Travelikebd Tours

Travelikebd Tours We arrange different types of adventures package trip and It's our hobby not professional business s
(3)

ভ্রমণ করতে ধন লাগেনা, চাই সুন্দর একটা মন।
ভ্রমণেই প্রকৃত সুখ, আমাদের সাথে ভ্রমণ করুন স্বল্প খরচে নির্ভাবনায় আনন্দের সহিত,
আপনার ভ্রমণ নিরাপদ সুন্দর ও আনন্দময় হোক।

27/01/2024
আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন চালু হবে 01 ডিসেম্বর, 2023 🚃 ট্রেনের নাম- কক্সবাজার এক্সপ্রেস✅ নতুন ট্রেনের নম্বর:...
25/11/2023

আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন চালু হবে 01 ডিসেম্বর, 2023

🚃 ট্রেনের নাম- কক্সবাজার এক্সপ্রেস

✅ নতুন ট্রেনের নম্বর: 813 / 814
✅ নতুন ট্রেনের নাম: কক্সবাজার এক্সপ্রেস
✅ মোট সিট সংখ্যা : 780 টি
❌ সাপ্তাহিক বন্ধের দিন: 814 ( সোমবার ), 813 ( মঙ্গলবার )
✅ ট্রেনের কম্পোজিশন : 16/32

⏰ প্রস্তাবিত ট্রেনের সময় সূচি:

🚃 ট্রেন নম্বর: 813
📍কক্সবাজার থেকে ছাড়বে: দুপুর 12:40 টা বাজে
📍চট্টগ্রাম পৌছাবে: বিকাল 03:40 টা বাজে , ছাড়বে: বিকাল 04:00 টা বাজে।
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 08:30 টা বাজে, ছাড়বে: 08:33 টা বাজে।
📍ঢাকা কমলাপুর পৌছাবে: রাত 09:10 টা বাজে।

🚃 ট্রেন নম্বর: 814
📍ঢাকা কমলাপুর থেকে ছাড়বে: রাত 10:30 টা বাজে
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 10:53 টা বাজে, ছাড়বে: 10:58 টা বাজে।
📍চট্টগ্রাম পৌছাবে: রাত 03:40 টা বাজে , ছাড়বে: ভোর 04:00 টা বাজে।
📍কক্সবাজার পৌছাবে: সকাল 06:40 টা বাজে।

💰 টিকিটের মূল্য :
✅ শোভন চেয়ার: 500 টাকা
✅ প্রথম শ্রেণী চেয়ার: 670 টাকা
✅ এসি চেয়ার ( স্নিগ্ধা) : 961 টাকা
✅ প্রথম শ্রেণী বার্থ বা সিট: 1150 টাকা
✅ এসি বার্থ: 1725 টাকা

❌ সিকিম ভ্রমনকারীদের জন্য জরুরী এলার্ট জারী করা হয়েছে❌এই মূহুর্তে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সিকিমের কারেন্ট অবস্থা সম্...
06/10/2023

❌ সিকিম ভ্রমনকারীদের জন্য জরুরী এলার্ট জারী করা হয়েছে❌

এই মূহুর্তে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সিকিমের কারেন্ট অবস্থা সম্পর্কে জ্ঞাত করা হচ্ছে। গতকাল ভোররাতের হালকা ভূমিকম্প এবং কন্টিনিউ বৃষ্টির ফলে সিকিমের Lhonak Glacial Lake এ Cloud Burst হয় | যার ফলে তিস্তা নদী বিপদ সীমার উপর থেকে বইতে শুরু করেছে | সিকিমের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে রয়েছে | বেঙ্গল এবং সিকিম কে কানেক্ট করা NH10 হাইওয়েও বিস্তীর্ণ জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে |

আবহাওয়া দপ্তরে আপডেট অনুযায়ী আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তাই আপনারা যারা দু-একদিনের মধ্যে SIKKIM আসার প্ল্যান করে রেখেছেন ইমিডিয়েট বেসিসে সেটাকে সঠিক ইনফরমেশন নিয়ে Postpone করুন | পরিস্থিতি পর্যেক্ষন করে বোঝা যাচ্ছে যে এক সপ্তাহের পূর্বে ভেঙে পড়া রাস্তাঘাট এবং অবকাঠামো মেরামত করা সম্ভব হবেনা। তাই আপাততঃ সিকিম ভ্রমন স্থগিত রাখাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে।

বিডি ট্রাভেল লাভার গ্রুপের এডমিন রাফি ভাই উনার এমন আকস্মিক মৃত্যু তে Travelikebd Tours পরিবার শোকাহত। উনি আলীকদমের সাইংপ...
14/08/2023

বিডি ট্রাভেল লাভার গ্রুপের এডমিন রাফি ভাই উনার এমন আকস্মিক মৃত্যু তে Travelikebd Tours পরিবার শোকাহত।

উনি আলীকদমের সাইংপ্রা ঝর্ণা থেকে পরে মাথায় আঘাত পায় গতকাল বিকাল ৩টায়। খেমচং পাড়া থেকে মানুষ গিয়ে পাড়ায় নিয়ে আসে রাত ৯ টার দিকে৷ সাইংপ্রা হচ্ছে রুংরাং কির্সতং ট্রেইলের খুবই দূর্গম একটা ঝর্ণা ট্রেইল৷ এডভেঞ্চারাস ট্রিপে এই বৃষ্টিতে গিয়ে টিমের সেফটি এনশিউর করতে গিয়ে নিজেই আহত হয়েছে৷ জানি না আসলে সেখানে কি হয়েছে, কিভাবে পরে গিয়েছে কিন্তু এতটুকু জানি আমরা খুব ভাল মনের একজন এডমিন হারিয়েছি। গতকাল রাত থেকেই নাকি তার পালস ছিল না৷ তার বউ বর্ষাও তার সাথে ছিল ট্রিপে৷

রাফি ভাইয়ার রূহের মাগফেরাত কামনা করি৷ পাহাড়ে কেউ হারিয়ে যাক এটা কখনোই কাম্য নয়৷
দয়া করে এখন যারা পাহাড় ভ্রমণে যাবেন বর্ষার সময় অবশ্যই সঠিক সেফটি নিয়ে নিবেন সাথে ধন্যবাদ।

Little Happiness ☺️
26/06/2023

Little Happiness ☺️

💯 Year's Old   🏡Place: Bir Kashimnagar, Kishorganj.
06/05/2023

💯 Year's Old 🏡
Place: Bir Kashimnagar, Kishorganj.

শিশুদের প্রাণবন্ত, উচ্ছল হাসি কার না ভালো লাগে, আপনার যতই মন খারাপ থাকুক না কেন আপনি যদি একটি শিশুর সাথে হাসাহাসি অথবা খ...
03/04/2023

শিশুদের প্রাণবন্ত, উচ্ছল হাসি কার না ভালো লাগে, আপনার যতই মন খারাপ থাকুক না কেন আপনি যদি একটি শিশুর সাথে হাসাহাসি অথবা খেলাধুলা করেন দেখবেন আপনার মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। উক্ত ছবিতে যে হাস্যোজ্জ্বল শিশু বালিকাদের দেখা যাচ্ছে তাঁদের প্রত্যেকের এই হাসির পিছনে অনেক গভীর দুঃখ এবং বেদনার গল্প রয়েছে এবং প্রত্যেকেরই আলাদা একটি করে গল্প রয়েছে এবং প্রত্যেকের গল্পটি ভিন্ন ভিন্ন কিন্তু একটি প্রান্তে এসে সবার গল্প মিলে গেছে যে তাঁরা সবাই হচ্ছেন এখন বর্তমান সমাজে এতিম শিশু। আঞ্জুমান আজিজুল ইসলাম এতিমখানা বালিকা হোম অবস্থান করেন সবাই। এই এতিমখানার ট্রাস্টি বোর্ডের একজন সদস্য সকল এতিম বালিকাদের জন্য এবারের ঈদের নতুন পোশাক নিয়ে আসেন, আর এই নতুন পোশাক পেয়ে (পরিধান) করে তাঁদের খুশির অন্ত নেই ছবিতে দেখতেই পাচ্ছেন। আসলে তাঁরা অনেক অল্পতেই খুশি হয় তাদের হাসিতেই বুঝতে পারছেন, আর আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের অঢেল আছে তারপরেও তারা খুশি হয় না বা আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাও করেনা। আপনাদের সবার কাছে অনুরোধ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আপনার আশেপাশের অসহায় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
"আপনার একটু সহযোগিতা হয়তোবা অন্যের অনেক বড় প্রেরণা হতে পারে।"
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক বুঝ ও হিদায়াত নসিব করুন আমীন।
#মানবিক_বাংলাদেশ
©️nomanmorshed

 #আসসালামু_আলাইকুম আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের বরকতময় ও ফজিলতপূর্ণ রজনী শুরু হয়ে গেছে, সবাইকে পবিত্র মাহে রমজান...
23/03/2023

#আসসালামু_আলাইকুম
আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের বরকতময় ও ফজিলতপূর্ণ রজনী শুরু হয়ে গেছে, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
এই মহাপবিত্র বরকতময় মাসে সবার কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এনআইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপ...
25/02/2023

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এনআইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপনার ফ্যামিলির বা বন্ধুবান্ধব মিলে ৪ জন এক সাথে ভ্রমণ করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা পরিচয়পত্র লাগবে না। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে ৪টি টিকিট সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে যার পরিচয়পত্র দিয়ে টিকিট কাটবেন ভ্রমনের সময় তিনি সঙ্গে থাকলেই হবে, শুধু তিনিই ভ্রমনে এনআইডি সাথে রাখবেন। মানে একই পরিবারের একজনের অধিক একসাথে ভ্রমন করলে একজনের এনআইডি দিয়েই সব টিকিট নিতে পারবেন, যার এন আইডি ভ্রমনের সময় সঙ্গে থাকলেই হবে, তিনিই শুধু মাত্র তার এন আইডি সঙ্গে রাখবেন। ভ্রমনের সময় এন আইডির মূল কপি সঙ্গে রাখার প্রয়োজন নেই, মোবাইলে তুলে রাখা ছবি কিংবা ফটোকপি রাখলেই চলবে।

যেহেতু ১ টি এনআইডি দিয়ে ৪টি টিকিট কাটা যাবে, ভ্রমনসঙ্গীর মধ্যে যদি কেউ ১৮ বছরের নীচে হয় তার টিকিটও ওই এনআইডি দিয়েই নেয়া যাবে। সেক্ষেত্রে তার জন্মনিবন্ধন লাগবে না। অর্থাৎ অভিভাবকের এনআইডি দিয়ে ১৮ বছরের কম বয়সী শিশুর টিকিট নেয়া যাবে, শুধু ভ্রমনের সময় সে অভিভাবক সঙ্গে থাকলেই হবে, অভিভাবককে সাথে রাখতে হবে নিজ জাতীয় পরিচয়পত্র। যদি কোন শিশু অভিভাবক ছাড়া একা ভ্রমনে সক্ষম হয়, তাহলে সে তার জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকিট কাটবে। ভ্রমনের সময় সেই সনদ সঙ্গে রাখলেই চলবে।

ধরুন, আপনার পরিবারের ৬ জন সদস্য একসাথে ভ্রমন করবেন সেক্ষেত্রে একটি এনআইডি দিয়ে ৪ টি টিকিট নিতে পারবেন আর বাকি ২টির জন্য অন্য আরেকটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

ধরুন, আপনার অনলাইনে রেজিষ্ট্রেশন নাই অথবা আপনার অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও নাই। কিন্ত আপনি ব্যস্ততার কারনে কাউন্টারে টিকিট কাটতে যেতে পারছেন না। সেক্ষেত্রে আপনার এনআইডি দিয়ে অন্য কাউকেও টিকিট নিতে পাঠাতে পারবেন। ভ্রমনের দিন ওই এনআইডি আপনাকে সঙ্গে রাখতে হবে। যিনি ভ্রমন করবেন টিকিট নিতে তাকেই যেতে হবে ব্যাপারটা এমন নয়। ভ্রমনকারীর এনআইডি দিয়ে যে কেউ টিকিট নিতে পারবেন।

বিদেশী নাগরিকরা পাসপোর্টর সুবিধা পাবেন টিকেট কেনার ক্ষেত্রে।

অনলাইন কিংবা কাউন্টার সব খানেই একই সিস্টেম। সবার আগে আপনাকে নিবন্ধন করতে হবে জাতীয় পরিচয়পত্র দিয়ে। ঘরে বসেই নিবন্ধন করা যাচ্ছে।

শুভ হোক আপনার রেলযাত্রা।
ধন্যবাদ।

মহান ২১ শে ফেব্রুয়ারী,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি🖤
21/02/2023

মহান ২১ শে ফেব্রুয়ারী,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি🖤

🎉 Congratulations 🎉Favorite Argentina ❤️Champion 🏆FIFA WORLD CUP FOOTBALL 2022
18/12/2022

🎉 Congratulations 🎉
Favorite Argentina ❤️
Champion 🏆
FIFA WORLD CUP FOOTBALL 2022

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হোক সারা দেশ, গোটা জাতি। "সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা"
16/12/2022

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হোক সারা দেশ, গোটা জাতি।
"সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা"

"তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে" বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্...
14/12/2022

"তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে"
বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্মরণ করি বেদনায়, শ্রদ্ধায় ও গভীর ভালোবাসায়।

ভ্রমণে ভয়ংকর অভিজ্ঞতা 🙄 ❌❌ দয়া করে সবাই সাবধান থাকবেন❗ আমরা নভেম্বর ৬ তারিখ মারমেইড বিচ রিসোর্টে কক্সবাজার এ উঠি এবং ৭ ...
13/11/2022

ভ্রমণে ভয়ংকর অভিজ্ঞতা 🙄 ❌❌
দয়া করে সবাই সাবধান থাকবেন❗

আমরা নভেম্বর ৬ তারিখ মারমেইড বিচ রিসোর্টে কক্সবাজার এ উঠি এবং ৭ তারিখ চেক আউট করে চট্টগ্রাম চলে আসি এর পর দিন সকাল থেকে আমার শরীরের বিভিন্ন জায়গায় বেথা অনুভব করি পরে দেখি শরীরের বিভিন্ন জায়গায় ছারপোকার মত (আঠালি পোকা) বিষাক্ত পোকা ডুকে আছে , তীব্র বেথা চোখে, মাথায়, গলায়,কানে, বগলে সহ, পরদিন সকালে প্রচন্ড কানে বেথা নিয়ে স্থানীয় সরকারি হসপিটালের ইমারজেন্সি তে যাই কান থেকে পোকা বার করি, এখনও প্রচন্ড বেথা আর ইনফেকশন এর মত হয়ে আছে, এই বেথা নাকি অনেক দিন থাকবে।

ওদের বেড থেকে এগুলা বার হয়, কয়েকটা দেখেছিলাম পাত্তা দি নাই, ন্যাচারাল জায়গা যেহেতু কিছু পোকামাকড থাকতে পারে, তবে এতোটা বিষাক্ত হবে বুঝি নাই।
যারা বাচ্চা নিয়ে যাবেন তারা না যাওয়াই বেটার, এই রকম নাকি অনেকের সাথে ঘটছে ওদের বলা হলে শুধু বলে Accept our humble apology, we are working on it🤐

#রাহাত ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরা হলো।

09/11/2022

সুন্দরবন থেকে বঙ্গোপসাগরের মোহনার পথে অবিরাম ছুটে চলা ☺️

09/11/2022

সুন্দরবন থেকে বঙ্গোপসাগরের মোহনার পথে অবিরাম ছুটে চলা ☺️

আমাদের এই সপ্তাহের ইভেন্ট গুলা 💁‍♂️☎️01842144545(what's app)💁‍♂️ মাত্র ৩,৫০০৳ সাজেক ভ্যালি ট্যুর  ১০-১১ নভেম্বর ।💁‍♂️ মা...
05/11/2022

আমাদের এই সপ্তাহের ইভেন্ট গুলা 💁‍♂️

☎️01842144545(what's app)

💁‍♂️ মাত্র ৩,৫০০৳ সাজেক ভ্যালি ট্যুর ১০-১১ নভেম্বর ।

💁‍♂️ মাত্র ২,৫০০৳ কক্সবাজার ৩ রাত ২ দিন ১১-১২নভেম্বর

💁‍♂️ মাত্র ১২০০৳ সিলেট চা বাগান ভোলাগঞ্জ এবং রাতারগূল ট্যুর ১১ নভেম্বর

💁‍♂️ মাত্র ৯৯৯/- সীতাকুণ্ড ট্যুরে ১১ নভেম্বর

💁‍♂️ মাত্র ১৫০০৳ রাঙামাটি ট্যুর ১১ নভেম্বর

💁‍♂️ মাত্র ১২৯৯৳ সুন্দরবন ট্যুর ১১নভেম্বর

বিস্তারিত অথবা বুকিং করতে💫

📞 01842144545 (Bkash/nagad)

'ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ' (সূরা আম্বিয়া, আয়াত-১০৭)। অর্থাৎ 'হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন...
09/10/2022

'ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ' (সূরা আম্বিয়া, আয়াত-১০৭)। অর্থাৎ 'হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি। ' তাই দেখা যায়, নবীয়ে পাককে যে রহমতের খাজানারূপে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তার জন্যও বিশেষ সম্মান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন।

বিশ্ব পর্যটন দিবস ২০২২ এর প্রতিপাদ্য “পর্যটনে নতুন ভাবনা”। অংশীজনদের কানেক্টিভিটি দৃঢ়করণের মাধ্যমে পর্যটনের উন্নয়ন আমাদে...
27/09/2022

বিশ্ব পর্যটন দিবস ২০২২ এর প্রতিপাদ্য “পর্যটনে নতুন ভাবনা”।
অংশীজনদের কানেক্টিভিটি দৃঢ়করণের মাধ্যমে পর্যটনের উন্নয়ন আমাদের লক্ষ্য। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Visit world's largest mangrove forest Sundarban.For details tour itinerary please contact/inbox us😊
12/09/2022

Visit world's largest mangrove forest Sundarban.
For details tour itinerary please contact/inbox us😊

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Travelikebd Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelikebd Tours:

Videos

Share


Other Eco Tours in Dhaka

Show All