Bismillah Hajj Travels

Bismillah Hajj Travels Dear Sir,
Please Like Our Page For All Travel Solution Like Hajj,Umrah,Air Ticket-Domestic and International ,Package Tour Specialist.Thanks
(1)

এক নজরে হজ্ব ও ওমরাহ্

হজ্জের ফরজ ৩টি
১। ইহরাম বাধা ২। উ'কুফে আ'রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) ৩। তাওয়াফুয্ যিয়ারাত

হজ্জের ওয়াজিব ৬টি
(১) 'সাফা ও মারওয়া' পাহাড় দ্বয়ের মাঝে ৭ বার সায়ী করা।
(২) অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ্জ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত একমুহুর্তের জন্য
হলেও অবস্থান করা।
(৩) মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিপে করা।
(৪) 'হজ্জে তামাত্তু' ও 'কি্বরান' কারীগণ 'হ

জ্জ' সমাপনের জন্য দমে শোকর করা।
(৫) এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা।
(৬) মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাওয়াফ করা।
এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।

ওমরাহর ফরজ, ওয়াজিব
দুইটি ফরজ: (১) ইহরাম পরিধান করা (২) তাওয়াফ
দুইটি ওয়াজিব: (১) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সায়ী করা (২) মাথার চুল
মুন্ডানো বা ছাটা।

তালবিয়া
''লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি'মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক।"
অর্থ: আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার।
আপনার কোন অংশীদার নেই।

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ
(১) সেলাইযুক্ত যে কোন কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ সেন্ডেলের ব্যবহার করা।
(২) মস্তক ও মুখমন্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা,
(৩) পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা।
(৪) চুলকাটা বা ছিড়ে ফেলা,
(৫) নখকাটা,
(৬) ঘ্রানযুক্ত তৈল বা আতর লাগানো।
(৭) স্ত্রীর সঙ্গে সংগম করা।
(৮) যৌন উত্তেজনামূলক কোন আচরণ বা কোন কথা বলা।
(৯) শিকার করা।
(১০) ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা।
(১১) চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা, যাতে ছিড়ার আশংকা থাকে।
(১২) শরীরে সাবান লাগানো।
(১৩) উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা।
(১৪) কোন গুনাহের কাজ করা, ইত্যাদি।

হজ্জের প্রকার ও নিয়তসমূহ

প্রথম প্রকার হজ্জে ইফরাদ
বর্ণনা: ওমরাহ্ ব্যতিত শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধা এবং হজ্জের সাথে ওমরাহকে না মিলানো। (বদলী হজ্জের জন্যও এই হজ্জ)।
নিয়্যাত: আল্লাহুমা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসছির হুলিওয়াতা কাব্বালহুমিনি্ন। (বাংলা নিয়ত- আল্লাহ আমি ইফরাদ হজ্জের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাধলাম। তা সহজ করে দিন ও কবুল করে নিন)।

দ্বিতীয় প্রকার হজ্জে কি্বরান
বর্ণনা: একত্রে একই স্থান থেকে হজ্জ ও ওমরার নিয়্যাত করে হজ্জের সাথে ওমরাহকে মিলানো এবং একই ইহ্রামে উভয়টি আদায় করা।
নিয়্যাত: আল্লাহুমা ইন্নী উরীদুল উ'মরাতা ফায়াচ্ছির লী-ওয়াতাক্াব্বাল মিন্নী। বাংলা নিয়ত- হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে হজ্জে কি্বরানের জন্য ইহরাম বাধলাম তা সহজ করে দিন ও কবুল করে নিন।

তৃতীয় প্রকার হজ্জে তামাত্তু
বর্ণনা: একই সফরে পৃথক পৃথক ভাবে 'ইহরাম' পরিধান করে 'হজ্জ ও ওমরাহ' আদায় করা। প্রথম ইহ্রামে ওমরাহর নিয়্যাত করে তা পালন শেষে চুল কেটে 'ইহরাম' খুলে হালাল হয়ে দ্বিতীয় বার নতুন করে
হজ্জের নিয়্যাতে ৮ই জিলহজ্জ 'মক্ক শরীফ' থেকে হজ্জের জন্য ইহরাম বাধা। তামাত্তু করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরার নিয়্যাত করে এহরাম বাঁধুন।

শুধু ওমরাহর নিয়্যাত
আল্লাহুমা ইন্নী উরীদুল উম'রাতা ফায়াচ্ছির লী-ওয়াতাক্াব্বাল মিন্নী। বাংলা নিয়ত- হে আল্লাহ আমি ওমরাহ্ পালনের জন্য ইহরাম বাধলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।

শুধু হজ্জের নিয়্যাত
আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াচ্ছিরহু-লী অ-তাকাব্বালহু মিন্নী। বাংলা নিয়ত- হে আল্লাহ আমি পবিত্র হজ্জ পালনের জন্য ইহরাম বেধে নিয়ত করলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।

তাওয়াফের বিবরণ
হাজীদের সর্বপ্রথম কাজই হলো (তামাত্তু ও ক্বেরান কারীগণ) নিজের মালছামানগুছিয়ে রেখে পাকপবিত্র হয়ে মোটেই দেরী না করে 'হারাম শরীফে' হাজিরা দেওয়া এবং 'তাওয়াফ' করা। ওমরাহ এবং হজ্জের
তাওয়াফ ব্যাতিত নফল তাওয়াফ ও করা যায়। যেমন: রাসূল (দঃ), সাহাবা-আওলিয়া, আহ্লে বাইত, মা-বাবা, পীর-উস্তাদ ও অন্যান্য মুরুব্বী বা সন্তানদের স্মরনে বা তাঁদের নামে তাওয়াফ করা।

তাওয়াফের ওয়াজিব সমূহ
(১) শরীর পাক-সাফ রাখা, ওজু করা। মহিলাদের হায়েজ নেফাছ অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই।
(২) ছতর ঢাকা। অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ-নারীর জন্য ফরজ।
(৩) 'হাতীমে কা'বার' বাইরে থেকে 'তাওয়াফ' করা।
(৪) পায়ে হেঁটে 'তাওয়াফ' করা। অম ব্যক্তি খাটিয়ার মাধ্যমে 'তাওয়াফ' করতে পারেন।
(৫) 'হাজ্রে আস্ওয়াদ' থেকে শুরু করে ডানদিক দিয়ে 'তাওয়াফ' শুরু করা।
(৬) এক নাগাড়ে বিরতিহীন ভাবে 'সাতবার চক্কর' দিয়ে 'তাওয়াফ' পূর্ণ করা।
(৭) 'সাত চক্করে' এক 'তাওয়াফ', এটা পূর্ণ হলেই 'তাওয়াফের' নামাজ পড়া।

তাওয়াফের সুন্নত কার্যাবলী
(১) 'তাওয়াফে'র শুরুতে 'হাজারে আসওয়াদ' এর দিকে মুখ করা।
(২) সম্ভব হলে 'হাজ্রে আস্ওয়াদ' চুম্বন করা। নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা, এবং মুখে
'বিসমিল্লাহি আল্লাহু আক্বার ওয়ালিল্লাহিল হ্ামদ' বলা।
(৩) 'হা্জ্রে অস্ওয়াদ' বরাবর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা'র ন্যায় উভয় হাত সিনা পর্যন্ত উঠান।
(৪) যে 'তাওয়াফে'র পরে 'সাঈ' আছে তাতে 'এযতেবা' করা। অর্থাৎ ইহরামের চাদরের (উপরের
অংশের) দুই মাথা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া।
(৫) 'সাঈ' যুক্ত 'তাওয়াফে'র প্রথম তিন চক্করে 'রমল' করা। অথর্াৎ বীরের মত হেলে দুলে জোর ক্বদমে
(একের পর এক পা ফেলে) চলা।
(৬) বাকী চার চক্কর সাধারণ গতিতে (ধীরে ধীরে) সম্পন্ন করা।
(৭) প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করেরও পরে 'হাজ্রে অস্ওয়াদ'কে চুম্বন করা।
সম্ভব না হলে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহে আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ্"দোয়াটি পাঠ
করা এবং ৩ নং নিয়মের ন্যায় দাড়িয়ে ইশারা করে 'তাওয়াফ' শেষ করা।

তাওয়াফের নিয়্যাত
আল্লাহুম্মা ইন্নী উরীদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াচ্ছিরহু-লী, ওয়া তাক্বাব্বাল-হু-মিন্নী, সাবাআ'তা আশ্ওয়াতি্বন লিল্লাহি তায়া'লা। বাংলায় নিয়ত- হে আল্লাহ আমি তাওয়াফ পালনের জন্য নিয়ত করলাম।

সায়ীর নিয়ম
'হজ্জ ও ওমরাহ' ছাড়া নফল 'তাওয়াফে'র কোন সায়ী নাই। কারো নামে ওমরাহ করতে হলেও সায়ী করতে হবে। সায়ী অর্থ দৌড়ানো। এটা 'ছাফা' পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে। ছাফা থেকে মারওয়া।
মারওয়া থেকে ছাফায়। এভাবে সাতবার সায়ীর সময় প্রথম তিন চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়া সুন্নাত (পুরুষদের জন্য)। পরের চার চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে।

সায়ীর সহজ দোয়া
সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা-হাওলা, ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম, রাবি্বগফির ওয়ারহাম ওয়াআনতাল আ-আজ্জুল আকরাম।

সায়ীর কুরআনী দোয়া
'ইন্নাছ্ ছাফা ওয়াল মারওয়াতা মিন্ শাআ'ইরিল্লাহ্ ফামান হাজ্জাল বাইতা আও-ই' তামারা ফালা জুনাহা আ'লাইহি আইয়াত্ত্বাওয়াফা বিহিমা ওমান তাত্বাওয়াআ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আ'লীম।" উপরোক্ত
দুই দোয়া সাতবার চক্করের সময় হাটতে চলতে পড়তে হবে। পরেরটি না পারলে উপরেরটিই যথেষ্ট হবে

31/03/2024

SPECIAL OFFAR APRIL

JAZEERA AIRWASY

J9 DAC JED 06 APR 24 BDT: 35,000 T 3 HR

Air Top
Paltan China Town
13/1,68, Naya Paltan, Dhaka-1000.
01321 153135
01729-797296

24/03/2024
ঢাকা-জেদ্দা42,000/-01321-153135
21/03/2024

ঢাকা-জেদ্দা
42,000/-
01321-153135

21/03/2024

SPECIAL UMRAH GROUP MARCH

EGYPTAIR EGYPTAIR FARE 65,000

24 MAR - DAC-MED T-1H 15M 25 Seat Available
07 APR - JED- DAC T-2H 30M = *46 kilo Baggage

প্রয়োজনীয় তথ্য জানতে এখনি যোগাযোগ করুন
Air Top
Paltan China Town.
13/1,68, Naya Paltan, Dhaka-1000.
01321153135
01321153134

স্পেশাল উমরাহ্ প্যাকেজ ও মিশর ট্যুরঘুরে আসুন মিশর ইতিহাস ও সংস্কৃতির টানে! সেই সাথে আপনার হলিডে আরও স্বাচ্ছন্দ্যময় করে ত...
24/08/2023

স্পেশাল উমরাহ্ প্যাকেজ ও মিশর ট্যুর
ঘুরে আসুন মিশর ইতিহাস ও সংস্কৃতির টানে! সেই সাথে আপনার হলিডে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলুন AirTop-এর সাথে। আপনার পছন্দের প্যাকেজে সেরা ডিল

**ট্যুর এর সময়কালঃ অক্টোবরের ১ম সপ্তাহ্, ট্যুর কন্ফার্ম করতে হবে সেপ্টেম্বেরের ১ম সপ্তোহের মধ্যে**

স্পেশাল উমরাহ্ প্যাকেজ (১০ দিন)
প্যাকেজে অন্তর্ভুক্ত :
উমরাহ ভিসা
এয়ার টিকেট
ট্রান্সপোর্ট
হোটেল
ফুড
দর্শনীয় স্থান ভ্রমণ

মিশর ট্যুর (৩ রাত ৪ দিন)
প্যাকেজে অন্তর্ভুক্ত :
ভিসা
এয়ার টিকেট
ট্রান্সপোর্ট
হোটেল
ফুড
দর্শনীয় স্থান ভ্রমণ

প্যাকেজের সব বিষয়ে জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের কল করুনঃ
+8801729797296
+8801645003254
+8801321153138

অফিসের ঠিকানাঃ
এয়ার টপ,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

🇸🇦 🇸🇦 উমরাহ ভিসা + এয়ার টিকিট 🇸🇦 🇸🇦✅মাত্র ১,২৫,০০০ টাকায় ৩ মাসের উমরাহ ভিসা সাথে থাকছে ৮৫ দিন পর  রিটার্ণ এয়ার টিকিট।✅সৌ...
19/07/2023

🇸🇦 🇸🇦 উমরাহ ভিসা + এয়ার টিকিট 🇸🇦 🇸🇦

✅মাত্র ১,২৫,০০০ টাকায় ৩ মাসের উমরাহ ভিসা সাথে থাকছে ৮৫ দিন পর রিটার্ণ এয়ার টিকিট।

✅সৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের জন্য দারুন অফার।
✅যারা বাংলাদেশে তাদের ফ্যামিলি রেখে সুদুর প্রবাসে অবস্থান করছেন।
✅যারা ফ্যামিলি ভিসা পাচ্ছেন না বা ফ্যামিলি ভিসায় পরিবার নিতে পারছেন না তাদের জন্য বিসমিল্লাহ হজ্জ ট্রাভেলস নিয়ে এলো উমরাহ ভিসা।

বিমান পার্টনারঃ সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ।

*শর্ত প্রযোজ্য।

প্যাকেজের সব বিষয়ে জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের কল করুনঃ
+8801729797296
+8801645003254
+8801321153133

দেশ বিদেশের ভিসা আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/288051283505985/
https://www.facebook.com/groups/271928551725450/

অফিসের ঠিকানাঃ
বিসমিল্লাহ হজ্জ্ব ট্রাভেলস,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

উমরাহ্ ভিসাসৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের জন্য দারুন অফার।যারা বাংলাদেশে তাদের ফ্যামিলি রেখে সুদুর প্রবাসে অব...
19/07/2023

উমরাহ্ ভিসা

সৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের জন্য দারুন অফার।
যারা বাংলাদেশে তাদের ফ্যামিলি রেখে সুদুর প্রবাসে অবস্থান করছেন।

যারা ফ্যামিলি ভিসা পাচ্ছেন না বা ফ্যামিলি ভিসায় পরিবার নিতে পারছেন না তাদের জন্য বিসমিল্লাহ হজ্জ ট্রাভেলস নিয়ে এলো উমরাহ ভিসা।

প্যাকেজের সব বিষয়ে জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের কল করুনঃ
+8801321204391
+8801321153131
+8801321153133

দেশ বিদেশের ভিসা আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/288051283505985/
https://www.facebook.com/groups/271928551725450/
অফিসের ঠিকানাঃ
বিসমিল্লাহ হজ্জ্ব ট্রাভেলস,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

Today we celebrate the tireless efforts and dedication of workers worldwide. On this International Workers' Day, let's c...
30/04/2023

Today we celebrate the tireless efforts and dedication of workers worldwide. On this International Workers' Day, let's continue to fight for better working conditions, fair wages, and equal opportunities for all.

Happy World Pilot Day to all the amazing pilots out there who make our travels safe and comfortable! Your dedication and...
26/04/2023

Happy World Pilot Day to all the amazing pilots out there who make our travels safe and comfortable! Your dedication and skill are truly appreciated. ✈️👨‍✈️👩‍✈️

May Allah accept all our prayers and grant us forgiveness for our faults and make it a memorable Eid Day.Wishing you a H...
21/04/2023

May Allah accept all our prayers and grant us forgiveness for our faults and make it a memorable Eid Day.

Wishing you a Happy Eid Mubarak.

আসছে সবার প্রিয় পহেলা নববর্ষ! সবাই নতুন উষ্ণবাসনে পুরন করুক এবং নতুন সফলতা লক্ষ্য করুক। শুভ নববর্ষ! 🎊🌸🌼
14/04/2023

আসছে সবার প্রিয় পহেলা নববর্ষ! সবাই নতুন উষ্ণবাসনে পুরন করুক এবং নতুন সফলতা লক্ষ্য করুক। শুভ নববর্ষ! 🎊🌸🌼


10/04/2023

রোমানীয়া থেকে হাঙ্গেরী বর্ডার দিয়ে হাঙ্গেরী প্রবেশ নিষিদ্ধ করল বর্ডার পুলিশ। বিস্তারিত কমেন্টে 👇

06/04/2023

প্রতিকেজি মুরগি মিলছে ১০০ টাকায়, ৬ টাকায় ডিম।
বিস্তারিত কমেন্টে 👇

06/04/2023

শাহ আমানত বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১। বিস্তারিত কমেন্টে👇

05/04/2023

মেট্রোরেলে আবারও নিয়োগ, পদ ২৮।
বিস্তারিত কমেন্টে

বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থ সকল দোকান মালিকের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্...
05/04/2023

বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থ সকল দোকান মালিকের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি রয়েছে আমাদের গভীর সমবেদনা ও দোয়া করছি ঈদ মৌসুমে তারা এই অপূরণীয় ক্ষতি যেন তারা কাটিয়ে উঠতে পারেন।
আমরা এও দোয়া করছি সামনের বছরগুলিতে যেন আর এমন ভয়াবহ অগ্নিকান্ড না ঘটে।

04/04/2023

ভিজিট ভিসায় গিয়ে ভি-ক্ষা-বৃত্তি, গ্রে-প্তা-র ৬৭..
বিস্তারিত কমেন্টে।

মুক্ত আকাশে মুক্ত ডানায়, স্বাধীনতা তোমায় মানায়।মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
25/03/2023

মুক্ত আকাশে মুক্ত ডানায়,
স্বাধীনতা তোমায় মানায়।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।




পবিত্র মাহে রমজান মোবারক ২০২৩ 🕋সবাইকে রমজান এর শুভেচ্ছা 🌙রমজান মাস নিঃসন্দেহে অত্যন্ত মর্যাদা ও বরকতের মাস মহান-রব্বুল আ...
23/03/2023

পবিত্র মাহে রমজান মোবারক ২০২৩ 🕋
সবাইকে রমজান এর শুভেচ্ছা 🌙
রমজান মাস নিঃসন্দেহে অত্যন্ত মর্যাদা ও বরকতের মাস মহান-রব্বুল আলামীন আমাদের সকলকে এই মাসের ফজিলত আদায়ের তাওফিক দান করুক আমিন ।





পবিত্র শবে বরাত এর মহিমায় আলোকিত হোক সকলের জীবন
07/03/2023

পবিত্র শবে বরাত এর মহিমায় আলোকিত হোক সকলের জীবন

৭ মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে...
06/03/2023

৭ মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।
১৯৭১ সালে ৭ মার্চ এসেছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে।

পাকিস্তানের চব্বিশ বছরের ইতিহাস ছিলো শোষণ-বঞ্চনার। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কৃত্রিম রাষ্ট্রটি শুরু থেকেই ছিল বাঙালিবৈরি। বাঙালি তার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছে অব্যাহতভাবে। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙ্গালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পরই এটা স্পষ্ট হচ্ছিল যে, পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। তারা নানা কৌশলে কালক্ষেপণ করছিল আর বাঙালির বিরুদ্ধে হামলে পড়ার জন্য সামরিক প্রস্তুতি গ্রহণ করছিল। বঙ্গবন্ধু এসব জানতেন। তাই ৭ মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন।

এই ভাষণটি আজও আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু নেই, কিন্তু তার দিকনির্দেশনা আজও রয়ে গেছে। আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পথ হারানোর ক্ষণে কিংবা দেশবিরোধী শত্রুদের ষড়যন্ত্র আর আস্ফালনে দিশেহারা মুহূর্তে যেন বেজে ওঠে সেই বজ্রকণ্ঠ ‘আমি যদি হুকুম দিবার নাও পারি…!’

#অগ্নিঝরা_মার্চ




11/02/2023

পাসপোর্ট জমা নেওয়া হচ্ছেঃ
যে কোন প্রয়োজনে WhatsApp করুন https://wa.me/+8801321153138
অথবা পেইজে ম্যাসেজ করুন। Air Top Overseas
অফিসের ঠিকানা:
এয়ার টপ ওভরসীজ,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংক
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]

26/01/2023

সর্বনিম্ন মূল্যে উমরাহ্‌ ভিসা পেতে যোগাযোগ করুন।

👉 ওমরাহ্ ভিসা ২০২৩ এর বুকিং চলছে,

প্যাকেজের সব বিষয়ে জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের কল করুনঃ
+8801729 797296
+8801321 153131
+8801321 153133

দেশ বিদেশের ভিসা আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/288051283505985/
https://www.facebook.com/groups/271928551725450/

অফিসের ঠিকানাঃ
বিসমিল্লাহ হজ্জ্ব ট্রাভেলস,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

18/01/2023

উমরাহ্‌ এর ভিসা পাওয়ার আগে ফিঙ্গার প্রিন্ট জমা দিতে গিয়ে এ বছর অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তাদের জন্য এই ভিডিও টি।

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,বন্দিশালার ঐ শিকল ভাঙ্গা। এয়ার টপ এর পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2022

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দিশালার ঐ শিকল ভাঙ্গা।
এয়ার টপ এর পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

শহীদ বুদ্ধিজীবী দিবস এ সকল প্রয়াত বুদ্ধিজীবীদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
14/12/2022

শহীদ বুদ্ধিজীবী দিবস এ সকল প্রয়াত বুদ্ধিজীবীদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার ৯ম ফ্লাইট সম্পন্ন।তোমাদের ৩৫ জনের জন্য শুভ কামনাযেকোন প্রয়োজনে কল করুনঃ 01321153133
12/12/2022

আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার ৯ম ফ্লাইট সম্পন্ন।

তোমাদের ৩৫ জনের জন্য শুভ কামনা

যেকোন প্রয়োজনে কল করুনঃ 01321153133

নতুন বছরের ভোরের সূর্যের সাথে উপভোগ করুন মাউন্ট এভারেস্ট এর মনরম শীতলতা।এখন কোনরকম কোয়ারেন্টিন ছাড়াই ন্যূনতম দুইজন হলেই ...
12/12/2022

নতুন বছরের ভোরের সূর্যের সাথে উপভোগ করুন মাউন্ট এভারেস্ট এর মনরম শীতলতা।

এখন কোনরকম কোয়ারেন্টিন ছাড়াই ন্যূনতম দুইজন হলেই যে কোন দিন ঘুরে আসতে পারছেন আমাদের নেপাল প্যাকেজে।
---------------------------------------------
বিস্তারিত জানতে কথা বলুন আমাদের এক্সপার্টদের সাথে
01321153133, 01321153134

অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন নিচের লিংকে ক্লিক করে।
wa.me/8801321153133
wa.me/8801321153134

এছাড়াও বিভিন্ন দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং ও ভিসা প্রসেস করা হয়।
---------------------------------------------

দেশ বিদেশের ভিসা আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/288051283505985/
https://www.facebook.com/groups/271928551725450/

অফিসের ঠিকানাঃ
এয়ার টপ ওভারসিজ,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

এখন কোনরকম কোয়ারেন্টিন ছাড়াই ন্যূনতম দুইজন হলেই যে কোন দিন ঘুরে আসতে পারছেন আমাদের নেপাল প্যাকেজে।----------------------...
11/12/2022

এখন কোনরকম কোয়ারেন্টিন ছাড়াই ন্যূনতম দুইজন হলেই যে কোন দিন ঘুরে আসতে পারছেন আমাদের নেপাল প্যাকেজে।
---------------------------------------------
বিস্তারিত জানতে কথা বলুন আমাদের এক্সপার্টদের সাথে
01321153133, 01321153134

অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন নিচের লিংকে ক্লিক করে।
wa.me/8801321153133
wa.me/8801321153134

এছাড়াও বিভিন্ন দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং ও ভিসা প্রসেস করা হয়।
---------------------------------------------

দেশ বিদেশের ভিসা আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/288051283505985/
https://www.facebook.com/groups/271928551725450/

অফিসের ঠিকানাঃ
এয়ার টপ ওভারসিজ,
পল্টন চায়না টাউন, লেভেল-১২,
ই-১৩/১, ৬৮, নয়া পল্টন, ঢাকা-১০০০।
লোকেশন ম্যাপ লিংকঃ
https://goo.gl/maps/kEwG3nsTAeB9FjMZ8
E-mail: [email protected]
www.airtopfly.com

Address

VIP Tower (12th Floor), 51/1, VIP Road, Noya Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801729797296

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismillah Hajj Travels:

Videos

Share

Category