Al-Aziz International Ltd. RL 1618

Al-Aziz International Ltd. RL 1618 A Reliable House of Saudi Arabia, Qatar, Singapore, Malaysia with worldwide Work, Visit, Tourist &
(2)

08/06/2023
সৌদি আরবে হাউজ ড্রাইভার নিয়োগ।বেতন ১০০০ রিয়াল।থাকা খাওয়া কফিলের।বয়স ৩৫ এর নিচে হলে ভালো।অবশ্যই লাইসেন্স থাকতে হবে।হা...
10/03/2023

সৌদি আরবে হাউজ ড্রাইভার নিয়োগ।
বেতন ১০০০ রিয়াল।
থাকা খাওয়া কফিলের।
বয়স ৩৫ এর নিচে হলে ভালো।
অবশ্যই লাইসেন্স থাকতে হবে।
হাদিয়া ২৫০।

নোট: কফিল দাম্মাম এর ট্রাফিক বিভাগের হেড। কফিলের ফ্যামিলি রিয়াদ থাকে, ড্রাইভারকে কফিলের সাথে দাম্মামে ডিউটি করতে হবে।
যোগাযোগ: 01911593080

23/01/2023

সৌদি আরবে কাঠ মিস্ত্রি জরুরী নিয়োগ৷
পদঃ কাঠ মিস্ত্রি ৷
বয়স সীমাঃ ২১- ৩৭ বছর৷
বেসিক বেতনঃ ১৫০০ রিয়াল৷
ডিউটি: ১০ ঘন্টা৷
খাওয়াঃ নিজের৷
থাকাঃ কোম্পানী৷
কন্ট্রাক্টঃ ২ বছর (নবায়নযোগ্য)৷
কাজের স্থান : মক্কা ৷
প্রার্থীকে অবশ্যই দক্ষ মিস্ত্রি হতে হবে এবং আধুনিক কাঠমিস্ত্রির মেশিন সমূহ চালানোর অভিজ্ঞ থাকতে হবে।
হটলাইনঃ ০১৯১১-৫৯৩০৮০

সউদী আরবে স্বনামধন্য গোল্ডেন টিউলিপ হোটেলে কাজের সুযোগঃ-পদ:  হাউজ কিপিং কর্মঘন্টা: ৯ ঘন্টাবেসিক বেতনঃ ১০০০ রিয়ালখাওয়াঃ ...
15/11/2022

সউদী আরবে স্বনামধন্য গোল্ডেন টিউলিপ হোটেলে কাজের সুযোগঃ-

পদ: হাউজ কিপিং

কর্মঘন্টা: ৯ ঘন্টা
বেসিক বেতনঃ ১০০০ রিয়াল
খাওয়াঃ ২০০ রিয়াল
ওভারটাইম : আছে
থাকাঃ কোম্পানী
চুক্তি মেয়াদ : ২ বছর (নবায়নযোগ্য )

# কমপক্ষে এস এস সি পাশ হতে হবে।

# ইংরেজি বলা ও পড়াস্মার্ট ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।

হটলাইনঃ 01911593080

প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য সরকারীভাবে স্বল্প খরছে আবাসিক হোটেলের ব্যবস্থা।
14/11/2022

প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য সরকারীভাবে স্বল্প খরছে আবাসিক হোটেলের ব্যবস্থা।

আল  আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার আর এল ১৬১৮ । এখানে সৌদি আরব , ওমান , ...
04/11/2022

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার আর এল ১৬১৮ ।

এখানে সৌদি আরব , ওমান , কাতার , বাহারাইন , মালয়েশিয়া , দুবাই সহ সকল দেশের ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার করা হয়।

সকল প্রকার অভ্যন্তরীণ এয়ার টিকিট ও আন্তর্জাতিক টিকেট করা হয় ।

বিশেষ করে সৌদি আরব এর সকল ভিসার প্রসেসিং করা হয়।

আমেল মন্জিল/ হাউস ড্রাইভার/আমেল/মোয়াসাসা/ খাদ্দামা ও জিয়ারা ভিসার কাজ করা হয়।

আমাদের অফিসের নামে ওকালা করুন।

العزيز إنترناشيونال ليميتيد، رقم الترخيص ار ال ١٦١٨

Al-aziz international ltd. RL 1618

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
02/05/2022

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

يسرني وأنتم تستقبلون بشائر عيد الفطر المبارك أن أهنئكم بتمامِ شهرِ الصيام والقيام، جعلنا الله وإيَّاكم مقبولين بكرمه، مش...
02/05/2022

يسرني وأنتم تستقبلون بشائر عيد الفطر المبارك أن أهنئكم بتمامِ شهرِ الصيام والقيام، جعلنا الله وإيَّاكم مقبولين بكرمه، مشمولين بعفوه، فائزين برضاه، عُتقاء من ناره، وارثين لأعلى جنّاته.

ولكم منِّي أسْمَى آيات التَّهاني والتبريكات وأطيب اﻷمانِي بعيد الفطر السعيد.
وكل عام أنتم بخير

অভিবাসী কর্মীরা আগামী সোমবারের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। কাল থেকে সারাদেশে ৫৪ টি BMET DEMO কে...
01/07/2021

অভিবাসী কর্মীরা আগামী সোমবারের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

কাল থেকে সারাদেশে ৫৪ টি BMET DEMO কেন্দ্রে রেজিষ্ট্রেশন করা যাবে।

এন আই ডি না থাকলে পাসপোর্টে ও নিবন্ধন চলবে।

বিষয়টি সকল অভিবাসী কর্মীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

শোক সংবাদ************আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সম্মানিত পরিচালক জনাব রবিউল ইসলাম সাহেবের সম্মানিতা আম্মাজান কিছু...
08/04/2021

শোক সংবাদ
************

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সম্মানিত পরিচালক জনাব রবিউল ইসলাম সাহেবের সম্মানিতা আম্মাজান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস এর আলা মাকাম দান করুক।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।যোগাযোগ0181756525301977565253
12/10/2020

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।

যোগাযোগ
01817565253
01977565253

সৌদি ফেরত যেসব যাত্রী ভাইরা ইকামা ও ছৃটি শেষ হয়েছে আপনাদের ভিসার ও আকামার মেয়াদ বৃদ্ধির জন্য আমাদের অফিসে শুধুমাত্র পাস...
08/10/2020

সৌদি ফেরত যেসব যাত্রী ভাইরা ইকামা ও ছৃটি শেষ হয়েছে আপনাদের ভিসার ও আকামার মেয়াদ বৃদ্ধির জন্য আমাদের অফিসে শুধুমাত্র পাসপোর্ট ও ছুটির কাগজটি নিয়ে যোগাযোগ করুন। কপিলের কাগজ ও আকামার মেয়াদের দরকার নেই।

যোগাযোগ করুন

বিজ্ঞপ্তিপ্রিয় বাহরাইন প্রবাসী,সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্...
23/08/2020

বিজ্ঞপ্তি

প্রিয় বাহরাইন প্রবাসী,

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যেসকল বাংলাদেশী কর্মীগণ ছুটিতে দেশে যাওয়ার পর বিমান চলাচল বন্ধ থাকায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে দেশে আটকা পড়েছেন, তাদের বিষয়ে দূতাবাস বরাবরই অবহিত আছে। বাহরাইনে করোনা ভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। প্রতিদিন ৩৫০-৫০০ ব্যক্তি আক্রান্ত হচ্ছেন বলে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়-এর অফিসিয়াল নিউজ পোর্টালে জানানো হচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপিনসহ বাহরাইনে অবস্থিত অন্যান্য দেশের প্রবাসী কর্মীগণ ছুটিতে থাকা অবস্থায় যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সকলেই একই পরিস্থিতিতে রয়েছেন। মান্যবর রাষ্ট্রদূত আটকে পড়া কর্মীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ব্যক্তিগতভাবে এবং পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে দূতাবাস বরাবরই বাহরাইন সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে যা চলমান রয়েছে। বাহরাইনের মহামান্য ক্রাউন প্রিন্স-এর নেতৃত্বে করোনা মোকাবেলায় গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সময়ে সময়ে এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। বাহরাইন সরকার করোনা ভাইরাস পরিস্থিতির আলোকে ক্ষতিগ্রস্থ প্রবাসী কর্মীদের বিষয়ে সর্বদা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আসছে। তাই সকলকে ধৈর্য ধারণ করতে অনুরোধ করা যাচ্ছে।

দূতাবাস অবহিত আছে যে, এখনো গালফ এয়ার, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাইসহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় এবং যাতায়াতের একমাত্র বিমান হিসেবে এমিরেটস এয়ারলাইন্স-এর টিকেট অপর্যাপ্ত ও চড়া মূল্যের হওয়ায় ইতিমধ্যে অনেক বৈধ ভিসাধারি বাংলাদেশী কর্মীগণ নিজ কর্মস্থল বাহরাইনে ফিরতে পারছেন না। যার ফলে, দিনদিন বৈধ কর্মীদেরও অবৈধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মান্যবর রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনায় নিয়ে বৈধ ভিসাধারিদের-কে সহনীয় মূল্যে বিমান টিকেট ক্রয় করে বাহরাইনে ফিরে আসার লক্ষ্যে সম্ভাব্য ১০-১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ সময়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বাহরাইন সরকারের নিকট অনুমোদন চেয়েছেন। বাংলাদেশে অবস্থানকারী বৈধ ভিসাধারি কর্মীগণ যারা বিশেষ বিমানে বাহরাইনে ফিরতে আগ্রহী এবং যাদের ভিসার মেয়াদ ০৯ সেপ্টেম্বর ২০২০ থেকে ৩০ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত রয়েছে, তাদেরকে দূতাবাসের নিম্নবর্ণিত অনলাইন পোর্টালে (আগামী ২৬ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে) চাহিত তথ্যাদি পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনলাইন পোর্টাল লিঙ্কঃ https://forms.gle/FSxdYuJVt6KPqTgJA

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অনুমোদন পাওয়া গেলেই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। সেক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ দ্রুত উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনার সুনির্দিষ্ট তারিখ, সময় ও টিকেটের মূল্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

২। একই সাথে স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরী প্রয়োজনে অনেক কর্মী দেশে ফিরতে চাচ্ছেন। কিন্তু গালফ এয়ারসহ অন্যান্য এয়ারলাইন্স-এর ফ্লাইট বন্ধ থাকায় এবং এমিরেটস এয়ারলাইন্স-এর টিকিট অপর্যাপ্ত ও চড়া মূল্যের হওয়ায় তারা দেশে ফিরতে পারছেন না। মান্যবর রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ বিমানে বাংলাদেশে ফিরতে আগ্রহী কর্মীদের দূতাবাসের নিম্নবর্ণিত অনলাইন পোর্টালে (আগামী ২৬ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে) চাহিত তথ্যাদি পূরণ করার মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।

অনলাইন পোর্টাল লিঙ্কঃ https://forms.gle/GWygQV4zC2JtHGrSA

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অনুমোদন পাওয়া গেলেই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণে যারা বাংলাদেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনার সুনির্দিষ্ট তারিখ, সময় ও টিকেটের মূল্য পরবর্তীতে জানানো হবে।

🇧🇩✈🇦🇪 বিশেষ সতর্কবার্তা 🇧🇩✈🇦🇪সংযুক্ত আরব আমিরাতে থেকে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীরা, আপনারা টিকিট বুক করার আগে চেক করে নিন...
17/08/2020

🇧🇩✈🇦🇪 বিশেষ সতর্কবার্তা 🇧🇩✈🇦🇪

সংযুক্ত আরব আমিরাতে থেকে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীরা, আপনারা টিকিট বুক করার আগে চেক করে নিন আপনি আসতে পারবেন কিনা। এটা চেক করা খুব সহজ। আপনি নিজেই পারবেন মোবাইল দিয়ে, আর না পারলে নিজস্ব কাউকে দিয়ে অবশ্যই করিয়ে নিতে হবে। না হলে হয়তো পস্তাতে হবে। ১ম লিংকে ক্লিক করুন https://uaeentry.ica.gov.ae.
এরপর মাত্র ৫টি সহজ ধাপ।
১. প্রথমে আপনার ইউএই আইডি নাম্বার টি দিন
২. আপনার পাসপোর্ট নাম্বার দিন
৩. পাসপোর্ট টাইপ অপশনে ordinary passport অপশনে ক্লিক করুন।
৪. ন্যাশানালিটি বাংলাদেশ দিন।
৫. I'm not a robot অপশনে টিক চিহ্ন দিন এরপর চেক অপশনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন যদি লাল কালিতে লেখা দেখেন
❌ Dear valued customer:
We will considere the possibility of rescheduling your trave date after 60 days in order to preserve your safety, we thank and appreciate your understanding.
এরকম লিখেছে তাহলে কোন ভাবেই আপনি আসতে পারবেন না। যে যত আশ্বাস দিক, আপনার ছুটি ছয় মাসের কম বেশী যত দিনই হোক আপনি আপতত আসতে পারবেন না কিছুদিন অপেক্ষা করতে হবে।
আর যদি লেখা দেখেন সবুজ কালিতে লিখেছে
✅ Dear valued customer:
You fulfil the requirement to enter the country and you can proceed with the completion of your travel procedure, wishing you continued health and wellness.
তখন আপনি আপনার টিকিট বুকিং দিবেন এর আগে নয়।এখন পর্যন্ত এই নিয়ম চালু আছে,কখন এই নিয়ম পরিবর্তন হয় ঠিক নেই।

ওমান প্রবাসীদের ওমান ফিরে যাওয়ার বিষয়ে দূতাবাস থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি।
13/08/2020

ওমান প্রবাসীদের ওমান ফিরে যাওয়ার বিষয়ে দূতাবাস থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি।

সংযুক্ত আরব আমিরাত ফিরে আসা সংক্রান্ত জরুরী আপডেট।
13/08/2020

সংযুক্ত আরব আমিরাত ফিরে আসা সংক্রান্ত জরুরী আপডেট।

 #ব্রেকিং_নিউজঃ আমিরাতে মার্চের ১ তারিখের পর যাদের ভিজিট  ভিসার মেয়ার শেষ হয়েছে তাদের জন্য আরো এক মাস সময় বৃদ্ধি করা হয়ে...
10/08/2020

#ব্রেকিং_নিউজঃ
আমিরাতে মার্চের ১ তারিখের পর যাদের ভিজিট ভিসার মেয়ার শেষ হয়েছে তাদের জন্য আরো এক মাস সময় বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল ১১ আগস্ট থেকে আগামী ৩০ দিনের মধ্যে তাদেরকে আমিরাত ত্যাগ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় আপাতত বিভিন্ন শহরে গিয়ে সরেজমিন গ্রাহককে সরাসরি   পাসপোর্ট রি ইস...
04/08/2020

বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় আপাতত বিভিন্ন শহরে গিয়ে সরেজমিন গ্রাহককে সরাসরি পাসপোর্ট রি ইস্যুর আবেদন গ্রহণ ও আগে জমা দেয়া পাসপোর্ট সমূহ বিতরণের সেবা প্রদান সম্ভব হচ্ছেনা।

ইতিপূর্বে রি ইস্যুর জন্য জমা দেয়া আবেদনের বিপরীতে পাসপোর্টসমূহ পেতে আপনার নিকটস্থ প্রবাসী সেবা কেন্দ্রে দূতাবাস প্রদত্ত রিসিপ্ট এর কপি জমা দিয়ে আপনার নতুন পাসপোর্ট টি সংগ্রহ করতে পারবেন।

এছাড়া নতুন করে পাসপোর্ট রিইস্যুর জন্য দূতাবাসে আসার প্রয়োজন নেই। সরাসরি নিকটস্থ প্রবাসী সেবাকেন্দ্রে যোগাযোগ করুন। সেবাকেন্দ্রসমূহের ঠিকানা নিচে দেয়া আছে।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র সমূহের তালিকা

Branch-1
Head Office: Dhaka Medical center Road. Near Samchia Market Back Side(Batha). Mobile : 0565557504, 0565557506, 0500069908. Tel: 0112761564 [email protected]
https://goo.gl/maps/UCHjeRjxEvfhxZMT6
qr11

Riyadh Branch-2
Umm Al Hamam Branch
Oroba Road, Near King Khaled Hospital (Eye Specialist)
Back side: Meed Bakala.
Mob: 0543230599
https://goo.gl/maps/mWNVQkVFurW2hfsL6
qr12

Riyadh Branch-3
New Sanaya industrial area
0509412196, 0557473695
abul kalam (liton)
https://goo.gl/maps/RXcDgVGbLriN6JxA8
qr13

Al Khobar Branch-1
AL-Thoqbah,Madina street, Cross 16-17, Khobar, Dammam -KSA.
Mobile: 0508885897
Tel. 0138991820
https://goo.gl/maps/DZMXyK3FgeJ3dR5v7
qr1

Al Ahsa Branch
Above The Saudi Post office . In front of Al fawares Mall, Road- Abu Bakr Siddiq road, East side of Al Ahsa municipality.
Mobile -050 222 5698
https://goo.gl/maps/PrPqMZkk2oh3wcaw7
qr2

Al Khobar Branch-2
Daren road, Infront of Al Yousuf Mosque. Sobekha.
Mobile- 0508126665, 0502841095
https://goo.gl/maps/M3khu25CdmLkwZea6
qr3

Jubail Branch
King Abdul Aziz Road, beside Jubail Centre Elite Tower Hotel
Email: [email protected]
Mobile : 0 50 238 8874
https://goo.gl/maps/NJGC7GZibd8PXmJJ8
qr4

Hafar Al Batten Branch
Azizia Sahara Market
Hafar Al Batten
0508052226
https://goo.gl/maps/wQZyseCjkt4HpMSV9
qr5

Hail Branch
Abdul Aziz Street, Bengali market, Al- Baiud Building. Mobile-0503911156
https://goo.gl/maps/zuD2YAnTX3vifjAYA
qr6

Afif Branch
Opposite of Afif General Hospital Main Gate
Ziabi Building +966538500046
AFIF
https://goo.gl/maps/Shz9AA8tNDqN3FMT6
qr7

Arar Branch
Al Mahlab bin abi Sufrah street , Al Muhammadiah ARAR +966508057778
https://goo.gl/maps/sbQPri2jZrV3vrk27
qr8

Buraidah Branch
Bangla Market, Khobib Main Road,
Old Al rajhi Travels, Al Qassim
https://goo.gl/maps/HaYJdtbNdPnbwo747
imgqr27

Dammam Branch
Opposite side of Safa Medical Center , Seiko Market, Dammam, KSA.
Mobile – 0583607220
https://goo.gl/maps/XmCYqS5cvR2UV7K49
index_clip_image028

পাসপোর্ট ও ভিসা উইং, বাংলাদেশ দূতাবাস- রিয়াদ।

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।
29/07/2020

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

‪গতকালের ঘোষণার ধারাবাহিকায় সৌদি জাওয়াযাত আরো জানিয়েছে যে এক্সিট রি এন্ট্রি / খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটি...
28/07/2020

‪গতকালের ঘোষণার ধারাবাহিকায় সৌদি জাওয়াযাত আরো জানিয়েছে যে এক্সিট রি এন্ট্রি / খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটিতে দেশে গিয়েছিলেন, এবং দেশে যাওয়ার পর করোনার কারণে আর ফিরে আসতে পারেননি এমনকি এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ অটোমেটিক তিন মাস বৃদ্ধি করে দেয়া হয়েছে । ‬

‪পূর্ব ঘোষণা অনুযায়ী ভিজিট ভিসায় সৌদিআরবে আগতদের ভিসার মেয়াদ ও তিন মাস বৃদ্ধি করে দেয়া হয়েছে। আবশিরে চেক করলে ভিসার মেয়াদ দেখতে পাওয়া যাবে। ‬
‪তাছাড়া ভিজিট ভিসায় কেউ এসে আটকে গেলেও ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সৌদি ত্যাগ করতে পারবেন। ‬

‪এসংক্রান্ত গতকালের পোস্ট দেখুন এই লিংকে: https://www.facebook.com/1510368877/posts/10217524096003519/?d=n‬

‪মামুনুর রশিদ‬
‪বাংলাদেশ দূতাবাস, রিয়াদ‬
‪২৮/৭/২০২০ ‬

‪ #করোনা #ভাইরাস #সৌদি #প্রবাসী #মক্কা #মদীনা #তারাবীহ #উমরাহ #হজ্জ ‬
‪ ‬

এক্সিট রি এন্ট্রি / খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটিতে দেশে গিয়েছিলেন, এবং দেশে যাওয়ার পর করোনার কারণে আর ফিরে...
27/07/2020

এক্সিট রি এন্ট্রি / খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটিতে দেশে গিয়েছিলেন, এবং দেশে যাওয়ার পর করোনার কারণে আর ফিরে আসতে পারেননি এমনকি ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাদের ইকামার মেয়াদ অটোমেটিক তিন মাস বৃদ্ধি করে দেয়া হয়েছে মর্মে সৌদি জাওয়াযাত/ পাসপোর্ট বিভাগ জানিয়েছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ কবে কিভাবে বাড়বে এমন এক প্রশ্নের জবাবে জাওয়াযাতের টুইটার একাউন্ট হতে জানানো হয়েছে যে অটোমেটিক ভাবে ভিসার মেয়াদ তিন মাস বৃদ্ধির বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

সৌদিতে অবস্থানরতদেরও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে মর্মে অনেক প্রবাসী জানালেও জাওয়াযাতের পক্ষ হতে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ইতোপূর্বে (প্রথম দফায় ) কাদের ইকামার মেয়াদ বাড়বে, কোন সময়ের মধ্যে এক্সপায়ার হওয়া ইকামার মেয়াদ বাড়বে সব কিছুর স্পষ্ট ঘোষণা দেয়া হলেও এবার জাওয়াযাতের পক্ষ হতে এই জাতীয় কোন স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। অনেকে জানতে চান আমার ইকামার মেয়াদ এত তারিখে শেষ হয়েছে বা অত তারিখে শেষ হবে আমার টার মেয়াদ কি বাড়বে? জাওয়াযাতের পক্ষ হতে স্পষ্ট না করায় এসব প্রশ্নের কোন উত্তর দেয়া যায়না।

যাদের ফাইনাল এক্সিট ভিসা ছিল, করোনায় ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেন নি তাদের এক্সিট ভিসার মেয়াদ বৃদ্ধি করা ছাড়াই যেতে কোন বাধা নেই। ভিজিট ভিসায় কেউ এসে আটকে গেলেও ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সৌদি ত্যাগ করতে পারবেন।

বর্তমানে সৌদি ও বাংলাদেশের মধ্যে কোন স্বাভাবিক ফ্লাইট চলমান নেই। কিছু স্পেশাল ফ্লাইট চলাচল করেছে শুধু মাত্র অসুস্থ, ভিজিটে এসে আটকে পড়া, উমরায় এসে আটকে পড়া, ছাত্র ও নারীদের দেশে ফেরত যাওয়ার জন্য। কবে স্বাভাবিক ফ্লাইট চলাচল করবে তা এখনো বলা যাচ্ছেনা ।

ইকামা এক্সপায়ার ও হুরুবপ্রাপ্তদের সাধারণ ক্ষমায় দেশে ফিরে যাওয়ার বিষয়ে এখনো কোন খবর নেই।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
#করোনা #ভাইরাস #সৌদি #প্রবাসী #মক্কা #মদীনা

23/07/2020

বাংলাদেশ থেকে কাতার ও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য রেজিস্ট্রেশন।
-----------------------------------------------------------------------.
আপনারা যারা বাংলাদেশ থেকে কাতার ও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিবো।( ইনশাআল্লাহ)।

ডোকুমেন্ট যা যা লাগবে।

১)পাসপোর্ট কপি
২)ভিসার কপি
৩) আই ডি কার্ড কপি
৪) ব্যাক্তিগত ফোন নাম্বার (বিদেশী)
৫) ব্যাক্তিগত ফোন নাম্বার(বাংলাদেশ)

এখন থেকে যেসকল  #ওমান_প্রবাসী দেশে এসে করোনার কারণে আটকেপড়েছেন এবং এমতাবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু পুনরায় ...
23/07/2020

এখন থেকে যেসকল #ওমান_প্রবাসী দেশে এসে করোনার কারণে আটকেপড়েছেন এবং এমতাবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু পুনরায় ওমান ফিরে আসতে চান, তাদের অবশ্যই প্রথমে অনলাইনে ভিসা নবায়ন করতে হবে। দেশটির বিমানবন্দরগুলি পুনরায় চালু হওয়ার পর তারা ওমান ফিরে আসতে পারবেন। বুধবার রয়েল ওমান পুলিশের (আরওপি) এক প্রবীণ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বুধবার (২২-জুলাই) ওমানের জাতীয় গণমাধ্যম #টাইমস_অব_ওমানের এক সংবাদে এই তথ্য নিশ্চিত করে খবর প্রকাশ করেছে। খবরে আরওপি’র বরাত দিয়ে বলাহয়েছে যে, “ভিসা নবায়ন ওমানে তার স্পন্সর (আরবাব) অথবা কোম্পানিকে দিয়ে করাতে হবে। স্পন্সর তার ভিসা নবায়ন করে একটি স্লিপ দিবে প্রবাসীকে। উক্ত স্লিপ এয়ারপোর্টে নিশ্চিত করবে যে তার ভিসা নবায়ন করা হয়েছে।

১ আগস্ট থেকে কাতারে আসতে পারবে বিভিন্ন দেশের কর্মীরা। তবে আসার বিষয়টি বিবেচনা করাহবেকর্মরতদের প্রয়োজনীয়তা এবং মানবিক কার...
23/07/2020

১ আগস্ট থেকে কাতারে আসতে পারবে বিভিন্ন দেশের কর্মীরা। তবে আসার বিষয়টি বিবেচনা করাহবে
কর্মরতদের প্রয়োজনীয়তা এবং মানবিক কারণে যাদের কাতারে আসা প্রয়োজন তার ভিত্তিতে।

বাংলাদেশি প্রবাসী কাতারে কোনো কোম্পানির ভিসায় বা ব্যক্তি ভিসায় কাজ করেন এবং বর্তমানে দেশে আটকা পড়েছেন, তাদের বেলায় কাতারে ফিরে আসার জন্য দুটি শর্ত প্রযোজ্য হবে।

প্রথম শর্ত: কাতার পোর্টাল থেকে রিটার্ন অনুমতির জন্য আবেদন করতে হবে। লিংক: https://portal.www.gov.qa/wps/portal/qsports/home

দ্বিতীয় শর্ত: রিটার্ন পারমিট পাওয়ার পর কাতারে ওই কর্মীর জন্য এক সপ্তাহের হোটেল কোয়ারেন্টিনের খরচ বহন করতে হবে কোম্পানিকে।

কোম্পানির ভিসা এবং ব্যক্তিগত ভিসা (শাখছিয়া ভিসা)- দু ধরণের কর্মীদের জন্যই উপরের দুটি শর্ত প্রযোজ্য। এর পরেই কেবল কাতারে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা।

বিস্তারিত কমেন্ট লিংকে।

21/07/2020

৪ আগস্ট থেকে বিমানের ঢাকা- কুয়েত রুটে সিডিউল ফ্লাইট চলাচল শুরু.
করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন যাবত ঢাকা- কুয়েত রুটে সিডিউল ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও আগামী ৪ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে পুনরায় সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে। আপাতত সপ্তাহে ১ টি ফ্লাইট প্রতি মঙ্গলবার রাত সোয়া ৮ টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা আছে। টিকিটের জন্য বিমানের সেলস অফিসে যোগাযোগ করবেন।

ঢাকা সিটিতে বিদেশগামী যাএীগনের করোনাভাইরাস   পরীক্ষা কেন্দ্রের ঠিকানা। পাসপোর্ট, ভিসার ও টিকিটের ফটোকপি অবশ্যই সাথে আনতে...
20/07/2020

ঢাকা সিটিতে বিদেশগামী যাএীগনের করোনাভাইরাস
পরীক্ষা কেন্দ্রের ঠিকানা।

পাসপোর্ট, ভিসার ও টিকিটের ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

18/07/2020

বিদেশ যেতে করোনা সার্টিফিকেট নেবেন যেভাবে

সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। গত ১২ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছু সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:



১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।



নিম্নে বর্নিত ১৬টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:



১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।

৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।

৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

৫. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।

৬. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।

৭. ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন, ঢাকা।

৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।

৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।

১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।

১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।

১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

18/07/2020

আগামী ২৩জুলাই,২০২০ তারিখ হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক।

১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

৫। নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:

1. (SBMC) Sher E Bangla Medical College, Barisal
2. (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram
3. (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory)
4. (CuMC) Cumilla Medical College, Cumilla
5. (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka
6. (NPML-IPH) Institute of Public Health, Dhaka
7. (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka
8. Narayanganj 300 Bed Hospital, Narayanganj
9. (KMC) Khulna Medical college, Khulna
10. (KuMC) Kustia Medical College, Kustia
11.(MMC) Mymensingh Medical College, Mymensingh
12. (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura
13. (RMC) Rahshahi Medical College, Rajshahi
14. M Abdur Rahim Medical College, Dinajpur
15. (RpMC) Rangpur Medical College, Rangpur
16. (SOMC) Sylhet MAG Osmani Medical College, Sylhet

Bangladesh to Uae যাওয়ার জন্য Regestration-----------------------------------------------------------------------.আপনারা...
14/07/2020

Bangladesh to Uae যাওয়ার জন্য Regestration
-----------------------------------------------------------------------.
আপনারা যারা Uae আসার জন্য Regestration করতে পারছেন না অথবা Regestration Apporoval হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের Free তে করে দিবো।( ইনশাআল্লাহ)।

ডোকুমেন্ট যা যা লাগবে।

১)পাসপোর্ট কপি
২)ভিসার কপি
৩) আই ডি কার্ড কপি(দুবাই)
৪) ব্যাক্তিগত ফোন নাম্বার (দুবাই)
৫) ব্যাক্তিগত ফোন নাম্বার(বাংলাদেশ)

রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের নোটিশ।রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলে...
14/06/2020

রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের নোটিশ।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ জুন ২০২০ (সম্ভাব্য তারিখে)সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ০১ জুলাই ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আটকেপড়া বাংলাদেশীদেরকে নিজ খরচে দেশে ফেরার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform

শর্তাবলীঃ

১। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।রেজিস্ট্রশনকারীদের মধ্য থেকে প্রথম (৪০০ + ৪০০) জনকে দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। এই রেজিস্ট্রেশন কোন ভাবেই আপনার টিকেট বুকিং কিংবা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।

২। বিশেষ বিমান পরিচালনার জন্য সর্বনিম্ন ৪০০ জন করে যাত্রী হতে হবে।

৩। রিয়াদ-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ২৮০০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)-৩৮০০ সৌদি রিয়াল
ব্যাগেজ এলাউন্সঃ
সুলভ শ্রেনী (Economy Class)- মোট ৪০ কেজি (২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ (১টি)
বিজনেস শ্রেনী (Business Class)- মোট ৫০ কেজি(২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ(১টি)

৪। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ৩০৩০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)- ৪০৩০ সৌদি রিয়াল

৫। বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন
শুধু তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন।

৬। রেজিস্ট্রেশনকৃতগণ অগ্রতার ভিত্তিতে দূতাবাস থেকে ফোন পাওয়া সাপেক্ষে বাংলাদেশ বিমানের
নির্দিষ্ট অফিস থেকে টিকেট ক্রয় করতে হবে।

৭। করোনায় আক্রান্ত নন/কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত
সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায়
অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত
সংগনিরোধ (Quarantine) সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে
মাস্ক, হ্যান্ড গ্লোভস পরিধান ও স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে।

৮। যে কোন জরুরী প্রয়োজনে কোন কারণপ্রদর্শণ ব্যাতীত কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন/ ফ্লাইট বাতিল
করতে পারবে।

৯। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-


ক। তথ্য(রিয়াদ)

মো. আমিনুল হক ভূইয়া
রিজিওনাল ম্যানেজার, রিয়াদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
ই-মেইলঃ [email protected]
ফোনঃ ০৫০ ৪২৪ ৬৩৫২

খ। টিকেট(রিয়াদ)ঃ
জনাব সোহেল আহমেদ; ফোনঃ ০৫৬ ৯৬৪ ১৮২৪; ই- মেইলঃ [email protected]
জনাব আশফাক আহমেদ; ফোনঃ ০৫৬ ৫৬৪ ৪৬৭১; ই-মেইলঃ [email protected]

গ। তথ্য (জেদ্দা)ঃ
জনাব সাদেকুল ইসলাম (রনি)
ফোনঃ ০৫৫ ৮৮৭ ২৫৮০

ঘ। টিকেট(জেদ্দা)ঃ
আল-নাখীল সেন্টার
মদিনা রোড, পোস্ট আফিস বক্স ১৩৫৪১
জেদ্দা ২১৪১৪
ফোনঃ ৬৬৫৩০২৩, ৬৬৫২৯৪৮
মোবাইল ঃ ০৫০ ৫৬১ ৮২১৩

রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটেরনোটিশরিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটে...
12/06/2020

রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের

নোটিশ
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ জুন ২০২০ (সম্ভাব্য তারিখে)সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ০১ জুলাই ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আটকেপড়া বাংলাদেশীদেরকে নিজ খরচে দেশে ফেরার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform
শর্তাবলীঃ
১। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।রেজিস্ট্রশনকারীদের মধ্য থেকে প্রথম (৪০০ + ৪০০) জনকে দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। এই রেজিস্ট্রেশন কোন ভাবেই আপনার টিকেট বুকিং কিংবা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।

২। বিশেষ বিমান পরিচালনার জন্য সর্বনিম্ন ৪০০ জন করে যাত্রী হতে হবে।

৩। রিয়াদ-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ২৮০০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)-৩৮০০ সৌদি রিয়াল
ব্যাগেজ এলাউন্সঃ
সুলভ শ্রেনী (Economy Class)- মোট ৪০ কেজি (২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ (১টি)
বিজনেস শ্রেনী (Business Class)- মোট ৫০ কেজি(২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ(১টি)

৪। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ৩০৩০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)- ৪০৩০ সৌদি রিয়াল

৫। বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন
শুধু তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন।

৬। রেজিস্ট্রেশনকৃতগণ অগ্রতার ভিত্তিতে দূতাবাস থেকে ফোন পাওয়া সাপেক্ষে বাংলাদেশ বিমানের
নির্দিষ্ট অফিস থেকে টিকেট ক্রয় করতে হবে।

৭। করোনায় আক্রান্ত নন/কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত
সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায়
অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত
সংগনিরোধ (Quarantine) সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে
মাস্ক, হ্যান্ড গ্লোভস পরিধান ও স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে।

৮। যে কোন জরুরী প্রয়োজনে কোন কারণপ্রদর্শণ ব্যাতীত কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন/ ফ্লাইট বাতিল
করতে পারবে।

৯। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-


ক। তথ্য(রিয়াদ)

মো. আমিনুল হক ভূইয়া
রিজিওনাল ম্যানেজার, রিয়াদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
ই-মেইলঃ [email protected]
ফোনঃ ০৫০ ৪২৪ ৬৩৫২

খ। টিকেট(রিয়াদ)ঃ
জনাব সোহেল আহমেদ; ফোনঃ ০৫৬ ৯৬৪ ১৮২৪; ই- মেইলঃ [email protected]
জনাব আশফাক আহমেদ; ফোনঃ ০৫৬ ৫৬৪ ৪৬৭১; ই-মেইলঃ [email protected]

গ। তথ্য (জেদ্দা)ঃ
জনাব সাদেকুল ইসলাম (রনি)
ফোনঃ ০৫৫ ৮৮৭ ২৫৮০

ঘ। টিকেট(জেদ্দা)ঃ
আল-নাখীল সেন্টার
মদিনা রোড, পোস্ট আফিস বক্স ১৩৫৪১
জেদ্দা ২১৪১৪
ফোনঃ ৬৬৫৩০২৩, ৬৬৫২৯৪৮
মোবাইল ঃ ০৫০ ৫৬১ ৮২১৩

১লা জুন থেকে চালু হচ্ছে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট।আজই আপনার গন্তব্যের এয়ার টিকেট বুক করে নিন।ফোনঃ 01818514535প্রাথমিকভাবে ...
29/05/2020

১লা জুন থেকে চালু হচ্ছে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট।

আজই আপনার গন্তব্যের এয়ার টিকেট বুক করে নিন।

ফোনঃ 01818514535

প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে।

আন্তর্জাতিক ফ্লাইটের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আমাদের পেইজের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ।

আপডেট পেতে আমাদের পেজে লাইক দিন।

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা
24/05/2020

আল আজিজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা

সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে করোনা ভাইরাসের  কারনে যেতে পারেন নি বা করোনার কারনে ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা ...
15/05/2020

সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে করোনা ভাইরাসের কারনে যেতে পারেন নি বা করোনার কারনে ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা বৈধ আবাসিক ভিসাধারী বাংলাদেশি নাগরিক তারা আবার দুবাই প্রবেশ করতে পারবেন। তার জন্য একটা নিদিষ্ট ফরমে ফেডারেল সরকারের কাছে আবেদন করতে বলেছে দেশটির সরকার।

যারা আরব আমিরাতে অবস্থান করছেন তারা ভিসা ট্রান্সফার করতে পারবেন, এমনকি ভিজিট ভিসায় যারা বর্তমানে অবস্থান করছেন তারাও ভি...
14/05/2020

যারা আরব আমিরাতে অবস্থান করছেন তারা ভিসা ট্রান্সফার করতে পারবেন, এমনকি ভিজিট ভিসায় যারা বর্তমানে অবস্থান করছেন তারাও ভিসা লাগাতে পারবেন।

সবার জন্য অনুরোধ বা পরামর্শ থাকবে ভিসা লাগানোর আগে যেখানে ভিসা লাগাবে ভালভাবে খুঁজ খবর নিয়ে তারপর লাগাবেন।

Address

Road #95House#01Suit#3/APalladium Market (3rd Floor)
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911593080

Alerts

Be the first to know and let us send you an email when Al-Aziz International Ltd. RL 1618 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Aziz International Ltd. RL 1618:

Videos

Share

Category