Kwik Flight

Kwik Flight Let's collect your moment with Kwik Flight!
(3)

✍️ Biman's flight from Delhi to Kolkata will start from August 22!👉 The opportunity to travel to India by air is opening...
19/08/2021

✍️ Biman's flight from Delhi to Kolkata will start from August 22!

👉 The opportunity to travel to India by air is opening up.
Biman Bangladesh Airlines has announced to operate Flights to Kolkata and Delhi from August 22.

✈️ Dhaka-Delhi-Dhaka route two days a week - Wednesday and Sunday.

✈️ Dhaka-Kolkata-Dhaka route three days a week - Sunday, Tuesday and Thursday.

👉 Book Airline's Tickets at Kwik Flight and get exciting Best Fare with the Country’s Best 24/7 Dedicated Customer Support!

📲 For Any Queries Call Support Team 📞 01683040411 (24/7 Active)

📧 Email: [email protected]

✍️ আকাশপথে বাংলাদেশে প্রবেশের নতুন বিধি-নিষেধ ও নির্দেশনা।১৬ আগষ্ট থেকে কার্যকর এ নির্দেশনা পরবর্তী নির্দেশ জারি না করা ...
18/08/2021

✍️ আকাশপথে বাংলাদেশে প্রবেশের নতুন বিধি-নিষেধ ও নির্দেশনা।

১৬ আগষ্ট থেকে কার্যকর এ নির্দেশনা পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। ১১টি দেশ হলো আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন। তবে এই ১১টি দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদের অবশ্যই বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

১৬টি দেশ থেকে করোনা ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৬টি দেশ হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য। তবে এই ১৬টি দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

২৭টি দেশের বাইরে (১১+১৬=২৭) অন্য কোন দেশ থেকে ভ্যাকসিন না নিয়েও বাংলাদেশে আসা যাবে। তবে যাত্রীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জাহাজের নাবিক বা প্রকৌশলীদের কেউ যদি নিষেধাজ্ঞার আওতাভূক্ত কোন দেশে সাইন অফ করেন, তবে তিনি যথাযথ কাগজপত্র নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রেও নাবিক ও প্রকৌশলীগণকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করা হয়নি।
যে কোন দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও আরটি-পিসিআর টেস্ট পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলেই বাংলাদেশ থেকে বিদেশে কিংবা বিদেশ থেকে বাংলাদেশে আসা যাবে।

১০ বছরের নিচের বয়সীদের করোনা টেষ্ট করার প্রয়োজন নেই।

বাংলাদেশে প্রবেশের জন্য ফ্লাইট ছাড়ার ৭২ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হবে।

Get up to 35% Discount from Qatar Airways on Kwik Flight!Hurry up and Book Tickets now!Discount is applicable on Premium...
23/05/2021

Get up to 35% Discount from Qatar Airways on Kwik Flight!

Hurry up and Book Tickets now!

Discount is applicable on Premium and Economy Class Tickets.

Ticketing Period: Valid till 31st May 2021
Travel Period: Valid till 31st December 2021

Call us: +880 1683040411
Email us: [email protected]

Turkish Airlines is operating flights to New York and Vancouver.Get the best rates when you travelling to America or Can...
23/05/2021

Turkish Airlines is operating flights to New York and Vancouver.

Get the best rates when you travelling to America or Canada!

• Dhaka - New York one way flight starts at BDT 46,450*
• Dhaka - Vancouver one way flight starts at BDT 61,850*

Call us: +880 1683040411
Email us: [email protected]

★ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রাভেল আপডেটঃসিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ...
01/05/2021

★ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রাভেল আপডেটঃ

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করেছে। ০১/০৫/২০২১ তারিখ হতে কার্যকর হওয়া নতুন নির্দেশনা মোতাবেক...

★ ভারত, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, ওমান, ইরান, ব্রাজিলসহ মোট ১২ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১২ টি দেশের তালিকা দেখে নিন)।

★ তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১২ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★ বিশেষভাবে উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷

★ Group B তে আছে মোট ২৬ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত বাহরাইন, কাতার ও কুয়েত হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷

★ Group B তে থাকা তুরস্ক, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, গ্রীস, হাঙ্গেরীসহ বাকি ২৩ টি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷

★ Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

★ Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।

★ Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তি সাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

02/04/2021

🇨🇭 💙 Pure beauty of Sigriswil, Switzerland‼️

👉 বাংলাদেশে আসতে ইচ্ছুক যাত্রীদের যা জানা জরুরী: ★ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুল...
02/04/2021

👉 বাংলাদেশে আসতে ইচ্ছুক যাত্রীদের যা জানা জরুরী:

★ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন সারকুলার জারি করেছে, যা ০৩/০৪/২০২১ তারিখ হতে কার্যকর হবে। এ সারকুলার মোতাবেক একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সকল দেশ হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★ এছাড়াও তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু ও চিলি হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★ এ সারকুলারের আওতায় যে যাত্রীরা বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন, তাদের কোভিড ১৯ ভ্যাক্সিন দেয়া থাকুক বা না থাকুক, তাদেরকে আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বোর্ডিং করতে হবে৷ বাংলাদেশে আসার পরেও সে সনদটি বিমানবন্দরে প্রদর্শন করতে হবে৷

★ বাংলাদেশে আসার পর কোন যাত্রীর মধ্যে কোভিড এর লক্ষণ দেখা গেলে তাকে সরকারী ব্যবস্থাপনায় ১৪ দিনের আইসোলেশনে প্রেরণ করা হবে। কোভিডের লক্ষণ না থাকলে যাত্রীদের কঠোরভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★ যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের সকল দেশ এবং আলাদাভাবে উপরে উল্লিখিত আরও ১২ টি দেশের যাত্রীরা অন্য কোন দেশ ঘুরেও বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন না৷

★ যেসব দেশের যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা তাদের যাত্রাপথে কোন দেশে ট্রানজিট করলে এবং ট্রানজিট এরিয়া হতে একবার বের হলে, আকাশযাত্রা শুরুর পুর্বে তাদের কৃত কোভিড টেস্টটি আর কার্যকর বলে বিবেচিত হবে না৷ সেক্ষেত্রে ঐ ট্রানজিট দেশ থেকে পুনরায় কোভিড টেস্ট করিয়ে ফ্লাইটে উঠতে হবে এবং বাংলাদেশে পৌছে সরকারি ব্যবস্থাপনায় বা সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচায় চারদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর কোভিড টেস্ট করে নেগেটিভ হলে তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। আবারও উল্লেখ্য যে, যেসব দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারা এভাবে আসার সুযোগ পাবেন না৷

30/03/2021

🏝️ The most amazing place to play football in Maldives. ❤️

19/03/2021

This waterfall in Iceland is so peaceful! 🌊

17/03/2021

❤️💙 Beautiful Indonesia 💙❤️
~ Wait for the Reveal ~
- So pure natural -

Cairo was ranked as Africa’s number one travel destination, and among the top 15 destinations in the world in March, bas...
13/03/2021

Cairo was ranked as Africa’s number one travel destination, and among the top 15 destinations in the world in March, based on the US news travel guide classification.

According to the classification, the best times to visit Cairo are in March, April, October and November.

05/03/2021

Magical Land LADAKH! ❤️

02/03/2021

Trek through the rolling hills of for a truly off-the-grid experience. It is also a place in the where you can have your exclusive dream holiday in the solace of nature and ensuring isolation from the usual hubbub of tourist activities. Hope you enjoy this video and do not forget to include Khaptad in your travel bucketlist when you plan your next.

🇱🇰 SRI LANKA REOPENING TOURISM‼️✍️ Sri Lanka is open to visitors from all countries. Foreign travelers will need to acqu...
02/03/2021

🇱🇰 SRI LANKA REOPENING TOURISM‼️

✍️ Sri Lanka is open to visitors from all countries. Foreign travelers will need to acquire a visa, health insurance, and obtain a negative COVID-19 test result 92 hours before their trip.

They will also need to show proof of a booking at a level 1 hotel where they will isolate in a “bio bubble” for at least the first 13 days of their stay. At their hotel, guests will be tested on arrival, on day 5-7 and again on day 14.

Sri Lanka will refuse entry to arrivals from the U.K. and any person who stayed in that territory in the 14 days prior.

👉 To visit Sri Lanka travelers must first obtain a proper visa. During the process they need to purchase local health insurance and show proof of a COVID-19 testing appointment. They will also need to book accommodations in a level 1 hotel.

There is a period of 13-14 days of isolation in the “bio bubbles” the country has designed. During this time visitors cannot interact freely with the locals but they can use their hotels facilities, switch hotels and visit a number of approved tourist attractions within the bubble.

✈️ What is Air Travel Bubble?✍️ Air Travel Bubble, also called travel bridges or corona corridors, do away with that wai...
01/03/2021

✈️ What is Air Travel Bubble?

✍️ Air Travel Bubble, also called travel bridges or corona corridors, do away with that waiting period for a select group of travelers from certain countries where the coronavirus has been contained. In a ‘Air Travel Bubble’ a set of countries agree to open their borders to each other, but keep borders to all other countries closed. So people can move freely within the bubble, but cannot enter from the outside.

👉 How does it work?

Air Travel Bubble do require a certain amount of faith and trust in partner countries and their ability to contain the virus, including widespread testing, contact tracing and effective quarantining.

01/03/2021

Norway is beautiful all year round❗😌

19/02/2021

Get the lifetime experience of exploring around Cox's Bazar in the country's first-ever tourist caravan! While visiting the major tourist spots near Cox's Bazar, the journey through the Marine drive with amazing amenities inside the caravan will simply make your tour a memory to cherish forever‼️

👉 Hopping Destinations:
- Himchori
- Patuartek
- Shamlapur Hill View Beach
- Teknaf Beach
- Sabrang Zero Point

👉 Inclusions:
- All Entry Tickets of Hopping Destinations
- Welcome Breakfast
- Lunch Platter
- Evening Snacks
- Washroom
- Library
- Wi-Fi
- Guide
- Wrist band
- First Aid Kit (In case of emergency)

This is all you need to get an amazing full-day experience at Cox's Bazar!
So, what are you waiting for?

Book Now‼️

Call @ 01683040411
E-mail @ [email protected]

Please be advised that the Government of the Republic of Indonesia has issued new visa & stay permit policy during the n...
16/02/2021

Please be advised that the Government of the Republic of Indonesia has issued new visa & stay permit policy during the new normal situation.

Holders of Temporary Stay Permit (ITAS)/Permanent Stay Permit (ITAP), holders of valid Indonesian eVisa, medical/food/humanitarian aid workers, crew member, and foreign nationals who work at vital strategic projects/vital national objects/national strategic project, are allowed to enter Indonesia.

Those who are allowed to enter Indonesia are required to attach a declaration letter to undertake medical treatment at their own expenses if contracted with the Covid-19.

✍️ Home Quarantine will not be allowed for Muscat passengers.All passengers arriving in Muscat will have to go for manda...
16/02/2021

✍️ Home Quarantine will not be allowed for Muscat passengers.

All passengers arriving in Muscat will have to go for mandatory Institutional/Hotel quarantine with effect from 15th February 2021.

Passengers departing from Dhaka/Chattogram/Sylhet must have a Pre-confirmed Hotel reservation of at least 7 days.

👉 List of approved Hotels:
Kempinski Hotel Al Mouj
City Seasons Hotel Muscat
Wyndham Garden Hotel
Al Murooj Grand Hotel
Al Hail Waves Hotel
Home Station Hotel
Wannasa Hotel
The Grand Millennium
Garden Hotel
Centara Hotel
Al Waha Hotel Apartments
Safeer Hotels and Tourism Company
Mysk Hotel
Grand Inn Hotel
Platinum Hotel Apartments
Hilton Garden Inn
Hormuz Grand Hotel
Park Inn Muscat
Musandam Governorate
Atana Musandam Hotel
Lake Hotel
Dhofar governorate City Hotel
Salalah Royal Hotel suite
Millennium Resort Salalah
Al Buraimi Governorate
Al Salam Grand Hotel & Resort
Al Salam Hotel
Al Jawhara Hotel
Address Hotel Apartments
South Al Batinah Governorate
Millennium Resort Mussanah

👉 Please Note:
Failure to bring fully paid and confirmed hotel voucher will be denied boarding from departure airport.

✍️ Save your time, ease your travel with US Bangla Airlines ❗🎉 Cox’s Bazar Flights are resuming from 01 August 2020❗✈️ F...
28/07/2020

✍️ Save your time, ease your travel with US Bangla Airlines ❗

🎉 Cox’s Bazar Flights are resuming from 01 August 2020❗

✈️ FLY NOW‼️

👉 Book your Tickets by cheap price❗

📲 For Booking please call us: 01683040411

✈️ NOVO AIR Domestic Flight Schedule...📲 Call for Ticket: 01683040411
28/07/2020

✈️ NOVO AIR Domestic Flight Schedule...

📲 Call for Ticket: 01683040411

🌏 বিদেশগামী ব্যক্তিদের করোনা টেস্ট করার নিয়মাবলীঃ✍️ বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাইরে যাওয়ার ...
27/07/2020

🌏 বিদেশগামী ব্যক্তিদের করোনা টেস্ট করার নিয়মাবলীঃ

✍️ বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। এ বিষয়ে আমরা কতোগুলো কমন প্রশ্নের উত্তর দিচ্ছিঃ

১) আমি কবে টেস্ট করাব?
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম,
- মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
- আগামীকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
- পরশুদিন আপনার ফ্লাইট থাকবে। এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাব?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার, মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৩ টি জিনিস।
- আপনার পাসপোর্ট এর ফটোকপি।
- আপনার এয়ার টিকেটের কপি।
- ৩,৫৩৫ টাকা।

৪) কখন টেস্ট করাতে আসব?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাব?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর ২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।

৭) পূর্বে এ্যাপয়েনমেন্ট দিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এ্যাপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে নগদ করতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদের এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয়, যাতে কষ্ট কম হয়।

১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাব?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
- DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
- covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন। যেটাতে আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে Correction রুম আছে। আপনাকে দ্রুত Correction করে দেবে।

১২) আমার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এখন কি করব?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকাটা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৩) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ার টিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে Corona Free Certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৪) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করিয়ে বিদেশ যেতে পারব?
উত্তরঃ না।

১৫) সিরিয়াল কি ভাবে দিব?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

👉 বিঃদ্রঃ নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।

✍️ Civil Aviation Authority of Bangladesh latest update about Passenger carry on Flight...
27/07/2020

✍️ Civil Aviation Authority of Bangladesh latest update about Passenger carry on Flight...

✒ বাংলাদেশে অবস্থানরত বিদেশীদেরও বিদেশে ভ্রমণের জন্য বিমানবন্দরে করোনা সনদ লাগবে।✍️ যে সব বিদেশী নাগরিক ১৪ দিন বা তার বে...
23/07/2020

✒ বাংলাদেশে অবস্থানরত বিদেশীদেরও বিদেশে ভ্রমণের জন্য বিমানবন্দরে করোনা সনদ লাগবে।

✍️ যে সব বিদেশী নাগরিক ১৪ দিন বা তার বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেছেন, বিদেশ ভ্রমণের জন্য তাদেরকেও কভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে। এ সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। বুধবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

✍️ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশী নাগরিকদেরকেও দেশের ১৪টি জেলার সিভিল সার্জন নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে উপস্থিত হয়ে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে৷ তবে দেশী ও বিদেশী নাগরিক উভয়ের ক্ষেত্রেই ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য কভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক নয়৷ এছাড়া বিদেশী নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে করোনা সদন দেয়ার বাধ্যবাধকতার নিয়ম প্রযোজ্য হবে না।




✒ আগামী ২৫ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শু...
22/07/2020

✒ আগামী ২৫ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে।

🟦 সন্মানিত যাত্রীগন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে বিমান টিকেট ক্রয় করতে পারবেন।

📲 টিকেটের জন্য কল করুন: 01683040411





📢 ব্রেকিং নিউজ‼️🔭 দেখা যায়নি পবিত্র জিলহজ মাসের চাঁদ, মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই।🌙 বাংলাদেশে ১ আগষ্ট পবিত্র ঈদ উল আযহা পাল...
22/07/2020

📢 ব্রেকিং নিউজ‼️

🔭 দেখা যায়নি পবিত্র জিলহজ মাসের চাঁদ, মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই।

🌙 বাংলাদেশে ১ আগষ্ট পবিত্র ঈদ উল আযহা পালিত হবে।

🟦 বর্তমান করোনা পরিস্থিতিতে বিমান ভ্রমন সবচেয়ে নিরাপদ।

🎉 প্রিয়জনের সাথে ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য ফুরিয়ে যাওয়ার আগেই নিশ্চিন্তে কেটে ফেলুন আপনার কাংখিত ডমেস্টিক বিমান টিকেট।

✈️ ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার নিয়মিত ডমেস্টিক ফ্লাইট পরিচালনা করছে।

📢 তবে আর দেরি কেনো???

📲 টিকেটের জন্য কল করুন: 01683040411






🇧🇩 ✈️ বিমানে আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি:👉 বাংলাদেশ থেকে যারা আকাশপথে বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কোভিড-১৯...
20/07/2020

🇧🇩 ✈️ বিমানে আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি:
👉 বাংলাদেশ থেকে যারা আকাশপথে বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কোভিড-১৯ সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
👉 এ নিয়ম আগামী ২৩/০৭/২০২০ তারিখ হতে কার্যকর হবে।
👉 সারা দেশের আট বিভাগের মোট ১৬ টি হাসপাতাল/প্রতিষ্ঠান বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে (তালিকা সংযুক্ত)।
👉 উক্ত হাসপাতাল/প্রতিষ্ঠান যে জেলায় অবস্থিত, সে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্থাপিত বুথে নমুনা প্রদান করতে হবে৷ এজন্য সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে৷ এছাড়া নমুনা প্রদানের সময় যাত্রীকে প্লেনের টিকেট ও পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে।
👉 বিদেশ যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
👉 বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪,৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

🐂 ঈদে বাড়ি ফেরার বিমান টিকেটটি হোক নিরাপদ ও আনন্দময় ইউএস-বাংলা এয়ারলাইন্সে❗🎉 বিমান ভাড়া শুরু মাত্র ২,৫০০ টাকা থেকে‼️✈️ ক...
20/07/2020

🐂 ঈদে বাড়ি ফেরার বিমান টিকেটটি হোক নিরাপদ ও আনন্দময় ইউএস-বাংলা এয়ারলাইন্সে❗

🎉 বিমান ভাড়া শুরু মাত্র ২,৫০০ টাকা থেকে‼️

✈️ করোনাকালীন এই সময়ে বাইরে গিয়ে টিকেট কেনার ঝুকি এড়ানোর জন্য নিরাপদে টিকেট সংগ্রহ করুন আমাদের কাছ থেকে।

👉 আমাদের রয়েছে বিকাশে টিকেটের মূল্য পরিশোধের সুবিধা।

👉 ঈদ টিকেটের জন্য যোগাযোগঃ
01683040411

✈️ অভ্যন্তরিন গন্তব্যসমুহ:
১. ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
২. ঢাকা-সিলেট-ঢাকা
৩. ঢাকা-যশোর-ঢাকা
৪. ঢাকা-সৈয়দপুর-ঢাকা
৫. ঢাকা-বরিশাল-ঢাকা
৬. ঢাকা-রাজশাহী-ঢাকা

#কক্সবাজার_রুটে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি যথাসাধ্য চেস্টা করছে ঈদের আগে শুরু করার জন্য।

✈️ আন্তর্জাতিক গন্তব্যসমুহ:
৩১ জুলাই পর্যন্ত চায়না ব্যতীত অন্য সকল রুট বন্ধ আছে। ৩১ জুলাই এ আমরা জানতে পারবো কবে থেকে কোন রুট শুরু হবে।

১. ঢাকা-গুয়ানজু (শনিবার)
গুয়ানজু-ঢাকা (রবিবার)

✍️ দুইটি সুপার ভিসা, যা আপনার পাসপোর্টে থাকলে অর্ধেক পৃথিবীর দরজা খুলে যাবে!✈️ দেশের বাইরে কোথাও ভ্রমণে যাবার জন্য সবচেয়...
17/07/2020

✍️ দুইটি সুপার ভিসা, যা আপনার পাসপোর্টে থাকলে অর্ধেক পৃথিবীর দরজা খুলে যাবে!

✈️ দেশের বাইরে কোথাও ভ্রমণে যাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভিসা। পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং ৯৬ অর্থাৎ শেষ দশের মধ্যে। আমাদের ভিসা ফ্রি এক্সসেস বা ভিসা অন এরাইভাল দেয় ৩৫ টি দেশ আর ই ভিসা নিয়ে যেতে পারবেন ১১ টি দেশে সব মিলে আপনি ৪৬ টি দেশে যেতে পারবেন এভাবে। এই দুর্বল পাসপোর্টকে শক্তিশালী করতে হলে আপনার পাসপোর্টে দুইটা ভিসা থাকলেই হবে, সেঞ্জেন আর আমেরিকান ভিসা। এই দুই ভিসা দিয়ে আপনি আরও ৫০ টির মত দেশে ভিসা ফ্রি এক্সেস পাবেন। আর এই দুই ভিসা পাসপোর্টে থাকলে বাকি দেশগুলোর ভিসা পাবার সম্ভাবনা আরও বেড়ে যায়। যদিও এই দুই ভিসা পাওয়া অনেক কঠিন। তবে একজন সত্যিকারের ভ্রমণকারী কখনই ভিসার জন্য আটকে যাবে না, একটা না একটা পথ বেরুবেই। যারা ওয়ার্ল্ড ট্যুর দিতে চান কিন্তু পাসপোর্ট দুর্বল বলে হতাশ তাদের একটা ধারনা দিতেই এই লেখাটি।

👉 যদি আপনি USA এবং Schengen Visa ম্যানেজ করতে পারেন তবে প্রায় সবমিলে ৯৪ টি দেশ ভ্রমন করতে পারবেন! ভাল ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং সোশ্যাল স্ট্যাটাস থাকলে সহজেই USA এবং Schengen Visa হয়। তাই শুরুতে যেসব দেশে ভিসা লাগে না, অন এরাইভাল এবং ভিসা পাওয়া তুলনামূলক সহজ সেসব দেশ ভ্রমণ করা উচিৎ।

☑️ আর এ বিষয়ে আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য আছে এক্সপার্ট ভিসা সার্ভিস এজেন্সি Blue Express Inc.

👉 For further queries please call:
01683040411


16/07/2020

✍️ In alignment with the decision to resume Flights and allow Citizens and Residents to Travel and welcoming Tourists, the General Civil Aviation Authority of 🇦🇪UAE urges Passengers to follow the steps mentioned in the following clip...

👉 For further queries please call:
01683040411

✍️ An important announcement from Malindo Airlines:👉 Please check the below images for details regarding entry of passen...
16/07/2020

✍️ An important announcement from Malindo Airlines:

👉 Please check the below images for details regarding entry of passengers to Malaysia and also the details on medical tests required.

👉 For further queries please Call:
01683040411

Dear Concern Travelers,Please find below a List of Bangladesh Government Approved  Hospitals/Diagnostic Centers for Covi...
12/07/2020

Dear Concern Travelers,
Please find below a List of Bangladesh Government Approved Hospitals/Diagnostic Centers for Covid -19 Tests.
For more details please Call @ 01683040411

✈️ এমিরেটসে ভ্রমণ করতে হলে লাগবে বাংলাদেশ সরকার অনুমোদিত হাসপাতাল/ল্যাব থেকে ইস্যুকৃত COVID-19 Negative Certificate.ফ্লা...
11/07/2020

✈️ এমিরেটসে ভ্রমণ করতে হলে লাগবে বাংলাদেশ সরকার অনুমোদিত হাসপাতাল/ল্যাব থেকে ইস্যুকৃত COVID-19 Negative Certificate.

ফ্লাইটের পূর্বে ৯৬ ঘন্টার মধ্যে Sample Collection করাতে হবে। সার্টিফিকেটে পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নং (যদি সম্ভব হয়) থাকাটা জরুরী। ✈️

বিস্তারিত জানতে কল করুনঃ ০১৬৮৩০৪০৪১১

🇧🇩বাংলাদেশিদের জন্য আগের তুলনায় ভিসা আবেদন আরো সহজ করলো 🇬🇧ব্রিটেন!বিস্তারিত জানতে কল করুনঃ ০১৬৮৩০৪০৪১১
11/07/2020

🇧🇩বাংলাদেশিদের জন্য আগের তুলনায় ভিসা আবেদন আরো সহজ করলো 🇬🇧ব্রিটেন!
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৬৮৩০৪০৪১১

Address

Mirpur/1
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801683040411

Alerts

Be the first to know and let us send you an email when Kwik Flight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kwik Flight:

Videos

Share

OUR STORY, “Experience The Individual Services.”

“When you walk through the door here at Travel Agency, you immediately notice a difference because that is what we are called to be…different. There is more going on here than just travel arrangements. There is a calmness & peaceful feeling that just makes you want to be here. Blessed is what we are in so many ways.”

“When given the opportunity to open a new Travel Agency in the city, we wanted everyone to see & feel ‘something’ when they came into the office. We wanted it to be a place where people would have a pleasant experience while they are here & a place they would want to come back to again & again…even if just to visit. We think we have done that.”

Nearby travel agencies