Tonmoy&Bably’s vlogs

Tonmoy&Bably’s vlogs Hello & Welcome to our page . Please like and support us ��

30/03/2024

গভীর সমুদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!

ঈমান বাঁচাতে দৌঁড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না তাকে রক্ষায় দরজা খুলে যাবে!

ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) সাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় জানতেন না সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে তাঁর জন্য মসৃণ পথ তৈরি হবে!

ইব্রাহিম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না ধারালো ছুরি তাঁর গলায় আঁচড় পর্যন্ত বসাতে পারবে না!

আইয়ুব (আঃ) জানতেন না পোঁকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তবে তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। এবং নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে ধৈর্য ও তাঁরই নিয়ামতের প্রশংসা করার তৌফিক দান করুন।
আমীন।

(সংগৃহীত)

20/01/2024

Puran Dhaka Vlog
|পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত মজার মজার খাবার |

18/01/2024

🦋 Winter Vacation শেষে তাইফের School এর প্রথমদিন আর আমাদের সকালের নাস্তা🦋

ছোট্ট একটা ব্লগ ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like,Comment & Share দিয়ে পাশে থাকবেন।।

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
05/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

22/12/2023

My Exclusive Bridal Shoot 🧚‍♀️😍

Makeover Bakiun’s Makeupland

আজীবন দেখলাম মৃত মানুষকে শেষ গোসল করানোর জন্য লাশ আল মারকাজুলে নিয়ে আসে। আজ দেখলাম ব্যাতিক্রমী ঘটনা। একজন জীবিত মানুষকে ...
09/12/2023

আজীবন দেখলাম মৃত মানুষকে শেষ গোসল করানোর জন্য লাশ আল মারকাজুলে নিয়ে আসে। আজ দেখলাম ব্যাতিক্রমী ঘটনা। একজন জীবিত মানুষকে গোসল করাতে নিয়ে এসেছে!

'জীবিত লাশটা' এখনো আল মারকাজুলের সামনে আছে। মহিলা ডেঙ্গু আক্রান্ত। বয়স চল্লিশের মত। আইসিউ, লাইফ সাপোর্ট সব পার করে ফেলেছেন। ওনার কোন অর্গান কাজ করছে না। ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে লাইফ সাপোর্টের মেশিন খুলে ফেললে ১ ঘন্টার মত বাঁচবে আনুমানিক। রোগীর স্বজনরা হাসপাতাল থেকে বাসায় না নিয়ে সরাসরি আল মারকাজুলে নিয়ে এসেছে। উদ্দেশ্য- এখন যেহেতু মারাই যাবে তাই গোসল করিয়ে একেবারে দাফনের ব্যবস্থা করবে। তাই মহিলাকে এম্বুলেন্সে করে মৃত্যুর অপেক্ষায় পরিবারের লোকজন বসে আছে। কখন মারা যাবে আর মারা গেলে গোসল করাবে।

জীবনের শেষ সময়ে (যদিও জানি না ওনার হায়াত আর আছে কিনা) আমি শুধু আমার মাকে দেখেছিলাম। এখন এই মহিলাকে দেখছি। শুধু বুকটা ওঠানামা করছে, শ্বাস কস্টের ধরপড়ানি।

এ ধরনের ঘটনা জীবনে দেখব কল্পনা করিনি, চিন্তাও করিনি এ ধরনের ঘটনা ঘটতে পারে।

আল্লাহ্‌ আমাদের সবাইকে 'শান্তির মৃত্যু' দান করুন। শান্তিতে মরাও যে কারো কারো কামনা হতে পারে তা চোখের সামনে দেখলাম।

আপডেট- লোকজন এই ঘটনা দেখে ভীড় করায় ও সমালোচনার মুখে তারা এম্বুলেন্স নিয়ে অন্য জায়গায় চলে গেছে।

আপডেট 6.50 PM -২- এম্বুলেন্সটি বাবর রোডের একটা গলিতে এতক্ষণ ছিল। কিছুক্ষণ আগে মহিলাটি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল মারকাজুলে ওনার শেষ গোসল শেষে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনার বাড়ি নোয়াখালী।
লেখা: সাইফুল ইসলাম

29/11/2023

"টাংগুয়ার হাওরে প্রথমদিন"



অবশেষে আমাদের প্রথম Vlog Video আপলোড দিয়ে দিলাম।
সবাই Like , Comment & share দিয়ে সাথে থাকবেন।

11/11/2023

খুব ভালো করে একটি বিষয় লক্ষ্য করে দেখলাম,আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো বড়দের সম্মান কম করে কিন্তু একটা ছেলেমেয়েদের ও দেখিনি তাদের চেয়ে ছোটদের সাথে খারাপ আচরণ করতে।তাদের এই বড়দের সম্মান না করা নিয়ে আমারা বলি কি এক প্রজন্ম তৈরি হচ্ছে বেয়াদব একদম ‌
তো প্রশ্ন হচ্ছে তারা তাদের চেয়ে ছোটদের সাথে ভালো আচরণ করলে আমাদের সাথে বেয়াদবি কেন করে?
এক্ষেত্রে দোষ টা কি শুধুই তাদের!!!
আসুন কিছু পয়েন্ট বলি
∆ এই প্রজন্মের ছেলেমেয়েদের আমরা শেখালাম বিকেলে খেলতে যাওয়ার বদলে টিচারের বাসায় পড়তে যাওয়া উত্তম।
∆ তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে গুরুগম্ভীর ভাব দেখালাম।
∆ কথার বানে বিদ্ধ করলাম তাদের কচি হৃদয়।
∆ কথায় কথায় বলতে শুরু করলাম তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
∆ তাদের কে বিশ্বপ্রকৃতি দেখার সুযোগ না দিয়ে হাতে ধরিয়ে দিলাম ছোট বিশ্ব স্মার্টফোন।
∆ খেলার মাঠের বদলে তৈরি করলাম বড় বড় শপিং মল,যার প্রতিটি দোকানে পশ্চিমা বিশ্বের পোশাকে পরিপূর্ণ করলাম নিজেদের বাড়তি লাভের আশায়।অথচ তারা এই পোশাক পরলে এটা তাদের দোষ।
∆ মাদকের সহজলভ্যতা করে দিয়ে শেখালাম ব‌ই পড়ার চেয়ে সিগারেট টানা সহজ।
∆ তাদের শেখালাম রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে রাত জেগে পড়াশোনা করা উত্তম যার ফলাফল তারা রাতের পর রাত জেগে হতাশ হয়ে বিপথে যায়।
তো বলেন এই প্রজন্মের কাছে আমরা হতাশা ছাড়া আর কি আশা করতে পারি।আপনি আমি যে বিশ্ব গড়েছি এই প্রজন্ম সেই বিশ্বকেই ফুটিয়ে তুলবে।আপনি ধানক্ষেতে কি গম ফলাতে পারবেন??
সম্ভব না।তাই অভিভাবক হিসেবে আমরা নিজেরা ঠিক হলেই একটি সুন্দর প্রজন্ম উপহার পাব আমরা।
বিশ্বাস করেন আমাদের পরবর্তী প্রজন্ম অনেক মেধাবী তাদের এই মেধাকে যত্ন করার দায়িত্ব আপনার আমার আমাদের সবার।

07/11/2023

নিজের যত্ন কীভাবে নিবেন?

১. কোন কাজ যদি ভুল মনে হয় তাহলে সেটা করবেন না।

২. সেটা অনুভব করেন সেটাই বলবেন।

৩. অন্যের সন্তুষ্টির জন্য ভাঁড় হতে যাবেন না।

৪. নিজের উপর বিশ্বাস রাখুন।

৫. নিজের সম্পর্কে কখনোই খারাপ বলতে যাবেন না সেটা মজা করে হলেও।

৬. নিজের স্বপ্নকে কখনোই ত্যাগ করবেন না।

৭. প্রয়োজন অনুযায়ী কাউকে "না" বা
"হ্যাঁ" বলতে ভয় পাবেন না।

৮. অন্যের প্রতি দয়াশীল হবার আগে নিজের প্রতি দয়াশীল হবেন।

৯. যেটা নিজের নিয়ন্ত্রণে নাই সেটা বাদ দিন।

১০. নেতিবাচক যে কোনো বিষয় থেকে দূরে থাকুন।

১১. নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন।

আপনি ভালো থাকলে আপনার পাশের মানুষ ভালো থাকবে।

06/11/2023

কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাইলে তাকে প্রেম-ভালোবাসা দিয়ে নয়, বরং বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, সে এমনিই তোমার হয়ে যাবে।😍😘🥰

Please like, Share & invite your friends to grow our little page ☺️☺️

03/11/2023

“”Our first volgs Trailer “”
🌸Tanguar Haor 🌸
🦋Day -1 🦋
✅ Full video upload very soon ✅
Please like and share our page 😍

Address

Dhaka

Telephone

+8801675645765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonmoy&Bably’s vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tonmoy&Bably’s vlogs:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All