30/03/2024
গভীর সমুদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!
ঈমান বাঁচাতে দৌঁড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না তাকে রক্ষায় দরজা খুলে যাবে!
ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) সাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় জানতেন না সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে তাঁর জন্য মসৃণ পথ তৈরি হবে!
ইব্রাহিম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!
কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না ধারালো ছুরি তাঁর গলায় আঁচড় পর্যন্ত বসাতে পারবে না!
আইয়ুব (আঃ) জানতেন না পোঁকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!
তবে তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। এবং নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।
মহান আল্লাহ আমাদেরও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে ধৈর্য ও তাঁরই নিয়ামতের প্রশংসা করার তৌফিক দান করুন।
আমীন।
(সংগৃহীত)