স্মার্ট ট্রাভেলার পার্ক” ঢাকা হতেই কনফার্মড ট্রেন টিকিট এর ব্যবস্থা করেছে। “স্মার্ট ট্রাভেলার পার্ক” এর সহায়তায় যাত্রীগণ ইন্ডিয়ায় ভ্রমণের পূর্বেই তাদের ইন্ডিয়ান রেল টিকিট কনফার্ম করতে পারবেন। আপনার ইন্ডিয়ার ভ্রমণের কোন পরিকল্পনা থাকলে এখনই আপনার রেলের টিকিট বুকিং করে নিন।
**************
বুকিং এর জন্য এখনি যোগাযোগ করুন:
**************
☎ +88 01671066377;
+88 01786243812

ফেসবুকে ট্যুর প্যাকেজ নিতে সাবধান! | Facebook Tour Package | DB Harun | Channel 24
06/12/2023

ফেসবুকে ট্যুর প্যাকেজ নিতে সাবধান! | Facebook Tour Package | DB Harun | Channel 24

Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Link: https://cutt.ly/Channel24»» Read mo...

15/04/2023

শুভ নববর্ষ ১৪৩০।
টি.আর ট্রাভেলজি. বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

আপনার একবার হলেও হজ্জ করার ইচ্ছা থাকলেডান পাশে লাইক দিন। 💖💖💖
01/10/2022

আপনার একবার হলেও হজ্জ করার ইচ্ছা থাকলে
ডান পাশে লাইক দিন। 💖💖💖

আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর।   (আল কুরআন)আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্ল...
18/07/2022

আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর। (আল কুরআন)

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ‘উমরা’র পর আর এক ‘উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান। (আল হাদিস)

আলহামদুলিল্লাহ,
পবিত্র হজ্জ - ২০২২ এর কারনে ৩ মাস ওমরাহ বন্ধ থাকার পর পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু..

🎯 বুকিং এর শেষ তারিখ – ২০ আগস্ট ২০২২
🎯 সফরের তারিখঃ ২০২২ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে

আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।
............................................
🟩🟩 ওমরা প্যাকেজ- A
----------------------------------------------
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে 400-500 মিটার দূরত্ব।
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে 300-400 মিটার দূরত্ব।
 রুম: প্রতি রুমে ৩-৪ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল + পরিবহন।
 প্যাকেজ খরচ: ১,৩৯,০০০/= টাকা।
 বিমান: ঢাকা থেকে সরাসরি/ট্রানজিট এ জেদ্দা ফ্লাইট।

Includes:
- রিটার্ন এয়ার টিকিট - উমরাহ্ ভিসা - 14 রাতের হোটেল রুম - সৌদি আরবে সকল ধরনের পরিবহন - সার্বক্ষণিক অভিজ্ঞ গাইডের উপস্থিতি -মক্কা এবং মদিনাতে জিয়ারাহ্ - ওমরাহ প্রশিক্ষণ - - হেল্থ ইন্স্যুরেন্স

Excludes:
Food (খাবার )

Terms and Condition

1. Above rates are valid till 20th august 22

2. Package is fully non-refundable & non changeable.

3. If same hotel is not available similar hotel will be provided.

4. Allowed age for pax is 06 years & there is no limitation for maximum.

5. Only 1 time Umrah is allowed & per schedule is required for performing Umrah.

Price List
Bed : 1 /Room, Price: 139000 BDT

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
09/01/2022

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

ওমানের বিপক্ষে বিজয় ছিনিয়ে এনে, বিশ্বকাপের মঞ্চে জায়গা ধরে রাখল বাংলার টাইগাররা।  অভিনন্দন বাংলাদেশ 💥🇧🇩
20/10/2021

ওমানের বিপক্ষে বিজয় ছিনিয়ে এনে, বিশ্বকাপের মঞ্চে জায়গা ধরে রাখল বাংলার টাইগাররা।
অভিনন্দন বাংলাদেশ 💥🇧🇩


আমরা ১০০% কনফার্ম ভারতের চিকিৎসা ভিসা করে থাকি। ভারতের চিকিৎসা ভিসা (India Medical Visa)  চিকিৎসা সেবা নিতে এখন ভারতে যে...
18/11/2020

আমরা ১০০% কনফার্ম ভারতের চিকিৎসা ভিসা করে থাকি।
ভারতের চিকিৎসা ভিসা (India Medical Visa)
চিকিৎসা সেবা নিতে এখন ভারতে যেতে পারবেন
চিকিৎসার জন্য ভারতের ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা, বিমান, রেল, বাসের টিকেট, স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা,
এয়ারপোর্ট থেকে হাসপাতালে এ্যাম্বুলেন্স সার্ভিস, ডলার এন্ডোর্সমেন্ট, ঔষধ পার্সেল সার্ভিসসহ সমস্ত কিছুর ব্যবস্থা ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা আমাদের ঠিকানায়।

আমরা ১০০% কনফার্ম ভারতের চিকিৎসা ভিসা করে থাকি। ভারতের চিকিৎসা ভিসা (India Medical Visa)  চিকিৎসা সেবা নিতে এখন ভারতে যে...
18/11/2020

আমরা ১০০% কনফার্ম ভারতের চিকিৎসা ভিসা করে থাকি।
ভারতের চিকিৎসা ভিসা (India Medical Visa)
চিকিৎসা সেবা নিতে এখন ভারতে যেতে পারবেন
চিকিৎসার জন্য ভারতের ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা, বিমান, রেল, বাসের টিকেট, স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা,
এয়ারপোর্ট থেকে হাসপাতালে এ্যাম্বুলেন্স সার্ভিস, ডলার এন্ডোর্সমেন্ট, ঔষধ পার্সেল সার্ভিসসহ সমস্ত কিছুর ব্যবস্থা ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা আমাদের ঠিকানায়।

09/07/2020

ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালয়েশিয়া এয়ারলাইন্স।

সম্প্রতি ফ্লাইট পরিচালনার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এই অনুমতি দেয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

এ বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জি.এস.এ) প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও শেখ বশির আহমেদ ( মামুন ) বলেন , মালয়েশিয়া এয়ারলাইন্স ১৭ জুলাই থেকে ঢাকা কুয়ালালামপুর ও কুয়ালালামপুর হয়ে বিভিন্ন গন্তব্য কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে। ৮ জুলাই তাদের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।

Visit now : TR.Travelogy.BD
Call Us : +8801786243812

ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালয়েশিয়া এয়ারলাইন্স।সম্প্রতি ফ্লাইট পরিচালনার ...
09/07/2020

ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালয়েশিয়া এয়ারলাইন্স।

সম্প্রতি ফ্লাইট পরিচালনার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এই অনুমতি দেয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

এ বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জি.এস.এ) প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও শেখ বশির আহমেদ ( মামুন ) বলেন , মালয়েশিয়া এয়ারলাইন্স ১৭ জুলাই থেকে ঢাকা কুয়ালালামপুর ও কুয়ালালামপুর হয়ে বিভিন্ন গন্তব্য কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে। ৮ জুলাই তাদের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।

Visit now : TR.Travelogy.BD
Call Us : +8801786243812

09/07/2020

FLIGHT PORICHALONAR ONUMOTI PELO
MALAYSIAN AIRLINES
APANR TICKET ER JONNO JOGAJOG KORUN ...
TR.Travelogy.BD

23/06/2020

সুখবর !! সুখবর !! সুখবর !!

দুবাই - ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এমিরেটস এয়ারলাইন্স

ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। আগামী ২১ জুন থেকে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্সটি।

প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাতে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।

তবে করোনা ভাইরাসের কারণে আরব আমিরাতে বাংলাদেশী যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দুবাই রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইন্স।

প্রসঙ্গত, নভেল করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে বিশ্বব্যাপী ৪০ টি গন্তব্যে পর্যায়ক্রমে ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইনস। এর মধ্যে আগামীকাল ২০ জুন থেকে কলম্বো; শিয়ালকোট (২৪ জুন); ইস্তানবুল (২৫ জুন); অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি (১ জুলাই); বার্সেলোনা ও ওয়াশিংটন ডিসি (১৫ জুলাই)। এছাড়া লন্ডন হিথ্রো , ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকং রুটেও ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

DOMESTIC FLIGHT RESUMES 1ST JUN,2020Please call for Book or visit Now+8801671066377+8801786243812
13/06/2020

DOMESTIC FLIGHT RESUMES 1ST JUN,2020

Please call for Book or visit Now
+8801671066377
+8801786243812

ঢাকা টু সিলেট মাত্র 1999/- টাকাবুকিং করতে কল করুন .. +8801671066377+8801786243812
13/06/2020

ঢাকা টু সিলেট মাত্র 1999/- টাকা

বুকিং করতে কল করুন ..
+8801671066377
+8801786243812

TR.Travelogy.BD Chairman & Co-founder He is no more 😭😭😭😭 ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ই ইলাইহি রাজিউন।  চলে গেলো আপন জন সবাইক...
16/11/2019

TR.Travelogy.BD Chairman & Co-founder He is no more 😭😭😭😭 ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ই ইলাইহি রাজিউন। চলে গেলো আপন জন সবাইকে পর করে 😭😭😭 আল্লাহ তোমাকে বেহেশত নসীব করুন আমিন।
মরহুম কাজী সিফাত কাবিরের জানাযার নামাজ আগামীকাল (১৭-১১-২০১৯) বাদ যোহর হযরত শাহআলী মাজার শরীফে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাযার নামাজে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

09/11/2019
অভিনন্দন টিম বাংলাদেশ। দুর্দান্ত পারফর্মেন্স। সাফল্যের ধারা অব্যাহত থাকুক।
03/11/2019

অভিনন্দন টিম বাংলাদেশ। দুর্দান্ত পারফর্মেন্স। সাফল্যের ধারা অব্যাহত থাকুক।


🇲🇾🇲🇾🇲🇾সামর্থ্যের ভিতরে আর্ন্তজাতিক ডিগ্রি!!!পড়াশুনা করুন মালেয়শিয়াতে!!!🇲🇾🇲🇾🇲🇾---------------------------------------HSC ...
03/10/2019

🇲🇾🇲🇾🇲🇾সামর্থ্যের ভিতরে আর্ন্তজাতিক ডিগ্রি!!!
পড়াশুনা করুন মালেয়শিয়াতে!!!🇲🇾🇲🇾🇲🇾
---------------------------------------
HSC এর পর ব্যাচেলর করুন,

📚Study Levels📚
---------------------------------------
🔳Diploma/Foundation, after SSC
🔳Bachelor, after HSC
🔳Masters, after Bachelor,
🔳PhD, after Masters
---------------------------------------
---------------------------------------
✈কেন মালেয়শিয়া?✈
---------------------------------------
✅ সহজে মানানসই আবহাওয়া ও কালচার
✅ বিশ্বের শীর্ষ ১০ স্টাডি ডেস্টিনেশনের একটি
✅ টিউশন ফি ও লিভিং এক্সপেন্স কম
✅ ডুয়েল ডিগ্রি করার সুবিধা
✅ অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ইউরোপে ক্রেডিট ট্রান্সফারের
সুযোগ
✅ পড়াশুনা শেষে চাকুরির সুযোগ
✅ ১০০% ভিসা
✅ কোন ব্যাংক সলভেন্সি দেখাতে হয়না
---------------------------------------
আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

TR. Travelogy.BD
🏛House 33 , Road-9, Block D, Mirpur-1, Dhaka-1216 Bangladesh.
Mobile:📱01919799505/01786243812
Email: 📧 contact- [email protected]

01/10/2019

Opening ceremony of our agency Alhamdulillah for everything ❤

Opening ceremony of our agency  Alhamdulillah for everything ❤
01/10/2019

Opening ceremony of our agency Alhamdulillah for everything ❤

Grand Opening TR.Travelogy.BD YOU ARE INVITED :)
25/09/2019

Grand Opening TR.Travelogy.BD YOU ARE INVITED :)

Address

Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801786243812

Website

Alerts

Be the first to know and let us send you an email when TR.Travelogy.BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TR.Travelogy.BD:

Videos

Share

Category

Nearby travel agencies