BD Tours & Travels

BD Tours & Travels Your trusted companion for wildlife tour, hill tracts expedition and physical treatment arrangement
(2)

https://youtu.be/wJviny898iY
09/06/2020

https://youtu.be/wJviny898iY

I made a plan to explore the hole Hill-tracks on my cb trigger. It is the 5th Episode of this series . In this Epis...

https://youtu.be/YYtn_--6dWo
11/05/2020

https://youtu.be/YYtn_--6dWo

It's the last episode of my Parbotto Tour. Previous part was Thanchi to Alikadam. This part is from Alikadam to Dhaka. I Completed ...

এটা ছিল আমাদের 4th long  বাইক ট্যুর.. 😊Date.. (16.02.2020 - 25.02.2020)😍ঢাকা - খাগড়াছড়ি - সাজেক - খাগড়াছড়ি - রাঙামাট...
24/04/2020

এটা ছিল আমাদের 4th long বাইক ট্যুর.. 😊
Date.. (16.02.2020 - 25.02.2020)
😍ঢাকা - খাগড়াছড়ি - সাজেক - খাগড়াছড়ি - রাঙামাটি - কাপ্তাই - বান্দরবান - রুমা - বগালেক - থানচি - আলীকদম - ঢাকা.. 😍
অনেক বড় ট্যুর ছিল.. ১০ দিনে মোট ১৪১৭ কিলোমিটার বাইক রাইড করা হয়েছিল..

😞Corona পরিস্থিতিতে কিছু পোস্ট করার মানসিকতা ছিল না.. তারপরও Home quarantine এ থেকে আমাদের video গুলো দেখতে পারেন ..😊
সম্পূর্ণ tour এর details video গুলোতে আছে ..
পার্বত্য ট্যুর এর সম্পূর্ণ মজা নিতে আমাদের Youtube চ্যানেলটি ঘুরে আসতে পারেন..
https://www.youtube.com/playlist?list=PLjK9UH09_SQ0zZlfOxBjGxuT-qt5tSWw8

ভুটান ঢুকলেই বাংলাদেশিদের প্রতিদিনের জন্য গুনতে হবে প্রায় ৫৬০০ টাকা।...  পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটান ভ্রমণ...
22/11/2019

ভুটান ঢুকলেই বাংলাদেশিদের প্রতিদিনের জন্য গুনতে হবে প্রায় ৫৬০০ টাকা।...
পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটান ভ্রমণে এতদিন খুব একটা খরচ লাগতো না বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জন্য। এসব দেশের পর্যটকদের জন্য একপ্রকার উন্মুক্তই ছিল ভুটানের দরজা। লাগতো কোনো ভিসা ফি, কোনোমতে দেশটিতে পৌঁছালেই পাওয়া যেতো অন-অ্যারাইভাল ভিসা, যতদিন খুশি থাকা যেতো, এর জন্য অতিরিক্ত কোনো টাকা-পয়সা দেওয়া লাগতো না।

তবে, শেষ হতে যাচ্ছে সেই সুখ! বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশ, ভারত, মালদ্বীপের পর্যটকদের ওপরও বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। এ বিষয়ে প্রস্তাবনার একটি খসড়া চূড়ান্ত করেছে ট্যুরিজম কাউন্সিল অব ভুটান (টিসিবি)। আগামী মাসেই সেটি দেশটির পার্লামেন্টে তোলার কথা রয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালে মোট ২ লাখ ৭৪ হাজার পর্যটক ভুটান ভ্রমণ করেছেন। এর মধ্যে দুই লাখই এ উপমহাদেশের, যার মধ্যে আবার ১ লাখ ৮০ হাজার ছিল সীমান্তঘেঁষা দেশ ভারত থেকে।

জানা যায়, ভুটান ভ্রমণের জন্য অন্য দেশের পর্যটকদের প্রতিদিন ২৫০ মার্কিন ডলার (২১ হাজার ২৫০ টাকা প্রায়) পরিশোধ করতে হয়, যার মধ্যে ৬৫ ডলার টেকসই উন্নয়ন ফি ও ৪০ ডলার ভিসা ফি অন্তর্ভুক্ত রয়েছে। তবে, বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের জন্য এতদিন এর কোনোটাই দিতে হতো না।

নতুন নিয়ম চালু হলে ভুটান যেতে অন্য দেশগুলোর মতোই উপমহাদেশের এই তিন দেশের পর্যটকদেরও ভিসা ফি’সহ আগেই আবেদন করতে হবে। পাশাপাশি, উন্নয়ন ফি’র জন্য প্রতিদিন গুনতে হবে ৬৫ ডলার বা ৫ হাজার ৬০০ টাকার মতো।

অর্থাৎ, কেউ একদিনের জন্য ভুটান গেলেও তাকে ভিসা ফি’র ৩ হাজার ৪০০ টাকা (৪০ ডলার) ও উন্নয়ন ফি’র ৫ হাজার ৬০০ টাকাসহ অন্তত নয় হাজার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে।

প্রস্তাবনাটি ডিসেম্বরে পার্লামেন্টে উঠলে আগামী বছরের শুরু থেকেই এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে।

এছাড়া, পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয়দের স্বল্প খরচে বাড়িভাড়ার অনলাইন বিজ্ঞাপনও নিষিদ্ধ করছে ভুটান সরকার। তাদের দাবি, এর কারণে অনিয়ন্ত্রিতভাবে গেস্ট হাউস বা অতিথিশালা তৈরি হচ্ছে। দেশটি জানিয়েছে, এখন থেকে শুধু টিসিবি অনুমোদিত বাড়িভাড়ার বিজ্ঞাপনই অনলাইনে প্রকাশ করা যাবে।

ভুটানের এমন সিদ্ধান্তে দেশটিতে যেতে অনেক পর্যটকের আগ্রহেই ভাটা পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও, ভুটানের ইচ্ছা অনেকটা সেরকমই।

বলা হচ্ছে, গত কয়েক বছরে এ অঞ্চলের ভুটান ভ্রমণকারীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এত বেশি পর্যটকদের পর্যাপ্ত খাদ্য ও আবাসনের ব্যবস্থা করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। একারণে অনিয়ন্ত্রিত পর্যটক সংখ্যা কমিয়ে সেটিকে সহনশীল মাত্রায় আনার উদ্যোগ নিচ্ছে ভুটান।

সূত্র : বাংলা নিউজ

28/10/2019
24/09/2019

বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :

১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:

১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)

বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

25/06/2019

Dear Travellers, Air Tickets is available now
To buy inbox us or ☎️ 01676594245

09/05/2019

BD Tours & Travels's cover photo

09/05/2019

ঈদের ছুটিতে ঘুরে আসুন মেঘের দেশ সাজেক ৩ রাত ২ দিন
📱📞যোগাযোগ :01676594245
♦️ ভ্রমনের সময়ঃ 07-09 June 2019
♦️ ভ্রমন খরচঃ 5500Tk জনপ্রতি 1 রুমে 4 জন Non Ac Bus
♦️ভ্রমন খরচঃ 6000Tk জনপ্রতি 1 রুমে 2 জন Non Ac Bus
♦️ ভ্রমন খরচঃ 7000Tk জনপ্রতি 1 রুমে 2/4 জন Ac Bus
✔️07/06/19 তারিখ রাত ৯.০০ টায় কমলাপুর থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
✔️08/06/19 তারিখ ভোর ৬টায় আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। ট্রাভেলারদের সুবিধা ও আরামের কথা চিন্তা করে আমরা খাগড়াছড়িতে গ্রুপ ভিত্তিক রুম দিয়ে থাকি ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে মাহিন্দ্রা গাড়ি করে আমরা রওনা হব সাজেকের দিকে।(আর্মিদের এসকর্ট এর উপর নির্ভর করবে), দুপুরের মধ্যে সাজেকে চেক ইন । মধ্যাহ্ন ভোজ শেষে করে কংলাক পাড়া ও সাজেকের বিভিন্ন স্পট ঘুরব । রাতে বার বি কিউ ডিনার শেষ করে সাজেকে রাত্রি যাপন।
✔️09/06/19 ভ্রমণের ২য় দিন সাজেকের মনোমুগ্ধকর ভোর উপভোগ করে সকালের নাস্তার পর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পৌঁছে মধ্যাহ্ন ভোজের জন্য আমরা চলে যাব খাগড়াছড়ির আদিবাসীদের বিখ্যাত System রেস্তোরাঁয় । মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বেরিয়ে পরবো খাগড়াছড়ির বিভিন্ন স্পটে ।
১) রিসাং র্ঝনা
২) আলুটিলা গুহা
৩) হাজাছড়া ঝর্ণা
৪) জেলা পরিষদ পার্ক।
খাগড়াছড়ি ঘুরা শেষে চলে আসব হোটেলে। ফ্রেশ হয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে হোটেল থেকে চেক আউট । System রেস্তোরাঁয় ডিনার শেষে রাত ৯.০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

♦️♦️খাবার মেনু ♦️♦️
==============
→ ১ম দিনের খাবার
❑ সকালের নাস্তা: রুটি, ভাজি, ডিম, চা।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, দেশি মুরগির তরকারি, সবজি,ভর্তা, ডাল ।
❑ রাতের খাবার: বার বি কিউ ডিনার ।
→ ২য় দিনের খাবার
❑ সকালের নাস্তা: ডিম খিচুড়ি।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের তরকারি, লাউ চিংড়ি, মাশরুম ভাজি, কলার থোর, ভর্তা, ডাল, তেঁতুলের জুস, পানি ।
❑ রাতের খাবার: সাদা ভাত, সবজি ,ভর্তা, ফিশ ফ্রাই ,বেম্বু চিকেন , ডাল, পানি ।
✳️সাইটসিং
→ রুইলুই পাড়া, হ্যালিপেড, কংলাক পাড়া, হাযাছাড়া ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, তারেং, রিসাং র্ঝনা।

🔺যা যা থাকছে ভ্রমণের এর মধ্যে
১) ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাসের টিকেট
২) ১রাত সাজেকে থাকা ও ৬ বেলা খাবার।
৩) গ্রুপ রুমে ( ১:৬) ফ্রেস হওয়ার ব্যবস্থা ।
৪) প্রতি জিপে ১২ জন।
৫) সবার অংশ গ্রহনে Bar-B-Q
৬)Photography
৭) সাজেক ঢোকার প্রবেশ ফি
৮) অভিজ্ঞ গাইড

❇️Child policy:

৫ বছর পর্যন্ত শিশুর কোনো খরচ লাগবে না।

যা যা ভ্রমণের মধ্যে থাকছে না

১) বাসের যাত্রা বিরতির খাবার
২) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৩) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ
৪) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৫) কোন ঔষধ
৬) কোন ব্যক্তিগত খরচ
=========
♦️♦️বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি।
বুকিং চার্জ প্রদান করে আপনার আপ-ডাউন বাসের আসন বুঝে নিন।

❐ Dutch Bangla Bank Limited
Account Name: Md Mizanur Rahman
Ac No: 22415114765
❐ Bkash Personal : 01676594245
❐ Office Address : 6 Hare Street, Wari,
Dhaka- 1203
বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য
২। ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন :
01676594245

04/05/2019

ঈদের ছুটিতে ঘুরে আসুন মেঘের দেশ সাজেক ৩ রাত ২ দিন
📱📞যোগাযোগ :01676594245
♦️ ভ্রমনের সময়ঃ 07-09 June 2019
♦️ ভ্রমন খরচঃ 5500Tk জনপ্রতি 1 রুমে 4 জন Non Ac Bus
♦️ভ্রমন খরচঃ 6000Tk জনপ্রতি 1 রুমে 2 জন Non Ac Bus
♦️ ভ্রমন খরচঃ 7000Tk জনপ্রতি 1 রুমে 2/4 জন Ac Bus
✔️07/06/19 তারিখ রাত ৯.০০ টায় কমলাপুর থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
✔️08/06/19 তারিখ ভোর ৬টায় আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। ট্রাভেলারদের সুবিধা ও আরামের কথা চিন্তা করে আমরা খাগড়াছড়িতে গ্রুপ ভিত্তিক রুম দিয়ে থাকি ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে মাহিন্দ্রা গাড়ি করে আমরা রওনা হব সাজেকের দিকে।(আর্মিদের এসকর্ট এর উপর নির্ভর করবে), দুপুরের মধ্যে সাজেকে চেক ইন । মধ্যাহ্ন ভোজ শেষে করে কংলাক পাড়া ও সাজেকের বিভিন্ন স্পট ঘুরব । রাতে বার বি কিউ ডিনার শেষ করে সাজেকে রাত্রি যাপন।
✔️09/06/19 ভ্রমণের ২য় দিন সাজেকের মনোমুগ্ধকর ভোর উপভোগ করে সকালের নাস্তার পর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পৌঁছে মধ্যাহ্ন ভোজের জন্য আমরা চলে যাব খাগড়াছড়ির আদিবাসীদের বিখ্যাত খাংময় রেস্তোরাঁয় । মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বেরিয়ে পরবো খাগড়াছড়ির বিভিন্ন স্পটে ।
১) রিসাং র্ঝনা
২) আলুটিলা গুহা
৩) হাজাছড়া ঝর্ণা
৪) জেলা পরিষদ পার্ক।
খাগড়াছড়ি ঘুরা শেষে চলে আসব হোটেলে। ফ্রেশ হয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে হোটেল থেকে চেক আউট । খাংময় রেস্তোরাঁয় ডিনার শেষে রাত ৯.০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

♦️♦️খাবার মেনু ♦️♦️
==============
→ ১ম দিনের খাবার
❑ সকালের নাস্তা: রুটি, ভাজি, ডিম, চা।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, দেশি মুরগির তরকারি, সবজি,ভর্তা, ডাল ।
❑ রাতের খাবার: বার বি কিউ ডিনার ।
→ ২য় দিনের খাবার
❑ সকালের নাস্তা: ডিম খিচুড়ি।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের তরকারি, লাউ চিংড়ি, মাশরুম ভাজি, কলার থোর, ভর্তা, ডাল, তেঁতুলের জুস, পানি ।
❑ রাতের খাবার: সাদা ভাত, সবজি ,ভর্তা, ফিশ ফ্রাই ,বেম্বু চিকেন , ডাল, পানি ।
✳️সাইটসিং
→ রুইলুই পাড়া, হ্যালিপেড, কংলাক পাড়া, হাযাছাড়া ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, তারেং, রিসাং র্ঝনা।

🔺যা যা থাকছে ভ্রমণের এর মধ্যে
১) ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাসের টিকেট
২) ১রাত সাজেকে থাকা ও ৬ বেলা খাবার।
৩) গ্রুপ রুমে ( ১:৬) ফ্রেস হওয়ার ব্যবস্থা ।
৪) প্রতি জিপে ১২ জন।
৫) সবার অংশ গ্রহনে Bar-B-Q
৬)Photography
৭) সাজেক ঢোকার প্রবেশ ফি
৮) অভিজ্ঞ গাইড

❇️Child policy:

৫ বছর পর্যন্ত শিশুর কোনো খরচ লাগবে না।

যা যা ভ্রমণের মধ্যে থাকছে না

১) বাসের যাত্রা বিরতির খাবার
২) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৩) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ
৪) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৫) কোন ঔষধ
৬) কোন ব্যক্তিগত খরচ
=========
♦️♦️বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি।
বুকিং চার্জ প্রদান করে আপনার আপ-ডাউন বাসের আসন বুঝে নিন।

❐ Dutch Bangla Bank Limited
Account Name: Md Mizanur Rahman
Ac No: 22415114765
❐ Bkash Personal : 01676594245
❐ Office Address : 6 Hare Street, Wari,
Dhaka- 1203
বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য
২। ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন :
01676594245

18/04/2019

Live from Konglack Hill, Sajek..

04/01/2018

শীতের সকালে সাজেক ভ্রমন, সাজেকে রাত্রিযাপন সাথে বার বি কিউ পার্টি |
যাত্রা 25 জানুয়ারী ঢাকা থেকে।
5600 টাকা জন প্রতি (কাপল/এক রুমে 2 জন)
রেগুলার- 5000 টাকা জন প্রতি (এক রুমে 4 জন)

বুকিং এর শেষ সময়- 21 জানুয়ারী 2018

# চাইল্ড পলিসি-
0 থেকে 3 বছর পর্যন্ত শিশু ফ্রী। 3 থেকে 10 বছর 3০০০ টাকা [বাবা মায়ের সাথে
বাসের সিট ও রুম শেয়ার করতে হবে]

যাত্রার সম্ভাব্য বর্ণনা-
25 জানুয়ারী রাত 10 টা -ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা ।রাত 2 টায় কুমিল্লায় ফুডপার্কে যাত্রা বিরতি ।
26 জানুয়ারী ভোর 6 টায় খাগড়াছড়ি নামব।
শহরে নেমে সকালের নাস্তা করব। তারপর রিজার্ভ করা জীপ [টাটা বা মাহিন্দ্র] এ করে যাত্রা শুরু সাজেকের পথে। যাত্রাপথে আমরা হাজারছড়া ঝর্না দেখতে যাব। ঝর্না দেখা শেষে আমরা চলে যাব বাঘাইহাট নামক জায়গায়। সাজেক যেতে হলে বাঘাই হাট থেকে আর্মির অনুমতি নিয়ে আর্মি স্কট এর সাথে যেতে হয়। ওখান থেকে আর্মি আমাদেরকে নিরাপদে সাজেক পৌঁছে দেবে। পাহাড়ের অদ্ভূত সুন্দর সব রাস্তা দেখতে দেখতে কখন যে সাজেক পৌঁছে যাব তা বোঝাই যাবে না। সাজেক পৌঁছে রুমে চেক ইন। ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে নেব পাহাড়ি আদিবাসীদের রেস্টুরেন্টে।তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে যাব সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাকের চূড়ায় ।
পুরা বিকালটা পাহাড়ের সৌন্দর্য দেখে নেমে আসব। তারপর হেলিপ্যাড এ এসে সূর্যাস্ত উপভোগ করব। সন্ধ্যায় রুমে ফিরে এসে বিশ্রাম বা ঘোরাঘুরি আর আড্ডা।
রাতের খাবার খেয়ে সময় মত ঘুম , না হলে তো ভোর বেলায় আসল জিনিস সূর্যোদয় দেখাটাই মিস হয়ে যাবে।
27 জানুয়ারী । খুব ভোরে উঠে সাজেকের সবথেকে সুন্দর দৃশ্য সূর্যোদয়টা দেখে নেব, না হলে সাজেক ভ্রমন পরিপূর্ণতা পাবে না।তারপর সাজেকের সকাল বেলার রূপ উপভোগ করে সকালের নাস্তা ।
তারপর আবার আমদের যাত্রা শুরু।সকাল 1০ টার মধ্যে গাড়িতে উঠে বসব ।
আর্মি স্কট আমাদের নিচে নিয়ে যাবে ।
এরপর আমরা চলে আসব খাগড়াছড়ি শহরে । দুপুর বেলার খাবার খেয়ে আমরা যাব রিসাং ঝর্না দেখতে । সেখান থেকে ফিরে আলুটিলা গুহা আর ঝুলন্ত ব্রিজ ।
সন্ধ্যায় শহরে ফিরে ফ্রেশ হয়ে নেব।কেউ কিছু কেনাকাটা করতে চাইলে বা শহর ঘুরতে চাইলে দুই ঘণ্টা সময় পাবে।
তারপর রাতের খাবার খেয়ে রাত 9 টায় বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব।
28 জানুয়ারী ভোর 5 টার মধ্যে ঢাকা পৌছাব।

# ভ্রমনের স্থান সমূহ
সাজেক
রুইলুই পাড়া
কংলাক পাড়া
হেলিপ্যাড
হাজারছড়া ঝর্ণা
রিসাং ঝর্ণা
আলুটিলা গুহা
ঝুলন্ত ব্রিজ
তারেং

# এই প্যাকেজ এ যা থাকবে-
ঢাকা - খাগড়াছড়ি -ঢাকা নন এসি বাস টিকেট
প্রতিদিন 3 বেলার খাবার
একটি বার বি কিউ ডিনার
রিজার্ভ জীপের সকল খরচ
সাজেক ও আলুটিলার এন্ট্রি ফী
কটেজ বা রিসোর্টের সকল খরচ
বিঃ দ্র - সকল বেলার খাবার আদিবাসী মেন্যু থাকবে।

# বিশেষভাবে লক্ষণীয় বিষয়সমূহ -
1) পচনশীল আবর্জনা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ করা যাবে না
2) সাজেকে রাতে শীত ও দিনে গরম তাই প্রয়োজনীয় কাপড় সাথে নিতে হবে ।
3) সানগ্লাস ,হ্যাট এবং ছাতা সাথে নিতে পারেন
4) বর্ষাকালে সাজেকে প্রচুর বৃষ্টি হয় তাই সাথে কিছু পলিথিন ব্যাগ রাখতে পারেন[মোবাইল বা ক্যামেরা বাঁচানোর জন্য]
5) মশানাশক ক্রিম নিতে পারেন
6) সাজেকে রবি বা এয়ারটেল ছাড়া অন্য সিমের নেটওয়ার্ক নেই
7) সাজেকে বিদ্যুৎ নেই তাই মোবাইল চার্জ দেওয়ার পর্যাপ্ত সুবিধা নেই,পাওয়ার ব্যাংক থাকলে নিতে পারেন
8) মূল্যবান যেমন মোবাইল /ক্যামেরা/ টাকা বা অন্যান্য জিনিস সব সময় নিজ দায়িত্বে রাখতে হবে,হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিঃদ্র:-প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার জন্য যাত্রা বিলম্বিত হলে বা বন্ধ হলে কোম্পানি দায়ী থাকবে না। ভ্রমণের সময় কো-অরডিনেটর এর নির্দেশ মেনে আপনার ভ্রমণকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলুন।

# যেভাবে বুকিং দিবেন :
01734505297 এই নাম্বার এ কল দিয়ে আপনার আসন নিশ্চিত করুন। তারপর 3000 টাকা জমা দিয়ে বুকিং নিশ্চিত করতে হবে।বাকি টাকা পৌঁছানর পর দিলেও হবে। বুকিং এর টাকা 01734505297 পার্সোনাল নাম্বারে বিকাশ করতে পারেন (বিকাশ চার্জ দিতে হবে)। অথবা সরাসরি আমাদের অফিস এ এসে জমা দিতে পারবেন।

আমাদের অফিসের ঠিকানা-
6 Hare Street, Wari, Dhaka-1203

04/01/2018

BD Tours & Travels

Address

Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Our story

At first we traveled so many places . Traveling has become our passion and addiction than We started organizing travel events to contribute in the expansion of education in Hill tracks. Later on BD Tors & Travels becomes a Brand in this arena. And becomes a tour planner company. Now a days, BD Tours & travels regularly organizes tour in inbound & outbound.

Nearby travel agencies


Other Eco Tours in Dhaka

Show All

You may also like